এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১৪ জুলাই ২০০৮ ১৭:০৬ | 198.96.180.245
  • এখনও শেষ হয় নি?
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৭:০২ | 61.95.144.123
  • ক্যারি করার সুবিধা চাইলে ওয়েস্টার্ন ডিজিট্যালের পাসপোর্ট রেঞ্জটা দেখ।
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১৬:৫২ | 59.160.220.131
  • বিবি,
    আমার যে রকম ব্যবহার মানে? ইকি ??

    ১৬০ জিবি ইন্টার্নাল হার্ড ডিস্ক ক্যারি করা সহজ মানে? এটা কি এনক্লোজড বললেন? আমার কম্পুর ভেতরে দুটো হার্ড ডিস্ক আছে, একটা ৮০ জিবি, আর একটা ২০০ জিবি। ওগুলো ইন্টার্নাল, মানে সিপিইউ-র বাক্সের ভেতরে থাকে।

    অয়ন,
    চাঁদনিতে যাবো, তার আগে একটা চাঁদনির দোকান থেকে ফোনে দাম জানলাম। সুপ্রীমের ফোন নং জানা আছে? আর দাদা কেন? ৯৫ এর মাধ্যমিক না?
  • bb | ১৪ জুলাই ২০০৮ ১৬:০১ | 61.16.250.244
  • Somnath আমার মতে আপনি পিউর এক্সর্টানাল কিনুন। আপনার যে রকম ব্যবহার, তার জন্য দরকার হার্ড কভার। আমার টার জন্য অবশ্য দরকার এক্সর্টানাল পাওয়ার। আমি এর সঙ্গে একটি ১৬০ জিবি ইন্টার্নাল হার্ড ডিস্ক ব্যবহার করি যেটা ক্যারি করা সহজ। এর পর আপনার ডিসিশন ঃ)
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৫:১১ | 61.95.144.123
  • Btw, এই এক্সটারনালও দুই রকম হয় - একটা পোর্টেবল, যেটা ওই এনক্লোজডগুলোর মতন ইউএসবি দিয়ে চলে, এবং কম্পু থেকে পাওয়ার নেয়। সাইজে ছোট, পকেটে বা ভ্যানিটি ব্যাগে ঢুকে যায়, ক্যাপাসিটিও কম। আর ডেস্কটপ - সাইজ/ক্যাপাসিটির দিক থেকে বড়, আলাদা পাওয়ার দিতে হয়।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৫:০৫ | 61.95.144.123
  • পিওর এক্সটারনালগুলো বাক্সে সুন্দর ভরা - মানে প্রোটেক্টেড। দ্বিতীয়তঃ এগুলোর নিজস্ব পাওয়ার সাপ্লাই আছে - মানে সকেটে লাগাতে হয় আর কি - সেটা অ্যাডভান্টেজ। ইন্টারনাল উইথ কেসিং-এ তা হবে না - ওটা ইউএসবি থেকে কম্পুর পাওয়ার নিয়ে চলবে।
  • a | ১৪ জুলাই ২০০৮ ১৫:০১ | 220.225.7.11
  • ওমনাথ দা, চাদনি তে গিয়ে দেখো। মনে হয় ২ টি ৫০০ জিবি কিনে নিলে ভালো করবে। Western Digital বা Seagate/Maxtor

    সুপ্রীম বলে একটা দোকান আছে, মাঝের মেট্রোর গায়েই। একটু দরদাম করলে ১০০০০ এ নেমে যাবে আশা করি।

  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১৫:০০ | 59.160.220.131
  • ১২৬০০। তাইলে সিগেটের টা ঠিকই আছে। এবার কথা হইল, সিগেটের ১টিবি এক্সটারনাল কিনবো, না ইন্টার্নাল উইথ কেসিন কিনবো।

    এক্সটার্নাল টা ২০০০ টাকা এক্সট্রা দিয়ে কেনা ওয়ার্থ কি? দেখো, সমস্যাটা কত গুটিয়ে নিয়ে এলাম।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৪:৩৪ | 61.95.144.123
  • Iomega ১ টেরাবাইট দেড়শো পাউন্ড - http://tinyurl.com/683px8
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১৩:৫৭ | 59.160.220.131
  • তুমি তো ৫০০ জিবি কিনেছো। সেটার দাম তো ঠিকই আছে। বিবি যেমন হায়দ্রাবাদে কিনেছেন। ১টিবি তো বেশি হবেই। তবে এত!! ওদের সাইটে জ্বলজ্বল করছে ৬৯৯ ডলার। ঃ-((

    অনলাইন স্টোরেজ ভারতের জন্যে বাজে অপশন। বিলেতে এমবি/সে এ ডাউনলোড হয়, ওখানের কথা আলাদা। ডেটা সুরক্ষা আবার কি? সিনেমাগুলো রাখবো, যখন খুশি দেখবো বলে। আমার ২৪৮ টা ডিভিডির মাল অনলাইনে রেখে কি হবে?? নেট থেকেই তো সব নামানো।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৩:২৪ | 61.95.144.123
  • শ্যামলের মার্কেট থিওরীতে দুই নম্বরটা হবে না। মানে হওয়া উচিত নয়ঃ-)
  • nyara | ১৪ জুলাই ২০০৮ ১৩:২২ | 64.105.168.210
  • অনলাইন স্টোরেজ, যেমন এমাজন এস৩, এর দুটি ঘাপলা -

    ১। ডেটা ট্রানস্ফারের খরচাটাও ধরতে হবে তাছাড়া বড় ডেটা ট্রান্সফার শেষ হতে হতে বয়েস বেড়ে যাবে।

    ২। কাল যদি প্রোভাইডার বলে জিবি প্রতি দাম বাড়িয়ে দিলাম, সোনা মুখ করে সয়ে যাওয়া ছড়া উপায় নেই।

    তবে ডেটার সুরক্ষা কিঞ্চিৎ বেশি।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৩:১৫ | 61.95.144.123
  • Lacie? যাঃ। আমি যে ১০০ পাউন্ডে কিনলুম?
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১৩:১৩ | 59.160.220.131
  • বাবারে!! ৭০০ ডলার !!
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৩:১২ | 61.95.144.123
  • আমাজন এসথ্রী নিয়ে নে। পে পার ইউসেজ, আর বেশি খরচ নয়। হয়তো এককালীন ১০০০০ খরচ করার চেয়ে শস্তা পড়বে।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৩:১০ | 61.95.144.123
  • Lacie কত? আমি ৫০০জিবি ফায়ারওয়্যার কিনেছিলাম ১০০ পাউন্ডে। শুধু ইউএসবি হলে ৬০ পাউন্ড।
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১৩:০৯ | 59.160.220.131
  • সিগেট এক্সটার্নাল ঃ ১১২০০
    সিগেট ইন্টার্নাল ঃ ৮৭০০ + কেসিন (৬০০) = ৯৩০০
    ম্যাক্সটোন এক্সটার্নাল ঃ ১০৫০০

    সব ভ্যাট বাদে।

    অথচ অনলাইন সার্চে 1 TB এক্সটার্নাল ১৯৯ ডলার বলছে ম্যাক্সিমাম। শিপিং আর কত/ ২৪ ডলার? মানে ৯৫০০? আসলে ওয়েস্টার্ন ডিজিটাল টা এখানে পাওয়া যাচ্ছে না বলল।

    ৯৩০০ টা নিয়ে নেবো? ইন্টার্নাল হাঃডিঃ উইথ সেপারেট কেসিন কি ধুলো বালি নোংরার হ্যাজার্ডের প্রতি একটু বেশি ভালনারেবল?
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৩:০৪ | 61.95.144.123
  • খিচুরি, আলুভাজা, ডিমভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আপিসে।
  • Div0 | ১৪ জুলাই ২০০৮ ১২:৪১ | 203.187.134.12
  • গতকাল শমীক সিংহ নামে একজনের গান শুনলাম --
    ""মনে পড়ে রুবি রায়/ দশ টাকা আটানায়/ ব্যালকনী সীটে ছবি দেখেছি
    আজ হায় রুবি রায়/ ছ'শো টাকা গলে যায়/? ? প্রেম করে ফেঁসেছি ...''

    আচ্ছা এটা কি ঠিক? উঁই? মানে কাঁচ, পাঁদের মত?
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১২:৪০ | 61.95.144.123
  • ড্যাম্প লেগেও হয়। ক্লিনার দিয়ে পরিস্কার করে দেখেছিস?
  • pi | ১৪ জুলাই ২০০৮ ১২:৩৯ | 69.251.184.3
  • ব্যাক আপ বিহীন ল্যাপটপ ক্র্যাশ, স্যুটকেস চুরি যাওয়ার কারণে একটি হার্ড ড্রাইভের নেই হয়ে যাওয়া, পতনজনিত আঘাতে একটি হার্ড ড্রাইভের মৃত্যু , বিমানে দীর্ঘ জার্নির ধকলে হৃদপীড়ায় আক্রান্ত অপর একটি হার্ড ড্রাইভের অকালপ্রয়াণ ,ও সারভাইকাল ডিসলোকেশানের মাধ্যমে একটি পেন ড্রাইভের সদ্য সদ্য খুন ...
    এ সকল নষ্টের কষ্টও কালের পাতায় পষ্ট হয়ে রয়েচে। ঃ(
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১২:৩৩ | 59.160.220.131
  • প্রবলেম কি করে বলব? কপি করতে গেলাম, নেরো দিয়ে, ডিভিডি কপি হল না। এমনিতে হার্ড ডিস্ক এ কপি হল না।

    ডিভিদির দোষ, না রাখার দোষ বুঝছি না। আমার সব ঐ ১০০টার টাওয়ারে রাখা থাকে। এবার ডিভিডির ওপর তো লাল পার্মানেন্ট মার্কারে সিনেমার নাম লেখা আছে। তার ওপরে, ওপরের ডিভিডিটার ডাটা ফেসটা পড়ছে। ১০০ টার টাওয়ার, মানে হেভি প্রশার। তাইতে মনে হচ্ছে নিচের ডিভিডির উপরের লেখাগুলো তার ঠিক ওপরের ডিভিডিটার ডেটা সেকশন কে হার্ম করছে। কে জানে, এটাও একটা স্পেকুলেটিভ থিওরি বানালাম। কিন্তু ফাইনাল আউটকাম, ডিভিডিগুলো একটা একটা করে যাচ্ছে। উঁই ছাড়াই। ধুস্‌স্‌স্‌স্‌স্‌স
  • sinfaut | ১৪ জুলাই ২০০৮ ১২:৩২ | 66.232.102.157
  • because i'm a high-level virus

    এটা জোক।
  • Div0 | ১৪ জুলাই ২০০৮ ১২:২৭ | 203.187.134.12
  • দোতলায় উঠে রেপ্লিকেট করছ কেন!
  • sinfaut | ১৪ জুলাই ২০০৮ ১২:২৩ | 66.232.102.157
  • ডিভিডি তেও উই ধরছে নাকি? কী প্রবলেম?
  • sinfaut | ১৪ জুলাই ২০০৮ ১২:২৩ | 66.232.102.157
  • ডিভিডি তেও উই ধরছে নাকি? কী প্রবলেম?
  • sinfaut | ১৪ জুলাই ২০০৮ ১২:২০ | 66.232.102.157
  • "The greatest enemy of a good plan is the dream of a perfect plan."

    ঃ-)
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১২:১১ | 59.160.220.131
  • ডিভিডি সব চাঁদে যাবে একদিন। আমার বেশ অনেকগুলো গেছে। তুই তো তবু দেখে রাখিস, আমার না দেখা সব সিনেমা চলে যাচ্ছে। শালা নশ্বর পৃথিবী। মোমেন্টারি বেঁচে থাকাই শেষ কথা। সকল ভবিষ্যৎ প্ল্যানই ঠুনকো।

    এই দীর্ঘঃশ্বাস আঁকা রইল কালের পাতায় .......
  • sinfaut | ১৪ জুলাই ২০০৮ ১১:৫৫ | 66.232.102.157
  • ঐ জন্যি আমি ডিভিডি তে লিখে রাখি। ঃ-)
  • nyara | ১৪ জুলাই ২০০৮ ১১:৩৭ | 64.105.168.210
  • আমার যত হার্ড-ড্রাইভ ফেল করেছে, সব হয় মেকানিকাল ফেলিওর আর নয় বহুক্ষণ লো ভোল্টেজ হয়ে গড়বড়। কোন বারই ডেটা বাঁচান যায়নি, পার্টিশন থাকা সঙ্কেÄও।

    এখন আমি আমার নতুন ল্যাপটপ সাজাচ্ছি। একটি চমৎকার লাইভ সিডির খোঁজ পেয়েছি - এইসব পার্টিশনিং, ডিস্ক ইমেজিং ইত্যাদি করার জন্যে। হাতের কাছে রাখা ভালো -

  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১১:১৪ | 61.95.144.123
  • পার্টিশন থাকলে ডেটা বেঁচে যাবার চান্স বেশি।
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১১:১২ | 59.160.220.131
  • ৫০০ জিবি ৫২০০ মানে ১ টিবি ৮৫০০ মতো পড়বে অ্যাট লিস্ট।

    ফায়ারওয়্যার ওয়ালা কি আরেকটু বেশি? দেখি এবার নেট খুঁজি। সমস্যা হল কলকাতায় পাওয়া যাবে কি না।ঃ-(

    আচ্ছা, পার্টিশন করলে বড় হার্ড ডিস্কে কি বেশি জায়গা যায়? না সবসময়ই একই। আমি ভাবছি তিনটে পার্টিশন করে রাখব, না একটাই পার্টিশন করে তিনটে বেসিক ফোল্ডারে রাখব! কোরাপ্ট হলে, ধরো ব্যাড সেক্টর, পার্টিশন থাকলে কি অন্য ড্রাইভগুলো বেঁচে যাওয়ার চান্স থাকে? ক্র্যাশ করা মানে তো অপারেটিং সিস্টেম যাওয়া, নাকি গোটা ডিস্কটা? অন্য ড্রাইভ দিয়ে বুট করলে ক্র্যাশ করা হার্ড ডিস্কের স্টোরড ডেটা ফেরত পাওয়া যায়?

    পার্টিশন থাকলে মনে হয় সার্চে একটু বেশি সুবিধে হয়, নাকি নেগলিজিবল টাইম ডিফারেন্স?

    ইত্যাদি নন-কম্পুটারোলা প্রশ্নাবলী ও অ্যাটাচ করলাম।

    আমার অবাক লাগছিল ইন্টার্নাল হার্ড ডিস্ক ইউ এস বি পোর্টে কিভাবে চালাবে! মানে আমার যেটা কেনা তাতে তো একটা SATA ডেটা কেবল আর একটা পাওয়ার কেবলের সকেট আছে শুধু। তার মানে, এখন যা বুঝলাম, ঐ এনক্লোজারটাতেই যা প্রয়োজনীয় কার্যকলাপ করা থাকে ঐ দুটো সকেট থেকে একটা ইউ এস বি কানেক্টর তৈরি করার জন্যে।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১০:২৭ | 61.95.144.123
  • বোধি - গার্ডিয়ানের ফ্যান্টাসী ফুটবল এবার ফ্রী। দেখে নিও। তাইলে কমপিট করবো;-)
  • m | ১৪ জুলাই ২০০৮ ১০:০২ | 12.240.14.60
  • আমরা এখন গাল ফুলিয়ে দেবীপক্ষ দেখে চলেছি- এ ছবি কখন শেষ হবে ভগাই জানে!!
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ০৯:৫৪ | 61.95.144.123
  • শুধু ইউএসবি না কিনে ইউএসবি এবং ফায়ারওয়্যার ওয়ালা কেনো - বুটেবল করা যাবে।
  • Paramita | ১৪ জুলাই ২০০৮ ০৯:১৩ | 192.92.94.23
  • সন্ধে হল, সন্ধে হল, দেখছি চেয়ে প্রথম তারা।
  • babul | ১৪ জুলাই ২০০৮ ০৭:৫৬ | 164.164.94.194
  • হপ্তা শুরু ।
  • P | ১৪ জুলাই ২০০৮ ০০:২৪ | 78.16.94.35
  • সোমনাথ , ঐ ন্যাড়াবাবু যে এনক্লোজার বললেন সেখান আমি একটি কোম্পানি থেকে পেয়েছি বছর দুয়েক আগে। প্লাস্টিকের খোলস , ইউ এস বি কানেকশান। দুখানি ড্রাইভ , একটি আমার আর একটি কত্তার। গত দু-বছরে ভালো ই চলেছে। যদ্দুর জানি ডেল দেশেও ঐ রিমুভেবল হার্ড ড্রাইভ বিক্কিরি করে ।মডেলের নাম হল RD1000 , হোম-ইউজারদের জন্যে কম , SMB সেগমেন্ট এর প্রোডাক্ট। কাজে দাম বোধহয় একটু বেশির দিকে।
  • bb | ১৪ জুলাই ২০০৮ ০০:১৬ | 121.245.0.178
  • Somnath আমি সম্প্রতি একটি ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ GB এক্সটার্লান হার্ডডিস্ক কিনেছি পাঁচ হাজার দুশ্‌টাকায়।এখনো অব্দি ভালো কাজ করছে।আমি কিনেছি হায়েদ্রাবাদে কোলকাতায় এরকম দাম হওয়া উচিত।
  • S | ১৩ জুলাই ২০০৮ ২৩:৫৫ | 122.162.81.188
  • *পারেন না।
  • S | ১৩ জুলাই ২০০৮ ২৩:৫৩ | 122.162.81.188
  • বিজেপির সাথে ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে প্রশ্নের উত্তরে সীতারাম ইয়েচুরি বলেছেন, ট্রেনে আপনার সহযাত্রী কে হবেন, তা আপনি নির্ধারণ করতে পারেন আ।

    ঃ-)
  • nyara | ১৩ জুলাই ২০০৮ ২২:৪০ | 64.105.168.210
  • এখানে যে ব্র্যান্ডগুলো চলে - সিগেট, ওয়েস্টার্ন ডিজিটাল, আই-ওমেগা - ইত্যদি। আমার ওয়েস্টার্ন ডিজিটাল 1TB। ওটা ব্যাকাপের জন্যে ব্যবহার করি। সিক টাইম খুব আহামরি নয়, তবে ব্যাকাপ ড্রাইভ হিসেবে ভাল চলে। এছাড়া একটা আই-ওমেগা 750GB আছে, সেটা থেকে আমি মিডিয়া (অডিও) স্ট্রিম করে দেখেছি, ভালই পারফর্মেন্স। আরও বেশ কিছু ব্র্যান্ড আছে - টোশিবা-ফোশিবা। সবই উনিশ আর বিশ। rpm, সিক টাইম - এগুলো ঠিকঠাক থাকলে সব প্রায় সমান। দেশে কি পাওয়া যায় জানিনা।

    যে দুরকমের হার্ড ড্রাইভ বলেছ, তার একটা হল পাতি এক্সটার্নাল হার্ড ড্রাইভ। usb কেবল দিয়ে লাগালে, মাল চলতে শুরু করল।

    অন্যটা হল হার্ড ড্রাইভ এনক্লোজার। একটা খোলস, যার ভেতরে তুমি ইন্টার্নাল হার্ড ড্রাইভ ভরে এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে কাজ চালাতে পারবে। সুবিধে হচ্ছে, একটা হার্ড ড্রাইভ ফুরিয়ে গেলে, নতুন কিনে আবার এনক্লোজারে পুরে দিলেই নতুন এক্সটার্নাল হার্ড ড্রাইভ পেয়ে গেলে। তাছাড়া, ইন্টার্নালের দাম এক্সটার্নালের থেকে অল্প কম।

    আমি, ব্যক্তিগতভাবে, হিসেব-টিসেব করে দেখেছিলাম এনক্লোজারের থেকে এক্সটার্নাল হার্ড ড্রাইভ কেনাই ভাল।
  • Somnath | ১৩ জুলাই ২০০৮ ১৯:৫৯ | 59.94.2.228
  • এক টেরাবাইট হার্ড ডিস্ক কিনতে গেলে স্ট্যাণ্ডার্ড দাম কত যচ্ছে? হেভি দরকার।

    এক্সটার্নাল হার্ড ডিস্ক দুই রকম হয় বোধহয়। একটাকে পাতি এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে, দাম একটু বেশি হয়। আর একটা কনভেনশনাল হার্ড ডিস্ক। আলাদা খাপে পুরে বিক্রি করে, এক্সটার্নালি ইউজ করা যায়, দাম একটু কম পড়ে।

    কোনটের কিরম দাম যচ্ছে এখন?

    কোনটে কেনা বেটার?

    পাতি স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ হবে। সিনেমা থাকবে। কেউ মনে পড়ছে কিনেছে রিসেন্টলি।

    কোন কোম্পানীর কেনা উচিত?

    এমনিতে তো হার্ড ডিস্কে সিগেটের নাম আছে জানি। টেরাবাইট হার্ড ডিস্কের জগতে অন্য কিছু কি বেটার আছে?

    ভারতে তার মাল বিক্রি হয়?

    এইসব কুইজ কনটেস্টের প্রশ্ন নয়, ব্যক্তিগত প্রচণ্ড প্রয়োজন। পারলে কালকেই কিনে ফেলব। সত্বর জানান।
  • Tim | ১২ জুলাই ২০০৮ ২২:৩৬ | 128.173.176.128
  • এবার ব্রেক। হ্যাপি উইকেন্ড। ঃ)
  • Tim | ১২ জুলাই ২০০৮ ২২:৩৫ | 128.173.176.128
  • ভূমির একটা গান আছে তো ডানদিক-বামদিক নিয়ে। সেইটা এই উদ্দ্যেশ্যে রচিত। ঃ)
  • pi | ১২ জুলাই ২০০৮ ২২:২৫ | 69.251.184.3
  • কিন্তু বামেদের জিগরি দোস্ত পশ্চিমী ঘেঁষা হওয়ায় যে গোঁসা হল তাই নিয়ে কি গান হবে ?
  • pi | ১২ জুলাই ২০০৮ ২২:১৫ | 69.251.184.3
  • ঃ)))
  • Tim | ১২ জুলাই ২০০৮ ২২:১৪ | 128.173.176.128
  • আরে ওগুলো আসলে বাম। জিগরি বাম মানে বামেদের জিগরি দোস্ত। এইটা আসলে রাজনৈতিক গান ছিলো। দাত্‌সাবের একটু পশ্চিমঘেঁষা উশ্চারণে অমন হয়ে গেছে। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত