এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৬:২৯ | 61.95.144.123
  • ওক্কে। অবিশ্যি ওই দিকে যেতে হলে সুইমিং পুল পেরোতে হবে, কস্ট্যুম নাই।
  • r | ১৮ জুলাই ২০০৮ ১৬:২৯ | 125.18.17.16
  • ঃ-))

    নাঃ! সেক্টর ফাইভের এল সি এম- ম্যান্ডির জন্মদিন পালনের রাজনৈতিক কর্মসূচীতে চিকেন না মাটন নাকি দুটিই বৃহত্তর স্বার্থের পক্ষে উপযোগী।
  • h | ১৮ জুলাই ২০০৮ ১৬:২৭ | 125.18.104.1
  • আজ হবে না অরিজিত। কারণ সামাজিক।
  • h | ১৮ জুলাই ২০০৮ ১৬:২৬ | 125.18.104.1
  • ও এই জন্যেই ওপিয়াম ডহরে পথসভা ছিল।
  • r | ১৮ জুলাই ২০০৮ ১৬:২৪ | 125.18.17.16
  • হেপি বাড্ডে টু ম্যান্ডি।
  • r | ১৮ জুলাই ২০০৮ ১৬:২৩ | 125.18.17.16
  • রবিবার পৌঁছাবে মনে হয়।
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৬:১৫ | 61.95.144.123
  • লোকে আমাকে পাগল ভাবছে নিগ্‌ঘাৎ। সন্দেবেলায় কফি খাইবা? ওই কি যেন দোকানটার নাম?
  • h | ১৮ জুলাই ২০০৮ ১৬:০৯ | 125.18.104.1
  • কবিতা সম্পর্কে আমার ধারণা মইদ্য সম্পর্কে অরিজিতের ধারণার কাছাকাছি।

    আমি কবিতা পড়ি না এমন নয়, পড়তে বা কেউ পড়লে কোন ইস্যু নেই - পড়তে ভালো হলে আর বদখৎ গন্ধ না হলে পড়ি (মানে পড়েছি) । যেমন সুকুমার রায়, যোগীন্দ্রনাথ সর্কার, অন্নদাশংকর রায় ইত্যাদি। অনেক আগে গুরুদেবের শিশু পড়েছি, দুলে দুলে। জীবনানন্দ শক্তি শংখ পড়ে দেকেছি , পচা।

    ঃ-)
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৬:০৩ | 66.232.102.157
  • বাহ। হ্যাঁ, দেখলে আরও বোঝা যায় কি কঠিন ব্যাপার ওসব পীস বাজানো।
    বাহ। কবে আসবে?
  • r | ১৮ জুলাই ২০০৮ ১৫:৫৬ | 198.96.180.245
  • Anne-Sophie Mutter-এর বীঠোফেন, বার্লিনার ফিলহার্মনিকের সাথে, কারাজান কন্ডাক্টর। হাত আর আঙুলের মুভমেন্টগুলো দেখলে বোঝা যায় কি মারাত্মক জিনিষ। বাই দ্য ওয়ে, ভাই কিছুদিনের জন্য তোমার শহরে যাচ্ছে।
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৫:৩০ | 61.95.144.123
  • আমি খাই না এমন নয় - খেতে বা কেউ খেলে কোনো ইস্যু নেই - খেতে ভালো হলে আর বদখৎ গন্ধ না থাকলে খাই (মানে খেয়েছি)। যেমন স্মার্নফ আইস বা বাকার্ডি ব্রীজার বা মার্গারিতা ইত্যাদি। অনেক আগে ভোদকাও খেয়েছি লাইম কর্ডিয়াল দিয়ে। হুইস্কি/রামও চেখে দেখেছি - পচা।
  • h | ১৮ জুলাই ২০০৮ ১৫:২১ | 125.18.104.1
  • লিখবো। এখনো ধৈজ্জো আছে। আর দিন দুয়েক থাকবে।
  • h | ১৮ জুলাই ২০০৮ ১৫:১৭ | 125.18.104.1
  • অরিজিতের কম্যুনিস্ট পার্টির গোপনীয়তার ট্র্যাডিশন টা খুব ই স্ট্রং ঃ-)
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৫:১৭ | 66.232.102.157
  • মিষ্টি পান?

    কিন্তু ব এর ধর্মচর্চায় মন নাই কেন?
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৫:১৬ | 61.95.144.123
  • যাঃ শালা লিখলুম ম্যাঙ্গো জ্যুস, বলে কিনা...
  • h | ১৮ জুলাই ২০০৮ ১৫:১২ | 125.18.104.1
  • অরিজিত মাল খাও আগে কই বলো নি তো?
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৫:০৪ | 61.95.144.123
  • এক্স তো ঃ-) অনেক দূর।
  • shrabani | ১৮ জুলাই ২০০৮ ১৫:০০ | 124.30.233.101
  • ex SFI রা ওপিয়ামে ঠেক মারছে, বাঃ বাঃ। ঃ-)
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৪:৪৮ | 61.95.144.123
  • রোজ তো তাই খাই - রুটি-আলুভাজা-মাটনকারি ইত্যাদি। আজ ex-JU/ex-SFI ঠেক মেরে এলুম ওপিয়ামে। প্রেসির লোককে ফ্রাস্টু দেওয়া হল ফোনে;-)
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৪:৪৭ | 66.232.102.157
  • অজ্জিতদা মনে হয় হোটেলে চাকরি নিয়েছে।
  • shrabani | ১৮ জুলাই ২০০৮ ১৪:৪৬ | 124.30.233.101
  • এরা লাঞ্চে কেউ সাধারণ খাবার খায় না? ভাত ডাল মাছ জাতীয়?
  • Arijit | ১৮ জুলাই ২০০৮ ১৪:৪০ | 61.95.144.123
  • ম্যাঙ্গো জ্যুস, চিকেন স্যাসলিক, চিকেন সল্ট অ্যাণ্ড পেপার, নান, ফ্রায়েড মাটন। হেউউউউউ। তাপ্পর মিষ্টি পান।
  • shrabani | ১৮ জুলাই ২০০৮ ১৪:৪০ | 124.30.233.101
  • দ্রি,
    ঘরের কথা লিখি কি করে?ঃ-)

    না সিরিয়াসলি, আমার বর কেমন কোঙ্কনী ব্রাহ্মন সে তো আমায় বিয়ে করেছে এর থেকেই বোঝা যায়, তাই এদের সম্বন্ধে তার কাছ থেকে বিশেষ কিছু জানা সম্ভব নয়।
    তবে ইন্টারম্যারি টা একেবারে ফ্যাক্ট। কেরালায় অনেক গোষ্ঠীর মধ্যেই এটা আছে, ভার্মারা এর মধ্যে অন্যতম (রবি ভার্মা খ্যাত)। আমার বান্ধবী ভার্মা বিয়ে করেছে কাজিন কে, র‌্যাদার বাধ্য হয়েছে, তার কাহিনী বলিউড জানলে ফিল্ম বানিয়ে দিত।
    আমার শ্বশুরবাড়ির দিকে অবশ্য এখন এটা আর কেউ প্রেফার করেনা অর্থাৎ একদম রিলেশনে বিয়েটা চালু নেই আর, কিন্তু আউটসাইড কোঙ্কনী ব্রাহ্মিন বিয়ে করাটাও বড়সড় অপরাধ।
    তবে এরা এই ছ সাতশ বছর ধরে একটা অন্য দেশে মালয়ালামের মত রিচ কালচারের মধ্যে থেকেও নিজেদের স্বাতন্ত্রতা যেভাবে বজায় রেখেছে সেটা বেশ ইউনিক। এরা নিজেদের গৌড় সারস্বত descend এর ব্যাপারে ও খুব প্রাউড।
    দেখি এবারে বাড়ি গিয়ে শ্বশুরমশায়কে ধরব, মালমশলা পেলে শ্যুর লিখব।
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৪:২৬ | 66.232.102.157
  • কিসকো ঘুমায়োগে?
  • Div0 | ১৮ জুলাই ২০০৮ ১৪:০৩ | 203.187.134.12
  • আঃ, রুই মাছ কি ঝোল অউর ভাত খাকে আজ ইতনা ভালো লাগা কে ভাব রাহা হুঁ কি থোড়াসা ঘুমা লুঁ।
  • Arpan | ১৮ জুলাই ২০০৮ ১৩:৩৮ | 202.91.136.71
  • তুম যো ইতনা মাছি তাড়া রহে হো
    ক্যা কাঁঠাল হ্যায় যো ছুপা রহে হো
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৩:৩৪ | 66.232.102.157
  • তাড়ানে কে লিয়ে কমসেকম মাছি তো হোনা চাহিয়ে, ও ভি নহি হ্যায়।

    আপকা লিনাক্স সফর শুরু হুআ ক্যা?
  • dri | ১৮ জুলাই ২০০৮ ১৩:২৬ | 75.3.201.164
  • সিনফট, আজ ভাটমে তুম কেয়া আকেলা মাছি তাড়া রহে হো?

    (কি জানি কেন, আজ আমার কম্পুতে সব রিফ্রেশই স্লো মোশানে হচ্ছে।)
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৩:২০ | 66.232.102.157
  • আরে আমার দুবার পোস্ট করার কারন আর কিছু না, আমি যে প্রক্সি ব্যবহার করি সেটা প্রায়ই মেসেজ পোস্ট করতে গিয়ে ওভারলোড হয়ে যায়, তখন রিফ্রেশ বা ব্যাকবাটন টিপে ফিরতে গেলেই বোধহয় ক্যাশ থেকে আরেকবার মেসেজটা নিয়ে পোস্ট করে দেয়। বাড়ি থেকে যখন লিখি কক্ষনো দুবার পোস্ট পড়ে না। একতলা আর দো'তলা দেখলেই বোঝা যায় কোত্থেকে লিখছি। মামু আর মামুর কলেরে দোষ দাও ক্যান সুদুমুদু?
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১৩:১৭ | 66.232.102.157
  • আমি তো ছোতো চেলে, তইয়ে লিখতে ভক্করে।
  • dri | ১৮ জুলাই ২০০৮ ১৩:০৯ | 75.3.201.164
  • শ্রাবণী, আপনি কোঙ্কণী ব্রাহ্মণদের নিয়ে একটু লিখুন না। আপনি তো ইনসইডার। আমার এক কোঙ্কণী ব্রাহ্মিণ বন্ধু ছিল। তাকে কোব্রা বলা হত। টকটকে ফর্সা গায়ের রং। অ্যাশ কালারের চোখের মনি। বেশ একটা ইউরোপিয়ান ইউরোপিয়ান দেখতে।

    শুনেছি আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় কিছু গ্রীক ভারতে থেকে যায়। এরাই নাকি কোঙ্কণী ব্রাহ্মিণ। এরা দীর্ঘদিন রেসিয়াল পিওরিটি বজায় রাখার জন্য নিজেদের মধ্যে ইন্টারম্যারি করত। জানিনা এসব গুল না সত্যি। তবে ঐ ছেলেটি তার এক দূর সম্পর্কের কাজিনকে বিয়ে করেছিল।
  • omnath | ১৮ জুলাই ২০০৮ ১২:৫৬ | 59.160.220.131
  • সিফো এখন ভাটে কেমন তরতর করে কথা কইছে, অথচ টই এক লাইন লিখতেই তোৎলায়। ;-)

    এইটে বরোদায় থাকতে আমারও হত, কিন্তু আমার কোনো পোস্ট দুবারে আসার সময় ইনট্যাক্ট আসেনি। একটা পোস্ট দুটোতে ভেঙে টুকরো টুকরো হয়ে আসত। তাও কোনো অ্যালগোবিহীনভাবে। মামুর কল সত্যই জিনিস একটি।
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১২:৫২ | 66.232.102.157
  • আমার ইউপিএস খারাপ হয়নি। যে স্পাইক কর্ডটাতে প্লাগটা লাগাতাম, সেটাতে লুজ কানেক্সান হয়েছিল।
  • sinfaut | ১৮ জুলাই ২০০৮ ১২:১১ | 66.232.102.157
  • Anne-Sophie Mutter কি বাজালেন সেটাই তো বললে না র। মোৎজার্ট? আমি যদিও এত বড় বড় আর্টিস্টদের ভালো-মন্দ বিচার করার যোগ্য নই, তবু একটা তুলনা দিতে ইচ্ছে করল। Mutter এর বাজানো মোৎজার্টের কোনো এক (কোনটা ভুলে গেছি) ভায়োলিন কনচের্তো শোনার পর সেটাই মেনুহিনের শুনেছিলাম। তখন মেনুহিনের পাশে মুটারেরটা কিছু নিরস লেগেছিল। আবার, পাবলো সারাসাতের Zigeunerweisen বলে একটা পীস আছে, সেটা মেনুহিনের শোনার পর গ্রুমিয়া-র বাজানো শুনলে মেনুহিনেরটা অত ভালো লাগেনি। এক একজন একেক কম্পোজারে মাস্টার আরকি।
  • m | ১৮ জুলাই ২০০৮ ১০:৩৭ | 12.240.14.60
  • হায় শোলে বল্লেই আমার মেহেবুবা মনে পড়েঃ(
    তারপর এক বাপের বুকফাটা বিলাপ তারপরেই ধর্মেন্দরের প্রলাপ- এছাড়া আরো ছোটখাট চোরা টান আছে- কিন্তু সে তেমন কিচুই নাঃ)
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ১০:৩২ | 65.218.154.195
  • সারাক্ষন তো ঠাকুর ঠাকুর করেই চেচালো সবাই। অমনি তো ভক্তি মুলক সিনিমাতেই হয় ।
  • m | ১৮ জুলাই ২০০৮ ১০:২১ | 12.240.14.60
  • শোলের এই ভক্তি রস টা কি থেকে বুঝলে অপ্পন?
  • Arpan | ১৮ জুলাই ২০০৮ ১০:১২ | 202.91.136.71
  • শোলে আর ইজাজত দুটি ভিন্ন জঁরের সিনিমা।

    শোলে ভক্তিমূলক আর ইজাজত শিক্ষামূলক।

    ইজাজতের মরাল অব দ্য স্টোরি হল দ্বিচক্রযান চালাবার সময় নিজের বা সহযাত্রীর ওড়নাটি সামলে রাখুন।
  • m | ১৮ জুলাই ২০০৮ ১০:০৯ | 12.240.14.60
  • ইন্দু,
    সবাই মিলে একসাথে চলে গেলে তুমি কত দুঃখ পাবে ভেবেই পারমিতা ফিরলে আমি যাচ্ছিঃ)
  • pi | ১৮ জুলাই ২০০৮ ০৯:৪০ | 69.251.184.3
  • দ দি,
    ১। ডাটা তো এখন বাংলার রান্নাঘর থেকে বেরিয়ে সাগরপার করে এখেনেও পৌঁছেছে। অবাক হও ক্যানে ? ঃ)

    ২। মী মারাঠী ভালা সমঝত নাহি ঃ(
    তবে, নাসিকাঘটিত নিদ্রা সমস্যার আপাতত একটি ই সমাধান পাইছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ সময়ে ঘুমানো।

    ৩। এদেশের ডাক্তারদের প্রোটোকলে ঘাড় মটকানোর চিকিৎসা নাই। তাই দেশজ হাতুড়েরাই ভরসা।
    শুনেছি ব্যাংগালোরের কোনো একটি কোম্পানী নাকি ধন্বন্তরীর মতন মরা ড্রাইভের পেট থেকে জ্যান্ত ডাটা বের করে দ্যায়। আড়াইশো জিবি টাকে সেখেনে পাঠাবো ভাবছি আর ৮ জিবিটার জন্য বরাদ্দ হবে পাড়ার ডিস্পেন্সারীর ডাক্তার।
  • pi | ১৮ জুলাই ২০০৮ ০৮:৫৮ | 69.251.184.3
  • ম দি, আরে তখন যেটা বুঝেছি ভেবেছিলুম সেটা যে আসলে বুঝিনি তা এতক্ষণে বুঝলাম। বুঝলে ?
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০৮:৪৭ | 65.218.154.195
  • হাঙর খাই নাই। অভ্যু দাদের সাথে গিয়ে একটা দুর্দান্ত রকম সোফার গদির মতন দেখতে রুটি খেয়ে এলুম অনেক কিছু দিয়ে।
    জগত্তে কত্ত ভাল ভাল খাবার আছে ঃ)
  • Indu | ১৮ জুলাই ২০০৮ ০৫:২২ | 63.192.82.30
  • পামিতার কি গোছগাছ হয়ে গেছে?
    মামীর যাত্রা কবে?
    দু-দিন আনপ্যাক কদ্দুর? মিষ্টিগুলো ফেডেক্স করছ কবে/
    অজদার গ্র্যাক্যার বুকিং এল?
    দ্রি-র ছবি কই?
  • Indu | ১৮ জুলাই ২০০৮ ০৫:১৭ | 63.192.82.30
  • একপাশে বাসর, আরেকপাশে শ্রাদ্ধ ....
    মাঝখানে ব্ল্যাংক ল্যাজ নাড়ে আর হাঙর খায়
  • Paramita | ১৮ জুলাই ২০০৮ ০৪:৫৭ | 63.82.71.141
  • ঐ যে ম কইল - নাচতে নাচতে।
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০৪:৫০ | 65.218.154.195
  • শ্রাদ্ধ আর বাসরের মধ্যে আমি এলুম কেমনে?
  • m | ১৮ জুলাই ২০০৮ ০৪:৪৬ | 12.240.14.60
  • না মাঝখানে গাছের চারিপাশে ঘুরে গান নাচ আছেঃ)
  • Paramita | ১৮ জুলাই ২০০৮ ০৪:৪৩ | 63.82.71.141
  • তাহলে কি শ্রাদ্ধ বাসর না বলে বাসর শ্রাদ্ধ বলা উচিত - লজিকালি বাসরের পরেই মনে হচ্ছে শ্রাদ্ধ টাইম ডিং ডং।
  • m | ১৮ জুলাই ২০০৮ ০৪:৩৭ | 12.240.14.60
  • ইন্দু,
    'নিজের বিয়েতে বাসর জাগি নি'
    আর বিয়ে কোনো মানুষ 'খোলা চোখে' করতে পারে বলে মনে হয় না- অবশ্যি বিয়ে করে ফেলার পর ই একমাত্র সেটা বোঝা যায়ঃ(-
    তবে তোমার মধুচন্দ্রিমা পিরিয়ড এখনো কাটে নাইঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত