আসলে প্রতিবাদহীন লেফটিস্ট টই ব্যালেন্স করতে এগিয়ে আসতে হবে শ্যামলবাবুর মত বা কেডিদার মত মানুষকে, যাঁরা মনেপ্রাণে রাইটিস্ট। কিম্বা স্যান তুমিও এগিয়ে আসতে পারো, যদি তোমার মনে হয় এই ব্যাটা বামপন্থীরা গুরুর পাতা ফ্রি রাইড নিচ্ছে। খারাপ হবে, যদি তোমার মনে ক্ষোভ থেকে যায় কিছু বলার ছিল, কিন্তু বললে না।
Div0 | ১৭ জুলাই ২০০৮ ১২:০৭ | 203.187.134.12
ইয়ে, অনেকক্ষণ ধরে লিখব ভাবছি, তো টই য়ে কে কি মাথা-মুন্ডু-হাতি-ঘোড়া-সাপ-ব্যাঙ লিখল তো ফালতু অ্যাতো মাথায় তোলার কি আছে! আমার মনে হয় প্রাপ্তবয়স্ক সকলেরই একটা না একটা পোলিটিক্যাল দিক আছে যেটা একটা অ্যাড হক টই পড়ে/পড়িয়ে (অ্যাজ ইন নী.পা.) রাতারাতি পাল্টানো কোনো ধর্ম্মপ্রচারকের পক্ষেই সম্ভব নয়। এই টাইপের লেখা উদ্দেশ্যপ্রণোদিত এবং অথার এক্সপেক্টস টারব্যুলেন্স। ভাট বকার কোনো লিমিট থাকে না। সুতরাং, হে ভাটবাসিবৃন্দ, কানে ভ্যাকুয়াম ক্লীনার দ্যান, চোখে ঠুলি ও পিঠে কুলো।
san | ১৭ জুলাই ২০০৮ ১২:০৩ | 12.144.134.2
না, দ্রি যেমনি করে 'রাইটিস্ট টই' বললেন মনে হল ওটা খুব ঘৃণ্য কিছু। এত ঘেন্নার আছেই বা কি? এটা একটা মত ওটা আরেকটা - এর বেশি তো কিছু নয়। খামোখা একটা হোলিয়ার দ্যান দাউ মনোভাব আসে কোত্থেকে সেটাই হল প্রশ্ন।
arjo | ১৭ জুলাই ২০০৮ ১২:০১ | 24.214.28.245
h একটা অনুরোধ, যা লিখবা একটু সহজ কইর্যা লেখ। সাবজেক্টেই এমন হোঁচট খাইলাম আগাইতে পারলাম না। বিবাদী,বিরোধী আর বহুবাদীর ক্রমে এমন জড়িয়ে গেলাম খুলতে পারলাম না।
S | ১৭ জুলাই ২০০৮ ১২:০০ | 202.140.54.29
জানে তু য়া জানে না গত শুক্কুরবার আমার বৌ আর শালী দেখে এসেছে। ওদের বেশ পছন্দ হয়েছে। একবার দেখার জন্য ভালো এন্টারটেইনমেন্ট। শালী সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মানে রেজাল্ট অ্যাওয়েটেড, তার এজ গ্রুপের জন্য তৈরি একেবারে, যা শুনলাম।
গানগুলো সত্যিই ঝুল। সবাই যা বলল। আমি নিজে এখনও গানগুলো শুনি নি।
Div0 | ১৭ জুলাই ২০০৮ ১২:০০ | 203.187.134.12
আর্য, ওকে। কিন্তু কি মুশকিল, আমি কি আপনাকে বলেছি যে আমেরিকার গ্রামে হলে গিয়ে হিন্দী সিনেমা দেখুন! এনিওয়ে, চাপ লিবেন না।
shrabani | ১৭ জুলাই ২০০৮ ১১:৫৭ | 124.30.233.101
যারা যা ভাবতে চায় তাই ভাববে, অন্য ভাবে বা খোলা মনে ভাবতে চাইলে পড়াশোনা নিজেরাই করে নেবে।
অনেক টইইতো আছে আমার মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং কিন্তু খুব তাড়াতাড়ি নেমে গেছে।
arjo | ১৭ জুলাই ২০০৮ ১১:৫৫ | 24.214.28.245
ওপেন ফোরামকে রাজনৈতিক ছাপ দেওয়া খুব কঠিন। দেওয়া উচিত ও নয় বলে মনে হয়। যদি দিতেই হয় ফোরাম ক্লোজ করে দেওয়া উচিত। পাঠকের ওপর বিশ্বাস হারানো ঠিক নয়। প্রত্যেকে ম্যাচিওরড।
ডিভো, সিনেমাটা আমি দেখি নি। ম আর ঈশানের পোস্ট থেকে ইনফার করে ভাটিয়েছি মাত্র। ওরা দেখেছে। একটি পাতা পিছিয়ে গিয়ে পড়ে আসুন। আর বিশ্বাস করুন আমেরিকার গ্রামে ইচ্ছা থাকলেও হলে গিয়ে হিন্দি সিনেমা দেখা সম্ভব নয়।
san | ১৭ জুলাই ২০০৮ ১১:৫৫ | 12.144.134.2
আচ্ছা একটা লম্বা প্রতিবাদবিহীন লেফটিস্ট টই থাকলেও কি দ্রি এমনি করেই থ্রেডের স্বাস্থ্যের কথা ভাববেন? বা নতুন পাঠকদের কথা?
(শ্যামলবাবু বা ওনার বক্তব্য নিয়ে কোন বক্তব্য নেই)
Div0 | ১৭ জুলাই ২০০৮ ১১:৫৩ | 203.187.134.12
কাল আবার ব্রোক ব্যাক মাউন্টেন দেখলাম।
আচ্ছা, বোজো আর রাঙাদা আজকাল আর ভাটায় না কেন!
dri | ১৭ জুলাই ২০০৮ ১১:৫২ | 75.3.201.164
হ্যাঁ, মানুষে বিশ্বাস রাখাই উচিত।
কিন্তু চারপাশে দেখি বড্ড বেশী লোক মিডিয়ার ঢপ খেয়ে যায়। বাজারে চালু কথা খেয়ে যায়। এই যেমন, ভারতে মুসলিম নাকি বেড়ে ওয়ান ফিফথ হয়ে গেছে। অনেকেই ভেরিফাই করার চেষ্টা করে না। করার আগি বিশ্বাস করে নেয়। অথবা, সারা বিশ্বে ডিম্যান্ড বেড়েছে বলেই তেলের দাম বেড়েছে।
মানুষকে বোকা ভাবা কখনোই উচিত নয়। কিন্তু চালু কথা, মিডিয়া, স্টিরিওটাইপ -- এগুলো খুব শক্তিশালী।
shrabani | ১৭ জুলাই ২০০৮ ১১:৫১ | 124.30.233.101
ঠিক তাই, নতুন পাঠকদের কথা ভেবে রেসপন্স করতে হবে এটা খুব ভাল যুক্তি নয়। বলে 'কথায় কথা বাড়ে', টইটা লম্বা কি এমনি এমনি হয়?
Div0 | ১৭ জুলাই ২০০৮ ১১:৪৯ | 203.187.134.12
ন্নাঃ, বকছি মনে হল নাকি? শুধু জিগালাম সিনেমাটা আর্য আপনি দেখেছেন কিনা! সে তো অনেক আগে কে যেন খুব বকত আমাকে।
san | ১৭ জুলাই ২০০৮ ১১:৪৮ | 12.144.134.2
কি আশ্চর্য। যে যে টই তে কোনকিছু আপত্তি করে লেখা হয়নি তার মানেই গুরুতে যারা লেখেন সব্বার সেই বিষয়ে একই মত? বা সবাই সেই তই তা পছন্দ করছেন? কি চাপ।
Ri | ১৭ জুলাই ২০০৮ ১১:৪৩ | 124.125.58.234
নতুন পাঠক কেন তা ভাববে?তার বিচারবুদ্ধির ওপর আস্থা থাকা উচিত।সে নিশ্চয় পড়াশোনা করে সিদ্ধান্ত নেবে। ওঁয়াও। আমার কপিরাইটেড গোল্লা R নাম টা লিখতে পারছি না ঃ-((
arjo | ১৭ জুলাই ২০০৮ ১১:৪৩ | 24.214.28.245
ডিভো কি আমাকে বকছেন নাকি?
Div0 | ১৭ জুলাই ২০০৮ ১১:৩৭ | 203.187.134.12
Whoa! Whoa! "জানে তু, য়া জানে না' তে ""বুড়োবুড়ি ইন্টেলেকচুয়ালরা'' কোথা হতে এলো! না দেখেই বলছেন নাকি? আর গানগুলো ঝুল!!
নো ওয়ান ক্যান অ্যাপ্রিশিয়েট (ভালো সিনিমা) সালা!!
dri | ১৭ জুলাই ২০০৮ ১১:৩৭ | 75.3.201.164
নাহ্। শ্যামলবাবুকে বোঝানোর চেষ্টা ফিউটাইল। ধর্মপ্রচারককে কি আর কনভার্ট করা যায়?
কিন্তু একটা বিশাল লম্বা রাইটিস্ট থ্রেড হয়ে রইল, আর কেউ কোন কথা বলল না (সেটা যত ট্রিভিয়ালই হোক), এ ব্যাপারটা থ্রেডের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। একজন নতুন পাঠক যিনি থ্রেডটা পড়বেন তার পক্ষে ভালো নয়। অ্যাজ ইফ ওতে সবার সম্মতি আছে।
তবে সত্যি, প্রত্যেকটা থ্রেডে সেই ফাস্ট প্রিন্সিপ্ল থেকে তক্কো বড় ক্লান্তিকর। একটা করা যায়। দুটো করা যায়। বাট নট দশটা।
এও এক রাইটিস্ট স্ট্র্যাটেজি। প্রতিপক্ষকে বোর করে নিজের মতটা চাপিয়ে দাও।
san | ১৭ জুলাই ২০০৮ ১১:২৪ | 12.144.134.2
দোষ দেয়ার আছেই বা কি? কারুর বামপন্থী কথাকে ভাট মনে হয় , কারুর দক্ষিণপন্থী কথাকে। যার যা খারাপ লাগে না পড়লেই তো হল ঃ-)
shrabani | ১৭ জুলাই ২০০৮ ১১:১৭ | 124.30.233.101
একটা নামকেই দোষ দেওয়া কেন বাবা? প্রতিক্রিয়া, প্রত্যুত্তর এসবও তো আছে, টইগুলো monologue তো হচ্ছেনা । অবুঝকে বোঝানোর চেষ্টায় লোকজন তো কম নয়।ঃ)
Indu | ১৭ জুলাই ২০০৮ ১১:১০ | 24.24.228.247
এ কারনেই তো আমি ছবি দেখতে কইলাম ঃ-)
h | ১৭ জুলাই ২০০৮ ১১:০৫ | 125.18.104.1
হ্যাঁ হেবি বোরিং। দ্রি বার খাইয়ে দিলেন ঠিক ই, কদ্দিন উৎসাহ রাখতে পারবো জানি না। বড় বড় মিডিয়ার বাওয়ালে পক্ষ নেওয়া ছাড়া আর কিছু করার থাকে না, এইটা ভাবতে বেশ বোগাস লাগে।
Arijit | ১৭ জুলাই ২০০৮ ১০:২২ | 61.95.144.123
আমি মাইরি ইদানিং টই খুলতে ভয় পাই। আরো বোর হবার ভয়। একটা নামের তলায় রোজ সেই একঘেয়ে থোড়-বড়ি-খাড়া - আর খাড়া-বড়ি-থোড়, সেই একই একমাত্রিক যুক্তি(?), আর একচোখো ডায়লগবাজি।
arjo | ১৭ জুলাই ২০০৮ ০৩:৫০ | 24.214.28.245
ছোট্ট ছেলেমেয়েদের দুষ্টু মিষ্টি প্রেমের সিনেমা অভিনয় করেছে বুড়োবুড়ি ইন্টেলেকচুয়ালরা। হিন্দি সিনেমা কিন্তু চরিত্র গুলো ইংরেজি সিনেমার মতন। গানগুলো ঝুল। অথচ সিনেমাটা ভালো। দেখতেই হচ্ছে। কি করে পাওয়া যাবে? নেটে কোথাও পাওয়া যাচ্ছে? না ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে ডিভিডি?
Ishan | ১৭ জুলাই ২০০৮ ০২:০৩ | 12.163.39.254
সিনেমাটায় একটাই প্রবলেম। চরিত্রদের দেখলে মনে হয় ইংরিজি সিনেমা দেখছি। বাকি সব ঝক্কাস।
ও , হ্যাঁ, গানগুলানও পছন্দ হয়নি।
m | ১৭ জুলাই ২০০৮ ০১:৪৪ | 12.240.14.60
না। কম বয়সী ছেলেমেয়েদের দুষ্টু মিষ্টি প্রেমের ছবিঃ)
Blank | ১৭ জুলাই ২০০৮ ০১:৪২ | 170.153.62.251
ইহা কি অ্যালিয়েন মুভি?
arjo | ১৭ জুলাই ২০০৮ ০১:২৬ | 168.26.215.54
কেন? কেন? গ্রিলের ক্ষেত্রে ব্যপারটা ভালোই। বলার অসুবিধা থাকে না ওয়েল ডান না মিডিয়াম না কি? নিজে নিজের মতন পুড়িয়ে নিলেই হল।
m | ১৭ জুলাই ২০০৮ ০১:২৫ | 12.240.14.60
যারা দেখো নি অতি অবশ্যি দেখে ফেলো- সব বুদ্ধিদীপ্ত সুন্দরী মহিলারা আছেন। অনুরাধা প্যাটেল,কিটু গিদওয়ানি,রত্নাপাঠক মায় ফ্রেমে বন্দী নাসিরউদ্দিন শাহ অবধিঃ)
m | ১৭ জুলাই ২০০৮ ০১:২২ | 12.240.14.60
জানে তু ... তে বহুকাল বাদে কিটু গিদওয়ানি কে দেখতে পেলাম- এখনো কি সুন্দর ছিমছাম সুন্দরী;) আর রত্না পাঠক- তিনি ও-বহুকাল বাদে একটা হিন্দি ছবি দেখে বেশ আমোদ পেলাম।
Arpan | ১৭ জুলাই ২০০৮ ০১:১৯ | 122.252.231.206
ন্যাড়াদা বুঝিতে পারিতেছেন না ইহা রিয়ালিটি শোয়ের জমানা।
nyara | ১৭ জুলাই ২০০৮ ০১:১৪ | 67.88.241.3
বাজারে একটা সুপ ছিল - চিমনি সুপ। আর এই দেখছি বার্বিকিউ নেশন। কোরিয়ান বার্বিকিউ-ও সেই গোত্রেরই - "টিচ ইয়োরসেল্ফ কুকিং'-এর ক্লাস যেন। আমিই যদি করে খাব তো তোর দোকানে যাব কেন বাপ!
Arpan | ১৭ জুলাই ২০০৮ ০১:১২ | 122.252.231.206
না কাটিনি তো। কবে ফিরবো তো জানি না। বড়কত্তা বলে দিয়েছেন এত আগে বলা সম্ভব নয় কদ্দিনের ছুটি নেওয়া যাবে।
san | ১৭ জুলাই ২০০৮ ০১:১০ | 203.187.252.213
অপ্পন ফেরার টিকিট কেটেছো? আমি ডিসাইডও করতে পারছিনা, কাটতেও পারছিনা, ঘুমোতে যেতেও পারছিনা । লাইফে সত্যি কতরকম চাপ ঃ-(
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন