এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৮ জুলাই ২০০৮ ২৩:৪২ | 170.153.62.251
  • বিশ্বকবি সুকুমার রায়ের 'প্রশ্ন'।
    ..
    ...
    ......

    হাট্টীমা টিম টিম
    তারা মাঠে পারে ডিম
    তাদের খাড়া দুটো শিং
    তারা হাট্টিমা টিম টিম
  • Abhyu | ২৮ জুলাই ২০০৮ ২৩:৩৫ | 128.61.29.226
  • নোমোস্কার
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ২৩:৩৩ | 122.252.231.206
  • হ্যায় জি।
  • Tim | ২৮ জুলাই ২০০৮ ২৩:২৩ | 198.82.13.63
  • কৈ হ্যায়?
  • Ishan | ২৮ জুলাই ২০০৮ ২২:০৫ | 12.163.39.254
  • পমেটমকে অভিনন্দন। ছানার নাম কি হল?
  • Blank | ২৮ জুলাই ২০০৮ ২১:১৮ | 170.153.62.251
  • শেক্ষপীয়ার ও বলেছিলো, বে থে কে যে নামেই ডাকো না কেনো ... ইত্যাদি
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ২১:১১ | 122.252.231.206
  • নাম পাল্টালে হবে? কেস্টা ব্যাটাই চোর।
  • Blank | ২৮ জুলাই ২০০৮ ২১:০৯ | 170.153.62.251
  • আজ ভি?
  • h | ২৮ জুলাই ২০০৮ ১৯:৩০ | 220.225.84.122
  • এই সিগউইন কেস্টা মন্দ না।
  • P | ২৮ জুলাই ২০০৮ ১৯:২৩ | 78.16.35.235
  • ইস্‌স এমএস দুদিন আগে এটা পেলে রেজিস্ট্রীশানে নিগ্‌ঘাত তানীশী যেত। বাড়ির সকলের ঐটা এত পছন্দ ছিল।

    আর রুহীনটা নাকচ করেদিলে সবাই ছেলের নামের মতন শুনতে বলে। কি জ্বালা।
  • P | ২৮ জুলাই ২০০৮ ১৯:২১ | 78.16.35.235
  • http://en.wikipedia.org/wiki/Ariana_%28name%29
    অনেক ভাষাতেই আরিয়ানা আছে । আমি প্রথম গ্রীকটাই দেখেছিলুম। তেনার বাপকে তো সব্বাই আরিজিত বলে ডাকে , তার সাথে মিলিয়ে আরিয়ানা।

    আর জোলির সিনিমার বানান ছিল Gia, পুঁটির নাম হিন্দী জিয়া ঃ-)
  • ms | ২৮ জুলাই ২০০৮ ১৯:১৬ | 202.78.237.244
  • তনী [ তন্‌ (বিস্তৃত হওয়া - সংস্কৃত ধাতুমূল/verb root) + ইন্‌ ( কৃৎ প্রত্যয় ) = তনিন্‌ = তনী = বিস্তার/স্থান আছে এমন = জীব/জড় দেহধারী ] + ঈশ (নিয়ন্ত্রক/অধিকর্তা) = তনীশ = সমস্ত জীব/জড় দেহধারীর নিয়ন্ত্রক/অধিকর্তা = শিব
  • Blank | ২৮ জুলাই ২০০৮ ১৯:০০ | 65.218.154.195
  • আরিয়ানা পার্সিয়ান নাম না?
  • Blank | ২৮ জুলাই ২০০৮ ১৮:৫৬ | 65.218.154.195
  • শমীক অন্নপ্রাশনে কি কি খেলে?
  • chaaraanaa | ২৮ জুলাই ২০০৮ ১৮:০৩ | 202.140.54.29
  • আরিয়ানা বেশ সুন্দর নাম।

    জিয়া নামে অ্যাঞ্জেলিনা জোলির একটা সিনিমা দেখেছিলাম।
  • chaaraanaa | ২৮ জুলাই ২০০৮ ১৮:০২ | 202.140.54.29
  • ঠিক। (ই / ঈ + ই / ঈ) মিলে দীর্ঘ ঈ হয়।
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ১৭:৫২ | 202.91.136.71
  • তন+ঈশ = তনেশ হবে না?? (যথা দেব+ঈশ=দেবেশ)
  • ms | ২৮ জুলাই ২০০৮ ১৭:৪৭ | 202.78.237.244
  • তনীশ [ তন (জীবদেহ) + ঈশ (নিয়ন্ত্রক, অধিপতি) = শিব .... রেফারেন্স সাইট দিতে পারছিনে ] (উদা ঃ ইংল্যন্ডে প্রবাসী বাঙ্গালী ডাক্তার , ডঃ তনীশ মুখার্জী)
    তনীশী ( তনীশ + ঈ - স্ত্রী'প্রত্যয় ) = দুর্গা
  • san | ২৮ জুলাই ২০০৮ ১৭:৩২ | 12.144.134.2
  • সে জন্মেছে শুক্কুরবার , মানে ২৫ শে জুলাই।

    আরিয়ানা নামটা বেশ সুন্দর।
  • P | ২৮ জুলাই ২০০৮ ১৭:০৮ | 213.202.131.97
  • সুহাসিনীকে অনেক অভিনন্দন আর কুচোকে আদর।
    স্যান , পম জন্মেছে কবে ?

    অজ্জিত ও বাকীরা , তানিশি/তানিসি আল্টিমেটলি ক্যানসেল। আমার বেশ পছন্দ হয়েছিল নামটা। কিন্তু কেউ কনফার্ম কত্তে পারল না মানেটা।
    পুঁটের ডাকনাম ঠিক হল জিয়া আর "গুড নেম" আরিয়ানা। গ্রীক , মানে পবিত্র।
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ১৬:৪৭ | 202.91.136.71
  • ডিভো, জাভা ইন্সটলড আছে?
  • Arijit | ২৮ জুলাই ২০০৮ ১৬:১৮ | 61.95.144.123
  • একটি সিডি যেটাকে ইনস্টল না করলেও লিনাক্সের পুরো ফাংশনালিটি পাওয়া যায়।
  • a | ২৮ জুলাই ২০০৮ ১৬:০৬ | 125.18.104.1
  • লাইভ সিডি কি জিনিস?
  • Div0 | ২৮ জুলাই ২০০৮ ১৬:০৬ | 203.187.134.12
  • না, ইস্তা নয়, XP। ফন্ট ডাউনলোডানো সবে্‌তও। তবে ইউনিকোড জ্বলজ্বল করছে, তাই সই।

    হ্যাঁ, যে জন্য জিগালাম তোমাকে, আমারও ঐ একই সমিস্যে বেশ কয়েকমাস চলার পরে ডক্টর বাত্রায় হোমিওপ্যাথি করাতে কম হয়েছে। তোমাকে বাত্রায় দেখাতে বলব না, তবে, কাশি হতে থাকলে ইগনোর কোরো না, ইহা একটি অতি বাজে রোগ।
  • chaaraanaa | ২৮ জুলাই ২০০৮ ১৫:৪৮ | 202.140.54.29
  • ডিভো,

    না, থামে নাই।

    তুমি কি ভিস্তায় দেখছো?
  • Arijit | ২৮ জুলাই ২০০৮ ১৫:৪৭ | 61.95.144.123
  • তবে ইউনিক্সের কোনো লাইভ সিডি হয় কিনা জানি না। নপিক্স, ইউবান্টু - সবই লিনাক্স। ইউনিক্সের সাথে অল্পসল্প তফাত হবে। কি তার ডিটেইলস অত জানিও না, আর কচকচি হবে।
  • Arijit | ২৮ জুলাই ২০০৮ ১৫:৪৩ | 61.95.144.123
  • সবচেয়ে সোজা এবং কম এফর্টে - লাইভ সিডি - নপিক্স, ইউবান্টু ইত্যাদি।
  • Arijit | ২৮ জুলাই ২০০৮ ১৫:৪০ | 61.95.144.123
  • (১) ভার্চুয়াল মেশিন
    (২) সিগউইন (সাধারণ কম্যাণ্ড টেস্ট করা যাবে)
  • a | ২৮ জুলাই ২০০৮ ১৫:৩৮ | 125.18.104.1
  • লিনাক্ষ গুরু রা

    আমার একটি উইন এক্স পি ল্যাপি আছে, যাতে আমি কিছু কাজের জন্যে unix simulate করতে চাই।

    মানে, আমার কোনো unix installation নেই, কিন্তু কিছু development এর জন্যে কিছু cammand unixtest করা দরকার হয়ে পড়েছে।

    কিছু উপায় আছে?

    যদি না থাকে, তাহলে dual booting ছড়া কিভাবে unix use করা যায়? মানে just as any application like word আমি unix চালাবো আবার কাজ মিটে গেলে logout করে দেবো।

    কিছু উপায় আছে?
  • Div0 | ২৮ জুলাই ২০০৮ ১৫:০০ | 203.187.134.12
  • শমিক তোমার কাশি থামল?

    (ডানদিকে বাংলা নেই। ইউনিকোডে পড়ছি সব।)
  • S | ২৮ জুলাই ২০০৮ ১৪:২৭ | 202.140.54.29
  • গুরু নিদ্রা গিয়েছেন ...
  • chaaraanaa | ২৮ জুলাই ২০০৮ ১১:৫২ | 202.140.54.29
  • অতোবার শিফ্‌ট কী টেপা পোষাবে না।

    ডাক্তার দেখাতে গেছিলাম। কিন্তু দেখাতে গিয়ে জানলাম একদিন আগে অ্যাপো করে রাখতে হয়, নইলে বিশাল লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হয়। আজ অ্যাপো করে রাখছি, কাল সন্ধ্যেয় দেখাবো।
  • sinfaut | ২৮ জুলাই ২০০৮ ১১:৪০ | 66.232.102.157
  • aa==A করলে কিছু কম হবে।
  • san | ২৮ জুলাই ২০০৮ ১১:৩৮ | 12.144.134.2
  • পমেটমকে দেখতে গিয়েছিলাম। সে প্রচন্ড ফুটফুটে । কিন্তু এমন নরম সরম দেখতে যে কোলে নিতে সাহস পেলাম না , যদি ভেঙ্গে যায় ঃ-(
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ১১:৩৭ | 202.91.136.71
  • যাগ্গে, ডাক্তার দেখালে?
  • chrn | ২৮ জুলাই ২০০৮ ১১:৩৬ | 202.140.54.29
  • অ্যাঃ, শর্ট ফর্মটা পড়ে কেমন চরণদাস (চোর) লাগছে।
  • chrn | ২৮ জুলাই ২০০৮ ১১:৩৫ | 202.140.54.29
  • আস্তে আস্তে লোকে ফ্যামিলিয়ার হয়ে গেলে এই রকম হলেও চলবে।
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ১১:৩০ | 202.91.136.71
  • সবই তো বুঝলাম, কিন্তু প্রতিবার এতগুলো 'a' টাইপানো কোন কাজের কথা হল?
  • chaaraanaa | ২৮ জুলাই ২০০৮ ১১:২৪ | 202.140.54.29
  • ১) কাল সিনী আর মৈনাকের সাথে ফোনে কথা হল। সিনী বেজায় খুশি। কত্তা গিন্নী পমেটম মিলে নার্সিং হোমে আউটিং করছে।

    ২) আমি অবশ্য খুঁজি নি, বাড়িতে কোনও অভিধান নেই, তবে তনিসি / তনিসী এই ধরণের নাম ইন্টারনেট ছাড়া কোথাও পেলাম না। কেবল দু তিনটি সাইটে বলছে এটা দুর্গার নাম, কিন্তু তার প্রুফ কোথাও দেওয়া নেই।

    ৩) হনু, "আজি যত তারা' আমার কাছে জর্জবাবু আর আচার্যবাবুর গলায় আছে। লাগলে বোলো।

    ৪) এটাই আমার নতুন নাম এখন থেকে। চার-আনা।

    -- শমীক
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ১১:১৫ | 202.91.136.71
  • ইন্টারনেট সাইটগুলোতে "তনিসি'-র মানে দেবী দুর্গা দেখাচ্ছে। সংস্কৃত জানা কেউ কনফার্ম করতে পারবে(ন)।
  • Arpan | ২৮ জুলাই ২০০৮ ১১:০৯ | 202.91.136.71
  • সুহাসিনী আর মৈনাক, অনেক অনেক অভিনন্দন। পমেটমের জন্য রইল অ্যাত্তো অ্যাত্তো আদর।
  • Arijit | ২৮ জুলাই ২০০৮ ১০:৫৩ | 61.95.144.123
  • পাল্লিনকে - চলন্তিকা, সংসদ আর অ্যাকাডেমি - কোত্থাও তনিসি/তনিসী/তণিষী - মানে যাই বানান হোক না কেন - পাইনি। চলন্তিকায় সমার্থক শব্দ হিসেবে খুঁজলেও অনেক কিছু পাওয়া যায় - সেভাবে খুঁজেও পাইনি। সংস্কৃত ডিকশনারি কারো কাছে থাকলে খোঁজ নে।
  • Arijit | ২৮ জুলাই ২০০৮ ১০:৩৭ | 61.95.144.123
  • ছোট আর বড় পমেটমকে শুভেচ্ছা।
  • Riju | ২৮ জুলাই ২০০৮ ০৯:৫১ | 203.197.24.213
  • পমেটম দের অভিনন্দন আর নতুন আগন্তুকের জন্যে অনেক শুভ কামনা
  • sinfaut | ২৮ জুলাই ২০০৮ ০৭:৩২ | 117.195.193.192
  • কেন বে?
  • a x | ২৭ জুলাই ২০০৮ ২৩:৫৫ | 75.53.201.27
  • সিঁফো কে আমি ত্যাজ্য করলাম।
  • Tim | ২৭ জুলাই ২০০৮ ২৩:৪৮ | 24.127.39.26
  • কেউ নাই?
    তাইলে যাই
  • Tim | ২৭ জুলাই ২০০৮ ২৩:৩৫ | 24.127.39.26
  • এলাম!
  • bozo | ২৭ জুলাই ২০০৮ ২২:৪৩ | 68.227.84.133
  • অর্পণ, পড়ে জানিও কেমন লাগল। আমার পড়া হয়ে গেছে, ভালো লেগেছে। যদিও কিছু ত্রুটি আছে। ইন ডিটেইলস শীঘ্র লিখব। যারা কলকাতায় বড় হয়ে উঠেছে/উঠেছেন, বই এর একটি অংশ তাঁদের একান্ত ভাবেই নিজস্ব।
  • d | ২৭ জুলাই ২০০৮ ২২:৪১ | 121.245.173.115
  • অ্যাডে যাই দেখাক, গাড়ীটা কিন্তু দেখতে বেশ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত