এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ৩০ জুলাই ২০০৮ ১৪:৪৮ | 66.232.102.157
  • কিড়িং কিড়িং
  • chaaraanaa | ৩০ জুলাই ২০০৮ ১২:৪০ | 202.140.54.29
  • কল্লোলদা,

    আজ রাতে ফোনাব।
  • Arijit | ৩০ জুলাই ২০০৮ ১২:৩০ | 61.95.144.123
  • আমি তো সেই কবে থেকে কোশ্চেনটা করছি। সেই যে ক্যানসাসে লেক তৈরী হয়ে গেলো, তাপ্পর সেই সল্লেকে যেদিন ভাট ছিলো সেদিনও ডেল্টা করে যেন একবার কাঁপুনি দিয়েছিলো...
  • I | ৩০ জুলাই ২০০৮ ১২:১৬ | 59.93.161.207
  • সাম্পান কেমন আছে গো আজ্জো?
  • I | ৩০ জুলাই ২০০৮ ১২:১৩ | 59.93.161.207
  • তাইলে কি দাঁড়ালো? ডমডিডি বেঁচে আছে না নেই? আর তো কোনো পোস্ট দেখতে পেলাম না। ইদিকে কাগচেও কোনো খবর বেরোয় নি। নীরবতা পালনের যে কি হবে !

    আর একটা প্রশ্ন। ডম যেখানে যায়, সেখানেই ভূমিকম্প হয় কেন?
  • Arpan | ৩০ জুলাই ২০০৮ ১১:৫১ | 202.91.136.71
  • পোমো উকুনের হাঁটাচলা বেশ সাবডিউড। ম্যানারিজম বর্জিত।
  • Arijit | ৩০ জুলাই ২০০৮ ১১:৪১ | 61.95.144.123
  • মামুর দাড়িতে এত উকুন যে সেগুলো ইনকিলাব জিন্দাবাদ করে মিছিল করে?
  • m | ৩০ জুলাই ২০০৮ ১১:২৪ | 12.217.30.133
  • উকুন এর হাঁটাচলা বেশ বাজে -মাথা নীচু করে কেমন পিলপিল করে হেঁটে যায়-
    যাচ্চেতাই।
  • sinfaut | ৩০ জুলাই ২০০৮ ১০:০৯ | 66.232.102.157
  • উকুর ঘাড় ঘুরিয়ে তাকানো বা হেঁটে যাওয়ার সাথে /মাঝে মাঝে/ সত্যি আমি মাস্ত্রোয়ান্নির মিল পাই। এতে অক্ষ খেপে গেলে কী করব?
  • RATssss | ৩০ জুলাই ২০০৮ ০৭:৩৩ | 63.192.82.30
  • যাক, দমদি ৭ তলা থেকে ঝুলে ঝুলে সকাল বানিয়ে দিয়েছে ঃ-)
  • d | ৩০ জুলাই ২০০৮ ০৭:৩১ | 59.161.46.157
  • আজ্জো প্রায় ঠিকই বলেছে। আমিতো ৯তলা বাড়ীর ৭ তলায় থাকি। সব্বাই আজ্জোকে ভালমানুষ পেয়ে খামোখা হ্যাটা দিচ্ছে। ;-)
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০৬:২৮ | 24.214.28.245
  • ম, গতকাল খুব জ্বর ছিল। আজ কমছে। মনে হয় কাল থেকে ঠিকঠাক হয়ে যাবে।
  • Ishan | ৩০ জুলাই ২০০৮ ০২:৫০ | 12.163.39.254
  • মন্দ মেয়ের উপাখ্যান কিন্তু যেমন বলছে ততটা বাজে হয়নি। বাংলা যদি না জানতাম, সাবটাইটল দেখে যদি বুঝতে হত, তাহলে সিনেমাটাকে ভালই বলতাম। ঃ)
  • m | ৩০ জুলাই ২০০৮ ০২:৪৯ | 12.217.30.133
  • আজ্জো,
    সাম্পানের জ্বর? এখন কেমন আছে সে?

    এই ছবিটা রাজাসেনের নয়- বুদ্ধদেব দাশগুপ্ত র- ইয়ার্কি নয়-ওটার তুলনায় অনেক ভালো। ছবিটা অবশ্য শেষের দিকে যত এগিয়েছে কেমন যেন ঝুলে গেছে -আর ঋতু দির অভিনয়- ওফ্‌।
    তবে আমার ব্যক্তিগত ভাবে বুদ্ধদেবের ছবির প্রকৃতি খুব ভালো লাগে- এই মুহুর্তে চরাচরের কথা মনে আসছে।
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০২:২০ | 168.26.215.54
  • না না আগামী সপ্তাহের আগে আপিস ছাড়া আর কোথাও দম ফেলতে পারছি না। সাথে সাম্পানের ভাইরাল চলেছে। তবে তোমার রেকো না দেখে কি আর পারা যায়। পরের হপ্তায় উইকের মাঝেই দেখে নেব খন।
    তুমি বরং আত্মীয় স্বজন টা দেখে নাও।
  • m | ৩০ জুলাই ২০০৮ ০২:০১ | 12.217.30.133
  • আজ্জো,
    এই ফাঁকে আজ ই ছবি টা দেখে ফেলো- বিশেষ করে ঋতু দি আর ভ্যাবলা প্রদীপবাবুর অভিনয়।কাল পড়া ধরবোখন।
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০১:৫৬ | 168.26.215.54
  • আব্বে অপ্পন আমার চরিত্র নিয়ে ছেলেখেলা। এর পিতিবাদে আমি আগামী ১০ মিনিট অবসর নিলাম।
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০১:৫৪ | 168.26.215.54
  • বা যে রেফারেন্স ফ্রেমে পড়ে ঝুলে গেছে।
  • c | ৩০ জুলাই ২০০৮ ০১:৪২ | 131.95.121.107
  • ঝোলা রেফারেন্স ফ্রেম কি জিনিস? যে রেফারেন্স ফ্রেম ঝুলছে?
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০১:৩৬ | 168.26.215.54
  • আরে ঐ হল। দশ তলা বাড়ির সাত তলা আর চার তলা বাড়ির তিন তলা, ঝোলা রেফারেন্স ফ্রেমে সবই এক।
  • Arpan | ৩০ জুলাই ২০০৮ ০১:৩৬ | 122.252.231.206
  • চোখে ছানি, না পেটে পানি?
  • RATssss | ৩০ জুলাই ২০০৮ ০১:৩৪ | 63.192.82.30
  • ভূমিকম্প এখানে হল, আর আজ্জোর মাথা / চোখের মাথা খারাপ হয়ে গেল।

    ওরে পাগল, ১০ তলার উপরে আমি আছি দমদি নয়। দমদি নিশ্চিন্তে নিদ্রা গিয়াছেন আপাতত।

    ও হ্যাঁ, একবার নিচ থেকে ঘুরে এলুম। লিফট চালু হয়ে গেছে, সব ঠিকঠাক আবার আগের মত। (এটাও কি আপাতত?)
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০১:২৯ | 168.26.215.54
  • এই খাইসে, মনে হয় বড়সড় একটা ডাইনো আইসে।

    দেকেচো কেমন বুদ্ধি করে এল এ থেকে পাইলে এয়েচি। ভূমিকম্প বা সুনামিতে মরা আমার সইবে না। তাও যদি মরি এককথা। কিন্তু অন্ধকার জায়গায় আটকে আছি, হাত পা নাড়াতে পারছি, ওদিকে ওপরের লোকের কথা শুনতে পারছি। বাপরে ভাবলেই কেমন যেন লাগে। না না এর থেকে বোম ফেটে মরাও ভালো।

    দ সব বিষয়ে ল্যাদানো ভালো নয়। নেমে পড়। নইলে দশ তলা বাড়ির সাত তলা থেকে ঝুলবে সেটা কি ভালো হবে?
  • DayalBaba | ৩০ জুলাই ২০০৮ ০১:২৮ | 63.192.82.30
  • মাইন্স্যের ভিড়ে চাপাচাপি
    পৃথিবীতে তাই কাঁপাকাঁপি ঃ-)
  • c | ৩০ জুলাই ২০০৮ ০০:৫৯ | 131.95.121.107
  • না না, আগেও হয়,বড়ো কাঁপুনির আগে ছোটোখাটো কাঁপুনি। ময়মনসিংহের কাছেও একটা হয়েছে দুদিন আগে।
  • Blank | ৩০ জুলাই ২০০৮ ০০:৫৮ | 170.153.62.251
  • পুনের টা ভুমি কম্প না কি বোম ফাটলো?
  • m | ৩০ জুলাই ২০০৮ ০০:৫৬ | 12.217.30.133
  • মনে হয় ইন্দু কে ধাওয়া কত্তে চাইছেঃ(
  • RATssss | ৩০ জুলাই ২০০৮ ০০:৫৫ | 63.192.82.30
  • একই সঙ্গে পুনে ও এলএ তে????
  • m | ৩০ জুলাই ২০০৮ ০০:৫৪ | 12.217.30.133
  • সব্বোনাশ!!!তোমাদের ওখানে ক 'সেকেন্ড হলো?
  • RATssss | ৩০ জুলাই ২০০৮ ০০:৫৩ | 63.192.82.30
  • না রে ভাই, বাড়ি পুরো জানিয়ে টানিয়ে দুলল। ১০ তলার উপরে আছি কি না ! অবশ্য এ বাড়ি রাস্তা দিয়ে লরি গেলেও নড়ে।

    তবে ভূমিকম্পের আফটার শক হয় - এটা জানা, বিফোর শক হয় কি? মনে হয় কিছুদিন নিশ্চিন্তি।
    তবে 5.8 আজ্জোর কম লাগল কি করে? সুইমিং পুল থেকে জল লাফ মেরে বাইরে চলে এল, তবুও এত কমে কেন বোঝা যাবে না?
  • d | ৩০ জুলাই ২০০৮ ০০:৫২ | 121.245.161.78
  • উরুবাবা এক্ষুণি একটা জবরদস্ত ভুমিকম্প হয়ে গেল। আশেপাশের সমস্ত ফ্ল্যাট থেকে লোকজন নেমে গিয়ে নীচে দাঁড়িয়েছে। আমার আর এত রাতে সিঁড়ি ভেঙে নামতে ইচ্ছা করছে না।

    হে আমার গুরুভগিনী ও ভ্রাতাগণ, এই যদি আমার শেষ পোস্ট হয়, তবে তোমরা আমার লাগি ২ ন্যানোসেকেন্ডের মৌন পালন করিও।
  • Blank | ৩০ জুলাই ২০০৮ ০০:৫১ | 170.153.62.251
  • গুগল দেখছি নাসা র ছবি এঁকে দিয়েছে। এদিকে আজ ভ্যান গগের মৃত্যুদিন। হায় গুগল, ইহারা মাল্যদান করিতে পারে না।
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০০:৪৬ | 168.26.215.54
  • র‌্যাটাস শিগ্গির পালাও। এটা মনে হয় বিফোর ম্যথ। ক্যালিফে কিন্তু বিরাট ভূমিকম্প ডিউ। যেকোনো দিন মানে যেকোনো সময়ে। ইট ইজ নট এ কোশ্চেন অফ ইফ বাট হোয়েন?

    তবে র‌্যাটাস কি খবর পড়ে টের পেলে? ঐ টুকু কাঁপা তো টের পাওয়া যায় না।
  • m | ৩০ জুলাই ২০০৮ ০০:৪১ | 12.217.30.133
  • এল এর লোকজন সবাই ভালো আছো/ছেন তো?
  • RATssss | ৩০ জুলাই ২০০৮ ০০:৪০ | 63.192.82.30
  • Magnitude 5.8
    রিখটার না কি একটা স্কেল আছে না এটা মাপতে?
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৯ | 168.26.215.54
  • আব্বে আমি বোলিং করতাম।

    আমেরিকায় আমরা মাঝে মাঝে আগের কোং এর পয়সায় যেতাম। প্যাকেজ টাইপ। আমরা গোটা ছয়েক লেন দেড় ঘন্টার জন্য বুক করতাম(জনা ত্রিশ)। সাথে থাকত পিজা আর ড্রিংকস। সব মিলিয়ে নিত চারশ মতন নাকি আর একটু বেশি। সব মিলিয়ে দিব্যি ছিল। এর সাথে বিয়ার ইন্ডিভিজুয়াল পয়সায়।
  • Blank | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৮ | 170.153.62.251
  • কোন স্কেল?
  • Blank | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৮ | 170.153.62.251
  • ওখানে বোলিং এর জায়গায় শুধু বীয়ার। খাবার দাবার মনে হয় পাওয়া যায়। কিন্তু অন্য মাল নাই
  • RATssss | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৮ | 63.192.82.30
  • একটা ছোট্ট সুন্দর মিষ্টি মতন ভূমিকম্প হয়ে গেল। স্কেলের মাপে 5.8
  • Arpan | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৬ | 122.252.231.206
  • মানে এখানে করে।
  • Arpan | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৬ | 122.252.231.206
  • ওখানে আলাকার্টে সার্ভ করে তো।
  • Blank | ৩০ জুলাই ২০০৮ ০০:৩৩ | 170.153.62.251
  • আরে বোলিং কে করে? ওখানে শুধু বীয়ার পাওয়া যায়।আমি তো ওদিকে যাই ই না। শুধু মাত্তর রেস্টু তে গিয়ে বসি।
  • Arpan | ৩০ জুলাই ২০০৮ ০০:২৫ | 122.252.231.206
  • ঠিকই আছে। এখানেও ওরকম নেয়। উইকেন্ডে সন্ধেবেলা ৩০ টাকা বেশি।
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০০:০৭ | 168.26.215.54
  • অনেক কাল আগের কথা বলছি, তখন (৯৯ -২০০০) নিত ১০০ টাকা পার হেড পার গেম (১০ টা থ্রো)। মাঝে মাঝে এর সাথে একটা ড্রিংক ফ্রি দিত।
  • arjo | ৩০ জুলাই ২০০৮ ০০:০২ | 168.26.215.54
  • না না সে ম্যাঞ্জার এখনো আছে। এই একটা লোককে আমি দেখেছি unix, windows, c, c++, vb, oracle এবং sql server এবং প্রোজেক্ট ম্যানেজমেন্ট সব কটাতে একই রকম দক্ষ। মাইক্রসফট প্রোজেক্ট ও খুব ভালো জানতেন। অসম্ভব দ্রুত চিন্তা করতে পারেন। শুধু বিকেল গড়ালে ড্রাই থাকতে পারতেন না। এসডিফের জঙ্গলে ট্যালেন্টের অপচয়।
  • Blank | ৩০ জুলাই ২০০৮ ০০:০১ | 170.153.62.251
  • জানি নে। বোলিং আলাদা হয়
  • Arpan | ২৯ জুলাই ২০০৮ ২৩:৫৫ | 122.252.231.206
  • বোলিঙের জন্য কত নেয় ওখানে? গেম পিছু?
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ২৩:৪৬ | 170.153.62.251
  • ক্যারম নাই। বাইরের মাঠে বড় সড় দাবার ছক আছে যদিও ঃ( সে ম্যাঞ্জার ও নাই, সে বোলারস ডেন ও নাই ঃ(
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ২৩:৪৪ | 168.26.215.54
  • বোলারস ডেনে (খাবার জায়গায়) দাবার ছকটা এখনো আছে? আর আমাদের জন্য একটা ক্যারমের বন্দোবস্ত করেছিল। আমরা খান দুয়েকের পর ক্যারম খেলতে যেতাম। আমাদের নেতা ছিল তৎকালীন ম্যানেজার। আহা কি সব দিন আছিল গো। আর তোমরা ম্যানেজারদের গালি দাও। কোনোদিন চার্ণক সিটি তো কোনোদিন বোলারস ডেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত