এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ০৬ আগস্ট ২০০৮ ১৬:৩২ | 78.16.21.203
  • ও ভুলে গেছি। ব্যানিয়ান ট্রীর কাছাকাছি একটা বহুত সুন্দর ড্যাম আছে।মান্‌চাবেলে ড্যাম। সুনসান আর সুন্দর।
  • P | ০৬ আগস্ট ২০০৮ ১৬:২১ | 78.16.21.203
  • অপ্পন , ফুট কাটার লোভ সামলাতে পারলুম না। মাইসোর যদি গাড়িতে যাও তাইলে দুদিনের বেশি দেখার মালমশল্লা আরামসে পেয়ে যাবে। লিস্টি করে দিই ?

    ব্যাঙ্গালোর-মাইসোর হাইওয়েতে -

    কামাত লোকারুচি রেস্তোঁরা - সকালে বেরোলে কিছুতেই ব্রেকফাস্ট করে বেরিও না। এখানে খেয়ে বুঝেছি দোসা, ইডলি ইত্যাদি কেন এত পপুলার। হাইওয়ের ওপরে যেতে ডানদিকে পড়ে। রামনগর গ্রামের নাম। আমরা নন্দন নীলকেনি আর কে কে যেনর পাশের টেবিলে বসে পাতায় মোড়া ইডলি খেয়েছিলুম ওখানে।

    রঙ্গনাথিট্টু - বার্ড স্যাংচুয়ারি। কাবেরীর নদীর ওপর। যেতে হাইওয়ের বাঁদিকে পড়ে। বোটে করে গাইডেড ট্রিপ হয় , উপরি পাওনা তিরতিরে বালমুডি ফল্‌স। সুন্দর একটা লজ ও আছে গভর্ন্মেন্টের।

    গ্রেট ব্যানিয়ান ট্রী - ব্যাঙ্গালোরের "দি ক্লাব" ছাড়িয়ে আরো কিছু ড্রাইভ করে ডানদিকে কয়েক কিমি ভেতরে ঢুকে। বিশাল এক পুরোনো বটগাছ।

    চেন্নাপট্‌না - কাঠের সুন্দর খেল্‌নার জন্যে দক্ষিণে খুব বিখ্যাত। মাইসোর ঢোকার আগে পড়ে।

    শ্রীরঙ্গপট্‌না - টিপু সুলতানের ছোট্টো ফোর্ট , গম্বুজ ইত্যাদি।খুব আন্ডারস্টেটেড কিন্তু হাইলি রেকো কচ্চি।

    হোটেল অ্যামব্লি ভ্যালি - মাইসোর ঢোকার ঠিক আগ , বাঁদিকে। এখানে রাত্রিবাস করেছিলুম একবার আমরা। কাবেরীর ঠিক গায়ে এক্টা রিসর্ট মতন। তখন খুব সস্তা ছিল। সন্ধ্যেবেলায় ছিপ নিয়ে কাবেরীর পাথরে বসে মাছ ধরার ব্যবস্থা ছিল।

    মাইসোরে-

    চামুন্ডি হিল্‌স - পুরো মাইসোরের ভিউ পাবার জন্যে। চামুন্ডেশ্বরীর মন্দির চাড়াও আছে আছে বিশাল এক রংচঙ্গে মহিষাসুরের আর আর কালো পাথরের নন্দী।

    মাইসোর পেরিয়ে -
    বান্ডিপুরের জঙ্গল। বিকেলে বা সকালে গেলে গোটাচল্লিশেক হরিণ ধরাবাঁধা। আমি একবার গেছিলাম বর্ষার বিকেলে , বন্‌শুয়োর , হাতির পাল আর পনেরো-কুড়িটা পেখম মেলা ময়ূর দেখেছিলাম।
  • Sudipta | ০৬ আগস্ট ২০০৮ ১৬:০৩ | 122.169.150.209
  • সারথী,
    এগমোর-এ অন্নপূর্ণা হোটেলের (বেস্ট বাঙালী হোটেল, আমার অভিজ্ঞতায়) লাগোয়া স্টলে দেশ, আনন্দমেলা , সানন্দা, আনন্দলোক, আবাপ পেয়ে যাবেন; আর বেসান্তনগরে বেসান্তনগর বীচ বাস স্টপের উল্টো দিকে স্পেনসার ডেইলীর একটু পাশে ক্রস ওয়ার্ডের আন্ডারগ্রাউন্ড মল-এর উপরেই একটি স্টলে ঐ এক-ই পত্রিকা ইত্যাদি পাবেন। চেন্নাই-এ কোনো স্থায়ী দোকান সেভাবে নেই যাতে নির্বিঘ্নে ম্যাগাজিন পাওয়া যায়। মানে বেরনোর দু-তিন দিন পরে গেলেই সব হাওয়া হয়ে যায় স্টল থেকে। অতএব সাধু সাবধান। কিনতে হলে জলদি কেনাই ভালো।
  • r | ০৬ আগস্ট ২০০৮ ১৫:৫৬ | 198.96.180.245
  • নিহিতার্থঃ অধুনা বৌ পাশ দিলে মা জাগছেন।
  • P | ০৬ আগস্ট ২০০৮ ১৫:৫৬ | 78.16.21.203
  • মিশটেক। ঐটে ব্যাঙ্গালোর ছিল।
    চেন্নাই , টিনগর এবং মায়লাপুর এ আছে। আর নাহলে গ্রীম্‌স রোডের স্টলে।
  • P | ০৬ আগস্ট ২০০৮ ১৫:৫৩ | 78.16.21.203
  • আদি কে সি দাশ দোকানের সামনের স্টল। রাস্তার নাম ভুলে গেছি।
  • sarathi | ০৬ আগস্ট ২০০৮ ১৫:০৪ | 61.14.13.7
  • চেন্নাইয়ে বাংলা বই ম্যাগাজিনের দোকান কারুর জানা আছে?

    একটু তাড়াতাড়ি জানান প্লীজ
  • siki | ০৬ আগস্ট ২০০৮ ১৪:৫২ | 202.140.54.29
  • ইন ফ্যাক্ট, আমারো ট্যান ফর্টি ফাইভ গেছে। ঃ)
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১৪:৪৯ | 12.144.134.2
  • আর র এর বাণীটা না, ইয়ে, মানে আমি ঠিক বুঝিনি আর কি । কেউ যদি একটু ক্ষমাঘেন্না করে .....
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১৪:৪৭ | 202.91.136.71
  • আর পরমহংস হইতে গেলে কী করিতে হইবে?
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১৪:৪১ | 12.144.134.2
  • আচ্ছা লোকে অ্যাটেস্টেড করানো বলে কেন? অ্যাটেস্ট করানো বললে কি ক্ষতি? এইটা আমার বহুকালের কৌতুহল। প্যাঁক নয়।
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ১৪:৩৭ | 69.251.184.3
  • তবে অতি বাজে খাজা জায়গাও আছে বটে। যেটা লোকে ডিসি এলে তীর্থক্ষেত্রের মতন ভিসিট দ্যায় ।
    ঐ হোয়াইট হাউস । স্থাপত্যে না আছে আভিজাত্য, না কোনো সৌন্দর্য, না গাম্ভীর্য। টিমটিমে আলোয় একটা ফ্যাটফ্যাটে স্নো পাউডার মাখা বাড়ি মনে হয়, অবিশ্যি ভিতরে বসবাসকারী জীবটির জন্য মানানসই ই বটে।
    তবে যাওয়া যায় বটে ঐ ভদ্রলোককে দেখতে , সেই '৮২ সাল থেকে তাঁবু গেঁড়ে যিনি ঐ বাড়ির সামনে বসে আছেন, যুদ্ধের প্রতিবাদ জানাতে।
  • r | ০৬ আগস্ট ২০০৮ ১৪:৩২ | 125.18.17.16
  • আজকের বাণীঃ

    সহধর্মিণীর পদোন্নতি হইলে তুমিও রামকৃষ্ণ হইবে।
  • siki | ০৬ আগস্ট ২০০৮ ১৪:২৮ | 202.140.54.29
  • অবশেষে মা জাগিয়াছেন। ২০০৫ সালে ঘটা চাকরিজীবনে উন্নতির শেষ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে গতকাল, স্বর্ণালী তাতে পাস করেছে। সমস্ত প্রসেস কমপ্লিট হলে পরে এইবার সে গেজেটেড অফিসার হবে। যার যার জেরক্স কপি অ্যাটেস্টেড করাবার আছে, মাস চারেক পরে যোগাযোগ কোরো।

    ভাবো একবার!
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ১৪:২৭ | 69.251.184.3
  • কিন্তু বোজো বাবু , ব্যা ব্যা করে চরলেনটা কোথায়, ন্যাশানাল মল এ? ঃ)

    কে বলে ডি সি খাজা শহর?
    (আর খাজা মানে বাজে ই বা যে ক্যানো বলে! দিব্বি খেতে তো ঃ))

    অমন সুন্দর সুন্দর মিউজিয়াম, সার দিয়ে। ঢুকতে কোনো পয়সা অব্দি লাগে না।
    আজ মুঘল আর্টের এক্সিবিট তো কাল অ্যানসেল অ্যাডাম্‌স।

    দেখা হলে বেরিয়ে হাঁটতে থাকো মল ধরে, সিঁদুরে মেঘ মাখা জেফারসনকে আসতে আসতে সিল্যুয়েট হয়ে যেতে দেখতে দেখতে, আর ওপাশে তখন ক্যাপিটলের পিছনে উঠছে চাঁদ। কোজাগরীর তাজ না ভিক্টোরিয়া?

    কিম্বা অমনি সময় মেমোরিয়াল কে দেখো পোটোম্যাকের অন্ধকার ধার ধরে হাঁটতে হাঁটতে। নদীর ওপারে আর আকাশেতে মিটমিটে আলো।
    এপারের রানওয়ে থেকে তখনি মাথা ঘেঁষে উড়লো জাহাজ।

    সন্ধে নামার একটু আগে ওখানে এলে দেখতে পেতে দুটো নৌকা। নদী যেখানে একমুঠো লেক হয়ে ঢুকে পড়েছে, সেইখানে নোঙ্গর ফেলা একটার।
    আর কয়েকটা হাঁস জুতো মোজা পরে গটগটিয়ে হেঁটে বেরাচ্ছে তার পাড়ে। ক্যামেরা নিয়ে ধাওয়া করলে তারা আবার জিভ বের করে ভেংগচেও দ্যায়। ঃ)

    এ ও ভালো না লাগলে জর্জটাউনের গলিঘুঁজিতে গিয়ে শোনো ধ্রুপদী ইউরোপের নিশ্বাস ফেলার শব্দ।

    অলস দুপুরে শহরের উপান্তে রেস্তোরার বাইরে চেয়ার পেতে গিটারের তালে তালে খাওয়া কি ট্রলি চেপে ঘুরতে ঘুরতে স্মল টাউন চার্মের ছোঁয়াচ।

    শহরে ইতিউতি আর মলে অহরহ লেগে থাকা মেলা। সেখানে ছোট্টো তাঁবুতে ঢুকলে
    বাঁশিওয়ালা ভুটানের পাহারিয়া সুর শুনিয়ে দেবে, বাইরে দেখা যাবে নতুন বৌয়ের মতন সাজানো গোজানো পাকিস্তানী ট্রাক।
    কিম্বা কোথাও জিপসীদের তাম্বুরিন নৃত্য।

    মাঠে টাংগানো বিশাল স্ক্রীনে সিনিমা দেখা, পিকনিক করতে করতে।

    কিম্বা শুক্কুরবার কি শনিবার মাঝরাত্তিরে মেট্রো চড়ে আর চায়নাটাউন, অ্যাডাম্‌স মরগ্যানের রাস্তায় রাস্তায় ঘুরে দেখে বেড়াও এক ইনসমনিয়াক মাতাল শহরকে।
    ক্লাসিক্যাল থেকে জ্যাজ, হিপ হপ সব মিলেমিশে।
    দেখো, ভালো লাগে কিনা ঃ)
  • r | ০৬ আগস্ট ২০০৮ ১৪:১৭ | 125.18.17.16
  • অ্যাঁ?
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১৩:৫৩ | 12.144.134.2
  • বোঝো কান্ড। না না , 'ভাবো একবার' ।
  • r | ০৬ আগস্ট ২০০৮ ১৩:৪৬ | 125.18.17.16
  • কুর্গ তিনবার- একবার মাদিকেরি অঞ্চল, একবার নাগারাহোলে, আর একবার সিদ্দাপুরা-আমাত্তির দিকে। একবার মামাল্লাপুরম। বাকি সময়ে লন্ডন-নিউ ইয়র্ক-ইস্তাম্বুল-কলম্বো-জেড্ডা।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১৩:৩৯ | 12.144.134.2
  • র যখন বেঙ্গালুরুতে ছিলে কোথায় কোথায় ঘুরেছো?
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১৩:১৬ | 202.91.136.71
  • নায়াগ্রা খারাপ না। তবে কেভ-অফ-দ্য-উইন্ডের কথা উঠলেই আমেরিকানরা নাক কুঁচকোন। বলেন কানাডার দিক থেকে না দেখলে সে দর্শন বৃথা।

    তবে নায়াগ্রাতে পরপর দুদিন যাবার কোন মানে খুঁজে পাইনি। পরেরদিন লোকজন আবার গেল দল বেঁধে তীর্থস্থানে। আমি বাফেলো শহরে ছেলেবেলার বন্ধুকে খুঁজে বার করে ফাটাফাটি আড্ডা মারলাম, বিয়ার আর হটডগ সহযোগে। ঃ)
  • r | ০৬ আগস্ট ২০০৮ ১২:৪৯ | 125.18.17.16
  • আমি নায়াগ্রা গেছি, নায়াগ্রার ছবি তুলেছি; কিন্তু নায়াগ্রা নিয়ে একটা কথাও বলব না।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১২:১১ | 12.144.134.2
  • কিন্তু আমরা তো ওমনাথকে বকে দিইনি -চাপই বা কিসের আর চুপই বা কেন?????? কি চাপ।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১২:০৩ | 12.144.134.2
  • প্যালেস দেখতে ঘন্টা দুই।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১২:০০ | 12.144.134.2
  • অর্পণকে - মাইসোর শহরের মধ্যে দেখার জিনিস বলতে প্যালেস,চামুন্ডি হিল,কুরিঞ্জি লেক। শহর ছাড়িয়ে খানিক দূরে বৃন্দাবন গার্ডেনস। আর সোমনাথপুর, শ্রীরঙ্গপটনাতে কিছু রুইনস আছে - শহর থেকে বেশ কিছুটা দূরে। এইবারে কেউ কেউ সকাল থেকে রাত অব্দি দৌড়ে দুদিনে ঘোরে, কেউ ধীরে সুস্থে তিনদিনে।
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১১:৫৪ | 202.91.136.71
  • হাম্পি বা কুর্গ যাবার ইচ্ছে আছে। আড়াইজনে মিলে যাবার বহুত চাপ। দেখি অন্য কাউকে পাওয়া যায় কিনা।
  • Sudipta | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৯ | 122.169.177.160
  • আরে না না, আমরা বন্ধুরা মিলে যাচ্ছি, হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর এক্সপ্রেস ধরব। সকাল ৬ঃ৩০ এ ঢুকবে। তারপর ওখান থেকে Qualis নিয়ে যাবো উটি। তাই জানতে চাইছিলাম। প্যালেস-টা পুরো ঘুরে দেখতে কত সময় লাগবে মোটামুটি..কোনো আন্দাজ?
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৮ | 202.91.136.71
  • এঃ, আমি এখনো কিছু দেখে উঠিনি। খালি বানেরঘাটা গেছি। চমৎকার "ওয়াইল্ডলাইফ' দেখা যায়। মানে ফটো তোলার জন্য পোজ দিয়েই থাকে।
  • omnath | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৭ | 59.160.220.131
  • মানে এখানে খাপ খোলার কোনো কথাই ছিল না। ফাঁকায়, কাজ নাই বলে,.... চাপসহ চুপ করছি।
  • bozo | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৭ | 68.227.84.133
  • আমি নায়াগ্রা যাই নি। নিউইয়র্ক গেছি। ডি সি তে চরে বেড়িয়েছি, অনেক টা ব্যা ব্যা করে ডেকে ঘাস খাবার মত। সান ডিয়াগো গেছি। সী ওয়ার্ল্ড ও দেখেছি। দুই জায়্‌গায়। তাও আবার ৪ জুলাই। ফ্লোরিডা হয়ত যাব। লাস ভেগাস কিম্বা গ্র্যান্ড ক্যানিয়নে। অসংখ্য ক্যাভার্ন দেখে বোর হয়েছি। তবু গেছি। হয়ত আবার যাব। তাজমহলের সামনে ফটো তুলব। কিন্তু ঐ সব ট্যুর ভুলে যাবার মতই। না গেলেও হয়। তাও যাই। কখনো কাজে কখনো চাপে।
    আমার নিজস্ব শহর বলতে জন্মস্থান। তারপরেও অনেক শহরে থেকেছি। ট্যুরিস্ট বুকে যাদের নাম নেই। নাম শুনলে লোকে নাক সিঁটকোয়। কিন্তু একটানা থাকার জন্য সেই শহর আমার কাছে অন্য চোখে ধরা দেয়। ভ্রমণে অমলিন হয়ে থাকে তুচ্ছ নাম না জানা শহরের গল্প। বুড়ি ছোঁয়ার মত টাইমস স্কোয়ার, মাদম তুসো, লিবার্টি আর ন্যাচ্রাল আর্ট ও হিস্টরি মিউজিয়াম সেরে সফর সম্পূর্ণ করতে হয় না। ভাবি আবার হয়ত আসব। তখন কিছু দেখব। না দেখলেও চলে, ঘুরতে যাওয়া তো আর সিলেবাস কমপ্লিট করা নয়।
    যেই সৌন্দর্য্য বহু লিখিত, বহু পঠিত ও বহু চর্চ্চিত সেখানে কিছু পাওয়া যাবে। যদিও ক্যামেরার ঝলকানি তে, শপিং এর বাহুল্যে, ডলারের আস্ফালনে আর পটেলগিরির উন্মাদনায় মুখ্য বিষয় গৌণ হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস নায়াগ্রা থেকে কম লোভনীয় নয় নায়াগ্রার সামনে বসে বিভিন্ন পোসে লোকের ছবি তোলার বহর দেখে। অনেক ক্ষেত্রে ছবি তোলা / তোলানো টাই মুখ্য, ঘোরার আনন্দ গৌণ। এ যেন ভবিষ্যতের রেফারেন্স কার্ড 'ওহ লাস্ট নিউ ইয়ার ইভ? ম্যান আই ওয়াজ ইন টাইম স্কোয়ার'। আর হাবার মতন যদি জিগ্গেস করেছ টাইম স্কোয়ার টা আবার কোথায়?
    তাই আমি লিখব অন্য শহরের গল্প। কানপুর থেকে ঝাঁসী যাবার পথে ঝাঁসীতে ঢোকার ঠিক আগে বুন্দেলখন্ড ইউনিভার্সিটির কথা। পড়ন্ত সুর্যের আলোয় পাহাড়ের গায়ে ছবির মতন এক ইউনিভাসর্সিটি যা এখনো চোখে লেগে আছে।
    কিম্বা বলব ব্র্যানসনের গল্প, অর্ধেক লোকে জানেই না তার অবস্থান। আমার ভ্রমণ থাকুক মিড ওয়েস্টের অখ্যাত শহরে। আমার মনে থাকুক ফিলাডেলফিয়ার অকুলীন পাড়া গুলি যেখানে কেউ ঘুরতে আসে না। আমি বলব সান ডিয়াগোর ব্রাত্য চুলা ভিস্টার কথা। কিম্বা হাফমুন বে যাবার পথে ফার্মার্স মার্কেটের তাজা সবজির কথা। কিম্বা মেস্টন রোডের অন্ধকার দোকানের বিরিয়ানীর স্বাদ। যা গাইড বইতে থাকবে না, ট্যুরিস্ট দের পদধূলি যেখানে পড়বে না, প্রচারের আলো নেই। যেই ঘোরা খালি আমার, যেই স্মৃতি বহনের দায়িত্ব-ও আমার, সুযোগ পেলে যেখানে ফিরে যাবার অংগীকার-ও কেবলি আমার।
    নায়াগ্রার জলরাশির আগে বাজী রাখব সেডারভিলের অ্যাপল পাই।
    লোকে যখন ট্যুরিস্ট স্পটের কথা তুলবে আঁতেলের মতন কইব - 'ঐ সব পটেল প্লেসের গল্প রাখুন মশাই, বল্টিমোর থেকে ওশেন সিটি যেতে বে ব্রীজের আগে যে আমিশ ভিলেজ টা আছে সেটা দেখেছেন কি?'
  • siki | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৬ | 202.140.54.29
  • আমি অমৃতসর যাচ্ছি। ঃ-) দেখি পনেরোই আগস্ট ওয়াঘা বর্ডারের কিছু স্পেশাল প্যারেড দেখা যায় কিনা!
  • Somnath | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৬ | 59.160.220.131
  • মহীশূরে একটা দিন স্টে করতে হবে। যে কোনো হোটেলে। সকাল ৬-৭ টার মধ্যে গুচ্ছ টুরিস্ট বাস যায় মহীশূর লোকাল, প্যালেস, বৃন্দাবন গার্ডেন এসব দেখানোর জন্যে। ব্যাঙ্গালোর থেকে মহীশূরের পথেই তো বোধহয় জঙ্গল টা পড়ে। লোকে ছবি টবি তোলে।

    আবছা আবছা মনে পড়ছে।

    যাওয়ার পথে বাস থে্‌ক নেমে ঘুরে দেখে এলাম, অমনটা নয়।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪৫ | 12.144.134.2
  • কিসে যাবে? ভলভোতে গেলে সে আশা নেই । গাড়ি নিয়ে গেলে দেখে যেতেই পারো, এমন ভয়ংকর কিছু ঘুরপথ হবেনা।একটু ঘুরে গেলেই হবে।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪১ | 12.144.134.2
  • হাম্পি, কুর্গ এসব ঘুরে ফেলেছো?
  • Sudipta | ০৬ আগস্ট ২০০৮ ১১:৪০ | 122.169.177.160
  • San বা অর্পণদাকে একটা প্রশ্ন। আচ্ছা ব্যাঙ্গালোর থেকে উটি যাওয়ার রাস্তা-টা মাইসোর হয়ে যায় জানি, তা ওটা কি মাইসোর প্যালেসের ধার-কাছ দিয়ে যায়, মানে ঐ যাওয়ার পথে একেবারে দেখে যাওয়া যাবে কি? কোনো আইডিয়া?
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১১:৩৬ | 202.91.136.71
  • ওকে। দুদিন এনাফ যখন এই পনেরোই অগাস্টের উইকেন্ডটায় যাওয়ার মানে হয় না। ঃ)

    কিন্তু কোথাও একটা গেলে টেলে খারাপ হত না। দেখা যাক।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:৩৪ | 12.144.134.2
  • মাইসোরের জন্য? এনাফ । উইকেন্ড দেখে যাবে কি? তাহলে মাইসোর প্যালেস রবিবার বিকেলের জন্যে রাখতে পারো, মানে রবিবার বিকেলে পুরো আলো দিয়ে সাজায় কিনা।
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১১:৩১ | 202.91.136.71
  • দুদিন এনাফ?
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:৩০ | 12.144.134.2
  • আমি আসলে এখন নাগারহোলে-কবিনী যাওয়ার প্ল্যান করছি। মানে নেট ঘাঁটছি। পিপিটি বানাতে বিরক্ত লাগছে কিনা তাই।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:২৮ | 12.144.134.2
  • হ্যাঁ সেতো গেছিই।
  • Arpan | ০৬ আগস্ট ২০০৮ ১১:২৬ | 202.91.136.71
  • স্যান কি মাইসোর গেছ?
  • s | ০৬ আগস্ট ২০০৮ ১১:২২ | 202.54.176.51
  • Blanc
    আমি আসলে অনেকদিন IMS এ কাজ করছিনা, যখন করতাম Insync use করতাম বা data dump করে file aid use করতাম। google এ দেখলাম file aid for IMS বলেও একটা জিনিস আছে, আমি file aid for DB2 এর ব্যাপারে জানতাম, এটা বোধহয় নতুন product। এটাতেও নিশ্চয় কাজ হবে। Pardon my ignorence.
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ১১:১৯ | 69.251.184.3
  • তবে, বটগাছের তলায় খাটিয়ায় নাক ডাকলে ব্যাপারটা একটূ অন্যরকম হতে পারে। বটপাতা , ঝুরি এইসবের ড্যাম্পেনিং এফেক্টে অনুনাদ নাও হতে পারে।
    সেক্ষেত্রে খাট ও খাটিয়ার মধ্যে নিম্নরূপ পার্থক্য , খাট নাক ডাকলেই ভাঙ্গবে আর খাটিয়াও নাও পারে, বটতলার হলে। ;)
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:১০ | 12.144.134.2
  • দ্রি এর বয়েস তাইলে ঊনসত্তর। ওয়ান মোর ক্লু।
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১১:০৮ | 125.18.104.1
  • এই যে দ্রি মাইরি আমারে আবেগ ভরে ইদানীং হানুদা বলে ডাকছে, এটাতে আমার নজ্জা নেগেছে। আহা আমার তো সত্তর ও পেরোয় নি।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১১:০৫ | 12.217.30.133
  • খাট আর বটগাছ এক ফ্রেমে ধরা পড়তে পারে যদি নদীর পারে চিতার কাছে একটা বটবৃক্ষ থাকে- তবে আজকাল চুল্লি,আর মেহগিনির খাট কেউ মরার সঙ্গে দেয় না- হায় সেই বড়লোকির দিন গিয়াছেঃ(
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১১:০১ | 12.144.134.2
  • রেফারেন্স ফ্রেম যে কতরকমের হয় - নাকডাকা, বটগাছ -
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১০:৫৮ | 12.217.30.133
  • নাতো,আমি শুদু একসঙ্গে খাট আর বটগাছের অলীক সম্ভাবনার দিকে আলোকপাত কচ্ছি।
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১০:৫৬ | 12.144.134.2
  • ও এটাই ডেফিনিশন ? ঘরে রাখলে খাট বাইরে রাখলে খাটিয়া? ;-)
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১০:৫১ | 12.217.30.133
  • স্যান,
    তফাৎ একটাই ঘরের ভিতরে বটগাছ নেই,তাই খাটের আর বটগাছের নীচে যাওয়া হয় না।
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ১০:৫০ | 69.251.184.3
  • নাঃ স্যান , নেই।
    নাক ডাকলে দুটো ই ভাঙ্গে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত