এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ২৩:৩৭ | 122.252.231.206
  • এতো দইয়ের ছাঁচ দুধে ফেলে দই বানানোর ঘরোয়া রেসিপি। ব্ল্যাংকের প্রশ্নটা ছিল বোধহয় সৃষ্টির আদিতে সর্বপ্রথম যে দই আবিষ্কার হয়েছিল সেইটা কীভাবে হয়েছিল? তখন তো আর দই ছিল না। ঃ)
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ২৩:৩১ | 170.153.62.251
  • শিগ্গির উত্তর চাই, শিগ্গির
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ২৩:২২ | 170.153.62.251
  • আমার মনে এক খান কোশ্চেন জেগেছে কয়েক দিন ধরে। দুধ থেকে দই কি করে বানায়?
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ২৩:২০ | 170.153.62.251
  • হর গৌরি আর গঙ্গা যমুনা দুটো আলাদা। ভজা তে যা দেয় তা হলো গঙ্গা যমুনা।
    আমাকে একটু কই মাছ কেটে দিলে, আমি তাই দিয়েও রান্না করে দেখিয়ে দেবো। রান্না র মতন সোজা কাজ আর নেই।
  • san | ১৩ আগস্ট ২০০৮ ২৩:২০ | 123.201.53.139
  • আহা, রেসিপি আর ব্ল্যাংকির রেসিপি কি এক হল? একটা হল গিয়ে ধ্রুপদী, আরেকটি ফিউশন ঃ-)
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ২৩:১৮ | 122.252.231.206
  • রেসিপি? রেসিপি তো ওপাড়ায় ছিল।
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ২৩:১২ | 24.127.39.26
  • ঠিক লাঞ্চের সময় এসব বল্লে ভাল্লাগে? যাই একটু কিছু মুখে দিয়ে আসি। ঃ(
  • tania | ১৩ আগস্ট ২০০৮ ২৩:১০ | 65.115.93.98
  • সেদিন আলু সেদ্ধ রান্নার রেসিপি গোত্রের হর-গৌরী রান্নার রেসিপি পেলাম। পাতি পেঁয়াজ রসুন দিয়ে কইমাছ রান্না করে তার এক পিঠে টোম্যাটো সস আর অন্য পিঠে পুদিনার চাটনি মাখিয়ে খাও।
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ২৩:০৪ | 24.127.39.26
  • ব্ল্যাংকি কি রান্না কত্তে পারে গঙ্গা-যমুনা? আমি রেসিপি চাই। পোস্কার বোঝা যাচ্ছে খুব সোজা হবে।
  • san | ১৩ আগস্ট ২০০৮ ২২:৫৯ | 123.201.53.139
  • এই গঙ্গা যমুনা টাই কি হরগৌরী?
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ২২:৫৩ | 170.153.62.251
  • ঃ( ঃ( কৈ মাছের গঙ্গা যমুনা খেতে ইচ্ছে হলো ঃ(
  • san | ১৩ আগস্ট ২০০৮ ২২:৪৬ | 123.201.53.139
  • ক্যান, তেল কৈ বানাবি ?
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ২২:৪৩ | 170.153.62.251
  • কৈ হ্যায় কেয়া?
  • c | ১৩ আগস্ট ২০০৮ ২১:২১ | 131.95.121.107
  • ১। পুজোর দেশ পত্রিকা কি একেবারেই খারাপ এবার? কিরকম খারাপ? একেবারে পড়াই যায় না? নাকি একটু একটু পড়া যায়? একটাও ভালো লেখা নেই?
    ২।পুজো আনন্দমেলা ই বা কেমন?
    ৩।শুকতারা কেমন?
    ৪।নতুন কোনো ভালো পুজোপত্রিকা কি বেরিয়েছে?
    ৫। মহাশ্বেতা দেবী কি ইদানীং লেখেন? লিখলে কোথায়?
    ৬। বাংলাদেশে কি কোনো পত্রিকার পুজোসংখ্যা বা উৎসবসংখ্যা বা এরকম কিছু বেরোয়? বেরোলে সেগুলো কিরকম? এখানের সদস্যরা যদি কেউ পড়ে থাকেন, জানাবেন?
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ২১:১৮ | 122.252.231.206
  • আহেম, এএফসি চ্যালেঞ্জ কাপ।
  • Bratin | ১৩ আগস্ট ২০০৮ ২১:১৩ | 198.45.18.69
  • এবারের বঙ্গ মেলা ছিল Columbus এ । সেখানে গিয়েছিলাম । বিতর্ক সভা ছিল "বাঙ্গ লা সাহিত্যের মান খারাপ হয়ে যাচ্ছে । পক্ষে বললেন সুনীল। বললেন "আমি এখন আর তেমন ভালো লিখ তে পার ছি না । খুব এক টা প্রতিবাদ এলো না । উনি "ঢোঁড়াই চরিত মানস" আর "লাল শালু" নমক দু টি উপন্যাসের কথা বল লেন।

    খালি সমরেশ মজুম দার বল লেন "আপনরা ভাব বেন না । চাটুকারিতা কর ছি। কিন্তু সুনীল দার লেখা সেই অগের মত ই আছে। এখন ও লোকে পূজা বার্ষিকী তে সবর অগে ওনর লেখা পড়ে ' । সমরেশ বল লেন "৬০ বছর কে যদি আমরা কাল ধরি তাহলে সেই কাল জয়ী লেখা র সংখ্যা পরবর্তি কালে অনেক বেশি। উদাহরণ হিসেবে উনি মানিক বঃ উপন্যাস গুলোর কথা বল লেন।

    মীনাক্ষী দত্ত ছিলেন ।( বুদ্ধদেব বসু আর প্রতিভা বসু র মেয়ে) ।উনি পক্ষে খুব এক টা কিছু না বলতে পার লে ও
    ওনার স্বামি জ্যোতির্ময় দত্ত চমৎকার বল লেন । "সাহিত্য হল বয়ে চলা এক নদির মত । তার পরিবর্তন আছে । কিন্তু ভালো ব খারাপ সেভাবে দেখা ঠিক নয়। উদাহরণ হিসেবে উনি ১৫ বছর আগের জ্যোৎস্না আজ কে র জ্যোৎস্না র থেকে ভালো ব খারাপ কিনা এইই রকম এক টা উপমা দিলেন। বাঙ্গ লা দেশের দু এক জন ছিলেন এবং খুব সুন্দর বল লেন।
  • r | ১৩ আগস্ট ২০০৮ ২০:৫৫ | 122.170.26.189
  • ভারত ৪
    তাজিকিস্তান ১

    ভারত এ এফ সি কাপ চ্যাম্পিয়ন। সুনীল ছেত্রীর হ্যাট্রিক।
  • c | ১৩ আগস্ট ২০০৮ ২০:৪৯ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    সব স্প্যাম এ চলে গেছিলো আমি সব ভুলে ডিল্যে দিয়েছি।
    আরেকবার পাঠাও।
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৯:৩৭ | 122.252.231.206
  • একদম যাতা। প্রথম ২৫ মিনিটের মধ্যে ৩ গোল পুরে দিয়েছে। দুটো সুনীল, একটা বাইচুং। তবে প্রথমটা এক নজরে অফসাইড মনে হল।

    দিল্লিতে খেলা দেখতে প্রচুর লোক এসেছে। বিজেপির বন্‌ধ সঙ্কেÄও। কেন হায়দ্রাবাদের মত ভুলভাল জায়গায় টুর্নামেন্ট করতে গিয়েছিল! এইসব উর্বর মস্তিষ্কের জন্যই ভারতীয় ফুটবল এক পাও এগোয় না।
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ১৯:০৪ | 170.153.62.251
  • শ্যামল দা কি ফ্রান্সে গেছিলেন নাকি?
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৮:৩৭ | 61.95.144.123
  • উইথ আ ব্যাং;-)
  • siki | ১৩ আগস্ট ২০০৮ ১৮:০৬ | 202.140.54.29
  • শ্যামল ফিরে এসেছেন। হনু এবার অনেক দিন বাঁচবে।
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৭:৫৪ | 61.95.144.123
  • তলায় লেখা আছে 2049-44Q - এটা আইবিএমের থিংকপ্যাড সিরিজের নয়। সম্ভবতঃ লেনোভো ২০০০/৩০০০ সিরিজের কিছু। শস্তার জিনিস। এবং জানলাটা জেনুইন নয়। এই সব খরচ বাঁচিয়ে কি জেনু ভালো প্রোডাক্ট কোম্পানি হওয়া যায়...
  • siki | ১৩ আগস্ট ২০০৮ ১৭:৫২ | 202.140.54.29
  • R সিরিজ এখন আর চলে না বোধ হয়। R-এ ওয়াই ফাই নেই। T-সামথিং হবে।
  • san | ১৩ আগস্ট ২০০৮ ১৭:৪৯ | 12.144.134.2
  • তোমারটা কি R61?
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৭:৪২ | 61.95.144.123
  • আমার লেনোভোটা অতি সাধারণ - কোর ডুও 1.66GHz, 1GB RAM, 120GB HDD - শুধু মেল/ব্রাউজিং/ডকুমেন্টেশন ছাড়া কিছু হবে না।
  • siki | ১৩ আগস্ট ২০০৮ ১৭:৩৪ | 202.140.54.29
  • ৩৯,৯০০ তে কি স্পেসিফিকেশন? ডেল দিচ্ছে ৩ জিবি RAM ২৫০ জিবি HDD কম্বি।

    লেনোভো তো আইবিএমেরই। আগে আইবিএম নিজে বানাত, এখন লেনোভোকে দিয়ে বানায়। জিনিস খারাপ নয়। কিন্তু ঐ স্পেসিফিকেশন কি পাওয়া যাবে?
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৭:২৯ | 202.91.136.4
  • বাড়ি যাই। কিউবিকলে এসে বেলুন লাগাচ্ছে। কাল কমলা, সাদা বা সবুজ কিছু একটা পরে আসতে হবে। যত্তসব!
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৭:০৯ | 202.91.136.4
  • ল্যাপির খবর যার দেবার কথার ছিল সে ব্যাটা আর মেল করেনি। তাকে ফোং করে যা জানলাম তা হল ওই অফার টাটার স্টার বাজার নামে যে ডিসকাউন্ট শপ আছে (আজকের আবাপতে আছে) সেখানে পাওয়া যাচ্ছে। ছেলেটা একটা লেনোভো নামিয়েছে ৩৯,৯০০ দিয়ে ওখান থেকে। বাইরে অন্যান্য জায়গায় ওর দাম মোটামুটি ৪৩,০০০।

    তো, বৃত্তান্ত হল স্টারবাজার আপাতত মুম্বাই, আমেদাবাদ আর বেঙ্গালুরুতে খুলেছে।

    অয়ন, আমি আইবিএমে নেই।
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৭:০৪ | 61.95.144.123
  • আমি এট্টু বেরোচ্চি - ক্ষিদে পেয়েছে। arijit72 জিমেলে কোশ্চেন পাঠিয়ে দে। এসে বলছি।
  • a | ১৩ আগস্ট ২০০৮ ১৬:৫৬ | 12.2.142.7
  • আমাদের আপিসে লেনোভো দিতাছে।

    অপ্পন দা কি আইবিএম?

    অজ্জিত দা, এট্টুস দরকার আছে। কিছু জিনিস জানার দরকার এগডা UK Uni সম্পর্কে।

    একবার guha.ayan at জিমেলে মেলাবে?
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৬:৪৪ | 61.95.144.123
  • আমাকে আপিস থেকে দিয়েছে লেনোভো। খুব খারাপ নয়।
  • siki | ১৩ আগস্ট ২০০৮ ১৬:৩১ | 202.140.54.29
  • অর্পণ,

    সেই ল্যাপির অফার আর পাওয়া যায় নি?
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:৩৭ | 202.91.136.4
  • এটা জিতলে হয়ত ফেডেরারদের সামনে পড়বে।
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:৩৩ | 202.91.136.4
  • পেজ-ভূপতি ৬-৪,৩-২ এগিয়ে আছে।
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:৩৩ | 202.91.136.4
  • বোঝো!
  • san | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২৭ | 12.144.134.2
  • ধুৎ। বেঙ্গালুরুর গান্ধীনগর।কেউ জানলে বোলো।
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২২ | 202.91.136.4
  • না।
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২২ | 202.91.136.4
  • গান্ধীনগর তো গুজরাতের ক্যাপিটাল। আমেদাবাদ থেকে গাড়িতে দেড়ঘন্টা। কেন?
  • san | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২২ | 12.144.134.2
  • সেকি তোমরা বেড়াতে যাচ্ছো না?
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২১ | 202.91.136.4
  • ঠিকাছে। শুক্রবার দেখছি। আশা করি হোমটাস্ক থাকবে না।
  • san | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২১ | 12.144.134.2
  • ও গান্ধীনগর টা কোথায় ? সেখানে কিভাবে যায়?
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৪:২১ | 61.95.144.123
  • বোধির মনে হয় রাগ হয়েছে - টইয়ে বল্ল আর লেখা পড়বে না - আর কার জন্যেই বা লিখবো তাইলে, কটা দিনই বা বাঁচ... ;-)
  • Arpan | ১৩ আগস্ট ২০০৮ ১৪:১৯ | 202.91.136.4
  • কমিট করা জায়গায় নেই। নিয়মিত মেন্টেন করার সময় পাব না। যা দিনকাল পড়েছে।
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১৩:৪৬ | 61.95.144.123
  • বোধি, অপ্পন এবং আরও যারা ফুটবলে ইন্টরেস্টেড - ফ্যান্টাসী ফুটবলে একটা নিজেদের লীগ খেলবে? আমি গার্ডিয়ান আর প্রিমিয়ার লীগ - দু জায়গাতেই আছি।
  • Arijit | ১৩ আগস্ট ২০০৮ ১০:৫৫ | 61.95.144.123
  • মামী দেখে শেখে না, ঠেকে শিখবে, তাপ্পর মামীও ফ্রীতে কনসাল্টেন্সী করবে। কালও আসেনি জিনিস - কোনো এক আপিসবাবু ওই ইয়ার্ডে রেন্টের ব্যাপারটা দ্যাখেন, তিনি আসেননি, তাই জিনিসও বের করা হয়নি। আরও গপ্পো ছিলো - শিপিং কোম্পানি IGM ফাইল করেছে ৪১টা বাক্স বলে, অথচ এসেছে দুটো প্যালেট আর পাঁচটা বাক্স (প্যালেট মানে কাঠের পাটাতনে সব বাক্স রেখে সেটা পুরো প্যাকেজ করা) - এবং দুটো গল্প মিলছে না। তার জন্যে এগুলোকে খোলা হিসেবে নিতে হবে - মানে প্যালেট খুলে। তার জন্যে আরো এক্সট্রা পেপারওয়ার্ক।

    ভয় দেখাচ্ছি না - এগুলো সব ফ্যাক্ট। ন্যাড়াদাও সেদিন ঐক্যমত্য পোষণ করলো।
  • siki | ১৩ আগস্ট ২০০৮ ১০:৪১ | 202.140.54.29
  • দেশের গল্পগুলো পড়ে মনে হচ্ছিল কুচি কুচি করে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিই। এত নিচু মানের লেখা একসাথে ... অনেকদিন বেরোয় নি দেশে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত