এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৮:২৩ | 61.95.144.123
  • সাড়ে ছটা। আমি পৌনে নটায় আসি। আমাদের আপিস টাইম সাড়ে নটা থেকে সাতটা। ছেলেপুলে নিয়ে সংসার করি, তাদের তো দেখতে হবে।
  • Blank | ২৭ আগস্ট ২০০৮ ১৮:২২ | 170.153.62.251
  • কোলকাতার আপিস থেকে কেউ ছটায় বাড়ি যায় নাকি?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৮:১৮ | 61.95.144.123
  • আড়াই ঘন্টা ঘুমিয়ে গুরু উঠলো, আমি বাড়ি গেলুম।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৫৩ | 61.95.144.123
  • কপাল দিয়ে ভাতের হাঁড়ি ঠুকলে রাগ কমে? নাকি চড়ুইভাতি করার সময় কপাল চাপড়ালে রাগ কমে?
  • san | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৪৯ | 12.144.134.2
  • মানে সত্যিই শুনেছি, খিল্লি করছিনা ।
  • san | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৪৯ | 12.144.134.2
  • কপালভাতি করলে শুনেছি রাগ কমে।
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৪৪ | 203.122.26.2
  • এবার টেলিগ্রাফ ডাউন।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৩৬ | 61.95.144.123
  • আবার চলছে। আম্মো তো আমার কোং-এর নাম দিয়েছি - বয়েই গেলো - মতামত রাজনৈতিক হলেও। বাকস্বাধীনতা বিকিয়ে চাকরি করছি নাকি?
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৫:৩৫ | 203.122.26.2
  • আনন্দ,

    থ্রি মিসটেক্‌স ইস্নিপ্‌সে বা নেটে কোথাও নেই। আমি ওটা পেপারব্যাক পড়েছি। লাইব্রেরি থেকে।
  • quark | ২৭ আগস্ট ২০০৮ ১৫:২৬ | 121.242.12.21
  • ইকিরে ভাই! আমি চাই পশ্চিমবঙ্গে শিল্প হোক - এইটে রাজনৈতিক মতামত?

    তাইলে, আমি চাই ভারত অলিম্পিকে আরো বেশি পদক পাক - এইটেও রাজনৈতিক!
  • Ananda | ২৭ আগস্ট ২০০৮ ১৫:২৩ | 57.67.164.37
  • siki আমাকে এই বই টা মেল করে দিতে পারবেন ? "Three mistakes of my life" বা ensips লিঙ্ক - খুঁজে পেলাম না।
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৫:১৯ | 203.122.26.2
  • স্যান, সন্দেহ খুব বাজে জিনিস। সন্দেহ করিস না।

    আমি আজকাল খুব অল্পে রেগে যাচ্ছি। অপ্রয়োজনীয় রাগ। প্রেশার দেখতে হবে একবার ঃ(
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৫:১৮ | 203.122.26.2
  • বন্ধ করা হতেই পারে। টিসিএস আইবিএমের নাম দিয়ে লিখেছে, কর্পোরেট পলিসির বিরুদ্ধে যায় না এটা? কর্পোরেটের এমপ্লয়ি প্রকাশ্যে কখনও রাজনৈতিক মতামত ব্যক্ত করতে পারে না।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৫:১২ | 61.95.144.123
  • টেলিপ্রাফে যে লিংকটার কথা লিখেছে সেটা আর খুলছে না। হয় প্রচুর হিট হয়েছে বলে ডাউন, নয়তো দ্যাখো ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে - হতেই পারে।
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১৫:০৬ | 202.91.136.4
  • বাব্বা, কী আবেগ!
  • san | ২৭ আগস্ট ২০০৮ ১৪:৫৮ | 12.144.134.2
  • শমীকের মেন্টাল এজ নিয়ে আমার মাঝেমাঝেই একটা বেসিক সন্দেহ হয়
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৪:২৬ | 203.122.26.2
  • কাল টিভিতে যখন মমতা বক্তৃতা দিচ্ছিল, রাতের খবরে দেখছিলাম, একটু হাওয়াই চটিটা টিভির স্ক্রিনে বুলিয়ে নিলাম।

    অশোক ঘোষের মুখের ওপরেও বুলিয়ে নিয়েছি একবার।
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১৯ | 203.122.26.2
  • আমি সেদিন মমতা ব্যানার্জিকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম। ভোরবেলায়।

    অ্যাসটেরিক্সের লাস্ট সীন। চারদিকে মশাল জ্বেলে বিস্তর খোঁড়াখুঁড়ি চলছে। একপাশে বুনো শুওর জ্বালিয়ে খাচ্ছে অ্যাসটেরিক্স আর ওবেলিক্স। আর গাছের ডালে হাত মুখ বাঁধা অবস্থায় গোঁ গোঁ করছে ক্যাকোফোনিক্স। তারপরে স্বপ্নে জুম ইন করে দেখি কি, ওটা তো ক্যাকোফোনিক্স নয়, মমতা ব্যানার্জি। আর নিচে বুনো শুওর খাচ্ছে বুদ্ধ ভট্‌চাজ আর বিমান বোস।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১৮ | 61.95.144.123
  • কেনে? কাল শতাব্দী রায় তো ওখেন থেকে ঘুরে এসেছে। কলতলা টিভিতে ফোনে বলছিলো মমতাদি কত ভালোওওওও...এবার ব্রাত্য আর সুমনও যাবে। আরো কত লোক যাবে...
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১৬ | 61.95.144.123
  • আমি পারতপক্ষে খিস্তি মারি না, মানে লিটের‌্যালি - কলেজের পর থেকে। কিন্তু এক্ষুণি সেগুলো ছাড়া আর কিচ্ছু মনে পড়ছে না।

    আর দুই - সেই রাজীব গান্ধীকে খুন করেছিলো যখন তখন একটু উল্লাস প্রকাশ করেছিলাম বলে বাবা বহুত বকেছিলো। তার পর থেকে আর কখনো করিনি - কেউ মারা গেলে। সে যেই হোক না কেন। ইভেন শমীককে একবার ধমকেছিলুম। কিন্তু এই মুহুর্তে সেটা ভুলে যেতে ইচ্ছে করছে। কেউ কিছু মনে কোরো না পিলিজ।
  • Amit Basu | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১৪ | 59.93.203.224
  • আমি কিন্তু সুশীল সমাজের দায়বদ্ধতার কথা ভাবছি।
  • Amit Basu | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১২ | 59.93.203.224
  • কালকে T.V তে একজন বলছিল যে ঐ ভদ্রমহিলাকে এক্ষুনি চ্যাংদোলা করে বাংলার বাইরে রেখে আসা উচিত।
  • Amit Basu | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১১ | 59.93.203.224
  • আমাদের বাংলাটা বৃদ্ধাশ্রম হয়ে না যায় আবার !!
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৪:১০ | 61.95.144.123
  • সিঙ্গুর নিয়ে তো? সেই লিংকটা এই টেলিগ্রাফের খবরেই আছে।
  • Amit Basu | ২৭ আগস্ট ২০০৮ ১৪:০৯ | 59.93.203.224
  • তোমারটা দেখে মনে পড়ল।
  • Amit Basu | ২৭ আগস্ট ২০০৮ ১৪:০৯ | 59.93.203.224
  • অরিজিত, আজ আবার একজন একটা লিংক দিয়েছে। দেখেছ?
  • sinfaut | ২৭ আগস্ট ২০০৮ ১৪:০৪ | 165.170.128.65
  • ও।

    আমার টিনটিন আর শার্লক হোম্‌স দিয়ে।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৪:০২ | 61.95.144.123
  • ইঞ্জিরি বই-খড়ি।
  • sinfaut | ২৭ আগস্ট ২০০৮ ১৩:৫৮ | 165.170.128.65
  • কী শুরু করা?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১৩:৪৮ | 61.95.144.123
  • শুরু করার পক্ষে এনিড ব্লাইটন বা হার্ডি বয়েজ, হিচকক - ইত্যাদি বেশ ভালো।
  • san | ২৭ আগস্ট ২০০৮ ১৩:৩৭ | 12.144.134.2
  • সিকির তো চেতন ভগত নয়, এনিড ব্লাইটন দিয়ে শুরু করা উচিত ছিল ঃ-)
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৩:৩৪ | 203.122.26.2
  • ঐ ভাষার জন্যেই পড়তে পারছি তো। কথ্য ইংরেজিতে লেখা। গড অফ স্মল থিংস পড়তে শুরু করেছিলাম, তিন পাতা পড়ে হাঁফিয়ে গেছিলাম। কী সব ইংরেজি শব্দ, মানেই বুঝতে পারছিলাম না।
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১৩:১১ | 202.80.51.66
  • সিকি'কে টইয়ের থ্রেডে উত্তরের জন্য ধন্যযোগ। এটা ভালো হ'ল। নেহি তো প্রতিবার দোকান বদলের সাথে পিএফ ট্রান্সফার খুব চাপের ছিলো। আচ্ছা এটাতে মেডিক্যাল বেনিফিট কিছু থাকবে না?

    (** টই'তে পোস্টালাম না কারণ মূল টপিকের বাইরে ডিসকাশন এটা।)
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১৩:০২ | 202.91.136.4
  • রেকো করলাম এদের সাহিত্যগুণের জন্য নয়। ওই ঝরঝরে ভাষার ফিল পাবার জন্য। নইলে তোমার তো অমিতাভ ঘোষ রোচে না ...
  • siki | ২৭ আগস্ট ২০০৮ ১৩:০০ | 203.122.26.2
  • ফাইভ পয়েন্ট ইস্নিপসেই পাওয়া যাচ্ছে। আমি প্রথমে পড়েছি তিন নম্বরটা, থ্রি মিসটেক্‌স অফ মাই লাইফ, এখন ওয়ান নাইট পড়ছি, শেষ করে ফাইভ পয়েন্ট পড়ব। উল্টো পথে হাঁটছি।
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১২:৫১ | 202.80.51.66
  • ইকি? এরি মধ্যে সব লাঞ্চে চলে গেল নাকি সব!
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৫১ | 61.95.144.123
  • বহু আগে পড়েছিলাম একখান, মনে নাই। ও, আরও একটা মনে পড়লো - লাইফ অ্যাণ্ড ফেট - এটাও হনুর রেকোতে কেনা। এই হনু, র, ব্ল্যাংকি - এরা মিলে আমার কিছু না হলেও একটা বইয়ের বাক্স বেশি করিয়েছে।
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪৮ | 202.80.51.66
  • নিকোলাই গোগোল?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪৮ | 61.95.144.123
  • মানে পাইপলাইনে আছে। একসাথে পাঁচটা শুরু করেছিলাম নিউক্যাসলে থাকাকালীন। তাপ্পর তো সব মাটি হয়ে গেলো - ফিস্ক বাদে বাকি সব এসেছে জাহাজে, এখনো বাক্স খুলিনি। ডিউ জমে যাচ্ছে।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪৬ | 61.95.144.123
  • মার্কেজ, সলঝেনিৎসিন, পামুক আর রাউলিং ছেড়ে? এদের অনেকগুলো ডিউ আছে যে...
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪৫ | 202.80.51.66
  • বই Vs. সিনেমা আবার ইলিশ-চিংড়ী হয়ে যাবে। ডা ভিঞ্চি সিনেমাটা অতি ধূর। ন্যাশনাল ট্রেজারের ছোট ভাই।

    অপ্পন, ঝুম্পা লাহিড়ী'র কোন বইটা? নাকি অরুন্ধতি রায়?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪৪ | 61.95.144.123
  • এটার কথা হনু লিখেছিলো আগে। তখন ব্ল্যাকওয়েলে খুঁজে পাই নি।
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪৩ | 202.91.136.4
  • অরিজিতের জন্য ঝুম্পা লাহিড়ি, সৈকত মজুমদার আর কুণাল বসু রেকো করলাম।
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪২ | 202.80.51.66
  • চিনুয়া আচেবে'র থিংস ফল অ্যাপার্ট। অজ্জিত, বইখান পেলে পড়ো।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪২ | 61.95.144.123
  • ছেলেটা যখন ছোট ছিলো তখন ভালো লাগতো - এখন অতটা ভালো লাগেনা। তাপ্পর ওই ম্যাচো হওয়ার চেষ্টায় তোলা ছবিটার পর আরোই ভালো লাগে না। গপ্পে এমন অনেক কিছু আছে যেগুলো সিনেমায় ঠিকভাবে দেখাতে পারেনি। হয় নাকি ছশো পাতার বইকে আড়াই ঘন্টায় দেখানো? ওই দা ভিঞ্চি কোডের মতন উৎকট জিনিস হয়।
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১২:৪০ | 202.80.51.66
  • এই সেদিন ToI তে দেখলাম ড্যানিয়েল র‌্যাডক্লিফের নাকি কি একটা সাইকলজিক্যাল ডিজঅর্ডার আছে। সিনেমাগুলো তো ভালোই লাগে। বই পড়েছি শুদু হাফ ব্লাড প্রিন্স আর প্রিজনার অব অ্যাজকাবান।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৩৭ | 61.95.144.123
  • স্যান - ওই দুটোর পর আর চেষ্টাই করিনি। বাড়িতে হাউজ অব মিস্টার বিসোয়াস আছে, খান দুই নইপলও আছে। নইপলও কিছুদূর পড়ে ভালো লাগেনি।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১২:৩৫ | 61.95.144.123
  • আমি এখন ব্যস্ত গবলেট অব ফায়ার নিয়ে। কদিন আগে চেম্বার অব সিক্রেটস শেষ করলুম। শ্রী প্রথমটা হারিয়ে ফেলেছে বলে পড়া হয়নি (যদিও ব্ল্যাংকি সব সফট কপি দিয়েছিলো - কিন্তু কম্পুতে বই পড়তে ভাল্লাগে না)। প্রিজনার অব আজকাবান সিনেমা দেখেছি বলে পড়লুম না। গবলেট অব ফায়ারও দেখেছি, তবে বইগুলো ঢের ভালো। এটা শেষ করে বাকিগুলো ধরবো। ছেলেমেয়েগুনো কেন লাইন দিয়ে কেনে আর রাত জেগে পড়ে সেটা বোঝা যায়। আগে কখনো কমেন্ট করিনি পড়া ছিলো না বলে, তবে এখন কমেন্ট করলে পজিটিভ কমেন্টই করবো।
  • san | ২৭ আগস্ট ২০০৮ ১২:৩৫ | 12.144.134.2
  • আমারও ফাইভ পয়েন্ট সামওয়ান মোটামুটি ভালো লেগেছিল, ওয়ান নাইট টা বিচ্ছিরি, তারপরেরটা আমার বেস্ট ফ্রেন্ড বলল পড়ে সময় নষ্ট করিস না আমিও কাটিয়ে দিলাম।

    অরিজিত শ্যাডো লাইনস পড়ে দেখেছ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত