এই গোলকধাঁধার কোশ্চেনটা পুরনো পাপীদের করলুম - যে সিপিএমকে কি মমতার টিউটর বলা যায় - তো বল্ল বাড়ির কাছে বেহালার দোকান থাকলে একটা কিনে নাও। আমি খচে গিয়ে ধন্যবাদ দিয়ে বল্লুম যে আমার একখান আছে, ডুম্স্ডে-র দিন বাজাবো।
r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৩ | 198.96.180.245
মদন মিত্রের আত্মীয়া। ;-)
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৭ | 122.252.231.206
আচ্ছা, অপরাজিতা সেন কে?
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৩ | 61.95.144.123
ঋতি আমার চশমা ভেঙে দিয়েছে দুদিন আগে। অন্য সেটটা পরে নাকে-কানে বিচ্ছিরি ব্যথাঃ-(
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩১ | 61.95.144.123
পিঁপড়েরা গুড় খেতে ব্যস্ত। সিঙ্গুরে। কাজেই...
r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৮ | 198.96.180.245
ইন ফ্যাক্ট, এই প্রথম দেখলাম যে অত বড় সাম্প্রদায়িক দাঙ্গায় পশ্চিমবঙ্গের কেউ কোনো রা কাড়ল না।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৪ | 61.95.144.123
আচ্ছা গুচ-র স্টেবিলিটিটা হঠাৎ করে কি কমে গেছে? মানে প্রায় রোজই সকালে আর দুপুরের দিকে সার্ভারে প্রবলেম হয়। আজ সকালেও ছিলো, এখনও অনেকক্ষণ ছিলো।
সার্ভারেও আদালত?
r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২১ | 198.96.180.245
অনেক কিছুই চাপা পড়ে গেছে- বিহারে লাখ লাখ মানুষ ঘরছাড়া, স্রেফ সরকারী অকর্মণ্যতায় কোশীর বাঁধ ভেঙেছে; জম্মু কাশ্মীরে একমাস ধরে প্রায় কার্ফিউ চলল; উড়িষ্যায় এত আদিবাসীকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে।
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৪ | 122.252.231.206
নাম জান গেছে। উনি খুব সম্ভবত নির্বেদ রায়।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৩ | 61.95.144.123
তালেগোলে কালকের এন-ডিলের কেচ্ছাটা চাপা পড়ে গেছে। কেউ কিছু বলছেই না।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৯ | 61.95.144.123
তাইলে নিরুদ্দিষ্টের সন্ধান মিললো, কিন্তু নাম পাওয়া গেল নাঃ-)
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৩ | 122.252.231.206
চেয়ারে বসে। এনার নাম জানি না (মাঝখান থেকে দেখা শুরু করেছি)। তবে ডানদিকের ওই দুইজন কংগ্রেসের। সিঙ্গুর আন্দোলনে যারা ধর্মেও আছেন, জিরাফেও আছেন।
কংগ্রেস রাজ্যপালের মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে খুব একটা খুশি নয়। আজকের প্রতিদিনে লিখেছে সেটা।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৫ | 61.95.144.123
দাঁড়াও দাঁড়াও - এটা ডায়াসের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলো, না চেয়ারে বসে? দ্বিতীয়টা হলে এই ভদ্রলোক ছিলেন সেখানে। দর্শকদের দিক থেকে দেখলে স্টেজের ডানদিকে বাঁদিক থেকে প্রথমজন। এঁর পাশে প্যান্টশার্ট পরে আরেকজন ছিলেন, আর ইনি সাদা পাঞ্জাবি-পায়জামা পরে।
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৭ | 122.252.231.206
কালকে স্টার আনন্দ থেকে সিঙ্গুরে টাউন হল টাইপের একটা কনভেনশন আয়োজন করেছিল। দেখা গেল ওইখানে ৯৬% লোক কারখানা অবিলম্বে চান। ক্রমশ প্রকাশ্য হল এঁদের সবাই হয় "ইচ্ছুক' চাষী, নয় টাটার কারখানার দ্বারা কোন না কোনভাবে উপকৃত (প্রত্যক্ষ ও পরোক্ষভাবে)।
আশা করেছিলাম যে এক-তৃতীয়াংশ চাষী "অনিচ্ছুক', তাঁদের একটা অংশও এখানে থাকবে। আর কিছু না, অনুষ্ঠানটা নিতান্ত প্রোপাগান্ডাধর্মী না হয়ে একটা পাবলিক ডিবেটের ফর্ম নেবে (অথবা খেউরের) আর তাতে সবধরণের ভূমিপুত্রদের অংশগ্রহণ থাকবে। সে গুড়ে বালি। জমির চেকের টাকা যাঁরা ফেরত নেননি বলেস শোনা যাচ্ছে তাঁদের কেউ এই মঞ্চ ছিলেন না।
আমরা-ওরা বিভাজনের রেখাটা এখানেও সুস্পষ্ট। স্টার আনন্দ দাবি করেছে যে সিঙ্গুরের ছ'জন ডেকোরেটর তাদের এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার আয়োজন করতে অস্বীকার করে (ঘাসফুলের ভয়ে), সপ্তম জন অবশেষে রাজি হয়।
মমতা তার এক কিলোমিটার দূরে বসে স্টার আনন্দকে তোপ দেগেছেন টাটার দালাল বলে (সাহস থাকলে টাটার অ্যাড টিভিতে দেখানো বন্ধ করে দিক ইত্যাদি প্রত্যাশিত ভাটও ছিল)। আর স্টার আনন্দের মঞ্চ আলো করে ছিলেন শ্যামল চক্রবর্তী আর নেপাল ভট্টাচার্য, এই এই মাস আটেক আগেও যারা উঠতে বসতে ওই চ্যানেলের বাপান্ত করতেন।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:২১ | 61.95.144.123
ভদ্রলোককে খুব একটা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলে মনে হয়নি। নাঃ টিভি দেখতেই হবে...
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:২০ | 61.95.144.123
নাঃ এঁদের মধ্যে নেই।
nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৯ | 64.105.168.210
এবার দেশে গিয়ে একজন পুরোন আলাপীর সঙ্গে যোগাযোগ হয়ে গেল গুচর সূত্রে। আঠারো-বিশ বছর আগে শেষ দেখা হয়েছে। ফোন করে বলল, "তুমি কি গুরুচন্ডালীর ন্যাড়া"? দেখা গেল শান্তনুদা আমার জাঁইবাবুর বন্ধু। কলেজের দেওয়া ভাল নামেই বেশি পরিচিত। সে নাম বলা যাবে না। তবে গুচর লোকে চেপে ধরলে ভাল তার থেকে গল্প পাওয়া যেতে পারে। আমিই শান্তনুদার গোটাকতক গল্প জানি। হিলারিয়াস।
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৮ | 122.252.231.206
তোমার কথা শুনে মনে হচ্ছে এঁদের মধ্যে কেউ হবেন।
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৪ | 122.252.231.206
সু.ভ. নন। ওনাকে চিনি।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৩ | 61.95.144.123
বিরোধি বিরোধি। ৪০০ একর ফেরত চান। মানবাধিকারের কথা বলেন। অনুরাধা তলোয়ারকে গুচ্ছ ঝাড়ছিলো অডিয়েন্স থেকে, তখন তাতেও আপত্তি জানালেন - মানে কেন অডিয়েন্স ওঁকে ঝাড়বে। সুজাত ভদ্র-র কোনো ফটো নেটে আছে কি? উনি কি সিঙ্গুরে ইনভলভড?
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:১১ | 122.252.231.206
বাই দ্য ওয়ে, অরিজিত বর্ণিত সরু গোঁফ চশমাধারী লোকটি কি শিল্পায়নের "সমর্থক' না "বিরোধী'?
nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৫ | 64.105.168.210
MAC address তো NIC-র হয়, মেশিনের নয়। মেশিনের ইউনিক আইডেন্টিফায়ার বলে কিছু কি হয়? জেনেরালি CPU-র কি একটা GUID না কি একটা আছে সেটাকেই মেশিন আইডেন্টিফায়ার ধরা হয় তো। multi-CPU machine-এ কি হয় জানিনা।
Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:০২ | 65.218.154.195
NIC র
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:০২ | 61.95.144.123
বটেই তো। ifconfig করলে eth0, eth1... করে দেখাবে। থ্যাঙ্কু ন্যাড়াদা ফর দ্য পয়েন্টার। রিসোর্স রিকোয়েস্ট দে আসি।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৯ | 61.95.144.123
জানি না। এটা নিয়ে খুব একটা কনসেপ্ট ক্লিয়ার নয়। ম্যাক অ্যাড্রেসটা কার হয়? NIC-র কি? তাহলে কি হবে বুঝতে পারছি।
nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৭ | 64.105.168.210
প্রত্যেকটা NIC এক একেকটা DHCP client হিসেবে কাজ করবে। হবে না?
siki | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৩ | 122.160.214.86
এই সংরক্ষণের স্মৃতিচারণের বাজারে আজ একপিস খবর পড়লাম। টিওআই না হিন্দুস্তান টাইমস মনে পড়ছে না।
কেরালার সিপিএম সরকার, আর্থিকভাবে দুর্বল ফরোয়ার্ড কাস্টের ছেলেমেয়েদের জন্য স্কুল কলেজে সংরক্ষণ চালু করছে।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫২ | 61.95.144.123
ন্যাড়াদা - বুঝলুম, কিন্তু আমার যেটা কনফ্যুজন হচ্ছে সেটা হল একাধিক NIC লাগালে তো একাধিক আইপি হবে - মানে একটা মেশিনের দুটো আইপি মিনিমাম - সেইটে DHCP কি করে হ্যাণ্ডল করে?
h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 125.18.104.1
যাক গে চল্লাম। র একবার ইদিক পানে আইলে হাঁক পেড়ো।
ন্যাড়া, স্যান আমারে কেমং অবহেলা করলো আমি শুধু দেখে রাখলাম। দিমুখন যেদিন হোগায় বাড়ি বুঝবা।
nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 64.105.168.210
অরিজিত, যদি ডেটা ট্রান্সফার রেট বাড়ানোর জন্যে একাধিক ইন্টারফেস লাগাতে বলে তাহলে নিশ্চয়ই একাধিক NIC লাগাতে হবে। নইলে একটা NIC হলে হয় ফিজিকাল লিমিটে আটকাবে আর নয়তো প্রতিটা সেগমেন্ট যথেষ্ট টাইম স্লাইস পাবে না।
কিচ্ছু না জেনে চোয়াল নাড়াচ্ছি।
হনু, পরেরবার দর্শন করে আসবই আসব, যদি না আবার ইন্টারভিউ নিতে কামচটকা চলে যাও।
Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৫ | 65.218.154.195
হ্যা, কাটাও দাও। এর পর কোনদিন বলবে বুশ আর কাস্ত্রো ফটুক তুলেচে একসাথে
Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৪ | 122.252.231.206
অরিজিত পুউউরো নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষনার কথা মনে পড়াচ্ছে। তাও আকাশবাণীর।
h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৩ | 125.18.104.1
মমতা র নিজের জায়গা বেড়েছে না সিপিআই এমের দেওয়া উপহার গুলো উনি মোটামুটি রিপ অফ করেছেন সেটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। তবে ওভারল আমি যেটায় শংকিত সেটা হল সিপিআইএম, তৃণমূল এর লাঠালাঠিতে হঠাৎ করে sane ফোর্স হিসেবে কংগ্রেস বিজেপি এমার্জ করে গেলে হালকা চাপ হয়ে যাবে ;-) টু বি হনেস্ট আমার কাছে এইটা বেশ বড় চাপঃ-) টি এম সি সিপিআইএম এদের কে আমার বেশ ভাল্লাগে। কিরকম চেনা গুল মারে।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪২ | 61.95.144.123
কি কাণ্ড - পোমো পাঁড় নকু ইশেনও লেসার অব দ্য টু ইভিলসকে চায়;-)
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪১ | 61.95.144.123
কিন্তু ওই ভদ্রলোককে কেউ চেনে না? সেই বোরিং অনুষ্ঠানগুলো দেখতে হবে একটা নাম জানার জন্যেঃ-(
Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪০ | 12.217.30.133
এইটা বোধি ১০০ বার ঠিক বলেছে। কিন্তু মনে রাখতে হবে ২% ভোট এদিক ওদিক হওয়া মানে ৩০ টা সিট এদিক ওদিক হওয়া। বিধানসভায়।
যাউগ্গা। মমতা কটা সিট বেশি পাক আমি কায়মনোবাক্যে চাই। শুধু জিতে না গেলেই হল। ঃ)
h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৭ | 125.18.104.1
এই যে প্রকৃত বিপ্লবীর ন্যায় ইশান মমতার আকাশে কেবলি লাল সূর্য দেখতে পাইতাছে এটা তে অমি খুব ই শংকিত।
আমার ধারণা কৃষকের শুধু নয়, রুরাল বা মফস্বলের ডিস অ্যাফেকশনের প্রকৃত বন্ধু হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে মমতার আরেকটু সময় লাগবে। অত সোজা নয় বস। ট্রেডার আর জমি ভেস্টে ক্ষতি হয়ে যাওয়া লোকদের সংগে ক্ষেত মজুর দিনমজুর ইমিগ্রেন্ট ওয়ার্কার দের পেতে গেলে যে ন্যাচারাল ক¾ট্রাডিকশন আসবে সেটা শুধু সিপিআইএম বিরোধিতা দিয়ে ঢাকতে গেলে আরো "ঘটনা" লাগবে। সেটা পাঁশকুড়া লাইন হবে না নন্দীগ্রাম লাইন হবে সেটা বলা মুশকিল।
Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৬ | 65.218.154.195
মমতার পপুলারিটি অনেকটা বেড়েছে। হিসেবের বাইরে বেড়েছে। এটাই হয়তো লক্ষ্য ছিল ওনার
Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 65.218.154.195
সেক্টর ফাইভ নিয়ে সবার মনে সন্দেহ দেখে ব্যাথিত হলুম। যাগ্গে
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 61.95.144.123
না হবার কারণ নেই। অলরেডি ছেলেধরার মত জমি গেলো প্যানিক তৈরী করতে মমতা সক্ষম হয়েছে। সিঙ্গুরে মেজরিটি কারখানার পক্ষে রায় দিলেও (বিভিন্ন চ্যানেলের সমীক্ষা অনুযায়ী) অন্যান্য এলাকায় মমতা কৃষকবন্ধু মসীহা হয়েছে কিছুটা হলেও।
Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩০ | 12.217.30.133
আরেকটা কথা মনে এল। সেটা বলি। সংরক্ষণ নিয়েও ছাত্রযুবাদের মধ্যে প্রবল ভিপি বিরোধী বোক্ষোভ বিদ্রোহ ইত্যাদি দেখা গিয়েছিল। তাতে একটিই লাভ হয়েছিল, পিছড়ে বর্গের কাছে ভিপি মসীহা হয়ে গিয়েছিলেন।
এই বাজারে আমার আন্দাজ, পশ্চিমবঙ্গে মমতার ফরে ছোটো আকারে একটি অনুরূপ জিনিস ঘটতে চলেছে। মানে একটা চান্স আছে। রিস্ক নিয়ে বলে ফেল্লাম, ভুল হলে কেউ কিছু মাইন্ড করবেন না। ঃ) ঠিক না ভুল সামনের লোকসভা নিব্বাচনেই বোঝা যাবে।
h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৯ | 125.18.104.1
তাও তো অন্তত গ্রীক ফিলসোফিকাল ট্রাডিশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেল্ট বা পাজামার তোয়াক্কা না করে ইউরেকা ইউরেকা বলে হিস্টিরিক চিল চিৎকার করি নি। এই যে আমার দেশীয় রক্ষনে এত কমিটমেন্ট কই সেটা তো দেখলা না।
Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৮ | 61.95.144.123
সেটাই তো সেদিন বল্লাম - এরা অ্যাক্টিভিটি দেখিয়েছে কারণ এদের গায়ে আঁচ লাগার পসিবিলিটি রয়েছে তাই। সংরক্ষণের সময়ও তাই হয়েছে। হ্যাঁ, এদের অনেকেই ছাত্রজীবনে রাজনীতি করেছে - তবে তার কত পার্সেন্ট বুঝে করেছে, কত পার্সেন্ট হিরো হবে ভেবে, সেটা নিয়ে সন্দেহ আছেই। তাছাড়া, ছাত্রজীবনে রাজনীতি করলেও কেরিয়ার তৈরীর সময় সে সব ভুলেও যায় অধিকাংশ লোক।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন