থুতনি চিন্তা করার গুরুত্বপূর্ণ উপাদান। ফটোতে দেখিসনি?
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:০৭ | 24.127.39.26
মামুর রান্নার পরীক্ষা নেওয়া হোক!
tania | ২৮ আগস্ট ২০০৮ ১১:০৫ | 99.129.198.36
আহ্হা স্যান! প্রশ্নটা তো মামীকে করা উচিৎ ছিল ঃ-))) মামু কলোজিরে দিয়েছে, ব্যাস। বাকি জিনিসও কি মামুকেই দিতে হবে নাকি?
san | ২৮ আগস্ট ২০০৮ ১১:০২ | 220.227.64.98
মামুর আর সালোকসংশ্লেষের দরকার নেই। তিনি আজকাল ঝক্কাস রান্নাবান্না করছেন।কাল চ্যাটে জানিয়েছেন যে তিনি কালোজিরের চচ্চড়ি বানিয়েছেন - কালোজিরের সঙ্গে কোন সব্জিও পড়েছিল কিনা জিগ্গেস করাতে হেব্বি রেগে গেলেন ঃ-))))
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:০১ | 65.218.154.195
কেউ কি থুতনি দিয়ে চিন্তা করে নাকি? মাথা দিয়ে করে তো
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১০:৫৩ | 24.127.39.26
চিন্তা কল্লে মানুষের চুল উঠে টাক পড়ে যায়, কিন্তু দাড়ি খসে না কেন ?
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১০:৩৮ | 65.218.154.195
সবুজ হলে মামু সালোক সংশ্লেষ কত্তে পারতো।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১০:৩৪ | 24.127.39.26
সবুজ হলে বেশ হত। কিম্বা কমলা।
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৫ | 65.218.154.195
ব্ল্যাক এন হোয়াইট দাড়ি কিনা
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৩ | 24.127.39.26
মামুর দাড়ি বলে? ;-)
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১০:০২ | 65.218.154.195
দাড়ি মহা খারাপ জিনিস, মামুর আছে।
Div0 | ২৮ আগস্ট ২০০৮ ১০:০২ | 202.80.51.66
শুডেরিয়া ফেরারি এবার ক্ষুর তৈরী করবে।
ওবামা'র মিড নেম কি 'হুসেন'?
Arpan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫৯ | 202.91.136.4
ঘোড়ার ক্ষুরে কে দাড়ি কাটে? ব্ল্যাঙ্ক? না, ব্ল্যাঙ্কের তো এখনো দাড়ি গজায়নি।
Div0 | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫৩ | 202.80.51.66
না হে। খট্ খট্ টাট্টু ঘোড়া। খটাখট খটাখট পক্ষীরাজ।
চিঁহিঁহিঁ
Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫১ | 65.218.154.195
পক্ষীরাজ
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫০ | 61.95.144.123
ঘোড়ার ক্ষুর হু?
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫০ | 61.95.144.123
অক্ষ, মিতাদি, দু - সকলের জন্যে - পলিসিগত দিক দিয়ে হিলারি না হয়ে ওবামা হওয়ায় কি ভালো হয়েছে, না খারাপ? মানে আমার হিলারিকে ভীষণভাবে বিল-নির্ভর বিল-এর ছায়া বলে মনে হয়েছিলো, তাই জিগ্গেস করলুম।
Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫০ | 65.218.154.195
উহা ঘোড়ার ক্ষুর
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪৮ | 61.95.144.123
হুজ দার?
Div0 | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪৭ | 202.80.51.66
খট্ খট্!
Tim | ২৮ আগস্ট ২০০৮ ০৮:৫৫ | 24.127.39.26
আমার ফোন কখনই দেশে যায় না। বা আমি বুঝতে পারিনা। কিZIনি কোথায় যায় সেগুলো। তবে এক রুমমেট ছিলো, সে প্রচুর ভাটাতো কাস্টোমার রিপ্রেসেন্টেটিভদের সাথে, একবার আধঘন্টা ধরে স্কুল-কলেজ লাইফের গপ্প করতেও শুনেছি।
Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৮:২১ | 65.218.154.195
তবে কল সেন্টারের এক্সপেরিয়েন্স দেশে সবচেয়ে ভাল। কোনো এক ক্রেডিট কার্ড থেকে ফোন করেছিল (HSBC মনে হয়), তো হ্যানা ত্যানা ভাট, আমি ও নেবো না কোনো অফার। তারপর মেয়েটি তো ফোন ছেরে দিলো। মিনিট দুয়েক বাদে ফের ফোন, আমি তুললাম, সেই একই মেয়েটি। আমি বললাম যে 'আমার সত্যি কোনো কার্ড, লোন কিছু চাই নে, সত্যি চাই নে'। তাতে সে বলে, আপনি খুব বিজি না হলে একটা রিকোয়েস্ট করবো। আমি একটু ঘাবড়ে গেলুম। তো বলে যে আপনার কলার টিউন টা খুব ভাল আর খুব অদ্ভুত। আমার বন্ধু রা এখানে শুনতে চাইছে। আপনাকে কয়েকবার ফোন করবো, প্লিজ আপনি ফোন ধরবেন না। পর পর চার বার ফোন এলো তার পরে ... ঃ)
Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৮:১৬ | 65.218.154.195
HP র কল সেন্টার হায়দ্রাবাদেও আছে। কদিন আগে ফোন করেছিলাম কিছু দরকারে, তো হায়দ্রাবাদে চলে গেলো। ভাট বকলাম তার সাথে, তাও আবার হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদের বিরিয়ানি নিয়ে ঃ)
papiya | ২৮ আগস্ট ২০০৮ ০৮:১৩ | 74.192.194.238
c দিয়ে সুসান কিকরে হয় ঃ-/
papiya | ২৮ আগস্ট ২০০৮ ০৮:১১ | 74.192.194.238
হ্যাঁ, আজকাল লোকজন একটু বেশী মাত্রায় like শব্দ টা ব্যাবহার করে, সেসব শুনে আমিও ঘাবরে গিয়ে like like করতে থাকি :P
a x | ২৮ আগস্ট ২০০৮ ০৭:২০ | 75.53.201.27
আমার ডেলের সার্ভিস'এ এরকম হয়েছিল। শুরু হল অ্যালিস দিয়ে, শেষ হল আত্রেয়ীতে। মানে তার নাম আত্রেয়ী। এখানেই শেষ না, সে কমলা গার্লস স্কুলে পড়েছে আর আমাদের বাড়ির সামনে দিয়েই হেঁটে যেত! এরপরেও আরেকজনকে পেয়েছিলাম তার নাম ছিল অন্তরা। ও আর তারও ফোন-শুরুর নাম অ্যালিস। এর থেকে আমার ধারণা হয়েছে, সব অ/আ দিয়ে নাম অ্যালিস, সব ব দিয়ে নাম বেথানি, সব সি দিয়ে নাম সুসান - ইত্যাদি। ঐ অ্যালিস নাম্নী আত্রেয়ী ক্রমাগত আমাকে "ইউ নো লাইক ইউর ড্রাইভার সিডি, লাইক আই ক্যান মেল ওর লাইক ইউ ক্যান লাইক ডাউনলোড..."
Bratin | ২৮ আগস্ট ২০০৮ ০৪:০৬ | 198.45.18.38
আমার electric bill র query তে এক বার india help desk e তে গিয়েছিল। ছেলে টিকে "কোথায় থাকো" বলাতে বলেছিল "মাফ করবেন। আমরা জায়গা disclose করতে পারি না "।
aja | ২৮ আগস্ট ২০০৮ ০৩:৪৯ | 207.47.98.129
বস এক মাসের জন্যি হায়দ্রাবাদে ঠেলবে মনে নিতেছে। এই বয়সে শুধু মাল খেয়ে সন্ধে কাটাতে সাহস হয় না। কেউ কি আমারে মাঝে মাঝে তাদের সান্ধ্য আড্ডায় দত্তক নিতে পারে?
papiya | ২৮ আগস্ট ২০০৮ ০৩:২৯ | 165.91.215.233
same experience আমার laptop খারাপ হওয়াতে HP র customer service এ phone করেছিলাম, কলকাতায় গেল, সবাই খুব curious বাঙালী নাম শুনে, গুছিয়ে ভাট মারলাম তাদের সাথে, কারো ই কোনো কাজ নেই বোঝা গেল :)
Bratin | ২৮ আগস্ট ২০০৮ ০২:১৩ | 198.45.18.48
just too good ঃ-)))
bozo | ২৮ আগস্ট ২০০৮ ০১:৩৯ | 128.111.119.235
রেন্টাল কার কোম্পানি কে ফোন করার ছিল। ফোন গেল ভারতের কল সেন্টারে। যে ধরলো সে বাঙ্গালী, নাম মমতা। নতুন রিক্রুট বলে মনে হল কারন দুই তিন বার সব কিছু গুলিয়ে ফেলল। স্যার/ম্যাডামে গোলালো। আমায় আবার বলে দিল কোথায় শস্তার কার রেন্ট পাওয়া যাবে ঃ-) তবু দুই বাঙ্গালী অ্যাকসেন্ট মেরে ইংরাজী লড়িয়ে সমস্যার সমাধান করে দিলাম ঃ-)
samran | ২৮ আগস্ট ২০০৮ ০০:৩৭ | 59.93.202.247
আমার কন্যেটির পরীক্ষা চলছে। থার্ড ইয়ার ফাইন্যাল। ছেলেবেলা থেকেই তার একটা পরীক্ষা-ভয় আছে। পরীক্ষা এলেই সে অসুখে পড়ে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ইন্দো ডাক্তারের ফোন-চিকিৎসায় মোটামুটি সুস্থ্য হয়ে পরীক্ষা দিচ্ছিলও টুকটুক করে। গোল বাঁধাল রাজনীতি। বাংলা বন্ধের যাঁতায় পড়ে একখান পরীক্ষা পেছোল। যখন পরীক্ষা একরকম শেষ হয়েই এসেছে তখন আবার গোল। এবার বাংলার দিদি আর তার ধর্ণা। ইতিহাসের পাতায় বাংলাবাসীর নাম লেখানোর বাসনায় যিনি রাস্তা আটকে প্রাতঃ এবং সান্ধ্যভ্রমণ করছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। সিঙ্গুরে অতবড় হাইওয়ে আটকে মিটিন-মিছিল আর খিচুড়ি ভোজন হতে পারে আর কলকাতায় কোন মিছিলই হবে না তাই কি হয়! বড় নাহয় ছোটই হোক! তো মিছিলও হল। সোমবার দিন দুফুরবেলায় মৌলালীর এক ছোট্ট মিছিলে আটকা পড়ে মাত্র আধঘন্টা দেরীতে কন্যে আমার পরীক্ষার হলে পৌঁছায়। আমার ভাগ্য ভাল যে মিছিলের ফাঁকে ফাঁকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে দৌঁড়ে কলেজে পৌঁছার তাড়ায় সে রাস্তায় কোন বিপদে পড়েনি। নাহয় আধঘন্টা দেরীতেই পৌঁছেছে কিন্তু পৌঁছেছে তো। নাও তো পৌঁছাতে পারত। অবশ্য তাতে কার কি যায় আসে। এর আগে তো মিছিলে আটকে পড়ে অসুস্থ শিশু প্রাণও হারিয়েছে। এ তো মাত্র আধঘন্টা লেটে পরীক্ষার হলে পৌঁছানো! বড় বড় আন্দোলনে এরকম ছোটখাটো ঘটনা তো ঘটবেই। আমরা , যারা শুধু নিজেদের নিয়ে ভাবি, তারাই শুধু এমন তুচ্ছ ঘটনায় হয়রান হই।
নিতান্তই সাধারণ মানুষ বলে আমার মাথায় এখন চরকি পাক খাচ্ছে, শুক্কুরবারদিন ওর আবার আরেকটি পরীক্ষা। আর সেদিনই আবার চাক্কা-ফাক্কা জ্যাম না কি সব যেন হবে বলে শুনছি। তা হোক! নাহয় সকাল থেকেই কলেজে গিয়ে বসে থাকা যাবে। আন্দোলন বলে কথা!
mita | ২৭ আগস্ট ২০০৮ ২৩:১৯ | 24.211.173.47
হ্যাঁ, মহিলাকে দেখে মনে হলো অনেকের মনের কথা বলে দিলেন। Glass ceiling is glass ceiling. There may be 18 million cracks, but at the end of the day it is still there!
Du | ২৭ আগস্ট ২০০৮ ২৩:০৩ | 67.111.229.98
লিডারকে বিটার শোনালে তো চলবে না, তাই হাল্কা করা, পসিবলি। কনভেনশনে আসা একটি মেয়ে কিন্তু তা করেনি। শুধু ভোটের অধিকার পেতেই মেয়েদের কতদিন লেগেছে সেই জ্বালা থেকেই কেঁদেছে সে। ইন্সিডেন্ট্যালি তার গায়ের রং ছিল কালো।
mita | ২৭ আগস্ট ২০০৮ ২২:৫৪ | 24.211.173.47
অক্ষ, কি জানি, কেন বল্লেন, তবে কি জানো, হিলারি এখন যাই বলেন, প্রেস সেটাকে attack against Barak হিশেবে প্রজেক্ট করে। তাই হয়তো সেফ সাইডে থাকার জন্যে বলেছেন। কে জানে। কিন্তু বলা উচিত হয়নি, specially because the issue is very much live and kicking!
তবে কাল একটা কথা মনে হছিল, হিলারি যে ভাবে graciously বারাক কে সাপোর্ট এর কথা বল্লেন, বারাক হলে কি সেইভাবে বলতেন? এর আগে কোনো candidateই তো gracious হয়নি, Ted Keneddy was barely civil to Carter, তবে সবাই হিলারি কে নিয়ে পড়েছিল কেন?
Blank | ২৭ আগস্ট ২০০৮ ২২:৩৭ | 170.153.62.251
অমিতাভ ঘোষ ভাল ছবি আঁকতে পারেন কোনো একটা জায়গার। যার জন্য আমার ভাল লাগে। এই ছবি টা কেউ আঁকলেই তার লেখা আমার ভাল লেগে যায়। তবে রুশদি তো বেশ ঝর ঝরেই মনে হতো এক কালে।
bozo | ২৭ আগস্ট ২০০৮ ২২:৩০ | 128.111.119.235
actually ঝরঝরে ইংজিরি লেখনশৈলীর গুরু হেমিংওয়ে। কিন্তু কেই বা তাকে ফলো করে? আমাদের ভারতীয় ইংলিশ লেখক সবাই অল্প বিস্তর দুন/সেন্ট স্টিফেন্স/জে এন ইউ/অক্সফোর্ড ঘোরা-ঘেঁষা। তাদের গুরু জয়েস। ন্যারেটিভে উলফ। তাই কঠিন কঠিন লেখাই আসে। এমন কি রুশদী বা রুশদীর আগে নয়পল-ও একই রকম বড় বড় অক্লান্ত বাক্যবন্ধনীর ব্যবহার করেন। তবে খুব সচেতন ভাবে এরা লোকাল ডায়ালেক্ট ঢুকিয়ে দিয়েছেন ইংরাজী তে। এটা অন্য কলোনীর লোকেরা করেছেন কি না জানি না। যেমন সাউথ আফ্রিকার সাহিত্যে ভাষায় স্থানীয় প্রভাব কত টা? অথচ ভারতের ইংরাজী সাহিত্য এই দিক দিয়ে পুষ্ট।
ঝরঝরে লেখায় এক ঝলকে অন্য নাম মনে আসে ইংলিশ অগস্ট। কিম্বা পঙ্কজ মিশ্রের কিছু ট্র্যাভেলগ (বাটারচিকেন ইন লুধিয়ানা ইত্যাদি)
অমিতাভ ঘোষের বই তে মনে হয় গল্প কম, রিসার্চ বেশী ঃ-) তবে হৃদয়গ্রাহী গদ্য লেখক হিসাবে (পার্সোনাল মত) আমি সবার ওপরে রাখব ভিক্রম শেঠ কে। আগে গুলমোহরে বা লাইব্রেরীর ছোটো বাঁধানো বই তে মালগুডি ডেইজ পরে যেমন একটা মন শান্ত করা অনুভূতি হত, তেমনি হয় ভিক্রম শেঠের লেখা পরে। লেখার চরিত্র/পরিবেশ পাঠকে অবস্থান থেকে শত যোজন দূর হয়েও এক লিরিকাল গদ্য মন ভরিয়ে তোলে।
a x | ২৭ আগস্ট ২০০৮ ২১:৫২ | 143.111.22.23
মিতাদি, স্পীচ দেখে আপ্লুত? ;-) আম্মো দেখলাম - আপনি কাল বললেন বলে। কিন্তু একটু ফুট কাটি - এই কিছুদিন আগে এবিসির সকালের শো তে ডায়ান সয়ার জিগালো হিলারি কে যে আপনি মহিলা বলে কি মনে করেন অলরেডি ইনিকুয়াল প্লেয়িং ফিল্ড। তো হিলারি বলল "হ্যাঁ সেতো বটেই সব জায়গাতেই তাই" ইত্যাদি এবং তারপরেই -"এই যেমন ধরো সকালে উঠে আমার তৈরি হতেই বারাকের থেকে একঘন্টা বেশি সময় লাগে"। নিজেই যদি ইস্যুটাকে ট্রিভিয়ালাইজ করে, তাইলে আর কমপ্লেন করে লাভ কি? ঃ-)
mita | ২৭ আগস্ট ২০০৮ ২১:৩২ | 24.211.173.47
"নির্বিশেষে" কথাটা বাদ পড়ে গিয়েছিল।
mita | ২৭ আগস্ট ২০০৮ ২১:০৯ | 24.211.173.47
কাল রাতের হিলারির স্পিচ আবার প্রমান করলো, women have to work harder and be better, just to even be considered in the same league as men. স্থান, কাল, পাত্র কোথাও এর ব্যতিক্রম হয়না।
Bratin | ২৭ আগস্ট ২০০৮ ২০:৪৯ | 198.45.18.38
ঃ-))
টাটকা কি আর পাওয়া যায়। যা হয় scheme । খাবার আগে চুল,দাড়ি কেটে নিলে ই হল। শ্রীলঙ্কা ১২৯/৪ । ২৯ ওভারে।
Blank | ২৭ আগস্ট ২০০৮ ২০:৪০ | 170.153.62.251
সাদা গোফ দাড়ি টাক মাথা ইলিশ খাওয়া ভাল না মোটেই
Bratin | ২৭ আগস্ট ২০০৮ ২০:৩৮ | 198.45.18.38
আর্য, হ্যাঁ জানি । ক দিন আগে ই কিনে এনেছি । বেশ বড় সাইজের। খালি বয়েস এক টু বেশি র দিকে। ঃ-))
arjo | ২৭ আগস্ট ২০০৮ ২০:৩৪ | 168.26.215.54
ব্রতীন আমেরিকার প্রস্তরীভূত ইলিশ বেশ ভালো। কাছাকাছি কোনো বাঙ্লাদেশি দোকান থাকলে সেখান থেকে কেনা ভালো।
Bratin | ২৭ আগস্ট ২০০৮ ২০:২৭ | 198.45.18.38
ঃ-)))।
ক দিন আগে আনন্দবাজারে পড়লাম যে প্রচুর ইলিশ পাওয়া যাচ্চে। তাই দাম কমের দিকে । অবশ্য আমার "বেল পাকলে কাকের কি" অবস্থা ।
Blank | ২৭ আগস্ট ২০০৮ ২০:২১ | 170.153.62.251
মার্কেটের খবর ভাল না। ইলিশের দাম কমে গেছে বলে বেশ লস খাচ্ছে বাজার। ওভার অল মাছের দাম একটু কমাতে লোকসান বেড়ে গেছে। ওদিকে কোল্ড স্টোরেজ গুলোর হাল ঢিলে, কারেন্ট অফের পাল্লায়। বৃষ্টি তে আলু পচে যাচ্চে, আলুর দাম আকাশ ছোঁয়া। পুঁই শাকে পোকা লাগছে, তাই কীট নাশক ছরাতেই হচ্চে। ভাল করে ধুয়ে খান পুঁই শাক। সজনে ডাঁটার গাছে শুঁও পোকা এসে গেছে। কিছুদিন ডাঁটা চচ্চড়ি হবে না। তদ্দিন অল্প কিছু ডাটা ডাউনলোড করে নিন নেট থেকে।
Bratin | ২৭ আগস্ট ২০০৮ ২০:০১ | 198.45.18.38
আজকে মার্কেট এ কি খবর? এখানে ঝির ঝিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তে ভিজে ভিজে একটু কফি খেয়ে এলাম।
Blank | ২৭ আগস্ট ২০০৮ ১৮:৪৪ | 170.153.62.251
ঃ)
arjo | ২৭ আগস্ট ২০০৮ ১৮:৩৭ | 168.26.215.54
আর এগারোটার আগে ঢুকলে অটো চালকরা বকে। এগারোটা টু এগারোটা এই হল সেক্টর ফাইভের নিয়ম।
Blank | ২৭ আগস্ট ২০০৮ ১৮:৩৩ | 170.153.62.251
এগারোটার আগে সল্লেক ছেরে বেড়োলে বোলারস ডেনের ওয়েটার গুলো খুব বকে ঃ(
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন