এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩৩ | 198.45.18.38
  • তাহলে "আলোচনা" কালকে অবধি চলবে । শুধু better compensation দেবে বলছে । আর কিছু কি জানা গেল?
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২১:২৮ | 170.153.62.251
  • ঃ)
  • hukomukho2 | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২১:১০ | 198.184.5.252
  • No Problem বস্‌স, দেশে এই যন্তর টা Allowed নয় তাই যাবার আগে আবার বেচে দিয়ে যাব, তবে তোমার জন্যে বিকল্প ব্যবস্থা আছে কলকাতার বাড়িতে তাই আশাহত হবে না।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৪ | 170.153.62.251
  • এ বারে আর ফ্লোরিডা হবে না, বাড়ি ফেরার দিন এসে গেছে। কোলকাতায় দেখা হবে ফের
  • Hukomukho2 | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৫৭ | 198.184.5.252
  • Blank ফ্লোরিডা থেকে যদি আমার বাড়িতে আস্তে পারো তো সুধু দেখা কেন ? চালানোর ও ব্যবস্থা করে দিতে পারি, নাহলে কলকাতায় গিয়ে তো দেখা হবেই তখন বিকল্প ব্যবস্থা করা যাবেখ্‌ন।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৪৮ | 170.153.62.251
  • আমার শুধু দেখার ইচ্ছে বন্দুক গুলো। শুধু দেখার কিন্তু। আমার মোটেই খাবার কিছু ইচ্চে নেই, একাদশী চলচে কিনা।
  • Du | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৭ | 67.111.229.98
  • এ গল্পটা বেশ সুইট ঃ)
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩০ | 122.252.231.206
  • সারি, তানিয়াদি। ঃ)
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩০ | 122.252.231.206
  • এখন মিতাদি বলছেন পাষাণ একটি লেক। আসলে পাষাণ পাষাণই ছিল, দময়ন্তী যাইয়া সেই অহল্যারূপী পাষাণকে মুক্তির আলো দেখাইল। অতঃপর একটি লেকের নির্মাণ হইল। পাষাণ কয়খানি কাঁকড়া উপহার দিয়া মুক্তিদাত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিল।
  • Hukomukho2 | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৯ | 198.184.5.252
  • Arjo আগে সুধু Hukomukho ছিলাম, কিন্তু ঐ নামে অলরেডি জনতা থাকায় (বোধহয় Dri) ২ লাগাতে হয়েছে। না আমি গোয়েন্দা বা উগ্রপন্থী নই, আমি ISSF Event Perticipate করে থাকি।

    R, দুঃখিত, আপনার আশা পুরনের কোনো আশা নেই, দেশে 9mm Prohibited Bore সাধারন নাগরিক পাবে না, Indian Arms Act 1959 এবং Indian Arms Rule 1962 অনুযায়ী, তাছাড়া দেশে আশির দশ্‌ক থেকে Import আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে IOF কে প্রোমোট করার জন্য , আপনি লাইসেন্স জোগাড় করতে পারলে .22 or .32 কিনতে পারেন IOF হলে দাম যথাক্রমে ৩০০০০ ও ৬৮০০০ এর কাছাকাছি, 2nd Hand বিদেশী হলে ৪ থেকে ৫ লাখ।

    Blank তোমার আশা পুরন হবে, গ্যারান্টি দিচ্ছি, একটু সময় দাও।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৭ | 122.252.231.206
  • কিন্তু পাষাণ যে ক্ষুধিত ছিল। বহুশ্রমব্যয়ে সে কাঁকড়াগুলি যে সংগ্রহ করেছিল?
  • tania | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:১৩ | 99.129.198.36
  • পাষাণ একটা লেক। কিন্তু M5 তো গাড়ি! আবার হ্যান্ডগান কোথা থেকে এলো? আমি তো ভাবলাম অজ্জিত BMWM5 কেনার কথা কইছে!
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:১২ | 168.26.215.54
  • হুকো কি গোয়েন্দা নাকি? তা দুই নম্বরি কেন?
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৯ | 198.96.180.245
  • উইব্বাপ! এখানে আপনার মালটা কত পড়বে? বাজেটে কুলোলে কিনতাম।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৮ | 170.153.62.251
  • হুঁকোমুখো২ কে তো কালটিভেট কত্তে হচ্চে
  • Hukomukho2 | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৫ | 198.184.5.252
  • Arijit M5 যোগাড় করে দিতে পারুম না, Charles Daly বেশীর ভাগ দোকানেই রাখে না চাহিদা নেই বলে, Market Review ও ভালো না তবে সস্তার মাল এই যা, আমার একটি Beretta 92FS আছে Full size 9mm, CCP সহ। অতীব ভাল group পাবে ২০ থেকে ৩০ গজে, অন্তত আমি তাই পাচ্ছি, বললে অনুরুপ একটি তোমার জন্যে দেখতে পারি ঃ) তবে UK তে ব্যাক্তিগত Handgun নিশিদ্ধ এইটা খেয়াল রেখো।
  • r | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ২০:০১ | 198.96.180.245
  • ওনার মধ্যে কিন্তু পুরোদস্তুর বিদ্যাসাগরীয় গোপালভাব আছে। ব্যঙ্গ নয়, সিরিয়াসলি বলছি।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫৭ | 122.252.231.206
  • পার্থবাবু জানিয়েছেন উনি নেত্রীর সাথে কথা বলে আপডেট দেবেন! অন্যপক্ষ তখনো রাজভবনে ছিল।

    গোপালবাবুও গুডবুকে এসে গেছেন। ঃ)
  • Suvajit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৫৫ | 124.184.183.34
  • মিটিং তো শেষ হয়ে গেছে, তারা নিউজ বলছে। মিটিংএর রেসাল্ট এখনো ডিক্লেয়ার হয় নি।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৫ | 168.26.215.54
  • ধন্যযোগ অক্ষ, মুশকিল হচ্ছে এই ভিসা অফিসার আর আমাদের কোঅর্ডিনেশন টা আর হবার নয় মনে হয়। এখন বিভিন্ন কারণে সম্ভব নয়। আবার যখন সম্ভব হবে তখন হয়ত ইনি বদলে যাবেন। আপনার মা কবে আসছেন?
  • santanu | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১১ | 82.112.6.2
  • h ধন্যবাদ, যাক মিটিংটা শুরু হয়েছে আর প্রায় তিন ঘন্টা ধরে চলছে - এই তো যথেষ্ঠ আপডেট। আর কি চাই?
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১১ | 170.153.62.251
  • সেটা কি বস্তু? পাষান কি?
  • d | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৭ | 203.143.184.10
  • ও র‌্যাটাস, পাষাণ থেকে টাটকা ধরা কাঁকড়ার চপ খেলাম। কিইইইইইইই ভালো-ও-ও।
  • h | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৮ | 125.18.104.1
  • ডেডলাইনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে ;-)
    এত তাড়া হুড়ো ভাল্লাগে না।
    আর কটা দিন ই বা
  • h | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৫ | 125.18.104.1
  • যদিও শান্তনুর কনসার্ন টা জেনুইন, তবুও কেন জানি মনে হয়, ৩৬৫ দিন ২৪ ঘন্টার ডেডিকেটেড নিউজ চ্যানেল গুলোর প্রয়োজনে রাজনৈতিক ঘটনা সবসময়ে ঘটা মুশকিল, কখনো কখনো কাম্য ও নয়। তড়ি ঘড়িতে একমাত্র চুল ছেঁড়া আর মাথা ঠোকা , গুলি লাঠি এই গুলো ভালো ভাবে সম্পন্ন হয়। আলোচনাতে তো আরো সময় লাগার কথা।

    আর চ্যানেল গুলোর স্পেকুলেশনে যোগ না দেওয়াই ভালো। এত গুল মারে, হার্ড ফ্যাক্ট বড্ড কম।
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪১ | 143.111.22.23
  • আর্য, আপনার মা-কে আরেকবার ভিসার জন্য যেতে বলতে পারেন। এখন বছর চল্লিশ বয়েসের একজন আছে, বেশ ভদ্র, এবং সোজা সাপটা উত্তর দিলে কোনো অসুবিধে হচ্ছেনা। ঐ র‌্যাটাসের দেওয়া ২০ পয়েন্টের সব কটাতে ঢ্যাঁড়া মেরে, মানে বয়স ৭৩, স্বামী নেই, জমি নেই, বাড়ি নেই, সেভিংস দেখলে ঘোড়া হাসা ভুলে যাবে, সবাই বিদেশে, নিজের চাকরি নেই এইসবের পরেও, সহজেই জনতা ভিসা পাচ্ছে।
  • santanu | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৯ | 82.112.6.2
  • গুচ খুলেছে, কেউ রাজভবনের আপডেট দিন please। মিটিংএর দুঘন্টা হয়ে গেল তো।
  • sinfaut | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৪:০০ | 165.170.128.66
  • head first সিরিজের হিস্ট্রি বই বেরিয়েছেঃ
    http://www.anandabazar.com/5edit3.htm
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১৫ | 61.95.144.123
  • যা বুঝলুম হয় প্রোমোটার, নয় মাফিয়া, নয় দুটোই। নামটা চেনা - ওই সল্লেক স্টেডিয়ামে একটা কেলো হয়েছিলো, সেটাতে জড়িত ছিলো কি? এককালে সুভাষ চক্কোত্তির ঘনিষ্ঠ?
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১১ | 61.95.144.123
  • দেবী ধর্নামঞ্চে ছবি আঁকছেন, স্টারানন্দ সেটাই লাইভ দেখাচ্ছে। উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ...

    ক্যানভাসটা অবশ্য উল্টোদিকে ঘোরানো...আর ইয়ে, বেহালা বাজানো আর ছবি আঁকার মধ্যে এই টাইপের পরিস্থিতিতে খুব তফাত আছে কি?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৬ | 122.160.214.86
  • আমাদেরও একটু আলোকিত করা হোক, নন্‌-কলকাত্তাইয়াদের।
  • Amit Basu | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৪ | 59.93.215.178
  • অরিজিত, সুজিত বোস মোটেই স্বনামধন্য নয়। হ্যাঁ, খুব পরিচিত নাম। কিন্তু, মাথা থেকে পা পর্য্যন্ত একটি খাঁটি .........
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৬ | 202.91.136.4
  • প্রোমোটারদেরও জিগ্যেস করতে পার ওই অঞ্চলে। ২০০১ সালে সিপিএম ছেড়ে ঘাসফুলে যোগ দেন। কিন্তু খ্যাতির সৌরভ ছড়িয়ে পড়েছে অনেক আগেই।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৪ | 202.91.136.4
  • লেকটাউন-বাঙ্গুর বা সল্লেকের যেকোন লোককে জিগ্যেস কর। ঃ)
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৭ | 61.95.144.123
  • সুজিত বসু স্বনামধন্য কেন?
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩ | 61.95.144.123
  • ওই যে সেই চেন মেলটা চলছিলো এখানে - মোটামুটি সবাই আইটির। ওর মধ্যে তিন জন সম্ভবতঃ বিরুদ্ধে ছিলো, অবশ্য কোনও যুক্তি ছিলো না - মানে পদ্ধতিগত প্রবলেম নিয়েও কিছু না। বাজে গপ্পো ছিলো - যেমন একজনের দাবি ছিলো পঃবঃ সরকারের সাথে বাংলাদেশের একটি অলিখিত চুক্তি আছে - পঃবঃ থেকে বাংলাদেশে চাল পাঠানো হবে, বদলে ওদিক থেকে লোক আসবে ভোট দিতে...

    তো সেই রকম কিছু কিছু আইটির লোক আছে মমতার দিকে - কিন্তু ওভারঅল দেখতে গেলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৪ | 202.91.136.4
  • পরশু তৃনমূলনেত্রী ঘোষণা করেছিলেন তিনি সেক্টর ফাইভে পাল্টা মিছিল বের করে ছাড়বেন তথ্যপ্রযুক্তি কর্মীদের দিয়ে। কাল সেই মিছিল বের হয়েছিল। আয়োজনে ছিলেন শ্রীভূমির স্বনামধন্য সুজিত বসু। তাঁকে যখন জিগ্যেস করা হল আপনাদের মিছিলে তথ্যপ্রযুক্তি থেকে কারা আছেন, এক মাঝবয়সী ভদ্রলোককে দেখিয়ে দেওয়া হল। সেই ভদ্রলোককে সংবাদ মাধ্যমের প্রতিনিধি যখন জিগ্যেস করলেন আপনি কোন সংস্থায় আছেন, তখন তিনবারে তিনরকম উত্তর এল। প্রথমে বললেন জেনেরাল আইটি বলতে যা বোঝায় তাতে উনি আছেন। দ্বিতীয়বারে উত্তর এল ল্যান্ড-ওয়ান এবং সেই সুবাদে সব অফিসে ওঁর যাতায়াত আছে। তৃতীয়বারে সেইটা আবার কনফার্ম করতে গিয়ে ঋতব্রত ধমক খেল, কোম্পানির নাম জানাটা কি আপনাদের খুব দরকার?

    ঃ)
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:০২ | 122.160.214.86
  • উফ্‌, মাইরি, একটা মেয়েকে ব্যাথাতুরা কপোতী বলতে যে কী পরিমাণ মানসিক শক্তি লাগে ... অইজন্যেই মোহন দস্যু ছিল।
  • h | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১২:০০ | 125.18.104.1
  • ঃ-)))))))))))))
    এর পরের লাইনটা ছিল , তখন মোহন রমা কে বুকে জড়াইয়া ধরিয়া বলিল ব্যাথাতুরা কপোতী আমার। এই ভার্সনে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে।
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৮ | 61.95.144.123
  • আমি প্রথম যখন ইউকে যাই তখন মিলওয়াল একবার এফএ কাপ সেমিফাইনাল না ফাইনালে উঠেছিলো - ওয়াইজ তখনও ওই প্লেয়ার ম্যানেজার। বিশ্রী ন্যাগিং প্লেয়ার, টুকটাক ল্যাং মারা, গুঁতনো - এই সব চলতোই। তারপর তো সুইন্ডন টাউনের ম্যানেজার হল, সেখান থেকে লীডস। লীডস ছেড়ে নিউক্যাসলের এগজিকিউটিভ ডিরেক্টর ফুটবল। কীগানের ওপরে প্র্যাক্টিক্যালি। অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন ওয়াইজ সম্পর্কে - হি উড স্টার্ট আ ফাইট ইন অ্যান এম্পটি রুম।

    কেউ কি তাইলে এম৫ টা এনে দিচ্ছে?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৪ | 122.160.214.86
  • মামুর কল প্রায় দিনই বিকেল সাড়ে পাঁচটায় বসে যাচ্ছে কেন?
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫১ | 202.91.136.4
  • দুই হাতে দুইটি ল্যাপটপ একসাথে ঝলসাইয়া উঠিল। কোথা হইতে কী হইয়া গেল, লোকে সবিস্ময়ে দেখিল মামুর ভাটপাতায় দুইটি খুলি(ত)চিহ্ন মুদ্রিত হইয়া আছে।

    টিমই নতুন প্রজন্মের অরণ্যদেব।
  • h | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫০ | 125.18.104.1
  • ওয়াইজ প্লেয়ার হিসেবে নামী। হেবী বেঁটে। আর খুব দৌড়তে পারে। গাঁট হিসেবে একটা নাম আছে। ডি কানিয়ো র মত স্টাইল টা। অনেকটা জুড়ে খেলে। চেলসি তে খেলেছিলো। আর ন্যাশনাল টিমে ছিল। তবে কবে ছিল মনে নেই। আমি দেখি নি। আমি ২০০১ থেকে ২০০৬ অব্দি সব ন্যাশনাল গেম দেখেছি। তার পরে মনে নেই ইস্ট লন্ডনের মিলওয়াল এ ছিল। প্লেয়ার ম্যানেজার হিসেবে। রেসিজম এর জন্য বিখ্যাত এই ক্লাব। এই জন্যে আমি ওকে পছন্দ করি না। তবে চেলসির হয়ে ভালো গোল করেছিল কয়েকটা। যদিও ঝগড়ুটে ছিল বলে দুর্নাম ছিল। গ্লেন হডল একবার ওকে সাসপেন্ড করেছিল, কেন করেহি্‌ছল মনে নেই। চেলসি তে। গুলিটের আগে হডল ম্যানেজার ছিল। স্পার্স এর হডল। লিনেকার এর সময়ে স্পার্সে খেলতো।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৮ | 24.127.39.26
  • বাহ্‌!
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৫ | 65.218.154.195
  • ম্যাজিক !
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪ | 24.127.39.26
  • আমি কিকরে একসাথে দুটো পোস্ট করলাম?
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৩ | 24.127.39.26
  • ধুস, খুলিট বা গুলিত কিসুই না, ওটা হবে গুলিট।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৩ | 24.127.39.26
  • মামু,
    গুলিত না, গুলিট! ঃ)
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৮ | 202.91.136.4
  • সত্যাগ্রহ, সত্যাগ্রহ। অরিজিত টাইনের ধারে ধর্না শুরু কর। পোষলে হাঙ্গার স্ট্রাইক।

    হিংসা বড় খারাপ জিনিস।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৩ | 65.218.154.195
  • ফের আমরা তোমরা !!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত