ধুর, ড্রাইভিং স্কুল থেকে করে দিয়েছে ওই রকম। আমি কি আর মারুতিতে শিখেছি? ঃ)
san | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৬ | 12.144.134.2
এই অপ্পন, বেঙ্গালুরুতে কার্ড চাইলে তো এক্সট্রা দুশো টাকা পে করতে হয়। ডিএল টেস্ট দেয়ার আগে যে ফর্ম ভরতে হয় তাতে তো অপশনও দেয়া থাকে বুকলেট চাই না কার্ড চাই। তুমি সেটায় টিক মারোনি কেন???
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৩ | 165.170.128.66
আজকাল সকালে উঠে কখনো কখনো দেখছি মোডেমের internet আলো টা স্থির হয়ে গেছে, যেটা ডেটা চলাচল করলে ব্লিংক করে আর টরেন্ট ডাউনলোডগুলো যতটা হওয়ার কথা তার থেকে কম হচ্ছে। তো, মাঝরাতে এমন করে মোডেম ফ্রিজ হয়ে যাওয়ার কী কারন থাকতে পারে?
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:০০ | 165.170.128.66
উনিই জানেন। তবে মহাবোধি তো, শুন্যের মধ্যে যে এত পূর্ণ আছে সেইসবই হবে টবে।
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৯ | 198.96.180.245
কি?
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৮ | 165.170.128.66
তারউপর খালি ধরতে বলে।
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৭ | 165.170.128.66
হানুদা সত্যি কঠিন। সুদু বলে এইটা পুরো বুঝিনা ঐটা পুরো বুঝিনা। আর এতকিচুও যে বুঝতে হয় সে হানুদাকে না পড়লে আম্মো বুঝতামনা। ঃ-০
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৫ | 198.96.180.245
এবার পুজোয় পাল ট্র্যাভেল্সের স্পেশাল সিঙ্গুর প্যাকেজ। মাত্র ৫০০ টাকায় কলকাতা থেকে সিঙ্গুর, জলখাবার, খিচুড়ির লাঞ্চ ও কলকাতা ফেরত। ধর্নামঞ্চের স্থান-ন্যানো ফ্যাক্টরি-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও জগতের উর্বরতম বাইশফসলী জমি একসাথে এক ট্যুরে। স্পেশাল ডিসকাউন্টঃ পাঁচজনের অধিক সদস্য হলে বিনামূল্যে অ্যান্সিলিয়ারি ফ্যাক্টরি দর্শন। সত্বর যোগাযোগ করুন।
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৫ | 61.95.144.123
এটার সুরটা কি? স্টাফ নোটেশনে লিখ।
বোধিকে - ঠিক পাবলিক স্কুলের লাইফ বা ছোটদের লাইফস্টাইল নয় - যেটা সবচেয়ে বড় কৃতিত্ব সেটা হল ম্যাজিকাল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের একটা ইউনিক মিক্স, ম্যাজিকাল দুনিয়াটাকে সাধারণ দুনিয়ার মত করেই দেখা। প্রায় সকলেই আমাদের রূপকথার সাথে পটারের তুলনা করেন - কিন্তু সোনার কাঠি/রূপোর কাঠি ইত্যাদির সাথে পটারের তুলনা অনেকটা আপেল আর কমলালেবুর তুলনা - তুলনা করাই উচিত নয়। আমাদের ঠাকুমার ঝুলির সাথে লর্ড অব দ্য রিংস-এর তুলনা চললেও চলতে পারে, পটার কখনোই নয়। পটারের সাথে কিছুটা হলেও গুপি গাইন-বাঘা বাইনের তুলনা করতে পারো - কিন্তু কোন তুলনাই অ্যাকচুয়ালি করা উচিত নয়। প্রতিটাই নিজের নিজের সেগমেন্টে ইউনিক। ওই আমাদেরও তো রূপকথা আছে, বা ছেলেপুলে রূপকথা না পড়ে পটার পড়ে - এই অ্যালিগেশনটা একেবারেই আনা উচিত নয় - এটা বলতে পারি। সেই যখন তর্কগুলো হত তখন বলেছিলুম নিজে পড়ে বলবো - নিজে পড়ে এটাই মনে হল।
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫১ | 198.96.180.245
মাঝে শুধু একটি ছোট্টো বিজ্ঞাপনী ব্রেক। সী ইউ অন দ্য আদার সাইড।
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৯ | 198.96.180.245
আশা করি এর পরের প্যারডি গতকালের ঐতিহাসিক মিলনমূহুর্তকে স্মরণ করবে। যদি কবি অনেক আগেই বলেছেন-
"তোমায় আমায় মিলন হবে বলে আলোয় আকাশভরা"
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৩ | 198.96.180.245
আমাদের বিরোধী নেত্রীর নবলব্ধ রাজনৈতিক অ্যাকিউমেনকে ও নেগোসিয়েশন স্কিলকে উৎসর্গীকৃত প্যারডিঃ
শুক বলে আমার টাটা বানায়েছে ন্যানো সারী বলে আমার দিদি মাচান বেঁধে আছেন জেনো (ও যে) ভাঙবে ন্যানো; শ্রীসিঙ্গুর............।
শুক বলে আমার টাটার পকেটভরা টাকা সারী বলে দিদির মত রাস্তা বন্ধ করে দ্যাখা (বুঝব) বাপের ব্যাটা; শ্রীসিঙ্গুর.............।
শুক বলে আমার টাটার জগৎজোড়া খ্যাতি সারী বলে দিদির কাদায় পড়বে যখন হাতি (ব্যাঙেও) মারবে লাথি; শ্রীসিঙ্গুর.............।
শুক বলে আমার টাটা মহান শিল্পপতি সারী বলে তাও তো ব্যাটা বুঝতে নারে দিদির মতি (বোকার) হচ্ছে ক্ষতি। শ্রীসিঙ্গুর..............।
শুক বলে আমার টাটা দয়ার জলধি (আর) সারী বলে সন্দেহ কি? ঐ সাগরেই নাইত দিদি (যদি) পাইত গদি। শ্রীসিঙ্গুর.............।
Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৩ | 202.91.136.4
এই সোমবার বিকেলেই আমার সবচে বেশি মাল খেতে ইচ্ছে করে।
আমার কী হবে!
h | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৮ | 125.18.104.1
অল্পবয়সী ছেলেমেয়েদের জগৎ নিয়ে ব্রিট সাহিত্যে একটা ফ্যাসিনেশন আছে। প্রচুর লোকে পড়েন। সিরিয়াস ফিকশনেও আছে। ধর প্যাডি ক্লার্ক হাহাহা, বা অ্যাটোনমেন্ট এই গুলা এসেনশিয়ালি অল্পবয়সীদের নিয়ে গল্প। প্রচুর আরো উদা আছে। পাবলিক স্কুলের জীবন ইত্যাদি নিয়ে প্রচুর লোকের আগ্রহ আছে। ধর কুইন্স বা পিং ফ্লয়েডের গানেও আছে। এইটা আমি পুরোটা বুঝি না। কিন্তু আছে।
তবে আমার জেনেরালি পুরো পটার পড়া হয় নি।
Suvajit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৬ | 124.184.167.169
কলকাতা হাইকোর্টের জাজ সৌমিত্র সেনকে চুরির জন্য ইমপিচমেন্ট করা হবে।
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪০ | 61.95.144.123
উদিকে নিউক্যাসল কীগান-ঘনিষ্টদের তাড়াচ্ছে - টেরি ম্যাক আর স্যাডলারকে স্যাক করেছে।
এই রাউলিং ভদ্রমহিলা কিভাবে লোকজনকে টেনে রেখেছেন পষ্ট বুঝছি। ম্যাজিকাল দুনিয়াটা আউট অব দ্য ওয়ার্ল্ড কিছু নয় - একদম সাধারণ দুনিয়ার মতনই - লোকজন ইস্কুলে পড়ে, GCSE আর A-Level-এর মতন পরীক্ষা দেয় - OWL আর NEWT (রেজাল্টগুলোও নর্মাল রেজাল্টের মতন), ঝাঁটার বিজ্ঞাপন দেখে নাচে, কেরিয়ার কাউন্সেলিং হয়...সবকিছুই নর্মাল দুনিয়ার মতন, কিন্তু এটা ম্যাজিকাল...দুটোর এমন মিক্সচার - ইউনিক। অসাধারণ।
h | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১০ | 125.18.104.1
অক্ষ, যা মনে হয় তুমি আমার কথা বোঝ নি। এবং আমি তোমার কথা বুঝছি না। পরে এই লাইনে কথা বলব।বিজেপি সেল্ফ ডিটারমিনেশন ইত্যাদি নিয়ে।
আর ইন্টারনেটে প্রাপ্ত তথ্যের ব্যাপারে আমার এলিটিজম এই যে তুমি প্রমাণ করে দিলে এতে আমি খুব আনন্দ পেলাম। ইন্টারনেট প্রেজেন্স না থাকলে একটা অথর রে তুমি পাত্তা দেবা না এটাতেও আনন্দ পেলাম এই আর কি। এটার ভিত্তি অবাস্তব, তবে আনন্দ দায়কঃ-)
Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৯ | 202.91.136.4
সিগ্রেট।
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৯ | 198.96.180.245
বিড়ি মানে বিড়ি? না সিগ্রেট?
Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫০ | 202.91.136.4
কফি খেতে গিয়ে দেখলাম নতুন জয়েন করা একটি মেয়ে পার্কিং লটে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। অ্যাদ্দিনে দেশে কোন মেয়েকে আপিসের ভেতর বিড়ি খেতে দেখলাম। ব্রাভো!
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৯ | 61.95.144.123
দেশেবিদেশে তো গত বিশ বছর ধরে চলছে। চলছে চলবে।
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৫ | 165.170.128.66
হ্যাঁ, চলো কফি খাই।
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৪ | 165.170.128.66
এটা ক'দিন চলবে। দেশে বিদেশের মত। ;-)
r | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৮ | 198.96.180.245
?
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৫ | 61.95.144.123
আমারও পাচ্ছিলো, নারসিসা আর বেলাট্রিক্সকে স্নেপের বাড়ি যেতে দেখে আর পাচ্ছে না;-)
Arpan | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৯ | 202.91.136.4
আমারো। চল, কফি খেয়ে আসি।
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৫ | 165.170.128.66
কি ঘুম পাচ্ছে রে বাবা।
h | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১৮ | 125.18.104.1
যা মনে হয় সিঙ্গুর নিয়ে আসলে সমাধান কিসু হয় নি। একটা কমিটি হয়েছে। টাইম বাউন্ড রিপোর্ট কতটা বাস্তব জানি না। আর রাজ্যপাল খেটে খুটে একটা স্টেটমেন্টে সকলকে কম গ্রাউন্ড দিতে পেরেছেন। নিগোশিয়েশন ব্যাপারটাই ইন্টারেস্টিং। এটা নিয়া তো র দের লাইনে অংক টংক ও হয় শুনেছি। এই সব ক্ষেত্রে সাধারণত যেটা প্রধান প্রেমাইস, সেটা হল , এভরিথিং হ্যাজ আ প্রাইস।
কেয়া বোলতা?
এই স্টেজে কিসের মূল্য কি দাঁড়ালো , বা কোনটার কি ওপেনিং প্রাইস এই মুহুর্তে, সেটার একটা কোট তৈরী করা যেটে পারে, এনিবডি গেম;-) অবভিয়াসলি এটা নানা স্টেজে বদলাবে।
ব্ল্যাংকি - হরিনাম এখনও ইস্নিপসে আছে? আসার সময় কয়েকটা ফোল্ডারের ব্যাকআপ নিতে ভুলে গেসলুম বলে সফট কপিগুলো হারিয়ে গেছে। আমি যদিও বই পড়তে পছন্দ করি, তাও মাঝে মাঝে বোর হলে আপিসেও পড়া যায় - সফট কপি থাকলে।
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৬ | 61.95.144.123
এইসব বালের শারদীয়া পত্রিকাগুলোর চে হ্যারি পটার ঢের ঢের ঢের ভালো। আমি দিনকয়েক আবাপ-পত্রিকা-আনন্দমেলা চেষ্টা করে হাল ছেড়ে হ্যারি পটার নিয়ে বসলুম। শ্রী প্রথমটা হারিয়ে ফেলেছে, তাই দ্বিতীয়টা দিয়ে শুরু, প্রিজনার অব আজকাবান দেখা বলে পড়িনি (পরে পড়বো), তাপ্পর গবলেট অব ফায়ার (এও দেখা, তাও পড়লুম) আর অর্ডার অব দ্য ফিনিক্স। কাল হাফ ব্লাড নিয়ে আসবো বলে দিয়েছি - পরের উইকেন্ডে সেটা শেষ করবো।
Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৬ | 65.218.154.195
হ্যা এই অজ্জিত দা টা ভয়ানক পড়াকু
sinfaut | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৩ | 165.170.128.66
কি পড়ুয়াল ছেলেপুলে!
Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৩ | 65.218.154.195
ঐ তো আবাপ বোল্লো
blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩১ | 65.218.154.195
হাফ ব্লাড, শিগ্গির পড়ো
siki | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩০ | 122.160.214.86
কে বল্চে? তাকে অ্যাগ্বার গুরুতে নিয়ায় তো!
Arijit | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৭ | 61.95.144.123
শনিবার বিকেল থেকে রবিবার দুপুর অবধি লেবার দিয়ে অর্ডার অব দ্য ফিনিক্স শেষ করলুম। সাতশো কত পাতা যেন। পরেরটা ধরতে হবে - সেটা কি হাফ ব্লাড প্রিন্স?
কোনটাতে হারমায়নি না ডাম্বলডোর কাকে যেন মেরে দিয়েছিলো বলে লোকে ক্ষেপে গেলো?
Blank | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৫ | 65.218.154.195
কি সব নাকি ব্ল্যাক হোল বলচে পৃথিবী তে হবে। ইহা কি সত্য?
Tim | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৫ | 24.127.39.26
ঝড়বিষ্টি না হলেই ভালো। খেলাধুলো বন্ধ হয়ে যায় নইলে। এইবার কাটি। টাটা।
Abhyu | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৮ | 97.81.67.221
ওটা সহযোগী পোস্ট। তাই দেরী হল।
c | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৭ | 131.95.121.107
আর্যো, সিনেমা করার আশা কভু ছেড়ো না।
arjo | ০৮ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৬ | 24.214.28.245
আরে পোস্ট করে দেখি হয় নি। তাই আবার লিখলাম। এখন দেকি দুটো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন