এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৬ | 202.91.136.4
  • ম্যানিউ হারায় খুব খুশি হয়েছি। স্পার্স এবারও গুচ্ছ ছড়াচ্ছে।

    অজ্জিতের ল্যাম্পোস্ট তো পোর্টসমাউথের হয়ে দিব্যি খেলল।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৪ | 61.95.144.123
  • এখন যা অবস্থা তাতে আশ্চর্য হই নি। ওই M5-টা হাতে পেলে দেখে নিতুম...
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৪ | 125.18.104.1
  • হাল সিটির কাছে হারাটা জাস্ট টু মাচ। আমার সত্যি খারাপ লেগেছে। আওয়েন টা ফুল ভোগে গেল।

    ওদিকে আমরা ম্যানু কে ২-১ দিলাম। বলতে নেই ফ্যান্টাসি তেও অনেকটা লম্বর পেয়িচি।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩০ | 202.91.136.4
  • তাই বলে শেষে হাল সিটির কাছে হারতে হবে?
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৩ | 61.95.144.123
  • আমার নিউক্যাসলের এক বন্ধু বলছে - they'll replace Dennis Wise with the MS Office paperclip office assistant that will tap the manager on the shoulder and say "It looks like you're running a football club. Would you like help on this now?"

    অপ্পন নিগ্‌ঘাত গুনারস ছাড়বে তাইলে।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০১ | 125.18.104.1
  • বাপরে শুনেই ভয় লাগলো। যাক বাবা ঠিক আছো।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৯ | 125.18.104.1
  • বাই দ্য ওয়ে, আমার মেয়ে এখন একটা আজব কুইন্স বাংলায় কথা বলছে।

    - দিস ইজ ঘোড়ার মাথা ।
    - হিয়ার ইজ বাবার ভুঁড়ি।
    - রাডা মাশি ক্যামন আশো?
    - আমি অ্যাকন কি কশশি? আমি অ্যাকন জুপু জুপু কশশি।
    - নো নো, বায়ন কয়েশি না? ডাঁড়া একটা পিট্টি ডোবো।

    ইমিডিয়েট স্কুল বদলাতে হবে।
  • sinfaut | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৯ | 165.170.128.65
  • ঃ-)
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৭ | 61.95.144.123
  • শেষে একদিন খেলা চলাকালীন পিএ সিস্টেম বলবে - This football club has performed an illegal operation and will be shut down. Could all players go back down the tunnel and come back out again please?

    Bonkers!!!!!
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৬ | 202.91.136.4
  • অনিল অম্বানি নিউক্যাসল ছেড়ে এভার্টনে মজেছেন। কালকের খবর।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৪ | 61.95.144.123
  • http://www.goal.com/en/Articolo.aspx?ContenutoId=864984

    মাইক্রোসফট? শেষে মাইক্রোসফট? সাপোটার হিসেবে রিজাইন করতে হবে?

    একটাই আশার কথা - এটা সানের খবর।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫২ | 202.91.136.4
  • যাক। সবাই ঠিক আছ তাহলে।
  • shrabani | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৯ | 124.30.233.101
  • ব্যাঙ্গালোরে পৌঁছনোর চারদিনের মধ্যেই সিরিয়াল ব্লাস্ট তায় তার তিনখানা আমার যাতায়াতের রাস্তায়। এই শনিবারে এগারোটায় নেমেছি দিল্লীতে, ভোরের ফ্লাইটের ধকলে বিকেলে ছিলাম অঘোর ঘুমে। ঘুম ভাঙল উদ্বিগ্ন পরিজনদের ফোনের ঘন্টায়।
    এক শনিবার আগেই পালিকার পার্কিং এ গাড়ী পার্ক করে সে¾ট্রাল পার্ক থেকে মেট্রো ধরে চাঁদনি গেছি, ফিরে আবার করোলবাগে, গফর মার্কেটের পাশেই আজমল খান রোডে কেনাকাটি করেছি।
    হয়ত কয়েকটা শনিবার পরে আবার যাব, সব ভুলে তবু এক শনিবার এদিক ওদিক হয়ে গেলে.....
    ভেবে এখনও শিউরে উঠছি!
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৮ | 61.95.144.123
  • কি কঠিন কঠিন খবরঃ-(
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৫ | 125.18.104.1
  • আমার একটা সরল পোস্নো ছিল। ধর এফ আই আই। এরা কারা এটা জানা যায় না, এটাই এই রুটের ইনভেস্টমেন্টের বৈশিষ্ট। কিন্তু তোমরা আমারে কও, এই শেয়ার গুলা যে লেম্যানের এইটা এন্ডিটিভি জানলো কি করে। ইনভেস্ট হয়ে যাওয়ার পরে কি এটা পাবলিক ইনফর্মেশন নাকি গোটাটাই স্কুপ।
  • anaamik | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১২ | 196.15.16.20
  • সারথি, রুট কজ দেখো - http://tinyurl.com/655z8n
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১২ | 61.95.144.123
  • সৈকতদা? দা? দাআআআআআআআআআআআআআআ?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১১ | 12.144.134.2
  • সৈকতদাকে আমি বিনা পারিশ্রমিকেও ক্যালাতে রাজি আছি। কেউ মুখফুটে একবার বললেই হল।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১০ | 125.18.104.1
  • ও।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০৮ | 202.91.136.4
  • (শেষের সেদিন। রঙ্গনের হাত-পাগুলো ভেঙ্গে বোতলের ভেতর ঢোকানো হল বলে।)

    অনামিকঃ মাঠি আমি দেখেছি। ভাবলাম মারাঠি ভাষায় মাটিকে মাঠি বলে। ;)
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০২ | 203.122.26.2
  • আচ্ছা, গুরু আপ থাকতে থাকতেই একটা কোশ্নো করে ফেলি।

    দিনে দুবার করে গুরু ৫০৩ নম্বরের টিকিট ধরাচ্ছে কেন? কেসটা কী?
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০১ | 125.18.104.1
  • তাই তো "মা" না বলে "ঠাকুমা" বললাম। বয়সটাও তো একটা ব্যাপার!
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০১ | 203.122.26.2
  • রাইটার্সের অনেক মন্ত্রী অ্যান্টি চেম্বারেও যান না বিড়ি ফোঁকার জন্য। নিজের ঘরেই স্মোক ডিটেক্টর অফ করে ফোঁকেন।

    এই সেদিন যখন রাইটার্সে আগুন লাগল, তখনই সব জানা গেছিল।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০০ | 61.95.144.123
  • এইটা স্যান এক্কেরে মনের কথা কয়েছে, কিন্তু...
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৯ | 12.144.134.2
  • র, ওর একটা কারণ আছে ।বাপের অসাধ্য বহু বহু জিনিস আছে। মায়ের অসাধ্য খুব কমই থাকে তো । মায়েরও সাধ্য নাই ব্যাপারটা নেহাৎই অবাস্তব শোনাবে বলে হয়তো বলেনা ;-)
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৬ | 12.144.134.2
  • তার থেকে সক্কলে সাইকেল চালালেই হয়। ভিপি থেকে ফ্রেশার সক্কলে সাইকেল চালাবে।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৬ | 203.143.184.10
  • না না একজন শহীদ হবে কেন? ধর
    ১। নির্দিষ্ট কিছু কাজকম্ম শেষ না করে কলকাতার দিকে রওনা দিলে ---- সৈকত অমুক অমুক টাইপ ক্যাল খাবে।
    ২। একইভাবে কিছু বা এক আধটা জিনিষ না করলে রঙ্গনকে স্যান তমুক তমুক টাইপ ক্যালাবে
    ------------------------
    ------------------------
    ------------------------
    ------------------------
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৬ | 125.18.104.1
  • এখানে সবার খুব জেন্ডার বায়াস। খালি বলে "বাপেরও সাধ্য নাই", "বাপের নাম খগেন"! "মায়ের নাম হরিপদ" বলতে পারেন না? বা "ঠাকুমারও সাধ্য নাই"?
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৩ | 61.95.144.123
  • পনেরো বছর কি পনেরো দিন - একখান গাড়ি দেখাও যেটা দিয়ে ধোঁয়া বেরোয় না? এবং বিএস৩ বলো আর যাই বলো...

    তাইলে হাইড্রোজেন ফুয়েল বাধ্যতামূলক করতে হবে। এবং সরকারকে, সাথে ব্ল্যাংকি/স্যান/দমু ইত্যাদিদের চাঁদা করে তার খরচ দিতে হবে। এই হল গে আমাদের দাবি।
  • anaamik | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৩ | 196.15.16.20
  • আর দ যে মাঠি লিখেছিলো, তার বেলা?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫২ | 202.91.136.4
  • বাংলা বানানের পিতৃদেবের নাম খগেন করে দেবার জন্য আমি ব্ল্যাংকের জন্য সুপারি দিলাম।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫১ | 12.144.134.2
  • খামোখা ব্ল্যাংকিকে আমি ক্যালাবো কেন? কি আশ্চর্য ! আমরা তো একই দলে ! আত্মহত্যা আর হোমিসাইড নিয়েও তো আমি ব্ল্যাংকির পক্ষেই রে বাবা।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫০ | 202.91.136.4
  • এ অতি অখাদ্য যুক্তি হইল। তুমি রাস্তায় পনেরো বছরের পুরানো গাড়ি বের করতেই পার, কোন নিষেধাজ্ঞা নেই, কিন্তু তার থেকে ধোঁয়া বেরোনো চলবে না। ঃ)
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৯ | 61.95.144.123
  • ইস্‌স্‌স তাইলে ব্ল্যাংকির আর আপিসেও আসা হবে না আর বোওলারস ডেন-এও যাওয়া হবে না - মানে এই চোখ বুজে দ্বিতীয়টা বন্ধ করতে গেলে।
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৮ | 61.95.144.123
  • বিভিন্নপ্রকার ক্যালানোর জন্যে সুপারি? মানে একটা চাঁটির জন্যে, একটা গাঁট্টার জন্যে, একটা চিমটি কাটার জন্যে...লোক তো একটাই? কে সেই শহীদ? ব্ল্যাংকি?
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৭ | 203.99.212.224
  • তামাক জাতীয় দ্রব্য ব্যান করার তর্ক টা আত্মহত্যার অধিকার সংক্রান্ত তর্কে পরে, কিন্ত রাস্তায় বা যেকোনো পরিবেশে ধোয়া ছারাটা হোমিসাইডের আন্ডারে পরে। চোখ বুজে দ্বিতীয় টা বন্ধ করা উচিত।
    নইলে বেশ করে মারা উচিৎ, আমি পুরনো পাঞ্চ টা খুজে পেয়েচি
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৬ | 12.144.134.2
  • হ্যাঁ হ্যাঁ সুপুরি দিলে নাহয় এক্কেবারে কালীপুজোটা সেরেই ফিরবো ঃ-)))
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৫ | 125.18.104.1
  • ক্যাপ্টেন ভেড়ির পারে গেলে হবে কি হবে না- এই নিয়ে জট তৈরি হবে ও বৈঠক কিছুদিন মাঝপথে ঝুলে থাকবে।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪১ | 202.91.136.4
  • ক্যাপ্টেন ভেড়ির পারে গেলে হবে না স্যার?
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪১ | 203.143.184.10
  • কিন্তু অনশন করে কেউ রোগা হয় না --- প্রমাণিত সত্য। হুঁ হুঁ বাবা!
  • Arijit | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৮ | 61.95.144.123
  • তামাকজাত জিনিস ব্যান করতে গেলে কোটি কোটি টাকার রেভেনিউ থেকে হাত ধুয়ে ফেলতে হবে। কারো বাবার সাধ্য নেই এটা করতে পারে।
  • r | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৮ | 125.18.104.1
  • এই অঙ্কের হিসেবে দেখা যাবে, উত্তর ও মধ্য কলকাতার ঘিঞ্জি রাস্তাগুলো সব পাবলিক প্লেস। দক্ষিণ ও পূর্ব কলকাতার পশ এলাকার ফাঁকা রাস্তাগুলো পাবলিক প্লেস নয়। অর্থাৎ নিম্নবর্গের লোককে তাদের ধূম্রপানের অধিকার থেকে বঞ্চিত করে উচ্চবর্গ এই অধিকারও কুক্ষিগত করে নিচ্ছে। এর পরেই মমতা এবং নকশালপন্থীরা ধর্মতলায় অনশনে বসবেন। পরেশ পাল মিছিল বের করবেন যাতে সব অংশগ্রহণকারীকে বাধ্যতামূলকভাবে সিগারেট বিড়ি টেনে প্রতিবাদ দেখাতে হবে। যথারীতি গোপালস্যার সবাইকে ডেকে পাঠাবেন। সর্বদলীয় বৈঠকে মীমাংসাসূত্র হবে- বিড়ি টানতে হলে আলিপুরে যান, কুইন্স পার্কে যান, বাসভাড়ার টাকা সরকার দিয়ে দেবেন। এইভাবে পশ্চিমবঙ্গে শ্রেণীসমন্বয়ের প্রথম ধাপ তৈরি হবে।
  • d | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 203.143.184.10
  • পুজোর সময়ে স্যান কলকাতা যাবে তো? আমি তোমাকে ২-৩ খানা সুপুরী দেবো বিভিন্নপ্রকার ক্যালানোর জন্য।
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 202.91.136.4
  • দ্বিতীয় প্রশ্নেরও কোন সদুত্তর নেই। ঃ(
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৪ | 12.144.134.2
  • আহা অ্যাজমাটা তো হিউম্যানিটি গ্রাউন্ডে বলা। তো রঙ্গনদার এই প্রোবাবিলিটি ক্যালকুলেট করতে হলে রুগি নয়, নন-স্মোকার ধরা উচিত।রুগি না হলে কি আর আমার বিড়ির ধোঁয়াহীন বাতাস পাবার অধিকার কমে যায়? ;-)
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩২ | 202.91.136.4
  • এত প্যাচাল না পেড়ে যেকোন রকমের তামাকজাত দ্রব্য ব্যান করলেই তো হয়। করে না কেন?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩১ | 12.144.134.2
  • মুখসৃত ঃ-)

    ইসে, নিজের টাকা এবং আয়ু নষ্ট করে কেউ ড্রাগ সেবন করলে । তার ব্যাপার। কিন্তু অন্যের অসুবিধে তৈরি করার তো কোন অধিকার থাকা উচিত না।।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত