Sudipta | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৫ | 122.169.180.9
সিঁফোদা দেখলুম কাজ দেছে!
ঋজু, আপনার আপিস যদি গাচিবৌলি হয়, তাহলে বাঙালী খানার আশা ছেড়ে দিন। থাকতে হলে কোন্ডাপুর, মাধাপুর বা মিয়াপুর ভালো। আমরা পাঁচ বন্ধু মিলে থাকি, নিজেরাই রান্না করি, মটন কোর্মা পোলাও থেকে মুসুর ডাল পেঁয়াজি অবধি। এখানে এক খানা খাজা বাঙালী হোটেল ছেল, মা তারা বলে, সে উঠে গেছে। তবে মিয়াপুরের কাছে ফিশ ওয়েসিস বলে একটা ভালো মাছের দোকান আছে, অর্কুটে এদের প্রোফাইল পয্যন্ত আছে; কুকাটপল্লী-তেও বড় মাছের বাজার আছে; মানে ঐ নিজে রান্না করা বা সপ্তাহান্তে রেস্তোরায় খাওয়া সব-ই এই জায়গাগুলোয় পেয়ে যাবেন। মাধাপুরে পিস্তা হাউস, হায়দ্রাবাদ হাউস, বাওয়ার্চি সব মোগলাই খানার দোকান পাবেন, কলকাতার সেম টেস্টের ফুচকা পাবেন। কোন্ডপুরে কোথাকুড়া মোড়ে পাবেন রোলকল-এর রোল, মোগলাই পরোটার দোকান। তবে বাঙালী খানা নেই। খেতে হলে যেতে হবে কোটি, যেখানে রামকৃষ্ণ মিশনের শাখাটি আছে তার প্রায় গায়েই। আর বাড়ি ভাড়ার ব্যাপারে সিঁফো-দা ঠিক-ই বলেছে, ৬ থেকে ৮০০০ এর মধ্যে পেতে পারেন ডাবল বেড রুম। তবে তিন চার মাসের অ্যাডভান্স চাইতে পারে, দেখবেন। তো অপশন সবচেয়ে ভালো হবে মাধাপুর আর কোন্ডাপুর (যদি হাইটেক বা গাচিবৌলি-তে আপিস হয়)।
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩১ | 202.91.136.71
ইয়েস, ক'এ ব'এ। ক'য় ক'এ ভুল।
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২৯ | 198.96.180.245
বাই দ্য ওয়ে, সাদা কাপড় পরা লোক এক শব্দে হল শ্বেতাম্বর। আর, মাথায় সাদা চুল হলে পক্বকেশ।
san | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২৫ | 12.144.134.2
শ্বেতকুন্তল শুনলে কিন্তু কোনো রাজার পোষা ঘোড়ার নাম মনে হচ্ছে ঃ-)
Sudipta | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২৪ | 122.169.180.9
ইয়ে ভেবে দেখলুম শ্বেতকুন্তল বা শ্বেতকুন্তলা বলা যেতে পারে, আর পলিত -টা grey hair হলে appropriate হয় মানেটা
Sudipta | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:২২ | 122.169.180.9
সাদাচুল ওয়ালা = পলিতকেশ / পক্ককেশ (বৃদ্ধদের ক্ষেত্রে প্রযোজ্য)
জন্মগত সাদা চুল ধবল কেশ ইত্যাদি বলা যেতে পারে হয়ত; সিওর নই।
অজ্জিতদা, ওটা আমার ফোং ঃ-)
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১৪ | 61.95.144.123
হে হে আমি কবিতা? নাঃ, অন্য জিনিস - না লিখলে একজনায় আমারে ক্যালাবে।
san | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১২ | 12.144.134.2
অরিজিত কি অফিসে বসে কবিতা লেখে?
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:১০ | 61.95.144.123
মনে পড়ে গেছে।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০৪ | 61.95.144.123
হেল্প পিলিজ। আর্জেন্ট।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০১ | 61.95.144.123
সাদা কাপড় পরা = শ্বেঅতবস্ত্রপরিহিত সাদা চুলওয়ালা = ?
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৯ | 61.95.144.123
r' - মানে র-এর অ্যান্টি"বডি'। ব্রিফ হিস্টরি অব টাইমে হকিং লিখেছিলেন যে এর সাথে হাত মিলিও না ভুলেও।
siki | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৫৭ | 203.122.26.2
স্টার আনন্দে তো খেলা দেখাচ্ছে। ধুর!
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৮ | 165.170.128.66
বুইতারলুমনা।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৫ | 61.95.144.123
চপের দোকানে এট্টু খ্যাল করে দেকো - r' বসে থাকলেই চিত্তির। চপগুলো ফালতো পুড়ে নষ্ট হবে।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪০ | 165.170.128.66
নিউট্রন না নিউটন খ্যাল করে দেখেছো? শঙ্কুর বিড়ালটা নয়তো?
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৯ | 198.96.180.245
কয়েকটা চপ জিলিপি খেয়ে আসি।
আর ক মিনিটই.......
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৮ | 198.96.180.245
এক্ষুনি আমার পায়ের কাছে সুড়সুড় করতে দেখলাম কয়েকটা নিউট্রন ধাক্কা মেরে পালিয়ে গেল।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 165.170.128.66
না সমাধান না, কারন।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 165.170.128.66
এতক্ষনে আমার মোডেমের সমস্যার সমাধান পেলাম। ঃ-)
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৭ | 198.96.180.245
ঃ-))
dd | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৫ | 122.166.155.67
বাড়ীর কমোডের ফ্লাশ থেকে আপনা থেকেই অন হয়ে ঝর ঝর করে জল পরে যাচ্ছে। কিছুক্ষন পর পর।
ক্যানো যে এইসব এক্সপেরিমেন্টগুলো করে।
আর কতোক্ষনই বা বাঁচবো।
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩২ | 198.96.180.245
ওগুলো মেঘ না।
Arpan | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩১ | 202.91.136.71
এখানেও কালো মেঘে সূর্য ঢাকা পড়ে গেছে।
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৫ | 198.96.180.245
স্টার আনন্দে দেখাচ্ছে শুনলাম।
siki | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৫ | 203.122.26.2
কোথায় লিখেছে / দেখাচ্ছে?
r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২০ | 198.96.180.245
শিলিগুড়ির আকাশে নাকি কালো চাকতি সূর্য ঢেকে দিয়েছে। তাই ভয়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৭ | 165.170.128.66
টরেন্ট স্পীডের সাথে লিনাক্সের কোনো সম্পর্ক নাই। আর একটামাত্র ফাইল খুব কম সময়েই ঐ স্পীডে নামে। আমার এখন ১৭ টা সিনেমা একসাথে নামছে, তো তাদের কিউমালাটিভ স্পীড ২২০ কেবিপিএস। হতেই পারে। এর জন্য আমি আলাদা করে কিছু করিনি।
Somnath | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৮ | 59.93.160.233
সিফো, মোডেম ইউ পি এস এ লাগাতে হবে। বা পিসির জায়গায় ল্যাপি চললে মোডেমের জন্যে একটা এস এম পি এস কিনতে হবে।
আরো অপশন আছে, ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে ডিফল্ট নাম্বার অফ রিডায়াল বাড়াতে হবে। কিন্তু সমস্যা আছে, বারবার ডিসকানেক্ট হয়ে যেতে থাকলে, ভোল্টেজ ফ্লাকচুয়েশন জনিত কারনে, মোডেমের ফার্মওয়্যারটা কোরাপ্ট করে যেতে পারে, আমার ৩ বার হয়েছে। তখন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাছাড়া বার বার ডিসি হতে থাকলে টরেন্ট ইজিন বন্ধ হবে, চলবে , টেম্পো নেবে, এই করতে গিয়ে ডাউনলোড ও কম হবে।
কিন্তু বেস্ট সীডিং এ ও আমি ২০০ কেবি/সেঃ এর বেশি পাই নাই কখনো, ক্বছিৎ কিছু স্পাইক ছাড়া। ২২০ পর্যন্ত যেতে গেলে কি করতে হবে? লীনাক্স বললে নমস্কার জানালাম।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৮ | 165.170.128.66
মনে হয় সুদীপ্ত থাকে মাধাপুরের দিকে। ও আরও ভালো বলতে পারবে।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৩৩ | 165.170.128.66
তোমার কি গাচিবৌলি আপিস?
তাহলে কাছাকাছি থাকার জায়গা বলতে কোন্ডাপুর আর একটু দূরে মাধাপুর বা মিয়াপুর।
ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টঃ ফ্ল্যাট হলে ৬-৮ হাজার। আলাদা বাড়ি হলে ৫-৭ হাজার।
খাওয়া-দাওয়াঃ নিজে রান্না করবে? না করলে মাছ ভাত ভুলে যাওয়াই ভালো। বাঙ্গালি রেস্টু আমি যখন ওদিকে থাকতাম অতি খাজা একটা দুটো ছিল, এখন জানিনা।
বাঙালি মিষ্টির দোকান নেই। এমনিতে মিষ্টি ইঁটের দোকান আছে।
Riju | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:২৩ | 203.197.25.130
একটু হেল্প দরকার।আপিসের কাজে হায়দ্রাবাদ যেতে হবে ২-৩ মাসের জন্যে।আপিস অ্যাকোর ব্যবস্থা করবে বলেছে যদি একা যাই।ফ্যামিলি নিয়ে গেলে নিজেকেই করতে হবে।তাই জেনে রাখতে চাই ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট কিরকম পড়বে? খাওয়ার খরচা কিরকম (সাধারন দৈনিক বাঙালি খানা মাছ-মাংস ভাত,হপ্তায় একদিন রেস্টু)কেউ কোন এস্টিমেট দিলে সুবিধে হয়। বাঙালী রেস্টু বা মিষ্টির দোকান আছে ? ২-৩ মাসের কম ও হতে পারে যদি জলদি রেড্মন্ড চলে যাই
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৪:১১ | 165.170.128.66
সোমনাথ,
হ্যাঁ। ইনস্ট্যান্ট মেসেঞ্জারও এরর দেখিয়ে বসে থাকে। সাইট খোলে না। তারপর আমি জেনারালি মোডেম অফ-অন করে দিই, ঠিক হয়ে যায়।
অজ্জিত,
নাম জানিনা।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৮ | 61.95.144.123
refresh the parts other beers cannot reach - এটা তো দেখেছি। এর নাম কি?
Somnath | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৫ | 59.93.203.106
নেট কি সকালে ডিসকানেক্টেড থাকে?
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৮ | 165.170.128.66
পুরোটা পড়লেই আইডিয়া পেয়ে যাবে।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৮ | 165.170.128.66
বাহ সোমনাথ অনেকগুলো কাজের কথা বলেছে। আমারও একবার সন্দেহ হয়েছিল ভোল্টেজ ওঠা-নামায় মোডেম খানিকক্ষনের জন্য বন্ধ হয়ে যাওয়ার কথা। আর ভোল্টেজ ভালোই ওঠানামা করে এখানে।
সকালে মোডেমের সব আলো জ্বলে। internet এর LED যেটা ডেটা ট্রান্সফার হলে ব্লিংক করার কথা সেটা স্টেবল হয়ে জ্বলে।
যা যা দেখতে বললে কেটরেন্ট আর কুবুন্টু তে ট্রান্সলেট করে দেখতে হবে। দেখি। থ্যাঙ্কু।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৭ | 61.95.144.123
Steve Myers said engineers would break out the champagne if all went to plan. But a particular brand of beer will not be on the menu, he said. - এনি আইডিয়া?
Somnath | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩০ | 59.93.203.106
মোডেম ঃ
কলকতায় মোডেমের মেইন সমস্যা পাওয়ার জার্ক ও লো ভোল্টেজ / ভোল্টেজ ফ্লাকচুয়েশন। দুটো কেসেই মোডেমের পাওয়ার চলে যায় আর আবার এস্ট্যাবলিশ হতে বেশ খানিকটা সময় নেয় (পাওয়ার, ল্যান, পি পি পিওই, এডি এস এল সব কানেক্ট হতে)। এটা মূলত হয় AC-DC কনভার্টারটারের রেঞ্জ কম থাকে বলে। ততক্ষণে অটোমেটিক রিডায়ালের সেট করা নাম্বার-অব-চান্স খতম হয়ে গেলে নেট ডিসকানেক্ট হয়ে বসে থাকবে।
সিফোর সমস্যাটা বুঝতে হলে, দেখতে হবে, ডাউনলোড বন্ধ হয়ে যাবার পর, সকালে যখন দেখা হচ্ছে, তখন নেট কানেকশন ও কেটে গেছে কিনা। নাকি সকালে, নেট কানেক্টেড, মোডেমের সব আলো জ্বলছে অথচ, মাঝরাতে ডাউনলোড বন্ধ হয়ে গেছে।
সেক্ষেত্রে একদিন রাতে মিউ টরেন্টের স্পীড ট্যাবে ম্যাক্সিমাম গ্রীড ডিফারেন্স সেট করে, (মানে গ্রাফে সবচেয়ে বেশি সম্ভব সময়ের হিস্ট্রি দেখাবে ) আর টাস্ক ম্যানেজারের নেটওয়ার্কিং ট্যাব খুলে রেখে ঘুমোতে যেতে হবে।
আর একটা ট্রিভিয়াল জিনিস দেখে নেওয়া যেতে পারে, টরেন্টের শিডিউলারটায় কোনো ভুল সেটিং সেভ করা রয়ে গেছে কিনা। আর প্রিকশনার্থে মোডেম অবশ্যই ইউ পি এসের সাথে লাগিয়ে নেওয়া দরকার।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২৭ | 61.95.144.123
ডেটা এক্সপ্লোজনের নমুনা দেখাতে আমরা এই LHC সাইট করতাম - ১জিবি/সেকেণ্ড মানে ১০পেটাবাইট/বছর। এত কম্পিউটিং পাওয়ার নাই বলেই ডেটা গ্রিড কনসেপ্টের জন্ম। এবার তার আসল পরীক্ষা।
হুঁ - নিউক্যাসলে আমার বসও পোচ্চুর গেমিং করতো। তাছাড়া বাড়ি ভর্তি ওয়াইফাই লাগাতো - সবই ওয়াইফাই - এমনকি কম্পু থেকে গান শুনবে, তাও ওয়াইফাই স্পীকারে। আর ছিলো লেগো মাইন্ডস্টর্ম - এটা আমারও ইচ্ছে আছে কেনার।
nyara | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৭ | 64.105.168.210
ভগবান জানে বাঘা nerd-রা ম্যাগাজিন পড়ে কিনা, পড়লেও কী পড়ে। তবে আমার বস তেড়ে গেমিং করত। হাজার ছয় না আট দিয়ে গেমিং সিস্টেম কেনার বাতিক ছিল।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২০ | 61.95.144.123
পাকা nerd-দের ম্যাগাজিন কি? আমার তো স্ল্যাশডটও অনেকটাই ওপর দিয়ে যায়।
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৯ | 61.95.144.123
মূল কবিতা - মার্জনা, আরএনটি স্যারের, কাব্যগ্রন্থ - কল্পনা, ১৩০৭, বৈশাখ।
প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি -------------------------------------
প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি দয়া কোরো নাথ, মার্জনা কোনো, PLEASE। জেদি মেয়ে আমি ধর্মঘটে নেমেছি, যখনি তুমি সিঙ্গুরে জমি নিলে LEASE। এই রাজ্যর সবই ধ্বংস করেছি, উতলা হৃদয়ে তোমারই ভালো চেয়েছি, বঙ্গরাজ্য হবে না প্যারাডাইস আপনার গুণে এই অবলারে করে দাও ক্ষমা PLEASE। প্রিয়তম, যদি নাই পারো ভালোবাসতে তবু ভালোবাসা মার্জনা কোরো PLEASE, মুচকি মুচকি একটু হাসতে হাসতে মাঝে-মাঝে ছুঁড়ো একটু ফ্লায়িং কিস্, এ পোড়া রাজ্যে কারখানা বানাবে কেন, অন্য রাজ্যে ফ্যাকট্রী বানিয়ে, বানাও NANO। সেখানে তোমার প্রফিট হবে না কখনো মিস, প্রিয়তম তুমি এই অভাগীরে মার্জনা কোরো PLEASE। প্রিয়তম, যদি আমারেই ভালোবেসে অন্য রাজ্যে চলে যাও হেসে হেসে তোমারই লাভ, বোঝোনা সে কথা কেন, আমারও স্বপ্ন তোমার সাধের NANO রাণীর মতই বসবো "রতন' আসনে বাঁধবো তোমায় নিবিড় প্রণয় শাসনে আগুন-মেয়ের সাধটুকু আজ শোনো, শুধু তুমি, আমি আর আমাদের NANO।
মূল কবিতাটা আমি শুনিনি, পড়িনি, কাজেই প্যারডি হিসেবে এর কোয়ালিটি জানি না। কবিতা হিসেবে অতি খাজা। ইন্টারেস্টিং লাগলো যেটা সেটা হল আইটি কোং থেকে এসব বেরোচ্ছে - মানে এটার অরিজিন সম্ভবতঃ টিসিএসঃ-)
nyara | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৫ | 64.105.168.210
আমার অতি nerdy রাশিয়ান ম্যানেজার বছর তিনেক আগে আমকে স্ল্যাশডট পড়তে দেখে বলেছিল, 'উঠতি নার্ডদের জিনিস পড়ো এখনও?'
Arijit | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৭ | 61.95.144.123
হেডফোন নাই তো। আর এখানে যা ব্যান্ডউইডথ, গান শুনতে গেলে সব উল্টে পড়বে। পরে শুনবো।
sinfaut | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৩ | 165.170.128.66
নাহ্, আমি তেমন স্ল্যাশডটিং করি না। গানটা শোনো। দারুন এক্সপ্লেইন করেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন