এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ | 12.217.30.133
  • আমাদের সময় গুলিত ছিল। এখন খুলিট হয়েছে। ওকে বলে বর্ণবিপর্যয়।

    এসব বানামের ব্যাপার অবশ্য তোমার জানার কথা না। ঃ)
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 65.218.154.195
  • গুলিত আবার কি? বলো খুলিট। পিছিয়ে পরো না মামু
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৭ | 12.217.30.133
  • নানা আমি রুদ গুলিতকেও চিনি। আর আর আর সুব্রত ভচ্চাজ। আর ভিক্টোরিয়া বেকহ্যাম। ঃ)
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩০ | 122.160.214.86
  • ইশেন তা হলে আমার মতই ফুটবল বিশেষজ্ঞ?
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:১২ | 61.95.144.123
  • স্টেটমেন্ট দেখতে হবে না - একটা শহরের ফুটবল টিমের ম্যানেজারকে সাইডলাইন করে দেওয়া হয়েছে - শহরের লোকে মাঠের বাইরে ডেমনস্ট্রেশন করছে, সীজন টিকিট নদীর জলে ফেলে দিচ্ছে, আর সিটি কাউন্সিল স্টেটমেন্ট দিচ্ছে সেই ম্যানেজারের পক্ষে - এই ঘটনাপ্রবাহ দেখলেই লোকের মুড বোঝা যায়। এ জিনিস বিভিন্ন ইস্যুতে এখানে হয়, বিদেশে? সম্ভবতঃ নিউক্যাসলেই সম্ভব।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৫ | 12.217.30.133
  • আমি স্টেটমেন্ট দেখলেও বুঝবনা। ফুটবলে আমি শুধু পেলে আর মারাদোনাকে চিনি। ঃ)
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৪ | 61.95.144.123
  • মুড বোঝার জন্যে - http://tinyurl.com/6dqax7
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:০২ | 61.95.144.123
  • MI5 চাই না। অ্যাশলি, ওয়াইজ আর ল্যামবিয়াসকে ধরাধাম থেকে বিদেয় করার জন্যে M5 চাই। নিউক্যাসলে অলরেডি মনে হয় লাইন পড়ে গেছে কে প্রথম ঝাড়টা দেবে। এমনি লোকে বুঝবে না - ওদিকে না থেকে থাকলে - তবে কাল নিউক্যাসল সিটি কাউন্সিলের তরফ থেকে স্টেটমেন্টটা দেখলে মুডটা ধরতে পারবে।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৮ | 12.217.30.133
  • আর পঞ্চাশ টাকা দিলে আমি আস্ত MI5 এনে হাজির করব। ঃ)
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩২ | 61.95.144.123
  • চলবে।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৬ | 65.218.154.195
  • ২০০ ডলার মতন পরবে মনে হয়
  • Arijit | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২২ | 61.95.144.123
  • কেউ আমাকে একটা M5 এনে দেবে? ডেনিস ওয়াইজ আর ডেরেক ল্যামবিয়াসের ভুঁড়িদুটো ফাঁসাই।
  • Blank | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৩২ | 65.218.154.195
  • উপস্থিইইইইইইত
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৪:১২ | 198.45.18.48
  • আজ কি blank অনুপস্থিত নাকি??
  • nyara | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৫৯ | 64.105.168.210
  • মেরা ভি বাগ স্ট্যাক অলমোস্ট ফাঁকা টুডে।
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৫৩ | 198.45.18.48
  • আমি ও আছি মার্কেট এ।। সারা দিন ধরে মীটিং,মিছিল করে এখন একটু ল্যাদ খাচ্ছি ঃ-))
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪৯ | 24.214.28.245
  • হুঁ হুঁ একেই বলে মাল টাই টাস্কিং।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪৩ | 12.163.39.254
  • কে বলে কাজাচ্ছি না? ঃ)
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২০ | 207.47.98.129
  • তাই দেখছি। আমি না হয় আজ কাজে ফাঁকি দিচ্ছি। ঈশেন কেন কাজাচ্ছে না?
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১৫ | 168.26.215.54
  • সিঙ্গুর হাজার ছাড়ালো।
  • a x | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০২:৫২ | 75.53.201.27
  • ও ডিডি, ঐ হাই ফাইভের মেল আবার আসে যে! আবার কোথায় ক্লিকালেন?
  • Div0 | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৬ | 160.83.72.212
  • আর আমি ভাবছি এই হতচ্ছাড়া "টেস্ট অব ইন্ডিয়া"য় দু'টো চিকেন পরোটার দাম ৯.৯৯ ডলার কেন... কম কি? কে জানে!
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৬ | 207.47.98.129
  • সৈকত আর আমি এলগিন রোডেরটাতে যাই। ওদের দামও একটু বেটার আর লিকার অঢেল।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:১০ | 168.26.215.54
  • শুক্কুরবার দেখে ওহ ক্যালকাটা যেতে হবে দেখছি। আর সাথে একটি শাঁসালো বন্ধু।
  • nyara | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৭ | 64.105.168.210
  • আরে অজদা, সেটা তো তোমার রেফারেন্সে খেতে গেলাম। সৈকত বলল তুমি গেলেই নাকি খাও। তো এই সিলভার আর্কেডের ব্যাটারা বলে 'আমাদের স্যার এখনও টেম্পোররি লিকার লাইসেন্স, শুধু শুক্কুরবারের জন্যে'। তাই ভদকা ছাড়া শুধু আম-পোড়াই খেয়ে এলাম। সে বেশ ভাল। আরেক বন্ধু বলল আমের আচার দিয়ে ইলিশের পাতুরিও নাকি চমৎকার। একেক পিস সাড়ে চারশো টাকা দাম। শুনে আমি শুধু আমের আচার খাব ঠিক করলাম।

    কলকাতায় আমাদের অনেক আত্মীয়-বন্ধুবান্ধবই এখন লাখ-বেলাখি হয়েছে। তবে মাসে দশ-বারো হাজার রোজগারের বন্ধুদের সঙ্গেই বেশি সময় কেটেছে। সবাই যে যার বৃত্তে ভালই আছে মনে হল। তবে বিভাজনটা দৃষ্টিকটু, আর পয়সার দেখানেপনাও আগের থেকে খুব বেশি চোখে পড়ে। অবশ্য আগে তো লাখ-বেলাখি জনতা চিনতাম না।
  • aja | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৮ | 207.47.98.129
  • ওহ্‌ ক্যালকাটাতে আম-পান্না দিয়ে ভদকা অতি উৎকৃষ্ট।
  • c | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৪ | 131.95.121.107
  • ন্যাড়া আপনিও কি কলকাতা জুড়ে একলাখি দেড়লাখি মনসবদারদেরই দেখলেন? নাকি কিছু হাজারের লেভেলের মনসবদারও দেখলেন?
  • nyara | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৭ | 64.105.168.210
  • পার্কে অস্থায়ী, মার্কেটের জায়গায় ন'তলা উঠবে।

    'ভজহরি মান্না' মোটামুটি গেরস্তপোষা। দামের দিক দিয়ে। খাবার অতি উত্তম। ডাকবাংলা মাটন তো অতি উৎকৃষ্ট। খেতে খেতে ব্ল্যাংকের কথা খুব মনে করেছি। ওর থেকে ডাকবাংলার কথা প্রথম শুনেছি। 'গুপি বাঘা'-ও গেরস্তপোষা, খাবারও ভাল। 'ওহ ক্যালকাটা' আমরা গেছিলাম বাইপাসের ধারে সিলভার আর্কেড বলে একটা মলে। দাম দেখে 'ওফ্‌ ক্যালকাটা' বলতে হয়। পুরো গলাকাটা। ভাগ্যিশ এক বন্ধু খাওয়াল। প্রচুর এক্সোটিক খাবার। রান্না ভালই, কিন্তু দামের সঙ্গে সামঞ্জস্য নেই। ভেরি ব্যাড ভ্যালু ফর মানি। তবে শুনলাম ঐ 'ওহ, ক্যালকাট' প্রাইভেট ডাইনিং না কি একটা বলে দাম অত বেশি। এলগিন রোডেরটা অত খারাপ নয় দামের দিক দিয়ে।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৭ | 122.252.231.206
  • সিক্সথ বালিগঞ্জ প্লেস।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৬ | 122.252.231.206
  • দাঁড়াও আমি কি ভুল বুঝলাম? পার্কে কি অস্থায়ী ব্যবস্থা? মার্কেটের জায়গায় বললে তো ন'তলা বাড়ি উঠছে।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৬ | 168.26.215.54
  • মানে ও ক্যালকাটা, ভজহরি মান্না আর গুপি বাঘার একটা র‌্যাংকিং।
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৩ | 168.26.215.54
  • খাবার দাবারে ন্যাড়াদার কিছু টিপস? আমাদের ও থিম এবারে বাঙালী খানা। আর ইচ্ছে আছে সময় হলে সাবিরে খাব। অনেকদিন খাই না। মনে হয় শেষ খেয়েছি বছর দশেক আগে। কদিন থেকেই মনটা রেজালা রেজালা করছে।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩২ | 122.252.231.206
  • মানে খেলার মাঠ গায়েব। পার্কগুলিকে এইভাবে কমার্শিয়াল ইউজ করা যেতে পারে তাহলে!
  • arjo | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৮ | 168.26.215.54
  • যখন প্রথম বিগ বাজারের নাম শুনলাম ভেবেছিলাম বড় বাজারকে কায়দা করে বলছে বোধহয়। খানিক হেসেওছিলাম। এখন আবার হাসছি নিজের জন্য। হায় কি অবোধ টাইপ ছিলাম।
  • nyara | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৬ | 64.105.168.210
  • উঠছে। বিডি পার্ক টিন দিয়ে ঘেরা, ভেতরে সব ইঁটের দেয়াল উঠছে। লবণ হ্রদ মঞ্চের দিকে খালি এক তৃতীয়াংশ ছেড়ে রাখা আছে। বিডি মার্কেটে সিগারেটের দোকানের পুটুর সঙ্গে কথ হল। বলল ন' তলা বাড়ি হবে মার্কেটের জায়গায়। দেখে মনে হল খারাপ হবে না। বিডির সামনে ইঁট বাঁধান যে ফাঁকা জায়গা ছিল সেটা পুরো গায়েব। মন্দির, রিকশ স্ট্যান্ড, এসটিডি বুথ-ফুথ হয়ে রাস্তা থেকে বিধান ভারতী দোকনটা আর দেখাই যায় না। ভেরি আগলি।

    তবে সিডি পার্কটা দেখলাম আমাদের সময়ের থেকে বেটার মেন্টেইন্ড।
  • Arpan | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:১২ | 122.252.231.206
  • ন্যাড়াদা, বিডি পার্কে কি বাজার উঠে গেছে?
  • nyara | ০৫ সেপ্টেম্বর ২০০৮ ০০:১০ | 64.105.168.210
  • ও লসাগু, তুমি কি দেখলে শুনলে খেলে - সে তো বললে না?
  • nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩৭ | 64.105.168.210
  • নাটক কিছু দেখিনি। সেরকম কিছু দেখলাম না যে যেতে ইচ্ছে করবে। রক্তকরবীটা দেখার ইচ্ছে ছিল, তবে হল না। গান শুনেছি অনেক - বাড়িতে বন্দেমতরম থেকে জয় হিন্দ অব্দি তারা মিউজিক চ্যানেল চলে। তাতে বিভিন্ন ঢঙে প্যানপ্যানে রবীন্দ্রগীতি, ঘ্যানঘ্যানে নজরুলগীতি আর ঝ্যানঝ্যানে ব্যান্ডগীতি শুনতে বাধ্য হয়েছি। চাখব বলে কিছু গান বয়ে নিয়ে এসেছি।

    তবে, কি আর বলব, খাওয়া-দাওয়া ভালই হয়েছে। আরও ভাল হতে পারত, তবে যা হয়েছে তাও খারাপ নয়। এবারের থিম ছিল বাঙালী খাওয়া। 'ওহ, ক্যালকাটা', 'ভজহরি মান্না' আর 'গুপি-বাঘা' স্যাম্পেলিত হয়েছেন। ট্যাংরাও হয়েছে - ফ্লপ যদিও। আর একটি ফ্লপ সানঝাচুলা। অম্বর আগের মতই, যদিও পিটার ক্যাটের দম কি রাং আর অ্যাস্টরের কাবাব এ যাত্রায় হলনি। আর একটিও হলনি, তবে সেটি বলা বারণ। সবার ওপরে এ বাড়ি ও বাড়ির ভালমন্দ তো আছে। কুকড উইথ লটস অফ লাভ।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৬ | 128.48.7.203
  • আরে ন্যাড়া,
    কি নতুন গান শুনলে, নাটক দেখলে, কি কি খেলে... এসব একটু লেখো না।

    বাই দ্য ওয়ে, পরবাস-এ জলধর-এর "কমলদা বনাম চিয়ারলিডার' - অনবদ্য।
  • c | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০১ | 131.95.121.107
  • সিরিয়ালগুলোর কি খবর সেকথা কি এখন আউট অব ফ্যাশন?
    (হুঁ হুঁ বাবা, খোঁজরাখতে হয়,নইলে পিছিয়ে পড়তে হয়ঃ-))))
  • c | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৯ | 131.95.121.107
  • আরে ন্যাড়াদা! অনেক কিছুই তো দেখেছেন!!!!!!গাড়ী, মল, লোক... বাপরে!
    কিন্তু কি দেখে আপনার চোখ ফুটলো সে তো কইলেন না!
  • Div0 | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩০ | 160.83.72.212
  • নাহ্‌ কেহ নাই। অজ্জিত থাকলেও নাহয় একবার ওওওওওওও দাআআআআআআআআআআ বলা যেত ঃ((
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৮ | 170.153.62.251
  • মফস্বলে মল নাই, বাজার আছে। বিগ বিগ বাজার
  • Div0 | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:২৫ | 160.83.72.212
  • শপিং 'মল'? সবই তো বর্জ্য!
  • nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:২২ | 64.105.168.210
  • দেশে আর কি দেখব? সবাই বলে, যাও মল দেখ। কাজেই কলকাতায় মল দেখলাম, লোক দেখলাম, গাড়ি দেখলাম। পরেরবার গিয়ে আরও মল দেখব, আরও গাড়ি দেখব, আরও লোক দেখব। সামাজিক আলোচনা চালাতে গেলে মল সম্বন্ধে খোঁজখবর রাখতে হবে - কোন মলে কোন দোকান, কোন দোকানে কি ভাল পাওয়া যায়, কে সেল দেয়, কোন মল একেবারে বিদেশের মতন ইত্যাদি। তবে এতে সুবিধে হয়েছে, সিরিয়াল সম্বন্ধে আর অত ওয়াকিবহাল না হলেও চলে।

    একদিন মফস্বলে গিয়েছিলাম। অবশ্য অত মল দেখিনি।
  • Div0 | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৪ | 160.83.72.212
  • প্রেমিকা লালপিঁপড়ের মত সময় -
    ভাটে একা বয়ে যায় -
    হায়!
  • santanu | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২১:০৪ | 217.196.19.45
  • হুম, ন্যাড়াবাবুর সাথে মনে হয় ওর ভাগ্নির মুখেভাতে দেখা হয়েছিল লাস্ট। সে বেটির এখন ক্লাস ১১।

    তবে ন্যাড়াবাবুর বাড়িতে আমি বছর খানেক আগেও গেছি, ওর মায়ের হাতে লুচি তরকারী, বাবার পিয়ানো তে আমার মেয়ের তান্ডব, সবই হয়েছে।

    তখন কি জানতাম, এই বাড়ির ছোট ছেলেই আমাদের ন্যাড়াবাবু।
  • c | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৯ | 131.95.219.96
  • ন্যাড়াদা তো সেলিব্রিটি হয়ে গেছেন! গুরু সেলিব্রিটি! গুরুচন্ডালির ন্যাড়া!!!!!ভাবা যায়? ঃ-))))
    ন্যাড়াদা দেশে আর কি দেখলেন?
  • c | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৭ | 131.95.219.96
  • নির্বেদ!!!!!!
    নির্বেদ মানে তো সেই "তার একটা নির্বেদের ভাব এসে গেছে" মানে "কিছুতেই কিছু যায় আসেনা ভাব এসে গেছে!"
    নিরাসক্ত আরকি! স্থিতপ্রজ্ঞ ও হতে পারে অবশ্য! সেই যে গীতায় না কোথায় বলেছে...

    সেই ভিপি র কি খবর? কেউ জানেন?
  • babul | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২০ | 125.17.164.130
  • হায় হায় case
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত