এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৮ | 165.170.128.66
  • আজ না তিনদিন আগে ছ্যালো। ঃ-)
  • Abhyu | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:০১ | 97.81.67.221
  • আজ জন্মদিন? বাঃ
    হ্যাবাড্ডে পারমিতাদি।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৬ | 165.170.128.66
  • হ্যাপি বার্থডে পারমিতাদি।
  • Riju | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২২ | 203.197.25.130
  • হ্যা বা পামিতাদি।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০৮:০৩ | 117.195.195.47
  • আজও আমার রাত্তির বেলা ডাউনলোড থেমে গেছিল। অথচ কি স্পিড ছিল, শেষ একঘন্টায় ৭০০ মব নেমে গেল ।
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০৪:২৬ | 65.218.154.195
  • বল্লুম তো তাই।।ওমনি করে হবে না। কোনো ব্লগে বা কোথাও তুলে দাও। দিয়ে তারপর কপি পেস্টাও।
  • Paramita | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০৪:২০ | 63.82.71.141
  • সকলে মিলে দাগা দিস কেনে। আঁমার কিঁ আঁর সেঁ বয়ঁস আচেঁ রেঁ - তাঁও তোঁরা থ্যাঁঙ্কু নাঁ কিঁ যেঁন বঁলিস তাঁই নেঁ নাঁ হয়। শাঁক পাঁতা পাঁটাস নিঁ বাঁপু, পেঁট গঁরম হঁয়। কঁলিমেয়ের মঁনটা ভাঁলো - বুঁড়ি ঠাঁনদিরেও ইঁঞ্জিরি খাঁবার অঁপার কঁরে। কাঁসার বাঁটিতে দুঁটি মুঁড়ি এঁক গেঁলাস জঁল আঁর ওঁই দেঁ এঁট্টু
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৭ | 143.111.22.23
  • হয়নি, একটা ঢ্যাঁড়া দেখাচ্ছে।
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৭ | 170.153.62.251
  • এই রে, আমার মনে হয় ওটা কাজ করবে না। আউটলুক ঐ ছবিটার জন্যি যে লিংক টা বানিয়েছে সেটা তোমার লোকাল মেশিন কে পয়েন্ট করে মনে হয়।
    ফলে জিমেলের বডি তে লিংক রইলো তোমার লোকাল মেশিনের। যে মেল পাবে, সে তাই ছবি টা দেখতে পাবে না।
    ঐ জন্য আমি ব্লগ বা অমনি কোথাও ছবিটা তুলে দিতে বলছিলাম।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:১৪ | 143.111.22.23
  • হয়ে গেছে। আউটলুকে অ্যাটাচ করলে, নিজে থেকেই অপশন দেয় টু ভিউ অ্যাস ওয়েবপেজ, তারপর ব্ল্যাংক যা বলল।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০২:০৯ | 143.111.22.23
  • আউটলুকে কি করে করা যায়?
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৬ | 170.153.62.251
  • হ্যা পামিতা দি একটু খাক। বাকি টার জন্য আমি আছি ঃ)
  • kali | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৭ | 160.36.206.99
  • ও, পামিতাদির জন্মদিন ছিলো নাকি? বিলেটেড শুভেচ্ছা নিও। আমি কালই একটা কেক বানিয়েছি।ফ্রেঞ্চ ভ্যানিলা, মাঝে র‌্যাস্পবেরী-ক্রীম ফিলিং আর ওপরে ডার্ক চকোলেট ফ্রস্টিং দেওয়া। সেইটাই একটু খাবে নাকি?
  • RATssss | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৮ | 63.192.82.30
  • অপ্পনের প্রস্তাবটা ক্যালির কোন পাড়ায়?
    আর আজ্জো ক্যালির গাড়ির বাম্পার টু বাম্পারের ভয়টা ভুলভাল দেখাচ্ছে, মোটেও ব্যাঙ্গালুরুর মতন ঘেসাঘেসি করে গাড়ি চলে না। তবে অন্যান্য পাড়ার থেকে বেশি গাড়ি, স্পীড টিকিট খাবার সম্ভাবনা কম।
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫১ | 170.153.62.251
  • জিমেলে ছবি এমবেড করা একটু ব্যথা আছে। কায়দা করে করতে হবে।
    ১) প্রথমে ছবি টা কে কোনো ওয়েব পেজে লাগিয়ে দিন। না পারলে নিজের ব্লগে তুলে দিন।
    ২) এবারে সেখান থেকে কপি করে জিমেলের বডি তে পেস্ট করুন।
    কাজ হয়ে যাবে।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫০ | 122.252.231.206
  • সবই প্রস্তাবিত। ন্যানো কারখানার মত। ঃ)
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৯ | 170.153.62.251
  • অপ্পন দা ক্যালি দেখাচ্ছে কবে?
  • c | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৬ | 131.95.121.107
  • থানকুনি পাতা বলে কেন? এর আসল নামটা কি? মানে কি নামের অপভ্রংশ হয়ে থানকুনি হয়েছে?
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৫ | 123.201.53.133
  • আচ্ছা এইটা বুঝতে পেরেছি।করে দেখি।

    অপ্পন কবে কেটে পড়ছো? কবছরের জন্য, না পার্মানেন্টলি?
  • arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৩ | 168.26.215.54
  • ১) কাব্লিদা, ম্যাসে এখন মানে ২০০৪ সালে গাড়ি কিনতে লাইসেন্স লাগেনি। কিন্তু পরে পড়ে মনে হয়েছে সেটাই হওয়া উচিত। এই নিয়ে আমার সাথে পুলিশের ব্যপক ঝগড়া হয়েছে। পুলিশও বোঝে নি কি হওয়া উচিত তাই শেষে আমাকে ছেড়ে দিয়েছে। প্রথমে হেবি তড়পেছিল। কিন্তু আপনি যা বল্লেন গাড়ি কিনতে না হলেও রেজিস্টার করতে লাগে। আমিও ম্যাসাচুসেটসের ডেটা দিলাম। ক্যালি সম্বন্ধে র‌্যাটাস অন্য কথা বলে।

    ২) বোস্টনে শিখেছিলাম, ক্যালিতে এসে ভুলে গিয়েছি। আর এখানে তো কোনোরকম পার্কিংই লাগে না। যেখানে হোক লাগিয়ে দিলেই হল।

    ৩) ঃ))))
  • c | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৩ | 131.95.121.107
  • থানকুনি আর ডানকুনি র মধ্যে সম্পর্ক কি তা তিন প্যারায় লিখ।
    (৯ নম্বর)
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪২ | 122.252.231.206
  • কালমেঘের বড়াটাই বা বাকি থাকে কেন?
  • RATssss | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৮ | 63.192.82.30
  • পামিতার জম্মদিনে থানকুনি পাতার চচ্চড়ি, পাটশাক ভাজা, নিমবেগুন আর করলা সেদ্ধ ঃ-) সঙ্গে বাড়িতে বানানো ঘী সহযোগে একথালা গরম সুগন্ধী চালের ভাত।
    পছন্দ হল না? তাহলে সঙ্গে ব্রাহ্মী শাকটাও থাক।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৪ | 122.252.231.206
  • আজ্জো, কপি-পেস্ট হয় না।
  • RATssss | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৪ | 63.192.82.30
  • স্যানের কি ইন্টারনেট এক্সপ্লোরার?
    তার মেনুতে টুল্‌স দেখা যাচ্ছে? তার তলায় ইন্টার্নেট অপশন্স?
    সেখানে গিয়ে ডিলিট কুকিস, ডিলিট ফাইল সব করে দেখেছ কি?
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৩ | 122.252.231.206
  • হে হে, ডন আজ অসহায়। লোককে ওড়াবার নামে হাত কাঁপছে।
  • kd | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩২ | 59.93.218.203
  • ১) কিছুক্ষণ আগে আর্য লিখেছিলো যে আমেরিকায় গাড়ী কিনতে ড্রাইভিং লাইসেন্স লাগে। মনে হয় না ('৭০ সালে আমি একটা '৬৪ ইম্পালা কিনেছিলুম ৪০০ টাকায়, লাইসেন্স পাওয়ার আগে - ওটা নিয়েই পরীক্ষা দিতে গিয়েছিলুম)। তবে আর্য indirectly ঠিক - কিনতে না লাগলেও প্লেট/ইন্সুওরেন্সের জন্যে রেসিডেন্সি প্রুফ লাগে আর ড্রাইভিং লাইসেন্সটাই মোস্ট কমন। (ডিঃ আমার সবই পুরোনো ডাটা আর সবই Massএর - তাই এখন, বা অন্য জায়গায় আর্য ঠিক হতেই পারে)।

    ২) প্যারালাল পার্কিং বলা হয় কারণ the car is parked parallel to the sidewalk(বাংলায় ফুটপাথ)। নিউ ইয়র্ক (বস্টনেও তাই) শহরে ঐটি না জানলে গতি নাই - গাড়ীর থেকে একফুট বেশী লম্বা জায়গার মধ্যে না ঢোকাতে পারলে সারারাত চক্কর মারতে হবে নয় সকালে এসে ৫০-১০০ টাকার টিকিট খেতে হবে।

    ৩) আর্য প্যারালাল পার্কিং করা যে procedure দিয়েছে, সেটা most of the time ঠিক হলেও সব সময় নয়। correct procedurestep ২তে 'ডান'এর জায়গায় 'towards sidewalk' হবে আর step ৪এ 'বাম'এর জায়গায় away from sidewalk' হবে। (আর্য, একটু ফোড়ন কাটলুম, সিরিয়াসলি নিও না)।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩১ | 123.201.53.140
  • এই ক্যাশে, কুকি এরা কারা? কিভাবে ওড়ায়?
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩০ | 123.201.53.140
  • আরে বাংলায় বলো।
  • nyara | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৯ | 64.105.168.210
  • সব কুকি ক্লিয়ার করে দও।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৯ | 122.252.231.206
  • ক্যাশে উড়িয়ে দেখেছ?
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৭ | 123.201.53.140
  • হ্যাঁ হ্যাপি বাড্ডে।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৬ | 123.201.53.140
  • তাছাড়া আমি একটা বিশাল প্রবলেমে পড়েছি। একবার জিমেল খুলেছিলাম বাড়ির ডেস্কটপে , ব্যাস আর সাইন আউট করা যাচ্ছেনা। জিমেল খুলতে গেলেই লগ-ইনের পেজ না এসে আমার ইনবক্স খুলে যাচ্ছে। সাইন আউট করতে গেলে রিফ্রেশ করে আবার ঐ পাতাটাই দেখাচ্ছে। মহা মুশকিলে পড়া গেল , কেউ প্লিজ হেল্প করো ।
  • arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৬ | 168.26.215.54
  • আমার মনে হয় পাতি কপি এন্ড পেস্টেও হবে। (না?)। পাতি জিমেলে গিয়ে পেস্ট করে দিলে হবে না?
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৫ | 122.252.231.206
  • না না, তা কেন? তবে আউটলুক এক্সপ্রেসে জুড়ে অক্ষের কাজ মিটে যাবে।
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৪ | 170.153.62.251
  • আমি তো কবে থেকেই বেড়িয়েই আচি
  • arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৪ | 168.26.215.54
  • বিলেটেড হ্যাবাডে পামিতাদি।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৪ | 122.252.231.206
  • কী হল, তুই এখনো বেরোসনি!!!
  • Blank | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২২ | 170.153.62.251
  • হ্যাপি জম্ম ডে পামিতা দি

    (মামু দেখুক, কোনো ভুল নাই কোত্থাও)
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২২ | 122.252.231.206
  • পামিদি, বিলেটেড হ্যাপি বাড্ডে।

    ঈশান, ঃ)))
  • arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২২ | 168.26.215.54
  • আউটলুকে আপিসের মেল আসে, জিমেলে ভাটের মেল আসে, হটমেলে অকাজের মেল আসে। একসাথে জুড়লে বুঝেই পাই না কোনটা পড়ব আর কোনটা পড়ব না। সব ছড়িয়ে দিন একেই বলে ডেলিগেশন।
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২২ | 12.163.39.254
  • সমস্ত ডনদেরই শেষের সেদিন ভয়ঙ্কর। জিকে বইতে লেকা আছে।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:২০ | 123.201.53.140
  • আবার ভুল জায়গায় লিখে ফেলেছি ঃ-(

    এনিওয়ে, আবার প্রশ্ন করি, আমার যে মরবার কথা ছিল সেইটা কেউ বলে দেয়নি কেন ?
  • nyara | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৮ | 64.105.168.210
  • আউটলুক বা আউটলুক এক্সপ্রেসের কোন বিশেষত্ব নেই। যে কোন PO3 বা IMAP ক্লায়েন্টের সঙ্গে জিমেল ইন্টিগ্রেট করা সম্ভব। এমনকি ইয়াহুর সঙ্গেও যখন POP3 access দিত। এখনও যায় YahooPOP দিয়ে অথবা ইয়াহুর paid subscription দিয়ে।
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৮ | 12.163.39.254
  • সরি। ওটা "পামিতাদির' হবে। বুনান ভুল হয়েছে। ঃ)
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৫ | 122.252.231.206
  • হ্যা, ঈশেনটা আজকাল কেমন হয়ে গেছে। পামিতাদের মানেটা কী? শুভেচ্ছাটা কাকে জানাব?
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৪ | 12.163.39.254
  • স্যান এখনও বেঁচে আছে? কিমাচ্চর্যম।
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৩ | 12.163.39.254
  • এইমাত্তর খবর পাওয়া গেল, পামিতাদের জম্মোদিন ছিল তিনদিন আগে।

    বিলম্বিত শুভেচ্ছা জানাইলাম।
  • Arpan | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৩ | 122.252.231.206
  • হয়ে গেছে! জিমেল আউটলুক এক্সপ্রেসের সাথে ইন্টিগ্রেট করা যায়। থ্যাংকু দু'দি।
  • arjo | ০৯ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৯ | 168.26.215.54
  • ওটার নাম খসখস আর খেতেও খসখসে। দিল্লিতে বার কয়েক আলু খসখস খাবার পর পোস্তর ওপর ঘেন্না ধরে গিয়েছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত