এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sudipta | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৮ | 122.169.180.9
  • খিক খিক ঃ))
  • r | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৪ | 125.18.104.1
  • কানে পৈতা জড়িয়ে নিন।
  • Sudipta | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৩ | 122.169.180.9
  • আজি ঝর ঝর মুখর বাদল দিনে, জানি নে জানি নে.... অতএব ঃ-)
  • babul | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১১ | 125.17.164.130
  • কি ঝামেলা। বেরিয়ে দেখি অঝর ঝর ঝর ঝর ঝর ঝর ঝর। থামলে হয়।
    কৈ হ্য কেয়া?
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৫৬ | 61.95.144.123
  • এই লও - http://tinyurl.com/6zmecm (পরীক্ষিত)
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৯ | 202.91.136.4
  • মানে, ইসে, অরিজিতের লিংক।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৭ | 202.91.136.4
  • কই, খুলছে না তো?
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৪৪ | 61.95.144.123
  • পায়জামার দড়ি ছিঁড়লে প্যান্টের চেয়েও বাজে কেস হয়। বরং ট্র্যাকস্যুট কিছুটা সেফ - ইলাস্টিক থাকে বলে। টাটা-রা ট্র্যাকস্যুট। আর আমরা গামছা।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৬ | 122.160.214.86
  • নাহ্‌হ্‌। ভালো করে পড়ি নি। ছিল। এখন নেই।

    রোলব্যাক, রোলব্যাক।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৫ | 202.91.136.4
  • কী জানলে!!!!!
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৫ | 122.160.214.86
  • পুরো লেপ্পচা কেস। আমি উইকি আর রাশিয়ার প্রেসিডেন্টের ওয়েবসাইট দেখে এই মাত্র জানলাম পুতিন প্রেসিডেন্ট।
  • Amit Basu | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫১ | 59.93.254.89
  • অরিজিত,

    হঠাৎ পায়জামা নিয়ে আলোচনা কেন? কি কেস? হি হি
  • r | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৭ | 125.18.104.1
  • পাজামা হল বিরোধীপক্ষ- খুললে আটকে থাকে না, আর আটকালে খোলে না। পেন্টুল হল সরকার- মনে হচ্ছে বন্ধ, আসলে কিন্তু খোলা।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৩ | 202.91.136.4
  • পাজামার দ্বিবিধ সামোসা আছে।

    দড়ির মুখদুটো আলাদা হলে প্রায়শই একটা প্রান্ত ভেতরে ঢুকে যায়। আর জোড়া হলে কষে বাঁধা যায় না, ক্ষণেই ক্ষণেই পিচ্ছিল পথে নেমে যেতে যায়।

    এছাড়া ইমার্জেন্সি কেসে বিশাল গিঁট পড়ার সম্ভাবনা তো আছেই!
  • r | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৮ | 125.18.104.1
  • ট্র্যাক সুট পরলে এই সমস্যা হত না। পাজামাও রিলেটিভলি সেফ।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৭ | 202.91.136.4
  • বেথে আবার ঘ্যাম নিয়ে ছড়াল।

    পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রীই।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৬ | 61.95.144.123
  • কোমরের বোতাম তো। ঝুপ করে নেবে গেছে। হাত তুলেই দাঁড়িয়ে থাকবো বলে ওটা তোলাও হবে না। তাও আবার যে সে জায়গায় নয় - মোড়ের মাথায় দাঁড়িয়ে।
  • omnath | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৪ | 59.160.220.131
  • জিপার। এইখানে জিপারের কনসেপ্ট টা আনার দরকার ছিলো। বা ডঙ্গল।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৩ | 61.95.144.123
  • হাত তুলে থাকতে থাকতে কখন প্যান্টের বোতাম ভেঙে গেছে টেরও পাইনি, হাতটা নামানোর সময়ও পাইনি। কাজেই...
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩০ | 61.95.144.123
  • এটাই তো আমাদের সাথে সায়েবদের তফাত। আমরা যখন সিপাই বিদ্রোহের ঢেকুর তুলতে ব্যস্ত, ওরা মাটির তলা দিয়ে রেল লাইন পেতে ফেলেছিলো। স্কেপ্টিকস ছিলো নিশ্চয়, কিন্তু তাতে কেউ দমেনি। এই অধিকার ইত্যাদি নিয়ে আইনগুলোও করেছিলো...এখনও তাই আছে - মিটিং/মিছিল/ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন কোনোটাই বেআইনি নয়।

    অন দি আদার হ্যাণ্ড, আমরা হরবখত হাত তুলে আছি, তুলেই আছি।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৭ | 122.160.214.86
  • আবাপ-র বাংলায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছেন প্রধানমন্ত্রী।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৬ | 122.160.214.86
  • চিন্তাটাই কেমন ইউটোপিয়ান হয়ে যাচ্ছে না? যেখানে লোকে চামচ দিয়েই ভাত খেতে অভ্যস্ত সেখানে হাত দিয়ে ভাত খাবার জন্য জোর সওয়াল করা হচ্ছে।

    থিওরি আর প্র্যাক্টিক্যালিটির মধ্যে অনেক অনেক তফাৎ। আসমান জমিন ফারাকও তার থেকে কম হয়। থিওরি মেনে বন্‌ধ কী, অবরোধ কী, অন্যের অধিকারবোধ কী সে সব কচকচি শুনে কি লোকের ভোগান্তি কমবে? যার বন্‌ধ ডাকার সে ডাকবেই, যার ভোগবার, সে ভুগবেই। এমন নয় যে, যে বন্‌ধ ডাকছে, আর যে ভুগছে, তাদের কেউই জানে না বন্‌ধ কী, অবরোধ কী, আর অন্যের অধিকারবোধ কী।

    যা হবার নয় এদেশে তাই নিয়ে খামোকা সওয়াল করে লাভ আছে?
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩ | 61.95.144.123
  • সেদিনই যখন টাকা-টাকা করছিলো তখনই বারণ করেছিলুম।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:২২ | 61.95.144.123
  • এগুনো না করতে পারলে একদিন দেখবে হাই আর সুপ্রীমকোর্টই দেশ চালাচ্ছে - ওরাই ক্যাবিনেট, ওরাই পার্লিমেন্ট। সরকার হবে রাবারস্ট্যাম্প।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:২১ | 202.91.136.4
  • হুম, জমির চরিত্র বদল হয়ে গেছে।
  • r | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৭ | 125.18.104.1
  • অমা! সে আর আছে নাকি যে তার কতা কইব? টাক পড়ে গেল তো এই ক'দিনে।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৭ | 202.91.136.4
  • এঃ! অন্যের অধিকার রক্ষার কন্সেপ্ট! বেথের মত অরিজিতেরও মানসিক প্রাজ্ঞতা নিয়ে মাঝে মাঝে সন্দেহ জাগে। ঃ)
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৪ | 61.95.144.123
  • বলা হত তো? কিন্তু কোর্টগুলো ছড়ালো মিটিং/মিছিল/ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনকে বেআইনী করতে গিয়ে। অন্যের অধিকার রক্ষা করতে হবে - এই ওনাসটা রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিলে দেখতে...
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:১১ | 61.95.144.123
  • এবং আমি কনসিস্টেন্টলি সেই ২০০১ সাল থেকে এই কথাগুনো বলছি, মানে লিখছি। বালা-তে এই নিয়েই শুরু - বেথের সঙ্গে।

    কোর্টগুলো অনেক নতুন এক্সপেরিমেন্ট করতে যায়, কিন্তু বেসিক ধারণাগুলো ভুল হওয়ায় ছড়িয়ে ফেলে। যেমন ধরো ১৫ বছরের পুরনো কমার্শিয়াল গাড়ি বন্ধ করা। ইমপ্র্যাক্টিক্যাল। কারণ ২ বছরের পুরনো গাড়িও ভুলভাল অবস্থায় চলে এবং পল্যুশান ছড়ায়। আবার ২০ বছরের পুরনো গাড়িও মেইনটেইন করলে ঝক্কাস চলে। দরকার ছিলো বছর বছর MOT - মানে গাড়ির হেলথ চেক যে সেটা রাস্তায় চলার যোগ্য কিনা, এবং সেটা পাস করলে তবেই রোড ট্যাক্স। ধর তক্তা মার পেরেক করে চল্লে আখেরে কিস্যু হয় না শর্ট টার্ম লাভ ছাড়া। এটুকুই বলতে পারো যে হ্যাঁ, শুরু তো হল। আর কিছুই না।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:১১ | 202.91.136.4
  • অরিজিত, এই কথাটাই অনেক আগে থেকেই বলা হত। যথারীতি তখন "ক্ষুদ্রতর" ও 'বৃহত্তর' স্বার্থের গল্প শোনানো হত।

    তো, আইন করবে টা কে? বেড়ালের মুখে তো সেলোটেপ এঁটে দিয়েছে।
  • h | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৬ | 125.18.104.1
  • বাল কথাটা বলতে দলমত নির্বিশেষে লোকে লজ্জা পাচ্ছে কেন?
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৫ | 61.95.144.123
  • আইনের কথা আসেই।

    আমাদের "অধিকারবোধ' যতটা, "দায়িত্ববোধ' বা অন্যের অধিকার নিয়ে সচেতনতা তার এক শতকাংশও নয়। মিছিল করা বা ইনডাস্ট্রিয়াল অ্যাকশন নেওয়া বা সমর্থন করা আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সেখানে ইন জেনারেল আমরা বাকি দুটো ভুলে যাই। আইন করে মিছিল/ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন বন্ধ করা আমার অধিকারের ওপর হস্তক্ষেপ। কিন্তু আমার অধিকারের জন্যে আমার তরফ থেকে অন্যের অধিকারে হস্তক্ষেপ করা আটকানোর আইনটা আমার অধিকারে হস্তক্ষেপ নয়, বরং আরেকজনের অধিকারকে এনসিওর করার একটা চেষ্টা।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৯ | 202.91.136.4
  • কল্যাণবাবু আজকের উঃসঃ তে যে কথাটি লিখেছেন সেইটি বহুদিন ধরে চলে আসছে। আমার সঙ্গে থাকলে তুমি রাজনৈতিক সচেতন আর বিপক্ষে গেলেই হয় বহিরাগত, নয় বিভ্রান্ত।

    উদাহরণ অনেক আছে।
  • santanu | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৬ | 82.112.6.2
  • অরিজিত কি যে আইন আইন করে।

    লাখ লাখ লোক কে ডেকে মিছিল করিয়ে দেওয়া হলো, রাস্তা গুলো বন্ধ হয়ে গেল, ট্রাফিক চলছেনা, গতকাল আমার বোন আটকেছে, আগামীকাল রামের দাদা আটকাবে - বিমানবাবু বলেছেন "লিগাল মিছিল'

    সে পাগল ছাগল যেই হোক, এই দাদাগিরির মুখে একটা লাথি মারতে পারলে - দেখেও সুখ।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৮ | 61.95.144.123
  • এই বরফ গলাটার ক্ষেত্রে মনে হয় উনি নরম হতে বাধ্য হয়েছেন। এক - তৃণমূলের সিণ্ডিকেটের লোক ক্ষেপে গেছে, দুই - শহুরে লোকজন পুরো বিপরীতে চলে গেছে, তিন - ওঁর না হয় কাজকাম নেই, কিন্তু ওঁর সাথে কতদিন বাকি লোকজন বসে থাকবে - কদিনের ছবি মিলিয়ে দেখবে লোকও কমে এসেছে, চার - শিল্পমহল তো সন্দিগ্‌ধ ছিলোই, এখন খিস্তি মারছে, পাঁচ - খোদ সিঙ্গুরেও স্পষ্ট বিরোধিতা...
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪০ | 202.91.136.4
  • কিন্তু বরফ তো গলছে। আজ মধ্যস্থতাকারীর প্রস্তাবে রাজি হয়েছেন, কাল সেইখান থেকে কোন সমাধানসূত্র বেরোবে। এইটা হল চাপে রাখার খেলা। এই খেলা তো নতুন কিছু নয়। যারা আজ ভবিষ্যৎ ভবিষ্যৎ করে কন্ঠে আবেগ আনছেন তারা এই খেলা অনেক খেলেছেন। এখন তাদের হাত একটু পুড়বে না এমন কি হতে পারে!
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৯ | 61.95.144.123
  • মিছিল বা ধর্ণা বা ইনডাস্ট্রিয়াল অ্যাকশন লিগ্যাল/ইল্লিগ্যাল হয় না, হওয়া উচিতও নয়। কিন্তু অন্যের রাস্তা আটকানো ইল্লিগ্যাল। আইনটা সেরকম হওয়া উচিত।
  • santanu | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৩ | 82.112.6.2
  • দাদাগিরি এখনো চালু আছে, কালকেই বিমানবাবু আধা কলকাতা বন্ধ করে দিয়ে বলেছেন, এটা হলো লিগাল মিছিল
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৯ | 61.95.144.123
  • সে বস্‌ আমাদের ক্যারেক্টারিসটিক্স। এক্ষুণি একটা ওয়ান ডে সিরিজ লাগিয়ে দিয়ে দ্যাখো কি হয়। নন্দীগ্রামের পরেও তাই হয়েছিলো - বিশ্বকাপ আসতেই সব সিসু-বিসুরা বেপাত্তা।
  • santanu | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৭ | 82.112.6.2
  • এখুনি শেষ হয়ে গেলে, প্রায় সকলেরই লাভ হবে
    কিন্তু
    ডিবেটগুলো আবার তোষকের তলায় চলে যাবে, লেসার Evil এর দাদাগিরি আবার চালু হয়ে যাবে।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৬ | 61.95.144.123
  • ডিবেটগুলো কিন্তু আগে থেকেই আসতে শুরু করেছে। তাই তো মনে হয়। এখন পাবলিসিটি হয়েছে বলতে পারো।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৬ | 122.160.214.86
  • এইটা তা হলে নতুন বিশেষণ? অর্কুটে দিয়ে দিই বরং।
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:২০ | 202.91.136.4
  • কী মুশকিল! ওই বা $&*(@&$*(@ ধর্ণায় না নামলে কি ডিবেটগুলো সামনে আসত?

    তবে বা $&*(@&$*(@ সম্পর্কে এইটাই বলার আছে যে শুরু করা যেমন জানতে হয়, তেমনি শেষ করাটাও জানতে হয়। নইলে আর করাতবাবুর সঙ্গে ওনার তফাৎ রইল কোথায়?
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০০ | 61.95.144.123
  • আম্মো কনফিউজড কিন্তু সেটা এর থেকে বেরিয়ে আসা ডিবেটগুলো নিয়ে। ওই বা$&*(@&$*(@-এর ধর্ণা নিয়ে একদমই নই।
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৪ | 61.95.144.123
  • কিন্তু ফরাসী দাড়ি আর ফরাসী বউ এবং ফুঁকো সত্বেও কেউ impasse শোনে নাই - সুধীজন দেখুন আমি কিন্তু এই নিয়ে কটাক্ষ করি নাই;-)
  • h | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 125.18.104.1
  • শোন কনফিউশন একটি সৎ ডিসকোর্স। চারিদিকে ককশ্যুওর লোকজন এট্টু বেড়ে গেছে বলেই এত চাপ।
  • papiya | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৮ | 74.192.194.238
  • দিন গড়িয়ে মাঝরাত হল, এখনো ডিম সেদ্ধ হল না? ঃO
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৭ | 12.240.14.74
  • সে আমার আগেই সন্দেহ ছিল।

    কিন্তু সুধীজন লক্ষ্য করুন। আমি আমার ভাষাজ্ঞানের অভাবের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ইংরিজি শিক্ষানীতির সমালোচনা করার আগেই, অরিজিৎ জানিয়ে দিল, ইংরিজি নয়, উহা ফরাসী। ঃ)
  • Arijit | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৪ | 61.95.144.123
  • এটা ফ্রেঞ্চ ইমপোর্ট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত