এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১০:৩০ | 202.91.136.4
  • ** দুলো - দু' পায়ের ধুলো।
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১০:২৯ | 202.91.136.4
  • এই হেথায় গরীবের আপিসের পাশে আর একখানি অসীমতা বিরাজ করছে। এইদিকে পায়ের দুলো কখনো দিলে এট্টু খবর পাঠাবেন। যেচে দেখা করে আসব।
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১০:২৮ | 202.80.51.66
  • কে অসীম?? হ্যাঁ, অসীম কে???
    কিন্তু অজ্জিত, "হুঁ" আর "সল্লেক"এর মাঝে টোটাল ১৮ টা চৌকো বাক্স, ওগুলো কি?
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ১০:২৪ | 61.95.144.123
  • হুঁ, ইনফিনিটি টাওয়ার টু, সল্লেক। মানে ডিভাইড বাই জিরো-র অ্যাকচুয়াল বাসস্থান ওইটেই হওয়া উচিত;-)
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ১০:২২ | 202.91.136.4
  • ডিভো কি অসীমে অবস্থান করেন? ঃ)
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ১০:১৮ | 202.80.51.66
  • নাহ, ঠিকঠাক খুলেছে ... হেভেন্স ডোর (তিমি ও ডিলানদা'), জিমেল (ব্ল্যাঞ্‌ক), ফায়ারফক্স (অপ্পন আর অজ্জিত) আর আমি গুরু'জ প্রাতঃকালীন ঠেক :D
  • Blank | ২৭ আগস্ট ২০০৮ ০৯:৫০ | 65.218.154.195
  • খুলছে ঠিক ঠাক।
  • Arijit | ২৭ আগস্ট ২০০৮ ০৯:২৯ | 61.95.144.123
  • ব্ল্যাংকি - জিমেল দ্যাখো তো ক্র্যাশ করছে কিনা। ফায়ারফক্স ৩ যখন রিলিজ হল তখন আমি ম্যাকে বসিয়েছিলাম, জিমেল ক্র্যাশ করছিলো বলে আবার রোলব্যাক করি। এখন জিমেল ঠিক থাকলে আবার লাগাবো।
  • Arpan | ২৭ আগস্ট ২০০৮ ০৯:২৬ | 202.91.136.4
  • ফায়ারফক্স ৩?
  • Tim | ২৭ আগস্ট ২০০৮ ০৯:২৩ | 24.127.39.26
  • হেভেন্স ডোর ?!!
  • Div0 | ২৭ আগস্ট ২০০৮ ০৯:০৯ | 202.80.51.66
  • নক্‌ নক্‌!
  • h | ২৭ আগস্ট ২০০৮ ০৬:১৩ | 121.242.13.34
  • বাইডেন নমিনেশন পাওয়ার পর, আমার মনে হচ্ছে এইবার ওবামার শ্লোগান স্লাইটলি পাল্টে যাবে। 'Ok, we are for no more change.'

    ঃ-)
  • Blank | ২৭ আগস্ট ২০০৮ ০৪:০১ | 65.218.154.195
  • অজ্জিত দার জন্য,
    নতুন ফায়ার ফক্সে আনন্দবাজার একদম ঠিক ঠাক আসছে ম্যাকে ঃ)
  • RATssss | ২৭ আগস্ট ২০০৮ ০২:৫১ | 63.192.82.30
  • এটা কি সত্যি? মামী পুরো সরস্বতী পুজো কাটিয়ে ফিরবে!
    পেত্তেক দিনের একটা ডায়েরী লিখলে হত নি? কিছু বাদ পরে গেলে আমরা মনে করিয়ে দিতুম ঃ-) তাহলে পামিতার মতন ফিরে এসে কান্নাকাটি করতে হত না!
  • RATssss | ২৭ আগস্ট ২০০৮ ০২:২৯ | 63.192.82.30
  • আসা যাওয়ার পথের ধারে....
    রঙ্গনে পুনে ও টরেন্টোর পথে শাটল মারে কেন? মারলে পরেও আমার নাম ধরে টানাটানি করে কেন? তাও আবার দুপুর দেড়টা ভারতীয় সময়ে (মানে আমার মাঝরাতে)
  • Du | ২৬ আগস্ট ২০০৮ ২৩:৫৪ | 67.111.229.98
  • ফুটানি ইত্যাদি নিয়ে।
    আমাদের কলকাতার বাড়িতে (বরের বাড়ি) বহু পুরোনো জিনিস । চিরকালই, বিশেষতঃ আমার শাশুড়ি, বর আর ছেলের অ্যালার্জীর ধাত বলেও ঐ ধুসর হয়ে যাওয়া, পুরোনো জিনিসগুলো পছন্দ হত না কখনও। রান্নাঘরও কোন ব্যাতিক্রম নয়, চল্লিশ বছরের বাসনপত্র কৌটো আদি নিয়ে। তো এবার ছেলের জন্যে কেনা নতুনরকম দেখতে হরলিক্সের বোতলপ্রসঙ্গে আমার শাশুড়ি তেজপাতার বয়মটা দেখিয়ে বলছেন, এই বয়ামটা বাবুয়ার ছোটবেলার। সেই মুহূর্তে কেন জানিনা হঠাৎ ঐ রান্নাঘরের ভেতর ওনার জীবনের নানারঙের দিনগুলোকে দেখতে পেলাম আমি সেই সব বিবর্ণ বাসনকোসন শিশিবোতলের মধ্যে।
    হয়তো এখন, যখন সময়ের সাথে সাথে আসল ফুটানি করার জিনিস হাতের মুঠো থেকে গলে বেড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাকানোর চোখটা পাল্টে যেতে শুরু করছে আমার।
  • Tim | ২৬ আগস্ট ২০০৮ ২৩:১৪ | 24.127.39.26
  • এখানেও বৃষ্টি। ভাগ্যিস ছুটি ছিলো।
  • mita | ২৬ আগস্ট ২০০৮ ২২:৫৭ | 24.211.173.47
  • পারমিতা, ব্যাক টু থোড় বড়ি খাড়া?
  • kallol | ২৬ আগস্ট ২০০৮ ২২:৫৫ | 122.167.119.50
  • ন্যাদোশ কই জাতীয় মাছ। কইয়ের চাইতে চওড়া একটু গোল মত, কিন্তু লম্বায় একই রকম। রং কালো। কই পুকুরের মাছ। ন্যাদোশ নদীর মাছ। ডায়মন্ডহারবারে প্রচুর পাওয়া যায়। কলকাতার বাজারে মাঝে মাঝে।
    কালো জিরে ফোড়ন দিয়ে পাৎলা ঝোল/সর্ষের তেল, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে মাখো মাখো করে হতে পারে। ভাজা কখনো খাই নি, তাই বলতে পারবো না।

    কি করে খাবে? ভাত দিয়ে মেখে হাত দিয়ে। হে হে হে........
  • mita | ২৬ আগস্ট ২০০৮ ২২:৫৩ | 24.211.173.47
  • অক্ষ, আমি দেখতে শুরু করেছি। আজ হিলারি আর কাল বিল বল্বেন। এই দুদিন তো শুনবই ঃ-)
    গতকাল মিশেল ওবামা খুব ভালো বলেছেন, আমি বেশ অবাকই হয়েছি।

    অরিজিত, জো বাইডেন নমিনেশন পাওয়াতে অনেক হিলারি সাপোর্টারদের খুব খারাপ লেগেছে, তবে he probably was the safest bet. Experienced but non-threatening, specially compared to Hilary.
  • Blank | ২৬ আগস্ট ২০০৮ ২১:৫৪ | 170.153.62.251
  • চারদিকে শুধুই বৃষ্টি। ঝাপসা আকাশ
  • arjo | ২৬ আগস্ট ২০০৮ ২১:০১ | 168.26.215.54
  • পামিতা দি নৈহাটি কেমন দেখলে?
  • Ananda | ২৬ আগস্ট ২০০৮ ২০:৫৩ | 57.67.164.37
  • হল্যান্ডে সফ্‌ট ড্রাগ লিগাল, তবে একট ডেটাবেস এ নাম উঠে যাবে আর দৈনিক লিমিট আছে। মানে আপনি সোদপুরে ১০ গ্রাম কিনে গঙ্গা পেরিয়ে রিষড়া থেকে আরো ১০ গ্রাম কিনবেন - সেটি হবে না। ফান্ডাটা খারাপ না ঃ-)
  • a x | ২৬ আগস্ট ২০০৮ ২০:৪১ | 143.111.22.23
  • মিতাদি, এই দেখলাম স্ক্র্যাপটা। নাহ্‌ আমি ইন্টরেস্ট লুস করেছি। দেখি নাই কনভেনশন। আপনি দেখলেন?
  • c | ২৬ আগস্ট ২০০৮ ২০:০৮ | 131.95.121.107
  • ন্যাদোশ মাছ কেউ যদি খেয়ে থাকো/থাকেন, তো বলবেন কিকরে খেলেন।
    আগে ন্যাদোশ মাছের বর্ণনা জাতিকুল সব বলে নেবেন, একটা উপকার হবে। নইলে আবার কে কবে বলে দেবে ন্যাদোশ =ভোঁদড়!!!!!
    ঃ-)))))))))))))))))))
  • Du | ২৬ আগস্ট ২০০৮ ২০:০১ | 67.111.229.98
  • তোমরা কি ? এই মিষ্টি 'হাই' শুনেও চিনতে পারছো না, নম্বর দেখছো !! বেল কাম, বেল কাম।
  • Blank | ২৬ আগস্ট ২০০৮ ১৯:২২ | 170.153.62.251
  • তা যায় বটেক
  • sinfaut | ২৬ আগস্ট ২০০৮ ১৯:২০ | 117.195.196.5
  • চিনেপাড়ায় কি একোনো চন্ডু চরস পাওয়া যায়?
  • Blank | ২৬ আগস্ট ২০০৮ ১৯:১১ | 170.153.62.251
  • উহা কি গুলে মাছ?
  • Paramita | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৫৪ | 216.10.193.24
  • ইশে, আউটকামটা কেউ জানলে আমাকেও জানিও। আমায় "বেল পাকলে কাকের কি" বলে ফুটিয়ে দেওয়া হচ্ছিল।
  • san | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৫৩ | 12.144.134.2
  • কৌতুহল প্রকাশের জন্য আবার কেন ঃ-)
  • Paramita | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৫৩ | 216.10.193.24
  • নাটকে ইন্টারেস্টিং কিছু হচ্ছিলো না। একদিন কলেজ স্ট্রিট গেলাম। মিউজিক ওয়ার্ল্ড। ক্রসওয়ার্ড। শপিং মল। পুরোনো মফঃস্বল শহরে একদিন। বেশ কদিন সন্ধেবেলা রুবির মোড়ে নিয়ম করে ভাঁড়ের চা তেলেভাজা। গুরুভাইদের সঙ্গে আড্ডা একদিন। ইশকুলের প্রাণের বন্ধু। ভালোই চলছিলো। তারপর মেয়েরা কাঠি কল্ল, বেরোনো বন্ধ।

    ফিরে থেকে বড়ই রঙের অভাব বোধ কচ্ছি।
  • arjo | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৫১ | 168.26.215.54
  • ঐ ""জানানো হবে না"" টাও অনেকদিন জানা ছিল। দুটো পসিবল আউটকাম। আইদার যাওয়া হয় নি নয়ত প্রচন্ড ঝুলেছে। কোনোটাই জানানোর মতন নয়। ঃ-))

    ভোররাতে চীনে খাবার ঃ-))
  • r | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৪৮ | 125.18.104.1
  • সরি কেন??

    স্যানের মধ্যে উনিশে এপ্রিলের দেবশ্রী রায়ের মত একটা ব্যাপার আছে কিন্তু।
  • san | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৪৫ | 12.144.134.2
  • ও। সরি ।
  • Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৪২ | 61.95.144.123
  • আমি এখনো একটাও নাটক দেখিনি, সিনিমা দেখিনি, নন্দনে যাই নি। তিন মাস হতে চল্ল। এর নাম জিন্দগী। ধুৎ ধুৎ।
  • r | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৪২ | 125.18.104.1
  • এইটা জানানো হবে না।
  • Paramita | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৪১ | 216.10.193.24
  • সেক্টর ফাইভ বেশ লাগলো। কলেজ কলেজ টাইপের। ওখানে চাকরি করছি ভাবতেই বয়সটা বেশ কমে গেল। আর নলবনে মাছভাজার ডিমসামের কথা কে জানালেন? রবাউ কি? ঐটা খুব রোমান্টিক কিন্তু ট্রাই করা হোলো না। আর নিউটাউন কলকাতার একমাত্র ফাঁকা জায়গা। ওখানে তাঁবু খাটিয়ে ক্যাম্প করে থাকা বাইপাসের ধোঁয়া গিলে থাকার চেয়ে ভালো।
  • Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৩৮ | 61.95.144.123
  • ব্রড সেন্সে বল্লুম। কাশ্মীরের জেলাগুলির নাম জানি না। একটা মনে হয় ইয়াহু।
  • Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৩৬ | 61.95.144.123
  • তাইই হয়। সাতচল্লিশজন আত্মীয়ের বাড়ি যেতে যেতেই ছুটি কাবার হয়ে যেত। হটকাটি আর বেদুইনে যাওয়া হত না। আর এখন তো আরোই হয় না। আপিস আর বাড়ি, বাড়ি আর আপিস। মাগো - এর নাম জীবন। ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স।
  • san | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৩৬ | 12.144.134.2
  • ভোররাত্তিরে চীনে পাড়ায় গিয়ে খাওয়া হয়েছিল কি? এইটা জানতে বিশেষভাবে উৎসুক ঃ-)
  • r | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৩৫ | 125.18.104.1
  • কাশ্মীর তো জেলা নয়। কাশ্মীর একটি রাজ্য, ভারতের উত্তরে অবস্থিত।
  • Paramita | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৩৪ | 216.10.193.24
  • এইবার দেশে গিয়ে অনেককিছুই আসছে বছর হবে হয়ে রইলো।
  • Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১৭:৩৩ | 61.95.144.123
  • কাশ্মীরে। ওই দেখেই শাম্মি কাপুর ইয়াহু বলে গান গেয়েছিলো।
  • r | ২৬ আগস্ট ২০০৮ ১৭:২৯ | 125.18.104.1
  • হাডুপ কোন জেলায়?
  • Paramita | ২৬ আগস্ট ২০০৮ ১৭:২৭ | 216.10.193.24
  • তবে আমার একটি অনুরোধ, বোয়াল মাছ কখনো অযোগ্য আনইনিশিয়েটেড পাতে পড়তে দেবেন না। মানে "ট্রাই" করানোর জন্যও না। ওতে বোয়াল মাছের অপমান হয়।
  • san | ২৬ আগস্ট ২০০৮ ১৭:২৬ | 12.144.134.2
  • পামিতাদি অসময়ে আসলে বরাবর হাই বলেন। সময়ে আসলে হালুম বলেন। কারোর কি অবজার্ভেশন পাওয়ার বলতে কিছুই নাই?
  • Paramita | ২৬ আগস্ট ২০০৮ ১৭:২৫ | 216.10.193.24
  • হাই দিয়ে বুঝি লোক চেনা যায়? অরিজিতকে দেখলে কেউ বলবে যে সে উবুন্তু কি লাল্টুপির ফ্যান? বরম সরোদবাদক তবু বিশ্বাসযোগ্য।
  • Arpan | ২৬ আগস্ট ২০০৮ ১৭:২৪ | 202.91.136.4
  • অরিজিত হীরেনবাবু, জ্যোতিবাবু ও সোমনাথবাবুর সার্থক উত্তরসূরী। ঃ)
  • Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১৭:২৪ | 61.95.144.123
  • অ্যাকচুয়ালি আমার মাথায় কিছু নাই হাডুপ ছাড়া, আর এই খুনে চেয়ারগুলোতে আর দুদিন বসলে আমাকে হাসপাতালে ভত্তি হতে হবেঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত