এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৮ আগস্ট ২০০৮ ০৪:৩৩ | 65.218.154.195
  • পেটে কয়েক পেগ পরলে মাংস শক্ত আর নরম, কিস্যু টের পাওয়া যায় না এক্কেবারে।
  • c | ১৮ আগস্ট ২০০৮ ০২:১১ | 131.95.121.107
  • হনুর লেখা পড়ে এই প্রথম প্রায় পুরোটাই বোঝা গেলো।ঃ-)
  • c | ১৮ আগস্ট ২০০৮ ০২:০৯ | 131.95.121.107
  • শ্যাম্পেন আর সোমপান এই দুখানা কথায় খুব মিল!
  • Tim | ১৮ আগস্ট ২০০৮ ০১:১২ | 24.127.39.26
  • মামী,
    অনুপান শক্ত হয়? কেং কয়ে?
    আর, ব্ল্যাংকির হ্যাং ওভার কাটেনি এখনও?
  • m | ১৮ আগস্ট ২০০৮ ০০:৫২ | 12.217.30.133
  • অনুপানের আবার শক্ত নরম কি?
  • Arpan | ১৮ আগস্ট ২০০৮ ০০:২৬ | 122.252.231.206
  • সবটা পান করে ফেললে তো মাংস শক্ত থেকেই যাবে।
  • m | ১৭ আগস্ট ২০০৮ ২২:৫২ | 12.217.30.133
  • আজ্জো,
    মাংস কিছুটা গামছায় বেঁধে দিয়ে দিয়েছো তো? পথিমধ্যে যদি গলা ভেজাতে হয়- কি দিয়ে ভেজাবে!!
  • Tim | ১৭ আগস্ট ২০০৮ ২২:৩৬ | 24.127.39.26
  • আজ্জোর বন্ননা পড়ে যা বুঝছি, ব্ল্যাংকিকে অনায়াসে ভ্যাক্যুম ক্লিনার বলা যায়। ঃ)
  • arjo | ১৭ আগস্ট ২০০৮ ২২:০৬ | 24.214.28.245
  • ম, সেইটাই সমস্যা। কিন্তু এই কদিনের নোটিসে আর কিছু পাওয়া গেল না। পরের বছর থেকে অন্য কোথাও যাবে।

    এদিকে গতকাল ব্ল্যাংকিকে প্রায় জোর করে ওর হোটেলের ঘর থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। আমাদের থেকেও সাম্পান বেশি করে। গতকাল আমরা জাইকাতে একসাথে লাঞ্চ করে যখন আবার ব্ল্যাংকির হোটেলে ফিরে আসছি তখন সাম্পান বলল "কাকু তুই আমার চোখের আড়ালে চলে যাস না"। এরপরে হোটেলের সামনে বাপ এবং ছেলের জোরাজুরিতে ব্ল্যাংক বাবু রাজি হলেন কলম্বাসে তাঁর পায়ের ধুলো দিতে। ব্ল্যাংকির হোটেলের ঘরে ঢুকেই তো হারিয়ে গেলাম বোতলের মাঝে। ছোট, বড়, খালি, আধ খালি বোতলের মাঝে আমি, ছেলে ও ব্ল্যাংকি খানিক লুকোচুরি করার পর জানতে পারলাম মাঝে ঘর চেঞ্জ করতে হয়েছে বলে কিছু বোতল নাকি অন্য ঘরে পরে ছিল। বোঝো। ব্ল্যাংকি বাবু এলেন কলম্বাসে, ছেলের সাথে স্কুলবাস এবং থমাস নিয়ে খেললেন, আমাকে ফোটোগ্রাফি নিয়ে প্রচূর মূল্যবান জ্ঞান দিলেন। আমরা রাত দুইটা অবধি পান করলাম। রাতের খাওয়া একটু ঝুলে গেল - কারণ মাংস সিদ্ধ হয় নি। সকালে উঠে তড়িঘড়ি উনি চলে গেলেন আটলাণ্টা চিড়িয়াখানার ছবি তুলতে।
  • c | ১৭ আগস্ট ২০০৮ ২১:৫১ | 131.95.121.107
  • তিনটে জিনিসই দেখি খালি আজকাল।
    বিগ ব্রো,বুটলিকার আর বুলশিটার।
  • m | ১৭ আগস্ট ২০০৮ ২১:০৬ | 12.217.30.133
  • আজ্জো,
    কেরেস্তান স্কুলে গেলে সহবত শিক্ষা একেবারে চূড়ান্তমাত্রায় পৌঁছোবে- কথায় কথা প্লিজ আর প্রভুর নাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যেতে পারে- খেতে বসে তাঁর নামগান বা হঠাৎ রাতে ঘুম থেকে জেগে প্রভুর নাম শুনে পিলে চমকালে জানবে- সব ই তাঁর ইচ্ছাঃ))
  • siki | ১৭ আগস্ট ২০০৮ ১১:২৫ | 122.162.85.230
  • কম্পু ল্যাপি কিনতে হলে নেহরু প্লেসে এসে কিনে নে যাও। ভিস্তা-ওলা ব্র্যান্ডেড মালের মধ্যে এক্সপি গুঁজে দিচ্ছে, মাত্র একশো টাকা এক্সট্রা।
  • arjo | ১৭ আগস্ট ২০০৮ ০৮:২৮ | 24.214.28.245
  • আজ শনিবার, আজ নয়, গতকাল ছিল রাম খাবার দিন
    টিম নেই, কিন্তু ব্ল্যাংকি আছে, তাই হুইস্কিই গিলে নিন
  • Tim | ১৭ আগস্ট ২০০৮ ০০:৪৬ | 24.127.39.26
  • হেইডা একখান নতুন কথা শোনা গ্যালো। একটিমাত্র বিষয়ে স্পেশালিস্ট লেখক/লেখিকা। ব্যাপক! ঃ))
  • Tim | ১৭ আগস্ট ২০০৮ ০০:৩৪ | 24.127.39.26
  • * ""...সুযোগ-সুবিধা না দেওয়ার মত...."
  • Tim | ১৭ আগস্ট ২০০৮ ০০:৩৩ | 24.127.39.26
  • এই যে এতজন প্রতিযোগী পদকের কাছাকাছি গেছে, সেটাই অনেক। সর্বভারতীয় সংস্থা ক্রীড়াবিদদের জন্য যতটুকু সময় দেন, তাতে এই রেজাল্টে বরং বেশ আশ্চর্যই হতে হয়। এছাড়াও আর্থিক সুবিধে-অসুবিধের দিক তো আছেই।
    যাঁরা সত্যিই মনে করেন আন্তর্জাতিক মঞ্চে সফল হওয়ার যোগ্যতা তাঁদের আছে, তাঁদের অবিলম্বে সরকারের সাথে টাকাপয়সা নিয়ে কথা বলা উচিত, এবং না পেলে অন্যত্র চলে যাওয়া উচিত। আমাদের দেশে ফান্ডিং সীমিত হলেও জনা পঞ্চাশ বাছাই করা ক্রীড়াবিদকে যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার মত গরীব না। চুরি করাটা আটকাতে পারলে, আর মন দিয়ে স্পটিং এর কাজটা করলে (যে জন্য অনেকেই মাইনে পান) বাকিদের সাথে এই আকাশপাতাল তফাৎ টা ঘুচে যেত। আমার বিশ্বাস চার বছরের মধ্যেই। আমাদের যতটা খারাপ মানের বলে মনে হয় আমরা তার থেকে অনেক ভালো। এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা।

    আর এসব কিছু নাহলে চিরকালই এরকম বসে বসে প্রোবাবিলিটির অঙ্ক কষতে হবে।
  • bozo | ১৬ আগস্ট ২০০৮ ২২:০৪ | 68.227.84.133
  • আমাদের শেষ আশা বোধ হয় বক্সিং। কুমার অখিল (৫৪ কেজি), কুমার ভিরেন্দর (৭৫ কেজি) ও কুমার জিতেন্দর (৫১ কেজি) তিন জনেই কোয়ার্টার ফাইনালে। আর একটা রাউন্ড জিতলেই অন্তত ব্রোঞ্জ। প্রথম জন ওয়ার্ল্ড চ্যাম্প কে হারিয়ে উঠেছে। বাকী দুই জন বেশ সহজে, প্রায় ১০ পয়েন্ট ডিফারেন্স নিয়ে।
    তবে সব চেয়ে আশার কথা আত্মবিশ্বাস। ভারতীয় রা এখন সত্যি সোনার দিকে তাকিয়ে। কুমার অখিল এর ইন্টারভিউ পড়লাম। রিপোর্টার যখন তাকে আরেকটা লড়াই জিতলেই তো ব্রোঞ্জ জাতীয় কথা বলেছে তখন তার সরাসরি উত্তর যে সে মনে করে সোনা জেতা উচিত। তাই রূপা বা ব্রোঞ্জ হল সেটলিং ফর লেস। এবং অবশ্য-ই লেভেল হেডেড। বলেছেন যে আপনি যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হারাতে পারেন তেনমি একদিন কোনো রুকির কাছে হেরে যেতে পারেন।
    এবং শেষ পাঞ্চ টা ভারতীয় ক্রীড়া ব্যবস্থা কে। কুমার অখিল মনে করেন (এবং সঠিক ভাবেই) যে তিনি কোয়ার্টার ফাইনালে হেরে গেলে কেউ মনে রাখবেন না যে তিনি প্রি-কোয়ার্টারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে হারিয়েছিলেন।
  • Arpan | ১৬ আগস্ট ২০০৮ ২০:২১ | 122.252.231.206
  • কী মুশকিল। এইসব জালি জিনিস ফেলে দেও না কেন?

    বিটিডব্লু, হল্যান্ড আর আর্জেন্টিনার চমৎকার খেলা হচ্ছে।
  • sinfaut | ১৬ আগস্ট ২০০৮ ২০:১৩ | 117.195.193.76
  • বিএসএনএল কানেক্সানের কারও জিমেল বা ওর্কুট খুলতে সমস্যা হচ্ছে কি?
  • dd | ১৬ আগস্ট ২০০৮ ১০:৪৯ | 122.167.14.0
  • অজসাহেব নীচে যে লিংটা দিলেন সেটা পড়লাম।

    হেথায় দ্য হিন্দু বেশ কনসার্ভেটিভ পত্রিকা, একটু গুরু গম্ভীর। সেখানেও ১৫ই অগাস্ট দেখলাম একজন ভারতীয় প্রতিবেদন লিখেছেন - একই বিষয়ে এবং একই রকমের মতামত জানিয়ে।

    তবে, জর্জিয়া রাশা নিয়ে মনে হয় কলকেতাতেও খুব চিত্তচাঞ্চল্য নেই।
  • aja | ১৬ আগস্ট ২০০৮ ০৯:৫৩ | 71.106.244.161
  • আমেরিকায় বসে তো অন্য দিকের পারসপেক্টিভ পাওয়া যায়না। তো মোটামুটি সভ্য মানুষ এই রাশা-জর্জিয়া-আম্রিকা নিয়ে কি ভাবছে তার একটা ভাল সামারি এখানে আছে।

    http://www.guardian.co.uk/commentisfree/2008/aug/14/russia.georgia
  • arjo | ১৬ আগস্ট ২০০৮ ০৭:২৬ | 24.214.28.245
  • ম, এটা একটা স্কুল তবে K3 প্রোগ্রাম আছে। এক সপ্তাহের নোটিসে এই পাওয়া গেল। মুশকিল হল এটা একটা কেরেস্তান ইস্কুল, চ্যাপেলে নিয়ে যাবে ঃ(। যাক, যদি পছন্দ না হয় তখন দেখা যাবে।

    আমি ইস্কুলে গিয়েছিলাম একেবারে কেলাস ওয়ানে। তাও ৬ প্লাসে।
  • Du | ১৬ আগস্ট ২০০৮ ০৫:২৭ | 71.97.107.170
  • অন্যায় যে করে -র পুরো কবিতাটার কি ইংরিজীতে আছে কোথাও নেটে?
  • RATssss | ১৬ আগস্ট ২০০৮ ০৪:৪৯ | 63.192.82.30
  • নাহে বোজো, আমাগো দ্যাশে এখন এবয়সে ইস্কুলে যায় না, কিন্টারগার্ডেনে যায় ঃ-))
  • bozo | ১৬ আগস্ট ২০০৮ ০৩:৩৯ | 128.111.119.235
  • এই দ্যাশে প্রিস্কুল। আমাগো ছিল ইস্কুল।
  • RATssss | ১৬ আগস্ট ২০০৮ ০২:০২ | 63.192.82.30
  • সাম্পানের বাবা তো আর্য্য - মানে মহর্ষি না হলেও ঋষির কাছাকাছি তো বটে। অবশ্যি একালের কথা বড্ড কঠিন, বাংলা সাহিত্যের লেটেষ্ট মহর্ষির পুত্র নোবেলের কথা না ভেবে আম্রিকায় বসে কোড লেখে...

    তা সাম্পান কি বলেছে নোবেল চাই? ওর তো আপাতত মেমে আর জোনাথন চাই। আর্য্যের কি তাতেই চাপ বাড়ল?
  • m | ১৬ আগস্ট ২০০৮ ০২:০০ | 12.217.30.133
  • আজ্জো,
    ছেলে কে কোনো প্রিস্কুলে দিলে নিশ্চয়?
  • m | ১৬ আগস্ট ২০০৮ ০১:৪৮ | 12.217.30.133
  • ভজু,
    গুরুজন দের সম্পর্কে এই সব কি কথাবার্তা:X!!!
  • arjo | ১৬ আগস্ট ২০০৮ ০১:৩০ | 24.214.28.245
  • ছেলেকে স্কুলে ভর্তি করে এলাম। বলা ভালো ছেলে নিজেই স্কুলে ভর্তি হয়ে এলো। ডে কেয়ারে ওর এক বন্ধু জোনাথন আর যাঁর ডে কেয়ার তাঁর মেয়ে মেমে স্কুলে যাওয়া শুরু করেছে। জোনাথন চার আর মেমে পাঁচ। তাই সাম্পানও তাদের দেখাদেখি স্কুলে যেতে চায়। গত এক সপ্তাহ ধরে জিগ্যেস করেছে "হোয়াই ডু মেমে অ্যান্ড জোনাথন হ্যাভ টু গো টু স্কুল?" পরশু রাতে এমনই অবস্থা রাত ৯ টার সময় তাকে স্কুলে নিয়ে যেতে হয়েছে। তাই আজ সে এনরোল্ড হয়ে এলো। কদিন উৎসাহ থাকবে জানি না। ভাবছে বুঝি স্কুলে গেলে মেমে আর জোনাথনের দেখা মিলবে। রবিদাদুর মতন না হয়। স্যারের বাবা তো ছিলেন মহর্ষি তাই পরে স্কুলে না গেলেও নোবেল পেতে অসুবিধা হয় নি, কিন্তু সাম্পানের বাবা!ঃ-)
  • bozo | ১৬ আগস্ট ২০০৮ ০১:১৩ | 128.111.119.235
  • বয়স হচ্ছে তো, বুড়ো হাড়ে চট করে ঠান্ডা লাগে। মাঈমার জওয়ানি তাই ৫০ এও তরতাজা ঃ-)
  • bozo | ১৬ আগস্ট ২০০৮ ০১:১১ | 128.111.119.235
  • একটা টোশিবা, মডেল নাম্বার টা মনে নেই। অন্য টা ডেল এক্স পি এস।

    এখন ইন জেনেরাল হার্ড ড্রাইভ ২৫০ জি বি হয়। বেশী চাইলে ৪০০ জি বি নিতে পার।
    স্পীড 2.13 গিগা হার্জ কমন। আরো বেশী চাইলে দাম দিতে হবে।
    গ্রাফিক্স ও ইমেজ প্রসিসং যেহেতু আছে (ধরছি ইমেজ প্রো বা কোরেল জাতীয় কিছু ব্যবহার হবে) ৪ জি বি RAM নেওয়া ভাল (দেখো র‌্যাম এক্সপ্যানসন এর সুবিধা উপলব্ধ হ্যায় কিয়া নহি) এবং এর সঙ্গে যেটা অবশ্যই দেখবে যে ভিডিও কার্ড এর মেমোরি শেয়ারড কি না। ভিডিও কার্ডের নিজস্ব মেমোরি থাকলে পারফর্ম্যান্স অনেক ভালো হবে। এখানে ভিস্টার সমস্যা হল ভিস্টা নিজেই প্রচুর মেমোরি খায় (এক্স পি এর তুলনায়)। তার পরে ভিডিও কার্ড শেয়ার করতে হলে সমস্যা আরো বাড়বে।

    কোনো কোম্পানি রেকমেন্ড করতে পারব না। আমি এই বেসিক গুলো দেখে কিনি। তারপরে যার প্রাইস রিজনেবল মনে হয় সেটাই কেনা হয়। ব্র্যাণ্ড নেম খুব একটা ম্যাটার করে না।
  • m | ১৬ আগস্ট ২০০৮ ০১:০৩ | 12.217.30.133
  • ভজু,
    ষাটে কাবু হয়ে পড়েছো- আমাদের এখানে কি মিষ্টি ৫০ হয়ে যাচ্ছে গত সাতদিন ধরেঃ(
  • m | ১৬ আগস্ট ২০০৮ ০১:০১ | 12.217.30.133
  • ইন্দু,
    এই যে এলাম- এখন শুধু যাওয়া আসা চলবে- ঘরে ছত্রাকার হয়ে থাকা জিনিস পত্রর পাহাড় থেকে নেমে যেটুকু সময় পাওয়া যায় আর কি!
  • a x | ১৬ আগস্ট ২০০৮ ০০:৪৪ | 143.111.239.72
  • ঘুঁটে। ঘুটে তো ঘুটঘুটনান্দর ডাকনাম।

    ভিস্তাসহ কি কিনলে বোজো, ইফ আই মে আস্ক?

    আমার একটা ল্যাপুকম্পু কাজের জন্য লাগবে, মানে পি আই কিনবে, কর্পোরেট ডিস্কাউন্ট - ২০% এর পর ১৬০০ মত হতে হবে। প্রসেসার স্পীড লাগবে, অ্যানালিটিকাল কিছু সফটওয়ার একসাথে চলতে হবে, গ্রাফিক্স লাগবে, ইমেজ সেভ করা হবে মেগাবাইট সাইজের, তাই প্রচুর স্পেস লাগবে আর নিজের জন্য অবশ্যই বিবিধ প্রকার গান শোনা, সিনেমা দেখার আবশ্যিক রিসার্চের অনুকূল জিনিসপত্র চালানো যায় এরকম লাগবে। এনি রেকোমেন্ডশন?
  • c | ১৬ আগস্ট ২০০৮ ০০:১২ | 131.95.219.103
  • ঘুঁটে না ঘুটে?
    পুরাতন বাংলার জ্বালানী টই খুলে টইপো ছাড়া কেউ লিখুক দেখি!
  • c | ১৬ আগস্ট ২০০৮ ০০:০৯ | 131.95.219.103
  • ঘুটে দেবার এত এত মেটেরিয়াল-রোদ্দুরও অনেক,এদিকে হানুদা লাপাত্তা!
  • c | ১৬ আগস্ট ২০০৮ ০০:০৭ | 131.95.219.103
  • মহাবোধি হানুদা জাপানে না চীনে?
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৫৮ | 128.111.119.235
  • আমি রিসেন্টলি দুটো ল্যাপটপ কিনলাম ভিস্তা সহ। খারাপ চলছে না। মার্কেটে মোটামুটি সব সফটওয়ার ডাউনলোড করাও গেলো। তবে আমি ৯০ ভাগ কাজ ডেস্ক টপে করি ও সেখানে এক্স পি।

    ডিডি দা, বাদামের অভাবে মাল চাট করেও মাল খাওয়া যায়। যেমন রামের ফাঁকে ছোট্টো একটা টেকিলা শট। জিভের স্বাদ টা চেঞ্জ করবে।
  • RATssss | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৫১ | 63.192.82.30
  • নিবারণ রায় কে? ধরা পড়ল কি করে?
    মনে হতিছে বহু পড়া করা বাকি !

    এদিকে মামী আমারে অক্কুটে ডুবিয়ে দিয়ে কোথায় হাওয়া হল কে জানে!
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৫১ | 67.111.229.98
  • ঃ-) ওরেব্বাবা ছ-খানা !
  • a x | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৪৭ | 143.111.22.23
  • সে মোটেও আর ছোত নেই, বেবি তো নেইই। এইসব বল্লে তার ছ' ছ খানা দাঁত দিয়ে তোমার আঙ্গুলে কামড়ে দাগ করে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। একদম ফাস্ট হ্যান্ড এক্সপিরেন্স অভিজ্ঞতা।
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৩৯ | 67.111.229.98
  • অক্ষ, ছোতবেবি কি করছে আজকাল?
  • a x | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৩৭ | 143.111.22.23
  • কিছু সিলেক্ট ল্যাপটপে ভিস্তা বিজনেস এইসব বড়দা টাইপ জিনিস নিলে অপশনাল ডাউনগ্রেড এক্স পি দিচ্ছে। কিন্তু আমি যেগুলো চাইছি তাতে নেই।
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ২৩:৩৬ | 67.111.229.98
  • নিবারণ রায় লোকটা যেদিনই ধরা পড়েছে , তার পর থেকেই আর লেখেনা কেন?
  • RATssss | ১৫ আগস্ট ২০০৮ ২৩:২৯ | 63.192.82.30
  • ভিস্তা জিনিষটা বহুত খাজা। আদ্ধেক অ্যাপ্লিকেশন চলে না। নতুন কম্পু কিনতে গেলে ভিস্তা ছাড়া জানলা পাওয়াও চাপের। এ এক অত্যাচার। এন্টারটেইনমেন্ট কম্পু চাইলে ভিস্তা লাগাও, নয়ত এক্সপি।
  • a x | ১৫ আগস্ট ২০০৮ ২৩:২৩ | 143.111.22.23
  • এই ভিস্তা জিনিসটা কিরম? পাল্লিনকে চাই। যদি ভিস্তা আর এক্স-পির মধ্যে রফা করতে গিয়ে কম স্পীড ইত্যাদি কম্প্রমাইজ করতে হয়, সেও কি ভালো?

    ইন্দো কেমন রেগে রেগে আছে। নিশ্চয়ই রুগীদের বেশি বেশি অ্যান্টাসিড দিচ্ছে।
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ২৩:০৬ | 207.47.98.129
  • কেরিয়ার হিসেবে বাওয়ালি? গ্রেট আইডিয়া দীপ্তেনদা। চলে আসুন, রি-ইম্বার্স করে দেব।
  • dd | ১৫ আগস্ট ২০০৮ ২২:৫৭ | 122.167.26.14
  • আচ্ছা অজসাহেব ? এটা কি পেশা হিসেবে নেওয়া যায়? কেরিয়ার?

    মানে, ধরুন কারুর মালসাথী ফুরিয়ে গেছে আর ইদিকে ঘরের মধ্যে কেঁদে মরছে সিংগল মল্ট। তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। কান অবধি নস্টালজির বেদনা।

    আমারে ডাক দিবেন। ২৪/৭। যাতায়াতের পয়সা। আর ঐ টুক টাক কিছু হাত খরচ।

    বিষ্টি বাদলা। মাঝ রাত। আমি হাজির। চমৎকার সব সুখশ্রাব্য নস্টালজির গপ্পো(আমার ক্লায়েন্টের)দারুন বিশ্বাসযোগত্যার সাথে কয়ে দেবো। এমন কি আঙুল নেড়ে আই টি নিয়েও সুগভীর বক্তব্য রাখবো। সব।

    চলবে ?
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ২২:৫৫ | 67.111.229.98
  • ইন্দোদা, কেয়াবাৎ (আদাব করলাম)
  • sinfaut | ১৫ আগস্ট ২০০৮ ২২:৫৪ | 117.195.198.43
  • **
    মালের গপ্পের মধ্যে কচকচি লাগলে, কাটিয়ে যান।
    **

    সারাদিন পর এতক্ষনে গুচ খুলল। কি চাপ। bsnl এর অটোমেটিক ডিএনএস দিয়ে কিছু সাইট খোলে, কিছু খোলেনা। সে এক আজব। google.co.in, nationalgeographic.com এইসব খোলে, মোটমাট ভারতের সব আর বিদেশের কিছু সাইট খোলে। এখন আবার openDNS ইউজ করে খুললো। এমন অবস্থায় কেউ পড়েছো? openDNS ইউজ করেছো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত