এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ০৬ আগস্ট ২০০৮ ০২:৩২ | 12.163.39.254
  • নানা হোটেল-মোটেল খুব ভালো জিনিস। নইলে থাকব কোথায়? নায়াগ্রা দেখতেও ভালো। তবে ঘোরাঘুরিটা বড়ো কষ্টকর।
  • arjo | ০৬ আগস্ট ২০০৮ ০২:৩২ | 168.26.215.54
  • আমিও চল্লুম।
  • arjo | ০৬ আগস্ট ২০০৮ ০২:৩২ | 168.26.215.54
  • নায়াগ্রা খুব ভালো। মানে বেশ ভালো। এই নিয়ে কোনো কথা বললে শুনছি না শুনব না।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০২:৩২ | 170.153.62.251
  • এব্বারে বাড়ি যাই
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০২:২৮ | 12.217.30.133
  • ভজু,
    আমি আশাকরে আছি,রাজধানী আর আশেপাশের জায়গা গুলো নিয়ে কিছু লিখবে;)
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০২:২৮ | 170.153.62.251
  • সামনের একটা দুটো উইকেন্ডের মধ্যেই যাবো ওদিক পানে
  • arjo | ০৬ আগস্ট ২০০৮ ০২:২৭ | 168.26.215.54
  • ব্ল্যাংক বাবু, ক্লোজ আপ ভালো, কিন্তু ল্যান্ডস্কেপ খুব ভালো আসছে না। ঠিক বুঝছি না। আমারই কিছু একটা ভুল হচ্ছে। তোমার তো অর্কূট নাই। দাঁড়াও পিকাসায় আপিয়ে পাঠাচ্ছি আজ কালের মধ্যে। আর এবারে একদিন ঘুরে যাও।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০২:২৭ | 12.217.30.133
  • আজ্জো,
    আমার তাতে আপত্তি নেই তো কোনো- শান্ত নির্জন জায়গা এদেশেও অনেক আছে- সেখানে গিয়ে পাওয়া নিস্তব্ধতা বা প্রশান্তি নায়াগ্রাতে গিয়ে যদি আশা করি সেটা আমার ভাবনা থুড়ি চাওয়ার দোষ।
    তবে মজা টা কি বলো তো- নায়াগ্রা অত্যন্ত বাজে জায়গা জেনেও(সিনেমা,জ্ঞানবর্ধক পত্রপত্রিকায় সব লেখা থাকে) আমরা সেখানে যাই- এবং তারপর বেশ নিন্দেমন্দ করি- প্রসঙ্গত এখানে যারা ছিছি করছেন - তারা সবাই নায়াগ্রা ফেরত;)
  • tania | ০৬ আগস্ট ২০০৮ ০২:২৫ | 65.115.93.98
  • অর্থাৎ প্রতি ৫ জন প্যাটেলের জন্য ৪ জন আঁতেল বরাদ্দ
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০২:২৪ | 170.153.62.251
  • চারখানা তেই আমি পোব্বোল এবং তীব্র প্রতিবাদ জানালুম। প্রতিক্রীয়াশিল এই ষঢ়যন্ত্র দেখে আমি মুখ ঘুরিয়ে নিলুম
  • arjo | ০৬ আগস্ট ২০০৮ ০২:১৯ | 168.26.215.54
  • চূড়ান্ত আন্তেল কেসঃ

    ১। হেঁটে হেঁটে জঙ্গলে বা পাহাড়ে চড়ার শখ (হেলথ ফ্রিক - এক বছরের এক্সারসাইজ একদিনে - মনে রাখবেন দেয়ার ইজ নো শর্টকার্ট)
    ২। খাঁড়া পাহাড়ে ঝুলোঝুলি। (ইনফেরিয়োরিটি কমপ্লেক্স - কষ্ট করে পাহাড়ে না গিয়ে জানলা ধরে ঝুললেই হয়)।
    ৩। ঝিঁঝিঁ ডাকা নির্জনতা - হাও রোমান্টিক (প্যাথো কেস, কিছু করার নেই)
    ৪। রিভার র‌্যাফটিং (হি ম্যান সাজার চেষ্টা, ফুকো ভালো জানে)

    আরও আছে বোজো লিখলেই চলতে থাকবে। ঃ-)))))
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০২:০৮ | 170.153.62.251
  • লিবার্টি খানা বড়ই জালি, নিঃসন্দেহে
  • bozo | ০৬ আগস্ট ২০০৮ ০২:০৮ | 128.111.119.235
  • চূড়ান্ত পটেল প্লেসঃ
    -------------------------
    ১। নায়াগ্রা (বৃহৎ কমোড)
    ২। গ্র্যান্ড ক্যানিয়ন (বৃহৎ গর্ত)
    ৩। লিবার্টির মশাল (কেষ্টনগরের লম্বা চওড়া পুতুল) আর এম্পায়ার স্টেট বিল্ডিং (ঘাড়ের ব্যয়াম)
    ৪। ডিজনিল্যান্ড (বোথ ফ্লোরিডা ও আনাহেম) (বুড়ো বয়সে কচি সাজার শখ)
    ৫। সি ওয়ার্ল্ড - সান ডিয়াগো (মানেকা দি এলে জন্তু নিয়ে মজাকি বের করে দিত)

    লিস্টে আরো যোগ হবে। আপাতত এই।
  • aja | ০৬ আগস্ট ২০০৮ ০২:০৫ | 207.47.98.129
  • আজ্জোর জন্য পরামর্শ। পার্কে গিয়ে পেথমেই একটা শান্তশিষ্ট রেঞ্জার ধরে ভাব করে ফেল। তারপর আমি রেঞ্জারের অল-টেরাইন-ভিহিকলে (এটিভি) চরে নির্জন জায়গায় যাই, আর বউ হেঁটে যায়। বাড়তির মধ্যে আমি একটু ঘুমুতে পাই।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০২:০৪ | 170.153.62.251
  • কোন রেঞ্জে সফট হচ্ছে দেখেচো?
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০২:০৪ | 170.153.62.251
  • ব্লু রীজে যাবু কিনা সেটাই ভাবিং
  • aja | ০৬ আগস্ট ২০০৮ ০২:০১ | 207.47.98.129
  • আর টিভির নায়াগ্রা পছন্দ না হলে আইম্যাক্স তো আছেই। পয়সা খরচ করে নায়াগ্রা। ছ্যাঃ।
  • P | ০৬ আগস্ট ২০০৮ ০২:০০ | 78.16.21.203
  • আরে ঐ জন্যেইতো বল্লুম বলি।

    আর ছানা দিব্য। সারাদিন খায় , ঘুমোয় আর সন্ধ্যে থেকে পট্‌পট তাকিয়ে মাঝে মাঝেই চ্যাঁ চ্যাঁ করে নিজের উপস্থিতি জানান দেয়।
  • arjo | ০৬ আগস্ট ২০০৮ ০২:০০ | 168.26.215.54
  • ঈশান ইল্লি বল্লেও সেটা দেখা যায় না। কারণ বলতে শুধু শোনা যায় আর লেখা যায় দেখা ঃ-)))

    ম, বসকে আমি ডরাই না। মানে বর্ত্তমানের বসকে। আগের বসটা পাজি টাইপ ছিল। জীবনে হঠাৎ ব্যস্ততা বেড়ে গেছে। তার মাঝে স্মোকি বেড়াতে গিয়েছিলাম।

    নায়াগ্রা খুব ভালো। সেই কবে ডুডুমার ডাক পড়ে নায়াগ্রা দেখার শখ হয়েছিল। এই আমেরিকায় এসে মিটল। আর ভালো ট্যুরিস্ট স্পটে কিছু লোকে করে খায় এতে আপত্তির কি? আমার বউয়েরও আছে। মাইল পাঁচেক হেঁটে নির্জন গা ছমছমে জায়গায় না গেলে বেড়ানোই মনে হয় না। সেখানে গিয়ে হয়ত দেখা যাবে কয়েকটি পেজাপতি, তাতে কি!

    ব্ল্যাংকি বাবু ব্লু রিজে কোনো টেরেন নেই তো। আছে স্মোকি ট্রেন। সেটা বায়রন সিটি থেকে নীচে নান্টাহালা নদীর কাছে নিয়ে যায়। খারাপ না আবার আহামরি কিছুও নয়। একটু ওভারপ্রাইস্‌ড।

    তানিয়া, নতুন লেন্সে ছবি একটু সফট হচ্ছে। তবে আমার মনে হয় সে আমার ছবি তোলার দোষ। ব্ল্যাংক বাবু যদি এদিকে আসে তাহলে দেখিয়ে নেব এট্টু।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫৯ | 170.153.62.251
  • যা ত্তারা
  • bozo | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫৯ | 128.111.119.235
  • পটেল গিরি চুড়ান্ত। কোথায় ঘুরতে যাবে না নায়াগ্রা!!!
    টি ভি তে কত কত প্রোগ্রাম হয় নায়াগ্রার ওপর। দেখে নিলেই হয়।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫৭ | 12.217.30.133
  • পারোলিন,
    তোমার ছানা কেমন আছে?রাতে ঘুমোয়?
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫৬ | 170.153.62.251
  • আমার নায়াগ্রা বেশ ভালই লেগেছিলো কিন্তু। কিন্তু গরম খালে আমার ক্যামেরা ছিল না ঃ(
  • Ishan | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫৬ | 12.163.39.254
  • আমাকে ল্যাদখোর মনে হল? ছেলেকে নিয়ে মাইলের পর মাইল হাঁটার বন্নোনা দিলাম। তার পরেও? হা সেলুকাস, বিচিত্র এই দেশ।

    ছানা কেমন?
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫২ | 12.217.30.133
  • লোকে নায়াগ্রা কে এত হ্যাটা দিচ্ছে কেন কে জানে!এদেশে বসে 'ভরভরন্ত' 'শান্ত' 'প্রাকৃতিক সৌন্দর্য' দেখার আশা করে লোকে নায়াগ্রা যায় বলে তো কোনোদিন শুনি নি।পার্কে গিয়ে কেউ যদি তপোবন দেখবে আশা করে আশাহত হয় সেটা নায়াগ্রার দোষ বলে মনে হয় না।
  • P | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫২ | 78.16.21.203
  • তোমার যে বলি কেস তা সর্ষে টই পড়েই বুঝলুম। মামীকে এইমাত্র অর্কুটে সালাম ঠুকে এলুম তোমাকে নিয়ে বেড়াতে যাবার জন্যে।
    হ্যাঁ মামু তুমি কি সত্যি ই অমন ল্যাদখোর ?
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০১:৫১ | 170.153.62.251
  • আমি কিসের যেন একটা ফান্ডা চাই, সেটাই ভুলে গেলুম, ধুর
  • Ishan | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪৮ | 12.163.39.254
  • আমি তো বলি। চান্স পেলেই।
  • P | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪৭ | 78.16.21.203
  • আচ্ছা এই ইল্লি শব্দটা কাউকে আমি কোনোদিন বলতে শুনি নি , শুদু লিখতে দেখেছি। কেন ?
  • Ishan | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪৫ | 12.163.39.254
  • ইল্লি। পাতাফাতা ওল্টাতে পারব না। আমার সময়ের দাম নেই নাকি?
  • tania | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪৫ | 65.115.93.98
  • ওরে বালক, উত্তর নিয়ে চিন্তা কি? কম্পাস দেখলেই ঠিক উত্তর মেলে!
  • tania | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪৪ | 65.115.93.98
  • আজ্জো তাহলে কোশ্চেনের ভয়েই আর ইদিকপানে আসছেনা?
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪২ | 170.153.62.251
  • পাতা উল্টে কোচ্চেন দেখো ঃ) কিন্তুক ঠিক উত্তরের কোনো আশা নাই ঃ(
  • Ishan | ০৬ আগস্ট ২০০৮ ০১:৪১ | 12.163.39.254
  • পৃথিবীর যেকোনো কোচ্চেন আমাকে করো। ভুল হোক ঠিক হোক, উত্তর গ্যারান্টিড।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০১:৩৯ | 170.153.62.251
  • আজ্জো দা কে কোশ্চেন কল্লুম,ইদিকে আজ্জ দার কোনো পাত্তা নেই।
  • Ishan | ০৬ আগস্ট ২০০৮ ০১:৩৬ | 12.163.39.254
  • ভিকি আর পিপি কে জম্মোদিনের শুভেচ্ছা।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০১:৩১ | 12.217.30.133
  • আজ্জো,
    বস কি হুড়কো দিয়েছে?? দেখা নেই কেন?
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০১:২০ | 12.217.30.133
  • ভিকি কে শুভ জন্মদিন আর একটা মোটা সিগারঃ)
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০১:২০ | 12.217.30.133
  • পিপিকে জন্মদিনের শুভেচ্ছা আর একটি লাল বেলুন।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০১:১৮ | 12.217.30.133
  • অক্ষদা,
    সুশি তে কি কিছু মাদক মেশানো ছিলো;)
  • a x | ০৬ আগস্ট ২০০৮ ০০:৩৯ | 75.53.201.27
  • দময়ন্তী আছো কি?
  • Arpan | ০৫ আগস্ট ২০০৮ ২৩:৪৫ | 122.252.231.206
  • বেসিকালি Hierarchical database নিয়ে কখনো কাজ করিনি। Schema চেয়ে পাঠাও। সেইগুলি দেখে দেখে ফিল্ডগুলির positional mapping করা যেতে পারে। Production DB Dump utility job গুলো দেখ। ঐগুলোর ouput DB schema দিয়ে ম্যাপ করে পড়তে পার।
  • Arpan | ০৫ আগস্ট ২০০৮ ২৩:৪২ | 122.252.231.206
  • IMS আমিও কখনো ছুঁয়ে দেখিনি। ঃ)

    তবে Supra নামে যে নেটওয়ার্ক ডেটাবেস ইউজ করতাম সে তো file aid দিয়ে খুলত না। অবশেষে সবগুলোকে ধরে DB2 করা হয়েছিল একে একে।
  • d | ০৫ আগস্ট ২০০৮ ২৩:১৫ | 59.161.41.115
  • অপ্পন আছ নাকি? IMS ডেটাবেসের এর ডেটাসমূহ Fileaid দিয়ে কি করে খুলব বলতে পার?
    কি বিপদ! আমি জীবনেও IMS ছুঁয়ে দেখিনি। ঃ((
  • d | ০৫ আগস্ট ২০০৮ ২২:৫৮ | 59.161.41.115
  • আহা ভোম্বোল সর্দার! সেই "টাট্টানগর ফসকে গেলো" ........
    (ইঁঃ তার সাথে বুগু! অবশ্য ঋজুদা হলে তাও ঠিক আছে। )
  • d | ০৫ আগস্ট ২০০৮ ২২:৫৪ | 59.161.41.115
  • শুভ জন্মদিন বিক্রম।
  • Blank | ০৫ আগস্ট ২০০৮ ২১:১০ | 170.153.62.251
  • আর্য দা/অভ্যু দা
    Blue Ridge ট্রেনে ঘুরেছো ঐ জায়গাটা?
  • Bratin | ০৫ আগস্ট ২০০৮ ২০:৩৩ | 198.45.18.38
  • আবার জিত্‌লাম । পর পর ৬ বার । ঃ-))
  • sinfaut | ০৫ আগস্ট ২০০৮ ১৯:২৮ | 117.195.193.24
  • এই অরিজিতদা আছো? কাল থেকে কি সমস্যাতেই না পড়েছি। এই banglaplain.ttf টা লিনাক্সে কোন ডিরেকটরিতে সেভ করবো? আমি যেখানে ট্রাই করেছিঃ

    /usr/share/fonts/
    /usr/local/share/fonts
    ]/.fonts


    আগে তো দিব্বি আসতো, কাল থেকে যে কি হলো? আই firefox 3 ইউজ করছি।
  • Arijit | ০৫ আগস্ট ২০০৮ ১৮:৪৩ | 61.95.144.123
  • একটু আগে যে লিংকটা দিয়েছিলাম, সেটা থেকে একটু তুলে দিই -

    Fairy tales about how this nuclear deal will solve India?s energy crisis or how it will provide electricity to poor households are merely that! This nuclear deal is not about electricity but about allowing India to develop an independent and credible nuclear arsenal which can be of use to maintain the stability of the global system. The Orwellian use of ?civilian? to refer to this nuclear deal should not fool any credible observer of the openly military and strategic basis of the deal. Today India?s nuclear missiles can reach not only the east coast of China but equally importantly, they can hit Diego Garcia, the Persian Gulf, the Suez canal and the straits of Malacca. India is today well poised to take over the role of the global gendarme of the Indian Ocean and the world community (aka the imperialist club) is welcoming its new role with open arms.

    It is here that the left opposition to this deal has got it wrong. By founding their opposition on the specious grounds of India?s ?national interest?, the left has scored an own goal. It was a battle lost even before it was engaged since it is difficult to defend the argument that the Indian State has become subordinate to the United States or other imperialist powers. If anything, this nuclear deal is unprecedented for the favours it grants India. Few countries in the world have got anything remotely similar. If India has truly become a lackey of the US, then the recent Indian stand resisting the combined pressure of the Americans, the Europeans and third world allies like Brazil, on agricultural subsidies in the WTO would be inexplicable. The existence of the Farkhor Air base would be inexplicable as would the US $ 1.2 billion Indian aid to Afghanistan which is not aligned to Western / NATO aid efforts in that country. India remains less subordinate to the US and global imperialism than NATO member states like Germany, France and Britain.

    The real danger of this nuclear deal is not that it makes India a subordinate ally but that it formally recognises India as a legal nuclear weapons? State and provides the platform for a closer integration of the Indian Nation-State and its economy with the global economy and power structure. The danger is that India is turning into an imperialist State and being welcomed with open arms into that despicable club of global parasites and plunderers. This simple truth is evident to almost all leftists outside India who have pitched their opposition to the India-US nuclear deal on the issues of non-proliferation and denuclearisation. By opposing this nuclear deal on the grounds of national interest, the left in India stands in danger of becoming left-nationalists and losing their internationalist and humanist moorings. It is no mere accident that the scientists opposing the nuclear deal from the national interest standpoint were equally at ease with the fascist-nationalist Rashtriya Swayamsevak Sangh as they were with the communist parties.


    একটু অন্যরকম স্ট্যাণ্ডপয়েন্ট। লোকজনের কমেন্ট পেলে ভালো হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত