আসলে সীফুডের কৌলীণ্য খুব বেশী,তাই কাঁকড়া ঝিনুক চিংড়ি খুব ভালো। খেতেও তো দারুণ! ল্যান্ডফুড বা এয়ারফুড-এই যেমন ছারপোকা উই পিঁপড়ে বাদুড় আরশোলা ব্যাং পঙ্গপাল নারকুলেপোকা-এরাও আসলে খেতে খারাপ হবার কথা না, কিন্তু সীফুডের মতন এদের আমরা বিশ্বাস করিনা।
tania | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৪ | 65.115.93.98
এইযে র্যাট্স, তুমি Zensar এ ছিলে? আম্মো ছিলাম, অবিশ্যি তখন Zensar Zensar হয়নি ঃ-) (ICIL ছিল) কিন্তু সেখানে প্রতিভা পাটিলকে চিনতামনা, আমাদের সময় ছিল রেশমী যোশী। আর ইয়ে, রাহুল যোশী ঃ-)
Blank | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৩ | 170.153.62.251
আমার কত্ত দিনের শখ সুইফট পাখীর বাসা খাওয়া
c | ০১ আগস্ট ২০০৮ ২২:৪২ | 131.95.121.107
সোনাব্যাং অনেক দেশেই মেইনস্ট্রীম লোকেরাও খায় খুব সমাদর করে! সুইফ্ট পাখির বাসার ঝোলের দাম নাকি অনেক, বড়োলোকেরা হোটেলে গিয়ে খায়।
san | ০১ আগস্ট ২০০৮ ২২:৪১ | 123.201.53.138
আচ্ছা এই টিম দমদি এরা চিংড়ি খায়না? চিংড়ি পোকা না? এদিকে আরশোলা উই বললেই যত নখরা ঃ-(
মাকড়সা খেলে কি আমি স্পাইডার ম্যান হবো? কবে থেকে আমার একটু স্পাইডার ম্যান হওয়ার শখ।
RATssss | ০১ আগস্ট ২০০৮ ২২:৪১ | 63.192.82.30
ওষুধের নাম শুনেই রোগ সেরে যাবার উদাহরন চাও? এই যেমন এক্ষুনি আমার ৩০ বছরের পুরোনো অ্যাজমা সেরে গেল। ফেলে ক্যালালেও আর হাঁপাবো না।
c | ০১ আগস্ট ২০০৮ ২২:৪০ | 131.95.121.107
আহা তারা হয়তো স্বাদ বাড়াতে উই দিতো ডালে!প্রোটিন এনরিচমেন্ট ও হতো!
tania | ০১ আগস্ট ২০০৮ ২২:৩৬ | 65.115.93.98
উই রান্না? একটা গল্প বলি তাহলে। আমার বন্ধুর বাবা অরুনাচলে পোস্টেড ছিলেন বহু বছর। কেন্দ্রীয় সরকারের চাকরি। রিমোট গ্রামে গিয়ে গিয়ে কাজ করতে হত। গ্রামগুলিতে সবই খাসিয়া বা ঐরকম আদিবাসীদের বসতি। উনি যখন ট্রান্সফার হয়ে চলে আসছেন, তখন একরমই একটা গ্রামের মোড়ল ওঁর সম্মানে ভোজ দেয়। সেখানে অধিকাংশ খাবারই উনি খেতে পারেননি। কুকুরের মাংস আরও কি কি সব বিকট জিনিসপত্র। শেষে একটা পাত্রে নাকি ডাল আসে। ওটা সেদিনের ইস্পেশাল ডিশ। গেস্ট অফ অনারের জন্য। কাকু ভাবলেন, যাক, এটা খেতে পারা যাবে। উনি ঢাকনা খুলে দেখলেন ডালে কোটি কোটি উই ভাসছে। কোনোকোনোটা আবার তখনও মরেনি। কাকুর মুখচোখের অবস্থা দেখে একজন সাবধান করে দেয় এটা অন্তত না খেলে প্রাণে বেঁচে ফেরার সম্ভাবনা কম। কারন এরা অপমানিত হলে কি করবে বলা শক্ত। কাকুকে তাই শেষ পর্যন্ত সোনামুখ করে উইডাল খেতে হয়েছিল।
san | ০১ আগস্ট ২০০৮ ২২:৩৬ | 123.201.53.138
না না আরশোলা সেদ্ধ জল খেলে হাঁপানি সারে। কিন্তু সেতো আয়ুর্বেদের বইতেই পাবেন নতুন কিছুতো না !!!!
aja | ০১ আগস্ট ২০০৮ ২২:৩৬ | 207.47.98.129
ঈশেন তো লেখক। লেখকেরা ভদ্রলোক হয় নাকি?
san | ০১ আগস্ট ২০০৮ ২২:৩৫ | 123.201.53.138
প্রজাপতির পাখনা খেয়েছি। রং চং ছিলো অনেক। আগেও মনে হয় বলেছিলাম।কিন্তু রঙ্গনদার মেয়ে যে বলেছে মথ খেলে লোকে খারাপ হয়ে যায় না কিযেন। আমি তো লক্ষ্মী মেয়ে ঃ-)
c | ০১ আগস্ট ২০০৮ ২২:৩৫ | 131.95.121.107
কেন্নো আর কচুর শাকের কম্বিনেশান ও ভালো অনেকটা চিংড়িকচুর মতন। কেন্নো কড়কড় করে বলে এই প্রিপারেশান ক্রিসপি-ক্রাঞ্চি!ঃ-)))
কারুর যদি ক্রনিক অ্যাজমা থাকে, আরোশোলার ঐ অসাধারণ তরকারি খেলেই সেরে যাবে।
san | ০১ আগস্ট ২০০৮ ২২:৩২ | 123.201.53.138
কিন্তু ভ্রমণকাহিনীর নাম করে লোককে পেট কামড়ানো আর বমির গল্প শোনানো কোন ধরণের ভদ্রতা?
এই আমিও লাল পিঁপড়ে খেয়েছি।কাঁচা অবশ্য। অনেকটা তেঁতুলপাতার মত খেতে কিন্তু।
c | ০১ আগস্ট ২০০৮ ২২:৩২ | 131.95.121.107
বড়ো বড়ো ওড়লা পিঁপড়ে,কাঠপিঁপড়ে আর ব্ল্যাক অলিভ দিয়ে ও চাটনি হয়।
d | ০১ আগস্ট ২০০৮ ২২:৩১ | 121.245.167.36
ওরা যদি কাঁচা খেতে রাজী থাকে, কিম্বা ধরে নিয়ে বাড়ী গিয়ে রান্না করে খেতে চায়, তাহলে আমি নেমন্তন্ন করতে পারি।
c | ০১ আগস্ট ২০০৮ ২২:৩০ | 131.95.121.107
ঝুরিভাজা
c | ০১ আগস্ট ২০০৮ ২২:৩০ | 131.95.121.107
ফুরফুরে মতন হয় উই ভাজলে।ঝিরিভাজার সঙ্গে মিক্স করে মুড়ি দিয়ে,আহ,তোফা! লালপিঁপড়ে থেকে অসাধারণ চাটনি আর আচার হয়।
Blank | ০১ আগস্ট ২০০৮ ২২:২৮ | 170.153.62.251
মুলোর সাথে কি আছে? আমি কড়াই শুটি, কড়াই শুটির খোসা সব ই কাঁচা খাই
Tim | ০১ আগস্ট ২০০৮ ২২:২৭ | 198.82.14.136
আমি ব্ল্যাংকি আর স্যানকে নেমন্তন্ন করে উই আর আরশোলা খাওয়াতে চাই।
Blank | ০১ আগস্ট ২০০৮ ২২:২৭ | 170.153.62.251
উই কে কর্ন ফ্লাওয়ারে ডুবিয়ে ভাজতে হবে না। উই জিনিসটাই আসলে কাঠের গুড়ো ব বই এর গুড়োর ওপরে একটা প্রানীজ লেয়ার
aja | ০১ আগস্ট ২০০৮ ২২:২৬ | 207.47.98.129
শুক্কুরবার আজ্জো মাল খাচ্ছেনা বলে ডিডিকে আজ্জোর ভাগও খেতে হচ্ছে। তাই কি বোর্ডে আঙুল চালানো একটু মুস্কিল হয়ে যাচ্ছে। কিন্তু উনি আমাদের সঙ্গেই আছেন।
দ - ডিম সেলাই করতে গিন্নিকে জপানো যাবেনা। একবার মুর্গি সেলাই করানোর চেষ্টা করেছিলাম। ছুঁচ ভেঙ্গে গেল, তাই অনেক জরিমানা দিতে হল।
san | ০১ আগস্ট ২০০৮ ২২:২৪ | 123.201.53.138
উই জানিনা। তবে আরশোলার একটা রেসিপি আমি পড়েছিলাম কোথায় যেন। ওভারনাইট ভিনিগারে ডুবিয়ে রাখতে হয়। সকালে সাদা তেলে লংকার কুচি আর কর্নফ্লাওয়ার দিয়ে ঝুরো ঝুরো করে ভাজতে হয়।
****এটা গাঁজাখুরি না, সত্যি। উই আমার ধারণা কাঁচা তেঁতুল দিয়ে টক বানিয়ে খেলে মন্দ হবেনা।
c | ০১ আগস্ট ২০০৮ ২২:২৪ | 131.95.121.107
পেঁয়াজ লংকা টোমেটো গাজর ব্লুবেরী আপেল এসব কাঁচাই তো খাও,তাই না ব্ল্যাংক? ডিঃ মূলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এই পোস্টের।
d | ০১ আগস্ট ২০০৮ ২২:২৩ | 121.245.167.36
ঈশান ভ্রমণকাহিনী লিখতে শুরুও করে দিয়েছে! আইলা!
Tim | ০১ আগস্ট ২০০৮ ২২:২৩ | 198.82.14.136
সত্যি, চিকিৎসাবিজ্ঞান কোথায় চলে গেছে। এখন ভাঙাডিম পজ্জন্ত সেলাই হয়! অথচ একদিন কবি গান বেঁধেছিলেনঃ ""ভেঙ্গে দিলে জোড়া যায় মন্দির-মসজিদ ভাঙাকাচ, ভাঙাডিম যায় না......""
Blank | ০১ আগস্ট ২০০৮ ২২:২২ | 170.153.62.251
পেংয়াজ কাঁচা খেয়ে কি অসুবিধে শুনি? আর ইচ্ছে হলে ভেজেও নিতে পারিস। আমি তো খালি বেসিক অ্যালগরিদম টা বলে দিলুম।
Blank | ০১ আগস্ট ২০০৮ ২২:২০ | 170.153.62.251
উই এলো কোত্থেকে? কি মুশকিল। তবে খেতে মনে হয় খারাপ হবে না, ভেজে নিয়ে আলু ভাতে তে মেখে নিলেই হলো
san | ০১ আগস্ট ২০০৮ ২২:১৮ | 123.201.53.138
কিন্তু ব্ল্যাংকি, পেঁয়াজ গুলো তো জলে ছাড়া হচ্ছে , মানে সেদ্ধ হবে। ভাজা তো হবেনা। ডিমের ঝোলে সেদ্ধ পেঁয়াজ খেতে ভাল্লাগবে?
এছাড়াও শুক্কুরবার হয়ে গেলে ডিডির না আসাটা বেআইনি। এইবারে কিছু জরিমানা চালু করতেই হবে উপায় নেই।
স্যানের সমাধান-টা, মানে পরের সমাধানটা মনে ধরেছে। গিন্নিকে অন্য ডিমটা খেতে জপিয়ে ফেলাও যাবে। কিন্তু সমস্যা হল ডিম অপারেশন করে কুসুম বদলের পর সেলাই কে করবে? মানে ডাক্তার ডাকব - না মর্টিশিয়ান। ডিম রান্নার পর জ্যান্ত থাকে না বলে মর্টিশিয়ানই অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু ব্যাপারটা রান্নাঘরে হবে। সেখানে গিন্নি মর্টিশিয়ান ঢুকতে দেবে বলে মনে হয় না।
r | ০১ আগস্ট ২০০৮ ২১:৪৬ | 125.18.17.16
উইকে কি করে খেলে? ভেজে? না সেদ্ধ করে? দুদিন ধরে মোটে একটা উই খেলে?
d | ০১ আগস্ট ২০০৮ ২১:৪৩ | 121.245.167.36
দীপ্তেনদা ছাড়া কেউ অজদাকে কোন সমাধান দিতে পারবে বলে মনে হয় না।
san | ০১ আগস্ট ২০০৮ ২১:৪১ | 123.201.53.138
ডিমটাকে আধা (বা পুরো) সেদ্ধ করে নিয়ে কুসুম আর সাদাটা আলাদা করে নিলেই তো একটাকে নরম রেখে আরেকটাকে মশলা দিয়ে ভাজা যাবে।
নেহাৎ না হলে দুটো ডিম নিন। একটা নরম করে আরেকটা মশলা দিয়ে ভাজুন। তারপর ২ এর কুসুম টা বার করে প্রথম কুসুম টা ঢুকিয়ে দিন। ১ এর সাদা আর ২ এর কুসুম টা সাধ্য সাধনা করে অন্য কাউকে খেতে জপিয়ে ফেলুন ঃ-)
aja | ০১ আগস্ট ২০০৮ ২১:৩২ | 207.47.98.129
ডিম রান্না নিয়ে পোশ্নো আছে।
আমি ডিমের কুসুম নরম খেতে ভালবাসি। আর সাদা অংশটা বেশ মশলা দিয়ে ভাজা-ভাজা। মুস্কিল হল একটা ডিমে দুটো একসাথে করতে পারি না। এই সমস্যার সমাধান কি?
Blank | ০১ আগস্ট ২০০৮ ২১:২১ | 170.153.62.251
এই উইকে দুদিন খেলুম
san | ০১ আগস্ট ২০০৮ ২১:১৯ | 123.201.53.138
এটাও কি নিজে করে দেখা?
san | ০১ আগস্ট ২০০৮ ২১:১৮ | 123.201.53.138
হুমমমমম
Blank | ০১ আগস্ট ২০০৮ ২১:০১ | 170.153.62.251
ডিমের ঝোলের রেসিপি ----------------------- প্রথমে দুটি বা তার বেশী ডিম নিয়ে একটা বড় ডেকচি তে রেখে তাতে অনেক জল ভরে সেদ্ধ কত্তে দিয়ে দিন। ডিম যত ক্ষন সেদ্ধ হবে তখন Knorr এর চিকেন স্যুপের একটা প্যাকেট নিন অথবা ম্যাগির চিকেন স্যুপ প্যাকেট নিন। জল গরম করে তাতে স্যুপ পাউডার টা দিয়ে আস্তে আস্তে গুলে স্যুপ টা বানান। অনেকটা পেঁয়াজ, লংকা কেটে স্যুপে ফেলে দিন। এত ক্ষনে ডিম গুলো সেদ্ধ হয়েই গেছে। খোলা ছারিয়ে ডিম দুটো কে স্যুপে ছেরে দিন। পুরো জিনিসটাতে সামান্য জল মিশিয়ে অল্প ফোটান আর নিজের পছন্দ মতন মশলা কিছু দিয়ে দিন তাতে (আমি কিছু একটা রঙিন চিকেন মশলা দিয়েছিলাম)। ফোটানো হয়ে গেলে ভাত দিয়ে মেখে খেয়ে নিন।
san | ০১ আগস্ট ২০০৮ ২০:২৭ | 123.201.53.138
পোমো ডিমের ঝোলের কি হল?
Blank | ০১ আগস্ট ২০০৮ ২০:০৪ | 170.153.62.251
কাল রাতে হট থাই খাবার খেয়ে আজ কেমন এক ঢিলে হাল আমার
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন