এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ০৩ আগস্ট ২০০৮ ২২:৫৩ | 75.187.110.192
  • ঃ-))
  • Blank | ০৩ আগস্ট ২০০৮ ২২:৪৮ | 65.218.154.195
  • আমি আপাতত বিছানায় আছি ঃ)
  • Bratin | ০৩ আগস্ট ২০০৮ ২২:৪৩ | 75.187.110.192
  • অর্পন কোথা য় আছো? blank র আসল নাম কি? blank কোথায় আছো? 'দ' কি দময়ন্তী?
  • d | ০৩ আগস্ট ২০০৮ ২২:১০ | 121.245.159.39
  • ওহো যাবার অগে বলে যাই, আমার প্রোজেক্টে সত্যি সত্যিই একজন "অক্ষদা' আছে। মানে নাম হল অক্‌ষদা পোতেদার। ক'য় ষ'য় তো ক্ষ'ই হয়। আমি মেয়েটিকে নামের মানে জিগালাম। তো, বলল ওর নাম আসলে অক্ষতা (অক্‌ষতা)। স্কুলে কেউ একজন ১০+এর ফর্ম ফিলাপের সময় "তা'কে "দা' বানিয়ে দিয়েছে। সেই থেকে বেচারি "দা' নিয়ে ঘুরছে।
  • d | ০৩ আগস্ট ২০০৮ ২২:০৫ | 121.245.159.39
  • আর আমি এক্ষুণি ঘুমুতে যাব।
  • Blank | ০৩ আগস্ট ২০০৮ ২২:০৩ | 65.218.154.195
  • আর এই যে আমি আচি। তবে আমি এখুনো ঘুম থেকে উঠিনি কিনা।
  • d | ০৩ আগস্ট ২০০৮ ২২:০১ | 121.245.159.39
  • সুহাসিনী,

    নামগুলো বেশ। বিশেষ করে "তান' খুব সুন্দর নাম। বেশ মিষ্টি টিঙটিঙে মত লাগে ডাকতে গেলে। তবে ইয়ে, চিরাগ নামে যতজনকে চিনি, প্রত্যেকেই বেশ মুশকোমত গুঁফো লোক।
  • Arpan | ০৩ আগস্ট ২০০৮ ২১:৫২ | 122.252.231.206
  • আপিসবাবুদের পাবেন না ক্যানে?
  • I | ০৩ আগস্ট ২০০৮ ২১:৪৭ | 59.93.205.6
  • ঈশান নই। আমি ইন্দ্রনীল।
  • Bratin | ০৩ আগস্ট ২০০৮ ২১:৪৪ | 75.187.110.192
  • ঈশান তুমি বল ছি । আমি s/w এ আছি । তুমি তো গুরু চন্ডালি র আসল লোক । কারন গুরু তে কিছু গন্ড গোল হলে লোকে তোমাকে ই খোঁজে ।

    তুমি এখন কোথায় আছো ?
  • I | ০৩ আগস্ট ২০০৮ ২১:৩৭ | 59.93.205.6
  • রোববার দিন আলাপের পক্ষে উৎকৃষ্ট নয়। আপিসবাবুদের পাবেন না। আমার মত দু-একজন ছুটকোছাটকা যারা বাড়ি থেকে ক্কচিৎ ভাটিয়ে থাকি তাদের ছাড়া।
  • Bratin | ০৩ আগস্ট ২০০৮ ২১:৩০ | 75.187.110.192
  • গুরু চন্ডালি র ভাটুরে দের সাথে আলাপ করার ইচ্ছা আছে । যদিও সবার লেখা পড়ি ; কিন্তুঅরিজিত আর শমীক ছাড়া কারোর সাথে আলাপ নেই ।
  • Blank | ০৩ আগস্ট ২০০৮ ২১:২৪ | 65.218.154.195
  • তান টা খুব আনকমন
  • I | ০৩ আগস্ট ২০০৮ ২০:২৭ | 59.93.218.56
  • তান নামটাই বেশী ভালো।
  • h | ০৩ আগস্ট ২০০৮ ১৯:২৫ | 121.242.13.34
  • Shn , দুইটা নাম ই খুব সুন্দর।
  • sarathi | ০৩ আগস্ট ২০০৮ ১৮:৪২ | 122.164.182.203
  • চেন্নাইতে এক হপ্তা হল

    আকাশের গায়ে যেন টক টক গন্ধ !

    এখনও তিন মাস কাটাতে হবে ঃ(
  • Shn | ০৩ আগস্ট ২০০৮ ১৪:০৯ | 121.247.200.66
  • এতদিন বাদে পুরোনো পাতা খুলে সবাইয়ের অভিনন্দনবার্তা পেয়ে দারুণ ভাল্লাগছে। বাড়ির নেট কানেকশন বহুদিন ধরে ঝাড় খাচ্ছিলো, তাই গুরু খোলা হয়ে ওঠেনি।

    আমাদের পমেটমটির ভালো নাম রাখা হয়েছে চিরাগ, আর অফিসিয়াল ডাক নাম তান।
  • Bratin | ০৩ আগস্ট ২০০৮ ০৬:৫৬ | 75.187.110.192
  • এ কি কেউ নেই তো। জনতা সব গেল কোথায়?
  • c | ০২ আগস্ট ২০০৮ ২৩:৪১ | 131.95.121.107
  • আহা ব্ল্যাংক, মানুষে এই উপকারিতাগুলো বোঝে না কেন?
    পিঠ চুলকাতে তেঁতুলবিছে, আরশোলা, বোলতা--পিঠ চুলকানো হয়ে গেলে তেঁতুলবিছে তেঁতুল দিয়ে রেঁধে আর বোলতা সর্ষেবাটা দিয়ে রেঁধে নিজে খেয়ে আর নেমন্তন্ন করে খাইয়ে...
  • dri | ০২ আগস্ট ২০০৮ ১১:১৬ | 75.16.138.145
  • এইবার হানুদাকে। বামপন্থীদের ভোটব্যাংক পলিটিক্সের ঊর্ধে তোলা মুশকিল। ভুললে চলবে না, ক্লাস পলিটিক্স ভীষন ভাবেই ভোটব্যাংক পলিটিক্স। শ্রেণী কি আর ভোটব্যাংক নয়? অনেক সময় মহান আদর্শ আর ভোটব্যাংক হাত ধরে চলে। সেই কেসগুলোয় সমস্যা নেই। প্রবলেম হয় যখন মহান আদর্শ আর ভোটব্যাংক ভিন্ন রাস্তা নেয়। ধর্মের কল তখন একটু নড়ে টড়ে আর কি।
  • Blank | ০২ আগস্ট ২০০৮ ০৯:৫৩ | 65.218.154.195
  • আমি একাদিন কচুরি নিয়েও ফান্ডা দেবো, তবে ওটা এখনো পরীক্ষা নীরিক্ষার স্তরে আছে
  • d | ০২ আগস্ট ২০০৮ ০৯:৪৮ | 59.161.44.178
  • হুঁ। নক্কি ছেলে। প্রার্থনা করি, তোর যেন খাবার জন্য সাপব্যাঙের অভাব কোনোদিন না হয়।
  • d | ০২ আগস্ট ২০০৮ ০৯:৪৫ | 59.161.44.178
  • কড়াইশুঁটির কচুরী আর আলুচচ্চড়িও বেশ লাগল খেতে।
  • Blank | ০২ আগস্ট ২০০৮ ০৯:৪১ | 65.218.154.195
  • দম দি, মেলালুম
  • Blank | ০২ আগস্ট ২০০৮ ০৯:৩৮ | 65.218.154.195
  • ব্যাঙের ঠাং আর সাপের নো-ঠ্যাং দুটো ই বেশ খেতে।
  • Blank | ০২ আগস্ট ২০০৮ ০৯:৩৭ | 65.218.154.195
  • কিন্তু জামার ভেতরে আরশোলা ঢুকলে বেশ একটা অটো পিঠ চুলকানোর মতন লাগে তো। আর হস্টেলে থাকার সময় সবার মশারিতেই তো রাতে আরশোলা পুরে দিতুম। সে বড়ই মজার জিনিস।
    আর আরশোলা ভাতে দিয়ে অনেকবার ই পেটে গেছে। তাও আমার মোটেই কিস্যু সারে নি।
  • d | ০২ আগস্ট ২০০৮ ০৯:৩৪ | 59.161.44.178
  • অজ্জিত কি পিটি দ্য নেশান কিনেছ? আমাকে সামনের বছর ধার দেবে? তাহলে আর কিনব না।
  • arjo | ০২ আগস্ট ২০০৮ ০৯:১৭ | 24.214.28.245
  • আরশোলার ঠ্যাঙ চিবিয়ে দেখেছিলুম একবার বেশ ক্রিস্পি। আর ব্যাঙের ঠ্যাঙ তো দারুণ। অসম্ভব বিজি দিন শেষ হয়ে আর একটা শুরু হল।
  • d | ০২ আগস্ট ২০০৮ ০৮:৫৬ | 59.161.44.178
  • ওফ্‌!!
    শনিবারের সকালবেলা কোথায় চাট্টি ছ্যাঁকা পরোটা, আলুচচ্চড়ি আর পান্তুয়ার গপ্প করবে ------ তা না -----
    এইজন্যই লোকে ভাটুরেদের পচা বলে।
  • ranjan roy | ০২ আগস্ট ২০০৮ ০৮:২৮ | 122.168.70.154
  • আরশোলা!!! গরমের সময় নালা-নর্দমা কহাঁ-কহাঁসে আতি হ্যায়? যখন চিৎ হয়ে শুয়ে কাঁটাওলা পা' তুলে আর হেলিকপ্টারের মত পাখা ফর্‌ফরিয়ে হেসে ওঠে আমার মনে হয় র‌্যামসে ব্রাদার্স্‌ এর হরর্‌ ফিল্ম দেখছি।
    হোস্টেলে শার্টের ভেতর একটা আর্শোলা (জ্যান্ত!) ঢুকিয়ে দিয়েছিলো, তারপরে---।
    আমি জানি, আমি কক্ষনো বিপ্লবী হবো না, সন্ত্রাসবাদী হতে পারবো না (যদিও খুব ইচ্ছে করে)। কারণ আমার গায়ে গোটাকয়েক আর্শোলা ছেড়ে দিলেই আমি সব কন্‌ফেস করবো। বাপের নাম সলিলকুমারের বদলে খগেন মেনে নেবো।
    আমার গায়ে বেশ কয়েকবার টিকটিকি পড়েছে। মাথায় চড়েছে, পিঠ দিয়ে বেয়ে নীচে নেমেছে। কিছু হয় নি। মাথায় কাগে এবং পায়রায় পটি করেছে, হনুমানে হিসু করেছে; কোন হেলদোল নেই।
    কিন্তু আর্শোলা????
    মানলাম, শুধু আয়ুর্বেদ কেন, হোমিওপ্যাথিতে ""ব্লাটা ওরিয়েন্টালিস'' বলে হাঁপানির যে রামবাণ আছে, ত' আসলে হোমিও বিধিতে তৈরি আরশোলার ক্কাথ বটেক।
    আমার চল্লিশ বছরের পুরোনো হাঁপানি। সারাবো না, সারাবো না। আর্শোলা খাবো না। ভাবতেই--। ওর পেটে পা' পড়লেই ফেটে গিয়ে পিচিক করে সবজেটে-সাদাটে তরল বেরিয়ে আসছে সেটা খাওয়া? নাঃ বমি আসছে।
  • Du | ০২ আগস্ট ২০০৮ ০৪:০১ | 71.252.245.179
  • ও সরি, এগিয়ে থাকারাও ছেপেছে দেখছি।
  • Du | ০২ আগস্ট ২০০৮ ০৩:৫৫ | 71.252.245.179
  • এখন তো দেখা যাচ্ছে না, বরম সোমনাথ চট্টোপাধ্যায়ের লেখা বের করে দিয়েছে প্রতিদিন। পড়লেই পিছিয়ে পড়তে হবে নাকি এখন ;-)
    যাই হোক, প্রকাশ কারাত তো কল্পতরুই হয়েছেন মনে হচ্ছে সবদিক দিয়ে।
  • d | ০১ আগস্ট ২০০৮ ২৩:৩৫ | 121.245.167.36
  • গতকালের প্রতিদিনে জয়া মিত্র'র লেখাটা বড় ভাল। কিন্তু প্রতিদিনকে পিডিএফ বানানো এক পর্ব বিশেষ। কেউ বানিয়ে থাকলে আমাকে এক কপি দিও তো।
  • Blank | ০১ আগস্ট ২০০৮ ২৩:২০ | 170.153.62.251
  • বেশ ভাল খেতে।
  • Tim | ০১ আগস্ট ২০০৮ ২৩:১৯ | 198.82.14.136
  • স্কুইড খেতে কি ভালো?
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ২৩:১০ | 63.192.82.30
  • মামুর অনলাইন ডাইরির পরের স্টেপ আমি দেখতে পাচ্ছি ঃ-)
    হোটেলে গিয়ে মামু ঘুমালো, কমোডের ফ্ল্যাস দেখল। মামি ও ভাগনে দেখল নায়াগ্রা। মামি যদি একটা প্যারালাল ভ্রমন কাহিনী লেখে তবে বেশ দারুন হয় ঃ-)
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ২৩:০৭ | 63.192.82.30
  • বিভিন্ন রকম মাংসের মধ্যে সবথেকে অখাদ্য - চিকেন।

    রোস্টেড কাঁকড়াবিছে খেয়ে দেখ নি?
    চিকেন তন্দুরির বদলে পায়রা তন্দুরি?
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ২৩:০১ | 63.192.82.30
  • মেঠো ইন্দুর জানি নে, তবে ব্যাঙ বড্ড সুন্দর খেতে। একটাই অসুবিধা, হাড় গুলো দেখলে নিজেদের সঙ্গে অনেক মিল পাওয়া যায়
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ২৩:০০ | 63.192.82.30
  • তানিয়া, আইসিআইএলে কি তখন অজয় ভান্ডারী ছিল? প্রতিভা ২০০১ নাগাদ জেনসারে আসে।
    তবে তুমি গনেশ কি ধরকন মানে নীরা মিস্ত্রীকে চেন নিশ্চই।
  • aja | ০১ আগস্ট ২০০৮ ২২:৫৮ | 207.47.98.129
  • কাঠবেড়ালী খেয়েছি, অ্যালাবামাতে। খুব একটা ভাল না। খরগোস আর কুমীর আরো খারাপ। তবে মিস্টার শার্লি র‌্যাটল সাপ খাওয়ানোর কথা দিয়েও খাওয়ান নি। আজও ক্ষমা করিনি সেই অপরাধ। রোজ সকালে প্রার্থনা করি - শার্লিদের ব্যাকইয়ার্ডের সাপগুলো সব চলে যাক।
  • d | ০১ আগস্ট ২০০৮ ২২:৫২ | 121.245.167.36
  • কেন স্যান , আমি তো মুগ, মুসুর, মটর, ছোলার ডাল ভালবেসে খাই। অথচ বিউলির নাম শুনলেই বমি উঠে আসে।
  • san | ০১ আগস্ট ২০০৮ ২২:৫১ | 123.201.53.138
  • মেঠো ইঁদুর পুড়িয়ে খেতে খুব ভালো হয়।
  • c | ০১ আগস্ট ২০০৮ ২২:৫০ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    সুইফটের বাসা খেয়ে এলে একটা রিপোর্ট লিখো!
  • san | ০১ আগস্ট ২০০৮ ২২:৫০ | 123.201.53.138
  • মেঠো ইঁদুর ব্যাপক খেতে।কি নরম মাংস। চিকেন যত বাহারি করেই রাঁধা হোক তার ধারেকাছে আসেনা।
  • c | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৯ | 131.95.121.107
  • আমার ধারণা, কাঠবেড়ালীও খারাপ হবে না।
  • c | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৮ | 131.95.121.107
  • কেন এমন হয়, এই নিয়ে পেপার টেপার কেউ পেলে যেন তুলে দেন!
    এই দ্যাখো আরশোলার নাম শুনেই ক্রনিক অ্যাজমা সেরে গেছে ইন্দুরের।
    ভালো কথা মেঠো ইঁদুরের মাংস চিকেনেরে মতন গরগরে করে রাঁধলে নাকি চমৎকার হয়,চিকেনকে হার মানায়।
  • tania | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৮ | 65.115.93.98
  • এইজন্যই ভাটে মামীর মত একজন অবিভাবক দরকার। নাহলে বাচ্চারা যত অখাদ্য কুখাদ্য নিয়ে আলুচানা করে ঃ-)
  • aja | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৭ | 207.47.98.129
  • পঙ্গপাল ভাজা কিন্তু সত্যিই ভাল। বিশেষ করে উষ্ণ সাকে-র সাথে।
  • Blank | ০১ আগস্ট ২০০৮ ২২:৪৬ | 170.153.62.251
  • পঙ্গপাল তো লোকে পুড়িয়ে খায়। পাল বংশের পতনের শুরুই তো সেখান থেকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত