এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ১৯:২৮ | 170.153.62.251
  • চিকেন গুনিয়া দিন কাটানো। ইহা থেকে বার্ড ফুলু হবার প্রভুত সুযোগ থাকে
  • h | ২৫ জুলাই ২০০৮ ১৯:২৮ | 125.18.104.1
  • কি মরবিড আলোচনা। মরা নিয়ে বিডিং লিটেরেলি। কি বাজে। অ্যাই এইবার এইটা থামাও। আমার খারাপ লাগছে। এমন একটা সরল করে বল্লাম সকালে, কটা দিন ই বা বাঁচবো, একটা থার্ড ওয়ার্ল্ড মেলংকালি ইত্যাদি, সেইটাকে একেবারে হতচ্ছেদ্দা করে ব্যাভার কচ্ছে।
  • san | ২৫ জুলাই ২০০৮ ১৯:২৭ | 203.187.252.155
  • চিকুনগুনিয়া কি জিনিস?
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ১৯:২৭ | 170.153.62.251
  • সত্তর। ষাটে রিটায়ার করে দশ বছর শুধুই খাবো অর ঘুমুবো।
  • h | ২৫ জুলাই ২০০৮ ১৯:২৫ | 125.18.104.1
  • ষাট ষাট।
  • r | ২৫ জুলাই ২০০৮ ১৯:২৫ | 198.96.180.245
  • এখনও ডিসাইড কর নি? আমি কব্বে করে ফেলেছি।
  • Arpan | ২৫ জুলাই ২০০৮ ১৯:২২ | 202.91.136.71
  • হ্যাঁ, এই আর কী! এখনো বুঝতে পারি না চিকুনগুনিয়া না বম্ব ব্লাস্ট কোনটায় মরা ভাল।

    আহা, বেশিদিন তো আর বাঁচব না!
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ১৯:২০ | 170.153.62.251
  • সবাই ঠিক ঠাক তো?
  • kallol | ২৫ জুলাই ২০০৮ ১৫:৫৫ | 220.226.209.5
  • ভালো আছি। আমাদের অফিসের কাছেই হয়েছে একটা - ভিট্‌ঠল মালিয়া রোডে।
    পাঁচ জায়গায় আট খানা ব্লাস্ট হয়েছে। ৩ জন মারা গেছে, ২০জন মতো আহত। সবই জিলেটিন স্টিক-এ। ফান্ডা ঃ বিভিন্ন নিউজ চ্যানেল।
  • S | ২৫ জুলাই ২০০৮ ১৫:৫০ | 202.140.54.29
  • হ্যাঁ, সে তো দেখেছি।

    ব্লাস্ট কটা নাগাদ হয়েছে?
  • Arijit | ২৫ জুলাই ২০০৮ ১৫:৫০ | 61.95.144.123
  • 2.50-এ পোস্ট আছে, এন-ডিলের টইয়ে।
  • Arijit | ২৫ জুলাই ২০০৮ ১৫:৪৭ | 61.95.144.123
  • কল্লোলদা এট্টু আগেই টইয়ে পোস্ট করলো যে?
  • h | ২৫ জুলাই ২০০৮ ১৫:৪৭ | 125.18.104.1
  • গুড। অনেকের খবর পাওয়া গেল। বাকিরা খবর দিন।
  • S | ২৫ জুলাই ২০০৮ ১৫:৪৪ | 202.140.54.29
  • কল্লোলদার কোনও ল্যান্ডলাইন আছে?
  • S | ২৫ জুলাই ২০০৮ ১৫:৪১ | 202.140.54.29
  • অর্পণ, আমি ফোন করে দিয়েছি।
  • anaamik | ২৫ জুলাই ২০০৮ ১৫:৩৬ | 196.15.16.20
  • আমি ভালো আছি। ল্যান্ডলাইন থেকে ফোন করা যাচ্ছে। মোবাইল নেটোয়ার্ক পুরো ঘেঁটে ঘ।
  • dd | ২৫ জুলাই ২০০৮ ১৫:২৮ | 122.167.24.51
  • আমি ভালো আছি। কিন্তু সব ফোন জ্যাম তাই দুশ্চিন্তা আরো বেড়ে যায়।
  • Arpan | ২৫ জুলাই ২০০৮ ১৫:২৬ | 202.91.136.71
  • লোকাল কল তো হচ্ছে না। তোমার কল এসেই কেটে গেল। স্ক্রিনে দেখলাম।
  • r | ২৫ জুলাই ২০০৮ ১৫:২৪ | 125.18.17.16
  • আমি তো ব্যাঙ্গালোরে ফোন করে কথা বললাম। ছটা ব্লাস্ট হয়েছে। সবই লো-ইনটেন্সিটি। এবং সবই দক্ষিণ ব্যাঙ্গালোরে। খবরে দেখছি তিনজন মারা গেছে, আপাততঃ।
  • babul | ২৫ জুলাই ২০০৮ ১৫:২০ | 164.164.94.194
  • ১ টা কলের পর আউটগো হোছে না। সব ব্লক হোল বোলে।আমিও থাকতাম মারুতিনগরে।
  • h | ২৫ জুলাই ২০০৮ ১৫:১৮ | 125.18.104.1
  • অর্পন, যদি এই মেসেজটা দেখিশ, তোকে আমি ফোনে পাচ্ছি না। স্যান,ডিডি দা,কল্লোল দা আর চেনাদের একটা খবর নে।
  • Arpan | ২৫ জুলাই ২০০৮ ১৫:১১ | 202.91.136.71
  • মাদিওয়াড়ায় আমার বোন আর ভগ্নীপতি থাকে। তাদেরও ধরা যাচ্ছে না।
  • Arpan | ২৫ জুলাই ২০০৮ ১৫:০৯ | 202.91.136.71
  • না।
  • san | ২৫ জুলাই ২০০৮ ১৫:০৫ | 12.144.134.2
  • আমি শুনলাম ছটা ব্লাস্ট।

    অপ্পন তোমার সেল কাজ করছে? ফোন করা যাচ্ছে?
  • babul | ২৫ জুলাই ২০০৮ ১৫:০৩ | 164.164.94.194
  • S আর বলো কেন । দেখেছো কি শুরু হোল আবার ।
  • P | ২৫ জুলাই ২০০৮ ১৫:০১ | 78.16.61.70
  • জানি না। আমার এক বন্ধু বলল।
  • sarathi | ২৫ জুলাই ২০০৮ ১৫:০০ | 59.160.220.131
  • ndtv, sify
  • babul | ২৫ জুলাই ২০০৮ ১৪:৫৯ | 164.164.94.194
  • কোন সাইটে দিছে?
  • babul | ২৫ জুলাই ২০০৮ ১৪:৫৭ | 164.164.94.194
  • খুব বাজে ব্যাপার।
  • P | ২৫ জুলাই ২০০৮ ১৪:৫৭ | 78.16.61.70
  • আমি তো শুনছি মাডিওয়ালা ছড়াও অশোকনগর , ল্যাংফোর্ড টাউন , মাইসোর রোড ইত্যাদি মিলিয়ে মোট আটখানা ব্লাস্ট।
    অপ্পন , ডিটেল্‌স পেলে জানিও।
  • Arpan | ২৫ জুলাই ২০০৮ ১৪:৪৩ | 202.91.136.71
  • বেঙ্গালুরুর জনতার জন্য (এইমাত্র পাওয়া খবর)ঃ

    There has been some trouble reported in Bomanhalli/Madivala (2 Blasts), and news is that many have been injured.
  • S | ২৫ জুলাই ২০০৮ ১৩:২২ | 202.140.54.29
  • সাংবাদিকদের পরিবেশিত সংবাদের এক টাটকা নমুনা দিই।

    আজকের হিন্দু-তে একটা খবর বেরিয়েছে, সাংবাদিক ভার্সনঃ http://www.hindu.com/2008/07/25/stories/2008072560441000.htm

    এবার বলি, যা ঘটেছিল। পরশু দিন করুণানিধি এসেছিলেন দিল্লি। বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এয়ারপোর্টে বসে তিনি তলব করেন পাওয়ার মিনিস্ট্রির কোনও এক সেক্রেটারিকে। সেক্রেটারি তখনই দৌড়ন করুণানিধির সাথে দেখা করার জন্য, সাথে যান ইউনিয়ন পাওয়ার মিনিস্টার সুশীলকুমার শিন্ডে। সেখানে মন্ত্রীর অনুপস্থিতিতে করুণানিধি অকথ্য ভাষায় অপমান করেন সেক্রেটারিকে। তামিলনাড়ু অনেকদিন ধরে বাড়তি পাওয়ার চেয়ে আসছিল, কিন্তু কোথাও কোনও এক্সেস পাওয়ার না থাকাতে তামিলনাড়ুকে দেওয়া যায় নি বাড়তি পাওয়ার। সে কথা তামিলনাড়ুর বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তো সব টেকনিক্যাল কচকচিতে যাবেন কেন? তিনি খানিকক্ষণ গালমন্দ করে সেক্রেটারিকে নির্দেশ দেন, কাল যেন আমি অফিসের টেবিলে একশো মেগাওয়াট পাওয়ার অ্যালোকেশনের ফ্যাক্স দেখতে পাই, নইলে তোমার নিস্তার নেই।

    সেক্রেটারি নাকি অপমানের ধাক্কায় অফিস ফিরে এসে কেঁদে ফেলেছিলেন। এর পর সেকশন অফিসারদের রাত আটটার পরও আটকে রেখে তড়িঘড়ি অ্যাপ্রুভাল বের করা হয়। বাড়তি পাওয়ার না-থাকা সত্বেও অন্যান্য স্টেট থেকে পাওয়ার ছেঁটে তামিলনাড়ুকে একশো মেগাওয়াট অ্যালোকেট করে গতকালই ফ্যাক্স করে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর অফিসে।

    এ গল্প কোনওদিনও কাগজে ছাপা হবে না, জাস্ট বলার জন্য বলা।
  • sarathi | ২৫ জুলাই ২০০৮ ১৩:০৫ | 59.160.220.131
  • http://tinyurl.com/5p4wdr আবার এক নতুন নোংরামির শুরু
  • S | ২৫ জুলাই ২০০৮ ১২:৫৯ | 202.140.54.29
  • একেই বলে ভালোবাসা। আমি এলেই বাবুল আসবে।

    আর কটা দিনই বা বাঁচবো! হরি হে মাধব, চান করব না গা ধোব!
  • kallol | ২৫ জুলাই ২০০৮ ১২:৪১ | 220.226.209.5
  • যারা ব্যাঙ্গালুরুতে আছো ঃ অর্পন, স্যান, ভুতো, দীপ্তেন, সুহাসিনী, অনমিক এবং আরও যাদের নাম লিখতে পারলাম না.......
    FELUDA PHEROT !
    THE RETURN OF FELUDA
    (A Play in Bengali)

    * Venue : Rangashankara, J.P.Nagar , Bangalore
    * Date : July 26 Sat, 7:30 PM; 27th Sun, 3:30 PM & 7:30 PM
    * Language and Duration: Bengali, 165 mins
    * Tickets: Apart from the venue, tickets are available at KC Das (St.Marks Rd), Crossword (Residency Rd) and 6 Ballygunge Place (Indiranagar)
    * Tickets Tele Booking: 98807 16416

    * Playwright/Director: Srijit Mukherji
    * Troupe: Pandora's Act
    * Cast: Barun Chanda, Parambrata Chatterjee and others

    পারলে দেখো - বেশ ভালো।
    আমি রিহার্সল দেখে বলছি।
  • babul | ২৫ জুলাই ২০০৮ ১২:৩৬ | 164.164.94.194
  • S ফু দিয়ে খা
  • tania | ২৫ জুলাই ২০০৮ ১২:১৫ | 76.200.154.179
  • হনুদা আজ একদম যাতা ফর্মে!
  • S | ২৫ জুলাই ২০০৮ ১২:০১ | 202.140.54.29
  • পাগ্‌লা, ক্ষীর খা, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা
  • Arijit | ২৫ জুলাই ২০০৮ ১২:০০ | 61.95.144.123
  • এই ভদ্রলোক কে?
  • h | ২৫ জুলাই ২০০৮ ১১:৫৯ | 125.18.104.1
  • যেতে যেতে একটা সিনেমাটিক ইনস্পিরেশন পেয়ে ফিরে এলাম।

    ধরুন গল্প হলেও সত্যি টাইপের কোন ছিনেমা। সেখানে একটি দৃশ্যে দেখা যাচ্ছে, বাড়ির পুরুষেরা বাথরুমের জন্য কম্পিট করছেন, সবেগে পায়চারি করছেন, কারো হাতে গাড়ু, কারো হাতে মগ, কারো গামছা বা কারো লুংগি -ইন ভেরিয়াস স্টেজেস অফ ডিসইন্টিগ্রেশন - ইত্যাদি। একটি ব্যস্ত সকাল।

    এই দৃশ্যের আবহ হিসেবে একটু ফাস্ট বিটে গান হচ্ছে, বাণী তব ধায়িছে ...

    হঠাৎ সবাই থেমে গেল , ছবি স্টিল হল, শুরু হল ক্রেডিট্‌স, 'based on original article on optimisation technique of garhus using service architecture Dr. Arijit Mukhopadhyay, 2008'

    আর কটা দিনই বা বাঁচবো।
  • san | ২৫ জুলাই ২০০৮ ১১:৫৬ | 12.144.134.2
  • তাই বল
  • Arijit | ২৫ জুলাই ২০০৮ ১১:৫৫ | 61.95.144.123
  • ক্ষিদে পাচ্চে।
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ১১:৫৩ | 65.218.154.195
  • টাকিলা, শুদ্ধু বিশুদ্ধ টাকিলা, আর কিচ্চু না।
  • san | ২৫ জুলাই ২০০৮ ১১:৫০ | 12.144.134.2
  • ব্ল্যাংকির পেটে ক পাত্তর পড়েছে?
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ১১:৪৮ | 65.218.154.195
  • গাড়ু ভর্তি টিস্যু আসলে এক কনটেম্পোরারি স্কালপচার। প্রাচীন ভারতের সংস্কৃতির ক্যানভাসে পাশ্চাত্য বদভ্যাসের এক টুকরো কনসেপচুয়াল ছায়া, যাহা সেমি অ্যাবস্ট্রাক্টনেসকে বোঝাচ্ছে।
    অন্যদিকে এই কনটেম্পোরারি ব্যপার খানা ধনতান্ত্রিক সমাজের মুখে এক প্রশ্ন ঝুলিয়ে সাব অল্টার্ন ভারত বাসির সাথে লাতিন আমেরিকার বিশ্বাসের এক নতুন সিরাপ তৈরি করছে।
    ওঠো জাগো, নিজের ছবি নিজে আঁকো।
  • Arijit | ২৫ জুলাই ২০০৮ ১১:৪৭ | 61.95.144.123
  • যাঃ হনুও গাড়ু নিয়ে দৌড়লো।
  • h | ২৫ জুলাই ২০০৮ ১১:৪৪ | 125.18.104.1
  • ওকে। বাই ফর নাও।
  • S | ২৫ জুলাই ২০০৮ ১১:৪৩ | 202.140.54.29
  • ধ্যাত্তেরি! ***আদরআত্তিযত্নও করবে***
  • S | ২৫ জুলাই ২০০৮ ১১:৪২ | 202.140.54.29
  • তারমানে মামীকে আদরআত্তিযত্নমও করবে, আর লাস্টে বলবে দেহি পদপল্লবমুদারম।

    পুরো যা-তা! একঘর উইথ অ্যাটাচ্‌ড বাথ।
  • h | ২৫ জুলাই ২০০৮ ১১:৪১ | 125.18.104.1
  • ইস্ট ও ওয়েস্টের সিনক্রেটিক মেলবন্ধনের চিহ্ন হিসেবে গাড়ু ভর্তি টিসু নিয়ে বিভিন্ন লোকের ছোটার সম্ভাবনা গ্রথিত করাটা অরিজিতের আরেকটা অজ্জিনাল কϾট্রবিউশন। সেমিওটিক্সে এবং আন্তর্জাতিক বোঝাপড়ায়;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত