এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omnath | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৯ | 59.160.220.131
  • তোকে আমার সিনিমার লিস্টি টা পাঠিয়ে দেবো আপডেট করে। একটায় মিনিমাম তিনটে আর ম্যাক্সিমাম ৬ টা সিনেমা ধর।
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৮ | 124.30.233.101
  • মুখে দিলে মিলিয়ে যাওয়া বড়পি কি দিয়ে বানায়? এটা কি বস্তু? রেসিপী পাওয়া যাবে?
  • Somnath | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৭ | 59.160.220.131
  • নিজে মোডেম কিনে নিলে ম্যাক্স দশ দিন। অ্যাপ্লাই করেই লোকাল কানেকশন দেবার এক্সচেঞ্জে ফোন করে তাগাদা দিলে চট করে হয়ে যায়।

    বি এস এন এল এর মোডেম নিলে কোনো টাইম গ্যারান্টি নেই। তবে আমি রিসেন্টলি আর একটা কানেকশনের জন্যে অ্যাপ্লাই করেছিলাম, তখ ফ্রি মোডেম আর জিরো কানেকশন চার্জ দিচ্ছিল। যে মাসে অ্যাপ্লাই করলাম, তার পরের পরের মাসে মোডেম নিয়ে লাগাতে এল। পাসওয়ার্ড পেতে আরো সাত দিন ধরো।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৬ | 61.95.144.123
  • পামিতাদি - আমি সদ্য করলুম - মানে এই আজ জমা পড়বে আর কি। বিএসএনএলের লোক বল্ল এখন অনেক স্কীম চলছে আর খুব তাড়াতাড়ি দিচ্ছে। সুলভ বলে একটা ফোনের স্কীম আছে - ওটা নাকি দশদিনের মধ্যে দেবে, আর তার ওপর খুব শিগ্গিরি ব্রডব্যাণ্ডও দেবে। ব্রডব্যান্ডের সাথে আরেকটা ফোন ফ্রী - তবে সেটা ইনকামিং। আর সুলভের সাথে একটা মোবাইল (হ্যান্ডসেট নয়, সিমকার্ড) ফ্রী।

    সব ঠিকঠাক নামলে জানতে পারবো ঠিক কদিন লাগছে।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৫ | 65.218.154.195
  • তাহলে টোটাল নাম্বার অফ সিনিমা কত?
  • omnath | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৪ | 59.160.220.131
  • হ্যাঁ। একটা ডিভিডিতে যেটুকু সিনিমা ধরে।
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৪ | 192.92.94.23
  • সোমনাথ, অ্যাপ্লাই করার কদ্দিন পর বি এস এন এল কানেকশান পাওয়া যায় জানো?
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৪৩ | 65.218.154.195
  • আমি একপিস নেবো। কিন্তু মুশকিল হলো হার্ড ডিস্ক জিনিসটা বেশ ভারি। এক গাদা বই আর সিডি র ফাঁকে। এই 4.3 জিবি কি? সিনিমা?
  • omnath | ১৫ জুলাই ২০০৮ ১০:৪১ | 59.160.220.131
  • আমারটায় আমরগুলোই সব ধরবে না। ২৫০ টাx.৩ জিবি = ১০৭৫ জিবি। ঃ-((

    তবে কিছু ডিভিডি নষ্ট হয়ে গেছে, সেগুলো বাদ যাবে বলে হয়ত হয়ে যাবে। তোর গুলো আনন্দ সহকারে নিয়ে নেবো। ঃ-) দেখি, তারপর আর একটা ৫০০ জিবি কিনতে হবে মনে হয়। তুই কম দামে পেলে নিয়ে আয় না ভালো দেখে একটা। (কম দাম মানে এক্টিবি ৯৬০০ টাকার কম, হাফটিবি ৩৮০০ টাকার কম)

    সিফো কে সমবেদনা।

    আর ইদানীং রাতে বি এস এন এল কি স্লো যাচ্ছে মাইরি!! ঃ-(( আমার এক এক রাতে ৩.৫ জিবি থেকে ৪ জিবি নামতো। এখন ১ জিবি ও নামে না কষ্ট করে। ঃ-(

    কাল ঋতুপর্ণ ঘোষের "খেলা" দেখলাম। বাচ্চা ছেলেটা ভালো করেছে। প্রসেনজিৎ কে খুব সুন্দর দেখতে লেগেছে।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৪১ | 65.218.154.195
  • এখন পদ্মপুকুরের ওদিকে এক খান দোকানে বানায়। ঘি মাখানো জয়নগরের মোয়া আর মুখে দিলে মিলিয়ে যাওয়া নারকেল বড়পি।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১০:৩৮ | 61.95.144.123
  • সেখানে রুই মাছ দেখলে বাঃ বলতে ইচ্ছে করে, তাই নাম হল বাঃরুইপুর, অপভ্রংশে বারুইপুর। তবে পেয়ারা আর লিচু ব্যাপক, কাছারিবাজারের মোড়ে একটা লোক জয়নগরের মোয়ার দোকান দিত শীতকালে - চেনা হয়ে গেছিলো - টাটকা মোয়া বানিয়ে দিত - হাতে ঘি মাখিয়ে, আর ফিরিতে গোটা দুই খাইয়ে দিত;-)
  • Ishan | ১৫ জুলাই ২০০৮ ১০:৩৭ | 12.240.14.60
  • কিন্তু পশ্চিমবঙ্গে শিল্পবিপ্লব ও কৃষকবিদ্রোহের পীঠস্থান একটিই আছে। সিং গুর। সিং গুর। সিং গুর।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৩৬ | 65.218.154.195
  • বারুইপুর বলে একটা অসাধারন জায়গা আছে জগতে।
  • sinfaut | ১৫ জুলাই ২০০৮ ১০:৩৪ | 66.232.102.157
  • নলপুর বলেও একটা জায়গা আছে।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৩২ | 65.218.154.195
  • মোল্লার চকের দই সেরা
  • Div0 | ১৫ জুলাই ২০০৮ ১০:৩২ | 203.187.134.12
  • ঐ ১টিবি বস্তুটির সিক টাইম ভালোকরে দেখে নিও। আমার এক্সটার্নাল ম্যাক্সটর কানেক্ট কল্লেই সিস্টেম হ্যাং হয়ে যেত। ইন্টার্নাল ৮০ পিন SCSI তে এই ঝামেলি হত না।

    [ কি আশ্চয্য! আমার APC আগের শুক্কুরবার রাতে দেহ রেখেছে। ]
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৩১ | 65.218.154.195
  • মির্জাপুর বাঁকিপুরের নাম এক খানা ভুতের গপ্পে পড়েছিলুম। এদ্দিনে জানলুম যে ঐ নামে সত্যি একটি জায়গা হ্যাস।
  • Ishan | ১৫ জুলাই ২০০৮ ১০:৩০ | 12.240.14.60
  • আরে দুটো আলাদা জায়গা। একটা মির্জাপুর। আরেকটা বাঁকিপুর। কিন্তু স্টেশন একটাই। মির্জাপুর-বাঁকিপুর। সেই থেকে জায়গাদুটোর নামও হয়ে গেল মির্জাপুর-বাঁকিপুর।

    বার্লিনের পাঁচিল ভাঙা তো এই সেদিনের গপ্পো। সিঙ্গুর এসব কত্তো আগে করে দেখিয়েছে। ঃ)
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৩০ | 65.218.154.195
  • দেশে না। দেশে থাকলে তো আমার হার্ড ডিস্কের সিনিমা সব গুলো নিয়ে আপতত তোমার টায় ব্যাক আপ করে দিতুম। দেশে গিয়ে কব্বো ঃ)
  • S | ১৫ জুলাই ২০০৮ ১০:২৮ | 202.140.54.29
  • বেয়ানের কী বিনয়, সিঙ্গুরের গল্পে আবার "অনধিকার চর্চা'। যা-তা! ঃ-)
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:২৭ | 65.218.154.195
  • আরে মির্জাপুর বাঁকি পুর বলে সত্যি কোনো জায়গা আছে নাকি জগতে ?
  • Ishan | ১৫ জুলাই ২০০৮ ১০:২৫ | 12.240.14.60
  • সিঙ্গুরের নাম শুনে প্রায় ঘুম থেকে উঠে এলাম। ঃ)

    আদর্শ আর সত্যনারায়ণের দই জগৎ বিখ্যাত। কোনো সন্দেহ নেই। ঃ)

    আর সুকুমারবাবু এখন মোটেও মির্জাপুরে থাকেন না। সাতমন্দিরতলায় থাকেন। আমার বাড়ির খুব কাছেই।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:২৫ | 65.218.154.195
  • বাংলা সিনিমার ভাল টরেন্ট সাইট কিছু আছে? ঐ BT না, ওতে সিড করার কেউ থাকে না
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:২৩ | 65.218.154.195
  • এই আদর্শ টা কি বস্তু? মামু কি এখানে খাওয়াবে? নাকি ভজা তে? নাকি কাফিলায়?
  • omnath | ১৫ জুলাই ২০০৮ ১০:২৩ | 59.160.220.131
  • ইয়েস ব্ল্যাংকি। তুই কি দেশে?
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১০:২৩ | 61.95.144.123
  • হরিপালের দই তো বিখ্যাত শুনেছিলুম। আমাদের বাড়ির কাছে একটা মিষ্টির দোকান ছিলো - তারা হরিপালের লোক - আর ওই দোকানের দই গোটা এলাকায় বেস্ট ছিলো।
  • m | ১৫ জুলাই ২০০৮ ১০:২০ | 12.240.14.60
  • সারথিবাবু,
    একটু অনধিকার চর্চা করলাম,আদর্শ র দই খুব ভালো এইটা অনেক টা প্রাচীন অরণ্য প্রবাদের মতঃ)
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:২০ | 65.218.154.195
  • ওমনাথ কি এক টেরাই হাডি কিনবে?
  • sinfaut | ১৫ জুলাই ২০০৮ ১০:১৬ | 66.232.102.157
  • কাল আমার ইউপিএস দেহ রেখেছে। ঃ-(
  • Somnath | ১৫ জুলাই ২০০৮ ১০:১১ | 59.160.220.131
  • নানা, আজ আর হাডি নিয়ে কোনো কালোচনা নয়। রাঙাদা কান মলে দেবে। তবে কালই তো ঠিক হলো বেদান্ত (২২১২৯৮৩২) থেকে এক্টিবি কেনা হবে। আমি এক্সটার্নাল নিতে উৎসাহী নই। কারণ দাম ছাড়াও, ওতে পাওয়ার সাপ্লাই আলাদা। এস এম পি এস না থাকলে চাপ। আমার বাড়িতে হামেশা ভোল্টেজ ফ্লাকচুয়েট হয়, লো ভোল্টেজ থাকে, তাই মেন লাইনে হাডি কানেক্ট করে রাখা পুরো চাপ। ইউ পি এস টা ঢপের, দুবার জোরে ভোল্টেজ জার্ক দিলে কম্পুটাই দুম করে বন্ধ হয়ে যায়। একই জিনিস হাডির সাথে হলে তো দুদিনে দেহ রাখবে। তারচেয়ে ইউ এস বি দিয়ে কম্পু থেকে পাওয়ার টানার কনসেপ্ট বেটার। আমার এখনো পর্যন্ত উইথ কেসিং পছন্দ। দেখি আজ বা কাল চাঁদনি গিয়ে কোনটে বেটার লাগে।
  • sarathi | ১৫ জুলাই ২০০৮ ০৯:৪৭ | 59.160.220.131
  • ইশান , সুকুমার দত্তের পরিচয় পেলাম , উনি গুড়াপ স্কুলে পড়িয়েছেন বেশ কিছুদিন আর ওনার বাড়ি হল গিয়ে মির্জাপুর-বাঁকিপুর

    মহামায়া প্রাইমারির হেডমাষ্টার শচীনবাবুকে চিনতে?

    সিঙ্গুরে দুটো জিনিস খুব মিস করি , ক্লাবমাঠের বার্ষিক ফাংশান (ছোটবেলায় যেতাম , একটা অনাবিল আকর্ষণ ছিল) আর আদর্শর দই-রসগোল্লা !
  • Div0 | ১৫ জুলাই ২০০৮ ০৯:৪০ | 203.187.134.12
  • এসেনডিজি এইচডি পেলি! কি কিনলি অবশেষে?
  • m | ১৫ জুলাই ২০০৮ ০৩:০৭ | 12.240.14.60
  • বিকেলে চাওমিন খাবি জিজ্ঞেস করামাত্র ছেলে বল্লো হ্যাঁ,আমি শুধরে বল্লাম,মানে নুডল্‌স খাবি- বল্লো না চাওমিন ই খাবো- আমি বল্লাম আরে দুটো ই এক - একগাল হেসে বল্লো হুলাবিলা আর চন্দ্রবিন্দু র মত!
  • m | ১৫ জুলাই ২০০৮ ০২:৪৬ | 12.240.14.60
  • আজ্জো,
    'দেবীপক্ষ' দেখেছো রাজা সেনের,না দেখে থাকলে আর দেরি কোরো না- যেভাবে হোক জোগাড় করে দেখে নাওঃ)
  • arjo | ১৫ জুলাই ২০০৮ ০২:২১ | 168.26.215.54
  • শেষে ঋতুপন্না!! হুম
  • m | ১৫ জুলাই ২০০৮ ০১:৫৩ | 12.240.14.60
  • কাল রাতে ভয়ংকর একটা দুঃস্বপ্ন দেখলাম- ঋতুপন্না একটা বঁটি হাতে নাচতে নাচতে আমার গলা কাটতে আসছে! উফ্‌
  • Indu | ১৪ জুলাই ২০০৮ ২৩:৫২ | 63.192.82.30
  • যাঃ
    পামিতা বাড়ি যাওয়ার আনন্দে কাউকে চিনতে পারছে না!
  • Paramita | ১৪ জুলাই ২০০৮ ২৩:৫১ | 63.82.71.141
  • ওমা, এতো চেনা ইঁদুর।
  • Paramita | ১৪ জুলাই ২০০৮ ২৩:৪৭ | 63.82.71.141
  • ইন্দু কি ইন্দোভাই? তালে একটা স্ক্র্যাপ করলাম এখুনি, একটু দেখো। ফোন নং-টা পাঠিও। প্লেনে উঠতে পারলে বাঁচি।

    নইলে, ইন্দুবাবু ভাটে নমস্কার।
  • Indu | ১৪ জুলাই ২০০৮ ২৩:৪০ | 63.192.82.30
  • দশ দিনের গান, তিরিশ দিনের উইপোকা... চল্লিশ দিন পরে টাওয়েল নিয়ে বসা...
  • Indu | ১৪ জুলাই ২০০৮ ২৩:৩৯ | 63.192.82.30
  • পামিতার দেশে যাওয়ার নামে কি গুন গুন করে তারস্বরে গান গাওয়া --- হুঁঃ
  • Paramita | ১৪ জুলাই ২০০৮ ২২:২৪ | 192.92.94.23
  • অরিজিতের আপিশে কি বৃষ্টি হচ্ছে?
  • a | ১৪ জুলাই ২০০৮ ২০:২০ | 220.225.7.11
  • এই আপিসে আর একদিন। তারপর,অন্য কোথা,অন্য কোনো খানে।
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৮:৪৯ | 61.95.144.123
  • সুপ্রীম কোর্ট পিছু হঠলো, প্রমাণ হল বেদান্তই সর্বশক্তিমান;-)
  • a | ১৪ জুলাই ২০০৮ ১৮:৩১ | 220.225.7.11
  • তাইলে বেদান্তই ভালো দুকান!!! নং টা ঠুকে দেন ইখানে।

    ১৬০ জিবি মানে বেশ সুন্দর ছো ও ও ট্টো মত একটা বাস্ক, খুব সহজে ক্যারী করা যয়। WD র। আমি সুপ্রীম থেকে ৩৮০০ মত দিয়ে কিনেছিলুম।

    ৯৭ র মাধ্যমিক,তাই দাদাটাই চলুক।

    ব্যাবহার=Requirement না Usage

    (কাজ না থাকলে মানুষ কি না লেখে!!)
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৭:৫৯ | 61.95.144.123
  • হার্ড ড্রাইভ নিয়ে বেদান্ত মতবাদের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল হল সুপ্রীম কোর্টে।
  • Somnath | ১৪ জুলাই ২০০৮ ১৭:৪১ | 59.160.220.131
  • সুপ্রীম (২২১১৯৩৫৫) যা বলল,
    এক্সটার্নাল হার্ড ডিস্কঃ সিগেট
    ৫০০ জিবি ঃ ৫১৫০
    ১ টিবি ঃ ১১৫০০

    ইন্টার্নাল হার্ড ডিস্ক ঃ ৫০০ জিবি ঃ ৩৬৭৫ (+ কেসিং ৬০০ টাকা হবে হয়তো। একটা প্রচণ্ড ন্যাকা মেয়ে ফোন ধরেই প্রথমে জিজ্ঞেস করল আমাদের দোকানে কবে আসবেন? আর অর্ধেক কথা বলে, বাকি ইনফর্মেশন দোকানে এলে পাবেন বলে রেখে দিল। যাচ্ছেতাই।)

    ধুস, বেদান্ত ইনফোসিস- এ তিনশো টাকা দাম কম। ঋজু এই দোকানের খোঁজ দিয়েছিল। ওটা থেকেই কিনবো ভাবছি।

    রাঙাদা, নিচে এস, সিডি নিয়ে যাও। আমি নামছি।
  • bb | ১৪ জুলাই ২০০৮ ১৭:২৩ | 61.16.250.244
  • Somnath আপনার ব্যবহার মানে requirement ঃ)।এর অন্য কোনো interpretation এর জন্য দুখিতঃ। ১৬০ জিবিটা basically ইনর্টানাল হার্ডডিস্ক উইথ কেসিং। এটা চলে উএসবি দিয়ে আর কোন পাওয়ার লাগেনা
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৭:২৩ | 61.95.144.123
  • তাও তো এখনো এই এক্সটারনাল হার্ড ড্রাইভ এবং তার ওপর রেডহ্যাটের প্রভাব ও তার ফলশ্রুতি হিসেবে লেটেক ইউজারের সংখ্যার অবিস্মরণীয় বৃদ্ধি এবং মুক্তবাজারের অধোগতি নিয়ে প্রবন্ধটাই লেখা হল না;-)
  • Arijit | ১৪ জুলাই ২০০৮ ১৭:১২ | 61.95.144.123
  • বাইপাস সার্জারি - হার্ট ট্রান্সপ্ল্যান্ট - বল্লেই কি শেষ হয় নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত