না না সবাই জিমে যায়নি। এইতো আমি বিরিয়ানি আর চাঁপ খেতে বেরোব বেরোব করছি। এর মধ্যে আবার জিম টিম কেন।
d | ০৫ জুলাই ২০০৮ ০৯:৩৭ | 59.161.54.0
আজ রোদলা প্রাতে সবাই গেছে জিমে।
Blank | ০৫ জুলাই ২০০৮ ০৯:৩০ | 65.218.154.195
আমি
sinfaut | ০৫ জুলাই ২০০৮ ০৯:১৩ | 117.195.195.195
এব্বাবা, আর সব কই?
arjo | ০৪ জুলাই ২০০৮ ২৩:৪৮ | 24.214.28.245
কি অধ্যবসায় মাইরি এতক্ষণ ধরে ডিভিডি ড্রাইভ ঠিক করলুম।
d | ০৪ জুলাই ২০০৮ ২৩:১৫ | 121.245.175.144
এত "পাই' কেন?
sinfaut | ০৪ জুলাই ২০০৮ ২৩:১২ | 117.195.195.195
huh?
dd | ০৪ জুলাই ২০০৮ ২২:২৯ | 122.167.23.123
ইয়েস।
Arpan | ০৪ জুলাই ২০০৮ ২২:০০ | 122.252.231.206
আর হেথায় পাই লেআউটে ডিডি থাকেন।
pi | ০৪ জুলাই ২০০৮ ২১:৫৯ | 69.251.184.3
আরে পাই ই তো মাঝেসাঝে আই-অনুসন্ধানে ব্যাপৃত থাকে ! ঃ)
san | ০৪ জুলাই ২০০৮ ২১:৪৯ | 203.187.252.157
এই যে আই কাকে যেন পাই নে পাই নে বলে ডাকাডাকি করছেন। কে নিলো শেষমেষ?
pi | ০৪ জুলাই ২০০৮ ২১:৪৯ | 69.251.184.3
লাইফ অব পাই বেশ ইন্টারেস্টিং। বল্লে হবে ! ;-) ডিঃ আমি যে বইটার কথা বলিনি একথা কিন্তু বলিনি ।
pi | ০৪ জুলাই ২০০৮ ২১:৪৫ | 69.251.184.3
অ্যাঁ ! :O
san | ০৪ জুলাই ২০০৮ ২১:৪২ | 203.187.252.157
পাইকে কে নিয়ে নেবে?
pi | ০৪ জুলাই ২০০৮ ২১:৪২ | 69.251.184.3
পুরো পশ্চিমঘাটেই বর্ষা ভারি সুন্দর। জল পেলে ঘাসে কেমন যে একটা সবুজ রংগ ধরে তাতেই চারদিক অদ্ভুত সুন্দর হয়ে যায় ! তবে মুম্বইএর আরবসাগরতীরের বর্ষা নিয়ে কোনো কথা হবেনা, ঐ দেখে কলকাতার দুঃখু ভুলেছিলুম। এখানে আবার নিরক্ষীয় স্টাইলে রোজ বিকেলে ঝড়-বৃষ্টি হচ্ছে দেখি, ভালো ই লাগে কিন্তু, আমাদের হাওয়া-মহলে দাঁড়িয়ে প্রায় উড়ে যেতে যেতে দেখা সমুদ্রের উপর ছুটে আসা সেই বৃষ্টিটা আর কোথায় পাই ! ঃ(
I | ০৪ জুলাই ২০০৮ ২১:৪১ | 59.93.193.179
very rarely তব দেখা pi। চিরদিন কেন পাই নে?
d | ০৪ জুলাই ২০০৮ ২১:৪০ | 121.245.175.144
অর্পণ, আসছি ঘন্টাখানেক বাদে। এখন একটু ঘাসজলের যোগাড় দেখি গে।
arjo | ০৪ জুলাই ২০০৮ ২১:৩৮ | 24.214.28.245
হ্যাঁ হ্যাঁ পাই আদ্যন্ত ইর্যাশনাল।
I | ০৪ জুলাই ২০০৮ ২১:৩৭ | 59.93.193.179
pi একটি আদ্যন্ত ঘাঁটা কেস। pi একটি সোনার পাথরবাটি। pi সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। জীবহিংসুক মামু।
d | ০৪ জুলাই ২০০৮ ২১:৩৫ | 121.245.175.144
সে সত্যি বলতে কি পুণেতেও সুন্দর লাগে, যদি রাস্তায় না নামতে হয়। এই যেমন আমাদের আপিসটা যেখানে গেছে, সেখানে চারিদিকে শুধুই পাহাড়। ঢেউ খেলানো পাহাড়। আর উঁচু উঁচু আপিস বাড়ী তৈরী হচ্ছে। শুদ্ধু কনস্ট্রাকশানের কাজ ছাড়া আর কোন সাড়াশব্দ নেই কোথাও। এদিকে আমাদের আপিসের বাড়ীটারও শুধুই একটা ফ্লোর বসার যুহ্যি। সেটারই কাঁচের জানালা, আলো জ্বলে ইত্যাদি। স্মোকারদের জন্য যে চিলতে বারান্দাটা, সেটা একদম খোলা। কোনরকম রেলিং ইত্যাদি নাই। বাকী অংশ তৈরী হয় নি বলে কাঁচ লাগানো হয় নি এখনও। ধারে গিয়ে কোন কারণে অন্যমনস্ক হলে ৪ তলা থেকে পতন হবে। তো সেখানে দাঁড়ালে রংহীন জলের টুপটুপে ফোঁটাগুলো যখন দৌড়াতে দৌড়াতে নাচতে নাচতে আসে, একটা ধুষর রঙের পর্দা নেমে আসে, বানিয়ে দেয় ..... ঢেউ খেলানো পাহাড়গুলোর আস্তে আস্তে বর্ষার চাদরে মুড়ে যায়, তখন দেখতে খুবই ভাল লাগে।
কিন্তু তারপরে যখন একগোড়ালি কাদা ঠেলে বাড়ীর চত্বরে ঢুকতে হয় ..... ইইকস!
arjo | ০৪ জুলাই ২০০৮ ২১:৩২ | 24.214.28.245
আমেরিকায় বৃষ্টি না হলেও মেঘলা দিন খুব সুন্দর। যেহেতু অনেকটা আকাশ দেখা যায় তাই কালো, নীলচে আকাশ দেখতে খুব সুন্দর লাগে। এইসব দিনে গাড়ি নিয়ে ফাঁকা হাইওয়ে দিয়ে চলতে খুব ভালো লাগে।
Arpan | ০৪ জুলাই ২০০৮ ২১:২৯ | 122.252.231.206
দ একবার জিটকে এলে সাড়া দিও তো। কিঞ্চিৎ দরকার আছে।
san | ০৪ জুলাই ২০০৮ ২১:২৭ | 203.187.252.157
না আসলে এখানে গাছপালা বেশি চাদ্দিকে সবুজ তাই বৃষ্টি এলে সুন্দর তো দেখায়। কিন্তু কথা হল বেশিরভাগ সময়েই ঝিরঝিরে বৃষ্টি হয় তো । ঝমঝমিয়ে বৃষ্টি খুব কম আসে। কালবৈশাখীটা আমি খুব মিস করি।
pi | ০৪ জুলাই ২০০৮ ২১:২৬ | 69.251.184.3
এই ঘটি বাংগাল ব্যাপারটা নিয়ে আমি মনে মনে নিতান্ত কনফিউসড।
আমি জন্মগতভাবে নিটোল ঘটি এবং প্রচণ্ড পরিমাণে নংকা খাই। তারার উপর ইস্টবেংগলের সাপোর্টার। বর বাংগাল এবং মোহনবাগান। মা শুঁটকি মাছ অন্ত প্রাণ। শাশুড়ি পোস্ত ছাড়া ঢ্যাঁড়স ও রাঁধতে পারেন না।
কাল কনফিউশান আরো ঘনীভূত হইলো। আমি ঘোরতর লিনাক্ষ ও ল্যাটেক বিরোধী।
কিন্তু এর ফলে আমার ঘটিত্ব নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করলেও সেটা অনুচিত হবে। কারণ আমি একজন খাঁটি ঘটি রমণীর ন্যায় বরকে সামান্যতম সুযোগে তার বাংগালত্ব নিয়ে কথা শুনিয়ে থাকি।
Arpan | ০৪ জুলাই ২০০৮ ২১:২৬ | 122.252.231.206
হ্যাঁ, বেঙ্গালুরুর বর্ষা ভারি সুন্দর। চারিদিকে সবুজ ধুয়েমুছে আরো ঝকঝকে তকতকে করে।
d | ০৪ জুলাই ২০০৮ ২১:২৪ | 121.245.175.144
অজ্জিত,
আমারও মোটামুটি অপ্পনের মতই বক্তব্য। কষ্ট করে আর লিঙ্কটা খুললাম না, কারণ কোন তর্কে নাই। কোং চাইলে শিখতেই হবে, তখন দেখব।
arjo | ০৪ জুলাই ২০০৮ ২১:২৪ | 24.214.28.245
বোস্টনের বর্ষায় মন খারাপ হয়। ক্যালিফে হয়ই না। সেই ঝমঝমিয়ে বৃষ্টি, কালো আকাশ । আচ্ছা আজ রথ তো বৃষ্টি হচ্ছে না?
h | ০৪ জুলাই ২০০৮ ২১:২১ | 220.225.84.122
কিন্তু বেঙ্গালুরু তে ভীষন সুন্দর বর্ষা। আমি একটা সময়ে হোশুর রোডের উপরে একটা জায়্গায় থেকেছিলাম , অনেকদিন। ভরা বর্ষায়। বৃষ্টি পড়লে দারুন লাগতো কিন্তু। জায়্গাটার বৈশিষ্ট ছিল বেশ জঙ্গল ছিল , প্রচুর বিরাট বিরাট গাছ ছিল, তার মধ্যে একটা দুটো বকুল গাছ ছিল। খুব স্বাভাবিক ভাবেই বর্ষাটা দারুণ লাগতো। তেড়ে গান টান গাইতাম।
arjo | ০৪ জুলাই ২০০৮ ২১:২১ | 24.214.28.245
হ্যাঁ ঘটি বাঙাল, ঘটি বাঙাল এ আর ভালো লাগে না। আজ থেকে আমরা ভাই ভাই। সাদা পতাকা, সাদা পতাকা।
আমেরিকায় বর্ষা দেখি নি। বোস্টনে ছিল সারা বছর কালো আকাশ, টিপটিপে বৃষ্টি, ক্যালিফে মাঝে মাঝে একটু হত। আর এখানে শুনেছি হয় দেখি নি। আহা একটু বর্ষা যদি পেতাম।
sinfaut | ০৪ জুলাই ২০০৮ ২১:১৮ | 117.195.195.195
এত পুরোনো বই।
আচ্ছা আপনারা কেউ পাই কারি খেয়েছেন?
যাই সিনিমা দেখি।
san | ০৪ জুলাই ২০০৮ ২১:১৬ | 203.187.252.157
লাইফ অফ পাই তো ঠিক নতুন বই নয়। তখন পাইদিও পাইদি ছিলেন না। হতে পারে এত এত বই লেখা হচ্ছে দেখেই পাই হইলেন।
d | ০৪ জুলাই ২০০৮ ২১:১৫ | 121.245.175.144
ইপ্পি, সে বর্ষা ১৬ই জুলাইয়ের পর। এখন এই জুনে থেকে জুলাইয়ের প্রথম ১৫দিন বড্ড বাজে। তারপরে আবার বাড়ীর ক্যাম্পাসের বাইরের রাস্তাটা পুরো খাটাল। উফ্ফ্
ভাল কথা আজ আরেকটা বইয়ের রিভিউ পড়লাম .... বইটার নাম Life of Pi। সবাই পাইকে নিয়ে এত লিখছে কেন গো?
san | ০৪ জুলাই ২০০৮ ২১:১৪ | 203.187.252.157
আমিও বর্ষা বৃষ্টি এইসব ব্যাপক ভালোবাসি। কালকেই তো কতক্ষণ শখ করে রাস্তায় আর ছাদে ঘুরে ঘুরে ভিজলাম। জল টল জমে ছিলো সেখানে পা দিয়ে ছপছপ করতে কেমনি মজা লাগে।বেঙ্গালুরুতে তো কোলকাতার মত সুন্দর বৃষ্টি হয়না, তাও।
pi | ০৪ জুলাই ২০০৮ ২১:১১ | 69.251.184.3
পুণতে বর্ষা তো ভারি ভালো জিনিস। লোকে দেখেছি কেমন হা পিত্যেশ করে বসে থাকে বিনা ছাতিতে ভিজতে ভিজতে খাণ্ডালা যাবে বলে !
Arpan | ০৪ জুলাই ২০০৮ ২১:১০ | 122.252.231.206
দ, আমাদের বাড়িতে পা*-ও বলত না। অন্য একটা জিনিস বলত।
Arpan | ০৪ জুলাই ২০০৮ ২১:০৯ | 122.252.231.206
আজ্জোর ঘটিত্বে রীতিমত সন্দেহ প্রকাশ করলাম। হয়ত লিনাক্ষ ইউজ করে নাই সেইজন্য। ঃ)
এই যে চন্দ্রবিন্দু ব্যপারটা এইটা বাঙালরা প্রায় ইউজ করেই না। হাঁসি, হাঁসপাতাল এইসব ঘটি উচ্চারণবৈশিষ্ট্য। আর খাটি বাঙাল কখনো পো* বা পোঁ* বলবেই না।
san | ০৪ জুলাই ২০০৮ ২১:০৯ | 203.187.252.157
না না খুঁত নয় খুঁত নয়। এক্সপ্রেশন টায় একটু চমকে গেছিলাম আরকি। কিন্তু ছুটির দিনে হরিমটর ক্যানো?
m | ০৪ জুলাই ২০০৮ ২১:০৯ | 12.240.14.60
আজ্জো, গত বারো বছর ধরে 'পোঁ' শুনছি আর নতুন করে শুনে হবেটা কি;)
d | ০৪ জুলাই ২০০৮ ২১:০৯ | 121.245.175.144
নাঃ বাঙালরা সাধারণত পা* বলে আর ঘটিরা পোঁ*।
কিন্তু এই ঘটি-বাঙাল ব্যপারটা এবারে বেশ বিরক্তিকর, অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। একটা ২-৩ মাসের ব্রেক নিয়ে প্রসঙ্গটায় আবার ফিরলে হয় না?
d | ০৪ জুলাই ২০০৮ ২১:০৬ | 121.245.175.144
উফ্ এই বর্ষাকাল ব্যপারটা যে কি বাজে জঘন্য একটা জিনিষ! ধুত্তোর।
arjo | ০৪ জুলাই ২০০৮ ২১:০৬ | 24.214.28.245
কি জ্বালারে বাপু কোনো কাজ করার উপায় নেই। কোনো ঘটি পোঁ* কথাটা ইউজ করে না। আমার এক বন্ধু বলেছিল ঐ যে ঁ এটা দিলেই কেমন বাজে হয়ে যায় ব্যপারটা। ওটা বাঙালরা করে। ম, ভালো করে শুনে বলো দিকি ওটা কি সত্যিই পোঁ* না পো*।
স্বপ্ন দেখলাম এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট আর খুঁজে পাচ্ছি না- সেটা চেক ইন লাগেজে আছে,আর বাকি দরকারি কাগজ বাড়িতে- আমি ছেলেকে ওখানে বাবার কাছে রেখে বাড়িতে এসেছি- বাড়িতেও সব খুঁজে পাচ্ছি না- এদিকে প্লেন উড়তে আধঘন্টা বাকি- আমি পাগলের মত বাড়িতে দৌড়োদৌড়ি কচ্ছি- খুব পরিশ্রম হয়েছে স্বপ্নে- উঠে দেখলাম গলাও শুকিয়ে গেছেঃ(
san | ০৪ জুলাই ২০০৮ ২০:৩৭ | 203.187.252.157
কি প্রেমময় ভাষা !! হাড়হিম করা স্বপ্নটা বলে ফেলো।
m | ০৪ জুলাই ২০০৮ ২০:৩২ | 12.240.14.60
ছেলে শুকনো রুটি আর কলা চিবুচ্ছে- আমি হরি মটর- উনি পাছু উলটে নিদ্রা দিচ্ছেন- কি দুখভরি কাহানিঃ(
arjo | ০৪ জুলাই ২০০৮ ২০:২২ | 24.214.28.245
আজ ছুটির দিন সকাল থেকে আমাদের হ্যাংলামো শুরু। এই কচুরি, আলুর দম আর ছোলার ডাল সহযোগে প্রাতঃরাশ সারা হল। দুকুরে নুচি (ঐ একবারই ময়দা মাখা হয়েছে) আর রাতে এখনো ঠিক হয় নি। ওঃ সাথে আছে বউয়ের বানানো সন্দেশ।
এর পরের প্যারাটা ব্ল্যাংক বাবু আর অভ্যুর জন্য। কাল পাঁঠার কোর্মা, সাথে পোলাও, বিকেলের দিকে বারবিকিউ রিবেই আর বেকড বিন, এর সাথে বাড়িতে বানানো লাল দই, যখন ইচ্ছে। এসবই হত যদি ওনারা চাইতেন। ঃ-) । পড়াশুনো করুন, গাইড হন খাইয়া দাইয়া কাম নাই। ওঃ হ্যাঁ অফুরন্ত বিয়ার, টেকিলা, হুইস্কি যা চাইতেন মিঃ ব্ল্যাঁ আর কি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন