এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ০২ জুলাই ২০০৮ ১০:০১ | 12.144.134.2
  • সেক্স অ্যান্ড দ্য সিটি থেকে তাইলে সানন্দায় প্রোমোশন হয়েছে। ভালো, ভালো।
  • h | ০২ জুলাই ২০০৮ ০৯:৫৬ | 125.18.104.1
  • ম, তোমরা জুলাই য়ে কবে আসছো?
  • h | ০২ জুলাই ২০০৮ ০৯:৫৪ | 125.18.104.1
  • এই তো দেশের অবস্থা বলে আমি একটু শুরু করতেই নানা রকম টেকনোলোজির কথা বলে কেস টা পুরো ঘেন্টে দিল। আমি সবে জেনেরিক টার্মসে একটু আমার বসেদের নিন্দে করে শুরু করেছিলুম, অমনি আমারে ট্যাক্সি তে নিয়ে চলে গেল। এ সব ই আন্তর্জাতিক পুঁজিবাদী চক্রান্ত।
  • Blank | ০২ জুলাই ২০০৮ ০৯:৪৭ | 65.218.154.195
  • আর পোস্ত পচা?
  • Ishan | ০২ জুলাই ২০০৮ ০৯:৩৬ | 12.240.14.60
  • বেবি কর্ন পোস্ত।
    পোস্ত ও কড়াইশুঁটির দই টিকিয়া।
    পোস্তর পাতুরি।
    পোস্তর ডালপুরি।
    পোস্তর হালুয়া।
    পোস্তর প্যানকেক।

    এই কটি রেসিপিতে কারো আগ্রহ থাকলে জানান। এবারের সানন্দার বিশেষ আকর্ষণ। এই মাত্র পড়লাম।
  • Blank | ০২ জুলাই ২০০৮ ০৯:৩৪ | 65.218.154.195
  • তা বটেক ঃ)
  • Ishan | ০২ জুলাই ২০০৮ ০৯:৩৩ | 12.240.14.60
  • ভারতের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তো ইংরিজি। ঃ)
  • m | ০২ জুলাই ২০০৮ ০৯:৩২ | 12.240.14.60
  • সবাই জানে। কিন্তু তোমাকে ভালোবাসে বলে একটু পিছনে লাগে। অরিজিতের কছে কার নিন্দা করলে? আমার করনি আশা করি। ঃ)))
  • Blank | ০২ জুলাই ২০০৮ ০৯:২১ | 65.218.154.195
  • মদ বীয়ারের এই সেটা সেটি টা আমি এট্টুস এট্টুস বুঝি বটেক। সিঁফো টা একুনো বড় হলো না। এসব ওর না বোঝাই ভাল।
  • Blank | ০২ জুলাই ২০০৮ ০৯:২০ | 65.218.154.195
  • Indian Driving license কেন ইংরাজি তে লেখা? কেন ইন্ডিয়ান ল্যাংগুয়েজে লেখা নয়?
  • h | ০২ জুলাই ২০০৮ ০৯:০৯ | 125.18.104.1
  • আর নিন্দে কত্তে দিলো না। কি দুঃখ।
  • h | ০২ জুলাই ২০০৮ ০৮:৫৮ | 125.18.104.1
  • ম, নানা এর মধ্যে তো কোন প্রশ্ন ই নেই। এতো জলের মত সোজা ঃ-) সব্বাই গিলে ফেল্লেই হল।

    কাল অরিজিতের সঙ্গে দেখা করে কত নিন্দে মন্দ কল্লাম। শেষে অরিজিত বোর হয়ে গিয়ে আমায় ট্যাক্সি চড়াবার লোভ দেখিয়ে নিয়ে গেল।
  • m | ০২ জুলাই ২০০৮ ০৮:৫২ | 12.240.14.60
  • হনু নিজেকে ঘুরিয়ে বুদ্ধিমান কইলো ঃ))))
  • Ishan | ০২ জুলাই ২০০৮ ০৮:৫১ | 12.240.14.60
  • হনু আমার সুজাতা সান্যালে নজর দিচ্ছে গো। ;-)
  • h | ০২ জুলাই ২০০৮ ০৮:৪৯ | 125.18.104.1
  • সিফো মাইরি সব মনে রাখে। বড় বড় লোকেদের ছোট ছোট কথা অত মনে রাখতে নেই।

    মাল খাওয়ার সাবসেট বিয়ার। বিয়ারের সাবসেট ফুটবল। অফ সিজনে। সিজনে আবার ফুটবলের সাব সেট বিয়ার। আর সুপার সেট মদ। খুব ই জটিল ব্যাপার। সবাই ঠিক বুঝবে না ;-)
  • sinfaut | ০২ জুলাই ২০০৮ ০৮:৩৫ | 117.195.192.196
  • ইউরো শেষ হয়ে যেতেই ফুটবলকে ভুলে গেলে। ক'দিন আগে তো এই ডায়ালোগটা ফুটবলের জন্য বরাদ্দ ছ্যালো।
  • h | ০২ জুলাই ২০০৮ ০৮:৩৩ | 125.18.104.1
  • খাওয়া আর মদ, জীবনে এই দুটি ই মাত্র ধ্রুব সইত্য। বাকি সব ই মায়াময় ডিটেল-কচকচি। ইশানএর ক্ষেত্রে সেটা সামান্য বদলে স্লিভলেস সুজাতা সান্যাল ঃ-)
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০৬:৪৮ | 24.214.28.245
  • তাই হবে তাহলে গাইডলাইন ছিল। আমার এক বন্ধু খেয়েছিল। ওদিকে আমি গুছিয়ে টেলিকন করতাম।

    ন্যাড়াদা, ওয়ার্ক আউট তো বন্ধ। গেল হপ্তায় কোমরে ব্যথা ছিল, এই হপ্তায় দাঁতে। সামনের হপ্তায় মাথায় হবে। ;-)

    তবে খাইখাই বন্ধ করলে তো বাঁচাই মুশকিল। খাওয়ার জন্যই তো বাঁচা।
  • pi | ০২ জুলাই ২০০৮ ০৪:৪৫ | 128.231.88.7
  • উফ্‌ফ, ম দি দের বাড়িজুড়ে মামা এক্কেরে ম ম করছে ! ঃ)
  • m | ০২ জুলাই ২০০৮ ০৪:২৬ | 12.240.14.60
  • এই মাত্র দৌঁড়ে এসে,পেঙ্গুইন ক্যান ওয়াক-দে কন্ট( এইটা কেন বলে জানি না)ফ্লাই-তুমি আগে জানতে না মামা!!ছেলে বেজায় উত্তেজিত- নতুন তথ্য জেনে না মার অজ্ঞতায় কে জানে!!
  • nyara | ০২ জুলাই ২০০৮ ০৪:২৩ | 67.88.241.3
  • আর্য্য, ওয়ার্কআউট করা কমাও নইলে চটি পরে করো। কদিন দেখছি তোমার খাই-খাইটা বড্ড বেড়ে গেছে।
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০৪:২০ | 63.82.71.141
  • আজ্জো যে কি বলে? কদিন থেকে সব দোকানে সারসার হ্যান্ডসফ্রি ডিভাইস বিক্রি হচ্ছে। সবাই হাত ছেড়ে কথা বলা প্র্যাকটিস কচ্ছে। ট্র্যাফিক ইশকুলে নতুন নিয়ম বো-অ্যা-আ করে বলা হচ্ছে(এইটা একদম ঘোড়ার মুখের কথা)। আজ সেই শুভলগ্ন। এর আগে শুধু গাইডলাইন ছিল, আজ থেকে ল।
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০৪:১৬ | 24.214.28.245
  • আমার মনে হয় ক্যালিতে এই ল টা বহুদিন আছে। আজ কি তুমি টিকিট খাইছ? পুলিশের মান্থলি টার্গেট মিট করতে না হলে, দেখেও দেখে না। তবে টার্গেট মিট করতে না পারলে তো ;-)
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০৪:১৫ | 63.82.71.141
  • হ্যাঁ উহা স্টেট ল।
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০৪:১৪ | 63.82.71.141
  • নাকি, শুধু ক্যালিবাসী ভগ্নী ও ভ্রাতাগণ? ইহা কি স্টেট ল?
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০৪:১৩ | 63.82.71.141
  • বাই দা ওয়ে, আমার আম্রিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ, আজ থেকে গাড়িতে হ্যান্ডসফ্রি না হয়ে সেলফোনে কথা কইলে টিকিট খাবে।
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০৪:০৮ | 24.214.28.245
  • ইতিহাস বই খুললে হিউয়েন সাঙ এর ছবি আঁকা থাকলে অমন জুতোই দেখা যেত। ঐ স্ট্র্যাপ দেওয়া জুতো গুলো। নামটা ঠিক জানি না।

  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০৪:০৪ | 63.82.71.141
  • ইতিহাস বইতে হিউয়েন সাং-এর জুতোর কোন ডকুমেন্টেশন মনে পড়ছে না।
  • m | ০২ জুলাই ২০০৮ ০৩:৫৯ | 12.240.14.60
  • জুতোটা কি পিছুটানহীন?
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০৩:৫৮ | 24.214.28.245
  • ঐ জুতো ওয়াল মার্টে পাওয়া যায়, আবার কোথায়?
  • m | ০২ জুলাই ২০০৮ ০৩:৫৫ | 12.240.14.60
  • সেটা কোন জাতীয় জুতা আজ্জো- কোথায় মেলে?
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০৩:৩৫ | 24.214.28.245
  • আরে না ওয়ার্ক আউট করব কেন? পাতি সেলাই খুলে গেল। চটি ঠিক জানি না। তবে চটিতে খুব একটা অপশনও নেই। আমি তো হিউয়েন সাং (ইতিহাস বইতে হিউয়েন সাং এর পায়ে যেমন দেখা যেত) চটি ব্যবহার করি।
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০৩:৩০ | 63.82.71.141
  • আমি চটি কিনি। হৈ হৈ করে দু তিন বছর চলে। তবে ঐ চটি পড়ে আমি ওয়ার্ক আউট করি না বলাই বাহুল্য।
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০৩:২৪ | 24.214.28.245
  • বাটার এক্সপোর্ট কোয়ালিটি ছাড়া আর কোনোটাই ভালো নয়। হাসপাপিস এর কমে কিছু একবছরের বেশি চলবে নি। এই বলে রাখলুম। আমার মতে এদেশ থেকে ৩০-৫০ ডলার দিয়ে জুতো কেনা লাভজনক। স্পোর্টস শু হলে তো অবশ্যই। ফরম্যাল হলেও তাই।
  • m | ০২ জুলাই ২০০৮ ০৩:১৩ | 12.240.14.60
  • ঘটি ব্যাটাকে যবে থেকে বিয়ে করেছি-ভালো খাবার বলতে ডাল আর পোস্ত বুঝিঃ(
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০২:৫৫ | 63.82.71.141
  • ঘটিমতে ভাতে ভাত করার চেয়ে বাঙালমতে মাসের্জুলভাত সোজা। ভাতে ভাত রান্নায় আলু, ডিম, কুমড়ো, ডাল, বেগুন সেদ্ধ এমনকি বড়ি ভাজাও লাগে। তবে আমি আলু-ডিম-ডাল-ঢ্যাঁড়শ ব্যাস।
  • m | ০২ জুলাই ২০০৮ ০২:৫০ | 12.240.14.60
  • আর উডল্যান্ডস এর জুতো বেশ স্টাইলিশ-দেখতে পারো।
  • m | ০২ জুলাই ২০০৮ ০২:৫০ | 12.240.14.60
  • পারমিতা,তোমাদের বাড়িতে সেদ্ধভাত থুড়ি ভাতে ভাতেকি শুধু আলু সেদ্ধ দাও?
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০২:৪৩ | 63.82.71.141
  • তুমি কি জুতো পরে রেললাইনের ওপর দৌড়োও? রেললাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করলে তিনমাসে একজোড়া করে জুতো লাগে। বাটার জুতো দিয়ে তো আমি এখনও কাজ চালাই - দেশে গেলেই চাজ্জোড়া কিনে আনি।

    ওয়েবসাইটটা থাকায় খুব সুবিধা হল - ওখান থেকে বেছে রাখা যাবে মোটামুটি। দোকানে বেশী সময় নষ্ট হবে না।
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০২:৩৯ | 168.26.215.54
  • বাটার জুতো খুব বাজে হয়ে গিয়েছে। একবছরও চলে না।

    http://www.bata.in/
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০২:৩৬ | 63.82.71.141
  • বাটার(জুতো কোং) ওয়েবসাইট আছে?
  • nyara | ০২ জুলাই ২০০৮ ০২:০১ | 67.88.241.3
  • ন্যাড়াবাবু তিরুপতিতে মাথার চুল ও বেগুন উৎসর্গ করে এসেছে।
  • aja | ০২ জুলাই ২০০৮ ০১:৫১ | 207.47.98.129
  • ঠিক বলেছ। তাই আলুমাখানো ওপরের লেয়ারটা খেয়েই প্লেট ফেলে দিলাম।
  • arjo | ০২ জুলাই ২০০৮ ০১:৫০ | 168.26.215.54
  • দাঁত ঠিক আছে। পেইন কিলার খেয়ে হেব্বি নেশা হয়েছে। ভালো ঝিম ধরছে।
  • m | ০২ জুলাই ২০০৮ ০১:৫০ | 12.240.14.60
  • ময়মনসিংহের ইলিশের মাথা দিয়ে ঝাল ঝাল বেগুনের রসাটা খুব বিখ্যাত- ঐটা সব ঘটিদের একবার খাওয়াতে হয়-বিশেষ করে ন্যাড়াবাবুকে।
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০১:৪৮ | 63.82.71.141
  • বিটনুনের কাগজ সবচেয়ে ভালো খেতে। আলুসেদ্দ মাখানো কাগজের প্লেট খেতে তত ভালো হবে না।
  • m | ০২ জুলাই ২০০৮ ০১:৪৭ | 12.240.14.60
  • আজ্জো,
    দাঁত ঠিক আছে এখন?
  • m | ০২ জুলাই ২০০৮ ০১:৪৭ | 12.240.14.60
  • শমীক,
    দাঁতের গজ পাল্টাতে প্রতি হপ্তায় কোলকাতায় যেতে- সাংঘাতিক তো!
  • aja | ০২ জুলাই ২০০৮ ০১:৪৭ | 207.47.98.129
  • কাগজের প্লেট ঃ)))।
  • Paramita | ০২ জুলাই ২০০৮ ০১:৪৫ | 63.82.71.141
  • প্লেট খেতে গিয়ে দাঁতে লাগলো না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত