এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৫ জুন ২০০৮ ০৯:১১ | 61.95.144.123
  • ও, টিমকে হ্যাবাড্ডি। কান স্যাণিনি যখন বল্ল তখনই বলা উচিত ছিলো - মাথায় আসে নাই।
  • Arijit | ২৫ জুন ২০০৮ ০৯:০৮ | 61.95.144.123
  • সিঁফোঁ - আমাদের গরুখোঁজা টীমের আরেক পাবলিক কাল আমার লেটেক ইনস্টলেশন দেখে মুগ্‌ধ হয়ে Not so short intro to LaTeX নিয়ে বসে গেছে;-)

    ওয়ার্ডে এখন TOC-টা মোটামুটি চলেবল। তাও বড় ডকুমেন্ট হলে বেজায় গড়বড় করে। আমার মাস্টার্সের থীসিসে হাতে করে TOC বানাতে হয়েছিলো - কি কেলো।
  • arjo | ২৫ জুন ২০০৮ ০৭:২২ | 24.214.28.245
  • **আলু (আলো নয়)
  • arjo | ২৫ জুন ২০০৮ ০৬:৫৭ | 24.214.28.245
  • আলাদীনের ঠিকানা চাইলে আমাকে জিগ্যেস করবেন, অভ্যুকে নয়। অভ্যু প্রায় সঠিক জানে। কিন্তু আমি এক্কেবারে সঠিক জানি। কদিন ধরে জ্বর, পৈটিক গোলযোগে কাতর হওয়ায় কোয়েলি দির পরামর্শ মেনে আজ ঠিক করলাম খাওয়া পাল্টানো দরকার (বায়ু পাল্টানোর মতন)। তাই আজকের ছোট্ট মেনু

    মোর্গ পোলাও, মটন কোর্মা,
    রুটি, ডাল ফ্রাই, আলো শাগ (এগুলো বউয়ের)
    লাল দই, রসগোল্লা আর গুলাবজামুন।

    আমি গত নয় বছরে উইকডেজ এবং উইকএন্ড, দিন এবং রাত মিলিয়ে এত কাজ করেছি যে কাজ দেবতা আমাকে এই বছরটা ছুটি দিছে। এরে কয় কাজের নিত্যতা সূত্র। এখনো অবধি আমার রেকর্ড টানা সাতদিন অফিস করা। কার্পেটে ঘুমিয়েছি, সকাল ছটায় প্রথম ক্লায়েন্ট আসত, দরজা খোলার শব্দে উঠে পরতাম। অফিসেই চান, আরও যা যা লোকে করে থাকে। একটা বালিশ আর কম্বল ছিল। কোই হ্যায়? এই অজদা, পাই এরা যারে কয় বাচ্ছা। একদিন উইকএন্ডে কাজ করে কি না কি ভাবছে।
  • Kyle | ২৫ জুন ২০০৮ ০৫:৪৯ | 63.192.82.30
  • কাইলির কচি বলেই কি মাইমার এত ক্যালানোর ঝোঁক বাড়ল?
  • pi | ২৫ জুন ২০০৮ ০৫:৪৬ | 128.231.88.6
  • না না, জানার কোনো শেষ নাই টা আমি কোনো একরকমে অনুবাদ করেছিলাম তো, তবে কিনা সেটা বোঝানোর অদ্যাবধি ট্রাইং যখন ওয়ার্থলেস ই হয়েছে, তখন ন্যাড়াদার ভার্শানটা অ্যাপ্লাই করে দেখতে হবে।
    কিন্তু ঐটি কাজ করে গেলেই পিরিতির অনুবাদটা যেনো পাই ঃ)
  • pi | ২৫ জুন ২০০৮ ০৫:৩৭ | 128.231.88.4
  • টইতে সোলার সেল নিয়ে কি গুরুগম্ভীর আলোচনা হচ্ছে, ঢুকতে সাহস করলুম না।
    এখেনেই চুপিচুপি বলে যাই, আমার একখান সোলার লম্ফ আছে।
    বিবি এবং বি হইতে কুড়ি টাকা দক্ষিণে দিয়ে আনা।
    সেটি কিন্তু বেড়ে সার্ভিস দিচ্ছে মাসের পর মাস।
    সারাদিন রৌদ্র ভক্ষণ করে সন্ধে সাড়ে নটা থেকে আমার অলিন্দকে দিব্বি নরম মোম আলোয় ভরিয়ে রাখে।
    তবে মুশকিল হল, সারাদিন ঝড়-বৃষ্টিতে পাওয়ার কাট
    হয়ে যে দুদিন ঐ সার্ভিসের সর্বাধিক প্রয়োজন ছিলো, সেই দুই আঁধার রাতে তিনি সত্যকার মোমের আলোতে শুধু খোলসের শোভা প্রদর্শন করিলেন ঃ(

    টিমকুমারের জন্য জনমদিনের মুবারকবার্তা রইলো।
  • nyara | ২৫ জুন ২০০৮ ০৫:২৮ | 67.88.241.3
  • এ তো সোজা অনুবাদ। একটু ইংরিজি জানলেই হয় -

    লার্নিং হ্যাজ নো ফিনিশ
    ট্রাইং উইল বি ওয়ার্থলেস জিনিস।
  • Kyle | ২৫ জুন ২০০৮ ০৫:২৬ | 63.192.82.30
  • প্রশ্ন করতে এক রকম পারমিট, উত্তর শুনতে অন্য রকম।
    অনুবাদের পারমিট আবার আলাদা। আর্জি জানানোর পারমিটে অনুবাদের আর্জি জানানো যায় না।
    এত পারমিটের মাঝে ভরসা দিতে পারে কেবল মাত্র পারমিতে ঃ-))
  • aja | ২৫ জুন ২০০৮ ০৫:১৭ | 207.47.98.129
  • পোশ্নো করার অন্য পারমিট ;)।

    এই খেয়েছে, ও সব অনুবাদ কি বুড়োদের দিয়ে হয়! তার জন্য ঐ ইন্দুরাস কি আজ্জো কাউকে ক¾ট্রাক্ট দাও।
  • pi | ২৫ জুন ২০০৮ ০৪:৫৮ | 128.231.88.4
  • অজদা, আমার তো একপিস লার্নার্স পার্মিট আছে, সেতো শুনেছি জর্জিয়াতেও ভ্যালিড হইব ।

    আর, বসকে আমি এসে থেকে বোঝানোর চেষ্টা করে যাচ্চি, জানার কোনো শেষ নাই , জানার চেষ্টা বৃথা ইত্যাদি। বুড়ো এইটি বুঝে গেলেই পিরীতির গানটা শুনিয়ে দেবো ঃ)
    একটি স্যাটি অনুবাদের জন্য এখন থেকেই আর্জি জানিয়ে রাখলুম।
  • aja | ২৫ জুন ২০০৮ ০৪:৩৫ | 207.47.98.129
  • D
  • pi | ২৫ জুন ২০০৮ ০৪:৩৩ | 128.231.88.4
  • কালো চশমা পড়াটা ইতিউতি চাওয়ার জন্য বেশ সেফ। 8-)
  • aja | ২৫ জুন ২০০৮ ০৪:২৬ | 207.47.98.129
  • 8)
  • m | ২৫ জুন ২০০৮ ০৪:১০ | 12.240.14.60
  • আপনি যে ইতিউতি চাইছেন বুঝবো ক্যামনে?ঃ)
  • aja | ২৫ জুন ২০০৮ ০৩:৪৭ | 207.47.98.129
  • সে হল ET, ইটি হল অন্যটি।
  • m | ২৫ জুন ২০০৮ ০৩:৪৫ | 12.240.14.60
  • আমি এলুম ক্যামনে!!!!ইটি তো সুজনেরা বলেন স্পিলবার্গ সত্যজিৎ রায়ের থেকে 'ইসে' করেছিলেন!
  • aja | ২৫ জুন ২০০৮ ০৩:৩৯ | 207.47.98.129
  • ইটি কি তবে মাইমার ধূসর চিহ্নলিপি?
  • m | ২৫ জুন ২০০৮ ০৩:৩৪ | 12.240.14.60
  • অজদা!!!!
    আপনি সাদা আর কালো র চরমপন্থায় বিশ্বাসী?ধূসরের অস্তিত্বে বিশ্বাস নাই??
  • aja | ২৫ জুন ২০০৮ ০৩:২৬ | 207.47.98.129
  • পি বসকে ঐ গানটা শুনিয়ে দিতে পারে - রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি, বুঝিতে নাড়িনু বন্ধু তোমার পিরিতি।

    জর্জিয়াতে পোশ্নো জিজ্ঞেস কত্তে লাইসেন্স লাগে ঃ)। সেটা না দেখে জর্জিয়া নিয়ে পোশ্নের উত্তর দেওয়া যাবে না ঃ(।

    মাইমা আবার স্মাইলি খরচ কচ্ছে। এই যদি কৃচ্ছ্রসাধন তো মাইমা নর্মাল মোডে কি যে করে! মাই কনডোলেন্সেস টু মামু।
  • m | ২৫ জুন ২০০৮ ০৩:১৬ | 12.240.14.60
  • অজদা,
    কৃচ্ছসাধনে বিশ্বাসী উপোসে নইঃ)
  • m | ২৫ জুন ২০০৮ ০৩:১৪ | 12.240.14.60
  • কাইলি কে মনে হয় কেলিয়ে দিই।
  • m | ২৫ জুন ২০০৮ ০৩:১৪ | 12.240.14.60
  • ন্যাড়াবাবু,
    আমি ঠকে শেখায় বিশ্বাসীঃ)
  • pi | ২৫ জুন ২০০৮ ০৩:১৪ | 128.231.88.5
  • সে আমিও বসের সাথে যতটা পারা যায় মিউচ্যুআলি এক্সক্লুসিভ টাইম স্কেডুল রেখে চলি। এবং ফলতঃ দিনকে রাত, রাতকে দিন করি। ঃ)
  • pi | ২৫ জুন ২০০৮ ০৩:০৯ | 128.231.88.5
  • জর্জিয়াতে এরূপ অনাচারের হেতু ?
  • bozo | ২৫ জুন ২০০৮ ০৩:০৮ | 128.111.119.126
  • আমার তো উইক এন্ডে কাজ করতে বেশ লাগে। উইক ডেজ এ বাড়ী থাকতে ভালো লাগে।
  • aja | ২৫ জুন ২০০৮ ০৩:০১ | 207.47.98.129
  • শুধু মনে হওয়ার ওপর তুমি দুটো দামী চিহ্ন খরচ করলে? এমন করলে মামু যে ব্যাংক্রাপ্ট হয়ে যাবে মাইমা!
  • bozo | ২৫ জুন ২০০৮ ০৩:০০ | 128.111.119.126
  • আমার বস সপ্তাহে সাত দিন। রোজ আসে। আমি দেখেছি ওর কাজ না থাকলে বসে বসে পুরানো পড়া মুখস্থ করে।
  • nyara | ২৫ জুন ২০০৮ ০২:৫৯ | 67.88.241.3
  • অনেকদিন আগে মাইমাকে বলেছিলেন একটু সামলেসুমলে স্মাইলি ব্যবহার করুন। রিসোর্স ক্রাঞ্চ আসছে। কোটা যাবে ফুরিয়ে তখন ঠ্যালা বুঝবেন। গরীবের কথা বাসি হলে যে সত্যি হয়, টের পেলেন তো?
  • Kyle | ২৫ জুন ২০০৮ ০২:৫৮ | 63.192.82.30
  • মামী আজকাল ঃ-) এর জায়গায় ;-) ইউজ করছে।
  • m | ২৫ জুন ২০০৮ ০২:৫৪ | 12.240.14.60
  • আজকাল :)) আর ! এর প্রয়োগ কমিয়ে দিয়েছি- সেই নিয়ে মনে হচ্ছে কাল আপনার কোনো জিজ্ঞাসা ছিলো- তাই জানালামঃ)
  • aja | ২৫ জুন ২০০৮ ০২:৫২ | 207.47.98.129
  • বসেরা কোনদিনই সপ্তাহান্তে আসে না, যদি না ...

    ওয়েল, আমার বস দেখি এক শনিবার কাজ করছে। বুড়োকে জিজ্ঞেস কল্লুম, কিহে, শনিবার আপিসে?

    বুড়ো উত্তর দিল - সক্কালে বুড়ি কফি দিচ্ছে না দেখে গায়ে জল ঢেলে ঘুম ভাঙিয়েছিলুম। সেই থেকে উদ্বাস্তু।

    জর্জিয়ার সাথে অন্য জায়গার তফাৎ হল, অন্য জায়গায় উইকএন্ডে আপিসে এসেছ শুনলে বস খুশি হয় বা চুপ থাকে। জর্জিয়াতে রাগ করে।
  • Blank | ২৫ জুন ২০০৮ ০২:৪৯ | 65.218.154.195
  • আর আমি যে আলাদিনে খাবো বলে কোলকেতা থেকে এদেশে এলুম, তার বেলা?
  • pi | ২৫ জুন ২০০৮ ০২:৪৭ | 128.231.88.7
  • আহা, বস থোড়াই হপ্তান্তে নিজে আপিসে আসেন !
  • aja | ২৫ জুন ২০০৮ ০২:৪৬ | 207.47.98.129
  • কৃচ্ছ্রসাধন কি রকম? আর চিহ্নবলী-ই বা কি?
  • m | ২৫ জুন ২০০৮ ০২:৪৪ | 12.240.14.60
  • পারমিতা,
    গোছগাছ শুরু করেছো?
  • m | ২৫ জুন ২০০৮ ০২:৪৩ | 12.240.14.60
  • সমস্ত চিহ্নবলীর খুব আকাল পড়েছে,তাই আমি আজকাল কৃচ্ছসাধন কচ্ছি অজদাঃ)
  • aja | ২৫ জুন ২০০৮ ০২:৪০ | 207.47.98.129
  • জর্জিয়া হলে হত না। উইকএন্ডে অফিসে এলে বস রাগ করতো।
  • pi | ২৫ জুন ২০০৮ ০২:৩৭ | 128.231.88.6
  • হায় হায় , আমার সরকারী চাকুরিতে তো শনি রবিও আপিস আসতে হয় ! ঃ(
  • aja | ২৫ জুন ২০০৮ ০২:২৮ | 207.47.98.129
  • আজ্জো নিঘ্যাৎ সরকারী চাকুরী করে ঃ)।
  • Paramita | ২৫ জুন ২০০৮ ০২:১১ | 63.82.71.141
  • এই ভরভরন্ত হপ্তার মধ্যিখানে মঙ্গলবার?
  • Abhyu | ২৫ জুন ২০০৮ ০২:০১ | 128.61.31.207
  • প্রচারের কি মহিমা ! আজ্জো ড্রাইভ করে চলে এসেছে য়্যাদ্দূর থেকে। আলাদীনে খাবে বলে।
  • m | ২৫ জুন ২০০৮ ০২:০০ | 12.240.14.60
  • তিমি,
    জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।
    খুব ভালো কাটুক আজ ও সামনের সমস্তদিন।
  • mita | ২৫ জুন ২০০৮ ০১:২০ | 24.211.173.47
  • সরি, Mal/Badsrc-C virus.
  • mita | ২৫ জুন ২০০৮ ০১:১৭ | 24.211.173.47
  • Mal/Badcrc-C virus এর ব্যপারে কেউ একটু খোঁজ দিতে পারো? এটা কি Symantec detect করতে পারে?
  • a | ২৫ জুন ২০০৮ ০০:৫৩ | 220.226.14.247
  • হ্যা বা টীম
  • Kyle | ২৫ জুন ২০০৮ ০০:৫০ | 63.192.82.30
  • টিম পরেছে ন্যাপি --- জম্মদিনে ন্যাপি ড্রেস?
    ঃ-))
  • Blank | ২৫ জুন ২০০৮ ০০:৩৩ | 170.153.62.251
  • টীম এখন ন্যাপি পরে পায়েস খাচ্ছে নিচ্চয়
  • bozo | ২৫ জুন ২০০৮ ০০:১৭ | 128.111.119.126
  • Tim, Happy B'day.
  • aja | ২৫ জুন ২০০৮ ০০:০৮ | 207.47.98.129
  • হাট্টিমা-টিম-টিম, তোর জন্মদিনে ডিম,
    তোর কেকে মেশাই হিং,
    তুই হাট্টিমা-টিম-টিম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত