ন্যাড়াদা - ফায়ারফক্স তিন কি বেরিয়ে গেছে? কিছুদিন আগে বিটা রিলিজ দেখেছিলুম - মাইনফিল্ড বলে - সেটাই কি?
S | ২০ জুন ২০০৮ ১৩:৩২ | 194.239.94.33
একটু পরে। আজ এখানে শেষ দিন। ছোটোখাটো কাজগুলো সেরে নিই। শোনাব।
Arijit | ২০ জুন ২০০৮ ১৩:৩২ | 61.95.144.123
কানেক্টিভাতে বেশ ভালো খাওয়ায়। আজ ছিলো পরোটা, ফ্রায়েড রাইস, আলুর দম, চিকেন রেজালা আর ল্যাংচা।
Arpan | ২০ জুন ২০০৮ ১৩:২৩ | 202.91.136.71
অন্য গল্পটা শুনবো। ঃ)
S | ২০ জুন ২০০৮ ১৩:১৬ | 194.239.94.33
অর্পণ,
হুঁ।
ব্ল্যাংকি, বন্যা দেখেছি। তিস্তা আর করলা ভাসানো জলপাইগুড়ি। উত্তরবঙ্গ ধারাবাহিকে তার বর্ণনা আছে, পরে।
সুপার সাইক্লোনের দিন আমি কলকাতা থেকে ব্যান্ডেল ফিরছিলাম। সে আরেক গল্প। দুপুরে বেরিয়ে মাঝরাতে পৌঁছেছিলাম। মাঝে বালি স্টেশনে দেড় ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম।
dri | ২০ জুন ২০০৮ ১১:২৭ | 75.15.87.56
মিসিসিপিতে এখনও জল বাড়ছে? তবে যে শুনলাম আইওয়া আর সেডার নদীতে জল এখন কমতির দিকে?
গত সপ্তাহে আইওয়া নদীর মারাত্মক চেহারা নিজের চোখে দেখে এসেছি। আর সেডার নদী তো পেরোতেই পারিনি।
m | ২০ জুন ২০০৮ ১০:৫৯ | 12.240.14.60
হনু, কোলকাতার অবস্থা কি?শহর শোকস্তব্ধ?
nyara | ২০ জুন ২০০৮ ১০:৫৬ | 64.105.168.210
আমার del.icio.us extension নেই। কয়েকটা extension কাল কাজ করছিল না। আজ দেখলাম সেগুলোর আপডেট বেরিয়ে গেছে।
sinfaut | ২০ জুন ২০০৮ ১০:৫০ | 66.232.102.157
নেড়ুদা, del.icio.us extension কাজ করে? আমি ৭-৮ দিন আগে নামিয়েও আবার কাটিয়ে দিয়েছিলাম, একগাদা এক্সটেনশন কাজ করছিল না।
m | ২০ জুন ২০০৮ ১০:৪৭ | 12.240.14.60
হনু, সত্যি ই অবস্থা ভয়াবহ(টিভিতে দেখে আর বন্যাকবলিত এলাকার লোকেদের কাছ থেকে শুনে),তবে উল্টোনো বাটির মাথায় বাস করি বলেআমাদের এখানে কোনো সমস্যা নেই।সব ঠিকঠাক। শুধু চিংকি দোকানে যাবার মনোরম পথটা জলের তলায় চলে গেছেঃ(
nyara | ২০ জুন ২০০৮ ১০:৪৪ | 64.105.168.210
আমার এক বন্ধু আর বন্ধুনি, বর-বউ, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাজ করত। সেপ্টেম্বর ১১। বেলা তিনটে মধ্যে চেনাজানা সবাই ট্র্যাকড হয়ে গেছে খবর পাওয় গেল, খালি ঐ দুজন ছাড়া।
Binary | ২০ জুন ২০০৮ ১০:৪১ | 24.66.94.142
অর্পনের মরতে মরতে বেঁচে যাওয়া শুনে মনে পড়লো। ১৯৯৩ মার্চ ২রা, যেদিন মুম্বাইতে সিরিয়াল ব্লাস্ট হলো, সেদিন একই অবস্থা হয়েছিলো আমার। একদম টাইমটা মনে নেই, তবে দুপুর ১ঃ৩০ এ আমার এয়ার ইন্ডিয়া বিল্ডং-এ ইন্ডালের হেড আপিসে যাওয়ার কথাছিলো, কোনো কারনে দেরী হওয়াতে ২ঃ১৫ তে পৌঁছাই। তার একটু আগেই এয়ার ইন্ডিয়া ব্লাস্ট হয়েছে। সময়ের হেরফের না হলে আমিও সেই সময় ঐখানে থকার কথা।
nyara | ২০ জুন ২০০৮ ১০:৩৮ | 64.105.168.210
গুরুদেব ব্যাপার! ফায়ারফক্স ৩-এ মনে হচ্ছে বাংলা ইউনিকোড সংক্রান্ত মামলার সমাধান করে ফেলেছে। অ্যাদ্দিনে সচলায়তন বেশ গড়গড় করে পড়তে পারছি।
আর কেউ ফায়ারফক্স ৩ নাবিয়েছেন নাকি?
h | ২০ জুন ২০০৮ ১০:৩৭ | 125.18.104.1
মিঠু তোরা এখন অন্য কোথাও চলে যেতে পারিস না? আর বাজার আছে?
এই সব খুব চিন্তার ব্যাপার। আমার এক কাকু র বাড়ি মেদিনীপুরে, খুব অসুবিধেয় পড়েছে। আমরা ওনাদের সব লোককে আমাদের বাড়িতে এসে থাকতে বলেছি। কিন্তু এতে ওনাদের কোন উপকার হচ্ছে না। উঠোন এ আর বারান্দায় জল ঢুকে গেছে। ভয়ানক চিন্তার ব্যাপার।
m | ২০ জুন ২০০৮ ১০:৩১ | 12.240.14.60
নাঃ,আমরা একটা পাহাড়ের ওপর থাকি।আর জল হলে চিন্তা কি- জানি শুকনো টাওয়েল রেডি আছে।
nyara | ২০ জুন ২০০৮ ১০:২৬ | 64.105.168.210
জল কি আপনাদের দিকে এগোচ্ছে?
m | ২০ জুন ২০০৮ ১০:১৮ | 12.240.14.60
ন্যাড়াবাবু, ৯৮-৯৯ টা কাউন্টির মধ্যে ৮৩ টা বিপর্যস্ত।সরকারি হিসেব মত ৩৫০০০ হাজার গৃহহীন( যে গৃহে আর ফেরা যাবে না কোনোদিন),সংখ্যাটা আরো বাড়বে।রোজ ই দেখছি আমাদের বাড়ির ১৫ মাইলের মধ্যে রাস্তাঘাট-বাড়ি ঘরদোর সব মিসিসিপির জলে চলে গেছে।আজ ই দেখলাম ভেসে থাকা বিদ্যুতের খুঁটি আর ট্রেলারের মাথার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে।কোথাও কোথায় বাড়ির ১৬ ফুট ওপর দিয়ে জল বইছে। ঝোপের সঙ্গে দেখা হয় নি- শুধু দুই-চারখান গর্জনশীল হেলিকপ্টার দেখলাম- উনি আশাবাদী আইয়োন রা এই বিপর্যয় হাতে হাত মিলিয়ে কাটিয়ে উঠবে- তবে ভবিষ্যতে সারাদেশে খাবারের দাম আরো বাড়ার জন্যে উনি এখন থেকেই এই বন্যাকে দায়ী করে গেছেন।
Arpan | ২০ জুন ২০০৮ ১০:১৪ | 202.91.136.71
ব্ল্যাঙ্কি, আমি ৯৯-এ ভুবনেশ্বরে ছিলাম। অল্প একটুর জন্য সুপার সাইক্লোন থেকে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম।
Arpan | ২০ জুন ২০০৮ ১০:১৩ | 202.91.136.71
শমীক,
এইভাবে খোলা পাতায় কারো সম্বন্ধে না লেখাই ভাল। বিশেষ করে কারো অর্কুট প্রোফাইল নিয়ে।
আমি আগে একবার-দুবার লিখেছিলাম। পরে মনে হয়েছিল কাজটা ঠিক হয়নি।
arjo | ২০ জুন ২০০৮ ০৭:২৬ | 24.214.28.245
শমীক যে সোহিনী মেহতার কথা বলছ মোস্ট প্রোবাবলি সে আমার ব্যাচ মেট প্রেসিতে। ফিজিক্স পড়ত। আর দিব্যি বাংলা বোঝে। হয়ত বা গুরুও পড়ে। ঃ-)
Blank | ২০ জুন ২০০৮ ০৬:০৭ | 65.218.154.195
১৯৯৯
Blank | ২০ জুন ২০০৮ ০৫:৫৭ | 65.218.154.195
আমি দেখেছি, বাড়ি তে না। হোস্টেলে, কল্যানী তে। মাস দেড়েকের ছুটি হয়ে গেছিল। চোখের সামনে সব জলে ডুবতে দেখেছিলাম। একটু একটু জল বাড়া, দেয়ালের গায়ে কাদা আর জলের ছাপ, ভেসে যাওয়া বই, ধসে পরা (নাকি গলে যাওয়া হবে !!) বাড়ি, গঙ্গার স্রোত, শেষ অব্দি কোনরকের নিজের বাড়ি ফেরা ... সে এক অন্য রকম অভিজ্ঞতা (হ্যা অবশ্যই বলবো, মজাদার অভিজ্ঞতা, একেই মনে হয় বলে 'কারো পৌষ মাস, কারো সর্বনাশ)
Binary | ২০ জুন ২০০৮ ০৫:৪৭ | 198.169.6.69
আমি দেখেছি, ক্ষ্ণনগরে, ১৯৭৮-এ জলঙ্গী নদীর ধারে, মামা বাড়ীতে।
Blank | ২০ জুন ২০০৮ ০৫:৪৪ | 65.218.154.195
কেউ সিরিয়াস বন্যা দেখেছ? সব ডুবে যাওয়া চোখের সামনে?
pi | ২০ জুন ২০০৮ ০৫:৪২ | 128.231.88.4
বন্যায় তো ঝোপ ডুবে যাওয়া উচিত।
nyara | ২০ জুন ২০০৮ ০৪:৫৯ | 67.88.241.3
মাইমা, পাড়ায় বন্যার কি খবর? ঝোপসাহেব তো গেছেন আপনাদের সঙ্গে দেখা করতে। দেখা হল?
bozo | ২০ জুন ২০০৮ ০৪:৫৬ | 128.111.119.126
ভেবো না শমীক, আগামীকাল পার্টির নির্দেশে বুদ্ধ বাবু এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করবেন ঃ-)
S | ২০ জুন ২০০৮ ০৪:৩৬ | 62.242.151.226
গুন্নাইট।
S | ২০ জুন ২০০৮ ০৪:৩৫ | 62.242.151.226
আমি বুদ্ধ ও'ডায়ারের কথা বলছি। জ্যোতি বসু কী করত, জানি না।
Binary | ২০ জুন ২০০৮ ০৪:৩৪ | 198.169.6.69
অশোক দাশগুপ্ত নাকি, মোহনবাগান ক্লাবের বর্তমান কে ব্যান্ড করার বিরূদ্ধে কমিট গড়েছে।
তলে তলে অনেক কিছুই হয়।
Binary | ২০ জুন ২০০৮ ০৪:৩২ | 198.169.6.69
আমি তো জানতাম বরুন সেনগুপ্ত আর জ্যোতি বসু একসঙ্গে ক্যালকাটা ক্লাবে মাল খেত !!!!
S | ২০ জুন ২০০৮ ০৪:২৯ | 62.242.151.226
বর্তমানে দেখলাম বরুণ সেনগুপ্তের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ।
কমাস আগেই লোকটা বলেছিল, কোন পত্রিকা আপনি? বর্তমান? ও সব ছুঁচো মেরে হাত গন্ধ আমি করি না।
Binary | ২০ জুন ২০০৮ ০৪:২৭ | 198.169.6.69
কুকি বলে নাকি ? আমরা তো প্যাস্ট্রি-ই জানতাম। এখানে-ও (কানাডাতে-ও) ডেনিস বলে একরকম জিনিস বিক্রি করে, সেটা ডেনমার্কের ধারে কাছে-ও অসে না।
S | ২০ জুন ২০০৮ ০৪:২৩ | 62.242.151.226
নিশ্চয়ই ফ্রোজেন চিকেন কিনেছিলি। ও সব সাদা চামড়ারা খায়। চিকেন কিনব দোকানে গিয়ে মুরগি বেছে, দোকানদার কেটেকুটে ড্রেস করে পিস করে দেবে। প্লাস্টিক প্যাকেটের ওপরে হাত দিলে টের পাওয়া যাবে সদ্যমৃত মুরগির শরীরের তাপ।
তাকে বলে চিকেন।
S | ২০ জুন ২০০৮ ০৪:২০ | 62.242.151.226
উবো কি গুবো জানি না, সেই কালো পাঁউরুটির কথাই তো লিখলাম কাল। কী বদ্খত গন্ধ।
আর প্যাস্ট্রি নয়, কুকিজ। ডেনিশ কুকিগুলো সত্যি ভালো খেতে।
S | ২০ জুন ২০০৮ ০৪:১৯ | 62.242.151.226
ম্যায় ভুখা হুঁ। গত দেড় মাস সে। আমি এখন ঘি দিয়ে চাট্টি গরম ভাত খাবার পিতীক্ষেয় আছি। বাকি সব খাবার নিপাত যাক! ঃ-)
Binary | ২০ জুন ২০০৮ ০৪:১৮ | 198.169.6.69
শমীক, উবো খেয়েচো ? উবো ? ডেনমার্কের স্টেপেল ফুড। কালো পাঁউরুটি ? পুস্টিকর আর দুর্গন্ধ যুক্ত ?
আর ডেনিশ প্যাস্ট্রি খেয়েচো ? এটা কিন্তু সত্যি সুস্বাদু।
Blank | ২০ জুন ২০০৮ ০৪:১৬ | 65.218.154.195
চিকেন মহা বাজে জিনিস। আমি খান দুয়েক দিন আগে একটু চিকেন বানাবো ভেবেছিলাম। তো চিকেন কাটতে গেলুম ছুরি দিয়ে। অভুত ভাবে আবিষ্কার করলুম যে আমার ছুরির নীচে চিকেনের বদলে আমার আঙুল রয়েছে, চিকেন টা পালিয়েছে ...
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন