বেথে, প্লেনে তোমার জন্য ঐ ১০% না ২০% মত দামের একটা টিকিট কাটতে হবে। অবশ্য তোমার সঙ্গে অন্তত একজন পূর্ণবয়স্ক ও পূর্নাঙ্গ মানুষের যাওয়া বাধ্যতামূলক হতে পারে।
S | ১৩ জুন ২০০৮ ১৮:৪৯ | 194.239.94.33
বাসে একবার হয়েছিল। ২৩৯-এ চেপে মহাবীর বিকাশ যাচ্ছিলাম। পেছনের দরজার সামনে রড ধরে দাঁড়িয়ে ছিলাম। কেবি-কেসির মোড়ে বাস এমন জোরে টার্ন নিল, আমি পুউরো সেϾট্রফিউগাল ফোর্সে অলমোস্ট উড়ে বেরিয়ে যাচ্ছিলাম। রড ধরেও লাভ হয় নি। কন্ডাক্টর ঠিক সময়ে কলার ধরে আমাকে বাসের ভেতর ঢুকিয়ে দিল তারপরে।
arjo | ১৩ জুন ২০০৮ ১৮:৩২ | 168.26.215.54
আর আমাকে প্লেনে চড়তে দেবে না। বা দুজনের টাকা নেবে।
sinfaut | ১৩ জুন ২০০৮ ১৮:২৭ | 117.195.194.88
ঃ-D
arjo | ১৩ জুন ২০০৮ ১৮:১৯ | 168.26.215.54
অ্যাঁ? ৪৯? ঠিকঠাক দিনে শমীকের মনে হয় প্লেনও লাগবে না।
sinfaut | ১৩ জুন ২০০৮ ১৮:০৩ | 117.195.194.88
কে জানে ভাই, আইডিয়াল কোনটা। বেশি ওজন হয়ে গেলে আর পাহাড়ে চড়তে পারবোনা। অবশ্যি এমনিতেও যে খুব পারছি তা নয়।
S | ১৩ জুন ২০০৮ ১৮:০২ | 194.239.94.33
সিফোঁ,
আমি পাঁচ সাড়ে আট। ওজন উনপঞ্চাশ কিলো।
আমাকে কি প্লেনে ফিরিতে চাপাবে?
arjo | ১৩ জুন ২০০৮ ১৭:৫৪ | 168.26.215.54
উচ্চতা ৫'৮ এর আশেপাশে হলে আইডিয়াল ওয়েট হচ্ছে ৭০ - ৭৫ কিলো। সিঁফো এতদিন আন্ডারওয়েট ছিলে।
তবে এয়ারলাইন্সের এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলা যায় না?
sinfaut | ১৩ জুন ২০০৮ ১৭:৪২ | 117.195.194.88
৫' ৮.৫'' এ আর কত ভার সইতে হবে? আমি তো আগে ৬৬ কেজি ছিলাম, বেশ ভালোই ছিলাম। এখন ততটা ভালো নেই।
S | ১৩ জুন ২০০৮ ১৬:৫৯ | 194.239.94.33
আর্কাইভের পেজ তো লোড হচ্ছে দেখছি, কিন্তু সদ্য উড়ে যাওয়া পাতারা কোথায়? এ তো জুন ২০০৭ পর্যন্তই দেখাচ্ছে!
omnath | ১৩ জুন ২০০৮ ১৬:৪৬ | 59.160.220.131
কেন? তোর হাইটের রেসপেক্টে তো তুই আণ্ডারওয়েট!!
sinfaut | ১৩ জুন ২০০৮ ১৬:১৯ | 66.232.102.157
ঝড় ঝঞ্ঝা বজ্রপাত। আপিসে একটা weighing machine বসিয়েছে। এক্ষুনি দেখলাম আমি ৭০। জেবনে প্রথমবার। ঃ-( পেলেনে ডিসকাউন্ট পাওয়া আর হোলোনি।
sinfaut | ১৩ জুন ২০০৮ ১৬:০৫ | 66.232.102.157
এব্বাবা, তোমার আবার পুরানো ভাঙ্গা শিশি বোতলের কুড়ানোর শখ আছে নাকি? কোত্থেকে পচা পুরোনো লেখা নিয়ে আলুচানা বানায়ে দিয়ে এখন আমাকে ধমকাচ্ছো? কিন্তু যাই বলো, কিলো দরে মাংসটা কিন্তু এট্টা সৎ সমাজতান্ত্রিক পদক্ষেপ।
d | ১৩ জুন ২০০৮ ১৬:০১ | 59.162.92.122
চুপ বে!! একদম চুপ। তোমার ঐ লেখাটা আমাকে ভাট খুঁজে খুঁজে কুড়াতে হয়েছে ..... তাও কি ভাগ্যি যেদিন নিলাম তার দুদিনের মধ্যে ভাট ধ্বসে গেল।
sinfaut | ১৩ জুন ২০০৮ ১৫:৪৫ | 66.232.102.157
এতদিনে ন্যায় প্রতিষ্ঠা হলো।
d | ১৩ জুন ২০০৮ ১৫:৪৩ | 59.162.92.122
ও দীপ্তেনদা, এই যে আমি। তবে ঈশান জানে না। আনি মোটেই সুখে নেই। এয়ারলাইন্সগুলো নাকি যাত্রীর ওজন অনুযায়ী ভাড়া ঠিক করবে!! কি অন্যায় কথা। পৃথিবীটা দিনে দিনে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে।
S | ১৩ জুন ২০০৮ ১৪:২৯ | 194.239.94.33
কোতায় রামমোহন? র এখন নন্দকুমারকে বাঁচাবার জন্য ইলাইজা ইম্পের বিরুদ্ধে মানহানির মোকদ্দমা কর্চে। কলকেতা সরগরম।
h | ১৩ জুন ২০০৮ ১২:৫১ | 125.18.104.1
না আশা কারা যায় কলকাতা একটু এগিয়েচে। র একন রামমোহনের সাথে ডাঙ্গুলি খেলচে।
কিন্তু আমাদের রদা কি এতই চিন্তিত নাকি টাইম হোলের চক্করে পড়ে চার্নকের সাথে বসে মশা মারচে?
sinfaut | ১৩ জুন ২০০৮ ১২:৪৪ | 66.232.102.157
কিন্তু আমাদের রদা কি এতই চিন্তিত নাকি টাইম হোলের চক্করে পড়ে চার্নকের সাথে বসে মশা মারচে?
h | ১৩ জুন ২০০৮ ১২:৪২ | 125.18.104.1
আজকাল পাল্টাতেই পারে। একবার পাল্টেছিলো তো আগেই। হারানো লেজিটিমেসীর সন্ধানে হঠাৎ বিসু থেকে সিসু (কার্টসি বৈজয়ন্ত) হয়ে গেলে এক দলের বদলে অন্য দলের লোক জন খুশী হবে। মোটামুটি পোলারাইজেশনে যা অবস্থা এডিটোরিআল লাইন বদল আর উন্নতততর সাংবাদিকতা সমার্থক নয় বলেই বোধ হয়।
h | ১৩ জুন ২০০৮ ১২:৩৮ | 125.18.104.1
বাঙালীর মনন না হওয়া সঙ্কেÄও এ কথা বলা যায় ;-)
sinfaut | ১৩ জুন ২০০৮ ১২:৩২ | 66.232.102.157
নিখাদ সইত্য কথা।
h | ১৩ জুন ২০০৮ ১২:২৮ | 125.18.104.1
তাছাড়া রিস্কাওয়ালা/বিভিন্ন ছোটোলোক/বিভিন্ন ধরণের নীচু জাতের লোকজন যখন কথা বলতে শেখেনি তখন তাদের সবার মুখেই সুদু হাসি ছেল। গ তে বাম্বু সঙ্কেÄও তারা মেনলি হাসত রা পজ্জন্ত কাড়ত না।
ভারতীয় ইংরেজি সাহিত্যে একটা এন্টায়ার genre আছে যেখানে সমবেদনার সঙ্গে ছোটোলোকেদের এই শান্তিপূর্ণ আত্মশক্তির গুণমুগ্ধ ও সমব্যথী পর্যালোচনা করা হয়েছে। ফাকিং রাবিশ।
সেই 'বাঙালি আবেগ' আবাপ সহ সমস্ত বাংলা কাগজ -ই উস্কানি দেয়। জাতি নির্মাণ এদের একটি অফিসিয়াল এজেন্ডা। আজকে সমরেশ মজুমদারের লেখা ছেপেছে, ফ্রন্ট পেজ হেডলাইন গুলো উল্টো হয়েছে এবং হবে।
Arpan | ১৩ জুন ২০০৮ ১২:১৩ | 202.91.136.71
এই বাঙালির (কলকাতাকেন্দ্রিক) আবেগ ব্যপারটা মারাত্মক অসহনীয়। আজকে স্টারানন্দের চ্যানেলে অলকানন্দা রায়কে নিয়ে এসেছিল। তিনি বললেন যখন কাঞ্চনজঙ্ঘার শুটিং হয়েছিল তখন সেখানকার লেপচা ও নেপালিদের দুঃখ-দুর্দশা আরো বেশি ছিল, কিন্তু হাসি ছিল অমলিন। দার্জিলিং ছিল আরো পরিষ্কার, বিশুদ্ধ ও স্বর্গের কাছাকাছি।
pi তোমার mail id আমার কাছে নেই। আমার id - dasgupta_kallol@yahoo.co.in তাতে মেলাও, আমি ফিরতি মেলে পাঠাচ্ছি।
m | ১৩ জুন ২০০৮ ১০:৪৮ | 12.240.14.60
কল্লোলদা,এই দেখলাম- বলার আগেই দিয়ে দিয়েছোঃ)
m | ১৩ জুন ২০০৮ ১০:৪৭ | 12.240.14.60
ইপ্পি,আমি খুব বড়োবীর-আর বেদম সাহসীঃ)
m | ১৩ জুন ২০০৮ ১০:৪৬ | 12.240.14.60
কল্লোলদা, এই খবর টা একটু বিশদে টই তে দিয়ে দেবে প্লিজ- এখানে হারিয়ে যাবে।
pi | ১৩ জুন ২০০৮ ১০:৪১ | 69.251.184.3
কল্লোলদা, এই খবরটি মেইল এ পাওয়া যাবে। একটু অফিসিয়াল ফরম্যাটে ?
Tim | ১৩ জুন ২০০৮ ১০:৪০ | 204.111.134.55
কল্লোলদার ""সেই"" লেখাটার কি হলো? অনেকদিন কিছু লেখা হয় না।
Tim | ১৩ জুন ২০০৮ ১০:৩৯ | 204.111.134.55
আমি কি খেল্লাম? কোথায় আর কাদের হয়েই বা খেল্লাম? আমাকে কি ঠিকঠাক পেমেন্ট করা হয়েছে? উফ্ফ কত প্রশ্ন।
Tim | ১৩ জুন ২০০৮ ১০:৩৮ | 204.111.134.55
আজকাল কেউ টাইমলি ঘুমোয় না। আরে বাবা, শরীরটাকে তো রাখতে হবে, নাকি!
আচ্ছা, এই সুদীপ্তই কি সে, যার ছবি বেঙ্গালুরু ভাটের অ্যালবামে দেখেছি?
pi | ১৩ জুন ২০০৮ ১০:৩৭ | 69.251.184.3
তবে ম দি দেখি বড় বীর। আমাকে ইপ্পি ডাকার জন্য এখানে একজনের নাক, আরেকজনের কানের সুপারি অলমোস্ট দেওয়া আছে স্যানকে ... সেইটি জানার পর ও ... ঃ)
pi | ১৩ জুন ২০০৮ ১০:৩৪ | 69.251.184.3
প্রশ্নের উত্তরটা খুব জটিল। প্রসেস ওয়াইস হ্যাঁ এবং টেকনিক্যালি না। তবে আশায় আছি না টাও শীঘ্রই হ্যাঁ হবে ঃ)
kallol | ১৩ জুন ২০০৮ ১০:৩২ | 220.226.209.5
মাসুম আর সার দেশের প্রায় ১০টি মানবাধিকার সংগঠন গত ২০০৫ থেকে রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে একটা তিন বছরের প্রকল্পে কাজ করছিলো। এটা fund করতো ইউরোপীয়ান ইউনিয়ানের মানবাধিকার সংক্রান্ত সেল। তিন বছরের শেষে - একটা পিপলস ট্রাইবুনাল সংগঠিত করা হয়েছিলো - কলকাতার মৌলালী ম্যারেজ সেন্টারে ৯-১০ জুন। এই ট্রাইবুনালে অসংখ্য ঘটনার থেকে প্রায় ৭০টা মত রাষ্ট্রীয় নির্যাতনের ঘটনাকে তুলে ধরা হয়। আর ঐ সব ঘটনার সাথে যুক্ত সমস্ত ব্যক্তি, সরকারী কর্তা (পুলিশ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এমএলএ, এমপি, পার্টি নেতা/কর্মী, সকলকেই ডাকা হয়, তাদের আত্মসমর্থনের যুক্তি রাখার জন্য। পুলিশ কমিশনার গৌমমোহনকেও ডাকা হয়। কলকাতা পুলিশ তাত্তলা থানায় মাসুমের বিরুদ্ধে মামলা দায়ের করে - এই ট্রাইবুনাল বে-আইনী এই অভিযোগে। এর আগে পুলিশ মাসুম অফিসে ফোন করে। আর হুমকি দেবার চেষ্টা করে। ট্রাইবুনালের দিন সাদা পোষাকের পুলিশ ছবি তুলতে থাকে। Chased হতে পরিচয় স্বীকার করে। সেদিন মোহিনী গিরি সহ বহু সম্মানিত মানুষ ঐ ট্রাইবুনালে জুরী হিসাবে উপস্থিত ছিলেন, তাই পুলিশ কোন ঝামেলা করেনি। গতকাল, পুলিশ বিকেল ৪.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত মাসুম অফিসে তল্লাসী চালায়। কোন ভাঙ্গচুর বা অভদ্র আচরণ করেনি। ৭ গাড়ি পুলিশ চার ঘন্টা ধরে তল্লাশী চালিয়ে, মাসুমের রেজিস্টার, কর্মী তালিকা আর ট্রাইবুনালের কাগজপত্র নিয়ে যায়। মাসুম থেকে পুলিশকে বলা হয় এই কটা জিনিস আমরা চাইলেই পাঠিয়ে দিতাম, তার জন্য এই নাটক করার প্রয়োজন ছিলো না। এই ঘটনার প্রতিবাদে আজ মাসুম অফিসে সভা ডাকা হয়েছে - সময় বিকাল ৪ টে। মাসুম অফিস হাওড়া শরৎ সদনের উল্টোদিকে গুইটেন্ডাল লেনে। যারা কলকাতায় আছো পারলে চলে যেও।
m | ১৩ জুন ২০০৮ ১০:২৬ | 12.240.14.60
ইপ্পি,ইন্ডিয়া যাবার টিকিট কাটলে?
pi | ১৩ জুন ২০০৮ ১০:১৬ | 69.251.184.3
টিম খেললো বুঝি ?
m | ১৩ জুন ২০০৮ ১০:০৯ | 12.240.14.60
ব্ল্যাংকি, আমার সন্দেশ টা দিয়ে মরা ভালো-নইলে বসে বসে মত্তে হবে।
Sudipta | ১৩ জুন ২০০৮ ০৯:৫৭ | 122.169.178.182
তাহলে ইউরো-র প্রথম অঘটন ঘটল ক্রোয়েশিয়ার হাত ধরে ঃ-) কোয়ার্টার জমবে বলে মনে হচ্ছে, প্রথম ম্যাচে কি পর্তুগাল-জার্মানী!! কে জানে আবার যদি কোনো অঘটন ঘটে গ্রুপ বি তে!!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন