এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • i | ১১ জুন ২০০৮ ০৩:২৬ | 202.167.15.163
  • ভালো সবাই?
    প্রস্তুতিপর্ব যাঁদের ভালো লেগেছে, সকলকে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।
  • nyara | ১১ জুন ২০০৮ ০৩:২০ | 67.88.241.3
  • তারপরে আমাকে বুড়ো বলল। যাকগে। কবি তো বলেইছেন 'জি লে লে, জি লে লে, আও আও জি লে লে'।
  • aja | ১১ জুন ২০০৮ ০৩:১৭ | 207.47.98.129
  • সরি ন্যাড়া। বুড়োরা যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে না বললে কিছু বোঝে না।
  • nyara | ১১ জুন ২০০৮ ০৩:১১ | 67.88.241.3
  • আমার তথ্যবহুল ও মননশীল পোস্ট সঙ্কেÄও সঙ্গীতা ব্যানার্জীর থ্রেডটা অজদা ডিজেনারেট করে দিল। ধিক্‌।
  • Ishan | ১১ জুন ২০০৮ ০৩:০৫ | 12.163.39.254
  • আমি ছোটো থেকেই খুব গম্ভীর প্রকৃতির। আমাকে কিছু বারন করতে এলে আমি নবদাকে বকে দিতাম।
  • aja | ১১ জুন ২০০৮ ০৩:০৩ | 207.47.98.129
  • নবদাতো মিঠুকে সেই ছেলেটার সঙ্গে মিশতে বারণ করছিল। সৈকতকে কারো সাথে মিশতে বারণ করার ঘটনা জানি না তো;)।
  • Tim | ১১ জুন ২০০৮ ০৩:০২ | 204.111.134.55
  • একটা ব্রেক নিয়ে এলুম।
    মামু এটা হেবি দিলো। আজকের পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞাপনদাতাদের কাছে টেন্ডার চাওয়া হচ্ছে। ঃ-)
  • Ishan | ১১ জুন ২০০৮ ০২:৫৫ | 12.163.39.254
  • এসব কি হচ্ছে টা কি? নবদা আমাকে খুব ভালো ছেলে বলে চেনে। (আমাকে মিঠুর সঙ্গে মিশতে বারন করেছিল বলছিনা কিন্তু ;-))
  • m | ১১ জুন ২০০৮ ০২:৫৩ | 12.240.14.60
  • না,আমার তৎকালীন প্রেমিক কে বলেছিলোঃ)
  • aja | ১১ জুন ২০০৮ ০২:৪২ | 207.47.98.129
  • তবে কি নবদা সৈকতকে খারাপ ছেলে বলেছিল?
  • m | ১১ জুন ২০০৮ ০২:৩৭ | 12.240.14.60
  • অজদা,
    দক্ষিণেশ্বরে ছোটবেলায় কেউ বাড়িতে এলেই দলবেঁধে যাওয়া হত-ফলে ওটা কখনো ই একটা যাবার মত জায়গা বলে মনে হত না।
    আর আমি প্রেমে সদা সব্বদা বিষম একমুখী- ফলে এদিক ওদিক সাইড কেটে কিছু করি নিঃ)
    মাকালীর দিব্যি।
  • aja | ১১ জুন ২০০৮ ০২:৩২ | 207.47.98.129
  • ফাউটাতো বউদিকে কোট করা। আমার ব্যাপারে, ওয়েল, আই প্লীড ফিফথ।
  • m | ১১ জুন ২০০৮ ০২:২৯ | 12.240.14.60
  • আজ্জো খুব ঘটনাবহুল প্রেম কত্তো মনে হয়ঃ)
  • m | ১১ জুন ২০০৮ ০২:২৮ | 12.240.14.60
  • প্রেম টা ফাউ- অজদা বৌদি শুনলে ধরে পিটবে নাতোঃ))
  • aja | ১১ জুন ২০০৮ ০২:২৮ | 207.47.98.129
  • মাইমা কি সৈকত না গেলে যেতে না?
  • aja | ১১ জুন ২০০৮ ০২:২৭ | 207.47.98.129
  • মাইমার প্রায়োরিটির সেন্সের প্রশংসা করতেই হয়। ও বয়সে প্রেমটাই তো ফাউ মনে হতো।
  • m | ১১ জুন ২০০৮ ০২:২৬ | 12.240.14.60
  • সৈকত এখনো সেখানে গিয়ে উঠতে পারে নি অজদাঃ)
  • arjo | ১১ জুন ২০০৮ ০২:২৬ | 168.26.215.54
  • নন্দন চঙ্কÄরটা ভালোই কিন্তু এত লোক। গিজগিজ করছে। আড্ডা মারা যায়। কিন্তু প্রেম করা যায় না, মানে সবার সামনে খিস্তি খাওয়া যায় না। চেনা লোকজন দেখে ফেললে প্রেস্টিজে গ্যামাক্সিন। ঃ-)
  • m | ১১ জুন ২০০৮ ০২:২৫ | 12.240.14.60
  • নন্দনে ছিলো আমাদের মল্লিকা- একটা ন-দশ বছরের মেয়ে।সে দেখলেই বলতো,দিদি বা দাদা আজকে কিন্তু দুটাকা দেবে।ভিক্টোরিয়া তে কখনো যাই নি।নন্দনে বন্ধুদের সঙ্গে গুলতানি টা প্রেমের সঙ্গে ছিলো ফাউ।
  • aja | ১১ জুন ২০০৮ ০২:২৩ | 207.47.98.129
  • ইন্দুরাসের শ্বশুরবাড়ি শিবপুর। ওকে জিজ্ঞেস কর।
  • aja | ১১ জুন ২০০৮ ০২:২৩ | 207.47.98.129
  • নিশ্চিন্তে বসতে হলে দক্ষিণেশ্বরের চেয়ে ভাল জায়গা আর ছিল না। বেলঘরিয়ার লোকেদের এ'সব কেন মনে করিয়ে দিতে হবে?
  • arjo | ১১ জুন ২০০৮ ০২:২১ | 168.26.215.54
  • আচ্ছা আপনারা কেউ বটানিকাল গার্ডেনে প্রেম করেছেন? সেটা কেমন জায়গা?
  • m | ১১ জুন ২০০৮ ০২:২০ | 12.240.14.60
  • নন্দন চত্বরে একমাত্র নিশ্চিন্তে কিছুটা সময় বসা যেত।লোকে পানের পিক ফেলতো কিনা এখন মনে পড়ছে না-আমাদের বয়সী ছেলেমেয়েরা পান খায় না বলেই মনে আছে।আর হিসু কেউ এখানে সেখানে করার চান্স পেতো না-করলে সেটা অন্য কারুর গায়ে করতে হতোঃ)
  • aja | ১১ জুন ২০০৮ ০২:১৯ | 207.47.98.129
  • প্রভু হল নন্দন।
  • aja | ১১ জুন ২০০৮ ০২:১৮ | 207.47.98.129
  • আর ভিক্টোরিয়াতে সেই ভিখিরি? পয়সা না দিলে শুধু চুপ করে সামনে বসে থাকতো। সে কি চক্কর। আমি ভিখিরিকে দেখি, সেও আমাকে দেখে। আমিও পয়সা বের করবো না (ছিল না যে ছাই), সেও পয়সা না নিয়ে নড়বে না। শেষে সঙ্গিনী মতলব বের করলো। দু'টো গাছ পরে যারা বসেছিল, তারা বটুয়া বের করে ফুচকাওলাকে পয়সা দিচ্ছিল। ভিখিরিকে সেটা দেখিয়ে দেওয়া হল।
  • bozo | ১১ জুন ২০০৮ ০২:১৫ | 128.111.119.126
  • প্রভু কে? বুদ্ধ ভটচাজ না অংশু শূর?
  • m | ১১ জুন ২০০৮ ০২:১৩ | 12.240.14.60
  • তিমি র জু এর কথাতে মনে পড়লো- রবীন্দ্র সদনের আশে পাশে বসেথাকা ছেলেমেয়েদের দেখতে কিছু লোক সন্ধ্যেবেলা পাঁচিলের আশপাশ থেকে উঁকি মারতো- তাদের দেখে মনে হত,আকাশ থেকে খসে পড়া কিছু জন্তু দেখছে।
  • arjo | ১১ জুন ২০০৮ ০২:১০ | 168.26.215.54
  • নন্দনে কোটি কোটি লোক, মানে কোটি কোটি কোটি লোক। ম, ভুলে গেছ, কলকাতায় পাব্লিক ইউরিনালে কেউ যায় না। বা মতান্তরে সমস্ত জায়গাই পাব্লিক ইউরিনাল। বসার জায়গা পাওয়া যেত না। ;)
  • aja | ১১ জুন ২০০৮ ০২:০৯ | 207.47.98.129
  • "ধায় যেন মোর সকল ভালবাসা, প্রভু তোমার পানে ...'।ঃ)
  • m | ১১ জুন ২০০৮ ০২:০৭ | 12.240.14.60
  • পানের পিক আর হিসু- আমি কখনো পাবলিক ইউরিন্যালের পাশে বসে বা স্টেশান চত্বরে প্রেম করিনি।মেট্রো স্টেশানেও না- সকল প্রেম ই নন্দন চত্বরের দিকে ধেয়ে যেতোঃ)
  • Tim | ১১ জুন ২০০৮ ০২:০৪ | 128.173.176.128
  • আমাগো বামফ্রন্ট সরকারেরই কোনো একটা দপ্তর বলেছিলো তো। মনে হয় লেক এরিয়ায় বানাবে বলেছিলো। খুব সম্ভবত ৯৬-৯৯ এর মধ্যে কোনো এক সময়।
    এইটা শুনে আমার এক বন্ধু বলেছিলো পার্ক না করে একেবারে জু কল্লেই হয়! ঃ)
  • arjo | ১১ জুন ২০০৮ ০২:০৪ | 168.26.215.54
  • ম,
    গরমটা মানিয়ে নেওয়া যায়। তাও মে জুনের দুপুরে ঘোরা যায় না। কিন্তু পানের পিক আর হিসির মধ্যে? কভি নেহি। মেট্রো রেলের স্টেশন ভালো অপশন।
  • aja | ১১ জুন ২০০৮ ০২:০২ | 207.47.98.129
  • কেউ যদি টস না করে তো এত্তগুলো প্রোব্যাবিলিস্ট কি খায়? হাউ আনফেয়ার!
  • m | ১১ জুন ২০০৮ ০২:০২ | 12.240.14.60
  • লাভ পার্ক!!! কে বলেছিলো?
  • m | ১১ জুন ২০০৮ ০২:০২ | 12.240.14.60
  • আজ্জো,
    গরম,নোংরা এইগুলো সব আমেরিকাবাসের ফল।
    ট্যাঁকের কড়ি টা সত্যি।
  • arjo | ১১ জুন ২০০৮ ০২:০১ | 168.26.215.54
  • বোজো, সাদরে গ্রহণ করলাম। আমি যেকোনো দিন যেতে পারি। রাবাংলাও আমার একই রকম ভালো লেগেছিল। ভাবছি এরপরের বার দেশে গিয়ে দার্জিলিং ঘুরে আসব।
  • Tim | ১১ জুন ২০০৮ ০২:০১ | 128.173.176.128
  • ওদিকে অজদা খালি টস কত্তে চাইছে, আর কেউ রাজি হচ্ছে না। কিঅবস্থা!
  • Tim | ১১ জুন ২০০৮ ০২:০০ | 128.173.176.128
  • বাড়ি... থুড়ি আশ্রম কত্তে হলে উত্তরাঞ্চলই ভালো। উখিমঠের আসেপাশে।
  • Tim | ১১ জুন ২০০৮ ০১:৫৮ | 128.173.176.128
  • হুঁ, সেই একবার বলেছিলো না ""লাভ পার্ক"" বানাবে? ঃ)
  • m | ১১ জুন ২০০৮ ০১:৫৮ | 12.240.14.60
  • তিমি, জানতুম।
  • bozo | ১১ জুন ২০০৮ ০১:৫৮ | 128.111.119.126
  • আরে ঐ দার্জিলিং পাহাড়ে-ই তো একটা বাড়ী বানাবো। আজ্জো কে গৃহপ্রবেশে নেমন্তন্ন করে দিলাম (সপরিবারে)। ভাট দ্বারা নিমন্ত্রনের ত্রুটি মার্জনীয়।
  • arjo | ১১ জুন ২০০৮ ০১:৫৭ | 168.26.215.54
  • কলকাতায় প্রেম করার জায়গা নেই। প্রচন্ড বাজে অবস্থা। নয় বাজে লোকের উৎপাত, নয় গরম, নয়তো নোংরা। অথবা গ্যাঁটের কড়ি খসে।
  • Tim | ১১ জুন ২০০৮ ০১:৫৬ | 128.173.176.128
  • মামীকে,
    না
  • m | ১১ জুন ২০০৮ ০১:৫২ | 12.240.14.60
  • ঝিলমিলের পাশে বোটিং করার জায়গাটার নাম ই তো নলবন- সেখানে আজকাল ছেলেমেয়েরা টিকিট কেটে প্রেম কত্তে যায়।
  • arjo | ১১ জুন ২০০৮ ০১:৫১ | 168.26.215.54
  • দার্জিলিং আমার প্রিয় জায়গা। তিনবার গেছি। অনেক পাহাড় ঘুরলাম কিন্তু দার্জিলিং হল বেস্ট।
  • Du | ১১ জুন ২০০৮ ০১:৫০ | 67.111.229.98
  • হ্যাঁ নিক্কোপার্কের জন্য খুব উৎসাহ তার।
  • m | ১১ জুন ২০০৮ ০১:৪৯ | 12.240.14.60
  • তিমি কোনোদিন বান্ধবীর সঙ্গে পার্কে বসেছো?
  • arjo | ১১ জুন ২০০৮ ০১:৪৮ | 168.26.215.54
  • দুর যখন দুজন হলাম তখন ঐসব ঝিলমিল টিলমিল উঠে নিক্কো পার্ক আর নইলে ঐ বোটিং করার জায়গা (নাম মনে পড়ছে না)। ঝিলমিল গিয়েছিলাম ছোটবেলায়, অনেকে মিলে। সেদিনই আবার বিধান শিশু উদ্যানে গিয়েছিলাম। ব্যাপক মজা হয়েছিল।
  • bozo | ১১ জুন ২০০৮ ০১:৪৭ | 128.111.119.126
  • অমন খাসা দার্জিলিং পাহাড় থাকতে আমি কেন এই জঘইন্য ক্যালি তে রইবো?
    এখন গন্ডগোলের জন্য একটু বাইরে আছি।
  • m | ১১ জুন ২০০৮ ০১:৪৫ | 12.240.14.60
  • আজ্জো,দুজনে গিয়েছিলে বুঝি;)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত