এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৬ জুন ২০০৮ ১৬:০৯ | 125.18.104.1
  • ঃ-)
  • sinfaut | ১৬ জুন ২০০৮ ১৬:০৫ | 117.195.196.14
  • না হানুদা আমি সিরিয়াসলি ভেবেছি। আসলে গত এক বছর ধরে আমার কাছে দুটো আমাদো'র বই পড়ে আছে - Showdown আর War of the saints, us থেকে কষ্ট করে ঐ মোটকা দুটো বই এনে দিয়েছিল এক অচেনা নেট-বান্ধবী। তাই এমন বই অবিচার করে ফেলে রাখার থেকে ভাবলাম তোমারে দিয়ে দিলেই হয়। কিন্তু একেবারে নয়, এক বছর রাখো-দু বছর রাখো, কিন্তু ফেরত দিতে হবে এই কন্ডিশনে। ঃ-)
  • d | ১৬ জুন ২০০৮ ১৫:২৩ | 59.162.92.122
  • স্টোয়েক,

    আপনার প্রস্তাবিত সেই সিঙ্গল মল্টের ওপরে বুলবুলভাজাটা লিখে ঈশানকে পাঠিয়ে দিন প্লীজ। মেইল আইডি জানিনা বলে এখানেই লিখলাম।
  • h | ১৬ জুন ২০০৮ ১৫:১৫ | 125.18.104.1
  • অ্যাপারেন্টলি হাসেকের অধিকাংশ গল্প ই অনুবাদ হয়েছে অনেক দেরীতে। ওর ছোটোগল্পের সংকলন জাতীয় কেউ পাইলে দেখো তো?
  • h | ১৬ জুন ২০০৮ ১৫:১৩ | 125.18.104.1
  • সিফো, তুই এই লাইনের ভাবা টা চালিয়ে যা, আরেকটু চেষ্টা করলেই শেষ পর্যন্ত আমাকে বইগুলা দিতে পারবি ;-)
  • h | ১৬ জুন ২০০৮ ১৪:৫৫ | 125.18.104.1
  • সিফো আর কয়িস না। লাইফ টা বেসিকালি প য়ে ওকার হয়ে গেল।

    কোন এডিশন টা কিনলি। ঐ কার্টুন গুলা আছে নাকি? কঠিন মাল কিন্তু হাসেক। কিছুদিন আবার রাশিয়ায় পালিয়ে গিয়ে কমিসার হয়েছিল। সেখানে গিয়ে মল ফাল খেয়ে ভুল ভাল করে চলে এসেছিল।

    ইন্দো/স্টইক - মেমোয়ারটা আমি পড়ি নাই।
  • stoic | ১৬ জুন ২০০৮ ১৪:৫৫ | 160.103.2.224
  • আই কি ঈশান নয় ? সবাই নাম ধাম পাল্টে ফেল্লেন নাকি ?
  • h | ১৬ জুন ২০০৮ ১৪:৫০ | 125.18.104.1
  • ইন্দো, ওলে সোয়িংকার কিছু লেখা যোগাড় করে দিতে পারি।
  • stoic | ১৬ জুন ২০০৮ ১৪:৩৭ | 160.103.2.224
  • ঈশান,

    নাটক পড়তে চাইলে 'death and the king's horsemen' সাজেস্ট করতে পারি। ভালো লেগেছিল।

    মেমোয়ার্স জাতীয় পড়তে চাইলে The man died: Prison notes অথবা Ake: The years of childhood ভালো লাগতে পারে।

    পদ্য নিয়ে ফান্ডা নাই। হনু বলতে পারবেন মনে হয়।
  • I | ১৬ জুন ২০০৮ ১৩:৫৩ | 59.93.161.194
  • হানু(কিংবা আর কেউ), আমার খুব soyinka পড়বার ইচ্ছে হয়েছে। তোমরা কেউ কিছু সাজেস্ট করতে পারো?

    আর, নেটে রামপ্রসাদী শোনার কোনো ভালো ঠেক আছে?
  • Riju | ১৬ জুন ২০০৮ ১৩:৪৬ | 121.240.210.2
  • ফিরি ABI Word ইউজ করে দেখতে পারো, বাংলাপ্লেন ফন্ট সিলেক্ট করে নিও
  • sinfaut | ১৬ জুন ২০০৮ ১৩:৩৯ | 66.232.102.157
  • হানুদা, বুঝলে, good soldier svejk কিনলাম। আর Legend of khasak সেদিন বইয়ের দোকানে দেখতে পেয়ে কিনে নিলাম। আরও কিচু কিনেছি। এখন আমার যা অবস্থা ১০-১২টা বই না-পড়া হয়ে পড়ে আছে। z।তা হয়ে গেছি। ভাবছি তোমারে এক্টা দুটা দিয়ে দেবো। ;-) এই বইগুলারে দেখে আমি রীতিমতন চাপে পড়ে যাই। মনে হয়, বইগুলো আমার দিকে চেয়ে ফ্যাকফ্যাক করে হাসছে আর বলছে - আঁতলামির খুব শখ না, এখন পড়ে দেখা। ঃ-((
  • b | ১৬ জুন ২০০৮ ১৩:০৯ | 78.137.144.235
  • অর্পণ,
    ধন্যবাদ, জানাচ্ছি এখুনি।
  • Arpan | ১৬ জুন ২০০৮ ১২:৪৩ | 202.91.136.71
  • b-এর নাম কি বোধিসঙ্কÄ?

    আমাকে একটা মেল করতে পারেন choudhury.arpan gmail-এর এই ঠিকানায়। আমি নিজে কখনো থাকিনি, কিন্তু আপনার প্রয়োজন একটু বিশদে জানালে আপিসের লোকজনের কাছে খোঁজখবর নিতে পারি।
  • S | ১৬ জুন ২০০৮ ১২:২০ | 87.56.57.94
  • আরিত্তারা!

    আমি ব্যান্ডেল স্টেশন রোড। বালির মোড়ের কাছে। মাদার ডেয়ারি।
  • b | ১৬ জুন ২০০৮ ১১:৫৩ | 78.137.144.235
  • খাঁটি চুঁজড়োর ছেলে। খাগরাজোল, মল্লিক কাশেম হাটের পাশে। তার আগে অবিশ্যি রথতলা, রামকেষ্টপল্লী। আপনি?
  • S | ১৬ জুন ২০০৮ ১১:৪১ | 87.56.57.94
  • b কি চুঁচড়োর পাবলিক নাকি? চুঁচড়োর কোথায়?
  • b | ১৬ জুন ২০০৮ ১১:০৯ | 78.137.144.235
  • চেন্নাই শহরে বাসা ভাড়া নিয়ে থাকার ( আন্না ইউনিভার্সিটি-র আশেপাশে)-র বিষয়ে কি কারুর কোনো অভিজ্ঞতা আছে? যদি সম্ভব হয় তবে আমাকে কেউ ব্যক্তিগত mail করতে পারবেন? chinsurah @rediffmail.com-এই id. তাহলে আরো বিশদে জানাতে পারবো।
  • Somnath | ১৬ জুন ২০০৮ ০৬:৪৯ | 59.93.242.81
  • মামু, আমার জিনিসটা পেলে?
  • Somnath | ১৫ জুন ২০০৮ ২২:১৭ | 59.93.247.108
  • S,
    সচলায়তনে লিখলে বাংলা দেখাচ্ছে না? ওটা তো ইউনিকোডে দেখায়। সেখানে লিখে কপি পেস্ট করা যায় তো,মানে, লেখাটা সেন্ড না করে।
  • S | ১৫ জুন ২০০৮ ২১:২৪ | 62.242.151.226
  • দ্বিতীয়টা অখিলবন্ধু। প্রথমটা মৃণাল চক্রবর্তী।

    ইনিই কি সেই মৃণাল, যিনি বাংলালাইভে "আমার এই অপরাহ্নরেখা' লিখছিলেন?
  • Arpan | ১৫ জুন ২০০৮ ২১:১৯ | 122.252.231.206
  • অখিলবন্ধু না?
  • S | ১৫ জুন ২০০৮ ২১:১৫ | 62.242.151.226
  • ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে থই থই বন্যা নাচে রে

    আর

    ও দয়াল বিচার করো

    এগুলো কি মৃণাল চক্রবর্তীর গাওয়া গান?
  • Arpan | ১৫ জুন ২০০৮ ২১:১২ | 122.252.231.206
  • এই হাল! অরিজিত কি এই পোস্টটা পড়বে? ঃ))
  • S | ১৫ জুন ২০০৮ ২১:০৪ | 62.242.151.226
  • ওপেন আপিসে আরেক লাফড়া। যতবার ইনস্টল করতে যাই, ডেনিশ ভাষায় ইনস্ট্রাকশন আসে। পিছিয়ে গিয়ে URL থেকে ল্যাঙ্গুয়েজ da পাল্টে en করে দেখলাম, বল্লো পেজ নট ফাউন্ড। এক রাত্তির ট্রাই মেরে হাল ছেড়ে দিয়েছি। এক বর্ণ বুঝি না ডেনিশ ভাষার, পুরো ইনস্টলেশন উইজার্ডটা ডেনিশ ভাষাতে আসছে।

    দেশে না ফেরা পজ্জন্ত শান্তি নাই। আর তো ছদিন। এই শনিবারই ফিরছি।
  • Arpan | ১৫ জুন ২০০৮ ২১:০০ | 122.252.231.206
  • হুঁ, তা বটে। বাকি রইল ওই সবেধন নীলমণি ওপেন আপিস ডক। তা সে ইন্সটল করার বহুত ঝামেলা। ঃ)
  • S | ১৫ জুন ২০০৮ ২০:৫৮ | 62.242.151.226
  • নাহ্‌, হইল না। গুরুতে লিখে সেইডা পোস্ট না করা পর্যন্ত ইউনিকোডটা পাবো না। নিজের স্টেটাস মেসেজ খামোকা পোস্ট করতে যাব কেন?
  • Arpan | ১৫ জুন ২০০৮ ২০:৫৬ | 122.252.231.206
  • ব্ল্যাঙ্ক কি অনলাইন আসবি একবার? বহুত দরকার।
  • Arpan | ১৫ জুন ২০০৮ ২০:৫৫ | 122.252.231.206
  • ** পেস্ট
  • Arpan | ১৫ জুন ২০০৮ ২০:৫৪ | 122.252.231.206
  • হেঃ, এইডা একটা কথা হল? গুরুতে লিখে কপি-পস্ট করলেই তো হয়!
  • Blank | ১৫ জুন ২০০৮ ২০:৫২ | 65.218.154.195
  • ঃ)
  • S | ১৫ জুন ২০০৮ ২০:৫১ | 62.242.151.226
  • আজ বাবাদিবস।
  • S | ১৫ জুন ২০০৮ ২০:৪৯ | 62.242.151.226
  • জানি। দেশে ফেরার আগে স্টেটাস মেসেজ পাল্টাবার চান্স নেই। এখানে ইউনিকোড চলছে না।
  • Blank | ১৫ জুন ২০০৮ ২০:৩৭ | 65.218.154.195
  • শমীক ৩২ এ জৈষ্ঠ হয়ে গেলো
  • S | ১৫ জুন ২০০৮ ১৯:৩৩ | 62.242.151.226
  • শুনি নাই। লিংক পাঠাও।
  • h | ১৫ জুন ২০০৮ ১৯:২৪ | 220.225.84.122
  • নুসরত ফতে আলি র দোলের গান গুলা শুনেছো নাকি। ব্যাপক কিন্তু।
  • sinfaut | ১৫ জুন ২০০৮ ১৮:২৫ | 117.195.194.25
  • আহেম।
  • S | ১৫ জুন ২০০৮ ১৬:৫৯ | 62.242.151.226
  • কার গলা কে ঝেড়ে দিল!
  • h | ১৫ জুন ২০০৮ ১৬:৩১ | 220.225.2.203
  • গলা ঝাড়িয়া বয়স্ক দের প্রস্থান।
  • S | ১৫ জুন ২০০৮ ১৫:৪৭ | 62.242.151.226
  • ওফ্‌ফ্‌, কী ঘুমোলাম রে ভাই! রাত সাড়ে দশটা থেকে বেলা পৌনে বারোটা।

    বিয়ে করার পর থেকে কোনওদিন এত ঘুমোইনি।
  • m | ১৫ জুন ২০০৮ ১০:৫৯ | 12.240.14.60
  • দময়ন্তী,মেল দেখো।
  • m | ১৫ জুন ২০০৮ ১০:৫৮ | 12.240.14.60
  • তিমি ঐ তো হয়,প্রেমের(অন্ধ) ঐ নিয়ম- তুমি ছেলেমানুষ,বয়স হলে বুঝবেঃ))
  • Blank | ১৫ জুন ২০০৮ ১০:৩৭ | 65.218.154.195
  • নাক ডাকা বন্ধের উপায়
    -----------------------------
    উপকরন ঃ একটা মাইক্রোফোন
    একটা হেডফোন (বোস হলে ভাল)
    উপায় ঃ প্রথমে সেলোটেপ দিয়ে মাইক্রোফোনকে নাকের নীচে লাগান
    তারপর সেটার সাথে হেডফোনটা লাগান।
    কানে লাগান হেডফোন।
    এবারে চোখ বুজে ঘুমোন।
  • Tim | ১৫ জুন ২০০৮ ১০:৩২ | 204.111.134.55
  • সবাই মাখনকে ভালোবাসে, অথচ মাখন জানেইনা। ঃ)
  • d | ১৫ জুন ২০০৮ ১০:৩২ | 59.162.216.21
  • আচ্ছা, ইপ্পি নাকডাকার ওষুধ জানতে চাইছিল না? এই ভাটেই তো পারমিতা না দু কে যেন লিখেছিল। নাক দিয়ে জল টেনে টাকরা দিয়ে বের করে দিলে নাকি নাকডাকা একদম বন্ধ হয়ে যায়। ইপ্পি পরীক্ষা করে দেখতে পার। সফল হলে জানিয়ে যেও।
  • Tim | ১৫ জুন ২০০৮ ১০:৩১ | 204.111.134.55
  • না, চাকা চাকা মাখন এমনি মুখরোচক খাবার হিসেবে খাওয়াই ভালো। নুন লাগেনা, সল্টেড তো!
  • Tim | ১৫ জুন ২০০৮ ১০:৩০ | 204.111.134.55
  • মাখন আর ভাত, নো সন্দেশ। তার বদলে আলুভা (তে/জা)।
  • Blank | ১৫ জুন ২০০৮ ১০:২৯ | 65.218.154.195
  • সামান্য নুন না দিলে ব্যপারটা জমে না
  • d | ১৫ জুন ২০০৮ ১০:২৮ | 59.162.216.21
  • ১৪ই জুনের রাত্রে বলেছে তো। ঃ( ঃ( ঃ(
  • m | ১৫ জুন ২০০৮ ১০:২৭ | 12.240.14.60
  • সল্টেড বাটারে আবার নুন!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত