এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৪ জুন ২০০৮ ০৬:৩৩ | 65.218.154.195
  • আমি ইথিওপিয়ান ও খাবো? সেটা কোথায় পাওয়া যায়?
    কিন্তু প্রায় খান পঞ্চাশ রকম কোক খেয়ে আমার সকল পানীয়ের ব্যপারে ঘেন্না ধরে গেছে।
  • arjo | ২৪ জুন ২০০৮ ০৫:৫৪ | 24.214.28.245
  • হ্যাঁ আমার এখান থেকেও খানিকটা দূরে। অভ্যু আমাকেও তুলে নিস। ;-)

    আচ্ছা এটাই কি এল এ র আলাদিনের ব্র্যাঞ্চ? তাহলে লালদই পাওয়া যায়।
  • Abhyu | ২৪ জুন ২০০৮ ০৪:৪৭ | 128.61.31.207
  • কিন্তু তুই ইথিয়োপীয়ান খাবি না? স্পঞ্জের মতো রুটি আর ঝাল ঝাল ল্যাম্ব??
  • Abhyu | ২৪ জুন ২০০৮ ০৪:৪৫ | 128.61.31.207
  • তোর একা যেতে একটু প্রব্লেম হতে পারে, আর তোর ওখান থেকে একটু দূরেও বটে। আমি তোকে ফোনে করে কো-ওর্ডিনেট করে নেবো।
  • Blank | ২৪ জুন ২০০৮ ০৪:৪৪ | 65.218.154.195
  • ঃ)
  • Abhyu | ২৪ জুন ২০০৮ ০৪:৪৪ | 128.61.31.207
  • তোকে নিয়ে যাবো ঃ)
  • Blank | ২৪ জুন ২০০৮ ০৪:৪৩ | 65.218.154.195
  • কোথায় খুলেছে? ঠিকানা দাও
  • Abhyu | ২৪ জুন ২০০৮ ০৪:৩৯ | 128.61.31.207
  • আটলান্টায় আলাদিন বলে একটা মিষ্টির দোকান খুলেছে সেখানে খেলে আর মিতাদির পাড়ার মিষ্টির জন্যে মন খারাপ করবে না। তাছাড়া ওখানে মোগলাই পরটাও খুব ভালো বানায়।
  • aja | ২৪ জুন ২০০৮ ০৪:২৬ | 207.47.98.129
  • হাইফেন বাদ গেল কেন মাইমা?
  • m | ২৪ জুন ২০০৮ ০৩:১৫ | 12.240.14.60
  • আহারে,শুনে আমার ই কান্না পেয়ে যাচ্ছে!
  • Blank | ২৪ জুন ২০০৮ ০৩:১৪ | 170.153.62.251
  • সোমবার জিনিসটাই আমার সহ্য হয় না একদম। তার ওপর আবার আপিসে মেশিন ও পেয়ে গেলাম ঃ(
  • m | ২৪ জুন ২০০৮ ০৩:০৭ | 12.240.14.60
  • ব্ল্যাংকির কি পায়ে ব্যাদনা?
  • Blank | ২৪ জুন ২০০৮ ০৩:০২ | 170.153.62.251
  • ধুস্‌স
  • m | ২৪ জুন ২০০৮ ০২:২২ | 12.240.14.60
  • হুহুম
  • arjo | ২৪ জুন ২০০৮ ০১:৫৪ | 168.26.215.54
  • এইটা ট্রাই করে দেখুন, যদি না অলরেডি করে থাকেন। আমি নিজে কোনোদিন করি নি। একটা ট্রায়াল ভার্সন দিচ্ছে।

    http://www.investintech.com/?gclid=CNKt3qa0i5QCFReenAod2TAxWw
  • kallol | ২৪ জুন ২০০৮ ০১:৩৮ | 122.167.87.29
  • আর্য, কপি-পেস্ট/পেস্ট স্পেশালে ফুট নোট আর ডায়াক্রিটিকাল মার্কিং ঘেঁটে যাচ্ছে।
  • arjo | ২৪ জুন ২০০৮ ০১:২৮ | 168.26.215.54
  • আর পারা যায় না। কি ঘুম রে বাবা। ঘণ্টা খানেক ধরে ঢুলছি। এখনো এক ঘন্টা।
  • arjo | ২৪ জুন ২০০৮ ০১:২৫ | 168.26.215.54
  • কল্লোল দা,

    আমার মনে হয় পাতি বাংলায় কাজ হবে। পিডিএফ থেকে select all + copy করে ওয়ার্ডে paste করুন। যদি ফরম্যাটিং রাখতে হয় paste special করে ফরম্যাটিং ধরে রাখুন। খুব ভালো হয় না, কিন্তু খুব খারাপ ও হবে না।
  • kallol | ২৪ জুন ২০০৮ ০১:১৫ | 122.167.87.29
  • পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করার কোন বিনিপয়সার কল আছে?
    নেটে যা পাচ্ছি সবই কিনতে বলে। একটা পেলাম freepdfconvert.com তাতে আবার পুরো ডকুমেন্টটা করছে না।
    কি মুস্কিল।
  • a | ২৪ জুন ২০০৮ ০০:৫৩ | 220.226.17.13
  • আবার বুধবার খেলা তো
  • bozo | ২৩ জুন ২০০৮ ২৩:৫৭ | 128.111.119.126
  • অর্পণ, কি মনে হয় স্পেন রাশা-কে টপকে ফাইনালে যেতে পারবে?
  • sinfaut | ২৩ জুন ২০০৮ ২৩:৫৩ | 117.195.196.38
  • আজ কার খেলা, মায়াময়?
  • Arpan | ২৩ জুন ২০০৮ ২৩:২৮ | 122.252.231.206
  • ধুস, ঈশান কেমন ম্যাদামারা নাম রেখেছে। নাম হবে এম্নিঃ

    My Postcolonial Sojourns: Singur to Chicago
  • a | ২৩ জুন ২০০৮ ২৩:২৭ | 220.226.17.13
  • আমি এ হপ্তায় একবার আর তারপর হয়তো বছর ১/২/৩/৪ এর জন্যে পুণে জাবো।

    তবে সবই তার ইচ্ছা।
  • arjo | ২৩ জুন ২০০৮ ২৩:১৪ | 168.26.215.54
  • বা নামটা এমন হতে পারে।

    স্বামীজীর পথে পা ফেলে ফেলে ঈশান চলেছে শিকাগো,
    যাওয়া হল কই, বাদ সাধিল 'দ' এর দেওয়া হুড়কো।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২২:৫০ | 12.163.39.254
  • সেইটা আজই করে দেব। ড্যাম শিওর। পাক্কা।
  • d | ২৩ জুন ২০০৮ ২২:২৩ | 59.161.30.128
  • আর গুচ-১১ র সম্পাদকীয়টা? সেটায় সমস্যাটা কী?
  • bozo | ২৩ জুন ২০০৮ ২২:১৯ | 128.111.119.126
  • একটা চ্যাপ্টার চাই- সিঙ্গুরেরে কলা ও ন্যানোটেকনোলোজি।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২২:১৬ | 12.163.39.254
  • উফ, চ্যাপটারের নামগুলো ও মাথায় এসে গেছে।

    ১। নরেন, দা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল।

    ২। শিকাগো, দা আনরিয়েল

    ৩। ইস্ট অ্যান্ড ওয়েস্টঃ পাগলা ক্ষীর খা -- আ বেঙ্গলি ব্লেসিং।

    ৪। অল রোডস লিড টু দা মিউজিয়াম।

    .... ইত্যাদি ইত্যাদি।
  • arjo | ২৩ জুন ২০০৮ ২২:১৫ | 24.214.28.245
  • যাত্রা হলে একটু অন্যরকম হবে।

    পায়ে পা ফেলে চলেছে দুজন বন্ধু ওরা কেগো?
    স্বামীজীর পথে ঈশান চলেছে সিঙুর থেকে শিকাগো।

    না খেতে খেতে আর কথা বলব নি।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২২:১০ | 12.163.39.254
  • In the streets of Chicago

    Following the footprints of Naren


    পোমো হলে এইরকম নাম হবে।
  • bozo | ২৩ জুন ২০০৮ ২১:৫৮ | 128.111.119.126
  • আমি ছৌ নাচের ওপর একটা বই পড়েছিলাম, তার নাম ছিল পুরুলিয়া টু প্যারিস।

    স্বামীজীর লেজ ধরে নাম দিও। পোমো পোমো ভাব আসবে।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২১:৫৫ | 12.163.39.254
  • এবার একটা ভ্রমণকাহিনী লিখব। সিঙ্গুর থেকে শিকাগোঃ স্বামীজির পথ ধরে।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২১:৫৩ | 12.163.39.254
  • আমাদের এখানে আইসস্টর্ম হয়, সেটা ঠিক তুষারঝড় না। তুষারঝড় আমি শুধু সিনেমাতেই দেখেছি। নিজের চোখে দেখার কোনো বাসনাও নেই। হাঁটা তো পরের কথা।
  • bozo | ২৩ জুন ২০০৮ ২১:৫২ | 128.111.119.126
  • মোল্লার দৌড় মসজিদ, মামুর দৌড় শিকাগো।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২১:৫১ | 12.163.39.254
  • আমাকে দুদিন ধরে ৭০-৮০ ডিগ্রি টেম্পারেচার, ঝড় বৃষ্টি টর্নেডো থান্ডারস্টর্ম মাথায় করে শিকাগোর রাস্তায় রাস্তায়, লেকের পাড়ে, বিচের ধারে ঘুরতে বাধ্য করা হয়েছে।

    কোড ঠিক হয়নি। ঃ(
  • Binary | ২৩ জুন ২০০৮ ২১:৪৮ | 198.169.6.69
  • অবশ্যি -৪০ সেঃ তে কেউ রাস্তায় হেঁটে দেখেছে, তার সঙ্গে তুষারঝড় ?
  • d | ২৩ জুন ২০০৮ ২১:৪৩ | 59.161.30.128
  • হ্যাঁ ঈশান, টইখোলার কোড ঠিক হয়ে গেছে তো?
  • Binary | ২৩ জুন ২০০৮ ২১:৪৩ | 198.169.6.69
  • ইকিরে !!! লোডশেডিং আর ৪০ সেঃ আর ৯৮% হিউমিডিটিতে, তুষারপাতের কথা ভাবলে আমার আরো ঘাম দেয়।
  • d | ২৩ জুন ২০০৮ ২১:৪০ | 59.161.30.128
  • পুণেতে এখন পাখা লাগছে না তো বটেই, রাতে একটা পাতলা লাইসাম্পি গোছের কিছু লাগছে।
    পুণের কথা ভাবুন, তাহলেও গরম লাগবে না।
  • Ishan | ২৩ জুন ২০০৮ ২১:৩৮ | 12.163.39.254
  • ইলেকটিরি বিহীন ৪০ ডিগ্রি সেন্টিঃ + ৯৮% হিউমিডিটিতে বাঁচার উপায়।

    ১। ঠান্ডা জলে চান করুন।
    ২। যতটা পারা যায় জামাকাপড় খুলে ফেলুন।
    ৩। তুষারপাতের কথা ভাবুন। আর মনে করুন খুব শীত করছে।
    ৪। শীতে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ুন।

    দুবছর আগে কলকাতায় হাতে কলমে করে দেখেছি। ইয়ার্কি না।
  • bozo | ২৩ জুন ২০০৮ ২১:৩২ | 128.111.119.126
  • - এ সি বিহীন (অভ্যেস খারাপ হলে যা হয়, যেন জন্ম হয়েছে আমার এ সি ওয়ালা ঘরেঃ-)) ১০০+ ফারেনহাইট মুকাবিলা করার উপায়।

    গরম থেকে বাঁচতে হলে-
    ১। একটি ব্লেন্ডার কিনুন।
    ২। টেকিলা সহ আদার উপকরন।
    ৩। তিন ব্যাগ আইস (মানে অনেক অনেক বরফ লাগবে)।
    ৪। অথেন্টিক মার্গারিটা অন রকস বানান।
    ৫। একটি ফ্যান কিনুন।
    ৬। ফ্যানের ফুরফুরে হাওয়ায় মার্গারিটা পান করে রজ্যের ভাট গল্প করুন।
  • Binary | ২৩ জুন ২০০৮ ২১:২৮ | 198.169.6.69
  • ও-ও-ও গুড। ইলেটিরি মোম্বাতি আর এলেটিরি হিটারে বার-বি-কিউ। মাল না খেলে, এট্টু পিচ ওয়াইন নিচ্চই চলতে পারে। মিষ্টি খেতে -- জঘন্য নয়।
  • bozo | ২৩ জুন ২০০৮ ২১:২৭ | 128.111.119.126
  • পারমিতা দি, ঐ থাই লেমন গ্রাস ও মশালা সহ কাজু (পিনাটস পেলাম না) বেশ ভালো খেতে। গতকাল খুঁজে এনেছি জো এর ভান্ডার থেকে।
    মার্গারিটার সঙ্গে উত্তম লাগছিল।
  • d | ২৩ জুন ২০০৮ ২১:১৫ | 59.161.30.128
  • ইলেকটিরির মোমবাত্তি লাগালে মোটেও নেভে না।
  • Binary | ২৩ জুন ২০০৮ ২১:১৪ | 198.169.6.69
  • আরে না না, আমি মাল খওয়ার কথা বললাম আজ্জোকে। আমি বলছিলাম ক্যান্ডেললাইট ডিনারের কথা।
  • d | ২৩ জুন ২০০৮ ২১:১০ | 59.161.30.128
  • না না পুণেতে বারান্দায় সচরাচর কেউ গ্রীল লাগায় না। হাঁটু পজ্জন্ত রেলিং আছে ব্যস।

    আমি তো মাল খাই না, জঘন্য লাগে। কবিতাও লিখিনা, কারণ পারিনা লিখতে। ঃ)

    সিফোঁ চলে এসো। 2bhk। আরাম করে থাকতে পারবে।
  • sinfaut | ২৩ জুন ২০০৮ ২১:০২ | 117.195.198.110
  • দমদি আবার পুণে যাবো ঃ-)
  • Binary | ২৩ জুন ২০০৮ ২০:৫৯ | 198.169.6.69
  • বারন্দায় গ্রীল আছে না নেই ? বেশী মাল খেলে কারো কারো আবার, উড়তে ইচ্ছা হয়। হে হে ।
  • P | ২৩ জুন ২০০৮ ২০:৫৮ | 78.16.4.221
  • এইবার তাইলে দম ঐ বারান্দায় বসে দমাদ্দম কবতে লিখবে ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত