এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২০ জুন ২০০৮ ১৮:৫৬ | 168.26.215.54
  • দিনে কম্প্যু, রাতে টাকা
    এই নিয়ে বেঁচে থাকা
  • r | ২০ জুন ২০০৮ ১৮:৫৫ | 198.96.180.245
  • কাল সন্ধে টাকা, আজ সন্ধে মেশিন,
    একটি শব্দে ইহার নামই গ্লোবাল-আই-জেশিন।
  • stoic | ২০ জুন ২০০৮ ১৮:৫১ | 160.103.2.224
  • তা ভালোবাসার বস্তুটিকে 'ত একটু আদর-যত্ন করতেই হয়। ঃ-)
  • arjo | ২০ জুন ২০০৮ ১৮:৫০ | 168.26.215.54
  • ম্যাক ওভারহাইপড এবং ওভারপ্রাইসড। কেউ কিনে দিয়ে যদি ব্যবহার করতে দেয় তাইলেই করব। তাও ছবি আঁকতে আর গান বা ভিডিও দেখতে। সেদিন মা ফোনে বলছিল চুন্টুবুড়ো র (আমার ছেলের) একটা নতুন ভিডিও ইউটিউবে তুলে দিতে। ভাগ্যিস জানালা ছিল। ঐসব লীণাক্ষ, ম্যাক আপনাদের মতন হাইফাই ইউজারদের জন্য। নয় প্রচন্ড কষ্ট করে চালাতে হয় নয়ত প্রচন্ড কষ্ট করে কিনতে হয়। মনে রাখবেন ঘরে ঘরে এই যে আজ এত কম্প্যু তা বিলু বাবুর জন্য।
  • Arpan | ২০ জুন ২০০৮ ১৮:৪৯ | 202.91.136.71
  • আমার তোশিবা ফুট তিনেক উঁচু থেকে পড়ার পরে (মেঝেতে কার্পেট নেই খেয়াল রাখবেন) শুধু হার্ড ডিস্কটি দেহ রেখেছিল, মাদারবোর্ড আর স্ক্রিনের কিছু হয় নাই। ঃ)

    আম্মো বাড়ি গেলাম।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৮:৪৯ | 61.95.144.123
  • তাইলে মনে রাখবে ম্যাক ভয়ানক আদুরে - পলকোঁপে বিঠাকে রাখনা। টোকা লাগলেও অভিমান হবে।
  • pi | ২০ জুন ২০০৮ ১৮:৪৭ | 69.251.184.3
  • অবিশ্যি আমি ইনফো গোপন করে ডেলের বেকার বদনাম করতে চাইনা। আমার স্ক্রীন অব ডেথ , স্ক্রীনটিও ক্র্যাক হয়ে যাবার পর এয়েছিলো ( এটি ডেলের লোকেদের বক্তব্য, আমার চর্মচক্ষুতে সে ক্র্যাক দেখা যায় নাই)। তবে, হাত থেকে পড়ে গেছিলো, এইটি ঠিক।
    নোকিয়ার ফোনের মত পড়বে তবু ভাঙ্গবে না, ভাঙ্গবে তবু অচল হবে না এইরকম ব্যাপারটা ডেলের নেই, এইটি বুঝলাম। কমপ্যাক অপেক্ষাকৃত কম উচ্চতা থেকে পতনে সহনশীলতার পরিচয় দিয়েছিলো।
    কেনার সময় এগুলো ও কনসিডার করা উচিত।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৮:৪৬ | 61.95.144.123
  • নাঃ - বাড়ি যাই। এখনো বাড়ি ফেরার অপ্টিমাম পন্থাটা বের করতে পারি নি। আজ আবার আরেকটা ট্রায়াল দেবো।
  • stoic | ২০ জুন ২০০৮ ১৮:৪৬ | 160.103.2.224
  • হ্যাঁ, নতুন ইনটেল ম্যাকে। পাওয়ারপিসি তে নয়। ঠিক কইস।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৮:৪৫ | 61.95.144.123
  • হেইডা তো নতুন ইনটেল ম্যাকে? তাই না? পাওয়ারপিসিতে হবে নাঃ-(
  • stoic | ২০ জুন ২০০৮ ১৮:৪৩ | 160.103.2.224
  • আমি আইটিওয়ালাও নই, কম্পুওয়ালা ও নই, তবু আমার দুই পহা দেবার লোভ সামলাতে পারলাম না। একখান ম্যাক কিনেই ফ্যালেন। তাপ্পর তাতে parallel প্রোগ্রাম টি ইনস্টল করে জানালা XP ম্যাকেরই একটা সাবপ্রোগ্রাম হিসেবে ইনস্টল করে নিন। জানালা বেস্‌ড প্রোগ্রামগুলো জানালা খুলে চালান, আর ইন্টারনেট ইত্যাদি ম্যাকে চালান,ভাইরাসের ভয় নাই (অন্তত অনেক কম)। আমি এই সিস্টেমে আপাতত খুব সুখেই দিন কাটাইতেছি।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৮:৩৯ | 61.95.144.123
  • অন্য প্রবলেম দেয় - যথা কনটেক্সট মেনু আর পোকার ঝামেলার জন্যে আমার ইউনির মেশিনে বার দুই রি-ইনস্টল করতে হয়েছিলো - এত্ত স্লো হয়ে গেসলো। তাপ্পর থেকেই তো নিজেকে অ্যাডমিন করা বন্ধ করলুম - ওই MakeMeAdmin ইউটিলিটিটা দিয়ে কাজ করতুম - দরকার মতন নিজেকে অ্যাডমিন করো - সুডোর মতন।
  • stoic | ২০ জুন ২০০৮ ১৮:৩৭ | 160.103.2.224
  • যে ম্যাকের প্রেমে একবার পড়িয়াছে, তাহার পক্ষে অন্য কোলনীর প্রতি দৃষ্টিপাত ও অসম্ভব। ঃ-)
  • Arpan | ২০ জুন ২০০৮ ১৮:৩৬ | 202.91.136.71
  • উইন্ডোজ এক্সপিতে মোটেও আগের মত ব্লু স্ক্রীন দেয় না যখন তখন। ঃ)
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৮:৩৬ | 61.95.144.123
  • ডিস্ক নষ্ট হয়ে গেলে আলাদা কথা, কিন্তু ফাইল সিস্টেমের গড়বড় নিয়ে প্রবলেম হয় না - যেটা জানলায় পোচুর হয়।
  • Arpan | ২০ জুন ২০০৮ ১৮:৩৫ | 202.91.136.71
  • ব্ল্যাঙ্ক, একবার অনলাইন আসতে পারবি?
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৮:৩৫ | 61.95.144.123
  • হয়তো করে, তবে কথা নেই বার্তা নেই ওই ব্লু স্ক্রীন অব ডেথ আসে না। আমার আজ অবধি কোনো কমপ্লেন নাই। তবে আশির দশকে ম্যাকে একটা প্রবলেম ছিলো - সিপ্লাসপ্লাসে পয়েন্টার ডিরেফারেন্সিং নিয়ে কিছু গোলমাল হত, তখন ক্র্যাশ করতো - শোনা কথা।
  • Arpan | ২০ জুন ২০০৮ ১৮:৩৩ | 202.91.136.71
  • ম্যাকে হার্ডডিস্ক ক্র্যাশ করে না?
  • Blank | ২০ জুন ২০০৮ ১৮:২৯ | 65.218.154.195
  • কিন্তুক ডেল ভালো। আমার ডেল টা ভালই চলেছে। তবে ডেল নিলে XPS নাও।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৭:৫৫ | 61.95.144.123
  • বা রে - জানলা ব্যাভার করবে অথচ ক্র্যাশও করবে না - ইল্লি নাকি?
  • pi | ২০ জুন ২০০৮ ১৭:৪৩ | 69.251.184.3
  • ডেলের ভোস্ত্রো বাজে , ভিস্তা সহ ভোস্ত্রো আরো বাজে। একটুতে মাথা গরম করে ফেলে। চলে শম্বুকগতিতে।
    দু মাসের মধ্যে ল্যাটিচুড ক্র্যাশ করেছে, দু বছরে কমপ্যাক করেনি। কিন্তু ক্র্যাশ করা তো আল্লার মর্জি ।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৭:৩৮ | 61.95.144.123
  • এটা আমার ব্যক্তিগত মত। তবে ঘরণীর মতন কোলনীও পসন্দ আপনা আপনা।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৭:৩৪ | 61.95.144.123
  • আমি তো কইয়াই দিলাম...আমার দৌড়ে কুলাবে না। তবে বেস্ট অপশন - আইবিএম কেনো, ওপরে ফেডোরা বা ইউবান্টু চাপাও। সুখে থাকবে।
  • a | ২০ জুন ২০০৮ ১৭:২৮ | 220.225.7.11
  • আরে আমার কথার উত্তর দাও!!!

    এনি ডিফ বিটুইন কম্প্যাক আর ডেল?

  • Arijit | ২০ জুন ২০০৮ ১৭:০৮ | 61.95.144.123
  • বিল গেটসকে গালি দিয়া লাভ কি? দুনিয়া পাল্টে দিয়েছে সেটা নিয়ে তো সন্দেহ নাই - সে একটা সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্ট দিয়ে হলেও - http://news.bbc.co.uk/1/hi/business/7461783.stm
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৬:৫৪ | 160.109.98.44
  • জানালার কাছে! ঝোপের দিকে? নাকে দুর্গন্ধ লাগে না? তোমার মন নাই? আবার মাসিমা ইত্যাদিকে খ্যাংরা, মুড়ো ইত্যাদি নিয়ে বাইরাইতে হবে।
  • r | ২০ জুন ২০০৮ ১৬:৪৯ | 125.18.17.16
  • ঐ জানালার কাছে বসে আছি চেয়ে.....
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৬:৪১ | 160.109.98.44
  • উইন্ডোজ নিয়ে খারাপ কথা বলতেই সব রেগে মেগে উঠোন ফেলে চলে গেলো!
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৬:২৯ | 160.109.98.44
  • হেঃ হেঃ। কুমীর কে? বিলুদা? উনি ও ওনার প্রোডাক্ট, আবাপ ও পাকিস্তান সম্পর্কে যত কম বলা যায় তত মঙ্গল। ওফ্‌।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৬:২৩ | 61.95.144.123
  • পাল্লিন - মেঘলা, আর গুমোট।

    বাবারা - ভিস্তা কিনিয়া খাল কাটিবেন না, শেষে কুমিরের কামড়ে অক্কা পাইবেন।
  • S | ২০ জুন ২০০৮ ১৬:২১ | 194.239.94.33
  • ট্যাক্স ছাড়া আটত্রিশ না উনচল্লিশ হাজার। ট্যাক্স নিয়ে ঐ একচল্লিশ বেয়াল্লিশ পড়বে হয় তো। নেহরু প্লেসে গেলে চল্লিশেই পেয়ে যেতে পারি।
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৬:১৭ | 160.109.98.44
  • হুম্‌ম্‌, রবিঠাকুরের গান থেকে ফেরারী নদিম, তো ফেরারী চেপে শ্রাবণ র‌্যালা দেয়, শর্বরী উঠবে না মানে!

    পারো, তুমি পারোও। সোনি ম্যাক দেখতে ভালো বলে ভালো বলিচি নাকি! আচ্ছা, তুমি কি "পাখীর নীড়ের মত চোখ' মেলে ডিম খাও এখনও?
  • a | ২০ জুন ২০০৮ ১৬:১৪ | 220.225.7.11
  • বেথে, ওটা ট্যাক্সো ছাড়া দাম
  • a | ২০ জুন ২০০৮ ১৬:১৩ | 220.225.7.11
  • আচ্ছা আমি বোধহয় এট্টু ছড়িয়েছি। আমি এইচ পি বলতে কম্প্যাক বোঝাচ্ছিলাম।

    তো ডেল আর কম্প্যাকের মধ্যে তুলনা করতে চাইছি

    পাল্লিন দি(ঠিক বলাম তো?)
    অয়ন ই বটে।
  • Arpan | ২০ জুন ২০০৮ ১৬:০৮ | 202.91.136.71
  • কিন্তু শর্বরী চাইলেই তো হবে না, গগন যে শ্রাবণের। নাদিম ফেরার হবার পর থেকে শ্রাবণের আর কে-ই বা আছে!
  • S | ২০ জুন ২০০৮ ১৬:০৮ | 194.239.94.33
  • a কি অয়ন?

    দিল্লির খবর দিতে পারি, ডেলের একটা নতুন মডেল এসেছে। তিন জিবি র‌্যাম, আড়ইশো জিবি হার্ড ডিস্ক, ভিস্তা হোম প্রিমিয়াম। অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকা।
  • P | ২০ জুন ২০০৮ ১৬:০৫ | 192.122.223.241
  • এই অজ্জিত , কোলকাতার ওয়েদার কেমন আজ ?
  • P | ২০ জুন ২০০৮ ১৫:৫৯ | 192.122.223.241
  • আরে DivO আমাদের ছোটো ল্যাপিটাতে ড্রাইভ বে ন আ থার জন্যে কতরকম অসুবিধা যে হয় কি বলব। তবে সোনি আর ম্যাক নিঃসন্দেহে দেখতে খুব ভালো। আপিস থেকে বারবার ডেল-এইচ পি-আই বি এম না ধরালে আম্মো ঐ ছাড়া ইউজ করতুম না।
    অয়ন , ( অয়ন ই তো ? )
    এইচ পি ল্যাপির হার্ডওয়ার হিস্টোরিক্যালি একটু কম প্রবলেম দেয়। অনেক স্টার্ডি। ডেল ও আজকাল কোয়ালিটি অনেক ইম্প্রুভ করেছে তবু ওয়ারান্টি যতদুর পারো নিও। আমি গত দশ বছর প্রায় ডেল এর ল্যাপি ইউজ করছি , ডেল একবার হার্ড ড্রাইভ ফেল ছড়া সেরকম প্রবলেম দেয় নি। অবিশ্যি হার্ড ড্রাইভ ফেল এ ডেলের ই বা কেন দোষ দোবো , ও তো MTBF বলাই থাকে।
  • sinfaut | ২০ জুন ২০০৮ ১৫:৪২ | 66.232.102.157
  • cool quote:

    If we could somehow convert PowerPoint slides into pills, insomnia, like smallpox, would be eradicated from the earth.

    ঃ-))
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৫:৩৭ | 160.109.98.44
  • শর্বরী গগনকে ভালোবাসে যে; তাই বিদ্যুৎ ফালতু চমকালে ভয় পায়। কহনও ম্যাঘ কহনও বিষ্টি দ্যাখো নাই?
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৫:৩৩ | 160.109.98.44
  • পার"লিন'মিতা, বিল্ট-ইন ড্রাইভ বে না থাকার ব্যাপারটা এয়ার না কেনার জন্য খুব উইক। তো এয়ার না হলে প্রো তে এই "না-থাকা'টা নেই ঃ) -- উইন্ডোজ ল্যাপিগুনো আমার কেন জানি খুব ধুর লাগে, শুদু সোনি ভায়ো'র কয়টা মডেল বাদ দিয়ে - কি আর করা!
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৫:৩২ | 61.95.144.123
  • একই মনে হয়। আমি অনেক আগে ডেল ব্যাভার করেছি - তখন ওগুলো থানইঁট হত। তাপ্পর থেকে আইবিএম আর নয়তো ম্যাক। এইচপি ব্যাভার করি নাই। তবে ফুজিৎসু আর তোশিবা - এই দুটোতেই দেখেছি লোকের এলসিডিতে কানেক্ট করে প্রেজেন্টেশন দিতে ঝামেলা হয়। একবার দুবার নয় - অনেকবার দেখেছি - আলাদা আলাদা মেশিন।
  • a | ২০ জুন ২০০৮ ১৫:২৮ | 220.225.7.11
  • এই জন্যেই তো আমি সীমা নির্দিষ্ট করে দিলুম। ডেল আর এইচ পি আমার বাজেটে আমার পছন্দের জিনিস দিচ্ছে, কিন্তু জনতার মতে কোনটে ভালো সেটাই তো জিগালুম
  • P | ২০ জুন ২০০৮ ১৫:২০ | 193.32.3.83
  • আর ম্যাকবুক এয়ার বা যে কোনো স্লীক ল্যাপির একটা সমস্যা হল গিয়ে বিল্ট ইন ড্রাইভ বে না থাকা। একটা আলাদা ইউনিট ক্যারি করতে হয় সর্বদা। বহুত ঝামেলার।
    ম্যাকবুক এয়ার বা ডেলের ছোটো ল্যাপি বা ট্যাবলেট শুদ্দু অত্যাধিক ঘুরে বেড়ানো লোকেদের জন্যেই ভালো।
  • Arijit | ২০ জুন ২০০৮ ১৫:১৮ | 61.95.144.123
  • তাই জন্যিই তো জিগালুম - কিসের জন্যে। চ্যাট মেশিন হলে অত্ত কিছু দরকার নেই, কমের দিকে কেনো। অ্যাপ্লি ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং হলে তখন ওপরে ওঠ।
  • P | ২০ জুন ২০০৮ ১৫:১৬ | 193.32.3.83
  • একটুস হাই স্পেক পি সি নিতে হলে ডেলের xps দেখতে পারো। কিন্তু রেগুলর কম্পিউটিং এর জন্যে দাম-স্পেক দুইই বেশি।
  • r | ২০ জুন ২০০৮ ১৫:১৩ | 198.96.180.245
  • শর্বরী কেন বিদ্যুৎকে ভয় পায়? বিদ্যুৎ যদি গগনকে চমকায়, তাতে শর্বরী শিউরে ওঠে কেন?
  • Div0 | ২০ জুন ২০০৮ ১৫:০৯ | 160.109.98.44
  • তাহলে ঠিকাছে। তবুও, দেখে নাও একবার http://www.asia.apple.com/macbookair/

    কম্পিটিটিভ দামের জন্য (ওয়ার‌্যান্টি সমেত) http://www.ndtvshopping.com/ এ গিয়ে ইলেকট্রনিক্স -- ল্যাপটপ (বাম দিকের লিস্ট) এ দেখতে পারো। লেনোভো ডুয়াল কোর (3000 series) 33K-র মধ্যে।

    তবে ঐ যে ম্যাক সুন্দরী! কোনো কথা হবে না।

    @ অরিজিত, বুঝলাম ঃ)
  • P | ২০ জুন ২০০৮ ১৫:০২ | 193.32.3.83
  • আমি দুটি কোম্পানিতেই যোগ দেবার আগে কি কি যেন কনফ্লিক্ট অফ ইনটারেস্ট ডকুতে সইসাবুদ করেছিলাম। তাই নো কমেন্টস ঃ-)
  • a | ২০ জুন ২০০৮ ১৫:০০ | 220.225.7.11
  • নাহ রেস্ত কমের দিকে, খুব বেশী হলে ৩৫-৩৮, ট্যাক্সো নিয়ে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত