এইমাত্র দেখলাম ২-০। এইযে বাবলুদা লিখল জার্মানী পারবে না।
arjo | ২০ জুন ২০০৮ ০০:৪১ | 168.26.215.54
এক গোলে হারছে। পর্তুগাল তো ঘ্যাম টিম। ওরা ফুটে গেলে খুশি হবে কেন?
Arpan | ২০ জুন ২০০৮ ০০:৩৮ | 122.252.231.206
পর্তুগাল শিওর ফুটে যাবে আজ। বড় খুশি হলাম।
n | ২০ জুন ২০০৮ ০০:২৭ | 131.95.121.107
বড়া বানিয়ে ভেজে ফেললে কেমন হয়?
Kyle | ২০ জুন ২০০৮ ০০:২২ | 63.192.82.30
বাপরে, কি ননভেজ ননভেজ গন্ধ
n | ১৯ জুন ২০০৮ ২৩:০৮ | 131.95.121.107
গোধা-গোসাপ খড়্গী-গন্ডার(যদ্দুর মনে হয়) কূর্ম-কচ্ছপ
n | ১৯ জুন ২০০৮ ২৩:০৬ | 131.95.121.107
শল্লকী মানে সজারু শশক মানে খরগোস
রোহিত মানে রুইমাছ সিংহতুন্ড মনে হয় শিং মাছ
I | ১৯ জুন ২০০৮ ২২:২৭ | 59.93.192.35
ডাগদারি পাশ দিয়ে বোজুয়ার কি উন্নতি !! বাহা !!!
S | ১৯ জুন ২০০৮ ২২:২৭ | 62.242.151.226
আহা, আনন্দবাজার না। ওদের নিজেদের বাংলা ভাষার ফ্যাক্টরি আছে, তাও জানো না?
bozo | ১৯ জুন ২০০৮ ২২:২৫ | 128.111.119.126
ইন্দো হে, আমি কিছুই কইবো না। প্রমিস ঃ-)
I | ১৯ জুন ২০০৮ ২২:২৩ | 59.93.192.35
ঠিক এইসব বিচ্ছিরি কথাবার্তার সময়েই দুষ্ট বোজুয়া ভাটে ঢুকেছে। এক্ষুনি ডাগদারদের নিয়ে কিসব বলবে। কাক কিরকম কাকের মাস খায়।
I | ১৯ জুন ২০০৮ ২২:২১ | 59.93.192.35
মানুষের গলা আমি কখনো কাটি নাই। আমি কি সাজ্জেন্ট? আমি পকেট কাটতাম। এখনো কাটি। সততা ও বিবেচনা ফ্রি।
bozo | ১৯ জুন ২০০৮ ২২:১৮ | 128.111.119.126
অ, বাটলার। এই সব সহজ বাংলা না লিখে কেন যে এত কায়্দা মারায়। thanks শমীক।
I | ১৯ জুন ২০০৮ ২২:১৬ | 59.93.192.35
আরে , না হে। একটু ভুলচুক হয়ে গ্যাছে। তখন আমার বোন নেট-এ ছিল। লগ আউট করা হয় নি।
S | ১৯ জুন ২০০৮ ২২:১৪ | 62.242.151.226
ডোমেস্টিক হেল্প। যেমন মার্লিনস্পাইক হলে ক্যাপ্টেন হ্যাডকের গৃহ সহায়ক ছিল নেস্টর।
S | ১৯ জুন ২০০৮ ২২:১২ | 62.242.151.226
আর ইন্দোদাদার ত্যাল? সকাল সকাল দাদাকে দেখে বললাম, বা, আজ দেখি অনলাইন, একেবারে চাঁদের হাট বসে গ্যাচে, তা ইন্দোদাদা কোনও জবাব না দিয়ে অফলাইন হয়ে গেল। বল্লোও না আমি বিজি।
ইন্ডোদাদা কি সাবেক সোভিয়েত রাশিয়ায় রাশানদের টংসিল অপারেশন কত্তো?
dd | ১৯ জুন ২০০৮ ২২:০৫ | 122.167.32.68
ইন্দোদার কি বিবেচনা, কি সততা! দ্যাখেন ,আপ্নেরা দ্যাখেন। "এখন আর মানুষের গলা কাটিস না?" পোশ্নোটা ক্যামন কেয়ারফুলি পাশ কাটিয়ে গ্যালো ?
I | ১৯ জুন ২০০৮ ২২:০০ | 59.93.192.35
অ্যাই দ্যাকো, এইসব প্রাইভেট পোশ্নো পাবলিকে কত্তে হয়? ডিডির অ্যাকদম বুদ্দিসুদ্দি হল নি। অ্যাদ্দিন কলকাতাতেই ছিলাম। হ্যা, অ্যাপোলো পেরায় ছেড়ে দিইচি। নার্সিং হোম আবার কখন কল্লাম? আমার কি অত পহা আছে? আমি কি অত বিষয়ী?
বেংগালুরু যাবনা। ছেলের ইস্কুল, বৌয়ের চাগরি বদলাতে হবে। হাংনামা। না, লিখি না। সময় নাই, থাগলেও ইচ্ছা করে না।ইচ্ছা কল্লেও লেখা বেরোয় না। অংকার/ত্যাল হয় নাই। হলে কাজে দিত। এই বাজারে ত্যাল বেচে পহা কত্তাম। পুরানো বই পচ্ছি। হাসির বই। কিন্তু বাংলা ভাষায় হাসির বই বড় কম। ইংজিরি হাসির বই কিন্তে ধম্মোতলা-ফলা যেতে হয়, সে বড্ড ইয়ে। ছবি আঁকি না। সব পোশ্নের উত্তর দিলাম।
dd | ১৯ জুন ২০০৮ ২১:৫৯ | 122.167.32.68
আমাদের ওমনাথ তো ? ও ক্যানো অগ্নিপুরাণ থেকে ঝাড়বে ? বয়ে গ্যাছে। ও নিজেই ল্যাখে ওমনাথ পুরাণ। আর ছি ফোঁ - আমার কাছে কোনো শব্দকোষ নাই। জানিও না ও গুনোরে কি কয় ? কেউ জানে ?
sinfaut | ১৯ জুন ২০০৮ ২১:৫৬ | 117.195.193.155
ডিডিস্যার যে পুরাণ থ্রেডে পাখি-মাছ-মাংসের সমোস্কিত নাম বাতালেন সেগুলো কি শব্দকোষে পাওয়া যায়? না গেলে একটু বাংলা করে দিন না। আর সোমনাথ কি অগ্নিপুরাণ থেকে আজকাল ঝাড়ছে নাকি? ;-)
d | ১৯ জুন ২০০৮ ২১:৫৩ | 121.245.188.128
না না ইন্ডো একদম সোদপুর ছাড়বি না। কেন ব্যাংগালুর কেন? পচা জায়গা।
dd | ১৯ জুন ২০০৮ ২১:৫০ | 122.167.32.68
হাঁরে ইন্দো দা, অ্যাদ্দিন কোথায় ছিলি ? এখন আর মানুষের গলা কাটিস না ? এপোলো না কি ছেড়ে দিলি ? নিজের নাসি্সং হোম কল্লি কি ? না করে থাকলে ব্যাংগালুরে কর - হেথায় মাইনষের ট্যাকা পোচুর। লিখিস না ক্যানো ? লিকলে হেথায় ছাবাস না ক্যানো ? তোর কি খুব অংকার হয়েছে ? ত্যাল হয়েছে ?
দেশে থাকতে ক্রেডিট কার্ডের বিল মেটাতে মেটাতে ল্যাজে গোবোরে অবস্থা হয়েছিলো। শেষে সমুদ্র সমান ধার কিকরে মিটবে কুল নাই মান নাই অবস্থা। তারপর চাগরী ছাড়াতে, কিছু গ্রাচুইটি আর পিএফ -এর টাকা পাওয়াতে ধার শোধ করে ফোঁ-ও-ও-ও-স করে নিশ্বাস ছেড়ে ছিলাম, এখোন আবার সেই দশা।
arjo | ১৯ জুন ২০০৮ ২১:২৮ | 168.26.215.54
আই এস আই তে স্টাইপেন্ড নিয়ে আসতে আসতে দেখা হত মেস ম্যানেজারের সাথে আর মেটাতাম আগের মাসের বিল। দুই বছরে একবারও দশ টাকাও বাঁচে নি। এখন মাইনে পেলেই পরের কাজ হল ক্রেডিট কার্ডের বিল মেটাও। মিটিয়ে যা থাকে তাতে একবার বাইরে খাওয়াও যায় না। এর থেকে ছাত্রাবস্থাই ভালো ছিল। ভর্তুকি পাওয়া যেত, সহৃদয় রিসার্চ স্কলাররা ছিল। কেউ কেউ চাকরি পেয়ে ওসাকায় খাওয়াত।
d | ১৯ জুন ২০০৮ ২১:২৫ | 121.245.188.128
আচ্ছা শমীক কি আমাকে "হুঁ .. 'করে বলল!। কি মুশকিল আমি তো ৩টে ট্র্যানজাকশানের কথা বললাম। পাসওয়ার্ড নয়।
Binary | ১৯ জুন ২০০৮ ২১:২২ | 198.169.6.69
HSBC তে SMS সার্ভিস আছে বলেই তো শুনেছি।
d | ১৯ জুন ২০০৮ ২১:২০ | 121.245.188.128
সিটিতে তো আছে এবং sms alert দিব্বি কাজ করে। ডেবিট, ক্রেডিট দুইয়েতেই। ICICIতে নাম-কে-ওয়াস্তে আছে sms alert তবে সবসময় কাজ করে না।
Arpan | ১৯ জুন ২০০৮ ২১:১৭ | 122.252.231.206
ন্যাড়াদা পচা দেশে থাকেন।
আমার এসবিআই তে কোন অ্যাকাউন্ট নাই। দিব্যি ফ্রিতে কার্ড দিয়ে দিল। ;)
santanu | ১৯ জুন ২০০৮ ২১:১৫ | 217.196.19.45
আচ্ছা sms alert service for transaction made on your card কোন Bank এর Credit Card এ আছে?
ICICI, HSBC তে নেই।
nyara | ১৯ জুন ২০০৮ ২১:১২ | 64.105.168.210
ক্রেডিট কার্ড খুলতে গেলে আমাদের মুচলেকা দিতে হয় 'মাইনের সব টাকা সরাসরি ক্রেডিট কার্ড অ্যাকাউন্টে জামা করিতে বাধ্য থাকিব' বলে। টাকার গতি আপিস->ব্যাঙ্ক->ক্রেডিট কার্ড কোম্পানি। চাকরি কার জন্যে করি কে জানে!
Binary | ১৯ জুন ২০০৮ ২১:১২ | 198.169.6.69
ডেনিশ কিবোর্ডে মনে পরলো, ওদের একস্ট্রা ৪/৫ টা লেটার আছে, A এর উপর ফুঁটকি, পেটকাটা O ইত্যাদি। আবার উচ্চারন গুলো বেজায় গোলমেলে। Y = উ, R এর উচ্চারন নেই।
কোপেন্হাগেন-এ একটা বড় মল আছে, তার নাম Fiskotarvete (কে জানে বানানটা ঐ রকম-ই নাকি)। তো সেটা দেখে পরের দিন আপিস গিয়ে যত বলি ফিস্কোটরভেট দেখে এলাম, কেউ কিচ্ছু বুঝতে পারেনা। শেষে বানান লিখে দেওয়া তে এক গাল হেসে বলল --- ও ও ও 'ফিস্কোবে' ??
বিলেতে সমস্ত ইউটিলিটি বিল, কাউন্সিল ট্যাক্স পেমেন্ট নেট ব্যাঙ্কিঙের থ্রু দিয়েই তো হত।
S | ১৯ জুন ২০০৮ ২১:০১ | 194.239.94.33
হুঁ। এখানে এসে আমি ঘরের এয়ারটেলের ল্যান্ডলাইনের বিল অনলাইন পে করতে পারছি না। কার্ড নম্বর দিলেই বলছে ইনফরমেশন ভুল, অনলাইন ট্র্যানস্যাকশন ব্লক করে দেওয়া হয়েছে আমার কার্ডে। আমার তো হাতে হ্যারিকেন হয়ে গেছে। আইসিআইসিআইতে ফোন করে জানলাম নাকি ভুল পাসওয়ার্ড তিনবার দিয়ে ফেলা হয়েছে, তাই ব্লক করে দিয়েছিল, তারপর ভেরিফাই টেরিফাই করে খুলে দিল আবার।
কে জানে গলতাটা আমিই করেছি কিনা, ডেনিশ কীবোর্ড, হলেও হতে পারে!
d | ১৯ জুন ২০০৮ ২০:৫৮ | 121.245.188.128
VISA র একটা ফ্রড-চেক আছে তো, যদি ১০ মিনিটের মধ্যে ৩ টে ট্র্যানজাকশান কর আর তা তোমার টোটাল ক্রেডিট লিমিটের ৫০% এর কাছাকাছি চলে আসে তাহলে ক্রেডিট কার্ড লক হয়ে যায়।
Binary | ১৯ জুন ২০০৮ ২০:৪৬ | 198.169.6.69
ফ্রড চেকিং-এর গপ্প,
আমার অনেকদিন হলো একটা ক্রেডিট কার্ড পড়ে আছে। বে সুপার স্টোর থেকে ইসু করেছে। আমি প্রায় ৬ মাস কোনো ট্র্যানসাকসন করিনি। লাস্ট উইকে, ফিউচার সপ থেকে ল্যাপটপ কিনলাম, তো, ১২০০ ডলার ঐ কার্ডে পে করলাম। পরের দিন, বাজার করে ঐ কার্ড দেওয়াতে ডিনাই করলো, পরপর দুবার। পরে ফোন করে জানলাম, হঠাৎ ১২০০ ডলার ট্র্যানসাকসন দেখে ওরা ফ্রড ভেবে ম্যানুয়ালি ব্লক করে দিয়েছে । শেষে নাম ধাম ভেরিফাই করে ফের অ্যাক্টিভেট করল।
arjo | ১৯ জুন ২০০৮ ২০:৪৫ | 168.26.215.54
বাপরে!!! কি সাংঘাতিক।
r | ১৯ জুন ২০০৮ ২০:৩৯ | 198.96.180.245
কি বৈষয়িক আবহাওয়া!
d | ১৯ জুন ২০০৮ ২০:৩৭ | 121.245.188.128
নাঃ শুধু কলকাতা নয়, দেশের সর্বত্রই হয়। গুরগাঁওতে আমাদের স্যালারি অ্যাকাউন্ট ছিল HDFCতে। এবারে হঠাৎ একদিন গোপালকে ফোনে করে HDFCর ফ্রড চেকিং ডিপ থেকে জানায় যে আগেরদিন ওর ডেবিট কার্ড থেকে ৪৯৮০০ টাকা বিভিন্ন জিনিষ কেনা হয়েছে। গোপাল তো আকাশ থেকে ধপাস।ও সঙ্গে সঙ্গে বলে তোমাদের আমি এখন কোন তথ্য দেব না। আমি তোমাদের কোন ব্র্যাঞ্চে গিয়ে ঐ ফ্রড চেকিং এ ফোনাচ্ছি। যাইহোক সেসব করেটরে জানা গেল যে ডেবিট কার্ডের নাম্বার গোপালের সাথে মিলছে না। গোপাল তো সমস্ত খরচ ডিনাই করে নিজের কার্ড নাম্বার জানিয়ে ফ্যাক্স করল। খোঁজপত্তর করে জানা গেল গোপালের রিলেশানশিপ ম্যানেজার গোপালের পারমিশান না নিয়েই ওকে একটি গোল্ড কার্ড ইস্যু করে পাঠিয়ে দেয়। ক্যুরিয়ারের লোকজনের সহায়তায় সেটি আমাদের আপিসে ডেলিভারী হয়ই নি। সেটির পিনও যথাস্থানেই। এবং পিন পাওয়ামাত্রই সেইদিনই ব্যবহার করা হয়েছে।
যাই হোক্ল সেই টাকা গোপালের অ্যাকাউন্টে ৩ দিনের মধ্যেই ফেরত এসেছিল। আমি গোপাল আর বীরেন্দ্র স্পীকার অন করে সেই রিঃ ম্যাঃকে ধরেছিলাম। তাকে যত জিগাই অনুমতি না নিয়ে, আদৌ না জানিয়ে তুমি নতুন কার্ড ইস্যু করলে কি বলে? সে ততই বলে I thought it'd be a good surprise to you। সে নাকি একেবারে নির্দোষ। কিন্তু কাস্টমারকে না জানিয়ে কার্ড ইস্যু করল, আবার সেটা ক্যুরিয়ার কোংএর লোকেরাও অন্য কারো কাছে পৌঁছে দিল। খুবই সন্দেহজনক। নেহাৎ ডেবিট কার্ড তাই রক্ষা।
যে কার্ডটা নিয়েছিল সে লাস্টে কোন এক পেট্রল পাম্পে গিয়ে বাইকে তেল ভরে। সাধারণত বাইকে তেল ভরে কেউ কার্ডে পেমেন্ট করে না বলে ঐ বাইক নাম্বারটা পাম্পের লোকেদের মনে ছিল, নাকি রিসিটে ছিল, কি যেন একটা। যাইহোক শেষখবর পাওয়া পর্যন্ত HDFC বাইকওয়ালাকে আইডেন্টিফাই করার আপ্রাণ চেষ্টা করছিল।
stoic | ১৯ জুন ২০০৮ ২০:৩৩ | 160.103.2.224
ছিল ভায়া, ছিল। সুইৎজারল্যান্ড ছাড়ার পর ঐ নেট ব্যাঙ্কিং দিয়ে যা টাকা পয়সা ছিল তা সব ট্রান্সফার করে অ্যাকাউন্ট ক্লোস করে দিলাম। নয়ত বছরে যা ব্যাঙ্কিং ফি দিতে হত, ইন্টারেস্ট তার থেকে কম হত।
Binary | ১৯ জুন ২০০৮ ২০:৩০ | 198.169.6.69
হ্যাঁ, নর্ডিয়া ব্যাঙ্কে করা যেতো জানি, আমার এক কলিগের ওখানে অ্যাকাউন্ট ছিলো। ডান্সকে ব্যাংকে আবার নেট ব্যাংকে ইন্সেন্টিভ ছিলো, ওভারিসস ট্রান্সফার, সশরীরে করালে ফি ৮০ ক্রোনার, আর নেটে করালে ২০ ক্রোনার।
কানাডায় এসে দেখেছি ওভারিসস ট্রান্সফার করাতে গেলে, সশরীরে ব্যাংকে যেতে হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন