এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৩ জুন ২০০৮ ০৭:৪৬ | 65.218.154.195
  • সকাল ৮ টায় আপিস যেতে হয়। আমি আর বাঁচ্‌বুনি
  • pi | ১৩ জুন ২০০৮ ০৭:৩১ | 128.231.88.6
  • আমারো সেইজন্যই কনফিউশান।
    বসে মরার কেস ঐ সিনিমাতে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকা অবস্থায় গুলি খেয়ে বা সিনিমা হলে হার্ট অ্যাটাক হয়ে , এছাড়া কিছু মনে পড়ছে না।
    তবে পথে বসাটা ভেবে দেখা যেতে পারে।
  • arjo | ১৩ জুন ২০০৮ ০৭:২৯ | 24.214.28.245
  • হাই ঐ এক জগ্গু ছাড়া। জগ্গু মারা যাবার পর কেউ তাকে ঠেললে তবে সে পড়ত। ঘটৎকচ ও মনে হয় তাই। এবারে বাই।
  • RATssss | ১৩ জুন ২০০৮ ০৭:২৭ | 63.192.82.30
  • অবশ্যি শুয়ে মরে না মরে শোয় - এ নিয়ে তক্কের অবকাশ আছে।
  • RATssss | ১৩ জুন ২০০৮ ০৭:২৬ | 63.192.82.30
  • আমিতো জানতাম মানুষ শুয়েই মরে। আজ পর্যন্ত কোন মরা কে দাঁড়ানো বা বসা দেখিনি বোধহয়।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৭:২০ | 204.111.134.55
  • এর সাথে পথে ""বসা""র সম্পর্ক আছে।
    দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা খুবই কাপুরুষোচিত, এটাও একটা কারণ।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৭:১৯ | 128.231.88.7
  • মানুষ মরতে 'বসে' ক্যানো ?
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৭:১৮ | 204.111.134.55
  • প্রশ্নটা কি?
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৭:১৭ | 204.111.134.55
  • কপাল সেরকম সেরকম খারাপ হলে ওহায়ো-ওয়েস্ট ভার্জিনিয়ার বর্ডার এলাকাটাও ঘোল খাইয়ে দিতে পারে। গতবছর প্রাণ হাতে করে এসেছিলাম ঝড়বৃষ্টির মধ্যে। কি কুয়াশা, কি বৃষ্টি, পুরো জঘইন্য অভিজ্ঞতা।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৭:১৬ | 128.231.88.6
  • হুম, লোকজন সব পতনের কালে আপস্টেটে উত্থান করেন শুনেছি।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৭:১৫ | 204.111.134.55
  • ন্যাড়াদা,
    বাফেলোর দিকটা?
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৭:১৪ | 204.111.134.55
  • আমরা নিউ ইয়র্ক থেকে ফিরছিলাম। সারারাতের ড্রাইভ, পালা করে তিনজন চালাবে। এমনিতেই বরফ পড়ছিলো, তারপর কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হলো। কম করে দশটা গাড়ি দেখেছিলাম রাস্তার পাশে উল্টে পড়ে থাকতে, আর প্রায় তিন ঘন্টা 8-10mph স্পিডে চালাতে হয়েছিলো, কিস্যু দেখা যাচ্ছিলো না। থামার মত জায়গাও অতরাতে খুঁজে পাইনি।
    মজার ব্যাপার হলো, ট্রাকগুলো বিন্দাস চলে যাচ্ছিলো ঐ অবস্থাতেও, যেন কিছুই হয়নি।
  • nyara | ১৩ জুন ২০০৮ ০৭:১১ | 64.105.168.210
  • ইস্ট কোস্টে ভার্জিনিয়ার ভেতর দিকটা বেশ সুন্দর। তবে আমার সেরা লাগে আপস্টেট নিউ ইয়র্ক।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৭:১১ | 128.231.88.7
  • একখান প্রশ্ন পাইয়াছে।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৭:১০ | 128.231.88.6
  • ভিসিবিলিটি নিজের সাইকেলের সামনের চাকা অব্দি ও না, এমনি কুয়াশা তো দেশেই পেয়েছি। কানপুরে।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৭:০৮ | 128.111.119.126
  • আমি কিন্তু মেরিল্যান্ডেই পেয়েছি। একদিন ভোর চার টায় ড্রাইভ করেছিলাম BWI এর দিকে প্রায় অন্ধের মত। ভিসিবিলিটি পাঁচ মিটার ও ছিল না।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৭:০৬ | 128.231.88.6
  • আমি ও তো শীতকালেই পেনিসিলভিনিয়া গেসলুম।
    কুয়াশা , তুষারঝড় কিছুই পাই নাই।
    ও, মনে পড়লো, খুব জোর ঠান্ডা হাওয়া পেয়েছিলুম।
    তবে তাতে মরতে বসি নাই।ঃ)
  • nyara | ১৩ জুন ২০০৮ ০৭:০২ | 64.105.168.210
  • আমি আর আমার এক বন্ধুও একবার পেনসিলভেনিয়ার পাহাড়ে মরতে বসেছিলাম কুয়াশার জন্যে।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৬:৫৭ | 204.111.134.55
  • শীতকালে ড্রাইভ করার জন্য সবথেকে বাজে স্টেট হলো পেনসিলভেনিয়া। একবার ঐ রাস্তায় রাত্রিবেলা তুষার ঝড়ে পড়ে মরতে বসেছিলাম।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৬:৫৩ | 128.111.119.126
  • একদিন রাত এগারটা নাগাদ আমি ড্রাইভ করছিলাম, বল্টিমোর থেকে বোধ হয়, কলেজ পার্ক ও হতে পারে। কেমন করে ভুল করে বেল্টওয়ে থেকে ফ্রেডেরিক এর বদলে আলেকজান্ড্রিয়ার রাস্তা নিয়ে নিজের মুন্ডুপাত করেছিলাম।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৬:৪৭ | 128.231.88.7
  • মেরীল্যান্ড আর কতটুকুই বা টের পাই .. বেরোলেই (এবং বেড়াতে চাইলেও) তো হয় ডিসি নয় ভার্জিনিয়াতে ঢুকে পড়তে হয় !
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৬:৪৬ | 204.111.134.55
  • এখানে তো ধুয়াধার গরম। তিরিশ সি ছুঁইছুঁই।
    ডিঃ দেশের সাথে তুলনা করে লজ্জা দিবেন না।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৬:৪২ | 204.111.134.55
  • খাওয়া হয়ে গ্যালো এদিকে মামী এখনও আলুভাজা পাঠালো না। ঃ(
    পাই,
    জানতাম না। ইন ফ্যাক্ট দাবানলও যে ফি বছরই হয় সেটাও অজানা ছিলো। তবে বোজো যা বল্লো, আমরা একটু ভেতরের দিকে বলেই মনে হয় কিছু টের পাইনা।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৬:৪০ | 128.111.119.126
  • পুঁচকে স্টেট হলেও ঘোরার জন্য খুব ভালো জায়গা মেরিল্যান্ড।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৬:৩৭ | 128.231.88.7
  • হুঁ।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৬:৩৩ | 128.111.119.126
  • পাই কি মেরিল্যান্ডে?
  • pi | ১৩ জুন ২০০৮ ০৬:২৫ | 128.231.88.6
  • তবে টিমভায়া, আমাদের ঐ ঝড়ে একজনের মৃত্যু হইয়াছে। এবং সেটি তোমাদের স্টেটে।
    http://tinyurl.com/6yqbeq
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৬:২৫ | 128.111.119.126
  • এই বাজারে আমরা এখনো একটা পাতলা জ্যাকেট ব্যবহার করছি।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৬:২০ | 128.231.88.6
  • এদেশের ভূগোলে আমি একটু গোল আছি এখনো।
    গুগল ভূগোল টা একটু ঝালিয়ে নিয়ে উত্তর দেবো ক্ষণ।
    তবে , এটি আমাদের গত হপ্তাতেই হয়েছে।
    তার আগের দিন আমার আরবানা স্থিত বন্ধু বল্লো , ওদের নাকি টর্নেডো ওয়ার্নিং চলছে। হয়েছিলো কিনা জানিনা। পরেরদিন দুপুরে আমাদের এখেনে হল।
    তাইতে আমার ধারণা হয়েছিলো আমাদের দেশের পশ্চিমী ঝঞ্ঝা টাইপের কনসেপ্টে এটাকে এক্সপ্লেন করা যেতে পারে। পশ্চিমের লেক টেক থেকে আসে।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৬:১৩ | 204.111.134.55
  • বোজো,
    একদম ঠিক। পশ্চিমেই আমরা।
    মামী,
    হ্যাঁ, কিন্তু কিভাবে পাঠাবে? ইমেল কল্লে আসবে?
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৬:১০ | 128.111.119.126
  • মামুর কল** ক্যাটরিনা গ্রেড 4 ছিল।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৬:০৯ | 128.111.119.126
  • ঐ শিফটে বিশাল চেঞ্জ হয়। এমনিতেই ল্যান্ডে ঢুকলে ঝড়ের ক্ষমতা distance covered এর সঙ্গে ইনভার্স। দুটো কারন। এক অবস্ট্যাকল। সেকেন্ড ওয়াটার সোস্‌র্‌স থাকে না, ফলে আরো বেশী করে ওয়াটার ভেপার নিতে পারে না।
    যেসব ঝড় সমুদের গ্রেড ৫ থাকে তার খুব কম ঝড় গ্রেড ৪ হয়ে ল্যান্ডে ঢোকে। ক্যাটরিনা গ্রেড ৮ ছিল যতদূর মনে পড়ে। বেশীর ভাগ গ্রেড ৩ অথবা ২। (এই গুলো স্পীড ধরে ভাগ করা হয়)। তারপর প্রতি ৫০ মাইলে অন অ্যাভারেজ এক গ্রেড কমে যায় (স্পীড কমে)। অন টপ অফ দ্যাট তারপরে তোমরা খুব সম্ভবত অ্যাপালাশিয়ানের পশ্চিমে আছ, ঠিক? সেখানে আর বেশী বাধা পায়।
  • m | ১৩ জুন ২০০৮ ০৬:০৩ | 12.240.14.60
  • তিমি আলু ভাজা খাবে?
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৬:০২ | 204.111.134.55
  • যাই, দুঃখের চোটে খিদে পেয়ে গ্যালো।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৫:৫৯ | 204.111.134.55
  • সেটা ঠিক, তবে ঐটুকু শিফটে আদৌ কিছু পাল্টায়? হয়ত বা।
    ভার্জিনিয়া খুবই সুন্দর, নো ডাউট। টেনেসি-ও অনেকটাই এরকম মনে হয়।
    এইমাত্র খবর এলো এদিকেও দাবানল হচ্ছে। একটু গুণগান কচ্ছিলাম স্টেটের, সইলো না। ঃ(
  • m | ১৩ জুন ২০০৮ ০৫:৫৭ | 12.240.14.60
  • আমরা দুজন এইমাত্র ডিনার সেরে কাকভেজা হয়ে বাড়ি ফিরলাম- একটা ভয় ধরানো বৃষ্টি হচ্ছে।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৫:৫৪ | 128.111.119.126
  • তোমাদের স্কিপ করে পাই দের ওখানে হয় মানে? আর ব্ল্যাক্‌স্‌বার্গ তো অনেক টা inland এ। ৮১ তো অনেকটা ঢুকে আছে। আমার দেখা সেরা স্টেট হল ভার্জিনিয়া। অসাধারন প্রাকৃতিক বিউটি।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৫:৪৯ | 204.111.134.55
  • ইউনিভার্সাল স্টুডিও তে ট্যুইস্টারের সিমুলেশান আছে একখানা। দারুণ!
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৫:৪৭ | 204.111.134.55
  • কুচো ঝড়ের অনেকগুলো-ও গাল্‌ফের দিক থেকে আসে বলেই জানতাম, তাইজন্যই জিগালাম আমাদের স্কিপ করে পাইদের ওখানে কিভাবে হয়। ঃ)
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৫:৪৬ | 128.111.119.126
  • গতকাল টি এন টি তে পারফেক্ট স্টর্ম দেখাচ্ছিল। অমন ঝড়ের নো রিকোয়ারমেন্ট।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৫:৪৫ | 204.111.134.55
  • হুঁ সেগুলো তো মহারথী, ফ্লোরিডার দিক থেকে এসে একটা নির্দিষ্ট অঞ্চল হয়ে বেরিয়ে যায়। নর্থ-ইস্টের বেশিরভাগ এলাকাই তো শুনি ঝড়প্রবণ নয়।
  • bozo | ১৩ জুন ২০০৮ ০৫:৪১ | 128.111.119.126
  • গালফ অফ মেক্সিকো। বছরে দুই তিন টা ঝড় এমনি এমনি-ই ঘুরে যায়। ম্যাসিভ স্কেল হলে ন্যাশানাল নিউস।
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৫:৩২ | 204.111.134.55
  • এইসব ঝড়গুলো কোথ্‌থেকে আসে? আটলান্টিকের দিক থেকে না? সেই হিসেবে তো আমাদের দিকেও হওয়া উচিত।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৫:২৬ | 128.231.88.6
  • মানে ! আমাদের ঝড়ের কি টিমেদের জায়গায় টোল ট্যাক্স দিয়ে তবে ঢোকার কথা ? :-o
  • Tim | ১৩ জুন ২০০৮ ০৫:১৭ | 204.111.134.55
  • আমার কপালে টর্নেডো নেই। ঃ(
    উত্তর ওহায়ো নাকি টর্নেডোপ্রবণ, অথচ আমি থাকাকালীন দুয়েকবার কালবৈশাখীর বেশি কিস্যু হয়নি। এখানেও অল্পস্বল্প বিষ্টিবাদল হয়, কিন্তু ঝড়, কই নাতো! (আমাদের এড়িয়ে পাই-দের ওদিকে কিকরে ঝড় হয় কেজানে?)
    ঝড় নাই, বিষ্টি নাই, কারেন্ট অফ নাই.... এমনকি দাবানলও নাই। হায়, এ জীবন লইয়া কি করিব!
  • n | ১৩ জুন ২০০৮ ০৫:০৫ | 131.95.121.107
  • শত্রুঘ্নের রাজত্ব!ঃ-))))
  • m | ১৩ জুন ২০০৮ ০৫:০২ | 12.240.14.60
  • পারমিতা,
    এখন স্কুলের ই পাঁচদিন ব্যাপী সামার ক্যাম্পে যাচ্ছে।
    গান শিখতে আগামি মাস থেকে যাবে।
  • pi | ১৩ জুন ২০০৮ ০৪:৫৪ | 128.231.88.7
  • টিম কিস্‌সু জানে না !
    পুবদিকেও টর্নেডো হয়। এবং কোনোরকম ওয়ারনিং ছাড়াই। ঃ(
    সব বড় বড় গাছেদের ঘাড় মটকে ইলেকট্রিকের তারে ফেলে দ্যায় আর তারপর লোড-শেডিং হয়।
    তখন অন্ধকারে বসে বসে কাঁপতে কাঁপতে -৮০ সে ফিরিজের জিনিশপত্তর এমারজেন্সি কোনো জায়গাতে পাঠাতে হয়।
    তারপর মোমবাতি ও হারিকেন বিহীন বাড়িতে ঢুকে ভূত তাড়াতে ঐ রাম লকখন বুকে আছেন ঐসব আউড়াতে হয়। রামরাজত্ব ই বটে !
  • Paramita | ১৩ জুন ২০০৮ ০৪:৪৪ | 63.82.71.141
  • কি নেত্যগীতের ইশকুলে ভর্তি করলে?
  • m | ১৩ জুন ২০০৮ ০৪:৪৩ | 12.240.14.60
  • যাওয়ামাত্র ছেলেকে নেত্য গীতের স্কুলে আজ একটা শিং লাগানো হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে- ছেলে আনন্দে গদগদ হয়ে আমাকে বাই না বলেই বন্ধুর হাত ধরে চলে গেলোঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত