এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ০৯ জুন ২০০৮ ১২:৫৯ | 59.162.92.122
  • অর্গ চার্টটা চিত্রা দেবের "ঠাকুরবাড়ীর অন্দরমহল'এর শেষে আছে। সফ্‌ট কপি জানি না।
  • Div0 | ০৯ জুন ২০০৮ ১২:৪৩ | 160.109.98.44
  • ইতনা সন্নাটা কিঁউ ভাই?
    (স্বগতঃ - সবাই কি বগল্লোম পদলোম উৎপাটন করছে!)
  • Div0 | ০৯ জুন ২০০৮ ১২:৩৫ | 160.109.98.44
  • আচ্ছা জোড়াসাঁকো ঠাকুরপরিবারের অর্গ চার্টটা নেটে পাওয়া যায় কোথাও?
  • h | ০৯ জুন ২০০৮ ১২:৩৫ | 125.18.104.1
  • দ্যাখো আমি যা বাংলায় বুজেছি, সেটা হল বেশ ড্রামাটিক এবং মাঝে মাঝেই হার্মোনির যে সিমেট্রিক প্যাটার্ণে সুরেলা প্যাটার্নে আমার কান অভ্যস্ত তার বালাই অনেক ক্ষেত্রেই নাই। অনেকে ক্ষেত্রেই আবর দিব্য আছে। আমার ভাল্লেগেছে। স্পিরিচুয়াল ইত্যাদি লেখা যে আছে সিডি টাতে ঐ কেস আমার পক্ষে বোঝা সম্ভব না। তবে আমি মাঝে মাঝেই দেখেছি আমার কিছুটা ডার্ক ড্রামাটিক মিউজিক ভাল্লাগে। এখন এইটা পোঁয়াপাকামোর জন্য ভাল্লাগে না মিউজিকালি আপীল করে সেটা বলতে পারবো না। সে বলতে গেলে নিজের একটা মিউজিকাল ইন্টিগ্রিটি থাকা দরকার বা একটা ইডিওমেটিক আইডিয়া দরকার, সেটা মিউজিকের ক্ষেত্রে আমার নাই।

    বাভারিয়ান রেডিও অর্কেসট্রা বলে একটা দাদু দের দল এসেছিল একবার বিবিসি প্রমে, ওদের করা শস্তাকোভিচ আমার জীবনে প্রথম শোনা শস্তাকোভিচ। তার পারে একটু ঘেবড়ে গিয়ে আমি নানা পড়ি টড়ি আর অনেক শস্তাকোভিচ শুনি। সেই থেকে আমার এই পোঁয়াপাকামো টা ভাল্লাগে , এডুকেশনাল আর হিস্টরিকাল ভ্যালুর জন্য। মিউজিকাল ওয়ার্থ পুরো বোঝার সামর্থ নাই।
  • nyara | ০৯ জুন ২০০৮ ১২:১৪ | 64.105.168.210
  • না, শুনিনি। কেমন? পড়ে তো হয় বেশ পায়োনিয়ারিং কাজ হবে। ফিউশনের ঢপবাজি অনেক আগে।
  • h | ০৯ জুন ২০০৮ ১২:০২ | 125.18.104.1
  • আগের কমেন্ট টা একটো পোঁয়াপাকামো হয়ে গেল। আমি সম্পাদনা আর তার বাংলা প্‌র্‌কাশনার ইতিহাসে তার আদর্শ উদা সম্পর্কে আর কতটুকুই বা জানি। বেসিকালি বাল জানি। কিন্তু তবু অযত্নে সম্পাদিত বই এত দেখি যে ভালো সম্পাদনার উদা পেলে ব্যাপক লাগে। এইটিই কবি বলি চাহিয়াছেন ইত্যাদি।
  • h | ০৯ জুন ২০০৮ ১১:৫৫ | 125.18.104.1
  • গালাগাল আর নেশার উপরে বই বেশ মজার। সে ঠিক আছে। কিন্তু এইরকম সটীক হুতোম বইখানার মতন সম্পাদকীয় আচিভমেন্ট চট করে দেখি না। বাংলায়। একেবারে নেই তা নয়। বেশ কিছু আছে। তবু এটা ফ্যান্টাসটিক।

    শান্তিনিকেতন সম্পর্কে বইটা আমার প্রচন্ড ক্লিশে লেগেছে ক্লান্তিকর মনে হয়েছে। তার অসংখ্য কারণ রয়েছে। পরে সুযোগ আলোচনা করা যাবে।

    বাই দ্য ওয়ে ন্যাড়া, কাল পুরোনো কালেক্‌শন ঘেঁটে john foulds শুনলাম। শুনছো নাকি?
  • S | ০৯ জুন ২০০৮ ১১:৪৮ | 87.56.57.94
  • ডিয়ার, তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার একেবারে জানা ছিল না। শিলিগুড়িতে ঢুকে তিনবাত্তির মোড় থেকে ডানদিকে বেঁকলেই তো এনজেপি স্টেশন। সেটা যে আবার জলপাইগুড়িতেই ঢুকে গেছে,সত্যি জানতাম না।
  • nyara | ০৯ জুন ২০০৮ ১১:১৫ | 64.105.168.210
  • অরুণ নাগের বইটা একদম এ-প্লাস-প্লাস কাজ। অরুণ নাগের আরেকটা বই আছে - 'চিত্রিত পদ্মে' বোধহয়। সেটাও অতি উত্তম কাজ, ইনক্লুডিং শান্তিনিকেতনের ওপর লেখা একটা রম্যরচনা। হনু তোমার কেমন লাগে জানতে চাই।
  • h | ০৯ জুন ২০০৮ ১০:৫১ | 125.18.104.1
  • র অরুন নাগের এই সটীক হুতোম এর বইটা ফ্যান্টাস্টিক। আমি এতো ভালো সম্পাদনার কাজ খুব বেশি দেখি নি। আমি আগের সুবর্ণ রেখা সংস্করণ টা দেখি নাই। শুনেছি মাত্র। একদিন এই বইটা নিয়ে গিয়ে তোমারে দেখাবো। এইটাতে প্লেট, ম্যাপ এই সব রয়েছে। আমি খুব ই ইম্প্রেসড।
  • r | ০৯ জুন ২০০৮ ১০:১৬ | 59.162.191.115
  • মনে পড়েছে। আমার সব বইপত্তর এখন বস্তাবন্দী। বস্তা থেকে বেরোলেই লিখে দেব।
  • dear | ০৯ জুন ২০০৮ ০৯:৩৩ | 117.96.5.248
  • শমীক কেঃ

    এন,জে,পি ষ্টেশন শিলিগুড়িতে নয়, জলপাইগুড়ির সদর মহকুমার রাজগঞ্জ ব্লকে। শিলিগুড়ির গা ঘেসে।

    "উত্তরবঙ্গ' পড়ছি।
  • I | ০৯ জুন ২০০৮ ০৯:২৬ | 59.93.247.156
  • হ্যা, আজকালের ব্যাপারটা আমিও খেয়াল করেছি। রিডারশিপ কমে যাওয়ার ভয় অ্যাদ্দিনে এলো?
  • r | ০৯ জুন ২০০৮ ০৮:২৬ | 125.18.17.16
  • সক্কাল সক্কাল উঠে কচি করে নুকিয়ে নুকিয়ে বিড়ি খেলুম, মেইল চেক কল্লুম, অ্যাগডা দুটো আপিসের কাজ করে, চৌরাসিয়া আর পালুস্করের ছোটোখাটো দুটো ললিত শুনে অ্যাকন বাত্তুনে সলিড প্রাণায়াম কত্তে যাব।
  • r | ০৯ জুন ২০০৮ ০৮:২৩ | 125.18.17.16
  • কই? কই?
  • Abhyu | ০৯ জুন ২০০৮ ০৭:৫০ | 24.98.46.167
  • র-দা, আলোচনার টইতে তোমার জন্যে কচিমতো একটা পোস্ট করলাম যে?
  • sinfaut | ০৯ জুন ২০০৮ ০৭:৪৩ | 117.195.192.76
  • কিন্তু র-দা সক্কাল সক্কাল কি কপালভাতি করছো নাকি?
  • sinfaut | ০৯ জুন ২০০৮ ০৭:৪২ | 117.195.192.76
  • আবার ভাসালাম...
  • Abhyu | ০৯ জুন ২০০৮ ০৭:৪১ | 24.98.46.167
  • ঝপ ঝপ ঝপাস। চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস।
  • r | ০৯ জুন ২০০৮ ০৭:১০ | 59.162.191.115
  • তারপর সব ডুবে গেল।
  • m | ০৯ জুন ২০০৮ ০৩:৫০ | 12.226.83.103
  • এই যে,আবার ভুস করে ভেসে উঠলাম..
  • S | ০৯ জুন ২০০৮ ০২:৩৯ | 62.242.151.226
  • আমি বেশ অবাক হয়ে যাচ্ছি! পঞ্চায়েত ভোটের পর থেকেই হঠাৎ করে আজকাল অতি রেড থেকে কম রেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নইলে দেবেশ রায়ের লেখার সমালোচনা করে লেখা বেরোয়?
  • S | ০৯ জুন ২০০৮ ০২:২৯ | 62.242.151.226
  • সব জামাইকে হ্যাপি জামাইষষ্ঠী।

    (আমারটা এ বছরেও ঝাড় গেল)
  • S | ০৯ জুন ২০০৮ ০২:২৫ | 62.242.151.226
  • সন্নাটা হি সন্নাটা।
  • Du | ০৮ জুন ২০০৮ ২১:২১ | 71.170.82.184
  • পেস্ট ক®¾ট্রালের বিপুল বাজার পড়ে আছে দেশে। বিজনেস আইডিয়ার জন্য প্রণামী বাক্সে কেবল দশ পয়সা করে দিয়ে গেলেই চলবে।
  • Tim | ০৮ জুন ২০০৮ ২১:০৪ | 204.111.134.55
  • এত কঠিন করে কেউ ওমলেট করে? এই খাটনিতে তো ইস্পেশাল মাংস রান্নাই হয়ে যেত।
  • S | ০৮ জুন ২০০৮ ২০:৫৩ | 62.242.151.226
  • ক্কী আশ্চর্য! আজ দুকুরে ওমলেট ভাতই খেলাম বটে!
  • sinfaut | ০৮ জুন ২০০৮ ২০:১৫ | 117.195.196.80
  • পাটিগণিত জ্যামিতি শিখে মাপবার ফিতে কিনে এই ওমলেট বানতে হবে! ডিমও কেনা যেতে পারে।
  • S | ০৮ জুন ২০০৮ ১৭:১৩ | 62.242.151.226
  • ডাল বলে ডাল? এক্কেরে অড়হর ডাল।
  • P | ০৮ জুন ২০০৮ ১৬:৫৪ | 193.32.3.83
  • রোববারের মার্কেট ডাল।
  • S | ০৮ জুন ২০০৮ ১৫:৪৪ | 62.242.151.226
  • মাইরি, গত চোদ্দ ঘন্টায় কেউ কিছু লেখে-ই নি?
  • S | ০৮ জুন ২০০৮ ০১:৪৩ | 62.242.151.226
  • আমি তো ইউরো গুনছি।
  • Tim | ০৮ জুন ২০০৮ ০১:০৫ | 204.111.134.55
  • কপার? মানে সিইউ?
  • n | ০৮ জুন ২০০৮ ০০:৫৫ | 131.95.121.107
  • সভই কপার ছে!
    ছাপড়া জিলার ভাষায়ঃ সবই কপাল!
  • Tim | ০৮ জুন ২০০৮ ০০:৩১ | 204.111.134.55
  • এন, (না ছোটেন?) ঃ-)
    এখন সবাই হয় ঘুমোচ্ছে, নয় ইউরো দেখছে।
  • n | ০৮ জুন ২০০৮ ০০:১৩ | 131.95.121.107
  • ব্ল্যাংক কি রেজালা খেতে দৌড় দিলো নাকি? ইদিগে আমি পদ্মাবতীর জন্যে বসে আছি! এতো মহা দিক্‌দারির ব্যাপার হয়ে গেলো।
  • Tim | ০৭ জুন ২০০৮ ২৩:৫৬ | 204.111.134.55
  • পদ্‌মাবতী কি ঐতিহাসিক গপ্পটা নিয়ে?
  • n | ০৭ জুন ২০০৮ ২৩:৩০ | 131.95.121.107
  • পদ্মাবতী কোথায় আছে? শীগ্গীর দাও।
  • n | ০৭ জুন ২০০৮ ২৩:২৯ | 131.95.121.107
  • সেনশর্মা স্যর একবার পিকনিকে রেজালা রাঁধতে গিয়ে এরকম গরম মুর্গীছেটার বিপাকে পড়েছিলেন।ওনার ক্ষেত্রে ছিলো একটা প্রেশারকুকার ভিলেন,প্রেশার না কমতেই উনি চাড়া দিয়ে খুলতে গেছেন আর মুর্গীটুকরোরা উড়ে উড়ে ওনার পেটে হাতে পায়ে পড়েছিলো।
  • Tim | ০৭ জুন ২০০৮ ২৩:২৭ | 204.111.134.55
  • চিত্তবাবু আমাদের অম্‌ক করাতেন। কি মারের হাত ছিলো, পুরো থাবার মত চালাতেন। ঃ-(
  • Blank | ০৭ জুন ২০০৮ ২৩:২৭ | 59.93.219.73
  • পদ্মাবতীও আছে মনে হয়
  • Blank | ০৭ জুন ২০০৮ ২৩:২৬ | 59.93.219.73
  • অভ্যু দা চিত্ত যেথা পেয়ে গেছ জিমেলে
  • Tim | ০৭ জুন ২০০৮ ২৩:২৬ | 204.111.134.55
  • আমার এক বন্ধুর হাঁটু থেকে পায়ের পাতা ঝলসে গেছিলো এই করতে গিয়ে। পুরো তিনমাসের ধাক্কা।
  • n | ০৭ জুন ২০০৮ ২৩:২৫ | 131.95.121.107
  • তক্ষুনি তক্ষুনি অনেক ঠান্ডা জল দিলে পোড়া লাগতো না।
  • arjo | ০৭ জুন ২০০৮ ২৩:২৪ | 24.214.28.245
  • এক পিস মাছ কড়াইতে দিতেই উল্টে তোপ দাগল এক থলা গরম তেল। খানিক লাগল পেটে, খানিক হাতে, বাকিটা গিয়ে পড়ল পায়ে। অনেক যত্নে বউ কি একটা ফ্যাস ফ্যাস করে স্প্রে করে হাত বুলিয়ে দিলে। তাইতে জ্বলুনি আরো বেড়ে গেল।
  • n | ০৭ জুন ২০০৮ ২৩:২৩ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    মুস্তাফা সিরাজের পদ্মাবতী তুলে দাও প্লীঈঈজ।
  • Abhyu | ০৭ জুন ২০০৮ ২৩:২৩ | 24.98.46.167
  • নীল ছাগল... সাফ। আউট।
  • Tim | ০৭ জুন ২০০৮ ২৩:২৩ | 204.111.134.55
  • খেয়েপরে থাকার জন্যই তো সব। দুঃখ কি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত