হিলারি রডহ্যাম ক্লিন্টনের পতন ও মূর্ছা উপলক্ষে আজকে মাইমার অশৌচ।
m | ০৪ জুন ২০০৮ ০২:০১ | 12.240.14.60
কোয়ি হ্যায়?????
arjo | ০৪ জুন ২০০৮ ০১:২৭ | 168.26.215.54
বটেই তো। তাই তো ভিস্তায় আইই কালচে সবুজ হয়ে গেছে ফন্টেরা লজিক না মেনে স্কোপ ক্রিপ করছে।
Ishan | ০৪ জুন ২০০৮ ০১:০৮ | 12.163.39.254
বুশকে কেটে ফেলার কথা বলছে। এতো আরও বড়ো চক্রান্ত। ঃ)
arjo | ০৪ জুন ২০০৮ ০১:০৬ | 168.26.215.54
খুব সহজ
বুশ কাটার সময় খানিক ঘাসের রং আকাশে লেগে যাবার পর সিআইএ তাই নিয়ে চক্রান্ত করছে। আর সেই নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে না না মানে কি হ্যাঁ হ্যাঁ। একদম সিম্পল জাস্টিফিকেশন।
Ishan | ০৪ জুন ২০০৮ ০১:০৩ | 12.163.39.254
আকাশের রং নীল। ঘাস সবুজ। এগুলো আমি জানি।
কিন্তু এই ধাঁধাটা ঠিক কি বুঝছিনা। উইকি দেখতে হবে কি? ঃ)
pi | ০৪ জুন ২০০৮ ০০:৪৮ | 69.251.184.3
আকাশ আর ঘাস কে সিলেবাসের বাইরে বলে আকাশ ও ঘাসের রং কে সিলেবাসে রাখাটা বুশীয় লজিক। তাপ্পর আর তক্কো চলে না।
ন্যাড়াবাবু, বাংলাতে। ঃ)
Arpan | ০৪ জুন ২০০৮ ০০:৩৪ | 122.252.231.206
আকাশ আর ঘাস আউট অব সিলেবাস। স্কোপ ক্রিপ করার সিআইএসুলভ চক্কান্তো।
nyara | ০৪ জুন ২০০৮ ০০:৩১ | 67.88.241.3
এরা কোন ভাষায় কথা বলছে?
pi | ০৪ জুন ২০০৮ ০০:২৯ | 69.251.184.3
হ্যাঁ, হ্যাঁ ই হয় বটে। আর না বলতে চেয়েছিলাম। অতএব ছড়িয়েছি। ঃ( কিন্তু আকাশের রং কচি কলাপাতাটে নীল কি ঘাসের রং আসমানী সবুজ... এধরণের কোনো জাস্টিফিকেশান দেওয়া হলো আরো ছড়ানো !
Arpan | ০৩ জুন ২০০৮ ২৩:৫৪ | 122.252.231.206
এই নিয়ে প্রচুর তক্কো আগেই গুরুতে হয়ে গেছে। কোনদিন নিষ্পত্তি হয়নি, ভবিষ্যতেও হবে না। কারণ চুলচেরা বিশ্লেষণের পরে কেসটা শেষপর্যন্ত "সবচেটে নীল' বনাম "নীলচে সবুজ'-এ এসে দাঁড়ায়। ঃ)
গুরুর ওনলাইন ইউজার সাপোর্ট টা দিব্বি ভালো। আমার ভিস্তাতে তেও ওপেন আপিস চলে এলো, আর ফায়ার ফক্স, আই ই র ঘাঁটা ফন্ট ও ঠিক। শুধু লোকজন যদি সবুজ কে স্কাই-ব্লু না দেখে ইন্সট্রাক্শান পত্তর না দিতো, তাইলে আরেকটু ভালো হতো ঃ)
Arpan | ০৩ জুন ২০০৮ ২১:২৩ | 122.252.231.206
ভুল ক্যালকুলেশন করলে এই হয়। রওনা হবেন দেশে যখন বসন্তবাবু রিটিয়ার কর্বেন কর্বেন কর্ছেন। ফিরবেন ভরা বাদরে বিজয়ী বীরের মত গন্ডোলা চেপে।
তব্বে না!
m | ০৩ জুন ২০০৮ ২০:৫৮ | 12.240.14.60
র, ঘামের কথা লিখলে কিন্তু থালাভরা পারশে কই কাতলা ইত্যাদির কথাটা বেমালুম চেপে গেলেঃ(
m | ০৩ জুন ২০০৮ ২০:৫৭ | 12.240.14.60
অরিইই, খাওয়া দাওয়া কেমন চলছে- তন্দুরি খেলে;)
r | ০৩ জুন ২০০৮ ২০:৫১ | 198.96.180.245
আহা! আবার এসিচি ফিরে, হুগুলী নদীর তীরে, এই বাংলায়। দেহে যে এত জল ছিল ভুলেই গেছিনু- কদ্দিন বাদে, হে মোর ঘাম, তোমার সাথে দ্যাখা হল।
Arijit | ০৩ জুন ২০০৮ ১৯:৫৯ | 59.93.243.74
হাফ বয়েলড হয়ে বেঁচে আছি। কদিন পরে ফুল বয়েলড হব। তাপ্পর "তন্দুরি অরিজিত'। জানিয়ে দিয়ে গেলুম। আমার মোবাইল নং হল ৯৯০৩৭০৫২৮৫
S | ০৩ জুন ২০০৮ ১৯:১৩ | 194.239.94.33
হুঁ, তো অ্যায়সা কহো না!
m | ০৩ জুন ২০০৮ ১৮:৫৩ | 12.240.14.60
ইসে শমীক,লুচির মত সুন্দরীর সিনেমার নাম কালোমেঘের মত বিতিকিচ্ছিরি তেতোর নামে হতেই পারে না-তাই সিনেমাটার নাম 'মেঘ কালো'-বসন্ত চৌধুরি নায়ক।
S | ০৩ জুন ২০০৮ ১৮:০৯ | 194.239.94.33
এটা না বলে পাল্লাম না। দিল্লিওয়ালার পরশুদিনের অ্যাটম বম্ব।
এস ডি বর্মন আর ডি বর্মনের ভাই।
S | ০৩ জুন ২০০৮ ১৭:৪০ | 194.239.94.33
কী হল?
sinfaut | ০৩ জুন ২০০৮ ১৬:১৮ | 66.232.102.157
আরেন্না
S | ০৩ জুন ২০০৮ ১৬:১৩ | 194.239.94.33
ইয়ে মামী, সিনেমার নাম কখনো মেঘ। তাতে উত্তম কুমার ছিলেন, কিন্তু সুচি সেন ছিলেন না।
সিনেমার গান ঃ হারিয়ে যেতে যেতে অজানা সঙ্কেতে ছাড়িয়ে গেছি সেই পথ / কখনো মেঘে ঢাকা, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। আরতি মুখো।
Arpan | ০৩ জুন ২০০৮ ১৬:১১ | 202.91.136.71
উবন্টু খোশবাই। মধ্যযামের ক্যানভাসিং। গিবন এখন অনেকটা স্টেবল। সামনের উইকে আইসিউ থেকে খালাস পাবে।
S | ০৩ জুন ২০০৮ ১৫:১১ | 194.239.94.33
কোনো মানে হয়! একটা তাজা ফ্রেশ ভাটিয়ালি শুরু হল উবুন্টু ফুবুন্টু দিয়ে।
sinfaut | ০৩ জুন ২০০৮ ১৪:৫৬ | 66.232.102.157
হ্যাঁ, পুরোনো ও স্টেবল ভার্সান নেওয়াই ভালো। আর একদম নতুন ঐ হার্ডি হেরন নাকি তার এখনও অনেক রিপোর্ট আসছে। ঐ ৭.১০ ভার্সান দেখতে পারেন। তবে উবুন্টুতেও বোধহয় ঐসব mp3 codec আলাদা জোগাড় করতে হয়।
nyara | ০৩ জুন ২০০৮ ১৪:০১ | 64.105.168.210
টরেন্ট আছে, ইউবান্টু ইনস্টলেশন বাইনারি পাবার জন্যে। শিপিট বলে অনেক সময় লাগতে পারে। সেরা হল সিডি ডাউনলোড, একটু সময় লাগলেও। দ্রি তো বড় কোম্পানিতে কাজ করেন। আপনাদের মোটা পাইপ থাকবে, আপিসে নাবিয়ে নিন।
*** সাবধান ! *** সাবধান !!! *** সাবধান !!! ****
লেটেস্ট রিলিজ ইনস্টল করবেন না। Gutsy Gibbon (7.10) ইনস্টল করাটাই আপনার উপযুক্ত কাজ হবে।
শুধু উবুন্টু? সেতো আরো ভালো। করে ফেলুন। কিন্তু কী বলবো?
dri | ০৩ জুন ২০০৮ ১২:৫৮ | 75.15.87.56
ওকে সিনফট। রাত হয়েছে। কিন্তু জাস্ট এক লাইনে বলতে চাই যে ঐ এক্সপির মধ্যে উবুন্টু হবে না। যে ল্যাপির কথা বলছি সেখানে উইন্ডো ক্র্যাশ করে গেছে। আমার কাছে ইনস্টলেশান ডিস্ক নেই। আমি ঐসবের মধ্যে নেই। আমার অন্য উইন্ডোআলা ল্যাপি আছে। এতে আমি স্রিফ উবুন্টু কর্বো। এবার বল। আপাতত দু নৌকোয় পা রাখছি। পরে লিনাক্সে সচ্ছন্দ হলে, হু নোজ, উইন্ডো কাটিয়েও দিতে পারি।
Arpan | ০৩ জুন ২০০৮ ১২:৫১ | 202.91.136.71
বোধি ধন্যবাদ। কিন্তু আমি তো কিছুই করিনি।
বহুত ব্যস্ত আছি। সময় করে তোমাকে মেল করব একখান।
sinfaut | ০৩ জুন ২০০৮ ১২:৪৯ | 66.232.102.157
আমি লিনাক্স বাফ নই, সবে শুরু করেছি। তবে এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ভুল হলে নেড়ুদা বা অর্জিত এসে শুধরে দেবে।
১। উবুন্টু। এদের লাইভ সিডি আছে। মানে OS ইন্সটল না করেও xp এর মধ্যে থেকে পুরো স্বাদটা নেওয়া যাবে, ভার্চুয়ালাইজেশন টাইপ ব্যাপার। অর্জিত ভালো বলতে পারবে। মোটকথা কিছুই ইন্সটল করতে হোলোনা, কিন্তু লিনাক্সের এক্সপেরিয়েন্স পাওয়া গেল। এমনকি নেট কানেক্ট, ইউএসবি ডিটেক্টশন সব করা যাবে।
২। আর কি কি ইন্সটল করতে হবে? যদি নেট কানেক্ট করাই লক্ষ্য থাকে তো আর কিছুই না। ফায়ারফক্স তো এমনিই থাকবে। লিনাক্সের সব থেকে সুবিধে হলো, যা যা সফটওয়ার চাই সব উবুন্টু বা অন্য ডিস্ট্রো বা সোর্সফোর্জ জাতীয় রিলায়েবল সাইট থেকে নামানো যায়, তাও মাত্র এক লাইনে। যদি এমন কোনো s/w হয় যেটা বিশাল বড়, অনেক ডিপেন্ডেন্সি, হেডার ফাইল প্রচু, তাহলে নিজে নিজে কম্পাইল না করে উবুন্টু কে বলে দিলেই হবে যে সব নামাও আমার জন্য। নামিয়ে দেবে। ডিপেন্ডেন্সি সলভ করে দেবে।
আর এইসব ড্রাইভার নিয়ে চাপ হলে জাস্ট স্পেক টা বলবেন, we're more than eager to help you ;-)
h | ০৩ জুন ২০০৮ ১২:৪৭ | 125.18.104.1
ইশান, ইংরেজি শব্দ গুলো ভুল ভাল এসছে। ঠিক করে দিয়ো। exoticism না এসে যেমন ষঢ় ইত্যাদি এসেছে।
dri | ০৩ জুন ২০০৮ ১২:৩১ | 75.15.87.56
এই প্রশ্নটি নেড়ুদা, সিনফট, অর্জিত প্রমুখ লিনাক্স বাফদের জন্য।
আমার একটা ল্যাপটপে আমি লিনাক্স নিয়ে খেলা কর্তে চাই। কোত্থেকে শুরু কর্বো? ধরা যাক উবুন্টু। ওদের সাইট থেকে ডাউনলোড করে সিডি বানিয়ে ল্যাপিতে ইনস্টল করা কি খুব শক্ত হবে? বেসিক ওএস ইনস্টল করার পর আর কি কি ইনস্টল করতে হয়? আমি মেনলি ইন্টারনেট কর্তে চাই। ডিএসেলের সাথে কানেক্ট করতে গেলে কি করতে হবে? ওয়্যারলেস অ্যাডাপ্টারের ড্রাইভার ইনস্টল কর্বো কিকরে? ইউ এসবির ড্রাইভার কি আলাদা করে ইনস্টল করতে হবে?
pi | ০৩ জুন ২০০৮ ১২:১৮ | 69.251.184.3
চুলোর মতোন চোখ! উরিবাবা, সেতো যাঁদের থাকে, তাঁদের নাম নিলে রাত্রে আর ঘুম ই আসবে না ! রাম ,রাম। এক সিপ ভদকাও মেরে নিলুম ।
m | ০৩ জুন ২০০৮ ১২:০২ | 12.240.14.60
ইপি, ঐটা মনে হয় সানঝা চুলা নামক রেস্তোরা থেকে এয়েচে;)
pi | ০৩ জুন ২০০৮ ১২:০১ | 69.251.184.3
জষ্ঠি মাস। ছিঁটেফোঁটা মেঘ ও হতে পারে।
pi | ০৩ জুন ২০০৮ ১২:০০ | 69.251.184.3
কিন্তু কেউ আমাকে স্যানজো মানেটা বোল্লোনা ! উল্টে আমার জন্য আবার কোশ্চেন সেট করে ! ঃ(
m | ০৩ জুন ২০০৮ ১১:৫৮ | 12.240.14.60
ছিটে, শুধু মেঘ নয়,কখনো মেঘ বা কালো মেঘ ও হতে পারে।
m | ০৩ জুন ২০০৮ ১১:৫৭ | 12.240.14.60
দ্রি, আপনি এদিকে কবে আসছেন? আমাদের একজন জ্ঞানী এবং নিরপেক্ষ রেফারি দরকারঃ)
sinfaut | ০৩ জুন ২০০৮ ১১:৫৭ | 66.232.102.157
মেঘ? এ আবার কোন সিনেমা? পুরোনো বাংলা যখন দেখেছি নিশ্চয়।
dri | ০৩ জুন ২০০৮ ১১:৫৬ | 75.15.87.56
সেক্স অ্যান্ড দা সিটি ভার্সেস ভালোবাসা ভালোবাসা! এ তো হাড্ডাহাড্ডি লড়াই।
m | ০৩ জুন ২০০৮ ১১:৫৫ | 12.240.14.60
আর সবাই বিশেষ করে ছিটে যেন কখনো মেঘ নামে একটা মর্মস্পর্শী ছবি (সুচি সেন অভিনীত) দেখে নেয়-
**ছবি তার নাম অবশ্যি কালোমেঘ ও হতে পারে- ইউটিউবে আছে।
sinfaut | ০৩ জুন ২০০৮ ১১:৫৫ | 66.232.102.157
বাব্বা, সব্বাই কী বড় বড় জিনিস্পত্তর লিখেছে।
m | ০৩ জুন ২০০৮ ১১:৫১ | 12.240.14.60
এই মাত্র সিনিমাটা শেষ হলো- কাল ইন্দুর পছন্দমাফিক এমেলে ফাটাকেষ্টা দেখবোঃ")
Ishan | ০৩ জুন ২০০৮ ১১:৪৫ | 12.240.14.60
আরে বেরিয়ে গেছে তো। উপরের হেডিং টা শুধু বদলানো হয়নি।
আমি এখন ঘুনু কত্তে গেলাম। কাল করব। হোপফুলি র্যাটাসের জন্য যথেষ্ট রিডিং মেটেরিয়াল দেওয়া গেছে। ঃ)
Ishan | ০৩ জুন ২০০৮ ১১:৪৩ | 12.240.14.60
দমুর মেশিন খারাপ। এই গুরু বারোটা বার করতে এক হপ্তা লাগল। সেই জন্য দুই হপ্তা বুলবুলভাজা মিস হল। সরি।
** খারাপ মেশিন নিয়েও দমু বানান দেখে দিয়েছে। তার পরেও কিছু বানান ভুল/ফর্ম্যাটিং এর সমস্যা থেকে গেল নির্ঘাত। সেটা দমুর দোষ না।
sinfaut | ০৩ জুন ২০০৮ ১১:৪২ | 66.232.102.157
গুরুচন্ডালি বারো কি বেরোবে? মানে কবে বেরোবে? মামু জানাও, খুব দরকার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন