এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • LCM | ০৪ জুন ২০০৮ ১৪:২৬ | 12.20.21.200
  • ব্যবসা করে খেতে তো হবে। ঐ সিপিএম-চীনের খবরটা হয়ত কয়েক লাখ পাঠকের কাছে অত্যন্ত অথেন্টিক রিপোর্টিং - সুতরাং তাদের থেকে সকাল সকাল দুটি করে টাকা সরকার-বাবুরা নিয়ে নিলেন, এবং বলে দিলেন পরের দিনও কিনতে, নইলে পিছিয়ে পড়ার ভয় দেখালেন।

    কিছু লোক ঘুম থেকে উঠে সিপিএম/মমতা-কে গালাগাল না দিয়ে দাঁত মাজেন না, বরুন/অশোক বাবুরা তাদের হাতে এনে দিচ্ছেন গরম গরম বর্তমান/আজকাল।
  • h | ০৪ জুন ২০০৮ ১৪:২৫ | 125.18.104.1
  • তবে হ্যাঁ সান আর নিউজ অব দ্য ওয়ার্ল্ড নিয়ে কোন কথা হবে না। যারে কয় দ্য সেল্ফ মেড ম্যান'স পারমিসিবল ডোজ অফ পর্ণ। উইথ টি অ্যান্ড ডাইজেস্টিভ।
  • h | ০৪ জুন ২০০৮ ১৪:১৬ | 125.18.104.1
  • অনেক কাগজ এ মডেলে পড়ে না। তাদের বিক্রি সংখ্যা কিসু কম নয়। আর একটা কথা রিডারশিপ এবং মার্কেট বেশি হওয়ার কারণে এবং বুজ্জুয়া ডেমোক্রাসির ফাঁক ফোকরের কারণে কখনো ওম্বুডস্মানদের চোপায় কখনো কখনো স্রেফ কম্পিটিশনের কারণে কখনো কখনো একই তাঁবু থেকে বেরোনো মোবা ইবে র মত দুইটি ফ্লেবার তৈরী করার তাগিদে একটু আধটু সুর বদলাতে হয়। বিভিন্ন ভয়েসকে জায়্‌গা দিতে হয়। রিডারশিপের ভিন্নতা অনেক ডিনের ট্র্যাডিশন থাকার জন্য।

    মিরর কে পোস্টার ছেপে ইরাক যুদ্ধ বিরোধিতা করতে হয়েছিল। বিবিসি কে রাগে ওমরের চাকরি খেতে হয়েছিল, হারেত্‌জ কে ইলান পাপের লেখা ছাপাতে হয়, গার্ডিয়ান একই দিনে সালমান রাশদি ( its not time for anti americanism ) আর গ্যালওয়ে ছেপেছিল। জোহান হারি আর ফিস্ক এক কাগজে লেখেন , ইন্ডিপেন্ডেন্ট। কনসিস্টেন্টলি প্রইবেশ প্রশ্নে কর্পোরেটদের বাঁশ দেয় ইন্ডিপেন্ডেন্ট, বিজ্ঞাপন কমে বাড়ে, কাগজের কোয়ালিটি ওঠে পড়ে, এডিটোরিয়াল লাইন কোন একটি রাজনৈতিক দলকে সমর্থন করার তাগিদ ততটা পায় না সব সময়। ঐ আর কি, রিডারশিপের প্রাতকৃত্যে ভ্যারিয়েশন টুক টাক। একটু আধটু অন্যরকম একই রকম।
  • r | ০৪ জুন ২০০৮ ১৪:১১ | 198.96.180.245
  • আজকাল আর আবাপর বেসিক পার্থক্য হল- আবাপ একটি রদ্দি খবরের কাগজ, আজকাল কোনো খবরের কাগজই নয়। বর্তমান অনেকটা বেণীমাধব শীলের ফুল পঞ্জিকার মত। প্রতিদিন সাবঅল্টার্ন- ওঁয়ার ভাষা নাই।
  • r | ০৪ জুন ২০০৮ ১৪:০৯ | 198.96.180.245
  • লোকে খবরের কাগজ পড়ে কেন? ঠাকুরের লোকশিক্ষের সার্মনটা সবাই দিল পে লে লিয়া।
  • h | ০৪ জুন ২০০৮ ১৪:০৬ | 125.18.104.1
  • যাক আমিও তাইলে আবাপকে খিস্তি করাটা চালিয়ে যাব। অন্তত আমার মতামতের একটা পোচার হবে ইশানের পয়সায়, প্রতিবাদের খাদি গ্রামোদ্যোগ ঃ-)
  • LCM | ০৪ জুন ২০০৮ ১৪:০৬ | 12.20.21.200
  • কেন? আনন্দবাজার, বর্তমান, আজকাল - এরা সকলেই কাগজ। ঠিক যেমন মিরর, হেরাল্ড, টাইমস, টেলিগ্রাফ... মিডিয়া তো এরকমই - পূব/পশ্চিম/উত্তর/দক্ষিণ সব দিকেই কম বেশী এরকম ঃ-)
  • Arpan | ০৪ জুন ২০০৮ ১৩:৫৯ | 202.91.136.71
  • লিংক দেওয়ার কোন গূঢ় কারণ নাই। ঐটিও প্রাতকৃত্য করার মত অভ্যাসে পরিণত হয়েছে।

    একমাত্র কারণ বিভিন্ন লোকজন কী ভাবছে সেইটা অবজার্ভ করা।
  • h | ০৪ জুন ২০০৮ ১৩:৫৮ | 125.18.104.1
  • আজকাল আনন্দবাজার বর্তমান প্রতিদিন এগুলো কোন কাগজ নয়। লোকে এইগুলা পড়ে কারণ আর কিসু নাই। গণশক্তি তো কাগজ নয়, পার্টির মুখপত্র। বাংলা সাংবাদিকতার গৌরবময় ইতিহাস মোটামুটি এই জায়গায় আপাতত।
  • nyara | ০৪ জুন ২০০৮ ১৩:৩২ | 64.105.168.210
  • আমি আনন্দবাজার পড়ি না। আজকাল পড়ি। করণ লিনাক্সে আনন্দবাজার পড়া যায় না, আজকাল যায়। তবে আজকালের থেকে 'হিপ অফ ক্র্যাপ' কোন পত্রিকার পক্ষে হওয়া সম্ভব নয়। পিরিয়ড। অ্যাকচুয়ালি গণশক্তি - তাদের ঘোষিত অবস্থান মনে রাখলে - পড়তে অনেক স্বস্তিদায়ক। কিন্তু টেকনোলজি উন্নতি না করলে ও জিনিস দিনের পর দিন পড়া খুব কঠিন।
  • h | ০৪ জুন ২০০৮ ১৩:১৭ | 125.18.104.1
  • একটা ওভার একসিস্টেন্ট আর্গুমেন্টে, একটা পলিটিকাল ক্যাম্পেন কে এভিডেন্স হিসেবে পেশ করা আদৌ যায় কি?

    হার্ড নিউজ ব্যাপারটাকে মোটামুটি আবাপ ই তুলে দিয়েছে। তুলে দেওয়াটাকে ফ্যাসন করেছে ইন ফ্যাকট।
  • h | ০৪ জুন ২০০৮ ১৩:১৫ | 125.18.104.1
  • মানে হয় কারণ যে প্রশ্নহীনতার শিখরে আবাপ র রাজনীতি পৌঁছে গেছে তাকে প্রশ্ন করার কাজটা মাইনে না করা কাউকে না কাউকে তো করতে হবে। ঠিক ছোটো মতামত ফোরামে এটা আলোচনা করার কোন মানে হয় না। সেতো ঠিক। কারণ কিছুতো আর বদলাবে না। আবাপর সম্পাদকীয় নীতি গুরুর মতামত কলাম দেখে বদলাবে না, বা বদলালেও উদ্দেশ্য অভিন্ন হলে বদলাবে।

    কিন্তু লিংক দেওয়ার মানে টা কি তাইলে। অতি পঠিত, অতি প্রচারিত, ডেমোগ্রাফিকালি বাংলা পড়তে পারা পাঠকদের মধ্যে সকলের কাছে প্রচন্ড বেশি অ্যাঅক্সেসিবেল, প্রাতকৃত্যের মত অভ্যাসে পরিণত কাগজের লিংকটি ছোটো পত্রিকার পাতে বেড়ে দেওয়ার তাইলে কারণ কি? ভাটের পাতায় আবাপ কজন এমনিতে পড়েন না?

    আর পাবলিক সেকটর প্রাইভেট সেকটর এফিসিয়েন্সির পার্থক্যের ঢপ টা চর্বিত ঢপ, মুড এলে আবার আলোচনা করা যাবে।
  • Blank | ০৪ জুন ২০০৮ ১৩:১০ | 203.99.212.224
  • আমাদের ওদিকে SEB লেখা বড় বড় ট্রান্সফরমারন্য দেখতে পাই তো
  • Arpan | ০৪ জুন ২০০৮ ১৩:০৬ | 202.91.136.71
  • করে।
  • S | ০৪ জুন ২০০৮ ১৩:০৪ | 194.239.94.33
  • আমি খুব ভালো ভাবে জানি না, তবু জিজ্ঞেস করছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড কি আর এক্সিস্ট করে? আমি যদ্দূর জানি করে না। ব্যান্ডেল থার্মাল আগে SEB-র আন্ডারে ছিল, পরে SEB ডিসল্‌ভ হয়ে যাবার পরে সে এখন PDCLএর আন্ডারে।
  • Arpan | ০৪ জুন ২০০৮ ১৩:০১ | 202.91.136.71
  • ওকে। এইবার PLF ১০০%-এর বেশি হওয়া মানে কি? যা ক্যাপাসিটি তার থেকে বেশি উৎপাদন হচ্ছে?
  • shrabani | ০৪ জুন ২০০৮ ১২:৫৮ | 124.30.233.101
  • PLF = Plant Load Factor in %
    একটিপাওয়ার প্ল্যান্টের performance assess করা হয় PLF এর ভিত্তিতে।এই ক্যালকুলেশন করা হয়, প্ল্যান্টের ক্যাপাসিটী, কত জেনারেট করেছে এই পিরিয়ডে।
    PLF = MWHr (generated)/MW(installed)*Period
  • Blank | ০৪ জুন ২০০৮ ১২:৪৫ | 203.99.212.224
  • প্ল্যান্ট লোডিং ফ্যাক্টর মনে হয়
  • shrabani | ০৪ জুন ২০০৮ ১২:৪৪ | 124.30.233.101
  • * বজবজ অবশ্য CESCর, টিটাগড় ও তাই।
    আমার কাছে শুধু প্রথম পঁচিশএর ডাটা আছে। তবে মহারাস্ট্র, গুজরাট আর অন্ধ্রের পরেই ওয়েস্ট বেঙ্গল SEB
  • Arpan | ০৪ জুন ২০০৮ ১২:৪২ | 202.91.136.71
  • PLF জিনিসটা কী?
  • shrabani | ০৪ জুন ২০০৮ ১২:৩৮ | 124.30.233.101
  • চাইনিজ টয় আর চায়নার টরবাইনকে এক গোত্রে ফেলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আমার পুরোনো বস আমাদের কোম্পানি থেকে রিটায়ার করে এখন জিন্দাল এ সর্বেসর্বা, ওরা একটি 2000 MW বসাতে যাচ্ছে, পুরো চাইনিজ ডিজাইন। উনি কিছুদিন আগেই চীন গেছিলেন। বলছিলেন যে সারাজীবন BHEL র পিছনে ধাওয়া করে করে কাজ করার পর এখন প্রায় স্বর্গীয় অনুভূতি। বলছিলেন BHEL একটা জিনিস দিতে কেঁদে ককিয়ে যায়, কোনো অপশন থাকেনা, যা দেয় তাই নিতে হয়। আর চীনে ফ্যাক্টরিতে শয়ে শয়ে জিনিস (অবশ্যই বিদ্যুত যন্ত্রাংশ) বানাচ্ছে, দেখেশুনে নাও।
    উনি দেখে এসেছেন পাওয়ার ইন্ডাস্ট্রীর বড় বড় সাপ্লায়াররা (Siemens, GE ইত্যাদি) তাদের টারবাইন ম্যানুফ্যাকচারিং ইউনিট চায়না তে শিফ্‌ট করছে।
    BHEL তো বেশীর ভাগই বিদেশী কোম্পানি থেকে কিনে সাপ্লাই করে। দেখা গেল হয়তো তারা সিমেন্সএর ছাপ্পা লাগানো যে জিনিস দেবে তাও সেই চাইনিজ ই ।
    এরা শয়ে শয়ে জিনিস বানাচ্ছে তা খারাপ বানিয়ে রেপুটেশন খারাপ করে বানিজ্য ডকে ওঠাবে এমন বেওকুফ কেউ হয়না।
    বিদ্যুতকেন্দ্রের টারবাইন ব্লেড খারাপ হওয়ার অনেক কারন থাকে।আমাদের একুশ টি প্ল্যান্টের কোনো না কোনো ইউনিটে এ ধরনের অনেক প্রবলেম এসেছে, তার জন্য আমাদের এক্সপার্ট টীম আছে, ওভারহলিং এর সময় অনেক কাজ করা হয় প্রিভেনশনের জন্য যা সাধারণ স্টেট ইলেক্ট্রিসিটী বোর্ডের প্ল্যান্টে হয়না রিসোর্সের অভাবে। তবু ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের মধ্যে বেশ উপরের দিকে পারফর্মেন্স এর দিক থেকে।
    Best power stations in country.
    1. Dahanu (maharastra)---PLF 101.2
    2. Budgebudge (WB)-- PLF 100.4
    13. Titagarh (WB)-- PLF 92.1
    16. Bakreswar (WB)--- PLF 91.7
    All India SEB's average PLF --71.9


    সিপিএম কে খারাপ প্রমাণ করার জন্য নন্দীগ্রাম সিঙ্গুর কি কম পড়িয়াছে যে এইসব আলভাল নন ইস্যু নিয়ে ইস্যু বানানোর চেষ্টা করছে আবাপ?
  • Arpan | ০৪ জুন ২০০৮ ১২:৩৬ | 202.91.136.71
  • আবাপ'র লেখাটি আবাপ'র মতই হয়েছে। উদ্দেশ্য বা বিধেয় নিয়ে নতুন কিছু বলার মনে হয় না। ঃ)

    একমাত্র যে দুটি কারণে আমার মনে হল কিঞ্চিৎ কৌতুকের অবকাশ রয়েছে ঃ

    ১) লোকসভা নির্বাচন আসছে। দেশের প্রায় সব জায়গাতেই কংগ্রেস কুপোকাত হলেও অপ্রত্যাশিত ভাবে পঃবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সিপিয়েমকে একটু বেকায়দায় পাওয়া গেছে। তাই প্রেম নেই, অথচ বোঝাপড়া করে ঘর করতে হচ্ছে এই হেন দম্পতির মতই আচরণ দুইটি দলের কাছেই সমান প্রত্যাশিত। আশা করা যায় এইরকম তরজা আরো চলবে যদ্দিন না নেক্সট ইলেকশন হচ্ছে।

    ২) খোলা টেন্ডারে বরাত পেতে গেলে যে উৎপাদনের গুণমান, উন্নত পরিষেবা ও প্রতিযোগিতামূলক মূল্য এই তিনটি জিনিসের প্রয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ডে রাষ্ট্রায়ত্ত শিল্পসংস্থাগুলির বাপের জমিদারির দিন যে শেষ হয়েছে সেইটি পঃবঙ্গের ক্ষমতায় যারা আছেন তারা অনুভব করতে পারেন (মানে ইদানীং পারছেন)। কিন্তু একইসাথে তাঁরা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সাথে কেন্দ্র কীরকম বিমাতৃসুলভ আচরণ করছে সেই নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামেন। অর্থাৎ ক্ষমতায় থাকলে যে অপ্রিয় (?) পদক্ষেপগুলির দায়িত্ব তাঁদের নিতে হয়, দায়িত্বে না থাকলে নির্বিবাদে বিপক্ষকে সেই নিয়ে চাঁদমারি বানাতে পিছপা হন না। তবে বলা যেতে পারেই এই কন্সিস্টেন্সির অভাব তো সিপিয়েমের একার নয়। তাই তাদের এতে আওয়াজ দেবার কী আছে?

    বাকি যেগুলো বলা হয়েছে সেইগুলি ঐ ব-য়ে আকার। লেখাটির শিরোনামের মতই।
  • h | ০৪ জুন ২০০৮ ১২:১৫ | 125.18.104.1
  • আবাপ ইজ দ্য বিগেস্ট হিপ অফ ক্র্যাপ। বাংলা বা এমনকি স্থানীয় ইংরেজি মিডিয়ায় কোনো কম্পিটিশন নাই, শিবিরে নিমজ্জিত বোগাস ট্যাবল্যেড ধর্মী জার্নালিজমের বাজারে তাই যারে কয় ইনি শেয়াল রাজা। ছোটো বাজারের একচ্ছত্র অধিপতি।
  • LCM | ০৪ জুন ২০০৮ ১২:০৬ | 12.20.21.200
  • আবাপ-র প্রবন্ধে বলছে, পশ্চিমবঙ্গে সরকারে কম্যুনিষ্ট পার্টি ক্ষমতায় আছে বলে কিছু কাজ চীন-কে দিচ্ছে। কিন্তু তাহলে প্রশ্ন হল, আমেরিকা-য় কোন সরকার ক্ষমতায় আছে? হে হে...
  • h | ০৪ জুন ২০০৮ ১১:৪৪ | 125.18.104.1
  • আবাপ র এই খবর গুলো আমার ব্যাপক মজা লাগে। এই খবরটায় অসংখ্য ঢিল মারা হল। কয়েকটি গরীবের পো পেশ করি।

    এক। জাতীয়তাবাদ আর দেশাত্মবোধ। প্রতিবেশী একদা শত্রু এবং এখন অর্থনীতিতে উচ্চাভিলাষী রাষ্ট্রটির সঙ্গে প্রজুক্তি ক্ষেত্রে সহযোগিতা কে বেচা হল জাতীয় স্বার্থ বিরোধিতা হিসেবে। এখানে যাকে বলে গেঁয়ো যোগী পাবলিক সেকটর। কঠিন হাস্যকর, কারণ আবাপর পাব্লিক সেকটর প্রেমের ইতিহাস খুব উঙ্কÄল এ কথা সন্তোশ্মোহন দেব ও বলবেন না ঃ-) এই ঢিলের লক্ষ্য অবশ্যই সিপিএমের ডুবিয়াস দেশপ্রেম। কারণা দেশেপ্রেমের পতাকা সর্বদাই তেরঙা। চীনের কাস্তে হাতুড়ি পাকিস্তানের তারা শ্লোগানের আধুনিক সংসকরণ।

    ধরেন এই সহযোগিতার উদাহরণটি যদি আসামে বা কংগ্রেস শাসিত রাজ্যে হত বা প্রণববাবুর উদ্যোগে হত, তখন এটা হত দুইটি সার্বভোয়্‌ম রাষ্ট্রের মধ্যে সম্মানজনক বোঝাপড়া। আর যদি আমেরিকার কোন কোম্পানি এই প্রযুক্তির সহযোগিতায় থাকতো তাহলে খবরটা পরিবেশিত হত দুইটি বৃহত গণতন্ত্রের স্বাভাবিক উন্নততর বন্ধুঙ্কÄ বলে। যে বন্ধুঙ্কেÄ সুদুই ভালবাসা। বলা যায় না, হয়ে্‌তা দেশ পত্রিকায় সেবারি গিন্সবার্গের কবিতার মুহুর্ত উঠে আসত। বা অন্তত পক্ষে বুদ্ধদেব বসুর একটি রাজনৈতিক আলোচনা।

    দুই। কোয়ালিটি। এইটা ইউরোপ আমেরিকার বাপের। এইটে আর কোথাও পাওয়া যায় না। ত
    তৃতীয় বিশ্বে ব্যতিক্রম সুদু প্রফুল্ল সরকার স্ট্রীট। পশ্চিমি ইন্ডাস্ট্রি সম্পর্কে এই প্রশ্নহীনতা টা এক অনং ঢিলের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে কিনা না ভেবেও আমরা বলতে পারি যে এই প্রচার প্রচেষ্টাটি হাস্যকর শুধু নয়, স্রেফ ফ্র্যানচাইজি ইকোনোমি তৈরীর দর্শন। মেকলের ট্র্যাডিশন। এই দর্শনে আরেকটি দিক হল ক্ষুদ্র বা মাঝারি বদলে বৃহৎ শিল্প তথা বিজ্ঞাপণদাতার তাঁবেদারি। এই দর্শনটি প্রশ্নাতীত কিনা পাঠক বিচার করবেন বলে ছাড়ছি না, কারণ পাঠকের বিচার করার টাইম নাই।

    তিন। মুখ্যমন্ত্রী কে আর সিপি আই এম এর একটা 'ভালো' অংশকে 'খারাপ'
    সিপিএম এর থেকে আলাদা করা। আবাপর এই এজেন্ডার আমার মতে সিপিআইএম নেতৃঙ্কেÄর অ্যালিয়েনেশন কে নিশ্চিত করেছে। ১৯৯৩ থেকেই করেছে। তবে শুধু মনে রাখবেন, এই ভালো আর অশোকবাবুর মত 'ভালো' রা এক নন। দুইটি কনস্টিতুয়েন্সি ঃ-))

    তিনটের সম্মিলিত ফল টি হল একটি আস্প্যারিং মিডলক্লাস জীবন দর্শনের জয়জয়াকার। প্রশ্নহীনতার জয় জয়াকার। কন্সেন্ট ম্যানুফাকচারিং এর জয় জয়াকার। সঙ্গে একটু বাঙালি মনখারাপ। জাতির মূল্যবোধের প্রবমানতায় এইটে একট বড় বাহক। মেলানকলি অফ দি ওয়ান্স আন্ডারডেভেলপড ঃ-)

    ধন্য আবাপ। আমরা মুগ্‌ধ। দিকে দিকে লিংক প্রচারিব।
  • shrabani | ০৪ জুন ২০০৮ ১১:৩৫ | 124.30.233.101
  • অবশ্য সিপিএম নিজ দোষেই "নন্দ ঘোষ" হয়ে বসে আছে, কিছু করার নেই। তবে প্রতিবেদন টা যেহেতু আমার ফিল্ডের খবর, দেখে চুপ থাকতে পারলাম না, আমাদের একজন উপরওয়ালা পরশু ওখানে গেছেন, ডেলি মিটিংএ আলোচনা হচ্ছে।
    কিছুদিন আগে টাটা পাওয়ারএর একটি টারবাইন ভেঙে কয়েক মাইল দুরে গিয়ে পড়ে, বলাই বাহুল্য তা চীনের ছিলনা এবং এ নিয়ে কোনো খবরও হয়নি।
    ভারতে সাম্প্রতিককালে যে বড় বড় প্রাইভেট সংস্থা পাওয়ার প্লান্ট বসাতে যাচ্ছে তার অধিকাংশই চাইনিজ ডিজাইন এর। আর BHEL একটি প্যারাসাইট কোম্পানি, শুধু সরকারী চাপে আমাদের তাদের কে ক¾ট্রাক্ট দিতে হয়। নাহলে একবার তাদের সঙ্গে কাজ করলে দ্বিতীয়বার আর কেউ কাজ করবেনা।
  • RATssss | ০৪ জুন ২০০৮ ১১:১৮ | 24.24.228.247
  • খবরের কাগজেরা অনেকটা খবরই পরের মুখে ঝাল খেয়ে ছাপে, রিসার্চ - অ্যানালাইসিসটা বড্ড খেলো স্টেজের উপরেই রাখে - ভারতবর্ষের ক্ষেত্রে এটা অনেক পুরোনো সত্য।

    অবশ্য লেখকেরাই অনেকটা নিজেদের মত করে ওজন বহন করে।
    বাংলা সিনেমার স্বঘোষিত মেগাস্টার বুম্বাদা তাই প্যারিস ঘুরে লেখে - "ফরাসীদেরও আমাদের মত ঝোল দিয়ে ভাত মেখে না খেলে তৃপ্তি হয় না!'
  • RATssss | ০৪ জুন ২০০৮ ১১:১১ | 24.24.228.247
  • কিন্তু ফাটাকেষ্ট কি কোন ভাবে অনলাইনে দেখা যায় না! বড্ড শখ হতিছে গো!
  • RATssss | ০৪ জুন ২০০৮ ১১:১০ | 24.24.228.247
  • নবদাকে চিনতাম না বলেই হয়ত জেনারেলাইজেশনটা একটু বেশী মাত্রায় হয়ে গেছে, তবুও কিছুটা অবকাশ থাকেই। হালকা করে বকুনি প্রাপ্য ছিল কি না জানিনা, সন্দেহ একটু ছিল বলেই আমি আমার গল্পটা গল্পগাছায় লিখিনি, ভাটে লিখেছি।
  • shrabani | ০৪ জুন ২০০৮ ১১:০২ | 124.30.233.101
  • আবাপ এর লিঙ্ক টা যদি চিন এর জন্য হয় তবে কিছু বলার নেই আর যদি বিদ্যুত কেন্দ্রের অর্ডার চীনী কোম্পানি পেয়েছে সিপিএম এর দৌলতে তা হয় তা হলে কি আর বলব? কাগজে খবর বার করতে মিনিমাম স্টাডি টাও আজকাল এরা করেনা।
    সেদিন দিল্লীর একটি থার্মাল পাওয়ার স্টেশনে একজন কুলিং ওয়াটার সাইট পরিদর্শনে গিয়ে স্ল্যাব ভেঙে গিয়ে ক্যানালে পড়ে ভেসে গিয়ে মারা গেল আর TOI লিখল বয়লারের মধ্যে পড়ে মারা গেছে!
  • tania | ০৪ জুন ২০০৮ ১১:০১ | 76.200.150.22
  • বোজুয়া, হাই ভোল্টেজের প্রফ এন সি। ইনি আবার আমাদের ফার্স্ট সেমে ক্লাস নিতে এসে বলেছিলেন, মামনিরা বল কবে পরীক্ষা দেবে। বাবারা কোনো কথা বলবে না। ঃ-)
  • m | ০৪ জুন ২০০৮ ১০:৩৭ | 12.240.14.60
  • ইন্দু,
    আজ আমি দাদার কীর্তি শুরু করেছিলাম- এত গানের গুঁতোয় আর দেখলাম নাঃ(
  • Paramita | ০৪ জুন ২০০৮ ১০:১৪ | 143.127.131.4
  • কিন্তু অজদা বকে কেন, শেষ পোস্টদুটো পড়ার আগে অমলকান্তির যে ছবি আঁকা হয়েছে, তাতে র‌্যাটাসের মত আমারও তাকে টেনিদাসম লাগছিল।
  • m | ০৪ জুন ২০০৮ ১০:০৪ | 12.240.14.60
  • নবদাকে আসলে আমাদের এই ছাপোষা বেঁচে থাকা দিয়ে ঠিক বোঝা যায় না- নবদা চাইলেই আমাদের সকলের চেয়েই হয়তো সফল হতে পারতো,কিন্তু আমাদের মধ্যে কারুর নবদা হবার ক্ষমতা বা যোগ্যতা নেই।

    দলমত নির্বিশেষে যারা ওকে চেনে সকলে এই লোকটাকে ভালোমানুষ বলে স্বীকার করবে- শ্রদ্ধাও।
  • aja | ০৪ জুন ২০০৮ ০৮:৪৪ | 71.106.244.161
  • ইন্দুরাস-কে আমি একটু বকুনি দেব। নবদা প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স অনার্সের ছাত্র ছিল। অন্ততঃ গত শতাব্দী-র আটের দশকে ঐ ডিপার্টমেন্টে অ্যাডমিশন পাওয়া বেশ কঠিন ব্যাপার ছিল। যতদূর জানি, নবদা উচ্চ-মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল বা কাছাকাছি ছিল। সেটাও অ্যাচিভমেন্ট হিসেবে বেশ সিগনিফিক্যান্ট। আর যদিও নবদার নিজের রাজনীতিতে গভীর বিশ্বাস ছিল/আছে, তবুও অন্য রাজনীতির লোকেদের কাছে টানতে কখনো অসুবিধা হতে দেখিনি। রাজনীতিতে আমার সাথে নবদার অমিল অনেক ছিল/আছে। কিন্তু আই মিস হিম। কর্পোরেট ল্যাডারে উঠতে হলে যে পিপল স্কিল লাগে, তার সবই আমি নবদার মধ্যে দেখেছি। মোটের উপর, যে সমস্ত জাগতিক সাফল্য নিয়ে আমরা গর্ব করি, তার প্রায় সবই এই ছেলেটির ধরা-ছোঁয়ার মধ্যেই ছিল। সে সব এইভাবে সরিয়ে দিতে যে মানুষ পারে, তাকে 'সব কলেজেই এ'রকম দু'চারজন থাকে' বলে তুচ্ছ করা যায় না।
  • RATssss | ০৪ জুন ২০০৮ ০৭:১২ | 63.192.82.30
  • মিঠুনদার এই বিখ্যাত অ্যাকশন কেউ দেখেছ? চ্যাঙ চুংএরা মিঠুনদা থেকে টোকে ঃ-)

  • RATssss | ০৪ জুন ২০০৮ ০৭:০৪ | 63.192.82.30
  • মামী, ফাটাকেষ্ট-র ধারাবিবরনী দেবে না!
  • pi | ০৪ জুন ২০০৮ ০৫:৩৪ | 128.231.88.7
  • তবে অজদা, রিসেণ্ট খবর শুনলাম, নবদার ছাত্রাবস্থার পরিসমাপ্তি ঘটেছে, উনি এখন কৃষক সংগঠনের সাথে কাজ করেন, মালদাতে ।
  • bozo | ০৪ জুন ২০০৮ ০৫:১৮ | 128.111.243.190
  • তানিয়া, গল্পগাছায় হাই ভোল্টেজের প্রশ্নকর্তা কি চুল্লু?
  • RATssss | ০৪ জুন ২০০৮ ০৪:২৫ | 63.192.82.30
  • শুধু নবদা /দাদু কেন?
    সব কলেজেই এই প্রজাতিয় দু-এক পিস পাবলিক থাকে।
    আমাগো কলেজে যে বাপের বয়সী লোকদুটো ছাত্রাবস্থা ও রাজনীতি নিয়ে ঘন্টাদুয়েকের বিরক্তিকর জ্ঞান দিয়েছিল, তাতে বেশ কয়েকবার "আমাদের সময়কালে' বলে উল্লেখ করেছিল -সেই সুকান্ত - সোমনাথ আমাদের ব্যাচের রোলনম্বর ওয়ান - টু। পরে জানা গেল তাঁরা গত ৮-১০ বছর ধরে ছাত্রদের নিয়ে এত ব্যাস্ত যে সেকেণ্ড ইয়ারে উঠবার সময় পায় নি। ফেয়ারওয়েলে অতি দুঃখ করে বলেছিল - তোরা পড়াশুনো করিস, তোদের কোন যাতে অসুবিধা না হয় তা দেখতে গিয়ে আরো কটা বছর চলে গেল কোথা থেকে!
    বছর দু-চার চাকরি করা হয়ে গেছে তখন, আম্রিকার ভিসা করবার আগে ইউনিভার্সিটির দলিল আনতে কলেজ গিয়েছি। স্বভাবতই কাউকে চিনি না। ছেলেপুলেরা কেমন জানি সন্দেহের দৃষ্টিতে দেখছে। ফাইনালি কমন রুমে পরিচিত মুখ - সোমনাথ। অনেক আড্ডা হয়েছিল - খুব দুঃখ করে বলেছিল সুকান্ত বছর চারেক আগে একটি ছাত্রীর প্রেমে পরে কেমন করে জানি বিএ পাশ দিয়ে দিয়েছে। সোমনাথ তাই এখন রথ দেখার সঙ্গে কলা বেচে। এখন ওর রোল নম্বর ১। কলেজ ইউনিয়নের সঙ্গে কলেজ ক্যান্টিনের ইজারাটাও ওর নেওয়া।
  • pi | ০৪ জুন ২০০৮ ০৩:৩৮ | 128.231.88.7
  • নবদারা তো কখনো দাদু হন না। মানে আমার বেশ কিছু পরের জেনেরেশানের কাছেও উনি এখনো কাকু হন নি বলেই শুনেছি।
    ম দি, নিশ্চিন্ত থাকো, তোমার ছেলেও লাইফে কোনো একটি সময়ে ওনাকে ব্যাচমেট হিসেবে পাবে। ঃ)
  • m | ০৪ জুন ২০০৮ ০৩:১৬ | 12.240.14.60
  • শেষ জানি যদুপুরে যত বিষয়ে সম্ভব বিএ এমে ইত্যাদি করে চলছিলো।গত তিন বছরের খবর জানা নাই।
    তবে এইবার গিয়ে জানার ইচ্ছে আছেঃ)
  • aja | ০৪ জুন ২০০৮ ০৩:০৩ | 207.47.98.129
  • নবদা এখন কি করছে জান?
  • m | ০৪ জুন ২০০৮ ০২:৪৪ | 12.240.14.60
  • নবদা একটা সাংঘাতিক লোক- আমি তখন একটা প্রেম করি- একদিন নবদার বাড়ি নেমন্তন্ন- মাসিমা খেতে দিচ্ছেন,খেতে খেতে গল্প হচ্ছে,আমায় হঠাৎ বল্লো,শোন তোকে বলে দিচ্ছি ছেলেটা সুবিধার না,অন্ধকারে ঝিলপাড়ে বসলে কিন্তু তোর মুশকিল হয়ে যাবে।
  • aja | ০৪ জুন ২০০৮ ০২:৩১ | 207.47.98.129
  • তবে তোমার ছেলের জন্য নবদাদুর একটা গল্প বলি। একটু X-রেটেড। কিন্তু নাতিকে বলা চলে ঃ)।

    আমি বিয়ে করছিলুম থার্ড ইয়ারে পড়তে। ক্যান্টিনে বসে আছি। নবদা হই-হই করে ঢুকল - কিরে, তুই নাকি বিয়ে করেছিস? আমি উঙ্কÄল মুখে বললুম - ঠিকই শুনেছো। নবদার প্রশ্ন - বিয়ে করা নাকি হাতি পোষার খরচ? বিভ্রান্ত আমি একটু গাড়োলের মত ঘাড় নাড়লুম। পরের প্রশ্ন - হাত থাকতে হাতি পুষলি কেন? ক্যান্টিন ফাঁকা হয়ে গেল।
  • m | ০৪ জুন ২০০৮ ০২:২৬ | 12.240.14.60
  • ঃ)
    আপনার চেয়েও দুইবছরের সিনিয়র।আমি এইবার ভাবছি দেশে গিয়ে ছেলেকে নবদাদুর সঙ্গে দেখা করিয়ে আনবোঃ)
  • aja | ০৪ জুন ২০০৮ ০২:১২ | 207.47.98.129
  • ফিজিক্সের নবদাই বটে। আমার বছর-দুই সিনিয়র। কিন্তু আমার বয়েস নিয়ে ভয় পেয়ো না।
  • m | ০৪ জুন ২০০৮ ০২:০৮ | 12.240.14.60
  • অজদা,
    আপনার গল্পগাছায় যে নবদার কথা আছে-উনি কি সেই ফিজিক্সের নবদা- কিন্তু তিনি আমার দিদিরো দাদা,আমাদেরো নবদা।আবার আপনারো নবদা- আমার লোকটার বয়েসের কথা ভেবে খুব ভয় লাগছেঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত