এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৬ জুন ২০০৮ ১১:৫৪ | 59.93.245.158
  • হবে। বিজনেস লজিক যেমন আছে থাকবে - সে তোমার যে প্ল্যাটফর্ম, যে ল্যাঙ্গুয়েজেই হোক না কেন। বাইরে একটা wrapper লাগিয়ে দেবে - সেটা SOA ইন্টারফেস। লোকজন Fortran 77-এ লেখা প্রোগ্রামকেও SOA-তে এনে ফেলেছে।
  • Arpan | ০৬ জুন ২০০৮ ১১:৫১ | 202.91.136.71
  • ধুত্তেরি, lift ঃ(
  • Arpan | ০৬ জুন ২০০৮ ১১:৫১ | 202.91.136.71
  • ** list & shift-এ SOA হবে না।
  • Arpan | ০৬ জুন ২০০৮ ১১:৫০ | 202.91.136.71
  • অনেক অপশন আছে। পুরো বা কিছুটা rewrite করালে প্রচুর রেভিনিউ আসবে, কাজেই আমাদের জন্য সেইটা সবসময় ভাল। wrap-ও নানারকম ভাবে করা যায়।

    না হলে lift & shift তো আছেই, অল্প পয়সায় কম রিস্কে কাজ সারতে চাইলে। ঃ)
  • Arijit | ০৬ জুন ২০০৮ ১১:৪৭ | 59.93.245.158
  • খুব ইজি। SOA-র বড় সুবিধা এখানেই - লেগ্যাসি সিস্টেমগুলোকে অনায়াসে wrap করে ফেলা যায় - তাপ্পর বাইরে থেকে সেগুলোকে অ্যাকসেস করা সোজা। চাড্ডি নতুন জিনিস শিখতে হবে - WSDL সবার আগে। এট্টু দেখে নিও।
  • Arpan | ০৬ জুন ২০০৮ ১১:৪০ | 202.91.136.71
  • ঠিকাছে। আমি যখন যখন দরকার হবে তখন জিগ্যেস করে নেবো। একটা পুরনো সিস্টেমকে কিছুটা ভেঙ্গে কিছুটা নতুন করে গড়ে সাজাতে হবে। এর বেশি ডেটা এখনো হাতে নেই। ঃ)
  • Arijit | ০৬ জুন ২০০৮ ১১:৩১ | 59.93.245.158
  • এইত্তো আমি SOA এক্সপাট;-) ছয় বচ্ছর কাজ করিতেছি। অপ্পন কি জিগাবে জিগাও - তবে কখন উত্তর দেবো জানি না। এখনও রেগুলার হই নাই। তবে নতুন বোতলে পুরনো মদ বটেই - শুধু পুরনো মদের কিছু ডিফেক্ট (সম্ভবত) ঠিক করে - এটা এখনও তর্কের বিষয়।
  • RATssss | ০৬ জুন ২০০৮ ০৮:৫৮ | 63.192.82.30
  • বন্ধের বাজারে ছোট্ট করে গুরুদক্কিনা হবে না!!
  • RATssss | ০৬ জুন ২০০৮ ০৮:৫৭ | 63.192.82.30
  • থ্যাপস পাল, পোসেনজিতের পরে শুকেনদাস শুরুর আগে মামীও ক্লান্ত - অথবা মামার প্রবল বিদ্রোহের মুখে মামীর পলায়ন
  • RATssss | ০৬ জুন ২০০৮ ০৮:১৬ | 63.192.82.30
  • সন্ন্যাটা....
    .... চুপ, বাঘ আসছে
  • Tim | ০৬ জুন ২০০৮ ০৪:৩১ | 204.111.134.55
  • যাক! তবু একটা চেনা নাম পেলুম। ঃ)
    রেইনবো কোয়েস্ট আমারো খুব ভালো লেগেছিলো।
  • bozo | ০৬ জুন ২০০৮ ০৪:০৭ | 128.111.119.126
  • ন্যাড়া দা, আপনি অলরেডি দেখে না থাকলে ইউ টিউবে খুঁজে খুঁজে রেইনবো কোয়েস্ট এর পার্ট গুলো দেখতে পারেন। আমার খুব প্রিয়, তাই ভরসা করে রেকমেন্ড করলাম।
  • nyara | ০৬ জুন ২০০৮ ০২:২৪ | 67.88.241.3
  • বা রে! রিভিউ পড়ে তো সংগ্রহে রাখার মতন বই মনে হচ্ছে। লাইব্রেরিতেও আছে দেখছি।

    তবে পার্সোনাল রেকমেন্ডেশন বেশি ভাল কাজ করে। মানে আমাদের কান তো রস সাহেবের মতন নয়। কাজেই সাহেবের যা ভাল লাগবে, একটা ছোট প্রব্যাবিলিটি থেকে যায়, আমার কানে না জমার। তাই আমার মতন গান-শোনা কান যাদের তাদের রেকমেন্ডেশন বেশি ভাল কাজ করে। এ হল যাকে বলে জীবন থেকে উঠে আস অভিজ্ঞতা। গান আর খাবারে প্রযোজ্য। এখনও অব্দি যা দেখেছি।
  • agantuk | ০৬ জুন ২০০৮ ০১:৫৩ | 128.48.203.91
  • ন্যাড়াবাবুকেঃ twentieth century western classical music নিয়ে আগ্রহ থাকলে এই বইটা দেখতে পারেন - http://www.therestisnoise.com/2004/05/what_is_this.html খুবই তথ্যবহুল এবং সুখপাঠ্য। শোয়েনবার্গ, টুয়েলভ টোন (নোট নয়, ন্যাড়াবাবুর নিশ্চই টাইপো হয়েছে) ইত্যাদি নিয়ে অনেক আলোচনা পাবেন, রেকমেন্ডেড পিসেসও পাবেন।
  • Du | ০৬ জুন ২০০৮ ০১:২৬ | 70.104.23.217
  • পরিবহনের অভিজ্ঞতাপ্রসূত ঃ)। যদিও এই আইনী বাধ্য করা কিন্তু উনি পরিবহনেই অ্যাপ্লাই করেন না।
  • bozo | ০৬ জুন ২০০৮ ০১:১৭ | 128.111.119.126
  • http://www.anandabazar.com/5raj4.htm

    সেকেন্ড প্যারাগ্রাফ টি হাইলি ইন্টারেস্টিং।
  • nyara | ০৬ জুন ২০০৮ ০১:০৭ | 67.88.241.3
  • আমি একদম ক্ল্যাসিকাল শোনায় বলিউডি। ক্ল্যসিকাল আর রোম্যান্টিক - এই দুই পিরিয়ডে ঘোরাঘুরি। বারোক শুনলে বোর হই, আর মডার্নও - রিকার্ড স্ট্রাউস থেকেই - ঠিক জমে না। তবে আজকাল মডার্নের একটু একটু রস পাচ্ছি।

    তোমাদের কেউ শোয়েনবার্গের টুয়েলভ নোট সিস্টেমের কোন পিস রেকমেন্ড করতে পার?
  • bozo | ০৬ জুন ২০০৮ ০১:০২ | 128.111.119.126
  • বারোকের এপিটোম। তাই জিগাইলাম।
  • nyara | ০৬ জুন ২০০৮ ০১:০১ | 67.88.241.3
  • ফোর সিজনস ভিভালডির না? সেই ছেলেবেলায় শুনেছিনু। কিশোর চ্যাটার্জির একটা লেখা পড়ে। বেশ বোর লেগেছিল। তরপরে শোনার জিনিসের অভাব না হওয়ায় আর শুনিনি।
  • bozo | ০৬ জুন ২০০৮ ০০:৫১ | 128.111.119.126
  • সভয়ে প্রশ্ন রাখি, ন্যাড়া দার কি ফোর সীজনস ও পছন্দ নয়?
  • nyara | ০৬ জুন ২০০৮ ০০:৪৬ | 67.88.241.3
  • কোথায় শুনেছি মনে নেই। এখানকার লোকাল ক্ল্যাসিকাল চ্যানেলেই বোধহয়। ইউটিউবটা খনি। ভাল করে এক্সপ্লোর করা হয়নি। নেভিল ম্যারিনারের রাঁধা মোৎজার্ট শুনছি এখন। আমাকে খুশ করার ব্যাপারে এই জুটির সঙ্গে কেউ কম্পিট করতে পারছে না।
  • sinfaut | ০৬ জুন ২০০৮ ০০:৪০ | 117.195.195.10
  • সাইলেন্স অফ দ্য ল্যাম্ব দেখেছেন? তাহলে শুনেছেন। আরও অনেক জায়গাতেই আছে।
  • nyara | ০৬ জুন ২০০৮ ০০:৩৪ | 67.88.241.3
  • হ্যাঁ শুনলাম। আগে শুনেছি মনে হল - তবে গোল্ডবার্গ ভেরিয়েশন বলে জানতাম না। কিন্তু এ চোট্টামি। হার্পসিকর্ডের মাল পিয়ানোয় বাজালে চলবে?
  • sinfaut | ০৬ জুন ২০০৮ ০০:১১ | 117.195.195.10
  • আর আম্মো শুনিয়েই ছাড়বোঃ

  • nyara | ০৬ জুন ২০০৮ ০০:০৫ | 67.88.241.3
  • কোথায় আর শুনলাম! ওটা শোনার আগেই তো ঈশান সব পাতা উড়িয়ে দিল লোকে যাতে বাজে ভাট না পড়ে গুরু বারো পড়ে।
  • Du | ০৫ জুন ২০০৮ ২৩:৩৫ | 70.104.23.217
  • ওটা গ্যাছে মনে হয়। যাই হোক সিস্টেমটা এখন আর ইউজ হচ্ছে না, এই যা স্বস্তি।

    ওরামাও দেখলাম অপবাদের বিষয়ে বেশ সেন্সিটিভ। মিডিয়া না থাকতেই।
  • sinfaut | ০৫ জুন ২০০৮ ২৩:৩২ | 117.195.195.10
  • ছোটোবেলায় মনে আছে, দাদা যেই ব্রান্ডেনবুর্গ কনসার্ট চালাতো, আমি মুখ ভেঙ্গচে বসে থাকতাম। বুঝতেই পারতাম না, একটা ট্র্যাকের থেকে আরেকটা ট্র্যাকের কি তফাৎ (এখনও প্রায় পারিনা)। কিন্তু অসাধারন ভালো লাগত বাখের ভায়োলিন কনচের্তো, বিশেষ করে আদাজিও, উফ্‌ফ। আর আছে কিছু কানটাটা।

    যাকগে, কিন্তু নেড়ুদা ঐ লিংকটা কি শুনেছিলেন?
  • nyara | ০৫ জুন ২০০৮ ২২:২৬ | 67.88.241.3
  • সিনফট, বাবা, তুমি আমাকে আনন্দবাজার পড়ানোর জন্যে উঠে পড়ে লেগেছ কেন?

    IE4Linux পাতা দেখলাম। খুব ঝেড়ে কাশেনি, কিন্তু মনে হচ্ছে WINE দিয়ে চালাচ্ছে। ৫০% মার্কস কাটা গেল ঐখানে।

    অন্য প্রসঙ্গে, তাও একবারেই সব পেন্ডিং কথা বলে দিই। বারোক পিরিয়ডের গানে ওটাই আমার প্রবলেম - তুমি ঠিক ধরেছ - ঐ (আমার কানে) অহেতুক অর্নামেন্টেশন। আর একটা জিনিস আছে। সেটা হল হার্পের (এবং হার্পসিকর্ডেরও) পিড়িং পিড়িং। ওটা বিশেষ পোষায় না। পিয়ানো আসার পরেই বাজনা-টাজনাগুলো ঠিকঠাক জমতে শুরু করল।
  • Arpan | ০৫ জুন ২০০৮ ২২:১৬ | 122.252.231.206
  • এইয়ো মামু।

    পুরানো পাতা পড়তে গেলে ৫০০ টাকার বিল দেখাচ্ছে।
  • Arpan | ০৫ জুন ২০০৮ ২২:১৪ | 122.252.231.206
  • ঃ)
  • bozo | ০৫ জুন ২০০৮ ২২:১০ | 128.111.119.126
  • SOA কি SOB এর চেয়ে ভাল? ঃ-)
  • nyara | ০৫ জুন ২০০৮ ২২:০৭ | 67.88.241.3
  • ls -a করেও দেখা যাচ্ছে ফাইল? তবে তো চিন্তার কথা!
  • Arpan | ০৫ জুন ২০০৮ ২২:০৪ | 122.252.231.206
  • এই তো অ্যাগজন পাওয়া গেছে। খারাপ কেন হবে? নতুন বোতলে পুরনো মদ। মদের স্বাদ কখনো পাল্টায়? খালি বাইরের মোড়ক পাল্টায়। ঃ)
  • Ishan | ০৫ জুন ২০০৮ ২১:৫২ | 12.163.39.254
  • কেন, SOA খারাপ কি? ঃ)
  • Arpan | ০৫ জুন ২০০৮ ২১:৪৩ | 122.252.231.206
  • যা বুঝলাম SOA জিনিসটা পুরো গালবাদ্য।

    কেউ আছেন SOA আর্কিটেক্ট এক্সপার্ট?
  • Ishan | ০৫ জুন ২০০৮ ২১:৩৮ | 12.163.39.254
  • আমি এই আপিসে ঢুকলাম। কিন্তু তাতে লাভ কি? লিনাক্স হেল্পডেস্কের লোকজন মনে হয় অন্য কাজে ব্যস্ত। ঃ)
  • Du | ০৫ জুন ২০০৮ ২১:৩১ | 67.111.229.98
  • আচ্ছা, suse এতে কি locked file গুলো দেখা যায় না? আমার ওরাকলে একটা DB ঠিক চালু হয়েছে, অন্যটা alert log এ দেখাচ্ছে ক®¾ট্রাল ফাইলগুলো নেই। রিকভার করতে গিয়ে দেখি ঐ ডিবিটার ডেটাফাইল থেকে শুরু করে কিছুই নেই, গোটা ফোল্ডারটাই ফাঁকা দেখাচ্ছে। পুরো ডুবে যাবার আগে তাই ভাবতে চাইছি তারা আছে আর শাটডাউন করলেই দেখতে পাবো। এনিবডি হোম?
  • I | ০৫ জুন ২০০৮ ২০:৫৯ | 59.93.198.32
  • ছানাপোড়া নিয়ে বিভূতিবাবুর উৎকট (হ্যা,ঠিকই পড়েছেন, উৎকল না) গল্প আছে, পড়ে দেখবেন। সম্ভবত 'ছেলেধরা' নাম। সেই যে, এক কাপালিক/তান্ত্রিক একটি ছোট ছানা ধরে এনে আগুনে ঝলসে ঝলসে খাচ্ছিলেন।
    একটু বীভৎস , না?
  • P | ০৫ জুন ২০০৮ ২০:৫৯ | 163.244.63.129
  • ছানাপোড়া কি জিনিষ ?
  • Arpan | ০৫ জুন ২০০৮ ২০:৩২ | 122.252.231.206
  • তবে রসগোল্লাগুলো নেহাতই নাদান। ছানার পুরু গোল্লা।
  • stoic | ০৫ জুন ২০০৮ ২০:৩২ | 160.103.2.224
  • ছানাপোড়া তো উড়িষ্যার বলেই জানি। উইকি ও তো তাই বলছে। অরিজিন্যালি উড়িষ্যার, পরে পঃবঃ তেও এসেচে।
  • Arpan | ০৫ জুন ২০০৮ ২০:৩১ | 122.252.231.206
  • ছানাপোড়া আসলে উৎকল দেশেরই মিষ্টান্ন। কাঁথি তো উড়িষ্যার কাছাকাছি।
  • arjo | ০৫ জুন ২০০৮ ১৯:১৯ | 168.26.215.54
  • ছানাপোড়া কি আসলে উড়িষ্যার? আমি খেয়েছি মেদেনীপুরে, কাঁথির কাছাকাছি কোথাও।
  • Blank | ০৫ জুন ২০০৮ ১৯:১৭ | 59.93.214.102
  • আর পুরীর সী বীচে সেই হাঁড়ি তে করে বিক্রি করা রসগোল্লা গুলো ...
  • stoic | ০৫ জুন ২০০৮ ১৯:১৩ | 160.103.2.224
  • ছানাপোড়ার জবাব নেই। জিওলজি পড়ার সময় উড়িষ্যার বোলাঙ্গিরে যে ছানাপোড়া খেয়েছিলাম, তার স্বাদ এখনো মুখে লেগে আছে।
    এখানে ফরাসী দের তাদের creme caramel নামক dessert নিয়ে কত গব্বো। কোথায় লাগে ছানাপোড়ার কাছে। ঃ-)
  • Blank | ০৫ জুন ২০০৮ ১৯:১১ | 59.93.214.102
  • পুরী তেই তো খাই। মেদনীপুরেও হয় নাকি? কাকাতুয়ার দোকানের খাজা আর পুরীর বাজারের এত্ত বড় বাড় পার্শে মাছ
  • arjo | ০৫ জুন ২০০৮ ১৯:০৮ | 168.26.215.54
  • ব্ল্যাংক বাবু পুরীতে ছানাপোড়া খেয়েছ নাকি মেদিনীপুরে? পুরীতে বিখ্যাত হল মাছি ভ্যানভ্যানে জিবেগজা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত