এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tania | ০৭ জুন ২০০৮ ০৩:২৭ | 65.115.93.98
  • শুধু ববি? আমায় সাগরও দেখতে দেয়নি ঃ-( মাধ্যমিকের পরীক্ষা শেষ হবার পর দিন মাসি জিগালো ফুচকা খাবি? আমি বললাম ধুর! তার চেয়ে চল সাগর-এর ক্যাসেট এনে দেখি। মাসি শুনে প্রায় মুচ্ছো গেছিল।
  • S | ০৭ জুন ২০০৮ ০৩:২৩ | 62.242.151.226
  • রাজ কাপুর মারা গেলেন, টিভিতে ববি দিয়েছিল। আমাকে মা দেখতে দেয় নি।
  • Tim | ০৭ জুন ২০০৮ ০৩:২২ | 204.111.134.55
  • নামটা আর তার মানে নিয়ে অনেক কনফুশান ছিলো।
  • Blank | ০৭ জুন ২০০৮ ০৩:১৯ | 59.93.242.108
  • রাম তেরী গঙ্গা মইলি দেখার কত্ত শখ ছিলো ছোট বেলায় ঃ(
  • Tim | ০৭ জুন ২০০৮ ০৩:১৯ | 204.111.134.55
  • কি অপসমস্কিতি রে বাপ!
    আমি বোধায় বালক শিবাজী বা ঐরকম কিছু দেখেছিলাম।
  • S | ০৭ জুন ২০০৮ ০৩:১৭ | 62.242.151.226
  • রাম তেরি গঙ্গা মইলি আরও ভালো ;-)
  • S | ০৭ জুন ২০০৮ ০৩:১৫ | 62.242.151.226
  • আমাঅর প্রথম ঃ ওগো বধূ সুন্দরী
  • Blank | ০৭ জুন ২০০৮ ০৩:১৫ | 59.93.242.108
  • রাম আয়নের থেকে রাম বো ভাল
  • Tim | ০৭ জুন ২০০৮ ০৩:১৪ | 204.111.134.55
  • এই প্রথম সিনিমা বলতে কি হলে গিয়ে বলা হলো? না টিভিতে? তাইলে আমি খানিক কারেক্‌শান কত্তে পারি।
  • Tim | ০৭ জুন ২০০৮ ০৩:০৭ | 204.111.134.55
  • কিং সিনিমা? রাম-আয়ণ? ঃ)
  • Blank | ০৭ জুন ২০০৮ ০৩:০৬ | 59.93.242.108
  • সিনিমা দেখিং
  • Tim | ০৭ জুন ২০০৮ ০৩:০৪ | 204.111.134.55
  • একিরে ব্ল্যাংকি এখনও ঘুমায় নাই?
    উফ্‌ফ এতক্ষণে উইকেন্ড হলো।
  • Blank | ০৭ জুন ২০০৮ ০৩:০২ | 59.93.242.108
  • এরা সব সেদিনের শিশু
  • pi | ০৭ জুন ২০০৮ ০৩:০০ | 128.231.88.6
  • আমার প্রথম সিনিমাঃ হীরক রাজার দেশে।
    কোলে বসেই দেখা। তাই মনে থাকার কথা নয়।
    বাড়ির বড়দের কাছে প্যাঁক খেতে গিয়ে জেনেছি। ঃ(
    বাঘমামাকে দেখেই নাকি ভয় পেয়ে চোখ বুঁজে ফেলেছিলাম আর তারপর বাকি সিনিমা ঘুমিয়ে ঘুমিয়ে ...
  • Blank | ০৭ জুন ২০০৮ ০২:৫৪ | 59.93.242.108
  • ১৯২২ সালে কি 'V' কথাটা ছিল না? সব জায়গায় দেখছি B রয়েছে।
    নাকি ওটাই ভি লেখার স্টাইল
  • Ishan | ০৭ জুন ২০০৮ ০২:৫৩ | 12.163.39.254
  • চাপ চাপ। ঃ)
  • S | ০৭ জুন ২০০৮ ০২:৫১ | 62.242.151.226
  • গুরুতে মাঝে মাঝেই ৫০৩ টাকার নোট দেখাচ্ছে কেন?
  • Ishan | ০৭ জুন ২০০৮ ০২:৫০ | 12.163.39.254
  • আরে কোথায় যেন লিখলাম। দমু সুখে আছে। শুধু কম্পুর কি-বোর্ডটা ভোগে গেছে বলে লিখতে পারেনা। সারাতে কদিন লাগবে জানা নেই।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০২:১০ | 198.169.6.69
  • কারো কাছে ১৯৭১ মুক্তি যুদ্ধের সময় মুজিবের বক্ত্‌তার লিংক আছে ? ........ 'সাত কোটি বাঙ্গালীরে দাবায়ে রাখবার পারবানা ....'
  • arjo | ০৭ জুন ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • দমু দেশেই আছে। তবে কোনো একটি বিশেষ কাজে ফেঁসে আছে। এই আমার ডিডাকশন।
  • S | ০৭ জুন ২০০৮ ০২:০৫ | 62.242.151.226
  • ছড়ানোর কিসু নাই। নাম জানতাম না। কিছু একটা হত সিরিয়াস টাইপের সিরিয়াল। লোকে খুব গম্ভীর মুখ করে দেখত।

    তমস আরও পরের? তা হবে।
  • arjo | ০৭ জুন ২০০৮ ০২:০৪ | 168.26.215.54
  • দমু অন্য একটি ফোরামে আজ সকালে আমাকে বলেছে - সে নাকি নিজেই নিজেকে খুঁজে পাচ্ছে না। এর পরবর্তী খবরের জন্য অপেক্ষা করতে হবে। কদিন বলা যাচ্ছে না।
  • Arpan | ০৭ জুন ২০০৮ ০২:০৩ | 122.252.231.206
  • বুস্টার।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০২:০২ | 198.169.6.69
  • তখন বাড়ীর ছাদে অ্যান্টেনা, অয়ালুমিনিয়ামের তিনটে ডান্ডা। করো কারো আবার, আরেকটা ছোট্টো মতো ..... বাংলাদেশ অ্যান্টেনা।
  • dd | ০৭ জুন ২০০৮ ০২:০২ | 122.167.10.214
  • ঘন্টা পাঁচেক আগে প্রশ্ন করেছিলাম। উত্তর মেলে নি।
    দমু কই ? সে কি বিলেত গ্যালো? না কি তার কম্পুটার পটল তুল্লো? ন কি দুটো ই ?
    কে জানে ? কেউ জানে ?
  • Arpan | ০৭ জুন ২০০৮ ০২:০১ | 122.252.231.206
  • শমীক ছড়াচ্ছে যথারীতি। তমস হত তখন আমি ক্লাস সেভেন বা এইটে।
  • arjo | ০৭ জুন ২০০৮ ০১:৫৯ | 168.26.215.54
  • এহে শমীক তো নেহাৎ বাচ্ছা ছেলে। তমস তো আমি বেশ বড় হয়ে দেখেছি।
  • S | ০৭ জুন ২০০৮ ০১:৫৬ | 62.242.151.226
  • এই "পামোলিভ কা জবাব নহি' নিয়ে একটা জোক চালু ছিল বাজারে। সবাই জানে আশা করি।
  • S | ০৭ জুন ২০০৮ ০১:৫৫ | 62.242.151.226
  • টিভিদাদু এই সেদিন মারা গেলেন।

    টিভিদাদু ছিলেন আমার মামাবাড়ির পাড়ায় আমার দাদুর বন্ধু, তাঁদের বাড়িতেই নাকি প্রথম টিভি এসেছিল। আমি প্রথম টিভি দেখি মামাবাড়িতে। সেই চারটে পায়ার ওপর দাঁড় করানো শাটার টানা সোনোডাইন টিভি, এত ছোট ছিলাম, বানান করে পড়তাম সোনো-ডাইনি। নীল রংয়ের কাচ। শনিবার হলেই পাড়া ঝেঁটিয়ে লোকজন আসত সিনিমা দেখবার জন্যে। আর সপ্তাহের মাঝে বোধ হয় চলত ধারাবাহিক ঃ তামস, হমলোগ। বড়রা খুব সিরিয়াস মুখ করে দেখত, আর আমরা হুটোপাটি করে খেলা করলেই ধমক মেরে অন্য ঘরে পাঠিয়ে দিত।

    দূরদর্শনের সেই সিগনেচার টিউনের এমপিথ্রি আছে কারুর কাছে?
  • arjo | ০৭ জুন ২০০৮ ০১:৫৪ | 168.26.215.54
  • এই আমি বলতে যাচ্ছিলাম। ম্যাকেনরো বা লেণ্ডল কেউ একটা একবার বলেছিল, রমেশ সার্ভিস করার পর আমি একটু ঘুমিয়ে নিই। ঘুম ভেঙে উঠে দেখি তখনো সার্ভিস এসে পৌঁছয়নি।
  • dri | ০৭ জুন ২০০৮ ০১:৫৩ | 129.46.154.111
  • মিডওয়েস্ট। বোনের কাছে। এটা এমনি ফ্যামিলি বেড়ু। মা বাবা আছে। ওখানে তো বিষ্টি হচ্ছে শুনলাম।
  • lcm | ০৭ জুন ২০০৮ ০১:৫৩ | 128.48.203.128
  • তবে কপিলদেব-এর আর একটি দৃশ্যটি মনে গেঁথে আছে সেটা হল, কপিল-এর গালে সাদা দাড়ি কামানোর সাবানের ফেনা, তার মধ্যে দিয়ে রেজার চালিয়ে একটা রেকটাঙ্গেল তৈরি হল, আর সেই ফ্রেমের মধ্যে কপিল একটা বাউন্ডারি মারল - পামোলিভ কা জবাব নেহি।
  • Arpan | ০৭ জুন ২০০৮ ০১:৫২ | 122.252.231.206
  • রমেশ কৃষ্ণানের সার্ভিস করার স্টাইলটা একইরকম ডিসেপটিভ ছিল। বল অন্য কোর্টে পৌঁছতে গিয়ে সকাল গড়িয়ে দুপুর হয়ে যেত।
  • arjo | ০৭ জুন ২০০৮ ০১:৫১ | 168.26.215.54
  • ক্যারিং দ্যা ব্যাট ৭৫ এ।

    দ্রি দশদিনের ছুটিতে চললেন কোথায়?
  • Binary | ০৭ জুন ২০০৮ ০১:৫১ | 198.169.6.69
  • হ্যাঁ মোহিন্দারের ব্যাপারটা একদম ঠিক। অনেকটা সেই লাগানের হাত ঘোরানো লোকটার মতো।
  • dri | ০৭ জুন ২০০৮ ০১:৫০ | 129.46.154.111
  • হ্যা, ক্যারিং দা ব্যাট ৭৫এ, ইংল্যান্ডের এগেনস্টে।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০১:৪৯ | 198.169.6.69
  • কোনটা ? গভাসকার ? আমার মনে হচ্ছে ৭৯ ইংল্যান্ডের বিরুদ্ধে। ভুল-ও হতে পারে।
  • lcm | ০৭ জুন ২০০৮ ০১:৪৯ | 128.48.203.128
  • মহিন্দার অমরনাথ-এর বোলিং নিয়ে..
    ক্যারিবিয়ান প্লেয়ার-রা নাকি বুঝতে পারত না যে এই বোলারটি আদৌ ডেলিভারি কমপ্লিট করবে কি না, উইকেট-এর কয়েক হাত আগ এসে অদ্ভুত স্লো হয়ে যেত মহিন্দার, প্রায় দাঁড়িয়ে আবার মতন। ব্যাটসম্যান ততক্ষনে ধৈর্য্য হারিয়েছেন। বল উইকেটে পৌঁছনোর অনেক আগেই ব্যাটসম্যান ব্যাট চালিয়ে দিতেন!
  • arjo | ০৭ জুন ২০০৮ ০১:৪৭ | 168.26.215.54
  • বাইনারি দা, ওটা বোধহয় ৭৫ এ।
  • Arpan | ০৭ জুন ২০০৮ ০১:৪৬ | 122.252.231.206
  • ফ্রেমটাকে split করে নিয়ে (বাংলায় কী করে লেখে?) দেখাত বোলারের ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ। সবার চোখ হাঁ।
  • dri | ০৭ জুন ২০০৮ ০১:৪৬ | 129.46.154.111
  • যাগ্গে আর একটু পরেই শুরু হয়ে যাবে আমার দশ দিনের ভেকেশান।

    যারা ক্যাম্পিং করছেন তাদের জানাই হ্যাপি ক্যাম্পিং।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০১:৪৬ | 198.169.6.69
  • ১৯৭৯ এর বিশ্ব কাপে, গাভাসকারের রেকর্ড আছে, 'ক্যারিং দ্য ব্যাট', ৬০ (তখন ৬০ ওভারে ওয়ান ডে হত)ওভার ব্যাট করে ৩৬ নট আউট।
  • tania | ০৭ জুন ২০০৮ ০১:৪৫ | 65.115.93.98
  • আমাদের বাড়িতে টি ভি এল ৭৬ এ। JK TV পাড়া শুদ্ধুলোক দেখতে এসেছিল। অরুণ বরুণ কিরণমালা। প্রতি শনিবার করে অন্তত জনা দশেক করে আসত সিনেমা দেখতে। মেঝেতে সতরঞ্চি পেতে ঢালাও বসার ব্যবস্থা। আর তাদের মধ্যে অনেকে দুঃখের সিনে কেঁদে ভাসাত। আমার সেটা দেখতেই বেশী মজা লাগত।

    কম্পু প্রথম দেখি ৮৪ এ। বাবার আপিসে। মনে আছে অ্যারো কি দিয়ে দিয়ে স্নুকার খেলেছিলাম। আর ব্রিক্স। আর বোধহয় প্যাকম্যান। ঠিক মনে নেই।
  • arjo | ০৭ জুন ২০০৮ ০১:৪৩ | 168.26.215.54
  • ৮৫ তে অনেক কিছুই নতুন করে দেখতে শিখলাম। সেই প্রথম চ্যানেল নাইনের কভারেজ। সেই প্রথম অন্যরকম কমেϾট্র। সবথেকে বড় কথা সেই প্রথম বলটাকে স্পষ্ট দেখতে পাওয়া। সক্কাল সক্কাল খেলা দেখার জন্য উঠতে হত। আবার ওদিকে ৮৫ তেই বরিস বেকার।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০১:৪৩ | 198.169.6.69
  • আর ঐ টা মনে নেই, লয়েড সটান লম্বা হয়ে ঘাসের উপর উপুর হয়ে আছে, স্পোর্স ওয়ার্ল্ডে ছাপা হয়েছিলো।
  • dri | ০৭ জুন ২০০৮ ০১:৩৯ | 129.46.154.111
  • তবে শেষদৃশ্যের সীন হিসেবে কপিলদেবের শ্যাম্পেন ছেটানোর চেয়েও আমার বেশী করে মনে আছে ঐটা -- যেই লাস্ট ম্যান আউট হল, মনে হয় অ্যান্ডি রবার্টস, ইন্ডিয়ান প্লেয়াররা সব উইকেট তুলে ছুটছে, গ্যালারি থেকে কারা যেন নেমে এসে রবার্টসকে কি সব বোঝাতে লাগল। অনেকটা ঝোলাঝুলির মত। আমার খুব অবাক লেগেছিল।

    পরে শুনেছিলাম ওরা নাকি রবার্টসকে সাউথ আফ্রিকায় খেলার জন্য ধরতে এসেছিল। এক ধরণের বডি শপার। তখন অ্যাপার্থাইড এরা। সাউথ আফ্রিকার সাথে কেউ খেলত না।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০১:৩৯ | 198.169.6.69
  • ৮৫-তেই তো দেখালো, শুন্য-তে আউট হওয়া ব্যাটসম্যানের পেছনে হাঁস প্যাঁক দিচ্ছে।
  • Arpan | ০৭ জুন ২০০৮ ০১:৩৮ | 122.252.231.206
  • হ্যাঁ, ঐটা তো গাভাসকার ক্যাপ্টেন ছিল।
  • arjo | ০৭ জুন ২০০৮ ০১:৩৭ | 168.26.215.54
  • এর মাঝে ভারতের সাথে যারা খেলা দেখাচ্ছিল তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তখন মহঃ রফির গান দেখিয়েছিল। বড়রা খুব রেগে গিয়েছিল।
  • Binary | ০৭ জুন ২০০৮ ০১:৩৬ | 198.169.6.69
  • ১৯৮৩ এর পরে ৮৬ কেনো ? ৮৫ তেও তো শ্যাম্পেন খোলা হয়েছিলো, মেলবোর্ন, বেনসন-হেজেস, তবে কপিল নয়, গাভাসকার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত