তবে দেশকে দোষ দিয়ে লাভ নাই। "সিরিয়াস' মাল বা গম্ভীর প্রবন্ধ লোকে পড়েনা। বিক্কিরি হলে দেশ সেইসব জিনিসই ছাপত। হলনা। কি আর করা যাবে। সবই কপাল। ঃ)
h | ১২ জুন ২০০৮ ০৯:২১ | 125.18.104.1
আমার ধারণা আমার মেয়ে পাতি তোলাবাজ হবে। আমাকে দিনে দুবার নিয়ম করে পেটায়। তার মধ্যে রাত্তিরের টা আবার খেলাচ্ছলে।
Ishan | ১২ জুন ২০০৮ ০৯:২০ | 12.226.83.103
তবে একটা কথা ঠিক। সাহিত্য পত্রিকা হিসাবে দেশ এর গুণাগুন বিচার এখন কোনো মানেই হয়না। দমু যেমন লিখেছে, ওটা এখন কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন হয়ে গেছে।
প্রতি সংখ্যায় আমি কারেন্ট অ্যাফেয়ার্সের পাতা গুলোতে চোখ বুলিয়ে নি। দেশ বিদেশ সম্পর্কে অনেক খবর থাকে। হেডলাইন গুলো পড়ি খালি। তারপরেই একটা ধারাবাহিক উপন্যাস পড়া শুরু করি। রুদ্ধশ্বাসে। সেটা একটা সোপ অপেরার এফেক্ট দেয় (সোপ অপেরাকে খারাপ বলছিনা কিন্তু ঃ))।
তাপ্পরে পড়ি বই আর ছবির রিভিউ। ঐটা বেশ গম্ভীর মতো ব্যাপার। লাইনের লোকজন লেখে। ছবি নিয়ে ছবির লোক লেখেন। মাওবাদ নিয়ে লেখেন প্রাক্তন নকশালপন্থী। এইরকম। ভাল্লাগে।
এছাড়াও গপ্পো টপ্পো লেখা হয়। কিন্তু হাপ পাতার বেশি পড়তে পারিনা। হয় গপ্পো গুলো খাজা, নইলে আমার চোখের দোষ। কবিতা এক আধটা অবশ্য ভালই লাগে।
সব মিলিয়ে কেমন লাগে? চলতি কা নাম গাড়ি। ঃ)
m | ১২ জুন ২০০৮ ০৯:১৮ | 12.240.14.60
হাঃহাঃ হাঃ- মেয়েরা একটু গুন্ডি টাইপের হয়।আমার ছেলেটা একটু ভ্যাবলা টাইপ- যদিও মুখের বিরাম নাই,তবে হাত চালাতে জানে না।
h | ১২ জুন ২০০৮ ০৯:১৫ | 125.18.104.1
না এখনো শুরু করে নি। এই বার যাবে। যা গুন্ডা প্রচুর ক্যাল খাবে ও দেবে। আমি কাল ইউরো ফুটবল খেলা দেখছি। হঠাৎ হাফ টাইমে হাত ধরে টানতে টানতে বল্লো সবাই আউট হয়ে গেছে, এখন ঐ ঘরে চলো!
m | ১২ জুন ২০০৮ ০৯:১২ | 12.240.14.60
ছেলের তো কবেই গরমের ছুটি শুরু হয়ে গেছে- আর বাপ তো চার হপ্তার অতিথিঃ) তোমার মেয়ে কি ইশকুলে যেতে শুরু করেছে?
h | ১২ জুন ২০০৮ ০৯:০৮ | 125.18.104.1
আসছো নাকি? পোলার স্কুল ছুটি? আর পোলার বাপে ছুটি পাইসে?
m | ১২ জুন ২০০৮ ০৯:০৫ | 12.240.14.60
কাজরি মাছ ,আহা কি ভালো খেতে- একটাইমাত্র কাঁটা- আর দুই মাস বাদেই খাবোঃ)
h | ১২ জুন ২০০৮ ০৯:০৪ | 125.18.104.1
ও সাড়ে দশটা, তাইলে গুড। মন দিয়া ভাটাও।
বল্লে বিশ্বাস করবে না, সেদিন কাজরি মাছ রান্না করে আমি লোকজনকে চমকিত করে দিলাম।
m | ১২ জুন ২০০৮ ০৮:৫৯ | 12.240.14.60
হনু!! এখন তো সবে কলির সন্ধ্যে- সাড়ে দশটায় শুয়ে পড়লে আমাকে অসুস্থ বলে নির্ঘাত আমিই হাসপাতালে নিয়ে যাবোঃ)
h | ১২ জুন ২০০৮ ০৮:৫৪ | 125.18.104.1
মিঠু সিরিয়াস লি মাইরি, তোমার তো প্রবল ইনসোমনিয়া।
h | ১২ জুন ২০০৮ ০৮:৫৪ | 125.18.104.1
এই হপ্তায় একটি গুচিয়ে পার্টি প্ল্যান করছিলাম, ব্ল্যাংকি আমার সঙ্গে ডিনার খাওয়া অ্যাভয়েড করার জন্য আমেরিকা চলে গেল। কোন মানে হয়। দেশের যুবশক্তির কোন সৎ সাহস নাই।
m | ১২ জুন ২০০৮ ০৮:৪৪ | 12.240.14.60
ব্ল্যাংকি, আমার মিষ্টি টা কাল ই মনে করে ফেডেক্স কোরো।ইউপিএস ও চলতে পারে। আর তুমি কি লুফ্ৎহান্সায় এলে?
pi | ১২ জুন ২০০৮ ০৭:৫৭ | 128.231.88.4
কিন্তু ব্ল্যাংকের তো খাজা-গজা পছন্দ বলেই জানতুম ! ঃ)
Blank | ১২ জুন ২০০৮ ০৭:৪৭ | 65.218.154.195
জার্মান অতি খাজা ভাষা আর ওদের প্লেন অতি খজা প্লেন
A | ১২ জুন ২০০৮ ০৭:০৭ | 76.113.170.184
ওম গুগুলায় নমঃ-
আমেরিকায় বেলফাস্ট শহর আছে ৩ টে স্টেটে (মেইন, টেনেসি আর ন্যু ইয়র্ক)-এ। কিন্তু কুইন্স ইউনি, বেলফাস্ট আর আমেরিকা এই টে একত্র হচ্ছেনা ঃ( কুইন্স ইউনি, বেলফাস্ট, নর্দার্ন আয়ার্ল্যান্ড-এদের একত্রে নাম নেওয়া যাচ্ছে।
h | ১২ জুন ২০০৮ ০৭:০০ | 220.225.2.203
এরকম ডিসাট্রাস ই কিছু একটা কিছু সন্দেহ করেছিলাম। অরিজিত আপাতত জামা প্যান্ট আলমারি থেকে বের করে পরতে পারছে না তার কারণ আলমারি নেই। কিন্তু তাই বলে জামা কাপড় পরা ছেড়ে দিলে হবে? তাই কই পোলায় বাইরায় না ক্যান? অ্যাট লিস্ট গামছা তো আলমারি থেকে না বের করেই পরা যায়।অন্তত সেটুকু পরে বেরোতে পারো।
;-)
Tim | ১২ জুন ২০০৮ ০৫:২০ | 204.111.134.55
ইটিভিতে অনেক টেলিফিল্ম দেখেছি। কতদিন আগের কথা।
এখানে কার বাড়িতে যেন একমুঠো ছবি বলে একটা ফিলিম দেখেছিলাম। এটা মনে হয় টেলিফিল্ম না, অনেকগুলো গল্প নিয়ে বেশ বড়ো একটা সিনেমা। ভালো লাগেনি।
Paramita | ১২ জুন ২০০৮ ০৫:১৮ | 63.82.71.141
বেলফাস্টের রাণীসমূহ ও বেসুর বালকেরা।
Tim | ১২ জুন ২০০৮ ০৫:১৩ | 204.111.134.55
আচ্ছা, কোরিয়ার গোলমালটা নিয়ে কেউ কিছু আলোচনা করছে না তো! ওখানকার লোকজন রাস্তায় মোমবাতি নিয়ে নেমে পড়েছে স্বতঃস্ফূর্তভাবে, উত্তাল বিক্ষোভ চলছে রাষ্ট্রপতির বিরুদ্ধে। দেখে বেশ ভালো লাগলো।
Paramita | ১২ জুন ২০০৮ ০৫:১১ | 63.82.71.141
ও হ্যাঁ হ্যাঁ, কাল ইটিভিতে দেখাচ্ছিল। আমার বিকেলে ৭ঃ০০ থেকে ৭ঃ৩০ অবধি দেশ-রাজ্য-বিদেশ-ব্রহ্মাণ্ড সবের ইনফরমেশনের সোর্স ইটিভি। কলকাতার খবরসহ গারবার ভালো নেমে যায় দেখেছি।
আর সব টেলিফিল্মের শুরুতে সুমেরুর নাম দেখি। এই রোববার সাদমা ধরণের একটা সিনেমা দেখাচ্ছিল, শাশ্বতর (শুভেন্দুর ছেলে) বেচারা বেচারা অভিনয়, সেটাতেও দেখলাম সুমেরুর একটা বড় পোস্ট। কার্যনির্বাহী কি যেন।
আমি সুরোকে চিনি। তার মানে সুরোর সূত্রে সবাইকেই চিনি । ঃ)
m | ১২ জুন ২০০৮ ০৫:০৩ | 12.240.14.60
আরে পারমিতা,সেই রাম যার সঙ্গে সুরো র একটু ইসে মত হলেও হতে পারে গোছের ইঙ্গিত আছেঃ)
m | ১২ জুন ২০০৮ ০৫:০২ | 12.240.14.60
কি তিমি! আজকাল কে অবিশ্বাস!!!
Tim | ১২ জুন ২০০৮ ০৫:০২ | 204.111.134.55
ইস, শ্যামলাল নিয়ে অনেক ছড়া ল্যাখা হয়েছিলো। এখন একটাও মনে পড়ছে না। ঃ(
Tim | ১২ জুন ২০০৮ ০৪:৫৯ | 204.111.134.55
আমেরিকায় বেলফাস্ট থাকতে পারে, কিন্তু সেথায় কি কুইন্স ও আছে? ধুস, হতেই পারেনা।
Paramita | ১২ জুন ২০০৮ ০৪:৫৯ | 63.82.71.141
আমি কাউকে চিনি না। রাম কে?
m | ১২ জুন ২০০৮ ০৪:৫৯ | 12.240.14.60
আমেরিকাতে বেলফাস্ট টা কোথায় জানতে চাইছি- 'আজকাল'এ পড়ছি কিনা,বেসুর কুড়িজন ছাত্র সেখানে নাকি পড়তে আসছে!
m | ১২ জুন ২০০৮ ০৪:৫৭ | 12.240.14.60
নেত্যকালী হলেন রামের বৈমাত্রেয় ভ্রাতা শ্যামলালের শাউড়ি- কিছু ই জানেনা,পুউউরো বুকা!
আর যে কোনো বিখ্যাত লোককে দাদাদিদি বলার সু অভ্যাস আমার নেইকো।
Tim | ১২ জুন ২০০৮ ০৪:৫৭ | 204.111.134.55
মানে? বেলফাস্টেই তো!
m | ১২ জুন ২০০৮ ০৪:৫৪ | 12.240.14.60
তার আগে আমাকে কেউ বলবে আমেরিকার বেলফাস্টে কুইন্স ইউনিভার্সিটি টা কোথায়?????
Tim | ১২ জুন ২০০৮ ০৪:৫৪ | 204.111.134.55
নেত্যটাই বা কে রে বাবা। নেত্যকালী? চিনিনা তো!
Tim | ১২ জুন ২০০৮ ০৪:৫৩ | 204.111.134.55
কোন গীতাদি? যাঁর কথা কেষ্টদা কয়েছিলেন? না যিনি সিনিমা/থেটার কত্তেন, তিনি?
nyara | ১২ জুন ২০০৮ ০৪:৫১ | 67.88.241.3
ঠিক আছে, তাই শুনি।
m | ১২ জুন ২০০৮ ০৪:৪৮ | 12.240.14.60
সমাধি নিয়ে আমি কিছু বলবো না-আমি এখন নেত্য-গীতাদি নিয়ে কিছু বলতে পারিঃ)
Tim | ১২ জুন ২০০৮ ০৪:৪৪ | 204.111.134.55
গুরুদেবের এমন ঘন ঘন ভাবসমাধি হচ্ছে কেন আজকাল? সার্ভার কি পাপের ভার সইতে পারছে না?
m | ১২ জুন ২০০৮ ০৪:৪১ | 12.240.14.60
দেখেছো তো,আমার কথা বিশ্বেস হোলো নিঃ(
Paramita | ১২ জুন ২০০৮ ০৪:৩৩ | 63.82.71.141
এইজো দু, শপিং কল্লে?
Du | ১২ জুন ২০০৮ ০৪:২৭ | 71.252.240.155
কাস্টার মানে পার্ক নয়, লোকটা।
Du | ১২ জুন ২০০৮ ০৪:০৮ | 71.252.240.155
সেকি , গুরুই তো সমাধিতে ছিলেন, আমিও নর্থ বাই নর্থ ওয়েস্ট এর কথা লিখেই পোস্ট করেছিলাম সে আর গুরু শুনতে পান নি। যাই হোক, সেখানে ফোর্থ অফ জুলাই দেখেছিলাম একবার, এক ভদ্রমহিলা কাস্টারকে প্রচুর গালমন্দ করলেন আর আমাদের সাজেস্ট করলেন ক্রেজি হর্স দেখতে।
Paramita | ১২ জুন ২০০৮ ০৩:৫৫ | 63.82.71.141
গুরু নয়, তোমার কম্পু তালে -
m | ১২ জুন ২০০৮ ০৩:৫২ | 12.240.14.60
কি আর কব,গুরু সমাধি নিয়েছিলোঃ)
Paramita | ১২ জুন ২০০৮ ০৩:৪৭ | 63.82.71.141
কি কইলেন দিদিমণি বুইলাম না -
m | ১২ জুন ২০০৮ ০৩:৩৩ | 12.240.14.60
এসে দু পাতায় চোখ বোলাতে না বোলাতেই দেখি সব মায়া- ফোন করে করে শুনি অন্য পাড়ায় মিটিং এ গেছে- শেষ হলে তারপর ঠিক হবে- দুঘন্টা ধরে সব কথাগুলো পেটের মধ্যে গোত্তা মারছিলো- কিন্তু এখন আর সময় নাইঃ(
Paramita | ১২ জুন ২০০৮ ০৩:২৭ | 63.82.71.141
যাচ্ছেতাই
A | ১২ জুন ২০০৮ ০৩:১২ | 76.113.170.184
ইয়াপ।
bozo | ১২ জুন ২০০৮ ০১:৩৯ | 128.111.119.126
মাউন্ট রাশমোর কি র্যাপিড সিটি তে? যেখানে নর্থ বাই নর্থওয়েস্ট এর ক্লাইম্যাক্স।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন