এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ১৪ জুন ২০০৮ ১১:৩১ | 64.105.168.210
  • আমার কেসটা শোনো। চাকরি ছেড়ে জিআরই দিয়ে বসে আছি। তখন কলকাতা কনসুলেটে এক জাঁদরেল মহিলা ভিসা অফিসার ছিলেন। কাউকেই প্রায় আর ভিসা দেন না। কাজেই অ্যাডমিশন পেলেও আসতে পারার কোন স্থিরতা নেই। তো তখন স্ট্র্যাটেজি করে এইচএমভিতে ফোর্সড অ্যাপ্লিকেশন ছেড়ে দিলুম। চাকরি হয়ে গেল। চারমাস প্রচুর গান শুনলাম। প্রথমদিন স্টুডিওয় গিয়ে সুশান্তদার সঙ্গে আলাপ হল - সত্যজিতের ছবিতে লেখা থাকত 'রেকর্ডিংঃ সুশান্ত বন্দোপাধ্যায়'। ভাল ছবিও তুলতেন। দেখলাম কট্রোল রুমে বসে রমা মন্ডলের রেকর্ডিং শুনছেন রমা মন্ডলের সঙ্গে সুচিত্রা মিত্র। আমি থাকাকালীন নচিকেতার প্রথম ক্যাসেট হল। বিকেলে স্টুডিওয় গিয়ে শুনলাম। স্টুডিওয় একটা পুরোন পিআনো ছিঅ। একবার দুবার টুংটাং করেছ। ভাবতে ভাল লাগতে হয়তো বালসারা মশাই ওটাই রেকর্ডিং-এ ব্যবহার করেন।
  • Blank | ১৪ জুন ২০০৮ ১১:২০ | 65.218.154.195
  • গিনেস খাচ্ছি
  • Blank | ১৪ জুন ২০০৮ ১১:২০ | 65.218.154.195
  • তোকে ফোনালুম টিম, কিন্তু ভয়েসে চলে গেলো।
  • Tim | ১৪ জুন ২০০৮ ১১:১৬ | 204.111.134.55
  • হনুদার লেখা পল্লে বেশ একটা রোমাঞ্চ জাগে।
    ব্ল্যাংক এখন জেগে? ( মানে কি খাচ্ছিস?) ঃ)
  • Blank | ১৪ জুন ২০০৮ ১১:১১ | 65.218.154.195
  • হে হে
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ১১:০৯ | 66.232.102.157
  • হানুদার পোস্টের প্রথম দু প্যারা(বা দু-লাইন) পড়ে ভাবতে শুরু করেছিলাম, আবার বুঝি ইউকের অর্থনীতি, আর্বান ডিসপেপসিয়া, কলোকিয়াল অ্যামনেসিয়া নিয়ে কিচু বলতে চলেছে। পরে ভুল ভাঙ্গলো। অবশ্য আমার সবই পড়তে ভালো লাগে, বিশেষ করে র-হানু-ইশান-দ্রি-ন্যাড়াদার লেখা।
  • h | ১৪ জুন ২০০৮ ১১:০৬ | 125.18.104.1
  • লেড জেপেলিন এর অ্যাটলান্টিক।
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ১১:০৬ | 66.232.102.157
  • সেটাই তো, পিয়ারগার্ডিয়ানের ব্লক লিস্ট বেশ ইমপ্রেসিভ, এইসব অ্যান্টি-পিটুপি সাইটকে ভালোই আটকে দেয়। ভালো কাজ করে বলেই তো মনে হয়।
  • h | ১৪ জুন ২০০৮ ১১:০৪ | 125.18.104.1
  • বিগ ডাব্লিউ, প্রথমে ইন্টারন্যাশনাল পরে ইউ কে।ঃ-)

    চ্যাপেল/রাইনো/অ্যাটলান্টিক/লন্ডন রেকরড্‌স/ম®¾ট্রা ইত্যাদি। জেমস ব্লান্ট / মিসি ইলিয়ট ইত্যাদি। ৬৫ টা কোম্পানির কমন মার্কেটিং আর আইটি বডি ছিল। মেন কম্পিটিটর ই এম আই।

    এরা সারাদিন রিপার্টয়ের লেবেল কিনতাছে। প্রচুর মার্জার অ্যাকুইজিশন প্লাস ডিস্ট্রিবিউশন আর পাবলিশিং এগ্রিমেন্ট। পরে ডাউনলোড এসে যাওয়ায় চাপে আছে। আর রেকর্ডেড মিউজিকে মোটামুটি এখন খুব ই ভোলাটাইল অবস্থা।

    আমি বিদেশে চাকরি করতে গিয়ে পশ্চিমি মিউজিক শুনি। পরে বন্ধু জুটলে অনেক কিছু আরবিট জিনিস পত্র শোনা হয়।

    তার আগে দু চার পিস এদিক ওদিক ছাড়া সুযোগ ছিলো না।

    মেনলি হিন্দুস্থানী ভোকাল শুনতাম। কিন্তু ট্রেনিং না থাকায় আহা উহু করা ছাড়া কিসু শেখা হয় নি।
  • nyara | ১৪ জুন ২০০৮ ১১:০৩ | 64.105.168.210
  • টরেন্টে মাল নাবালে তোমাকে তো আপলোডের পোর্ট খুলে রাখতে হবে, মানে যদি টরেন্টের স্পীড চাও। যা জানি, সেইরকমই তো টেকনোলজি। তো সেখান দিয়ে প্রচুর লোক উঁকি দিয়ে যাবে। কিছু লোককে আটকতে পারবে। কিন্তু যাদের আটকাতে সত্যিই চাও, তাদের কি পারবে? আইপি স্পুফ, প্রক্সি চেঞ্জ - ইত্যাদি নানান কায়দায় এসে তোমায় দেখে যাবে।
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ১১:০২ | 66.232.102.157
  • এই নেটে ঠিক আছে, ব্ল্যাঙ্কোকে আমি চিনি, জানি। এর বাইরে, বিশেষ করে কলকাতা গেলে আমি এই নামে কারও ভৌত অস্তিঙ্কÄ স্বীকার করিনা। ভগবান পুরো।
  • Blank | ১৪ জুন ২০০৮ ১০:৫৯ | 65.218.154.195
  • :-D
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ১০:৫৭ | 66.232.102.157
  • ব্ল্যাঙ্কোর সাথে কিছু খাওয়ার পর হয়ত হানুদাকে নিজে থেকেই দেশত্যাগ বা নিদেনপক্ষে সংসারত্যাগ করে হিমালয় রওয়ানা দিতে হতে পারে।
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ১০:৫৫ | 66.232.102.157
  • দেখো কান্ড। বহুদিন আগে, p2p ডাউনলোড নিয়ে যখন কথা হচ্ছিল, তখন আপনি একটা আর্টিকলের লিংক দিয়ে বলেছিলেনঃ

    *****সাবধান, সাবধান*** ইত্যাদি।

    আপনি যদি গানের স্যার নেড়ুদাই হ'ন তো আপনিই তিনি ছিলেন। একটুও ভুল হয়নি।

    ঠিক লাগছে বলিনি, লাগবে কিনা জানতে চাইছি, কারন আমি দেখেছি, যখন রাতে সিনেমা নামানোর জন্য টরেন্ট চলে, তখন কতরকম জিনিসপত্র উঁকি দিয়ে যায়। নামগুলো পড়লেও মজা লাগে। যেমন, সবথেকে বেশি চিনার বিভিন্ন প্রভিন্সের পুলিশ নেটওয়ার্ক, ইওরোপ-অ্যান্টি-পিটুপি, ভেরাস্টার, এমনকি ওয়ার্নার ব্রো ইত্যাদি। আর এও দেখেছি, হলিউড নামালে শেষের দুটো নাম বেশি দেখা যায়। এ অবশ্য xp থেকে বললাম। তাই জানতে চাইছি, যখন একই মাল লিনাক্সেও নামাবো তো এই একই জনতা উঁকি মারবে? পারবে কি?
  • nyara | ১৪ জুন ২০০৮ ১০:৫১ | 64.105.168.210
  • হনু, তোমায় কদিন ধরে জিগেস করব ভাবছি - কোন গানের কোম্পানিতে কাজ করতে? আমিও চার মাস করেছি, গান শুনব বলে।
  • Blank | ১৪ জুন ২০০৮ ১০:৪৯ | 65.218.154.195
  • এ কি কথাবার্তা? আমার নামে একি অপবাদ !! ছি ছি, ঠাকুর পাপ দেবে ঃ(
  • h | ১৪ জুন ২০০৮ ১০:৪৫ | 125.18.104.1
  • ব্ল্যাংকি তুমি আমার সঙ্গে মাল খাওয়া অ্যাভয়েড করার জন্য আমেরিকা চলে গেলে? কি লোক মাইরি?
  • h | ১৪ জুন ২০০৮ ১০:৪৪ | 125.18.104.1
  • নিউ স্টেটসম্যানে ম্যাথিয়াস সিন্ডেলার সম্পর্কে একটা ব্যাপক ফিচার করেছে। কারো ফুটবল ও রাজনীতি সম্পর্কে আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন।
  • Blank | ১৪ জুন ২০০৮ ১০:৪৪ | 65.218.154.195
  • আরে কদিন আগে লিখে দিলাম তো, ডাউনলোডের ফান্ডাটা
  • h | ১৪ জুন ২০০৮ ১০:৩৭ | 125.18.104.1
  • একেলা নিশুতি রাতে
    একা একা তেতালাতে
    খালি খালি খিদে কেন পায় রে।

    আপারেন্ট লি এইটাই নাকি এনট্রপির মোস্ট ভিভিড ডেফিনিশন। শুনলাম ঃ-)
  • pk | ১৪ জুন ২০০৮ ১০:৩৫ | 125.20.11.34
  • ইস্নিস-এর সাইডচ্যাটের ছোটোদের গান ফোল্ডারে হযবরল-এর যে গানগুলো আছে তার ডাউনে্‌লাডের কোন অপসন নেই। ওগুলো ডাউনলোড করার কোন উপায় কারো জানা অছে কি?
  • nyara | ১৪ জুন ২০০৮ ১০:৩১ | 64.105.168.210
  • না হে, অন্য কারুর সঙ্গে গুলিয়েছ। আমি আইপি ব্লকারের কথা বলেছি বলে মনে পড়ে না। তবে আইপি ব্লকার লাগছে কেন? মিডিয়াসেϾট্রকে আটকানোর জন্যে?
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ০৯:৩৯ | 66.232.102.157
  • ও নেড়ুদা, আপনি একবার পিয়ার গার্ডিয়ান নামে একটা আইপি ব্লকারের কথা বলেছিলেন না, শুনবামাত্র আমি সেটা লাগিয়েছিলাম। বেশ ভালো জিনিস। এখন প্রশ্ন হলো, লিনাক্সে এর একটা মোব্লক বলে ইকুইভ্যালেন্ট আছে, সেটা কি আপনি ব্যবহার করেন? বা আদৌ ব্যভার করার দর্কার আছে? যদিও আমি মাঝে সাঝেই আংরেজি সিনিম নামাই।
  • sinfaut | ১৪ জুন ২০০৮ ০৯:৩৬ | 66.232.102.157
  • হুঁ,
  • Kyle | ১৪ জুন ২০০৮ ০৯:৩১ | 24.24.228.247
  • ভিস্তা নিয়ে সখা
    কান্দো যথা তথা
    জানলা দিয়ে তবে
    লিনাক্স আমদানি হবে
  • kiely | ১৪ জুন ২০০৮ ০৮:১১ | 128.231.88.4
  • বাংলা উইথ ভিস্তা
    অহি-নকুল রিস্তা। ঃ((
  • kiely | ১৪ জুন ২০০৮ ০৬:৪২ | 128.231.88.6
  • ডেল উইথ ভিস্তা
    দুঃখ দিস্তা দিস্তা ঃ(
  • Kyle | ১৪ জুন ২০০৮ ০৬:২০ | 63.192.82.30
  • শ্লা হারামজাদাটারে সামলে এই ফিরলাম - এখন আবার পরবর্তি গাঁতন।
    জীবন ইস গোইং টু বি হেল,
    স্টিল আইয়াম ইউজিং ডেল!
  • kiely | ১৪ জুন ২০০৮ ০৬:০১ | 128.231.88.4
  • শহর ভাসিলো মিসিসিপি নীরে
    রবীন্দ্র-নজরুল পালকে পনীরে
  • ren | ১৪ জুন ২০০৮ ০৫:৫৫ | 63.82.71.141
  • রবীন্দ্র-নজরুল সন্ধ্যা পালকে পনীরে? অহো কি অ্যান্টিক্লাইম্যাক্স!
  • m | ১৪ জুন ২০০৮ ০৫:৪৬ | 12.240.14.60
  • বেলা,আমি এখন যাইবোপটলাকে- আসিয়া দেখি যেন,কটি ডিম লয়ে খেলিতেছো ভাঙা খাটে- গোল করিও না।
  • m | ১৪ জুন ২০০৮ ০৫:৪১ | 12.240.14.60
  • ভাগ্যিস কহো নাই-তোমরা ডিম পাড়োঃ)
  • isabela | ১৪ জুন ২০০৮ ০৫:৩৯ | 128.231.88.7
  • ম-মা, হোয়্যার ইস মাই মাছভাজা ইন দিস বাটি ?

    নো মোর সাধাসাধি বিজনেস টু শাউড়ি।

    শ্বশুরঠাউর ইস সো সুইট।
    অ্যাণ্ড আই য়ুড অলসো কল উ মামু, সাউন্‌ড্‌স কিউট, না ?

    মামু, মাছভাজা খামু। ঃ)
  • ren | ১৪ জুন ২০০৮ ০৫:৩৯ | 63.82.71.141
  • কেহ নাই, উত্তরিবার তরে। আজ যাই, আসব আরেক দিন, আজ যাই।
  • ren | ১৪ জুন ২০০৮ ০৫:৩৬ | 63.82.71.141
  • এক প্রশ্ন মনে মোর হইয়াছে উদয়। শৈশবে কেন সবে পাইতে অর্ধেক ডিম দুটি আলু সহযোগে, পাতা হ্যায়? গোটা কি ডবলে খেলে কোন্‌ পাপে নিমজ্জিত হইত শিশুর দল, জানা আছে কারো?
  • ren | ১৪ জুন ২০০৮ ০৫:৩১ | 63.82.71.141
  • বেলাখুকী-উজানেরে এক তাল প্লেডো দিয়া বসাইয়া দাও খেলাঘরে, তোমরা কর্তাগিন্নী সুখে ডিমরান্না কর।
  • ren | ১৪ জুন ২০০৮ ০৫:২৭ | 63.82.71.141
  • পাঁচ ব্যানন তব দোস্ত
    আমরা তো অভ্যস্ত
    ডাল-ভাত-বাটা পোস্ত
    কিংবা মাসে একবেলা
    রুটি আর ঝোলগোস্তো
  • m | ১৪ জুন ২০০৮ ০৫:২৩ | 12.240.14.60
  • বেশি নহে,চাটনি আর ছোলার ডাল/-রহিয়াছে নামমাত্র/ বাটির কোনায়- কেবল ঐ সবুজ বস্তু /বাটি আছে আলো করি- হে রেন সুন্দরী।
  • ren | ১৪ জুন ২০০৮ ০৫:১৭ | 63.82.71.141
  • যে ভবিষ্য মাসি ও শাশুড়ি একাধারে, কয়টি আইটেমসুন্দর পাইতেছে শোভা তব বাটিকলেবরে?
  • isabela | ১৪ জুন ২০০৮ ০৪:৫৯ | 128.231.88.7
  • গা না মা, আমি লা, বেলা।
    য়ু নো, উজান ডারলিং সামটাইমস কল্‌স মি বাই দিস নেম। হাউ সুইট, না !
  • m | ১৪ জুন ২০০৮ ০৪:৫১ | 12.240.14.60
  • এ কে গা!!!!!!!!!!!
  • isabela | ১৪ জুন ২০০৮ ০৪:৪৮ | 128.231.88.7
  • ম-মা, মাছভাজা খামু ।
  • m | ১৪ জুন ২০০৮ ০৪:৪৭ | 12.240.14.60
  • বাটিতে শোভা পাইতেছে এক বাটি পালকপনির- আর চাহি না।
  • Karen | ১৪ জুন ২০০৮ ০৪:৪৫ | 63.82.71.141
  • পরিবর্তে দিতে পারি বৃদ্ধ পালং।
  • m | ১৪ জুন ২০০৮ ০৪:৪৫ | 12.240.14.60
  • এই মাত্র একটা খবর পেয়ে মন খুব ভালো হয়ে গেলো- আমি মাসি হতে চলেছিঃ)
  • ren | ১৪ জুন ২০০৮ ০৪:৪২ | 63.82.71.141
  • মাতুলানীর এই একটি বাক্য পৃথিবীর রঙ পাল্টাইয়া দিল। মানুষের উপর বিশ্বাস ফিরিয়া আসিল। গগনে চাঁদ উঠিয়া কহিল, এই লহ টিপ।

    খাইব, খাইব।
  • ren | ১৪ জুন ২০০৮ ০৪:৪০ | 63.82.71.141
  • ১। পৃথিবীতে নাই কোন বিশুদ্ধ আমোদ
    ২। বিশ্রামের মুহূর্তকটি হইয়াছে কুটি কুটি
  • m | ১৪ জুন ২০০৮ ০৪:৩৮ | 12.240.14.60
  • কারেন্দি ডিমের্ঝোল খাবেন?
  • Tim | ১৪ জুন ২০০৮ ০৪:১৯ | 204.111.134.55
  • কারেন্দির ডিপ্রেশন কা রাজ কেয়া হ্যায়?
  • arjo | ১৪ জুন ২০০৮ ০৪:১৮ | 24.214.28.245
  • আপনাদের শুভ সপ্তাহান্ত জানিয়ে আজকের মতন ওয়ালমার্টে চল্লুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত