এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৬:১৪ | 61.95.144.123
  • স্কুটার বাইরে রাখা যেত - জনতা ভয় পেলো বলে খারিজ হলঃ-( অবিশ্যি আম্মো স্কুটার চালাতে পারি না - এককালে ওই অটোম্যাটিক স্কুটার চালিয়েছিলুম এক বন্ধুর কাছ থেকে নিয়ে, আর মোটরবাইক চালাতে গিয়ে আছাড় খেয়েছিলুম।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৬:০৯ | 202.91.136.71
  • সাইকেল রাখার জায়গা নেই তো স্কুটার রাখবে কোথায়?

    আর খারিজ হল কেন?
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৬:০৭ | 61.95.144.123
  • পাওয়া গেলেই বা কি? রাখবো কোথায়? আর বল্লুম যে - রাস্তার অবস্থা দেখে ভরসা হয় না। আমি বল্লুম স্কুটার কিনি - সে প্রোপোজাল এককথায় খারিজ হয়ে গেছে।
  • d | ২৪ জুন ২০০৮ ১৬:০৬ | 121.245.170.85
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৬:০৬ | 202.91.136.71
  • ময়ূরের মত? কোন ঝুপ্স? কী আবাজ? শুনি।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৬:০৫ | 202.91.136.71
  • গিয়ারওলা বাইক তো দিব্যি পাওয়া যায়।
  • d | ২৪ জুন ২০০৮ ১৬:০৪ | 121.245.170.85
  • আহা রাঙার উপলব্ধি ও তজ্জনিত দ্বন্দ্ব পড়িয়া হৃদয় আমার একেবারে তিংপাং তিংপাং করিয়া নৃত্য করিয়া উঠিল।
    (ব্যাটা আমাকে ঝুপসের সামনে বহুত আবাজ দিছিল)
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৬:০২ | 61.95.144.123
  • সে তো বাড়িতে দুইখান আছে - বাবার একখান সেই পঞ্চাশের দশকের হারকিউলিস, আর আমার উমার পরে কেনা অ্যাটলাস। ওগুলো দিয়ে পঁচিশ কিমি সাইক্লিং হবে না - তার জন্যে গীয়ারওয়ালা বাইক লাগে। তবে রাস্তার যা অবস্থা দেখনু, তাতে...
  • d | ২৪ জুন ২০০৮ ১৬:০০ | 121.245.170.85
  • আমরা আবার কোথায় বারণ কল্লাম! যাগ্গে একটা হীরো সাইকেল কিনে নাও তাহলে।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৫:৫৪ | 61.95.144.123
  • সাইকিল তো তোমরা বারণ করলে বলে আনি নাই, এক বন্ধুকে দিয়ে এলুম। আর জিনিসগুলো আসবেও সেই জুলাইয়ে কোনো সময়। একচল্লিশটা বাক্স।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৫:৫৪ | 202.91.136.71
  • কী সাঙ্ঘাতিক!!!
  • d | ২৪ জুন ২০০৮ ১৫:৫৩ | 121.245.170.85
  • আর অপ্পনক্রে অক্কুটে স্ক্র্যাপাতে গেলেই আমাকে বলছে ডোনাট নেই!! ডোনাট কে চেয়েছে বাপু?
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৫:৫১ | 202.91.136.71
  • D
  • d | ২৪ জুন ২০০৮ ১৫:৫০ | 121.245.170.85
  • অজ্জিত, তোমার সাইকেল এসে পৌঁছায় নি এখনও?

    বাপরে! বোধির মেয়েও স্কুলে যাবার মত বড় হয়ে গেছে?
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৫:৪৩ | 202.91.136.71
  • সেতো হল। তাই বলে অভাবিপ!!!
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৫:৪২ | 61.95.144.123
  • এই ফটোটা দেখেছি।
  • r | ২৪ জুন ২০০৮ ১৫:২৫ | 198.96.180.245
  • গত ১০ বছর ধরে চলছে কিনা জানি না- আমার সবে দুই বছর হল।
  • r | ২৪ জুন ২০০৮ ১৫:২২ | 198.96.180.245
  • তাপস সেন "কল্লোল" নাটকের জন্য "চলছে চলবে" স্লোগানটা তৈরি করেছিলেন- গতি ও প্রগতির চিহ্ন হিসেবে। সেটাকে যে বাঙালী পুরো উল্টো অর্থে জীবনমন্ত্র করে নেবে কেই বা ভেবেছিল?
  • S | ২৪ জুন ২০০৮ ১৫:১৮ | 122.160.214.86
  • আর মানুষ? মানুষ বাড়ে নি? আগে ব্যান্ডেল লোকাল অন্তত শনি রোব্বারে পুরো ফাঁকা যেত রিষড়ে পর্যন্ত, তারপরে একটু আধটু ভিড় হত টত। এখন ব্যান্ডেল থেকেই ভর্তি হয়ে যায়, রোব্বারই হোক বা মঙ্গলবার।

    আর বেড়েছে হিন্দিভাষী। প্রচুর পরিমাণে। প্রচুউউউর।
  • S | ২৪ জুন ২০০৮ ১৫:১৬ | 122.160.214.86
  • আমি গতবছর দিল্লির স্কুলের রেলা দেখেছি। এ বছর দেখব নয়ডা গাজিয়াবাদের স্কুলে। সেপ্টেম্বর আসিতেছে।

    কন্যাদায় জাতীয় ব্যাপার বাচ্চাকে স্কুলে ভর্তি করা। সমস্ত আপত্তিকর প্রশ্নের জবাব দিতে হবে। হাসিমুখে।
  • S | ২৪ জুন ২০০৮ ১৫:১৫ | 122.160.214.86
  • এক লাখে যা যা আছে ঃ

    তোমার ইনভেস্টমেন্ট, এলাইসি এটসেট্রা।
    কোনও শিড্যুলড ব্যাঙ্কে পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য রাখা ফিক্সড ডিপোজিট
    তোমার কনট্রিব্যুশন টু প্রভিডেন্ড ফান্ড
    প্রিন্সিপাল পার্ট অফ হোম লোন
    বাচ্চার এডুকেশন ফি। মানে, কেবল টিউশন ফি যেটা স্কুল নেয়।

    ইনকাম ট্যাক্স নিয়ে কোনও কোয়্যারি থাকলে আমারে জিগাও।
  • h | ২৪ জুন ২০০৮ ১৫:১৪ | 125.18.104.1
  • স্কুলে স্কুলে রেলা দেখে দেখে ক্লান্তো হয়ে গেলাম। এখন চক্কর কাটিতেছি।
  • santanu | ২৪ জুন ২০০৮ ১৫:১৪ | 82.112.6.2
  • র,
    বাকি পুরো ব্যাপারটাও কি Recent, মল আর খুনের মতো, নাকি গত ১০ বছর ধরে চলছে?
  • r | ২৪ জুন ২০০৮ ১৫:০১ | 125.18.17.16
  • দুটো জিনিষ খুব বেড়েছে- কলকাতায় মল, আর পশ্চিমবঙ্গে মানুষ খুন। এই দুটো পরিবর্তন খুব ভালো বোঝা যায়। বাকি পুরো ব্যাপারটাই কিরকম লেথার্জিক, কূপমন্ডুক, ঘষটে-ঘষটে-যতদিন-কাটিয়ে-দেওয়া-যায় গোছের।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:৫৯ | 61.95.144.123
  • বেথে - হ্যাঁ - ওই নিজের কϾট্রবিউশনটাই বলছিলুম।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:৫৭ | 61.95.144.123
  • যে খায় সে বোঝে ঃ-(
  • r | ২৪ জুন ২০০৮ ১৪:৫৬ | 125.18.17.16
  • না না, সিরিয়াস। ফর অ চেঞ্জ। ঃ-)

    তেলেভাজা-নকুড়ের সন্দেশ-অ্যাকাডেমি চত্বর-বইমেলা ইত্যাদি সবই আছে, কিন্তু সরকার-প্রশাসন-বিরোধী-সেলিব্রিটি নিয়ে এমন একটা ঘ্যাঁট পাকিয়ে আছে, খুব একটা আশা দেখি না। হয় "চলছে চলবে" অর্থাৎ স্থিতাবস্থা, নইলে দিন আরও খারাপ হবে।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:৫৬ | 202.91.136.71
  • ও, আবাজ দিলো! তা আমারে তো দিল না বোধহয়, তাই বুঝি নাই।
  • stoic | ২৪ জুন ২০০৮ ১৪:৫৪ | 160.103.2.224
  • সেন্ট লরেন্সের অভিজ্ঞতার গল্প শুনে খারাপ লাগল। আমারো বারো বছর কেটেছে ওখানে। কালে কালে কতই হল।
    আর ইন জেনেরাল ঐ রোয়াব নেওয়া ব্যাপারটা 'ত আমি অন্তত সর্বত্রই দেখি। যেন নিজের কাজ করে আমাকে উদ্ধার করে দিচ্ছে আর কি।
    ডিঃ জেনেরালাইজ করে ফেল্লাম, সরি। তবে সুখকর অভিজ্ঞতা মনে পড়ছে না একটাও।
  • S | ২৪ জুন ২০০৮ ১৪:৫৪ | 122.160.214.86
  • অরিজিত, টু বি প্রিসাইজ, পিএফের দুটো পার্ট থাকে। কোম্পানির কনট্রিবিউশনটা তোমার এক লাখ ইনভেস্টমেন্টে যুক্ত হবে না। তোমার যে কনট্রিবিউশনটা, সেটাই ক্যালকুলেটেড হবে। বোঝলা?
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:৫২ | 61.95.144.123
  • আবাজ দিলো, বোঝলা না?
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:৫২ | 202.91.136.71
  • তোমার কী হল আবার?
  • r | ২৪ জুন ২০০৮ ১৪:৪৪ | 125.18.17.16
  • কলকাতা প্রত্যাবর্তন ভালো না খারাপ- বুঝতে পারছি না।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:৩৮ | 61.95.144.123
  • ডিপিএস বা হেরিটেজে এসবের বালাই নাই - ফর্ম নাও, বা ফোং করে ডিটেইলস নাও (ডিপিএসে সে¾ট্রাল আপিস আছে একটা - সেখানে ফোং করে আগে কথা বলতে হয়) - তাপ্পর গুচ্ছের অ্যাডমিশন ফী দিয়ে ভর্তি করে দাও। হেরিটেজে নাম-কা-ওয়াস্তে টেস্ট হয়। গেলে বলবে পরের টেস্ট চারদিন পরে, ফর্ম নেবার দুদিনের মধ্যে ফর্ম জমা দিতে হবে, আর টেস্ট দেবার সাথে সাথে বলবে এক্ষুণি ভর্তি না করলে টেস্ট ভয়েড। আদতে ওটা মনে হয় রেগুলারলি চলে।

    তবে পরিবেশটা আমাদের মতন মধ্যবিত্ত বাঙালীর চেনা পরিবেশ নয় - অনেক উঁচু ক্যাট সোসাইটির ব্যাপার - সেখানে আমি মিশতে পারি না।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:৩৫ | 61.95.144.123
  • এক্সপিরিয়েন্স আমার নিজের স্কুলেই - স্কুল সম্পর্কে একটা ভালো লাগা ছিলো - সেটা এক ধাক্কায় উড়ে গেছে। দেখা করতে গেছিলাম - রাস্তার লোক কেউ এলেও আমি হয়তো তাকে বসতে বলে তার কথাটা শুনবো - কিন্তু সেন্ট লরেন্সের এখনকার হেডমাস্টার (নালায়েল - আমাদের সময় হায়ার সেকেন্ডারির প্রিফেক্ট ছিলেন - অত্যন্ত বাজে লোক) আমাদের সাথে কথা বলা তো দূরের কথা - ওই বসতে বলার ভদ্রতাটুকু করার প্রয়োজনও বোধ করেননি। আমি দ্বিতীয়বার স্কুলে কখনো ঢুকবো না।

    বরং লা মার্টিনিয়ারে (বা জেভিয়ারস, ফিউচার ফাউন্ডেশন) বসে কথা বলেছে, প্রবলেমটা শুনেছে - হয়নি যদিও - কিন্তু এই সামান্য ভদ্রতাটুকু দেখিয়েছে - সেটা সেন্ট লরেন্সের ফাদার পারেননি। আমি ভর্তি করতেই হবে এমন কথা কাউকে বলতে যাইনি - ফিজিবল কিনা জানতে গেছিলাম - আর নিজের স্কুল বলে সেন্ট লরেন্সের ওপর একটা জোর ছিলো বলে মনে হত...
  • a | ২৪ জুন ২০০৮ ১৪:৩৫ | 220.225.7.11
  • শোনো অজ্জিতদা, কানেক্টিভা থেকে বেরিয়ে করুণাময়ী-কাকুড়গাছি-গিরীশ পার্ক চলে যাও অটো তে। খুব বেশী টাইম লাগবে না।

    নয়তো, শাট্‌ল ধরে এক্সাইড/পার্ক সার্কাস/গড়িয়া

    অয়ন
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:৩২ | 202.91.136.71
  • ক্যালিবাসীদের শুভ্রাত্রি।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:৩১ | 202.91.136.71
  • ডিপিএস-ও কি অরিজিতের পছন্দ হবে? সেইটাই জানার ছিল।

    আমারো তো মেঘে মেঘে সময় হয়ে এল। ঃ)
  • Paramita | ২৪ জুন ২০০৮ ১৪:২৯ | 143.127.131.4
  • ঘুমোতে যাই। কাল এসে অরিজিতের উত্তর পড়বো।

    অর্পণ, এখান থেকে যারা গেছে, তাদের মধ্যে বয়সে বড় ছেলেমেয়ে নিয়ে ফিরেছে যারা, মানে ফোর্থ গ্রেডের বেশী, তারা মোটামুটিভাবে ইঃ স্কুঃ-এ ভর্তি করেছে। সেটা ঠিক। কিন্তু ছোট বাচ্চা নিয়ে যারা ফিরেছে তারা অনেকেই ডি পি এস বা অন্য "মেনস্ট্রিম" স্কুলে পাঠিয়েছে ঃ)
  • Paramita | ২৪ জুন ২০০৮ ১৪:২২ | 143.127.131.4
  • অরিজিৎ, একজ্যাক্টলি কি এক্সপিরিয়েন্স হয়েছিল? মানে আপত্তি না থাকলে।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:২০ | 61.95.144.123
  • সে লোকে যতই এনারাই হোক বা ব্যাংক ব্যালেন্স থাকুক - আমাদের মানসিকতার সাথে মেলে না। আমার তো মেলেনি। আমি হেরিটেজ থেকে ফর্ম এনেছিলুম, সেটা নষ্ট করেছি।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:২০ | 202.91.136.71
  • আঃ। আমার কথা হচ্ছে নাকি? আমি তো এনারাই নই। ঃ)
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:১৮ | 61.95.144.123
  • সে আছে - ইন্টারন্যাশনাল আছে, হেরিটেজ আছে - কিন্তু ওগুলো ঠিক আমাদের জন্যে নয়। গেলে বুঝতে পারবে।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:১৭ | 202.91.136.71
  • ইন্টারন্যাশনাল স্কুল আছে তো। ঃ)
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:১৫ | 61.95.144.123
  • পামিতাদি - ইস্কুল সীজনটা মাথায় রেখো। নইলে বহুত ঘুরতে হয়, আর ইস্কুলগুলো রোয়াব নেয় - অ্যাজ ইফ এই বাপমায়েদের দল হল কাঙালীর দল, আর ওরা বড় বাবু - জগমোহন সরকার (সদ্য "সেইসময়' পড়িচি - ফের - কাজেই...)
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:১২ | 202.91.136.71
  • কিছু হয় নি তেমন। অঞ্জন খেপে গিয়ে বর্তমানকে মোবা তাঁবুতে ব্যান করে দিয়েছে। বর্তমান তার আগে লিখেছিল এই সব কর্মকর্তা থাকলে ডগলাসের মত বুড়োহাবড়া প্লেয়ার চিরকাল খেলে যাবে।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:১০ | 61.95.144.123
  • উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ প্রথমেই সেই কুণাল ঘোষ - ভয়ংকর। এ আগে আজকালে ছিলো - আজকাল মনে হয় তাড়িয়ে দিয়েছে অত মমতাময় হওয়ার জন্যে।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:০৭ | 61.95.144.123
  • মোবা আর বর্তমানে কি হয়েছে? প্রতিদিন হল টুটু বসুর কাগজ - কাজেই আশ্চর্য নয়। সেই মমতা যখন গাড়ির ছাতে দাঁড়িয়ে গলায় শাড়ি জড়িয়েছিলো, যে গাড়িটা ভেঙেছিলো সেটা প্রতিদিনের - তখন প্রতিদিন মমতাকে রোজ ঝাড়তো।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:০৫ | 202.91.136.71
  • প্রতিদিন (সাবল্টার্ন, ওঁয়ার ভাষা নাই) দেখছি হাত ধুয়ে বর্তমানের পেছনে পড়েছে। ঃ)

    এর সঙ্গে কি মোবাতে বর্তমানকে ব্যান করার কোন সম্পক্কো আছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত