এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৭ জুন ২০০৮ ১২:৪৯ | 202.91.136.71
  • অরিজিত, যেকোন প্রোডাক্টের ফিডব্যাকের জন্য mouthshut.com দেখ।
  • Somnath | ২৭ জুন ২০০৮ ১২:৪৮ | 59.160.220.131
  • http://uni.medhas.org/ এই যে ইউনিকোডে আনন্দবাজার। তো, তাতে কি হল?
  • Arpan | ২৭ জুন ২০০৮ ১২:৪৮ | 202.91.136.71
  • কাল আর্শেভিনকে বোতলবন্দী করে ফেলেছিল। রাশিয়ানরা একটাও ঠিকঠাক আক্রমণ বানাতে পারল না। পুয়োলকে তো আগেই দেখেছি। রামোস আর সেনা এই দুটি ছেলে চমৎকার খেলল।

    তবে ফাইনালে জার্মানিকেই এগিয়ে রাখব। এই স্পেন দলটা ছোট ছোট পাসে খেলে। হঠাৎ করে তাতে গোলের মুখ খুলে যায় বিপক্ষ কিছু বুঝে ওঠার আগেই। কিন্তু ডেডবল সিচুয়েসন আর হেডিংয়ে গোল করায় জার্মানরা চ্যাম্পিয়ন। পোডলস্কি আর ক্লোজের থেকেও আমার তো সোয়েনস্টাইগারের খেলা ভাল লাগছে।
  • quark | ২৭ জুন ২০০৮ ১২:৪৮ | 202.56.207.53
  • কি জ্বালা! ১০ মিনিট হয়ে গেছে।
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১২:৪৬ | 61.95.144.123
  • আমার হল তো। দুই সেকেণ্ড পরে অবিশ্যি - ভাবছিলুম পোস্টিয়ে দিই যে হচ্ছে না।
  • dri | ২৭ জুন ২০০৮ ১২:৪৫ | 71.159.228.194
  • হ্যা। জার্মানগুলো হারলে খুব খুশী হব।
  • sinfaut | ২৭ জুন ২০০৮ ১২:৪২ | 66.232.102.157
  • ইনিএস্তা, ডেভিড ভিয়া আর ফাব্রেগাস এই তিনজনের জন্যিই স্পেনকে আমার এত ভালো লাগছে। ফাইনালেও এরা জিতলে খুশি হব।
  • quark | ২৭ জুন ২০০৮ ১২:৪১ | 202.56.207.53
  • পদ্মা ইনস্টল করিলাম, তাতে আবাপ 'র লেখাগুলো গ্রীক থেকে হিব্রু হইয়া গেল, বাংলা হইল না। বিশেষ কিছু করিতে হইবে কি?
  • lcm | ২৭ জুন ২০০৮ ১২:৪০ | 71.132.147.103
  • আনন্দবাজার ইউনিকোড করে নি ঠিকই। কিন্তু আমার কেন জানি মনে হয় বাংলা যুক্তাক্ষর হল বাংলা ইউনিকোডের একটা বড় প্রতিবন্ধক।
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১২:২৮ | 61.95.144.123
  • কেউ Bajaj-Allianz হেলথ ইনস্যুরেন্সের কোনো ফীডব্যাক দিতে পারবে?
  • h | ২৭ জুন ২০০৮ ১২:২২ | 125.18.104.1
  • অর্পণ ফাব্রেগাস তো ব্যাপক দিল।
  • S | ২৭ জুন ২০০৮ ১২:২২ | 202.140.54.29
  • হে হে ... আবাপ ইউনিকোড দিলে তো আবাপর স্টেটাস সিম্বল আর বজায় থাকবে না। এঁড়ি গেঁড়ির দলে কি আর আবাপ নাম লেখাতে পারে? খ্যাক্‌ খ্যাক্‌!
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১২:০৯ | 61.95.144.123
  • মাইরি। আম্মো ভাবলুম সত্যি সত্যি হয়তো নতুন দিতে শুরু করেছে...
  • nyara | ২৭ জুন ২০০৮ ১২:০১ | 64.105.168.210
  • না, মাইরি, আমিও অর্পণের মতই ভেবেছিলাম। তারপরে ভাবলাম কত কি তো বদলায়!
  • sinfaut | ২৭ জুন ২০০৮ ১১:৫৮ | 66.232.102.157
  • ন্যাড়াদা কি ইসে মাইরি। আমি পাঁচ মিনিট ধরে ইউনিকোডে আনন্দবাজার খুঁজে মরলুম। ঃ-(
  • Arpan | ২৭ জুন ২০০৮ ১১:৫৮ | 202.91.136.71
  • এইমাত্র ন্যাড়াদার পোস্ট দেখিলাম। আবাপ'র ইউনিকোড ভার্শন থাকিলে কি উহা আর আবাপ থাকিত? ঃ)
  • nyara | ২৭ জুন ২০০৮ ১১:৪৪ | 64.105.168.210
  • আহা! লসাগুর জয় হোক। ওটাই তাহলে কেস। আনন্দবাজার ইউনিকোড সাপোর্ট করে না। আমার আপিশের মেশিনে পদ্মা লাগান আছে। ভুলে গেছিলাম। ওরাই ইউনিকোডে ট্রান্সফর্ম করছে। এখন বাড়ির মেশিনে লাগাইলাম ও আনন্দবাজার দেখিলাম।
  • lcm | ২৭ জুন ২০০৮ ১১:৪৩ | 71.132.147.103
  • আনন্দবাজার-এর কি উইনিকোড ভার্শান আছে নাকি? মানে, ওদের সার্ভারে ।
  • nyara | ২৭ জুন ২০০৮ ১১:৪১ | 64.105.168.210
  • আমি পদ্মা ব্যবহার করেছিলাম বেশ কিছুদিন আগে। বিশেষ কাজে দেয়নি।
  • lcm | ২৭ জুন ২০০৮ ১১:৩৬ | 71.132.147.103
  • ন্যাড়া, অরিজিৎ,
    যদি অলরেডি না ব্যবহার করে থাকো তো পদ্মা (ফায়ারফক্স এক্সটেনশন) ব্যবহার করে দেখতে পারো। যদিও, কিছু বাংলা যুক্তাক্ষরের হ্যান্ডল করতে পারে না।
    http://padma.mozdev.org/
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১১:২৫ | 61.95.144.123
  • আমার।
  • san | ২৭ জুন ২০০৮ ১১:২৪ | 220.227.64.98
  • পুজোয় কোলকাতা গেলে কার কার সঙ্গে দেখা হতে পারে?
  • nyara | ২৭ জুন ২০০৮ ১১:১২ | 64.105.168.210
  • ঠিক আছে, পারলে দেখ। তাড়া নেই। আমার আনন্দবাজার পড়ার জন্যে সেরকম কোন হাপিত্যেস নেই। কিন্তু সহজ টেকনিকাল ধাঁধা বেশিদিন ধাঁধা হয়ে থাকলে মন খচখচ করে।
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১১:০৫ | 61.95.144.123
  • এটা তো জানলা মেশিন। তবে ল্যাপি দেবে - আর সেখানে পারলে ফেডোরা লাগবো। কদিন পর দেবে জানি না অবশ্য।

    আবাপ ইউনিকোড ভার্সন করেছে? তাইলে ম্যাকে দেখবো চেষ্টা করে। যদিও ফায়ারফক্স তিন ম্যাকে লাগিয়ে জিমেল খুললে ক্র্যাশ করছিলো। আবার দুইয়ে ফিরে গেছি।

    বাড়িতে ফেডোরা ৭, উইকেণ্ডে একবার দেখবো।
  • nyara | ২৭ জুন ২০০৮ ১১:০০ | 64.105.168.210
  • আরে শোন না। আমার আপিশে সেন্ট ওএস (বেসিকালি রেডহ্যাট এন্টারপ্রাইজ এডিশন) + ফায়ার্ফক্স ২। আনন্দবাজার অ্যাক্সেস করলে ইউনিকোড দেখছি। ফায়ার্ফক্স ২-এর ইউনিকোড হ্যান্ডলিং ঠিক নেই বলে ভাল পড়া যাচ্ছে না।

    বাড়িতে ইউবান্টু ৭.১০ + ফায়ার্ফক্স ৩। অন্যান্য বাংলা ইউনিকোড সাইট ফাটাফাটি পড়তে পারছি। কিন্তু আনন্দবাজারে গেলে ইউনিকোড ভার্শান আসছেই না। কেন বুঝতে পারছি না।

    একমাত্র ভেবেছি যে আনন্দবাজার যদি ইউজার-এজেন্ট ডিটেকশন করে ইউনিকোড রেসপন্স পাঠায়। আর ইউজার এজেন্ট ডিটেকশনে ফায়রফক্সের ভার্সান চেক করে ভার্সান ৩ বাদ দিয়েছে।

    আপিসে ফায়ারফক্স ৩ নাবিয়ে দেখা যেত, কিন্তু সেন্ট ওএস ৪.৬-তে ফায়রফক্স ইনস্টল হচ্ছে না কয়েকটা লাইব্রেরির জন্যে।

    এবার বল কি হতে পারে আর কি করে চেক করা যায়। তোমার ফেডোরা, না? ফায়ারফক্স ৩ লাগিয়েছ?
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১০:৪৪ | 61.95.144.123
  • আছি। কিন্তু আফনের কোশ্চেন থাকলে আমি তো কোন ছাড়।
  • nyara | ২৭ জুন ২০০৮ ১০:৪০ | 64.105.168.210
  • অরিজিত, সিনফট বা অন্য কোন লিনাক্ষ ব্যবহারকারী বাজারে আছেন নাকি?
  • m | ২৭ জুন ২০০৮ ১০:৩০ | 12.240.14.60
  • বাঃ
  • S | ২৭ জুন ২০০৮ ১০:২৩ | 202.140.54.29
  • তা জানি না। গুরুতে ল্যান্ড করলাম। ওটা তারই শব্দ।
  • m | ২৭ জুন ২০০৮ ১০:২০ | 12.240.14.60
  • শমীক কি ছাদ থেকে লাফিয়ে পল্লে?ঃ)
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১০:১৫ | 61.95.144.123
  • যাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলো-আপটা আর হল না।
  • Arijit | ২৭ জুন ২০০৮ ১০:১৩ | 61.95.144.123
  • আজকে সল্লেকের দিকে কিছু একটা হয়েছে। চিংড়িহাটার আগে সব বাসগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছে - খান তিনেক পুলিশের গাড়িও দেখলুম - সিটিএসের বাসও আটকেছে - আর সব পাবলিক হেঁটে হেঁটে যাচ্ছে।
  • S | ২৭ জুন ২০০৮ ০৯:৫৭ | 202.140.54.29
  • থুপ্‌!
  • m | ২৭ জুন ২০০৮ ০৯:৩৮ | 12.240.14.60
  • আমার ঝুঁটি! উরিবাবা সেতো আমিই জানি নাঃ(
  • d | ২৭ জুন ২০০৮ ০৮:০৮ | 121.245.144.80
  • পারমিতার এই নিরালম্ব প্রশ্নটি কার উদ্দেশ্যে?

    মিঠুর ঝুঁটি বেঁধে স্কুলে যাওয়া, অথবা আরো পরিস্কার করে বললে মিঠুর ঝুঁটি সম্পর্কে আমার একটা টেকনিক্যাল কোচ্চেন আছে। তা পোকাসসে জিগাবো? নাকি কানে কানে?
  • Paramita | ২৭ জুন ২০০৮ ০৫:১৬ | 63.82.71.141
  • কোথায় কোথায় খাব?
  • cam | ২৭ জুন ২০০৮ ০৪:০৪ | 131.95.219.67
  • এখনো কিন্তু টইপত্তরে নতুন সুতো খুলতে গেলে সমস্যা হচ্ছে-বেশ বড়ো নাম দিতে গেলাম, নিলো না। শুধু একশব্দের নাম দিলাম, নিলো,তাও বারকয়েক চেষ্টার পরে।
  • m | ২৭ জুন ২০০৮ ০৪:০০ | 12.240.14.60
  • অত বেশি 'ফ্রন্ট'ফুটে খেলা ভালো নহে;)
  • pi | ২৭ জুন ২০০৮ ০৩:৪০ | 128.231.88.4
  • ঃ)
    অ্যাসোসিয়েশান নয় ও, নাই ও। ঃ)
  • m | ২৭ জুন ২০০৮ ০২:৫৫ | 12.240.14.60
  • আর ইপির এই চিন্তাধারা মধ্যে বেশ একটা প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশানের গন্ধ আছেঃ)
  • pi | ২৭ জুন ২০০৮ ০২:২১ | 128.231.88.7
  • মদি দেখি ভবিষ্যত প্রজন্মের কথা বেশ ভাবে।
    ফসিল ফুয়েলের এর দুর্ভিক্ষের বাজারে প্রস্তরীভূত হতে ভলান্টিয়ার করাটা বেশ দূরদর্শী ও প্রগ্রেসিভ মাইণ্ডের নিদর্শন। ঃ)
  • sinfaut | ২৭ জুন ২০০৮ ০২:১৩ | 117.195.193.211
  • হল্যান্ডকে হারিয়ে ছিল কারন সেদিন হল্যান্ড এদের থেকেও বাজে খেলেছিল তাই।
  • arjo | ২৭ জুন ২০০৮ ০২:০৮ | 168.26.215.54
  • তা এরাই হল্যান্ডকে হারালো কি করে? এবারে ইউরোতে ঘাপলা বাজি হয়েছে শিওর।
  • m | ২৭ জুন ২০০৮ ০২:০৭ | 12.240.14.60
  • আমি পুরো শোকে পাথর।
  • sinfaut | ২৭ জুন ২০০৮ ০১:৫৫ | 117.195.193.211
  • ৩ গোল। পুরো রাশিয়ান টিম একটা বড়সড় ভুল। কারা যেন ওদের পিছনে বাজি ধরছিল?
  • m | ২৭ জুন ২০০৮ ০১:৫৫ | 12.240.14.60
  • তৃতীয় গোল- ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স
  • m | ২৭ জুন ২০০৮ ০১:৪৩ | 12.240.14.60
  • স্পেন সেকেন্ড গোল দিয়ে ফেল্লোঃ(((((((((((
  • Arpan | ২৭ জুন ২০০৮ ০১:২৩ | 122.252.231.206
  • মামীর হতাশার কারণ কী? স্পেন তো লাল-হলুদ।
  • m | ২৭ জুন ২০০৮ ০১:২১ | 12.240.14.60
  • হায় হায়,স্পেন একটা গোল করে ফেল্লোঃ(
  • cam | ২৭ জুন ২০০৮ ০১:০৬ | 131.95.121.107
  • এদিকে ওদিকে অজিতকে অর্জিত পড়ে আমি ভাবলাম অর্জিত বুঝি সিনেমায় নেমেছে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত