এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫৫ | 63.82.71.141
  • ফায়ারফক্সকে। সকাল থেকে উইন্ডোজ লেটেস্ট আপডেট নামানোর পর থেকে আই ই গুরুতে লিখতে দিচ্ছিল না। রেগে আই ই আনইনস্টল করে দিয়েছি। করার আগে ফায়ারফক্সটাকে আপডেট করে নিলাম। কি ফাস্ট! আপদ গেছে।

    দু দেশে।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫৪ | 24.214.28.245
  • কি সুন্দর!
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫৩ | 63.82.71.141
  • দারুণ!
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫৩ | 129.46.154.185
  • পামিতাদি কাকে বাহবা দেন?

    আচ্ছা, দুপুরদিকে কিছুদিন দেখা যাচ্ছে না যে?
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫২ | 129.46.154.185
  • আপনার পিসতুতো দাদা আসছে। এদিকে আমার মা বাবা চলে যাবে আর এক সপ্তাহের মধ্যে। লং উইকেন্ডে কি ছু গেস্ট আসবে। আনন্দ হৈ হট্টহোলের মধ্যেও একটা দুঃখের সুর থাকবে।
  • m | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫১ | 12.240.14.60
  • দ্রি,
    কি যে বলেন!!- আপনি হলেন গিয়ে গাঁয়ের মোড়ল- অযাচিত ভাবে যখন আপনি সাজেশান দেন তখন সম্ভবত আমাকে লেখা কথাটা মনে রাখতে পারেন না- নাঃ সেটা দোষের কিছু নয়ঃ))
    একেই কি অন্যের বেলা সাতেপাঁচে নেই-নিজের বেলা পাঁচ-সাতে পয়তিরিশ বলে?
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫০ | 63.82.71.141
  • বাহ!
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০৩:৪৮ | 24.214.28.245
  • না আজ পার্কে যাব না। দ্রি কি আর করা আমাদের কিছু করতে গেলে আটলান্টা যেতে হয়। ও কিছু না। শনিবার সেখানেই যাব। আর বাকিদিন গুলো লিনাক্ষ ইনস্টল করব। ঃ-) আপনি তো করে উঠলেন না। আমিই করি, ফর ঘটিস সেক।

    আগামী মাসে আমরা ব্লুরিজ পার্কওয়ে ঘুরব। পুরোটা হয়ত করব না, দেখা যাক কতটা ঘোরা যায়। আমার পিসতুতো দাদা আসছে।

    ক্যাম, বোঝা গেল না তো। সেটাই তো উদ্দেশ্য।
  • cam | ০৪ জুলাই ২০০৮ ০৩:৪৫ | 131.95.121.107
  • কিছুই বোঝা গেলো না।এখন তবে কি? দুষ্ট না শিষ্ট? মানে ভেতরের থেকে ও বাইরের থেকে?
    আরে থ্রেড ঝিমিয়ে যেতে দেবেন না, এই শিষ্টের পালন দুষ্টের দমন না বোঝা গেলে সমূহ বিপদ।
    শিষ্টের দমন দুষ্টের পালন হয়ে যেতে পারে।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৪২ | 129.46.154.185
  • আর্য্য নিশ্চয় এতক্ষণে বাড়ি ফেরত গেছেন। ছেলেকে পার্কে নিয়ে যাবার ডিউটি নেই আজ? লং উইকেন্ডে কোথায় যাচ্ছেন টাচ্ছেন নাকি? (বলবেন না আবার তিনশ' মাইল দূরে শপিং মলে!)
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০৩:৪০ | 24.214.28.245
  • দ্রি এখন আমেরিকায় আছি অতএব আমেরিকাই শিষ্ট। যেই বাইরে চলে যাব আমেরিকা খুব দুষ্ট। মানে দুষ্টও হতে পারে আবার শিষ্টও, পোমো মতের মতনই আনসারটেন। তবে টইটা কেমন মিইয়ে গেছে। চিঃলিঃ র সুতোটা জব্বর ছিল।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৩৯ | 129.46.154.185
  • আই মিন নিজের মত।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৩৬ | 129.46.154.185
  • মাইমার আমার ব্যক্তিগত ব্যাপারে এত কৌতুহল কেন? আর সবাইকে উনি এত লিটিজিনাস ভাবেনই বা কেন?
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৩৪ | 129.46.154.185
  • আহা রিইনফোর্সমেন্ট কেন? কানেক্‌শান।

    আমি কেটে পড়ছি। কিন্তু আমি পৃথিবীতে একা নই। আরো লোকে কেটে পড়ছে। আমি তাদের সাথে রিলেট করতে পারছি। একাত্ম হতে পারছি।

    কানেক্‌শান।

    নইলে নেট থেকে কি লাভ?
  • m | ০৪ জুলাই ২০০৮ ০৩:৩৩ | 12.240.14.60
  • দ্রি,
    আপনার মাসে কতবার প্রিপেড বেইল কিনতে হয় এইটা জানা দরকার-তারপর অন্য কথা।
  • aja | ০৪ জুলাই ২০০৮ ০৩:৩১ | 207.47.98.129
  • ওঃ, কেটে পড়ার জন্য রি-ইনফোর্সমেন্ট চাইছো! কেটে পড়তে চাইলে, একলা চলো রে।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:২৯ | 129.46.154.185
  • মানে লং উইকেন্ডের বারবেলা তো। আমাদের আপিসে সবাই একে একে কাট মারছে।

    তাই ভাবলাম, আপনাদের কেউ ... তবে কাজে খুব নিষ্ঠা থাকলে আলাদা কথা।
  • aja | ০৪ জুলাই ২০০৮ ০৩:২৭ | 207.47.98.129
  • দ্রি সবাইকে বাড়ি পাঠাতে চাইছে কেন?
  • m | ০৪ জুলাই ২০০৮ ০৩:২৫ | 12.240.14.60
  • আহারে,খুব মনে লেগেছে।প্রথমে বল্লেন আপনার কনফিউশান হয়েছিলো- তারপরে আবার আইপি মিলিয়ে দেখলেন- তারপর নিশ্চিন্দি হয়ে তবে আমার ঠ্যাং টানলেন -ঠিক ই তো আছে।কিন্তু আপনি ইয়ারা হয়েছেন বলামাত্র কেন যে শুদু মুদু বাঙাল-গজফিতে এনে ফেল্লেন কে জানে!!
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:২৪ | 129.46.154.185
  • এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে? পরিষ্কার বোঝা গেল না যে আম্রিকা দুষ্ট না শিষ্ট।
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০৩:১৮ | 64.105.168.210
  • নাহ, ও থ্রেডের দম ফুরিয়ে এসেছে। এক যদি ঈশান নেবে কিছু করতে পারে।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:১৫ | 129.46.154.185
  • এদিকে বিবেকি বদমায়েশে দুশো ছেচল্লিশটা পোস্ট পড়ে গেছে। এটা কি পারবে অল টাইম রেকর্ড ভাঙতে?
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:১৪ | 129.46.154.185
  • মাইমা ঝগড়ার জন্য কি রকম সব পাই পয়সা হিসেব করে মনে রাখেন সবাই দেখুন। কবে নেড়ুদা নাম লিখতে বানান ভুল করবেন সেইজন্য তক্কে তক্কে ছিলেন।

    টিট ফর ট্যাট ঝগড়ার জন্য মাইমাকে ধিক্কার।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:১১ | 129.46.154.185
  • লং উইকএন্ডে কেউ বেড়াতে আসছেন?
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:১০ | 129.46.154.185
  • আজ কেউ তাড়াতাড়ি বাড়ি যাচ্ছেন?
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০৩:০৫ | 64.105.168.210
  • একশোবার। কনফিউশন হল। তখন জাবেদা খাতা বের করে আই পি অ্যাড্রেস মিলিয়ে দেখলাম এটা হরিমতি দেবীই বটে। তখন বুঝলাম আপনি বড় হয়ে গেছেন। অতঃপর হর্ষপ্রকাশ।

    বাঙালদের মাইরি এত সব বুঝিয়ে বলতে হয়!
  • m | ০৪ জুলাই ২০০৮ ০২:৫৬ | 12.240.14.60
  • দেখুন,সুতো গোটাতে গিয়ে আরো ছড়িয়ে যাচ্ছে- আপনি আমার ছোট থেকে বড় হয়ে যাওয়ায় সেদিন কত হর্ষ প্রকাশ কল্লেন- বড় হাতের এম আমি না জেনেইঃ))))
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০২:৪৮ | 64.105.168.210
  • সে তো আপনাকে চিনতে পারিনি বলে। এক অক্ষরে নাম নিলে ঐ মুশকিল। আপনি যদি হরিমতি নাম নিতেন, আর লিখতে গিয়ে অরিমতি হয়ে যেত - কনফিউশন হত না।
  • aja | ০৪ জুলাই ২০০৮ ০২:৪৭ | 207.47.98.129
  • ঘটিদের মধ্যে বানান নিয়ে ঝগড়া হওয়া কঠিন। ল আর ন এর মধ্যে শুধু ন আছে, তিনটে স-এর বদলে সুধু দন্ত্য-স।
  • m | ০৪ জুলাই ২০০৮ ০২:৪৩ | 12.240.14.60
  • এমা কি যে বলেন,কদিন আগে ছোটর বদলে বড় হাতের এম পড়ে যাওয়ায় আপনাকেই.. ইশ,তখন তো আর সামনের এই দিনটা মাথায় ছিলো না-থাকলে এখন আর ঘটি-বাঙাল,প্রুফরিডার,গজফিতে,আতস কাঁচ নিয়ে সেন্টিমেন্টাল হয়ে পত্তে হতো নাঃ(
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০২:৩৫ | 168.26.215.54
  • হ্যাঁ ঠিক ঠিক। হাইট হচ্ছে দুই বাঙালের মধ্যে বানাম নিয়ে ঝগড়া।
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০২:৩১ | 64.105.168.210
  • আমার বাড়ির কীবোর্ডখানা একটু গোলমেলে। গোলমেলে ঠিক নয়, তবে স্বেচ্ছাচারী। মাঝে মাঝে ইচ্ছে মতন একটা দুটো লেটার ড্রপ করে দেয়। আবার মাঝে মাঝে একেকটা কী দিয়েই যায়, দিয়েই যায়।

    আর দেখুন ছিদ্রান্বেষী বাঙালদের মতন আমরা সঙ্গে প্রুফরিডার, ব্যকরণ বই, চলন্তিকা, গজফিতে, আতস কাঁচ নিয়ে আড্ডা মারতে আসি না।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০২:৩০ | 168.26.215.54
  • খুব তাড়াতাড়ি জিটকে আস্তে পারবে?
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ০২:২৯ | 65.218.154.195
  • উপস্থিততত
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০২:২৩ | 168.26.215.54
  • ওটা লীণাক্ষের উৎসাহে। লীণাক্ষ প্রেমিরা নিজেদের দলে লোক পেলে খুব খুশি হয়।
  • m | ০৪ জুলাই ২০০৮ ০২:১৪ | 12.240.14.60
  • ঐ তো নীচে দেখোনা,নাম থেকে "ন" উড়ে গিয়েচে;)
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • এই উনিটা কে?
  • m | ০৪ জুলাই ২০০৮ ০১:৫৫ | 12.240.14.60
  • কার দেখা পেয়ে উনি এমন 'ইয়ারা' হয়ে গেলেন??
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০১:৩৯ | 168.26.215.54
  • এইযে ব্ল্যাংক বাবু কাছাকাছি আছো নাকি?
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ০১:১১ | 122.252.231.206
  • আরে আমাকে ধমকাচ্ছেন কেন? এই দেখুন আমার প্রাক্তন সার্ভিস প্রোভাইডারের দাবি। ওদের লিনাক্ষ নিয়ে মেল করার পরেও একই জবাব পেয়েছি।

    http://uk-tiscali.custhelp.com/cgi-bin/uk_tiscali.cfg/php/enduser/std_adp.php?p_faqid=630
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:৫৯ | 168.26.215.54
  • ও লেখা দেখেই বুঝে গেছি। দেখেছো কি বুদ্ধি আমার। ঃ-)
  • yara | ০৪ জুলাই ২০০৮ ০০:৫৬ | 64.105.168.210
  • ঐ 'জানিন' আসলে এই অর্ডারে টাইপো -

    জানিনা - জানি - জানিনা
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০০:৫৫ | 64.105.168.210
  • আর্য্যকেঃ অ্যানিমেশন সম্বন্ধেও জানিন। সফটওয়্যার আছে জানিন। কত ভাল কি মন্দ জানিন। গুগুল দেখ আর দেখ sourceforge.net আর savannah.gnu.org

    অর্পণঃ সার্ভিস প্রোভাইডারের আবার লিনাক্ষ সাপোর্ট আনসাপোর্ট কি হে? ব্রডব্যান্ড হলে তো আসবে একটা রাউটারের মধ্যে দিয়ে। রাউটারের পেছনে কি আছে সে তোমার ব্যাপার, প্রোভাইডার জানবেও না, দরকারও নেই। আর যদি মোডেম কানেকশন হয়, এও তো তোমার মেশিনের ওএস হার্ডওয়্যারের সঙ্গে নেগোশিয়েট করবে। তোমার সার্ভিস প্রোভাইডারকে লাগছে কোথায়?
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ০০:৪৭ | 122.252.231.206
  • খেলাধূলা ছাড়া আর কী করব? নেট কানেক্টই করা গেল না। সার্ভিস প্রোভাইডার সাপোর্ট করে না।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:৪৫ | 168.26.215.54
  • অ্যানিমেশন? বউ হঠাৎ করে অ্যানিমেশন নিয়ে খেপেছে। হবে নিশ্চয়ই?
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০০:৪১ | 64.105.168.210
  • তবে খেলাধুলো করলে হবে না। ইউ হ্যাভ টু টেক দা প্লানজ। আমি এখনও অব্দি যা দেখেছি, সফিস্টিকেটেড অডিও বা ভিডিওর কাজ না করতে হলে, লিনাক্ষ সাফিশিয়েন্ট। মোর দ্যান সাফিশিয়েন্ট। অডিওর কাজও করা যায়, তবে এখনও ফ্রি সিকোয়েন্সার বা মাস্টারিং সফটওয়্যার কমার্শিয়ালের সঙ্গে পাল্লা দিতে পারেনি। ভিডিওতেও বোধহয় সেই একই হাল।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:৩৯ | 168.26.215.54
  • এদিকে আমাদের সিস অ্যাডমিনের কি উৎসাহ। আমাকে জেনটু ডাউনলোড করে, সিডি কাট করে, ডকুমেন্টশন নামিয়ে, প্রিন্ট নিয়ে ফাইল দিয়ে গেছে। সব লীণাক্ষ প্রেমিরাই এরকম নাকি?

    তবে দেখলেন আমি দ্রি এর মতন ল্যাদ নই।
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ০০:৩৫ | 64.105.168.210
  • সব চলেগা। তবে আমার রেকমেন্ডেশন ইউবান্টু ৭.১০। আমি দীর্ঘদিন রেডহ্যাট আর ফেডোরা ব্যবহার করে ইউবান্টুতে এসে ঠেকেছি। আমার ভোট ইউবান্টুর দিকে।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ০০:৩৪ | 122.252.231.206
  • শ্যামল বলেছেন ফেডেরারের সাথে যাওয়া উচিত।

    আরে আমার ল্যাপিতে ইউবান্টু ছিল। কিছুদিন খেলাধূলা করলাম। তবে ঐ আর কী। গ্যারাজে আরেকটা গাড়ি থাকার মত। হার্ড ডিস্কে জায়গা দ্রুত কমতে শুরু করল তাই একদিন পথ দেখাতে হল।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:২৯ | 168.26.215.54
  • ন্যাড়াদা কোনটা রেকমন্ডেড? ফেডেরার, ইউবান্টু, জেনটু না অন্য কিছু। আমি রেড হ্যাটের সাথে খানিকটা পরিচিত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত