এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৯ জুলাই ২০০৮ ১১:০৮ | 64.105.168.210
  • অরিজিৎ, ঠাঁই বদলের জন্যে তোমার যেসব প্রশ্ন পাচ্ছে আর তার যা উত্তর আসছে, পারলে একটা টই-ফই কিছু খুলে ডকুমেন্ট করে রাখ। অনেকের কাজে দেবে।

    তবে তোমার সাহেবদের মতন ব্যবসাবুদ্ধি থাকলে 'দেশে ফেরা ফর ডামিজ' ধরণের বেস্ট সেলারও লিখে ফেলতে পার। অবশ্য বাঙালীরা হরগিজ কিনবে না।
  • shrabani | ০৯ জুলাই ২০০৮ ১১:০৩ | 124.30.233.101
  • আমাদের ও এক্সিসটিং ফোনেই বিএসেনেল ব্রডব্যান্ড নিয়েছিলাম। একটা মডেম লাগিয়ে পিসির ইথারনেটে আর বাকী নেটওয়ার্ক সেটিং করে এসে যায় , কোনো কেবলিং করতে হয়না।
    এখন আমি ওয়্যারলেস রাউটার লাগিয়ে নিয়েছি নিজেরাই কিনে এনে। দিব্যি চলছে ব্রডব্যান্ড।
  • S | ০৯ জুলাই ২০০৮ ১০:৪৮ | 202.140.54.29
  • হ্যাথওয়ে বলে একটা কেবলওলা দিল্লিতে ব্রডব্যান্ড দেয়, তবে আজ পর্যন্ত কেউ নিয়েছে বলে শুনি নি। এমনিতে কোনও DTH প্রোভাইডার ব্রডব্যান্ড দেয় না। ভারতীতে অনেকদিন কাজ করেছি বলে ভেতরের খবর জানি, এয়ারটেল চালু করবে কেবল ইন্টারনেট তথা ডিটিএইচ পরিষেবা, গুরগাঁওতে একটা আবাসনে পরীক্ষামূলকভাবে চালুও হয়েছে, তবে সেটা অন্য বিষয়।

    অরিজিৎ, আমি যতদূর জানি, বাড়িতে এক্সিসটিং বিএসেনেলের ফোন থাকলে তাতেই ব্রডব্যান্ড নেওয়া যায়। ওরা বোধ হয় ওয়্যারিং ইত্যাদি চেঞ্জ করে, আর ট্যারিফ ইত্যাদি পাল্টে যায়। একটাও বিএসেনেল না থাকলে একটা ফোন নিতে হয়, তবেই ব্রডব্যান্ড মেলে।

    আমার এয়ারটেলের ব্রডব্যান্ডের সাথে ফোনটা দিয়েছে ফ্রি। না নিলেও চলে। নিলেও কোনও রেন্টাল নেই আলাদা করে, শুধু কল করলে কল চার্জ আসবে। আর কিছু না। হ্যান্ডসেটও ঘ্যামা দিয়েছে, ফ্রি। চার বছর টানা ইউজ করলে তারপর সারেন্ডার করলে আর মোডেম বা ফোনের সেট ফেরৎ দিতে হয় না। ওটা তোমার সম্পত্তি।

    আমার তিন বছর হল। এর মধ্যে একবারই নেট ডাউন হয়েছিল, এই সব সময়ে এয়ারটেলের ফোন কাজে লাগে, ফ্রিতে কাস্টমার কেয়ারে ফোন করা যায়, ইস্যু রিসল্‌ভ করা যায় সাথে সাথে। ব্যাপক ব্যাপক ভালো সার্ভিস।

    সিফি ভুলেও নিও না। আমি নিয়ে ভুগেছিলাম।
  • santanu | ০৯ জুলাই ২০০৮ ১০:৪৫ | 82.112.6.2
  • কেবল ব্রডব্যান্ড শুধু সিফি দেয় - - নিও না নিও না নিও না।
  • Blank | ০৯ জুলাই ২০০৮ ১০:৩৫ | 65.218.154.195
  • আমাদের ডিশ টিভি, ওরা দেয় না
  • Arijit | ০৯ জুলাই ২০০৮ ১০:৩৪ | 61.95.144.123
  • ও কেবলওয়ালা তো উঠে যাবে - যেই সেটটপ বক্স ম্যান্ডেটরি হবে তখন। ওই টাটা-স্কাই ইত্যাদিরা দেয়?
  • Blank | ০৯ জুলাই ২০০৮ ১০:৩০ | 65.218.154.195
  • কেবল ব্রডব্যান্ড দেয় তো, লোকাল কেবলে খোজ নাও
  • Blank | ০৯ জুলাই ২০০৮ ১০:২৯ | 65.218.154.195
  • রিমোট কই, ওতো সাউন্ড রেকর্ডার
  • Arijit | ০৯ জুলাই ২০০৮ ১০:১৪ | 61.95.144.123
  • যাক - তাহলে ফোনটা লাগিয়ে দেবে, ছানা হোক - পোনা হোক, চিন্তা নাই। বাবা প্ল্যান চেঞ্জ করতে রাজি নয়, আর আমি বাড়ির কানেকশানে আপিসের কাজ করবো শুনলে আরো চটে যাবে। সেদিন আমার একটা টেলিকং ছিলো, বাড়ি থেকে ধরার কথা - আর ওয়েবেক্সে শেয়ারড পিপিটি - তাতেই বল্ল আপিসের কাজে কেন বাড়ির নেট ব্যাভার করবি...

    তাও আরেকবার বলে দেখতে হবে। সিনেমা ডাউনলোড করার এন্থু আমার নেই, দেখার সময়ও হবে না, আর ওই ছোট স্ক্রীনে দেখলে চোখে লাগে। মেনলি মেল, গুরু (চ্যাট আমি করি না) আর ব্রাউজিং - পেপার-টেপার ডাউনলোড ইত্যাদি, আর ওয়েবেক্স - এই আমার দরকার। ৫০০-টাই দেখি।

    মোডেমটা বল্লে কি ওয়াইফাই শুদ্ধু দেবে নাকি আমাকে ওয়্যারলেস রুটার কিনতে হবে?

    কলকাতায় কেউ কেব্‌ল ব্রডব্যাণ্ড দেয়? আমার একখান কেব্‌ল ওয়্যারলেস রুটার রয়েছে অলরেডি।
  • sinfaut | ০৯ জুলাই ২০০৮ ০৯:৫৬ | 66.232.102.157
  • দমদি রিমোট ক®¾ট্রাল কিনতে চাইছে কেন?
  • Arpan | ০৯ জুলাই ২০০৮ ০৮:১১ | 122.252.231.206
  • পামিদির ইমেলগুলি কি অপ্রকাশিত? তাইলে পামিদিও গুরুদেব হতে পারেন!
  • Kyle | ০৯ জুলাই ২০০৮ ০৪:৩৫ | 63.192.82.30
  • যাঃ, মামী কবি হয়ে গেছে!!!!
  • m | ০৯ জুলাই ২০০৮ ০১:০৯ | 12.240.14.60
  • দ্রি,
    ধরুন আপনি চান কত্তে গেছেন- সাবান -শ্যাম্পু মেখেছেন প্রচুর-এইবার কল খুলে দেখলেন,সরু ফিতের মত জল চোখের সামনে নেই হয়ে গেলো- সিনেমার শেষটা দেখে আমার একেবারে সেই রকম লাগলো।
    পরে অবশ্য পরিচালকের ভাবনার খেলা খুব ধরেছি গোছের একটা বিজ্ঞ বিজ্ঞ (কাল্পনিক) ভাব এনে কিছুটা শান্তি পেলামঃ)
  • A | ০৯ জুলাই ২০০৮ ০০:৪৬ | 76.113.170.184
  • ধ্যাৎ
  • Paramita | ০৯ জুলাই ২০০৮ ০০:১৩ | 63.82.71.141
  • বড় হলে সিনিমা দেখে। বড় হলে ইমেল লেখে। আমি ইমেল লিখি কিন্তু সিনিমা দেখিনা। তালে আমি বড় হই নি কিংবা বড় না হলে সিনিমা দেখে কিংবা বড় হলে সিনিমা দেখে না কিংবা বড় না হলে ইমেল লেখে কিংবা বড় হলে ইমেল লেখে না।

    "যাই"।
  • Kyle | ০৯ জুলাই ২০০৮ ০০:১০ | 63.192.82.30
  • ধ্যাঅ্যাঅ্যাঅ্যাঅ্যাৎ
    একসঙ্গে হল তো!
  • pi | ০৯ জুলাই ২০০৮ ০০:০৬ | 128.231.88.6
  • সিনিমাও দেখে তো। দমদি বল্লো যে !
  • arjo | ০৯ জুলাই ২০০৮ ০০:০৫ | 168.26.215.54
  • পামিতা দি বড় হয়ে গেছে। বড়রা খালি ইমেল লেখে এবং দেখে।
  • Paramita | ০৯ জুলাই ২০০৮ ০০:০৩ | 63.82.71.141
  • পড়াশুনো করলে তো ভালো ছিল, সারাদিনরাত ধরে ইমেল লিখছি। ধ্যা অ্যা অ্যা ত্‌। এই চারটে অক্ষর একত্রে লেখা যায় না। আবার ধ্যা অ্যা অ্যা ত্‌।
  • Blank | ০৯ জুলাই ২০০৮ ০০:০২ | 170.153.62.251
  • ডাক্তার দা, আছো কি? তোমাকে মেলিয়েছি
  • arjo | ০৯ জুলাই ২০০৮ ০০:০১ | 168.26.215.54
  • ঘেঁটে দেওয়া বাজনা
    মোটে ভালো কাজ না
  • Blank | ০৮ জুলাই ২০০৮ ২৩:৫৯ | 170.153.62.251
  • রেকর্ডার জিনিস টা নিয়ে খুব একটা আইডিয়া নেই, তবে এগুলোতে মেমরি বেশী হয় বলে মনে হয় না।
    দেখতে হবে ঘেঁটে
  • pi | ০৮ জুলাই ২০০৮ ২৩:৫৩ | 128.231.88.5
  • পারমিতাদি নিঘ্‌ঘাৎ পড়াশুনা করছে।
  • Paramita | ০৮ জুলাই ২০০৮ ২৩:৪৬ | 63.82.71.141
  • ধুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউত
  • Kyle | ০৮ জুলাই ২০০৮ ২৩:৪৫ | 63.192.82.30
  • ও দমদি, কালে কালে কত হল! সিংহগড়েও পয়সা দিয়ে ঢোকা !!! এবার খরগপাশলায় গাড়ি থামালেও পয়সা চাইবে
    রায়গড় গিয়েছ কি?
  • arjo | ০৮ জুলাই ২০০৮ ২৩:৪৪ | 168.26.215.54
  • পড়াশুনো খুব খারাপ জিনিষ। করতেও নেই, করতে বলতেও নেই।

    মন দিয়ে যারা শুধু করে পড়াশুনো
    হ্যাটা দেয় লোকে বলে শ্লা ঘরকুনো
  • d | ০৮ জুলাই ২০০৮ ২৩:৩৯ | 121.245.191.214
  • সেইইইইই যে "মরিয়া প্রমাণ' করিয়াছিলেন যিনি, তিনিই আসল কাদম্বিনী।

    আর এই পাই কেবল বড়দের সিনেমা দ্যাখে কেন? পড়াশোনা নেই?
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ২৩:৩৪ | 122.252.231.206
  • কাদম্বিনী কিনি? আমি তো জানিতাম কাদম্বরী। ভুল জানিতাম?
  • pi | ০৮ জুলাই ২০০৮ ২৩:২৭ | 128.231.88.4
  • ঢাই অক্ষর তো বেশ ভালো।
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ২৩:২৫ | 122.252.231.206
  • বৌঠানে বড় প্যাথোস। একখান আনা তড়খড়ে থাকিলেই চলিবে।
  • Ishan | ০৮ জুলাই ২০০৮ ২৩:১৯ | 12.163.39.254
  • চার অক্ষর ভালো জিনিস না। সব্বাই জানে।
  • d | ০৮ জুলাই ২০০৮ ২৩:১০ | 121.245.191.214
  • ঃ)))
    আর মামীর যে কৎবেল আছে, তার বেলা? চার অক্ষর বলে অমনি অবহেলা কত্তে হবে অ্যাঁ?
  • I | ০৮ জুলাই ২০০৮ ২২:৫১ | 59.93.243.160
  • ঠিকাছে, আমরা অনেকে মিলে গুরুদেব হতে পারি। ঈশেনের দাড়িফাড়ি আছে, আমার ডিগ্রি আছে, নেড়া-ঈশেন-স্টোয়িক-কল্লোলদার গান আছে,হনুর আলখাল্লা আছে, দমুর সেই ভদ্রলোকের অনেকগুলো বাড়ি আছে। আমাদেরো নোবেল নাই, গুরুদেবেরো এখন আর নোবেল নাই।
    শুধু যদি রাঙাদির একটি ওকাম্পো আর অপ্পনের একজন কাদম্বিনী বৌঠান থাকতো !
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ২২:৫০ | 122.252.231.206
  • বাঃ! নাটক ভাল জমেছে। ভাল খোরাক।
  • I | ০৮ জুলাই ২০০৮ ২২:৩১ | 59.93.243.160
  • ধ্যাৎ, গুরুদেব তো ডিগ্রি নিয়ে ধরে রাখতে পারলেন না; ফেলে দিলেন তো ।
  • Ishan | ০৮ জুলাই ২০০৮ ২২:২৮ | 12.163.39.254
  • ইন্দোরও বিলিতি ডিগ্রি আছে। গুরুদেবেরও ছিল (নাইটহুড)। অতএব ...
  • d | ০৮ জুলাই ২০০৮ ২২:২৬ | 121.245.191.214
  • ব্ল্যাংকি আছিস? দেখ তো আমার এই সাইটটা খুলছে না
    http://www.olympus.co.uk/consumer/2581_VN-240.htm
    জিনিষটা কেমন?
  • I | ০৮ জুলাই ২০০৮ ২২:২৩ | 59.93.243.160
  • মনে হয় ঈশেনই সেই ত্রিকালজ্ঞ কবি। ঈশেনেরো দাড়ি আছে, ঈশেনো গান লেখে ও গায়, ঈশেনো নাকি ভালো কবিতা লিখতে পারে না....
  • I | ০৮ জুলাই ২০০৮ ২২:১৭ | 59.93.243.160
  • এইজন্যেই ত্রিকালজ্ঞ কবি সেই ভোর থাকতে উঠে বলে গেছেন-দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে/অভিশাপ আঁকি দিল... ইত্যাদি।
    মৃত্যুদূত অর্থাৎ কিনা চন্দ্রবিন্দু, বুঝলেন তো ! অতএব এখন থেকে "ঁটইপত্তর' বলে ডাকবেন।
  • Ishan | ০৮ জুলাই ২০০৮ ২২:১৪ | 12.163.39.254
  • অ্যাটেনশন।
  • d | ০৮ জুলাই ২০০৮ ২২:১৪ | 121.245.191.214
  • এই যে ঈশেনচন্দর ....
  • Ishan | ০৮ জুলাই ২০০৮ ২২:১২ | 12.163.39.254
  • দেখতে পাও না টইয়ে চন্দ্রবিন্দু দেওয়া যাচ্ছে না? ইঁদুর ইন্দুর হয়ে যাচ্ছে?
  • pi | ০৮ জুলাই ২০০৮ ২২:০৫ | 128.231.88.4
  • হরি হরি , হর হর !
    সর্বজয়ারে উদ্ধার কর ।
  • I | ০৮ জুলাই ২০০৮ ২২:০৪ | 59.93.243.160
  • চন্দ্রবিন্দুতে কি র‌্যাশনিং চালু হল? যুদ্ধের বাজার? কালো টুপি-পড়া স্ট্রীটল্যাম্প? বোম ফেলেছে জাপানী? বর্মা-সীমান্তে নেতাজী?
  • Ishan | ০৮ জুলাই ২০০৮ ২২:০১ | 12.163.39.254
  • আবার চন্দ্রবিন্দু? অ্যাঁ?
  • I | ০৮ জুলাই ২০০৮ ২২:০০ | 59.93.243.160
  • ও মামী, মামী গো, একবার ইদিকপানে চাও। মুখপোড়া দেঁড়েলের শখের কতা শুনে যও।
  • Ishan | ০৮ জুলাই ২০০৮ ২১:৫৬ | 12.163.39.254
  • সর্বজায়া? কি ভালো কি ভালো। ঃ)
  • I | ০৮ জুলাই ২০০৮ ২১:৫৪ | 59.93.243.160
  • সর্বজায়া খুব খারাপ জিনিষ। দ্রৌপদী ছিল গরীবের সর্বজায়া। পান্ডবরা গরীব ছিল কিনা, বনে-বাদাড়ে থাকত !
  • d | ০৮ জুলাই ২০০৮ ২১:৫২ | 121.245.191.214
  • বাপ্পো "সর্বজায়া' কী?

    বুঝলে ইন্দুর, আজকাল সিংহগড়ে ঢুকতে টিকিট করেছে। মনে হয় এইবারে একটু রক্ষণাবেক্ষণ হবে।
  • I | ০৮ জুলাই ২০০৮ ২১:৪৯ | 59.93.243.160
  • ওমনাথ সবেতেই পোবন্ধ নামায়ে দ্যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত