এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৪:১৮ | 61.95.144.123
  • আমাদের আপিসে একজন নাকি কিছু করতে না পেরে মনিটরটাকে উল্টে নিয়ে বসে ছিলোঃ-)
  • san | ১০ জুলাই ২০০৮ ১৪:১৬ | 12.144.134.2
  • আমার বর আবার এটা আমার কাছ থেকে শুনে তার বসের কম্পুকে ঘরে একমিনিট ফাঁকা পেয়ে করে দিয়েছিলো। সে বেচারি নাকি খুব ঘাবড়েও গিয়েছিলো ঃ-))))
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৪:১৪ | 61.95.144.123
  • টুলবারটাকে তো কান ধরে টানলেই ওঠেনামে। এটা করলে পুরো স্ক্রীন ঘুরে যায় - ডকুমেন্ট খোলা থাকলে সেটাওঃ-) হুড়ো দেওয়ার পক্ষে বেশ ভালো।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৪:১৩ | 66.232.102.157
  • এটা কি সেই টুলবারটাকে উপর নিচে পাশে পাঠানোর কতা বলচ?
  • san | ১০ জুলাই ২০০৮ ১৪:১২ | 12.144.134.2
  • জানি, উল্টে যায়। একবার হাত ফসকে হয়ে গিয়েছিলো । সে আর সোজা করতে পারিনা কি কেলো কি কেলো। তখন তো জানতামও না কেন হল।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৪:১১ | 61.95.144.123
  • আপ নয়, ডাউন-লেফট-রাইট করে দ্যাখো, ক®¾ট্রাল-অল্‌টের সাথে। আমার তো হয়। নইলে অন্য মেশিনে দ্যাখো - আশেপাশে কারো;-)
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১৪:১১ | 202.91.136.71
  • ও, হ্যাঁ, এইটা তো জানি। একবার মেয়ে করে দিয়েছিল ওই তিনটে কি দাবিয়ে।

    তারপরে খুঁজে খুঁজে বার করেছিলুম। কী কেলো!
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১৪:১০ | 202.91.136.71
  • কী হয়? আপিসের মেশিনে ট্রাই করে কিছু হল না।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৪:১০ | 66.232.102.157
  • আমার তো কিচুই হলোনা।
  • S | ১০ জুলাই ২০০৮ ১৪:০৭ | 202.140.54.29
  • হুঁ, এটা জানি।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৪:০৩ | 61.95.144.123
  • সরি ডাউন অ্যারো, বা লেফ্‌ট-রাইটেও হবে।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৪:০০ | 61.95.144.123
  • জানলাওয়ালারা কখনো Ctrl + Alt + up-arrow করে দেখেছ শুধু ডেস্কটপের ওপর?
  • h | ১০ জুলাই ২০০৮ ১৩:৫৮ | 125.18.104.1
  • শহর সব সময়েই ইন্টারেস্টিং। কমেϾট্র র উপরে ডিপেন্ড করবে আর ব্যবহৃত পুরোনো বা নতুন স্টিল। আমার মাইরি বলছি কলকাতা নিয়ে একটা নিরীক্ষা মূল ইয়ে করার ইচ্ছে আছে। নেহাৎ আমার ক্যা নেই।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৩:৫৮ | 61.95.144.123
  • তাইলে তো অল্প গরম করলেই হবে। সিঁফোকে চটিয়ে দাও - ওর কান দিয়ে যখন ধোঁয়া বেরোবে, সেখানে স্ক্রীনটাকে ধরো।
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১৩:৫৭ | 202.91.136.71
  • কিংবা ছেঁচা পেঁয়াজের রস। ব্যোমকেশ পশ্য।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৩:৫৬ | 66.232.102.157
  • louis malle বলে এক ডিরেক্টরের একটা কলকাতার উপর ডকু আছে, ১৯৬৯ এর তোলা। আগে একবার পুরোটা পাইনি। দুদিন আগে পেলাম। কি আনন্দ। কিন্তু সাবটাইটেল নেই। চাপ। ১৯৬৯ এর কলকাতা নিশ্চয় ইন্টেরেস্টিং হবে।
  • S | ১০ জুলাই ২০০৮ ১৩:৫৩ | 202.140.54.29
  • এট্টু জলে ভিজিয়ে দেখবো? যদি লেবুর রস দিয়ে লেখা হয়?
  • h | ১০ জুলাই ২০০৮ ১৩:৪৪ | 125.18.104.1
  • শমিকের কি গোটাটাই পেট?
  • r | ১০ জুলাই ২০০৮ ১৩:৪১ | 198.96.180.245
  • মৌন অবস্থাতেও তোৎলায়! টাফ!!
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৩:৩১ | 61.95.144.123
  • সাদা কালিতে লিখতাসে, নয়তো ফিসফিস করে চেঁচাচ্ছে।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৩:২৮ | 66.232.102.157
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৩:২৬ | 61.95.144.123
  • এটা কি? মৌন প্রতিবাদ?
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৩:২৫ | 66.232.102.157
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৩:১৮ | 61.95.144.123
  • বোঝাতে চায় যে সিঁফো প্যাঁচা নয়, রাত জেগে সিনেমা ডাউনলোডালেও।
  • pi | ১০ জুলাই ২০০৮ ১৩:১০ | 69.251.184.3
  • নিজে এত চেঁচায় তবু হাঁড়িচাচা আর পেঁচানিদের বদনাম করে । ঃ)
  • nyara | ১০ জুলাই ২০০৮ ১৩:০০ | 64.105.168.210
  • পুরনো দিনের ট্রাঙ্ককলের মতন।

    - হ্যালো
    - হরিদাস পাল আছেন।
    - বলছি।
    - আমি দিল্লি থেকে রাঠোর বলছি।

    [ হঠাৎ তারস্বরে চেঁচিয়ে ]

    - কে রাঠোর? শুনতে পাচ্ছ?

    সিনফট দোতলা থেকে বলে, তাই দুবার বলে। যদি প্রথমবার একতলার লোক শুনতে না পায়?
  • san | ১০ জুলাই ২০০৮ ১২:৫৯ | 12.144.134.2
  • সামনের উইকে আবার কুর্গ, আবার পর্ক কারি, জিঞ্জার এইল ঃ-)

    কিন্তু এখন নিরিমিষ থালি ঃ-(
  • S | ১০ জুলাই ২০০৮ ১২:৫৩ | 202.140.54.29
  • আমি আধখানা রুটি খাই? কবে ???

    নর্মাল ঘরোয়া তরকারির সাথে পাঁচখানা সাঁটি, ঢাবা বা তেমন ভালো রেস্তোরাঁয় গেলে ছ-সাতখানা আমার কাছে কোনও ব্যাপারই নয়।

    আমার ওজন বা প্রস্থ দেখে আমায় আন্ডারেস্টিমেট কোরো নি। হুঁ।
  • r | ১০ জুলাই ২০০৮ ১২:৫১ | 125.18.17.16
  • এটা একবারে বলেছে।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১২:৫০ | 66.232.102.157
  • ই কী? আবার দুবার করে পড়ে গেল ঃ-(

    গানটার কথা লিখেছিলাম সুমনের গানের সাথে তুলনা করতে।
  • r | ১০ জুলাই ২০০৮ ১২:৪৭ | 125.18.17.16
  • এই প্রথম কাউকে লেখার সময় কনসিস্টেন্টলি তোৎলাতে দেখলাম।
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১২:৪৭ | 202.91.136.71
  • না, না। বেশ জোরালো। পুনরাবৃত্তির প্রয়োজন ছিল না।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১২:৪৫ | 66.232.102.157
  • ইনফ্যাক্ট শমীক যে লাইনটা মিস করে গেল, সেটা পড়লে হয়তো অঞ্জনের গানটাও বেশ জোরালো লাগতে পারেঃ

    "কেউ খাওয়াচ্ছে, আর তুমি পেট ভরে খাচ্ছো
    তোমার খেয়োখেয়ির বংশটা বাড়াচ্ছো"

    ঃ-)
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১২:৪৫ | 66.232.102.157
  • ইনফ্যাক্ট শমীক যে লাইনটা মিস করে গেল, সেটা পড়লে হয়তো অঞ্জনের গানটাও বেশ জোরালো লাগতে পারেঃ

    "কেউ খাওয়াচ্ছে, আর তুমি পেট ভরে খাচ্ছো
    তোমার খেয়োখেয়ির বংশটা বাড়াচ্ছো"

    ঃ-)
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১২:৪১ | 61.95.144.123
  • ওইটে হল কি যেন বলে - সার্ভিসের দাম;-)

    আমি সেদিন অর্কজেও তাই দেখলুম - কুলপি ১২৫/- আর সেই জিনিসই র‌্যালিসে পাবে হয়তো ২০/-
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১২:৩৮ | 202.91.136.71
  • শেষ পাতে রাজভোগ আর মিষ্টি দই। বাপ্পো, কী দাম। একপিস রাজভোগ ৩০ টাকা! নেহাত শালী-ভায়রা মিলে খাওয়ালো। ঃ)
  • nyara | ১০ জুলাই ২০০৮ ১২:৩৭ | 64.105.168.210
  • কলকাতায় ভাল ইলেক্ট্রনিক মিউজিকাল ইনস্ট্রুমেন্ট বা রেকর্ডিং গিয়ারের দোকান হয়েছে? মানে আমি যদি একটা ডিজিটাল মিক্সার কি ফায়ারওয়্যার অডিও ইন্টারফেস কিনতে চাই, পাব?
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১২:৩৬ | 202.91.136.71
  • সেইটাই তো। ৬ নং-এ তেল কই নামে সর্ষে দিয়ে বানানো একটি বস্তু হাজির করল। মুখে দিয়ে দেখলাম সর্ষে পুরো তেতো। ঃ(

    প্রসঙ্গতঃ আমাদের বাড়িতে তেল কইতেও কখনো কভু সর্ষে দিতে দেখিনি!

    তবে বেশি কিছু খাইনি। আমপোড়া সরবত, ফিশ ফ্রাই, মুসুর ডাল, ঝুরি আলুভাজা, ডাব চিংড়ি, মাংসের ঝোল। আর চিতলের মুইঠ্যা জনগণ অর্ডার দিতে গেছিল। বলল সেদিন হবে না। অগত্যা ওই অখাদ্য তেল কই।
  • san | ১০ জুলাই ২০০৮ ১২:২৭ | 12.144.134.2
  • আরো ভেবে দেখলাম সর্ষে মনে হয় শুধু নরম মাছে দ্যায়। ভাবতে গিয়ে খামোখা খিদেও পেয়ে গেল।

    অপ্পন সেদিন ৬ বা প্লেসে কিকি খেলে?
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১২:২৫ | 61.95.144.123
  • সুমনের আরো জোরালো ছিলো -

    "কেউ যদি বেশি খাও
    খাওয়ার হিসেব নাও
    কেননা অনেক লোক
    ভালো করে খায় না।'

    বেথের আধখানা রুটিতে পেট ভরে যায় বলে আওয়াজ দিলো। হুঁ। ঃ-(
  • S | ১০ জুলাই ২০০৮ ১২:২০ | 202.140.54.29
  • এই খাওয়া নিয়ে অঞ্জন দত্তর একটা গান ছিল না?

    তুমি নাটক নভেল বইমেলা চষে যাচ্ছো,
    তোমার মনের মাথার ক্ষিদেটা মেটাচ্ছো
    কেউ খাওয়াচ্ছে আর তুমি পেট ভরে খাচ্ছো
    ??????

    কেউ খেতে পায়, কেউ ভালো করে পায় না
    কেউ অনেক পেয়েও কিছুই খেতে চায় না
    আমি চিনি এমন অনেক, যারা
    সারাদিনে কিছুই খেতে পায় না ...
  • san | ১০ জুলাই ২০০৮ ১২:১৭ | 12.144.134.2
  • ভেবেচিন্তে দেখলাম কই আর সর্ষে কখনই এক রান্নায় খাই নি। ইলিশ পার্শে পাবদা এসব সর্ষেবাটা দিয়ে খেয়েছি বটে। কিন্তু নো কই।
  • san | ১০ জুলাই ২০০৮ ১২:০৯ | 12.144.134.2
  • রং নাম্বার রং নাম্বার -
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১২:০৪ | 61.95.144.123
  • না। মামী এবং পাল্লিনের রেসিপি অনুযায়ী নো সর্ষে।
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১২:০৩ | 202.91.136.71
  • স্যান, একটা কথা বল তো! তেল কই কি সর্ষে দিয়ে প্রিপেয়ার করে?
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১২:০২ | 61.95.144.123
  • ওটাই তো জীবন। কেউ মনের ক্ষিদে মেটায়, কেউ চোখের ক্ষিদে - আমি বাপু আগে পেটের ক্ষিদে বুঝি।
  • san | ১০ জুলাই ২০০৮ ১১:৫৯ | 12.144.134.2
  • এরা এত খাইখাই করে কেন?
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১১:৫৮ | 202.91.136.71
  • ঃ)

    কিন্তু তোমার ফোন্নং না থাকলে কনফার্ম করব কী করে?
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১১:৫৫ | 61.95.144.123
  • "পোলাও মাংস? আহা তা বেশ, বেশ।'
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত