এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৫:১৫ | 202.91.136.71
  • মামু তো অহিংসবাদী। একটিও বাগও প্রাণে ধরে মারতে পারেন না। পাছে রক্তারক্তি কাণ্ড হয়।
  • r | ০৪ জুলাই ২০০৮ ১৫:১১ | 125.18.17.16
  • চাগরি করতে এলে জানা যায় মানুষের মতই বরাহ ও সারমেয়দের শিশুদের মধ্যেও সীমাহীন ডাইভার্সিটি সম্ভব।
  • san | ০৪ জুলাই ২০০৮ ১৫:১১ | 12.144.134.2
  • বাগ দেখাইয়া কি হইবে? মামু একটি হাই তুলিয়া নিদ্রামগ্ন হইবেন। বাগ সুখে কালাতিপাত করিবে।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৫:১০ | 66.232.102.157
  • যাক মনে করে দিয়ে খুব ভালো করেছিস, থাঙ্কু। একখান কেটে রাখব।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৫:০৮ | 66.232.102.157
  • অজ্জিত,এহ্‌ এটা আমি অনেকদিন আগে বলে দিয়েচি।

    স্যান, ঐ দেকো, আমার অত ডিটেল মনে থাকেনা, আর সময়ের মধ্যে কেটেচি বলে অত খ্যালও নেই। আমি তো টেরেনই চড়ি, যখন গ্রীষ্মের দাবদাহে ac টিকিটও পাইনা তখন মাঝে মাঝে বাড় খেয়ে টিকিট ক্যান্সেল করে পেলেনে চাপি। সে হয়তো বচরে একবার। ২৬ ঘন্টা বিপুল গরমে একা একা ট্রেনে করে আসা যায়? তুই বল?
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৫:০৮ | 61.95.144.123
  • এই শেষ পোস্টটা আমি কিছু না হলেও দশ মিনিট আগে করেছিলুম। ঝুলে যাওয়াতে বন্ধ করে দিয়েছিলুম - পোস্টটা এখন এলো। এটাও ডিঃ। এবং মামুর জন্যে বাগ রিপোর্ট।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৫:০৪ | 61.95.144.123
  • ডিঃ আমি শুধু অহেতুক ভয় এবং মিথগুলো কাটানোর চেষ্টা করিতেছিলাম মাত্র। আর বলিব না।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৫:০২ | 61.95.144.123
  • রদা -- রঁদ্যা - মানাবে ভালো। দ্য থিংকার।
  • bb | ০৪ জুলাই ২০০৮ ১৫:০২ | 121.245.38.222
  • আমরাও নিজেদের রিভিউ এর জন্য ওয়াড' ব্যবহার করে থাকি।
  • san | ০৪ জুলাই ২০০৮ ১৫:০০ | 12.144.134.2
  • এইবারে লোকে দেখতেই পায় কারা জীবনে ট্রেনে চড়েনা।কদিন আগে টিকিট দেয় তাও জানেনা।স্নবের চূড়ান্ত ছি ছি। আবার আওয়াজ দ্যায় অন্যকে।

    কিন্তু দেশের কি দুর্দিন। অপ্পনের মত জাঁদরেল প্রোম্যা রাও যদি টেরেনে চড়তে শুরু করে তো ....
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৫:০০ | 66.232.102.157
  • বরফির ভাষায় কথা বলো আরো ভালো শোনাবে। হৌঁস কোস ফয়েঁস।
  • r | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫৯ | 125.18.17.16
  • ভাবও নাই, আড়িও নাই, শুধুই কাজ। এবার থেকে ইঞ্জিরিতে কথা কইব।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫৮ | 66.232.102.157
  • সেকি কতা? পুজো তো ৬ না কত অক্টোবরে? এখন থেকে টিকিট পাওয়া যায় নাকি? দুমাস আগে থেকে পাওয়া যেত না? আম্মো তো যাবো ভেবেচি। তাহলে মনে হচ্ছে যাবোনা। কিংবা কেন যাবো?
  • san | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫৫ | 12.144.134.2
  • টেরেনের। পাওয়া যাচ্ছেনা কেননা পুজোর জাস্ট আগে আগে। রাত সাড়ে এগারোটায় দেখলাম ২ তারিখের তখনো দিতে শুরু করেনি। তারপর আর দেখতে ভুলে গেছিলাম। সকাল দশটায় দেখলাম সব শেষ।

    *** কদিন আগেই কে যেন আওয়াজ দিয়েছিলো আমি টেরেনে চড়িনা? টিকিট কেটে এইবারে স্ক্যান করে মেইল করে দেবো।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫৩ | 202.91.136.71
  • ** রিভিউ।

    উফ্‌ফ, এই ক্ষ্যামা দিলাম।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫২ | 66.232.102.157
  • স্যান, এই টিকিট কাটা ব্যাপারটা কী? থ্যাটারের না পেলেনের না টেরেনের? আর পাওয়াই বা যাচ্ছেনা কেন?
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫২ | 202.91.136.71
  • আমাদের ফাইনাল ডেলিভারেবলও তো পিডিএফই হয়। যেটা কাস্টমারকে পাঠানো হয়।

    কিন্তু ডিজাইন ডকুমেন্ট ইত্যাদি ওয়ার্ডেই হয়। কারণ সেইখানে ক্লায়েন্টের বিজনেস অ্যানালিস্ট গ্রুপও চাইলে ভিভিউ করে নিজেদের কমেন্ট ইনসার্ট করতে পারে।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫১ | 66.232.102.157
  • রদা এখন লেখা ছেড়ে দিয়ে কতা বলা প্যাক্টিশ করচে। হানুদা কাল যেমন বেগবান হয়ে বলে গেল।
  • san | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫০ | 12.144.134.2
  • ভাবের লোক পেলে তখনই করেন । এখানে মনে হয় ভাবের লোক কেউ নেই র এর, সব আড়ির লোক।
  • r | ০৪ জুলাই ২০০৮ ১৪:৫০ | 125.18.17.16
  • সব কাজের মানুষ।
  • bb | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪৯ | 121.245.38.222
  • Arpan আমি কাজ করি consulting এ আমাদের সব প্রপোজাল কিন্তু পিডিফ হয়। আমদের এটাই নীতি আর সবাই এটা মেনে চলে। আমাদের কাস্টমার ও এটা বোঝে।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪৮ | 202.91.136.71
  • এই যে র-বাবু তুই কয়েছেন। ভাববাচ্য ছেড়ে। ঃ)
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪৭ | 61.95.144.123
  • সিঁফোকে ডিটো। সব দোষ আজ্জোর।

    আর ছবি - বেশি বড় নয় - কয়েকশো কেবি হবে, বড়জোর এক মেগ। অনেকবার দেখেছি এক মেশিনে দিব্যি দেখালো, আর পিপিটি যেই মেলে আরেকজায়গায় পাঠানো হল সেখানে রেড ক্রস। বাই দ্য ওয়ে - এখানে "ঠিক ভাবে করোনি' বোলোনিকো, আমি বহু বছর ওয়ার্ডে বহু ডকু আর পিপিটি বানিয়েছি।

    যার যেটা কাজে দেয়। তবে ওই লেটেকে এই হয় না, সেই হয় না - না বল্লেই ভালো।

    আর টিপিক্যাল ইন্ডাস্ট্রীর লোকের কথা? এইটে দ্যাখো - Latex is the Unix of the word processing world. Only 1% of the population uses it, and those who use it, do it solely for the purpose of appearing elite and wanting to feel a sense of eclectic superiority. generally it's to make up for other lacking areas of their lives.

    99% of documents you make won't be 1000 pages with hundreds of quotes, which is what latex might be useful for, but even then it's questionable. Industry uses Word, and the time you spend learning latex, setting up the bullshit associated with it, and maintaining your skills is absolutely wasted effort.

    Unless it's a course requirement, steer the hell clear.


    ;-)
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪৭ | 202.91.136.71
  • আমি টিকিট কাটলাম। ২ তারিখের করোমন্ডল।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪৬ | 202.91.136.71
  • সিঁফো, এইসব তর্ক সত্যি অর্থহীন এবং অনন্তকাল ধরে চলতে পারে। আর সব জিনিসেরই কিছু প্রোস বা কন্স আছে। সেই অনুযায়ী তাদের অ্যাপ্লিকেশন বা ইউজারবেস আলাদা আলাদা হয়। পরম ভাল বা খারাপ কিছু হয় কি?

    কিন্তু কেউ তো মাথার দিব্যি দেয়নি অ্যাকাডেমিক লাইনেও ল্যাটেক ছেড়ে ওয়ার্ড ধর। সেইটা নিয়মিতভাবে করলে একটু চাপের হয়ে যায়, কারণ সেটি বিশুষ্ক ধর্মপ্রচারের মত শোনায়।

    এর বাইরে কোন বক্তব্য নাই।
  • san | ০৪ জুলাই ২০০৮ ১৪:৪১ | 12.144.134.2
  • এই অপ্পন টিকিট কাটলে? আজকেও দেখছি সকাল দশটার মধ্যেই সব টিকিট শেষ , মানে যেটা আজকেই সবে দেয়া শুরু হয়েছিলো। পরের দিনের টা দিতে শুরু করে কখন বলোতো? রাত বারোটা নাগাদ? না ভোর পাঁচটা নাগাদ? আজ রাত্তিরে তক্কে তক্কে থেকে কেটে ফেলতে হবে।
  • r | ০৪ জুলাই ২০০৮ ১৪:৩৯ | 125.18.17.16
  • তোদের কি আর কোনো টপিক নেই রে বাবারা?
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৩৫ | 202.91.136.71
  • কত বড় ছবি? রেড ক্রসের ফ্ল্যাগই বা দেখাবে কেন ঠিকঠাক ছবি ইন্সার্ট করলে?
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৪:৩৪ | 66.232.102.157
  • আরে ধুর, ছাড়ো তো অপ্পনদা। তোমার কাজে না লাগলে তুমি শিখবে না। তোমার ভালো না লাগলে তুমি করবে না। সে ল্যাটেক-ই হোক আর লিনাক্স-ই হোক। যখন দিব্বি তুমি সব কাজ ওয়ার্ড বা উইন্ডোজ দিয়ে করতে পারো, এখনো কোনো অসুবিধা হয়না তখন আবার চাপ নিয়ে নতুন জিনিস শিখতে যাবে কেন? এসব নিয়ে মাথা ঘামানোর কী আছে? আর ল্যাটেক ভালো না ওয়ার্ড ভালো এমন কম্পি তে নেমেই বা কী হবে? তোমার ভালো তুমি বুঝবা, আর কেউ বলে দেবে কেন?
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:৩৩ | 202.91.136.71
  • পিডিএফ তো বেসলাইনড ভার্সন। তার আগের রিভিউ রিওয়ার্ক ইত্যাদি তো সবাইকেই করতে হয়। টেকি আর নন-টেকি উভয় সম্প্রদায়কেই। তখন ওই ইনসার্ট কমেন্ট আর ট্র্যাক চেঞ্জেস অপশন না থাকলে সব মাটি।

    ভয় কারণ না জেনে বা জানার ইচ্ছে নেই। সেই একই কথা তো উল্টোদিক থেকেও বলা যায়। ঃ)
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:২৮ | 202.91.136.71
  • থ্যাংকু। তবে ওই কাজে না লাগলে বিশদে জানার তো কিছু নেই। এইটুকু আইডিয়াতেই আপাতত চলবে।

    আর সবই লিংক তো দেখছি অ্যাকাডেমিক লাইনের লোকজনের। কর্পোরেট দুনিয়ার ফিডব্যাক ইত্যাদি পেলে একটু ভাল হত। ;)
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৪:২৫ | 61.95.144.123
  • বিজনেস কম্যুনিটি পিডিএফ দেখলে কি ছোঁয়ার আগে জিগ্গেস করে যে এটা কিভাবে তৈরী? পিডিএফ তো ছোঁয় - কারণ সিমেনস থেকে শুরু করে আরো গুচ্ছ কোং-এর ম্যানুয়াল পিডিএফ।

    আর ওয়ার্ড ডকুতে বা পাওয়ারপয়েন্টে বড়সড় ছবি যখন রেড ক্রসের ফ্ল্যাগ হয়ে স্ক্রীনে আসে তখন এই বিজনেস কম্যুনিটি কি করে?
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৪:১৩ | 61.95.144.123
  • আমি অটোকারেক্ট অফ করে কাজ করি ওয়ার্ডে (যখন করি)।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৪:১২ | 61.95.144.123
  • (১) স্পেলচেক হয়, অটোকারেক্ট হয় না - এবং সেটা ভালো - রবার্টসের লেখাটা পড়ো কেন ভালো।
    (২ ও ৩) হয় না বলেই জানি। তবে ফাইনাল পিডিএফে কমেন্ট করা যায়। অভ্যু হয়তো জানতে পারে হয় কিনা।
    (৪) প্রচুর।
    (৫) সুন্দর সুন্দর GUI আছে, আর LaTeX জিনিসটাই TeX-এর ওপর ম্যাক্রো, আর এর ওপর আরো হাই লেভেল ম্যাক্রো আছে। মানেটা এই দাঁড়ালো যে আগের পোস্টে ভুল কিছু বলিনি - যে ভয়টা জাস্ট না জেনে বা জানার ইচ্ছেটাও নেই বলে;-)
    (৬) হয় বলে শুনিনি।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৪:০৭ | 202.91.136.71
  • যাগ্গে, এই কাজগুলো ল্যাটেকে করা যায় কিনা বলে দিও। এগুলো ছাড়া আমার চলবে না।

    ১) spell check/autocorection
    2)
    track changes
    ৩) insert comment
    ৪) asian language support
    ৫) GUI/macro
    6)
    Mail merge

    ডিঃ শেষটা কখনো সখনো লাগে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৩:৫৮ | 61.95.144.123
  • হুঁ - সে তো জেনেই বলছি। ওই আজ্জো যে বল্ল এই সেই ইত্যাদি - তাই;-) আগের আর্টিকলটার আরো বেটার ভার্সন - http://www.osnews.com/story/10766, আগের ডিঃ-টা সহ।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৩:৫৭ | 202.91.136.71
  • ** জানা না থাকলে
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১৩:৫৫ | 202.91.136.71
  • অরিজিতকেঃ

    ল্যাটেক বনাম ওয়ার্ড নিয়ে তক্কোতে কোন উৎসাহ নেই। তাতে আমি পার্টিসিপেটও করিনি। শুধু অভ্যুকে বলেছিলাম ওয়ার্ডে অনেককিছু জানা থাকলে ওয়ার্ড ধুর লাগতে পারে।

    আর দ্বিতীয় কথা, আমাকে ওয়ার্ডে কাজকম্মো করে পেট চালাতে হয়। বিজনেস এবং সিএক্সো কম্যুনিটি ওয়ার্ড ছাড়া কিছু বোঝে না। যেদিন ল্যাটেকে সেই কাজগুলো হবে, পেটের দায়ে ল্যাটেক শিখে নেবো। যেমন একদিন ওয়ার্ড শিখতে হয়েছিল।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১৩:৩৫ | 66.232.102.157
  • সত্যিই খোরাক।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১৩:৩৩ | 61.95.144.123
  • বলেছে সাইট আপডেট হচ্চে, তো?
  • S | ০৪ জুলাই ২০০৮ ১৩:১২ | 202.140.54.29
  • জনতা, এক্ষুনি এক্ষুনি আনন্দবাজার খুলে দ্যাখো! কী খোরাক!
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৮ | 66.232.102.157
  • লিনাক্স সব থেকে আগে করা উচিত মামুর। যেই জিজ্ঞেস করবে পোমোর ব্যভারিক উদাহরন দাও, বলবে কেন ঐ যে ওপেন সোর্স মুভমেন্ট? অথচ নিজে দেখো, ব্যভারিক জেবনে তার কোনো প্রয়োগ নেই।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৮ | 61.95.144.123
  • ওইটা হনুর বিনয়। পাত্তা দিবেন না। আমি সিদিন বুঝে গেছি।
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৭ | 64.105.168.210
  • আজ একটা চমৎকার জিনিস হাতে এসেছে। গুণিজনরা তারিফ করবেন। অ্যামেরিকায় ব্রেখটের বিচারের অডিও। এখনও শুনিনি। বেশ রোমাঞ্চকর ব্যাপার হবে মনে হয়।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১২:৫৪ | 65.218.154.195
  • ধর্ম কি পথের চেক পোস্ট?
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ১২:৫২ | 64.105.168.210
  • হনু লিনাক্ষতে মুভ করলে কাকে কাকে আওয়াজ দেওয়া যায়, ভাবছি। হনু স্বঘোষিত নন-টেকি। অবশ্য হনু 'না না আমি কিছু না' ধরণের বিনয়ের একটি আতাগাছ। হনু আর দ্রির এখন জোর কম্পিটিশন। কে আগে করে। আমি হনুর পক্ষে বাজী ধরলাম।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১২:৫০ | 66.232.102.157
  • আমি আরাম চাইনা। আমার পথ বন্ধুর, পথের শেষে ধর্ম আছে। ঃ-)

    এখন tb external কেনার পয়সা নেই। এখন rsynch জানিনা।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১২:৪৮ | 65.218.154.195
  • ম্যাকের মতন জিনিস হয় না। ম্যাক কিনলে আরাম ফিরি
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১২:৪২ | 61.95.144.123
  • এখানে ম্যাক একটা ব্যাপক সুবিধা দেয় -

    (১) সফটওয়্যার ইনস্টলেশন মানে জিনিসটাকে ধরে অ্যাপ্লিকেশনস ফোল্ডারে ফেলে দেওয়া। মানে মেশিন রিফরম্যাট করতে হলে গোটা অ্যাপ্লিকেশনস ফোল্ডারটার ব্যাকআপ নিয়ে পরে ফের ভরে দাও - সব যে কে সেই চলবে। কিচ্ছু ডাউনলোডানোর নেই - শুধু একটা ব্যাকআপ ডিভাইস লাগবে।

    (২) নতুন লেপার্ডে টাইমমেশিন - তোমার হয়ে ব্যাকআপ করে দেবে। ইনক্রিমেন্টাল।
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ১২:৩৯ | 64.105.168.210
  • ডিভিডিতে ব্যাকাপ কেন? একটা TB এক্সটর্নাল কিনে নাও। তারপর rsynch দিয়ে cron চালাও। আমি তো তাই করি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত