এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১২:১৮ | 64.105.168.210
  • রাজস্থান মে ডাকু হ্যায়। আরাবল্লি মে রহতা হ্যায়। খ্যাঁচাৎ করকে নাক কাট লেতা হ্যায়।

    রাজস্থান মে উট ভি হ্যায়। পেটকে অন্দর পানি লে কর চলতা হ্যয়, চলতা হ্যয় ... কাঁটা বাছকে কাঁটাঝোপ খাতা হ্যায়।

    রজস্থান মে শনিমনসা ভি হ্যয়। শনিচ্চরকো ফুল খিলতা হ্যয়।

    অর রাজস্থান মে যাঁহা ভি জাগা মিলা, একঠো করকে দুর্গ গুঁজকে রাকখা হ্যায়। দুর্গ দেখনে জায়গা তো ট্যাঁক ফর্সা হো জায়গা।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১২:১৭ | 61.95.144.123
  • প্রোব্যাবলি না। আমরা যখন ফোর্থ ইয়ার তখন মানস হীরা খড়গপুর থেকে বিইকলেজে আসেন। অল্প বয়স, আমাদের সাথে বেশ দোস্তি হয়ে গেসলো। ইনফ্যাক্ট আমাদের হোস্টেলেও চলে আসতেন, আর ক্যান্টীনে চা-সিগারেটও খাইয়েছেন। আমরা বাইরে মানসদা-তুমি বলতুম।
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১২:১৫ | 124.30.233.101
  • আমি একজন হীরাদাকে চিনতাম, এই হীরা কি বিই কলেজেরই এক্স?
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১২:০৯ | 61.95.144.123
  • নাঃ ইনি আহমেদাবাদ আইআইএম। তুমি মনে হয় মানস হীরার কথা বলছো। সে তো বিইকলেজে পড়ায়।
  • S | ১৫ জুলাই ২০০৮ ১২:০৬ | 202.140.54.29
  • রাজস্থান ... এনিবডি?
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১২:০৫ | 192.92.94.23
  • এই মানসবাবু কি খড়গপুরে পি এইচ ডি করতেন? নামটা কেমন চেনা চেনা ঠেকছে।
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১২:০৩ | 64.105.168.210
  • আমরা কস্মিনকালে হেদোকে হেঁদো বলি না। হেদুয়াও বলি না। হেদো ইজ হেদো।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১২:০০ | 61.95.144.123
  • ন্যাড়াদার হেঁদো তাও মানা যায়, হাঁসপাতালের মতন, কিন্তু মামীর হেঁদো? এ তো মামী সর্ষে ইলিশে চিনি দিচ্চে;-)
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১১:৫৮ | 64.105.168.210
  • তবে হেঁদোই বলুন আর যাই বলুন, মিষ্টি-টিষ্টি খেতে গেলে সিমলে পাড়ায় আসতেই হবে। চপ-কাটলেটও।
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১১:৫৬ | 64.105.168.210
  • আমাদের খাসা জিলিপি থাকতে অমৃতি কেন? আমি কলকাতায় কোনদিন অমৃতি খেয়েছি বলে মনেই পড়ে না।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১১:৫৪ | 61.95.144.123
  • হেঁদো??????

    বুশের মুখে মার্ক্সনাম।
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:৫০ | 12.240.14.60
  • ন্যাড়াবাবু,
    দই সম্পর্কে আপনার শেষ কথা শুনে মনে হয়েছিলো হেঁদো থেকে টালিগঞ্জের মধ্যে কোথাও কোনো দেবভোগ্য অমৃতির সন্ধান হয়তো আপনার 'স্বাদসহ' জানা আছে!

    প্যাঁচানো অমৃতি দেখতে বেশ সুন্দর- একটা বিষাক্ত কমলা রঙের সুন্দর কাঁচের বাক্সে কি পেতলের থালাত সাজানো থাকে- সব দোকানেই প্রায় দেখা যায়।আর একটা হচ্ছে অমৃতি পাকের বালা-ছবি তে সারদাদেবী যাকে বিখ্যাত করে দিয়েছেন।
  • S | ১৫ জুলাই ২০০৮ ১১:৪৮ | 202.140.54.29
  • কোনও সর্ষেতে রাজস্থান ট্যুরের ওপর কেউ লিখেছে?
  • S | ১৫ জুলাই ২০০৮ ১১:৪৫ | 202.140.54.29
  • জয়সলমের বিকানের উদয়পুর আবুপাহাড় যোধপুর বেড়াতে যাব। কেউ কি সম্প্রতি বা বিস্মৃত অতীতে রাজস্থান ট্যুর করে এসেছে?

    ১) কী সিকোয়েন্সে ঘুরব? প্রথমে জয়সলমের ল্যান্ড করব, তারপর কোথা কোথা দিয়ে ঘুরে কোথা থেকে ফেরার ট্রেন ধরব?

    ২) মোটামুটি কোথায় কোথায় কত কত রাত স্টে করতে হবে? টোটাল কী রকম সময় লাগবে?
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১১:৪২ | 64.105.168.210
  • যেতে কে বলেছে! ফান্ডা বাড়াতে চাইলেন, বাড়িয়ে দিলাম।
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:৩৭ | 12.240.14.60
  • মধুপুরে গিয়ে অমৃতি খেতে হবে!!! বাপ্পো !!
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১১:৩৬ | 61.95.144.123
  • কে কেলো। চৈতালির সাথে আলাপ নাই, তবে মানসকে তো ভালো করে চিনি। মানস মণ্ডল তো?
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:৩৫ | 12.240.14.60
  • মানসদা-চৈতালিদির সঙ্গে বসেই আজ দই খেয়ো কেমন;)
  • sarathi | ১৫ জুলাই ২০০৮ ১১:৩৪ | 59.160.220.131
  • দই খাওয়া খুব ভাল

    সিঙ্গুরের মিষ্টি দই বা ন্যানোদই চাইলে সঙ্কÄর যোগাযোগ করুন
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১১:৩২ | 64.105.168.210
  • মধুপুরে। বর্ধমান মিষ্টান্ন ভান্ডারের পাশে গরম গরম অপূর্ব অমৃতি ভাজে। ইনফো একটু ডেটেড কিন্তু পরীক্ষিত।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১১:৩২ | 61.95.144.123
  • যাঃশ্লা তোমরা অ.মৌ.-য়ের নাম জানলে কোত্থিকে?
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:৩০ | 12.240.14.60
  • অরি,
    আজ হয়তো অ.মৌ এর আপিশের মেনুতে দই থাকবেঃ))
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১১:২৮ | 61.95.144.123
  • মামুর সাইটে টই ঘেঁটে প্রায়ই দই হয়। সেই দই ভাটে ছড়াবে আশ্চর্য কি?
  • dri | ১৫ জুলাই ২০০৮ ১১:২৬ | 75.3.201.164
  • আর ভাটে শুধু দই আর বি এস এন এল।
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:২৬ | 12.240.14.60
  • কোথায় ভালো অমৃতি পাওয়া যায়- কেউ জানে?
  • dri | ১৫ জুলাই ২০০৮ ১১:২২ | 75.3.201.164
  • নাঃ, টইগুলো খুব এগিয়ে গেছে। পড়ে শেষ করা যাচ্ছে না। ঘুমা যাই।
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ১১:১৯ | 64.105.168.210
  • কলকাতার সেরা দই - যাদব (কেশব সেন স্ট্রীট), সুরেন (সিটি কলেজের পাশের রাস্তা - সীতারাম ঘোষ স্ট্রিট?) আর বেলেঘাটার 'লক্ষ্মী সুইট্‌স'। চিনিপাতা সাদা মিষ্টি দই উইথ আ স্লাইট টক রস - লাস্ট অফ দা মোহিকান্স - দেয়ার ইজ নো জবাব।
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১১:১৮ | 192.92.94.23
  • আর ইন্টারনেটে এইসব স্কিমগুলোর কোন পয়েন্টার থাকলে তাও। অনেক আগ্রিম ধনিয়াবাদ।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১১:১৮ | 61.95.144.123
  • লোকাল এক্সচেঞ্জে। আমাদের তো রাণীকুঠি এক্সচেঞ্জ।
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১১:১৭ | 192.92.94.23
  • অরিজিৎ, কোথায় গিয়ে এসব জমা দিতে হবে একটু অ্যাড্রেসটা পাঠাবে?
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:১৪ | 12.240.14.60
  • ***লাগে
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১১:১২ | 124.30.233.101
  • ১)রেসিপীতে স্থান কাল পাত্রও থাকেনা।

    ২)রেসিপী সর্ষেবাটা... ইত্যাদিতে থাকে, ভাটে নয়।

    অতএব এটি একটি অনন্য রেসিপী আর তাই ৪) নম্বরের ক্ল্যারিফিকেশন অত্যন্ত জরুরী।
  • m | ১৫ জুলাই ২০০৮ ১১:১১ | 12.240.14.60
  • শমীক,
    আমার বিনয় সব দান করেছিঃ)
    সত্যি,ঐ দোকানের দই নিয়ে লোকে যা আদিখ্যেতা করে-আমার আহামরি কিছু কাগে নি-এরচেয়ে ঢের ভালো দই আমি হরদম খেয়েছিঃ)
  • omnath | ১৫ জুলাই ২০০৮ ১১:০৮ | 59.160.220.131
  • সকল ব্রডব্যাণ্ডওলাদেরই বি এস এন এল একটা প্রীপেড (বোধহয়) সীম ফ্রি দিচ্ছে। এক বছরের ভ্যালিডিটি আর ১০০ টাকার টকটাইম ফ্রি। এক বছর পর থেকে ভ্যালিডিটি বজায় রাখতে আলাদা খচ্চা করতে হবে। এতে মানিকজোড় অফারটা, (মানে মোবাইল থেকে একটা ল্যাণ্ডলাইনে কল চার্জ ফ্রি) থাকছে না অবশ্যই।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১১:০২ | 65.218.154.195
  • এতকাল সব্বাই কেমন বানান ভুল কত্তো
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১১:০১ | 192.92.94.23
  • "বড়পি" মানে আমি মাক্কালি কোনো তরকারি ভেবেছিলাম। উহা বরফি!!
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১১:০১ | 61.95.144.123
  • অ্যাড্রেস প্রুফ - মানে পাসপোর্ট অথবা ভোটার আই কার্ড অথবা ইলেকটিরি বিল ইত্যাদি। আর প্যান কার্ডের কপি - এটা ওই মোবাইলটার জন্যে।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১১:০০ | 65.218.154.195
  • কে খাওয়াবে ইহা আলোচ্য বস্তু নয়। রেসিপিতে কোথাও লেখা থাকে না এমনি জিনিস। বিশ্বাস না হলে 'চিতলের সর্ষেবাটা' টই দেখো
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৯ | 124.30.233.101
  • পারমিতা,
    নভেম্বর ডিসেম্বর টাও খেয়াল কর। তোমার হলনা।ঃ)
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৮ | 65.218.154.195
  • হৃদয় দান !!!!! তোর বউ তোকে পেটাবে তো
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৭ | 65.218.154.195
  • মোল্লার চকের দই কান ফ্লিম ফেস্টিভালে জুরি দের বিচারে সেরা ছিল। শুনিতে পাই ল্যুভ নাকি উহার পেটেন্ট কিনতে সচেষ্ট
  • sinfaut | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৭ | 66.232.102.157
  • আমি এখন কিছু নামাচ্ছিনা, শুধু দান করে যাচ্ছি। কি মহৎ হৃদয়।
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৭ | 192.92.94.23
  • ৪)-এ কে খাওয়াবে সেটা পরিষ্কার নয়। এইসব ব্যাপার খোলাখুলি কথা হয়ে যাওয়াই ভালো, নইলে আমরা চিন্তায় থাকবো।
  • omnath | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৬ | 59.160.220.131
  • বি এস এন এল এর নিয়ম খুব সোজা। সারা মাসের অ্যাপ্লি ২৭-১৮ তারিখে গুনে সেইগুলো নেক্সট মাসে টার্গেট টাস্ক হিসেবে অ্যালোকেট করে। ওভার লোড না হলে আর মাসের মাঝে বা প্রথমে অপ্লাই করলে পরের মাসের গোড়াতেই ব্রডব্যাণ্ড তার লাগিয়ে কানেকশন দিয়ে যায়। তার লাগানোর পরে পাসওয়ার্ড জেনারেট হয়, তাতে ম্যাক্স আরো সাত দিন লাগে। মোবাইলে এস এম এস এ পাসোয়ার্ড আসার কথা। ফালতু কেসে (যেমন আমার) এক্সচেঞ্জে গিয়ে পাসোয়ার্ড আনতে হতে পারে।

    ঐ সাতাশ আঠাস তারিখের পরে অ্যাপ্লাই করলে ওটা আরো এক মাস পিছিয়ে যায় আর কি।

    তবে এর চেয়ে দই আর বরফি ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং লাগছে। কেউ কলকাতায় ব্যপারটা নিয়ে আসার প্রজেক্ট নেবে?
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৬ | 65.218.154.195
  • মেলাচ্ছি ওমনাথ কে
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৫ | 65.218.154.195
  • বড়পির রেসিপি

    ১) নভেম্বর বা ডিসেম্বর মাসে কোলাকাতায় এসো
    ২) শিয়ালদা সাউথ থেকে বারুইপুর লোকাল ধরো বা বাইপাস দিয়ে গাড়িতে বারুইপুর এসো
    ৩) আমাকে ফোনাও
    ৪) দোকানে নিয়ে যাবো, যত ইচ্ছে বড়পি খাও
  • Paramita | ১৫ জুলাই ২০০৮ ১০:৫৫ | 192.92.94.23
  • অরিজিৎ, তুমি ব্রডব্যান্ড বলতে ডি এস এল না কেবল মোডেমের কথা বলছো? "জমা পড়তে" কি কি লাগে?
  • sarathi | ১৫ জুলাই ২০০৮ ১০:৫২ | 59.160.220.131
  • হরিপালের দই সত্যি খুব ভাল

    তবে পার্থক্য কি জানেন , হরিপালের স্বাদ হল গিয়ে গ্রাম্য বনেদি আর সিঙ্গুরের দই একটু নাকউঁচু শহুরে ;)

    কাজেই নামমাহাত্ব্যে সিঙ্গুর এগিয়ে

    ঈশান, তোমাদের পাড়ার শুভ্রর (CESC র চাকুরে , মামার বন্ধু) সঙ্গে মাসদুয়েক আগে দেখা হয়েছিল , এখন দমদমের বাসিন্দা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত