এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৮ জুলাই ২০০৮ ০২:২৫ | 12.240.14.60
  • সৈকত,
    অদিতির ইঁদুর পোষা ভাই টা কে বলতো?স্মিতা পাতিলের ছেলেঃ)
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০২:২২ | 170.153.62.251
  • ভারত মুভিস আছে কিন্তু সিনিমাটা
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০২:২১ | 168.26.215.54
  • এই সিনেমাটা না দেখে তো ছাড়া নেই। কাল থেকে সবাই আসতে যেতে বকে চলেছে। ঈশান ওয়েবসাইট প্লিজ।
  • Ishan | ১৮ জুলাই ২০০৮ ০২:১৭ | 12.163.39.254
  • সিঁফোর বিদেশী সিনিমা দেখার উপর একটা ব্যান লাগাতে হবে। ছেলেটা নইলে বখে যাবে। দেশীয় সংস্কৃতির প্রতি কোনো টান নাই। ঃ)
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০২:১৫ | 168.26.215.54
  • আরে আমিও আপটুডেট। একটু ইয়ার্কি করলুম। শুধু মেম্বার হই না। গ্রসারি স্টোর থেকে ডিভিডি আনি। এটা কি পে পার ভিউ। নইলে প্রতি মাসে কেটে নেয় খুব চাপ। কোথায় জানি একবছর পর বের করেছিলাম প্রতি মাসে টাকা কাটছে অথচ আমরা ইউজই করি না। ওয়েবসাইট প্লিজ।
  • m | ১৮ জুলাই ২০০৮ ০২:১২ | 12.240.14.60
  • আর্য,
    এই আমেরিকার গ্রামে বসেও আমরা হিন্দি সিনেমা সম্পর্কে খুব আপটুডেট- একটা সাইট আছে,তুমি ইচ্ছে করলে তার মেম্বার( পয়সা দিয়ে)হয়ে অধুনা মুম্বাই এর সব সিনেমা দেখতে পারোঃ)

    আমি আবার ও বলছি সিনেমা টা আমার ভালো ই লেগেছে- একবার দেখার জন্যে দিব্য।গল্প টা ঝকঝকে- টানটান একটা মজা আছে- আর আমি ব্যক্তিগত ভাবে এই সিনেমার কিছু অভিনেতা/নেত্রী কে খুব পছন্দ করি।-সব মিলিয়ে দিব্য(গান বাদ)।

    *** এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।সকলকে ঘাড় ধরে ভালো লাগাতে হবে এমন কোনো দাবি আমার নাই।
  • m | ১৮ জুলাই ২০০৮ ০২:০১ | 12.240.14.60
  • সিঁফো,
    ইমরানের মার চরিত্রে অভিনয় করেছেন রত্না পাঠক।
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০২:০১ | 170.153.62.251
  • ঃ)
  • Abhyu | ১৮ জুলাই ২০০৮ ০২:০০ | 128.61.29.226
  • কলোকী পুলোকী সিংগিল মেলালিং মেলালিং
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০১:৫৬ | 168.26.215.54
  • ওক্কে মেলিং মেলিং
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০১:৫৫ | 170.153.62.251
  • জি টক এখওন খুলতা নেহি যে, মাঝে মাঝেই আটকে যায় আপিসে ঃ(
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০১:৫৪ | 168.26.215.54
  • আসবে নাকি? তাইলে জিটকে এসো। ঃ) অভ্যু কে খেলায় নেব না।
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০১:৫৩ | 170.153.62.251
  • কিচ্ছু প্ল্যান নাই ঃ)
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০১:৫০ | 168.26.215.54
  • তারও পরে।
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০১:৪৯ | 170.153.62.251
  • নেক্সট মানে কবে ? এই ২৪.৫ ঘন্টা পরে নাকি তার ও পরে?
  • Abhyu | ১৮ জুলাই ২০০৮ ০১:৪৬ | 128.61.29.226
  • তব্বে? ঐ কেকের দোকানে কতো ভালো ভালো আমণ্ডের কাঠি পাওয়া যায় জানো?
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০১:৪১ | 168.26.215.54
  • অভ্যু টা এক্কেরে জঘইন্য। সব চিনি ঐ কেকের দোকান ছাড়া। তোরা যেদিন আসবি সেদিন হাঙর মাছ কিনব। ব্ল্যাংক বাবু নেক্সট উইকেন্ডে কি করছ?
  • Abhyu | ১৮ জুলাই ২০০৮ ০০:৩৮ | 128.61.29.226
  • আজ্জোর জন্যি

    I-85 North-এ Exit 94 নেবে। বাঁদিকে বেঁকে সোওজা চলবে। শ্যাম্বলী-টাকার রোড। প্রথমে আসবে বেঙ্গল্‌স। (বুফোর্ড-এর আগে - বাঁদিকে পড়বে)। সেখানে থেমে মাটন কিমা কিনবে। লাল শাক পেলে কিনবে। মাছ কিনবে না। ঐ একই শপিং কমপ্লেক্সে হোয়া বিন মার্কেট বলে একটা বড়ো কোরীয়ান দোকান আছে, সেখানে গিয়ে প®Çফ্রট মাছ কিনবে। এক একটা মাছ প্রায় ২ পাউণ্ড। 3.19/lb দাম।

    তারপর ডান দিকে বেঁকে বুফোর্ড ধরে চলতে থাকবে। রাইট লেনে। মোৎজার্ট বেকারী পড়বে ডান দিকে। নেমে দুটো কেক কিনবে। ক্যারট-ওয়ালনাট কেক। দাম বেশি, খেতে ভালো।

    তারপর আবার বুফোর্ড ধরে চলতে থাকবে, কিন্তু বাঁ দিকের লেনে। কাফে ১০১ পড়বে বাঁ দিকে, ঢুকবে না। চলতেই থাকবে।

    I-285 পেরোনোর সঙ্গে সঙ্গে বাঁ দিকে যে কমপ্লেক্স পড়বে সেখানে ঢুকবে। বুফোর্ড হাইওয়ে ফার্মার্স মার্কেট। কুমড়ো ফুল কিনবে। লেবু পাতা কিনবে। আর যা কিছু লাগবে কিনবে। হাঙ্গর মাছও পাওয়া যায়, কিনলে আমাদের খবর দেবে।

    এরপর উল্টোদিকে ফিরে কাফে ১০১-এ লাঞ্চ করবে। ওদের আইস্‌ড ট্রীট নামের ডেসার্টগুলো বড্ড ভালো। না খেলে মিস করবে।

    তারপর I-285/85N ধরে আলাদীন যাবে। Exit 101 (ইণ্ডিয়ান ট্রেল exit) নেবে। র‌্যাম্পে ডান দিকে বেঁকে ২টো ব্লক যাবে।
    মোগলাই পরোটা খাবে। ওদের একদিন আগের থেকে ফোনে অর্ডার দিলে মাটন বিরিয়ানি বানিয়ে রাখে। সেটা খেয়ে এসে টইতে লিখবে।
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০০:১৮ | 170.153.62.251
  • হু, খুব ই ইন্টারেস্টিং ব্যপার। জর্জিয়া তে ইন্ডিয়ান লাইসেন্সে গাড়ি রেন্ট দেয়? তাইলে একটু রুবি ফলস ঘুরে আসবো ভাবিং
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০০:১৪ | 168.26.215.54
  • যাক মহাপ্রলয় নয়। হাঁফ ছেড়ে বাঁচলাম। উইকএন্ড খুব ভালো ব্যপার।
  • Abhyu | ১৮ জুলাই ২০০৮ ০০:০৯ | 128.61.29.226
  • দু-দি, টইগুলো পড়ে ফ্যালো !
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০০:০৮ | 170.153.62.251
  • উইকেন্ড ঃ)
  • arjo | ১৮ জুলাই ২০০৮ ০০:০৮ | 168.26.215.54
  • মহা প্রলয়! খাইসে কাল যে আলাদিন যাবার কথা আছে। একটু পেছনো যায় না?
  • Abhyu | ১৮ জুলাই ২০০৮ ০০:০৭ | 128.61.29.226
  • তারপর কি হবে রে?
  • Blank | ১৮ জুলাই ২০০৮ ০০:০৪ | 170.153.62.251
  • আর ২৬.৫ ঘন্টা
  • pi | ১৮ জুলাই ২০০৮ ০০:০৩ | 128.231.88.5
  • তন্দ্রুস্ত কিনা জানিনে ,তন্দ্রাগ্রস্ত হতে পারে।।
  • Du | ১৭ জুলাই ২০০৮ ২৩:৪৪ | 67.111.229.98
  • ওরে বাবা ঠিক দুপুরবেলা । ভুত ভুত ঠেকছে নিজেকে ঃ)
    সবাই তন্দ্রুস্ত, টিপটপ?
    গুয়াহাটী যাওয়া হয়নি, লোকজন দল বেঁধে কলকাতা চলে এসেছিল।
  • Abhyu | ১৭ জুলাই ২০০৮ ২৩:২৯ | 128.61.29.226
  • ঠিক দুক্কুরবেলা দু-দি এসেছে। ওয়েলকাম ব্যাক।
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২৩:২৮ | 170.153.62.251
  • দুপুর দি কি দেশ ঘুরে এলে?
  • Du | ১৭ জুলাই ২০০৮ ২৩:২০ | 67.111.229.98
  • সবাইকে হা-ই। ফিরে এলাম ঃ(
    ঘামটা মিস করছি না যদিও। আর পাল্লিনকে খুব মনে করেছি - কাঁঠাল দেখেছি যতবারই।
    ছেলে ইস্টবেঙ্গলের খেলা দেখে এসেছে গ্যালারিতে বসে, আর প্রথমবার থ্যাংকফুল হয়েছি সে বাংলা তেমন জানে না বলে।
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২৩:১৫ | 170.153.62.251
  • রক তো পাখী
  • Abhyu | ১৭ জুলাই ২০০৮ ২২:২৭ | 128.61.29.226
  • রক না রে, রকি মাউণ্টেন
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২২:২৩ | 170.153.62.251
  • ইহা কি ধরনের সিটি? অভ্যু দা এখুনো রকে বসে সিটি মারে বুঝি?
  • Arpan | ১৭ জুলাই ২০০৮ ২২:২২ | 122.252.231.206
  • হ্যাঁ, এইটা জানা থাকল। ঃ)
  • Abhyu | ১৭ জুলাই ২০০৮ ২২:২১ | 128.61.29.226
  • এরা কতো কি জানে। আমিও হেটেরোস্কেডাস্টিসিটি জানি। দমুদি জানে?
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২২:১৮ | 170.153.62.251
  • কই মেল?
  • c | ১৭ জুলাই ২০০৮ ২২:১৭ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    মেইল।
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২২:১৪ | 170.153.62.251
  • কুলজেন জানি নে। মোটেও জানি নে। আর জীবনে কত পাপ করলে মানুষকে অ্যাসেম্বলার জানতে হয় তা জানি।
    বাড়ি ফিরে আমি তীর্থে বেড়ুবো তাই
  • d | ১৭ জুলাই ২০০৮ ২২:১২ | 121.245.153.95
  • আহা ৬০ ৬০ অমন বলিস না।
    তারমানে তুই অ্যাসেম্বলারও জানিস আর কুলজেনও। গুড গুড।
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২২:১০ | 170.153.62.251
  • অ্যাসেম্বলারের মতন খারাপ জিনিস জগতে হয় না। মাথা থেকে সব গলে গলে বেরিয়ে যাচ্ছে মেমরি হিসেব কত্তে গিয়ে। আমি যখন তখন মরেও যেতে পারি ঃ(
  • d | ১৭ জুলাই ২০০৮ ২২:০৮ | 121.245.153.95
  • ৭ বছরের ক¾ট্রাক্ট। আরে অ্যাসেম্‌ব্‌লার, আইএমএস ডিবি, কুলজেন, হাতির মাথা, সাপের লেজ সবই আছে। মার্কেটে লোকও আছে। কিন্তু বাজেট তো এইটুকুনি।
  • Arpan | ১৭ জুলাই ২০০৮ ২২:০০ | 122.252.231.206
  • কত বড় কাজ হবে? লোক নাও বাইরে থেকে। আমরা ইউনিসিসের জন্য তাই করলাম। অ্যাডাবাসের জন্যও একই পন্থা।

    মাঝখান থেকে ফুজিৎসুর কিছু না জেনে প্রোপোজাল বানিয়ে ফেললাম। ঃ)
  • Abhyu | ১৭ জুলাই ২০০৮ ২১:৫৬ | 128.61.29.226
  • হাআআআআআই
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২১:৫৬ | 170.153.62.251
  • কুলজেন মানে যা দিয়ে ভুল ভাল কোড জেনারেট হয় সেই জিনিস?
  • d | ১৭ জুলাই ২০০৮ ২১:৫৫ | 121.245.153.95
  • নাহ অ্যাপ্স এর দায়িত্ব বুঝে নিয়ে ভবিষ্যতে লালনপালন করতে হবে। FB কাজ, বাজেট এইটুকুনি, লোকজন পাওয়া যাচ্ছে না। কি অবস্থা!! ঃ(
  • Arpan | ১৭ জুলাই ২০০৮ ২১:৫০ | 122.252.231.206
  • নাঃ। কনভার্সন করতে হবে নাকি?
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২১:৪৮ | 170.153.62.251
  • উফ
    ওটা বুল২ হবে
  • Blank | ১৭ জুলাই ২০০৮ ২১:৪৫ | 170.153.62.251
  • কখুনো বুলভাজায় লেখার অভাব হলে বোধি দা কে শুধু লেখার নাম দিতে বল্লেই তো হয়। লেখা পরে দিলেও হবে, শুধু নাম ...
  • Abhyu | ১৭ জুলাই ২০০৮ ২১:৪৩ | 128.61.29.226
  • কিন্তু আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস জানি।
  • d | ১৭ জুলাই ২০০৮ ২১:৪২ | 121.245.153.95
  • অভ্যু ফেঁক রহেঁ .....
    ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত